Howladar Building Design House
প্রকৌশলীর নির্দেশনা মেনে বাড়ি তৈরি করুন,
নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন।
কিভাবে চোখ বন্ধ করে কম্পিউটার চালানো যায় তার প্রতিটি ধাপ
🏣 ছাদ ঢালাইয়ের হিসাব A TO Z সকলেরই জানা প্রয়োজন
টাইমলাইনে সংরক্ষণ করে রেখে দিন প্রয়োজন হবেই...
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)
Modern door 🏘️
কিসের আবার Soil Test Plan Design ?
ইঞ্জিনিয়ার সাহেবদের কথায় কোন কান দেবেন না,
ঐ সব ইঞ্জিনিয়ার সাহেবদের চেয়ে আমি যদুনাথ মিস্তিরি অনেক ভালো Plan এর কাজ জানি ?
Soil Test Plan Design বাদে আমি নিজেই যদুনাথ মিস্তিরি ১০/১২ তলা কত বাড়ি বানাইছি, এইটা তো ছোট Building কোন ব্যাপার-ই না ?
১৮/২০ লক্ষ টাকায় Building করবার পর আরও টাকা থাকবে ,
ভুলেও ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে যাবেন না,
যদি Building হেলে ও যায় মনে করবেন এটা-ই আমি যদুনাথ মিস্তিরি কারিসমা,,,,,,,,,,, বাকীটা ইতিহাস ?
ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল ইসলাম
বিএস.সি ইঞ্জিনিয়ার ( সিভিল)
০১৭৪৮৬০৩১০৭
পোস্টটি শেয়ার করে সচেতন হওয়ার করার অনুরোধ।
TV Stand Design 👊📺
All about tape reading 🐣
শুধু কন্টাকটার আর মিস্ত্রির উপর ভরসা করে বাসায় বসে থাকবেন না। মিস্ত্রির ভুল আর অবহেলার কারনে নিরাপদ একটি স্ট্রাকচারাল ডিজাইন বরবাদ করে দিতে পারে মিস্ত্রিরা।
আপনার কনস্ট্রাকশন কাজ চলাকালে নিজে কাজ তদারকি করুন। সম্ভব না হলে সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করুন।
3d Reinforcement
The most important thing for construction
🏘️ Architectural details drawing
পৃথিবীর শ্রেষ্ঠ রংমিস্ত্রী। যিনি সবার আগে নিজের সেইফটির কথা চিন্তা করেছেন !🤣🤣
Beautiful stair design 😍
Open toilet ব্যাপারটা মনে হয় বেশি সিরিয়াসলি নিয়ে নিছে!🤦♂️ 🤣
Footing
Dimensions of the stairs
আপনি কি গ্রামের বাড়িতে অল্প খরচে বিল্ডিং করার কথা ভাবছেন???
তাহলে এই ডিজাইনগুলো আপনার জন্য...
