Raj Public Academy
This page is very helpful for Public University Admission & Scholarship Candidate, and Others. Thanks
লক্ষ অর্জনে,নিজেকে অটুট রেখে, সকল বাধা বিপত্তিকে অতিক্রম করতে সর্বদা প্রস্তুত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৩ সেপ্টেম্বর। আজ সোমবার ১৪ ই আগস্ট অনুষ্ঠিত ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বেলা ১২ টার সময় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাদেকুল আরফিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,বিভিন্ন কমিটির আহবায়ক বৃন্দ। উক্ত ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বর্তমান ৪র্থ মেরিট লিস্টে প্রথমিক যাচাইয়ের কার্যক্রম চলমান উক্ত ৩ তারিখ ক্লাস শুরু হলে যদি আসন ফাঁকা থাকে তাহলে নতুন কোন মেরিট লিস্ট বা গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা এই বিষয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান - এই বিষয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সিধান্ত নেয় না,এগুলো জি এস টি ভর্তি পরীক্ষা কমিটি থেকে গ্রহন করা হয়।ভর্তির পর যদি আসন ফাঁকা থাকে তাহলে জিএসটি যে সিধান্ত নিবে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সেই সিধান্ত গ্রহন করবে।
উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১৫২০ টি।
Collected by Md Raju Sheikh & Raju Sheikh Raj
Management Studies, University of Barishal.
© Barishal University Press Club-BUPC .
সতর্কতা!
লিফট খোলা মাত্র প্রবেশ করবেন না। আগে দেখে নিন "ফ্লোর" আছে কি না। অনেক সময় লিফটের দরজা আসে কিন্তু ফ্লোর আসে না। আপনি পা দেয়ার সাথে সাথে একদম নিচে পড়ে -মা- -রা- যেতে পারেন। তাড়াহুরা নয় বরং ধীরে সুস্থে প্রবেশ করুন।
এমন দু- র্ঘ- ট- না- য় অনেক মানুষই -মা- -রা- গেছেন।
(এই ছোট্র ম্যাসেজটি অনেককে সচেতন করবে ইনশাআল্লাহ)
Collected by Md Raju Sheikh
With Raju Sheikh Raj
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২-২৩ বি ইউনিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। সকলের প্রতি শুভকামনা রইল।
Collected by Md Raju Sheikh & Raju Sheikh Raj .
With GST University/গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবিএ এবং অন্যান্য & Raj Public Academy .
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর প্রদান করা হলো। সকলের প্রতি শুভকামনা রইল।
আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেনীর ভর্তির শর্তাবলী প্রকাশিত।
Collected by
Md Raju Sheikh
Md Raju Sheikh Raj
Management Studies
University of Barishal..
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)
(অনেকেই এখনও ঠিকমত চিনি না বিশ্ববিদ্যালয়টিকে, তাদের জন্য পোস্টটি)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ বাংলাদেশের ২৯তম সরকারি বিশ্ববিদ্যালয়, যা ঢাকার মিরপুর সেনানিবাসে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় যা সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ অধ্যাদেশ, ২০০৮ আইনের অধীনে এটি প্রতিষ্ঠা পায়।
#ইতিহাসঃ
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মিরপুর সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ২০০৯ সালের ৫ জুনে বাংলাদেশের ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করে। এটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল মইন ইউ আহমেদ।
#নীতিবাক্যঃ
বিইউপির মূলমন্ত্রটি হলোঃ “Excellence through Knowledge” অর্থাৎ,"জ্ঞানের মাধ্যমে উৎকর্ষতা"।
#ক্লাব_কার্যক্রমঃ
