BCS Confidence Barishal Branch

BCS Coaching

23/11/2023

🎯আগামী ২৪ এবং ২৫ নভেম্বর ২০২৩ "মূল BCS কনফিডেন্স"-বরিশাল শাখায় "আন্তর্জাতিক বিষয়াবলি" ক্লাস নিবেন জনপ্রিয় শিক্ষক জনাব শরীফ স্যার।
#৪৬তম প্রিলি. ক্লাস
★সময়:- সকাল-০৯ টা এবং বিকাল-০৩ টা।
✎ টপিক:-লেকচার-০৫,০৬

বিঃদ্রঃ আমাদের কোন ফ্রি ক্লাস নেই।
তবে,আপনি চাইলে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে যেকোনো ক্লাস যাচাই করে ভর্তি হতে পারবেন।

★বি:দ্র: #বরিশালে মূল BCS কনফিডেন্স এর একটাই ক্যাম্পাস..
BCS Confidence Barishal Campus
BM কলেজ মসজিদ গেটের বিপরিতে গলির ভিতরে,হাতের বামে #রফিক প্যালেস (৩য় তলা)

প্রয়োজনেঃ ☎️01922101540( মিশকাত)
☎️ 01922101541( মনির)

Photos from BCS Confidence Barishal Branch's post 22/11/2023

৪১তম বিসিএস এর নন-ক্যাডার পদে পছন্দক্রম আহবান বিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ.......
শুরুর তারিখ: ২৩ নভেম্বর,২০২৩ রাত ১০টা
শেষ তারিখ: ২৭ নভেম্বর,২০২৩ রাত ১১.৫৯ মিনিট
মোট পদ : ৪০৫৩ টি

21/11/2023

🎯আগামী ২২ এবং ২৩ নভেম্বর ২০২৩ #মূল BCS কনফিডেন্স"-বরিশাল শাখায় "English grammar" ক্লাস নিবেন জনপ্রিয় শিক্ষক জনাব সুমান স্যার।
#১৮তম শিক্ষক নিবন্ধন ক্লাস সময় সকাল ১১ টা
★৪৬তম প্রিলি
★সময়:- সকাল-০৯:০০ টা এবং বিকাল-০৩:০০ টা।
✎ টপিক:-Subject+ verb agreement

বিঃদ্রঃ আমাদের কোন ফ্রি ক্লাস নেই।
তবে,আপনি চাইলে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে যেকোনো ক্লাস যাচাই করে ভর্তি হতে পারবেন।

★বি:দ্র: #বরিশালে মূল BCS কনফিডেন্স এর একটাই ক্যাম্পাস..
BCS Confidence Barishal Campus
BM কলেজ মসজিদ গেটের বিপরিতে গলির ভিতরে,হাতের বামে #রফিক প্যালেস (৩য় তলা)

প্রয়োজনেঃ ☎️01922101540( মিশকাত)
☎️ 01922101541( মনির)

20/11/2023

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৫ নভেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

20/11/2023

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : প্রথম ধাপের অ্যাডমিট ডাউনলোড শুরু ২৫ নভেম্বর

20/11/2023

৩১৪০ জন ক্যাডার ও ১১০০+ নন ক্যাডার পদ নিয়ে আসছে ৪৬তম বিসিএসের বিশাল সার্কুলার
৩০ নভেম্বরই সার্কুলার প্রকাশিত হবে।
(সূত্র:প্রথম আলো)
৪৬ বি‌সিএস এ মোট শূন‌্যপদ হ‌বে ৩১৪০ টি (সম্ভাব্য)।
এর ম‌ধ্যে ডাক্তার‌দের জন‌্য থাক‌বে ১৭৩১ টি (সম্ভাব্য)

19/11/2023

১৮তম শিক্ষক নিবন্ধন
নতুন ব্যাচের ক্লাস শুরু ২২ নভেম্বর।
মুল BCS কনফিডেন্স বরিশাল শাখায় ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

18/11/2023

তারিখ:১৮ নভেম্বর,সময়: ০৩ টা
মূল কনফিডেন্স বরিশাল শাখায় চলছে #৪৬তম BCS প্রিলি ব্যচের Evaluation test ০২

#৪৭তম প্রিলি অ্যাডভান্স বাচে ভর্তি চলছে..
#৪৬তম প্রিলি পরীক্ষার ব্যাচে ভর্তি চলছে..
#১৮তম শিক্ষক নিবন্ধন ব্যাচে ভর্তি চলছে..