Bed Design Ideas 💖 🛏️
Modern Wooden and metal doors 🏘️
LED Design Ideas 🌻
beautiful design 🏘️
Types of Roof 🏘️
Learn about rod measurements 🤷♀️
Brick Grills 🔥
ফ্লাট প্লেট স্লাব এবং এর ব্যবহারে ঝুকি সমূহ:
বাংলাদেশে বহুতালা ভবন নির্মাণে দুই ধরনের কংক্রিট স্লাব সিস্টেম ব্যবহিত হচ্ছে ।
০১. বীম কলাম স্লাব সিস্টেম ।
০২. ফ্লাট প্লেট স্লাব সিস্টেম ।
বীম কলাম স্লাব সিস্টেমে মেঝে বা স্লাব এর সাথে বীম থাকে । তখন লোডের ট্রান্সফার ঘটে স্লাব থেকে বিমে তারপর বীম থেকে কলামে।
কিন্তু ফ্লাট প্লেট স্লাব সিস্টেমে স্লাব সাধারণত সরাসরি কলামের উপরে বসানো থাকে সেখানে বিমের ব্যবহার করা হয় না ।
স্ট্রাকচারাল দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কোন নতুন আইডিয়া নয় । অতীতে সাধারণত কিছু বিল্ডিং এ ফ্লাট প্লেট স্লাব সিস্টেম ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে এই সিস্টেম টি কন্সট্রাকশন ফার্ম এবং ক্রেতাদের মধ্যেও দারুন জনপ্রিয়তা অর্জন করেছে ।
কাস্টমারের এই সিস্টেমে আকর্ষণ করার পিছনে কারন লক্ষ্য করা গিয়েছেঃ
⬛ স্লাব এর ভিতরের পৃষ্ঠ অনেক মসৃণ কারন ভিতরের দিকে বীম থাকে না
⬛ আর্কিটেকচারাল ভিউ
এসব কারনে বর্তমানে এই স্লাব সিস্টেমের ব্যবসাহিক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এই জন্যও কন্সট্রাকশন কোম্পানিও ক্রেতা দের চাহিদার সাথে তাল মিলাচ্ছে। কিন্তু এটা আমাদের অবশ্যই বুঝতে হবে ভুমিকম্পের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি ও ভেঙ্গে পড়ার সম্ভাবনা বীম স্লাব সিস্টেমের তুলনায় ফ্লাট প্লেট স্লাব সিস্টেমে অনেক বেশি।
বাংলাদেশে ছয় থেকে দশতালা এপার্টমেন্ট বিল্ডিং ঢাকা এবং অন্য বড় শহরে সাধারন ঘটনা। এই বিল্ডিং গুলোতে বীম কলাম স্লাব সিস্টেমে স্লাবের থিকনেস সাধারণত ১০০ মিমি থেকে ১২৫মিমি(৪”-৫”) হয়।
আবার ফ্লাট প্লেট স্লাব সিস্টেমে একই জাতীয় নির্মাণের ক্ষেত্রে স্লাব এর থিকনেস সাধারণত ১৭৫মিমি থেকে ২২৫মিমি বা তার থেকে বেশি হবে ।
সাধারণত বীম কলাম স্লাব সিস্টেমে বিল্ডিং এর ৭০ % ওজন আসে স্লাব থেকে । যেহেতু ফ্লাট প্লেট এর পুরুত অনেক বেশি থাকে তাই এই স্লাব এর ওজন তার থেকেও বেশি আসবে। কোন স্ট্রাকচারের ওজন যত বেশি হবে ভুমিকম্পের সময় ততবেশি এনার্জি উৎপন্ন হবে। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন জাপান যেখানে ভুমিকম্পের হার সবচেয়ে বেশি সেখানে বাড়ি নির্মাণে অনেক হালকা বস্তু যেমন বাশ, কাঠ , কাগজ ইত্যাদি ব্যবহার করে।