বিইউপি-র প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শারীরিক, বৌদ্ধিক ও নৈতিক উন্নয়নের জন্য স্বেচ্ছায় অতিরিক্ত পাঠ্যক্রম এবং ক্লাবের ক্রিয়াকলাপে অংশ নিচ্ছে। ক্লাবগুলি সক্রিয় এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সাফল্যের সাথে অবদান রাখে। তারা আন্তঃ-ব্যাচ / বিভাগের প্রতিযোগিতা, আন্ত-বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও তারা সাংস্কৃতিক, ক্রীড়া, বিতর্ক ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে এবং বিভিন্ন ইভেন্ট এবং প্রতিযোগিতায় অংশ নেয় । বিইউপি-র শিক্ষার্থীরাও বিভিন্ন ক্লাবের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত রয়েছে। বর্তমানে বিইউপিতে কার্যত ক্লাবগুলি হ'ল:
1.BUP Cultural Forum (Establishment-2014)
2.BUP Career Club( Establishment-2016)
3.BUP Economics Club ( Establishment-2017)
4.BUP Business & Communication Club (Establishment- 2010)
5.BUP Law & Moot Court Club (Established-2018)
6.BUP Global Affairs Council (Establishment- 2015)
7.BUP Film Club (Establishment-2019)
8.BUP Literature & Drama Club (Establishment -2015)
9.BUP Photography Society (Establishment-2015)
10.BUP Debating Club (Establishment- 2013)
11.BUP Finance Society (Establishment-2017)
12.BUP Development Leaders Club (Establishment-2019)
13. Quizzers Club of BUP (Establishment-2017)
14.BUP Research Society (Establishment-2017)
15.BUP Infotech Club (Establishment-2017)
16. BUP Robotics Club (Establishment-2017)
17.Environmental Club of BUP (Establishment-2019)
18.BUP Accounting Forum (Establishment-2019)
19.BUP Human Research & Leadership Club ( Establishment-2019)
20.IEEE BUP Students Forum (Establishment-2017)
21. BUP Disaster Management Forum (Establishment-2018)
#আধুনিক_ভাষার_কেন্দ্রঃ
ভাষা প্রশিক্ষণ মোট ৯টি :
আরবি
বর্মী
চীনা
ফরাসি
তুর্কী
জার্মান
রাশিয়ান
জাপানি
ইংরেজি
#সম্বন্ধযুক্তঃ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এ মোট ৫৬টি প্রতিষ্ঠান (বাংলাদেশ সামরিক বাহিনী দ্বারা পূর্বে পরিচালিত) অন্তর্ভুক্ত আছে। এই প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছেঃ
১। রংপুর আর্মি মেডিকেল কলেজ
২। ন্যাশনাল ডিফেন্স কলেজ
৩। ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ
৪। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি
৫। আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সিলেট
৬। আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাভার
৭। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
৮। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি
৯। আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট
১০। বাংলাদেশ মিলিটারি একাডেমি
১১। বাংলাদেশ নেভাল একাডেমি
১২। বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি...........................................এছাড়া আরো ৪৪ টি।
#একাডেমিক_কর্মসূচিঃ
এই বিশ্ববিদ্যালয় মোট ছয়টি অনুষদ রয়েছেঃ
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
ব্যবসায় শিক্ষা অনুষদ
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ
চিকিৎসাবিদ্যাবিষয়ক অনুষদ
নিরাপত্তা এবং কৌশলগত অনুষদ
উচ্চতর গবেষণা এবং গবেষণা অনুষদ
এই বিশ্ববিদ্যালয়ে মোট ১৭ টি বিভাগ আছে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ও পি এইচ ডি ডিগ্রীর পাশাপাশি উচ্চতর গবেষণার সুযোগ আছে।
©ক্যাম্পাস পরিচিতি
Tabibul islam Bashil..
