ISCA Guthia Union
মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র
এক নজরে বরিশাল জেলার
িয়নের_হাতপাখার_প্রার্থী_তালিকা❤️
★ উজিরপুর:
১.সাতলা:জনাব মাও.মোজাম্মেল হক
২.হারতা: জনাব আব্দুল জলিল
৩.জল্লা: জনাব নাসিরুদ্দিন মল্লিক
৪.ওটরা:জনাব আব্দুল মান্নান মোল্লা
৫.শোলক:জনাব আব্দুল করিম
৬.বড়াকোঠা: জনাব মাও.মুফতি মুস্তাফিজুর রহমান
৭.বামরাইল:জনাব মাও.আসলাম খান
৮.শিকারপুর:জনাব মাষ্টার মোঃ আলাউদ্দিন খান
৯.গুঠিয়া:জনাব হাফেজ মাও.সাখাওয়াত হোসেন
★বানারীপাড়া:
১.বিশারকান্দি:জনাব মোয়াজ্জেম
২.ইলুহার: জনাব মেহেদী হাসান
৩.উদয়কাঠি:জনাব শহিদুল ইসলাম
৪.বাইশারি: জনাব গোলাম মোস্তফা
৫.বানারীপাড়া : জনাব আল মামুন
৬.সলিয়াবাকপুর:জনাব কাজী হাফিজুর রহমান
৭.সৈয়দকাঠি:জনাব নূর মোহাম্মদ হাও
৮.চাখার:জনাব আইয়ুব আলী সিকদার
★আগৈলঝারা:
১.বাঘদা:জনাব আব্দুল কাদের মিয়া
২.বাখাল: জনাব মাও.জাকারিয়া
৩.রত্নপুর:জনাব খলিলুর রহমান
৪.রাজিহার:জনাব ইমতিয়াজ
৫.গৈলা: জনাব জাহাঙ্গীর হোসেন
★গৌরনদি:
১.মস্তাপুর:জনাব জামাল হোসেন মৃধা
২.বার্থী: জনাব আব্দুল ওহাব খান
৩.নলচিড়া:জনাব নূরুল হক বেপারী
৪.চাদঁশী:জনাব কাজী নূরে আলম
৫.সরিকল: জনাব সাখাওয়াত হুসাইন খান
৬.মাহিলাড়া:জনাব ক্বারী আঃআজিজ
৭.বাটাজোর:জনাব মাও.বজলুর রশিদ
★বাবুগঞ্জ:
১.আগরপুর:জনাব শাহাদাৎ হোসেন
২.কেদারপুর :জনাব মাও.আঃকাদের মাল
৩.দেহেরগতি:জনাব মাও.নূরুদ্দীন খান
৪.চাঁদপাশা:জনাব নিজামউদ্দিন হাও
৫.রহমতপুর:জনাব মাও.আব্দুল হাকিম
৬.মাধবপাশা:জনাব খলিলুর রহমান
★ মুলাদী:
১.বাটামারা: জনাব শাহাবুদ্দিন তালুকদার
২.সফিপুুর: জনাব মাও.ক্বারী আবুল কাসেম
৩.নাজিরপুর:জনাব ক্বারী আব্দুল বারী
৪.গাছুয়া : জনাব মাও.আব্দুল হাই
৫.চরকালেখান:জনাব আলহাজ্ব রুহুল আমিন
৬.মুলাদী : জনাব বায়েজিদ হোসেন নাঈম
৭.কাজিরচর:জনাব মিজানুর রহমান
★হিজলা:
১.হরিনাথপুর:জনাব আলহাজ্ব আব্বাছ সিকদার
২.মেমানিয়া:জনাব মোছলেম উদ্দীন
৩.গুয়াবাড়িয়া:জনাব মিজানুর রহমান
৪.বড়জালিয়া :জনাব আব্দুল্লাহ বিন কালাম
৫.হিজলা গৌরব্দি:জনাব মাও.মাইনুদ্দীন
৬.ধুলখোলা :জনাব আঃমজিদ সরদার
★কাজিহাট:
১.আন্ধারমানিক:জনাব নাসিরউদ্দিন
২.লতা:জনাব হেমায়েতউদ্দীন হাও
৩.জয়নগর:জনাব মিজানুর রহমান
৪.বিদ্যানন্দপুর:জনাব কাওছার উদ্দীন
৫.ভাসানচর:জনাব আহমদ সিদ্দিকী
★ মেহেন্দীগঞ্জ:
১.আলিমাবাদ: জনাব আবুল খায়ের মৃধা
২.জাঙ্গালিয়া:জনাব কবির হোসেন
৩.চর গোপালপুর: জনাব হাফেজ রুহুল আমিন
৪.শ্রীপুর:
দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
---- শেখ সাদী.