আসলে ফ্লাট প্লেটের ক্ষেত্রে বিল্ডিং ভেঙ্গে পরার সম্ভাবনার কারন হচ্ছে স্ট্রাকচারের উপর আগত সিসমিক লোডের বৃদ্ধি। যখন বিল্ডিং ভুমিকম্পের সময় দোলতে শুরু করে তখন ইনারশিয়া বলের কারনে সিসমিক লোডকে বিল্ডিং এর পার্শ্বিক বল (লেটারাল লোড) হিসাবে বিবেচনা করা হয় । এর কারনে বিল্ডিং এ সর্বচ্চো পীড়ন উৎপন্ন হয় কলাম ও স্লাব এর জয়েন্টে । তাই এই জয়েন্ট এর জন্য সঠিক স্ট্রাকচারাল ডিজাইনের প্রয়োজন । ইঙ্গিনিয়াররা ভুমিকম্প প্রতিরোধী বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে একটি বিশেষ নীতি মেনে চলে। এটি “ স্ট্রং কলাম উইক বীম” নামে পরিচিত । “এটি একটি ধারনা যে আশা করা হয় যে ভুমি কম্পের ফলে কলাম কে বাদ রেখে বিমের ইয়েল্ডিং এবং ক্ষয়ক্ষতির মাধ্যমে আগত এনার্জি ছড়িয়ে দেওয়া হবে” ।
তারমানে কলামকে ডিজাইন করতে হবে অধিক শক্তিশালী করে। আসলে সম্পূর্ণ স্ট্রাকচারের শক্তি ও স্থায়িত্ব আসলে নির্ভর করে কলামের উপরে। তাই কলাম ব্যতিত বিমের এর ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে উল্লেখ যোগ্য ভাবে সম্পূর্ণ কাঠামোর ভেঙ্গে পড়ার সম্ভাবনা কমিয়ে ফেলে। সাথে সাথে মানুষের মৃত্যু ঝুকিও কমিয়ে ফেলে।
এর পাশাপাশি এর উল্টো ঘটলে অর্থাৎ কলাম ফেইল করলে আসলে বিল্ডিং এর ওজনকে সাপোর্ট করার মত কিছুই থাকে না । সেক্ষেত্রে বিল্ডিং ভেঙ্গে পড়ে এবং সম্পদ এর ক্ষয়ক্ষতি হয় ও মানুষের জীবনের বিনাশ ঘটে।
এই “ স্ট্রং কলাম উইক বীম” ধারনা বিল্ডিং এ প্রয়োগ করা ইঞ্জিনিয়ারদের জন্য অনেক সহজ বীম কলাম স্লাব সিস্টেমে। ফ্লাট প্লেট সিস্টেম ডিজাইনে ইঞ্জিনিয়ারদের একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এই ক্ষেত্রে যেহেতু বীম থাকে না তখন কলাম বরাবর স্লাব এর একটি অংশকে বীম হিসাবে মনে করা হয় । এই ধরনের সমস্যার জটিলতার কারনে বিএস সি লেভেলে এটি এড়িয়ে যাওয়া হয়। এর সাথে সাথে আরও আশ্চর্যের বিষয় যে বেশির ভাগ ডিজাইন কোডও এই ব্যাপারে বিস্তারিত ভাবে বলা থাকে না ।
যদি কলাম খুবই শক্তিশালী ভাবে ডিজাইন করা হয় তখন কলামের চারিদেকে স্লাব ক্ষতি গ্রস্থ হয়। এর কারনে কলামের কাছে উচ্চ পীড়নের সৃষ্টি হয় যা পাঞ্ছিং শেয়ার ফেইলর এ নিয়ে যায়। তখন স্লাব কলাম থেকে ভেঙ্গে পরে এবং পরবর্তীতে যার ফলে কাস্কেডিং এফেক্ট শুরু হয় এবং সম্পূর্ণ বিল্ডিং ভেঙ্গে পড়ে। ফ্লাট প্লেট স্লাব এর জয়েন্ট এর স্লাব থিকনেস নির্ধারণে এই ফেইলরটি সবচেয়ে ক্রিটিকাল। যদি স্লাব থিকনেস অনেক বেশি হয় তবে কলাম দুর্বল হয়ে পড়বে যেটা কাম্য নয়। বীম স্লাব সিস্টেম এ এমন ধরনের কোন সমস্যা নেই। এমনকি যদি কখনও বীম ফেইল করে তারপরও স্লাব এর সহজাত বৈশিষ্টের কারনে স্লাব ফেইল করার সম্ভাবনা অনেক কম।
ফ্লাট প্লেট স্লাব এর ডিজাইন অনেক জটিল এবং এটি নির্মাণে অধিক পরিমানে কারিগরি জ্ঞান ও অত্যধিক তদারকির প্রয়োজন।আমাদের দেশে অতীতে যে সকল বিল্ডিং এ ভুমিকম্প ও নির্মাণ ত্রুটির কারনে স্ট্রাকচারাল ফেইলর হয়েছে তা বেশির ক্ষেত্রেই ফ্লাট প্লেট সিস্টেমে দেখা গিয়েছে। তাই সহজেই বলা যায় বীম কলাম স্লাব সিস্টেম ফ্লাট প্লেট সিস্টেমের তুলনায় অনেক বেশি নিরাপদ। এই সিস্টেমের আরেকটা বড় বিষয় হল এটি নির্মাণে অধিক পরিমানে কন্সট্রাকশন ম্যাটেরিয়ালস প্রয়োজন হওয়ার নির্মাণ খরচ অনেক বেড়ে যায়।
তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে যে এই আলোচনা সাধারনভাবে প্রযোজ্য হবে ওই সকল ফ্লাট প্লেট সিস্টেম বিশিষ্ট বহুতালা বিল্ডিং এর ক্ষেত্রে যেখানে লোড কলামের মাধ্যমে সরাসরি ফাউন্ডেশনে যায়। যেখানে কলাম প্রধান লোড ট্রান্সফারের কাজ করে । অনেক সময় বিল্ডিং নির্মাণে বাইরের ওয়াল থেকে লেটারাল লোড ও ফ্লোর থেকে আগত লোড ট্রান্সফার করার জন্য রেইনফোসড কংক্রিট ওয়াল কলামের দিকে ব্যবহার করা হয় । এই ধরনের টেকনিকাল ওয়ালকে “শিয়ার ওয়াল” বলে। যেসব বিল্ডিং এ শেয়ার ওয়াল এর সাথে সাথে পাইল অথবা ম্যাট ফাউন্ডেশন থাকে সেসব বিল্ডিং ভুমিকম্পের সময় অধিক প্রতিরোধী হয়। এই ক্ষেত্রে ক্ষয় ক্ষতির ঝুকি অনেকাংশে কমে যদি এটি ফ্লাট প্লেট স্লাব হয় তবুও।
তবে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে এক্ষেত্রে অবশ্যই যেন পাইল, ম্যাট বা একই রকমের ডিপ ফাউনডেশন যেন এই সকল বিল্ডিং এর নিচে থাকে। শুধু মাত্র যদি শিয়ার ওয়াল যদি ব্যবহার করা হয় সাথে যদি প্রত্যেক কলামে অগভীর ফাউন্ডেশনে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ঝুকি কমবে না।
বিভিন্ন উন্নয়নশীল দেশে এই বিষয় নিয়ে বিস্তর গবেষনা হয়েছে এবং প্রমানিত হয়েছে এই বিল্ডিং ভুমিকম্পের সময় কম শক্তিশালী হিসাবে কাজ করে।
লিখেছেনঃ Dr. Khan Mahmud AmanatBUET
Professor, Department of Civil Engineering, BUET
Post collected from: fb.com/design integrity.
🏣 এই ধরনের প্ল্যানের সম্পুর্ণ ডিজাইন বই এর জন্য 01748603107 এই মোবাইল নাম্বারে ফোন করুন অথবা সরাসরি অফিসে যোগাযোগ করুন।
🏢আমাদের সার্ভিস সমুহঃ
🏡সিটি কর্পোরেশন, পৌরসভা
🏡সয়েল টেস্ট (মাটি পরীক্ষা)
🏡প্ল্যান
🏡আর্কিটেকচারাল ডিজাইন
🏡স্ট্রাকচারাল ডিজাইন
🏡ইলেক্ট্রিক্যাল ডিজাইন
🏡প্লাম্বীং & পাইপ ফিটিং ডিটেইলস ডিজাইন
🏡 ইস্টিমেট
🏡 3D এনিমেশন
🏡সুপারভিশন
🏡ভ্যালুয়েশন
🏡কনস্ট্রাকশন
🏡পাইলিং
🏢 অফিসঃ
ফিসারি রোড, নথুল্লাবাদ, বরিশাল।
যোগাযোগ- 01748603107 (হোয়াটসঅ্যাপ)
#প্ল্যান #বিল্ডিং #ডিজাইন #নকশাঘর #ইমারত #ইঞ্জিনিয়ারিং #আর্কিটেক্ট #ইঞ্জিনিয়ার #কনস্ট্রাকশন
#সয়েলটেস্ট #পাইলিং #ঘর #বাড়ি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জানা অজানা সকল ভাষা শহীদ দের । তাদের মাগফিরাত কামনা করছি ।
( আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি )
স্টান্ডার্ড হুক, বেন্ড ডায়ামিটার নিয়ে জানতে BNBC 2020, Part VI, Chapter 8 অথবা ACI-318-19 এর Chapter 25 এর শুরুতে গেলেই হবে.