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। বিস্তারিত প্রথম কমেন্টে
📝 একজন রায়হান ভাইয়ের গল্প :
অভিনন্দন রায়হান, শুকরিয়া রবের নিকট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স শেষ করলাম।
যেদিন মুখে কলম তুলেছিলাম সেদিন ভাবিও নাই মাস্টার্স পর্যন্ত পড়তে পারবো কিনা, তবে দৃড় বিশ্বাস ছিল ভালো কিছু করবো।
প্রথমে আমার মাকে কৃতজ্ঞতা জানাই, এরপর আমার নানানানি যাদের ছায়ায় বেঁচে থাকা, এরপর মামাদের প্রতি আজীবন কৃতজ্ঞ, যাদের সাপোর্ট না পেলে আমার এই সাহস তৈরি হতো না। এরপর আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো, সব শেষে আমার বন্ধুরা, যে বন্ধু গুলো পেয়েছি প্রেরণা আমাকে শক্তি যোগাতে সাহায্য করে।
© দ্য রায়হান .
না ফেরার দেশে পাড়ি জমালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ। গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না আলাইহি রজিউন।তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
✅মডেল টেস্ট দেওয়ার সময় আমরা যে ভুলগুলো করি !
🔶নির্দিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বর খেয়াল করি না : মডেল টেস্ট দিয়েই আমরা ক্ষান্ত। মোট কত পেলাম সেটা নিয়েই মহাব্যস্ত কিন্তু নির্দিষ্ট বিষয়গুলোতে কত পেলাম সেদিকে খেয়াল অনেকেই করি না। আপনি হয়ত বাংলা বিষয়ে কম নম্বর পাচ্ছেন কিন্তু মোট নম্বর বেশি পাচ্ছেন তাই বিষয়টা আড়ালেই থেকে যাচ্ছে। তাই সব বিষয়ের প্রাপ্ত নম্বরের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে আরও ভালভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব। পর্যাপ্ত সময় পেলে নিজের দুর্বলতাগুলোকে ঘষেমেজে চাকচিক্য প্রদান করা সম্ভব।
🔶খুব কম রিস্ক নেই : কেউ কেউ ১০০% নিশ্চিত না হয়ে এন্সার করতে চায় না। আমি নিজেও একসময় সে দলে ছিলাম। ফলাফল মোটেই সুখকর ছিল না। নেগেটিভ মার্কিংকে বেশি পাত্তা দেওয়ার কারণে আমার মোট নম্বর কমে আসত। তারপর অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্ট্র্যাটেজি পরিবর্তন করলাম। নম্বর ইতিবাচকভাবে বেড়ে গেল। সেই সাথে আত্মবিশ্বাসের পারদের স্তরটাও উপরে উঠে গেল। আসল পরীক্ষাতেও এর ইতিবাচক ফলাফল পেলাম।
👉৫০% ডিস্কাউন্টে মাত্র ৫০০টাকা Special Exam Batch এ ভর্তি হতে এখন যোগাযোগ করুন
+8801837711584 নম্বরে।
Md Raju Sheikh
Md Raju Sheikh Raj
Management Studies
University of Barishal
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের 'চারুকলা' ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম দিনে পরীক্ষার্থীদের পথচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস।
সবার জন্যে দোয়া, ভালবাসা ও শুভকামনা রইল 🥰
📷 MD Al Mamun
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের 'চারুকলা' ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম দিনে পরীক্ষার্থীদের পথচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের 'চারুকলা' ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম দিনে পরীক্ষার্থীদের পথচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস।
সবার জন্যে দোয়া, ভালবাসা ও শুভকামনা রইল 🥰
📷 MD Al Mamun
৬ মে শনিবার(মানবিক বিভাগের) ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং
৮ মে থেকে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গুচ্ছ মডেল টেস্ট শুরু হবে।
কোর্সে এনরোল করার সাথে সাথেই আপনি টপিকভিত্তিক "ভিডিও" দেখতে পারবেন এবং বিষয়ভিত্তিক "রিভিশন টেস্ট" এবং "কুইজ টেস্টে" অংশগ্রহণ করতে পারবেন।
কোর্স লিংক- [https://bacbonschool.com/ #/paid-course-list](https://bacbonschool.com/ #/paid-course-list)
আর হ্যা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু শুধুমাত্র আমবাই কিন্তু পার্সোনালি ফোন দিয়ে থাকি।
Md Raju Sheikh
Md Raju Sheikh Raj
Management Studies
University of Barishal...