তাকদিরের প্রতি বিশ্বাস রাখ।
সকল বিষয় শুকরিয়া আদায় কর।
সফলতা হবেই। ইনশাআল্লাহ।।।।।
আলহামদুলিল্লাহ,
আজ ১৯ জুলাই রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায়,গুঠিয়া হাট জামে মসজিদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গুঠিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সকল সদস্যবৃন্দের উদ্দেশ্যে এক বিশাল সদস্য তারবিয়াতের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কে এম শরীয়তুল্লাহ কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন,
মোঃ মুঈনুল ইসলাম সংগ্রামী সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা।
মেহমান হিসেবে ছিলেন,
মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা। মাওলানা মোঃ ইমরান হুসাইন আনছারী সাবেক সহ-সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা। মোঃ মাসুম বিল্লাহ আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
মোঃ সাইদুল ইসলাম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখা।
মোঃ তরিকুল ইসলাম সাবেক সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গুঠিয়া ইউনিয়ন শাখা । মোঃ মাহমুদুল ইসলাম, মাওলানা মোঃ গোলাম কিবরিয়া সাবেক দায়িত্বশীল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলীয়া শাখা। মোঃ রিফাত লস্কর দায়িত্বশীল সরকারি হাতেম আলী কলেজ বরিশাল।সভাপতিত্ব করেন,
মোহাম্মদ মাহাদী হাসান সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গুঠিয়া ইউনিয়ন শাখা।
সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গুঠিয়া ইউনিয়ন শাখার সকল দায়িত্বশীল গন...
গুঠিয়া ইউনিয়নের সকল তরুণ ভাইদের কে আল্লাহ তায়ালা ইসলামের পথে কবুল করুন।।।।।।
বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।
---- কাজী নজরুল ইসলাম
আলহামদুলিল্লাহ আজ ১৩ জুলাই রোজ সোমবার গুঠিয়া ইউনিয়ন আওতাধীন ৮ নং ওয়ার্ডের কমিটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন গুঠিয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আসাদ তালুকদার, বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র আন্দোলনের দায়িত্বশীল মোঃ রিফাত লস্কর আরো উপস্থিত ছিলেন গুঠিয়া ইউনিয়ন শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ও সাহিত্য - সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আফরান ইসলাম। আল্লাহ তাআলা কমিটির সকল সদস্যকে দ্বীনের পথে কবুল করুক।
توكلت على الله.
যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।
ছবি টিতে দেখা যাচ্ছে সাপ ও গাছটির রং এক হওয়াতে পাখিটি না বুঝে গাছে বসে সাপটি ছোবল মেরে তাকে ঠিকই ধরে ফেলে এবং পাখিটি ফেঁসে যায় । ঠিক তেমনি কিছু জঘন্য মানুষ আলেমদের রূপ ধারণ করে মানুষদেরকে এরকম ছোবল দেয় তাতে অনেক মানুষ পাখিটির ন্যায় অনেক খারাপ ভাবে ফেসে যায়। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এসব খারাপ মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Guthia
Barisal
Barisal Sador
Barisal, 8200
যেখানেই মুক্তির সংগ্রাম সেখানেই আমরাতো মিলি লৌহ দৃঢ়তায়✊
Dhaka
Barisal
হটাৎ বৃষ্টি নামলে জানলার বাইরে দিও দুটি হাত,� আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোয়াঁর অজুহাত।�����
Mujahid Complex, Madrasah Road, Chandmari
Barisal
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের অফিসিয়াল পেইজ
Mujahid Complex, Chandmari, Barishal
Barisal, 8200
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর অফিসিয়াল ফেসবুক পেইজ।
Barisal
To inform the updates to the people of our locality so that they can know more about our publicity.