*বরিশালে আমাদের একটাই শাখা
BCS Confidence Barishal Campus
*বিএম কলেজ মসজিদ গেটের বিপরিতে (গলির ভিতরে হাতের বামে, রফিক প্যালেস ৩য় তলা
★প্রয়োজনে :01922101540( মিশকাত)

18/11/2023

🎯 আজকে ১৮ নভেম্বর ২০২৩ "মূল BCS কনফিডেন্স"-বরিশাল শাখায় "দৈনন্দিন বিজ্ঞান" ক্লাস নিবেন জনাব বেলাল স্যার।

★৪৬তম প্রিলি.
★সময়:- সকাল-০৯:০০ টা এবং বিকাল-০৩:০০ টা।
✎ টপিক:-লেকচার-০৮

বিঃদ্রঃ আমাদের কোন ফ্রি ক্লাস নেই।
তবে,আপনি চাইলে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে যেকোনো ক্লাস যাচাই করে ভর্তি হতে পারবেন।

★বি:দ্র: #বরিশালে মূল BCS কনফিডেন্স এর একটাই ক্যাম্পাস..
BCS Confidence Barishal Campus
BM কলেজ মসজিদ গেটের বিপরিতে গলির ভিতরে,হাতের বামে #রফিক প্যালেস (৩য় তলা)

প্রয়োজনেঃ ☎️01922101540( মিশকাত)
☎️ 01922101541( মনির)

18/11/2023

মুল BCS কনফিডেন্স বরিশাল শাখায় ১৮তম শিক্ষক নিবন্ধন
নতুন ব্যাচের ক্লাস শুরু ২২ নভেম্বর
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

16/11/2023

মুল BCS কনফিডেন্স বরিশাল শাখায় ৫০% ছাড়ে!১৮তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে.. ক্লাস শুরু ২২ নভেম্বর।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

Photos from BCS Confidence Barishal Branch's post 15/11/2023

িসিএসঃ
৪০ তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নম্বরপত্র উত্তোলন!

রিটেনে পাশ ফেল সবাই মার্কশীট তুলতে পারবেন।

অবশ্যই মার্কশীট তুলবেন। না হলে পরে অনেককে আফসোস করতে দেখি।
আপনার আমলনামা দেখা উচিত!

15/11/2023

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত যত প্রশ্নঃ
১। এইচএসসি পাশে আবেদন করা যাবে?
উত্তরঃ হ্যাঁ। স্কুল পর্যায়-২ এ আবেদন করা যাবে।
২। নিবন্ধনের MCQ পরীক্ষায় পাশ মার্ক কত?
উত্তরঃ ৪০ নম্বর (লিখিত মার্কের সাথে MCQ এর নাম্বার যুক্ত হবে না)
৩। এক সাথে কয়টা আবেদন করা যাবে?
উত্তরঃ ২টা ( স্কুল/স্কুল-২ এবং কলেজ পর্যায়)। স্কুল এবং স্কুল পর্যায়-২ এক সাথে পরীক্ষা হবে, তাই যে কোন একটাতে আবেদন করুন।
৪। নিয়োগ হবে কিভাবে?
উত্তরঃ লিখিত পরীক্ষায় আপনি যে মার্ক পাবেন সেই মার্ক অনুযায়ী একটা সিরিয়াল তৈরি হবে। পরে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনাকে আবেদনের সময় স্কুল কলেজ নির্বাচন করতে হবে।
৫। লিখিত পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে হয়?
উত্তরঃ স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য আপনার একাডেমিক বিষয়ের উপরে লিখিত পরীক্ষ হবে। স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা, ইংরেজি এবং গণিত ।
৬। কমার্সের লিখিত পরীক্ষা কি ইংরেজি মাধ্যমে প্রশ্ন হয়?
উত্তরঃ না। বাংলায় প্রশ্ন হয়।
৭। কত বছর বয়স পর্যান্ত শিক্ষক নিবন্ধনে আবেদন করা যাবে?
উত্তরঃ ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।
৮। নিবন্ধনের পরীক্ষায় ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা হবে?
উত্তরঃ ১৭তম নিবন্ধন প্রিলি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা হতো। তবে ১৮তম নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রিলিতে ০.২৫ মার্ক (পরীক্ষায় সময় প্রশ্নে উল্লেখ থাকবে ভুল উত্তরের কাট মার্ক কত) কাটা হবে।

14/11/2023

৪৫তম বিসিএসের বাংলা লিখিত পরীক্ষায় এবার পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)..