আর যদি একটা মিনিট পেতাম 🥺
তাহলে হয়তো আরো ২ থেকে ৩ টি প্রশ্নের উত্তর দিতে পারতাম!📃
পরীক্ষার হল থেকে বের হয়ে অনেকের মুখ থেকেই এমন কথা শোনা যায় ।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেড় ঘন্টার মাইন্ড গেমের মত, যে মাথা ঠান্ডা রেখে সঠিক টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে পরীক্ষা শেষ করে বের হতে পারবে সেই হবে বিজয়ী!🎓
পরীক্ষার প্রস্তুতি যেমন জরুরী তেমন জরুরী কিভাবে পরীক্ষার হলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে তা জানা এবং সেই অনুযায়ী পরীক্ষায় প্রশ্নের উত্তর করা। 📄
আপনাদের সবার প্রস্তুতি শেষের দিকে, শুধু যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়ার অপেক্ষা মাত্র! তাইতো BacBon School এই মুহুর্তে আয়োজন করছে স্পেশাল এবং সর্বশেষ 📢মোটিভেশনাল সেশন।
এই সেশনে আপনারা জানতে পারবেন "সফলতার জন্য দক্ষতার ভুমিকা এবং কিভাবে সঠিক সময়ের মধ্যে কিভাবে অধিক প্রশ্নের উত্তর করতে পাবেন"
জুম লিংক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে।
Collected by
Md Raju Sheikh Raj
Management Studies
University of Barishal.
সকলের ঈদ খুশিতে কাটুক।
ঈদ মোবারক।
প্রথমবারের মতো গুচ্ছতে যুক্ত করা হলো পাস মার্ক।
কমপক্ষে ৩০ পেতে হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায়।।
ঢাকায় এখন ৪০ ডিগ্রী তাপমাত্রা নিয়ে যারা কান্নাকাটি করতেছেন, এই আপনারাই আর্কিটেক্টদের কাছে এসে বলেন যে এক ইঞ্চি জায়গাও আপনি ছাড়তে রাজি না মাটি! কেউ আইসা বলেন না যে "আমার বাসাটা ছোট হোক, কিন্তু বিশাল কিছু গাছ লাগায় দেন!" পুরাটা জুড়ে বিল্ডীং চান, রাজউকের মিনিমাম সেটব্যাক রেখে বাড়ি করার নিয়ম টাও ধান্দাবাজি করে মানেন না, মিনিমাম গ্রিন স্পেইস যেটা থাকার কথা সেটায় আপনি বসান ইট, বালু, সিমেন্ট! কারণ আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য আপনার বিশাল টাকার ভান্ডার এই বাড়ি রেখে যাইতে হবে, তাদের জন্য একটু অক্সিজেন রেখে যাবেন না, একটু বাতাস রেখে যাবেন না!
মনে রাখবেন, সবকিছুর সীমা আছে! প্রকৃতি মাফ করে না!
৫০ ডিগ্রীতে শ্বাস নিতে না পারলে আপনার পরবর্তী প্রজন্ম ও আপনাকে মাফ করবে না।
কবরে বসে দোয়ার আশা করবেন, পাবেন বদদোয়া!