নিচে দেওয়া Table 25.3.1 টি ACI 318-19 থেকে নেওয়া হয়েছে । টেনশন বা মেইন বারের স্ট্রান্ডার্ড ডেভপলমেন্ট এর জন্য এই টেবিলটা ফলো করতে হবে.
আবার Table 25.3.2 কিন্তু স্টিরাপ, টাই এসবের ক্ষেত্রে প্রযোজ্য । চলুন টেনশন বারের প্রথম টেবিল নিয়ে কিছু আলোচনা করা যাক.
মূলত দুইটা বিষয় স্টান্ডার্ড হুক এর ক্ষেত্রে উল্লেখযোগ্য
১. মিনিমাম ইনসাইড বেন্ড ডায়া
২. সোজা এক্সটেনশন দৈর্ঘ্য
এখানে স্টান্ডার্ড যে বেন্ড এর কথা বলা আছে এটা মূলত বারের ভিতরের ডায়া দিয়ে মাপতে হবে কারন বেন্ড এর রেডিয়াস নেওয়া থেকে ভিতরের ডায়া নেওয়া সহজ.
যত বড় বার তত বেশী বেন্ড ডায়া থাকতে হবে । যেমন ১০ মিলি বারের জন্য এটা 6db = 6*10 =60mm বা ৩ ইঞ্চি এর মতো । আবার 25 মিলি বারের জন্য এটা 8db = 8*25 = 200mm বা ৮ ইঞ্চি এর মতো.
কিন্তু দেখেন 90 ডিগ্রি হুক এর ক্ষেত্রে সোজা এক্সটেনশন 12db , যেমন ১৬ মিলি বারের ক্ষেত্রে 12db=12*16 =192 বা ৮ ইঞ্চির মতো । তবে আমরা চাইলে এর থেকে বেশীও এক্সটেনশন লেন্থ ব্যবহার করতে পারি । এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন লেন্থ বাড়ালে তো বেশী anchorage capacity ও বেড়ে যাচ্ছে । এটা ভাবা যাবে না লেন্থ বাড়াতে পারেন সেক্ষেত্রে ওটা Anchorage Capacity বাড়াবে এটা ধরা যাবে না.
🏘️🏘️ লে- আউট দেওয়া, শিখে রাখুন
======================
Waffle Slab
Learn about sanitary 👈👈
BUILDING COMPONENTS
SUPER STRUCTURE
CIVIL ENGINEERING
Aggregates
Concrete Technology
From Nothing To Everything!
Amazing Transformations 😍😍
সঠিকভাবে টাইলস বসানোর জন্য খেয়াল রাখুন এসব বিষয়,
সঠিকভাবে মেঝে প্রস্তুতের উপরেই নির্ভর করছে টাইলস বসানোর মূল কাজের গুণগত মান।
mistake😡😡😡😡😡
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Barisal
Barisal, 8200
Soha-Toha Business Solution is a Engineering Firm That can solves Engineering works.
South Alekanda 1 No. C&B Pool
Barisal, 8200
Building Design & Digital Survey Company.
Barisal
Barisal, 7219
https://www.youtube.com/@towhid200
Kashipur
Barisal, 8205
We design with modern design, long durability and economic in mind. Design from us within your budg
Sarikal
Barisal, 8200
Hi, myself Rk Riyan. I am running this page just to share my creative works with you. Please keep me
Barisal
Barisal
Soil test,plan design, supervision, contactor service training to students and motivations.
Chowdhury Plaza, 5th Floor, Sadar Road Bhola
Barisal, 8300
Nirmantech architects & Engineers is one of the most promising architectural consulting firm of Bang
Barishal
Barisal, 8220
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের এখানে অটোমোবাইলের শিক্ষা নিয়ে ভিডিও ছাড়া হয় সাথে থাকুন
Azhar Mansion, Natun Bazar, Sador Road, Patuakhali
Barisal, 8600
It is a home building consulting firm,