কারিগরি/পেশাগত ও সাধারণ উভয় ক্যাডারে যাঁরা আবেদন করেছেন, তাঁদের দুই দিন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকনিক্যাল/পেশাগত ও সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীদের ২ দিনে মোট ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০০১ ও ০০২ কোডের বাংলা পরীক্ষা ২ দিনে অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল/পেশাগত ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোডের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর সাধারণ ক্যাডারের প্রার্থীরা ২০০ নম্বরের ০০২ কোডের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। টেকনিক্যাল/পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীরা ২ দিনই অর্থাৎ ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন অনুসারে টেকনিক্যাল ক্যাডার ও উভয় ক্যাডারের বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে ২৭ নভেম্বর। সাধারণ ক্যাডার ও উভয় ক্যাডারের প্রার্থীদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে ২৮ নভেম্বর। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

৪৩তম বিসিএসের ভাইভা শেষে নন–ক্যাডার পছন্দের সুযোগ দেবে পিএসসি।
-প্রথম আলো

10/11/2023

সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার (ATEO) পদে পূর্বে যারা আবেদন করেছিলেন নতুন করে তাদের আবেদন করার প্রয়োজন হবে না সম্ভবত। নিয়োগ সার্কুলার খুব দ্রুতই পাবেন নতুন রূপে। নতুন নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকরাও আবেদন করতে পারবেন ।
আবেদনের ঘরে ২ বছরের অভিজ্ঞতা চাওয়ার ঘরটি সরিয়ে দেওয়া হতে পারে। যেকোনো সময় নতুন করে আবেদন গ্রহণের নোটিশ দেওয়া হতে পারে। এতে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

সূত্র : ডেইলি ক্যাম্পাস

10/11/2023

আজকের ক্লাস..এক নজরে..বাংলাদেশের কৃষি সম্পদ।
পরবর্তী ক্লাস আগামীকাল ১১ নভেম্বর।
BCS Confidence Barishal Branch

মূল BCS কনফিডেন্স, বরিশাল শাখা
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য 01922-101540

10/11/2023
10/11/2023

মুল BCS কনফিডেন্স বরিশাল শাখায় ৫০% ছাড়ে!১৮তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে..
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

10/11/2023

১৮তম শিক্ষক নিবন্ধন (NTRCA) এর

☞ আবেদন শুরু: ৯ নভেম্বর ২০২৩
☞ আবেদনের শেষ: ৩০ নভেম্বর ২০২৩

08/11/2023

প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

08/11/2023

৪৭তম BCS প্রিলি অ্যাডভান্স কোর্সে বিশেষ ছাড়ে(প্রথম ৫০ জন) ভর্তি চলছে..
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

08/11/2023

অবরোধের জন্য আগামী ৩ দিন যেসব চাকরির পরীক্ষা স্থগিত!

★ স্থাপত্য অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৮ ও ৯ নভেম্বরের মৌখিক পরীক্ষা স্থগিত,

★বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পাঁচ ক্যাটাগরির পদে ১০ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত,

★ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপের ৮ ও ৯ নভেম্বর এই দুই দিনের পরীক্ষা স্থগিত,

✅ স্থগিত হওয়া পদের পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সূত্র: প্রথম আলো।

07/11/2023

🎯আগামী ০৯,১০ এবং ১১ নভেম্বর ২০২৩ "মূল BCS কনফিডেন্স"-বরিশাল শাখায় "বাংলাদেশ বিষয়াবলি" ক্লাস নিবেন জনাব এস এম মুন্না স্যার।

★৪৬তম প্রিলি.
★সময়:- সকাল-০৯:০০ টা এবং বিকাল-০৩:০০ টা।
✎ টপিক:-লেকচার-১৪

বিঃদ্রঃ আমাদের কোন ফ্রি ক্লাস নেই।
তবে,আপনি চাইলে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে যেকোনো ক্লাস যাচাই করে ভর্তি হতে পারবেন।

★বি:দ্র: #বরিশালে মূল BCS কনফিডেন্স এর একটাই ক্যাম্পাস..
BCS Confidence Barishal Campus
BM কলেজ মসজিদ গেটের বিপরিতে গলির ভিতরে,হাতের বামে #রফিক প্যালেস (৩য় তলা)

প্রয়োজনেঃ ☎️01922101540( মিশকাত)
☎️ 01922101541( মনির)

07/11/2023

সমন্বিত ১০ ব্যাংকের Preliminary পরীক্ষা শুক্রবারই নেবে বাংলাদেশ ব্যাংক।😪
-ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) পরিচালক মো. সাঈদুর রহমান খান

07/11/2023

#বরিশাল শাখায় শিক্ষক নিবন্ধন কোর্স সম্পূর্ণ নতুন ব্যাচ উপলক্ষ্যে ৫০% ছাড়ে মাত্র ৪২০০ টাকায় ভর্তি চলছে..
এই অফার প্রথম ৫০ জনের জন্য।

কোর্সে যা যা থাকছে:
👉পূর্ণাঙ্গ সিলেবাস ধরে প্রতিটি ক্লাস ২ ঘন্টার = মোট ক্লাস 66 টি
👉... পূর্ণাঙ্গ লেকচার শিট
👉... প্রতিটি ক্লাসের উপর ক্লাস মূল্যায়ন পরীক্ষা
👉... সাজেশনমূলক সলভ ক্লাস
👉... পূর্ণাঙ্গ সিলেবাস ভিত্তিক ১০০ মার্কের পরীক্ষা
👉... অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা ক্লাস ও সাজেশন প্রদান
👉... অনলাইন ও অফলাইন সুবিধা
★১৮তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ-
☞ আবেদন শুরু: ৯ নভেম্বর ২০২৩
☞ আবেদনের শেষ: ৩০ নভেম্বর ২০২৩

#৪৬তম BCS প্রিলি পরীক্ষার ভর্তি ফি ২৭০০ টাকা মাত্র।
#৪৭তম BCS প্রিলি অ্যাডভান্স ব্যাচে বিশেষ ছাড়ে ভর্তি চলছে..

বিশেষ অফারে ভর্তি হতে এখনই কল করুণ 01922101540

07/11/2023

৪৬তম BCS এর বিজ্ঞপ্তি এ মাসেই প্রকাশ করবে পিএসসি। বয়স হিসেব ১নভেম্বর থেকে। (সূত্র: প্রথম আলো)

05/11/2023

৫০% ছাড়ে!১৮তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে..
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

04/11/2023

এক নজরে দেখে নিন ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির সিলেবাস 👉

#কলেজ_পর্যায়ঃ🎓
(উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক / ইন্সট্রাক্টর (টেক) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য )

বিষয় কোড: ৪০০

পূর্ণমান-১০০, সময়: ১ ঘন্টা

ক. বাংলা (Bengali): ২৫

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রতায় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

খ. ইংরেজি (English): ২৫

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms and Antonyms completing sentences, Idioms and phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics): ২৫

পাটিগণিতঃ সূত্র ও নিয়মাবলী (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি ।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতিঃ পরিমিতি ও ত্রিকোনমিতি সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান ২৫

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বিস্তারিত বিষয়াবলী:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের

অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়,

রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য

ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ,

নাৰায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মূদ্রা সংক্রান্ত

আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান

(পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

#স্কুল_পর্যায়ঃ💌

(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য)

বিষয় কোড-৩০০

পূর্ণমান-১০০

সময়: ১ ঘণ্টা।

ক. বাংলা (Bengali) : ২৫

১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯. বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন।

খ. ইংরেজি (English): ২৫

1. Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of parts of speech. 4. Right forms of verb, 5. Fill in the blanks with appropriate word 6. Transformation of sentences, 7. Synonyms and Antonyms, 8, Idioms and phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics): ২৫

পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন

ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান: ২৫

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের

অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র,

নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা),

কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি,

জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও

আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান

সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

Photos from BCS Confidence Barishal Branch's post 04/11/2023

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ-

☞ আবেদন শুরু: ৯ নভেম্বর ২০২৩

☞ আবেদনের শেষ: ৩০ নভেম্বর ২০২৩
আবেদন ফী: ৩৫০/- টাকা

02/11/2023

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি শনিবার প্রকাশিত হতে পারে।

সূত্রঃ এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান

01/11/2023

👉 ৩৩৩ নম্বরে কল করে কোন সেবা পাওয়া যায়?

সরকারি তথ্য সেবা
কৃষি সেবা
স্বাস্থ্য সেবা
দুর্যোগের আগাম বার্তা সেবা

01/11/2023

৪৫তম বিসিএস লিখিত ফাইনাল মডেল টেস্টে ভর্তি চলছে.. পরীক্ষা শুরু ০৪ নভেম্বর। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540
কোর্স ফি মাত্র ৮০০/-

01/11/2023

😲...অভাবনীয় অফারে ৪৬তম প্রিলি.সম্পূর্ণ নতুন Exam ব্যাচে ভর্তি চলছে..
নতুন ব্যাচ উপলক্ষ্যে প্রথম ১০০ জনের জন্য 46th BCS Exam ব্যাচে চলছে অভাবনীয় অফার।

★ অফার চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

Exam সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কল করুন:
01922 101540

01/11/2023

★ ৪৬তম বিসিএস প্রিলি. পরীক্ষার ব্যাচে ভর্তি চলছে.. পরীক্ষা শুরু ০৪ নভেম্বর। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

31/10/2023

★প্রাইমারি মডেল টেস্ট ব্যাচে ভর্তি চলছে.. পরীক্ষা শুরু ০৩ নভেম্বর।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

30/10/2023

৪৫তম বিসিএস লিখিত মডেল টেস্টে ভর্তি চলছে.. পরীক্ষা শুরু ০৪ নভেম্বর। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য কল করুণ 01922101540

Photos from BCS Confidence Barishal Branch's post 29/10/2023

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের MCQ পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত।
মোট উত্তীর্ণ : ৫৬২৬ জন।
লিখিত পরীক্ষার তারিখঃ ১৭ নভেম্বর ২০২৩।

Want your school to be the top-listed School/college in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

তারিখ:১৮ নভেম্বর,সময়: ০৩ টা#BCS মূল কনফিডেন্স বরিশাল শাখায় চলছে #৪৬তম BCS প্রিলি ব্যচের Evaluation test ০২#৪৭তম প্রিলি অ...
আজকের ক্লাস..এক নজরে..বাংলাদেশের কৃষি সম্পদ।পরবর্তী ক্লাস আগামীকাল ১১ নভেম্বর।BCS Confidence Barishal Branch মূল BCS কনফ...
তারার মেলা।৪১তম ক্যাডার সংবর্ধনা ০২ সেপ্টেম্বর  ২০২৩
বরিশাল শাখায় চলছে #৪৫তম প্রিলি ব্যাচের Day exam 01
#ভর্তি হওয়ার পূর্বে নিশ্চিত হয়ে নিন(১৯৯১ সালে প্রতিষ্টিত) মূল কনফিডেন্স কিনা ?
বরিশাল শাখায় চলছে #৪৪তম প্রিলি ব্যাচের বিষয়ভিত্তিক পরীক্ষা 'ইংরেজি'
★প্রথম ৫০ জনের জন্য বিশেষ ছাড়(০৮ ডিসেম্বর পর্যন্ত)
★৪৪তম প্রিলি নতুন ব্যাচে প্রথম ৫০ জনের জন্য ৫০০০ টাকা ছাড়ে ভর্তির সুবর্ণ সুযোগ।

Telephone

Address

বিএম কলেজ মসজিদ গেটের বিপরীতে (গলির ভিতর), রফিক প্যালেস (৩য় তলা)
Barisal
8200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Other Educational Consultants in Barisal (show all)
IELTS Doctor IELTS Doctor
Pantho Sarak
Barisal

Hi there!through this page we will practise English together. this is a great way to learn English .

Practical Notebook Drawing Practical Notebook Drawing
Barisal, 8200

Work hard to fulfill your dreams

INFRA RPL CELL INFRA RPL CELL
Infra Polytechnic Institute, Barishal
Barisal, 8200

CBT & A (RPL/RTO) ASSESSMENT

Sahin's Edu Sahin's Edu
0tra, Wazirpur, Barishal
Barisal, 8222

study home is a best learning stage

Prism Admission Care Prism Admission Care
Farid Monjil, Bogra Road
Barisal, 8200

We are to render you the best service. It's not just words, it's the reality!

Machuakhali Sher-E-Bangla Secondary School Machuakhali Sher-E-Bangla Secondary School
Machuakhali
Barisal, 8283

MSB High School

Simplifying by Sakib Simplifying by Sakib
Barishal Sadar
Barisal

This page is very helpful for HSC and Admission candidates. They can learn many things from this page

Dr. Majed Special Care-Medi-Faith Dr. Majed Special Care-Medi-Faith
Bottola
Barisal, 8200

For medical, varsity admission candidates.

Md.Imran Hossain Md.Imran Hossain
College Road, Barguna
Barisal, 8700

This is my personal page.

RM Basic school RM Basic school
Rupatoli
Barisal

It is a basic math MCQ & English grammar related page.

GST University/গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবিএ এবং অন্যান্য GST University/গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবিএ এবং অন্যান্য
Barisal, 8200

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবিএ এবং অন্যান্য বিভাগের সহযোগিতায় সদা প্রস্তুত

Hizbullah's Accounting Hizbullah's Accounting
Besides Amritolal Dey Road, Jautola 3rd Street
Barisal

Hizbullah's Accounting is an educational page.