©Nuzhat Nabila
গ্রীন স্পেস যেমন আপনাকে অক্সিজেন দেবে এবং তাপমাত্রা কমাবে, তেমনি ভূমিকম্প সহনীয় অবকাঠামো আপনাকে দেবে ভূমিকম্প থেকে সুরক্ষা। তাই নিয়ম মেনে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করুন।
গ্রীষ্মের দুপুরে সূর্য মাথায় নিয়ে খাল/পুকুরের
পানিতে ডুবোডুবি, সেই রক্তচক্ষু করা শৈশবের দুপুরগুলো আজ শুধুই স্মৃতি।।😒
অন্যের করা ভুল দেখলে প্রত্যেকে আমরা বিচারক হয়ে যাই, তাই না? কি আশ্চর্য 🙂।
কিন্তু জানেন তো একটা কথা, বিচার করতে গেলেও নূন্যতম যোগ্যতা থাকা লাগে। হুমমম, আপনি ঠিকই শুনেছেন, "যোগ্যতা থাকা লাগে"🙂।
কেউ কেউ ঘরে বউ বাচ্চা রেখে বা গার্লফ্রেন্ড পকেটে রেখে বিভিন্ন জায়গায় মুখ লুকিয়ে পরকীয়াও করেন। তাহলে কি ওই শিক্ষকের চ্যাটগুলো নিয়ে সকলের হাসাহাসি করা আদৌও মানায়? নিয়মিত ধুমপান করে পাবলিক প্লেসে " ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর " এটা বলে বেড়ানোর যোগ্যতা আপনার নেই। আগে বর্জন করুন তারপর অন্যকে উপদেশ দিতে পারেন ।
কাউকে নিয়ে মজা করার সময় অন্তত তার জায়গায় নিজেকে দাড় করিয়ে বিচার বিবেচনা করাটা শ্রেয়।
এটা বলছি, তার মানে এটা না যে, আমি ওই দুজনকে তাদের কৃত পরকীয়াকে সাপোর্ট করছি। যেকোনো একটা কমিটমেন্টে থেকে আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করাকে কখনোই সাপোর্ট করি না আমি। যারা বহুগামী তাদের উচিত কারো সাথেই কমিটমেন্টে না যাওয়া। কমিটমেন্ট, বিবাহ বা ভালোবাসা আমার কাছে অনেক তাৎপর্য বহন করে। এবং সেইটা অবশ্যই সেক্সের উর্ধ্বে।
কিন্তু তার মানে এটা নয় যে, আমরা কাউকে নিয়ে এতোটাই ট্রোল করবো যে, সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।
Collected & Edited
Md Raju Sheikh Raj.
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩ এর প্রাথমিক যোগ্যতা (জিপিএ এর শর্ত বাড়ানো হয়েছে):
২০১৮,২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।
A ইউনিট – বিজ্ঞান
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি আলাদাভাবে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
B ইউনিট – মানবিক
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) সর্বমােট জিপিএ ৭.০০ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি আলাদাভাবে নূন্যতম ৩.০০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
C ইউনিট – ব্যবসায় শিক্ষা
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) সর্বমােট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি আলাদাভাবে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ রইল।
Md Raju Sheikh Raj
Management Studies
University of Barishal
আজই শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবির) ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন। চবিতে ভর্তির আবেদন শুরু হয় গত ৩০ মার্চ থেকে।আর, আজকে ১২ এপ্রিল আবেদন শেষ হবে।আবেদন ফি জমা দেওয়া যাবে ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।এখনও যারা চবিতে আবেদন করেন নি, অতি শ্রীঘই আবেদন করে ফেলুন। নব্য চবিয়ানদের সাথে দেখা হবে ২৩১২ একর ক্যাম্পাসে।❤️
📷 Collected
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ও সদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ সমূহের ২০২১-২০২২ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছেনা তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩০ মে ২০২৩ বিকাল ৫.০০ মিনিট। এইবছর শুধুমাত্র অনালাইনে আবেদন গ্রহণ করা হবে। বৃত্তির ওয়েবসাইটে ও আবেদন ফর্মে উল্লেখিত সকল নির্দেশনা ভালোভাবে পড়ে তারপর আবেদনপত্র পূরণ করুন।
জিনিয়াস বৃত্তির আবেদনের ওয়েবসাইট : http://scholarship.czm-bd.org/
একজন আবেদনকারী তার ইমেইল, মোবাইল নম্বর এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিনিয়াস বৃত্তির জন্য শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন, তাই সতর্কতার সাথে সকল তথ্য ও ডকুমেন্ট প্রস্তুতের পর রেজিস্ট্রেশন করুন।
from CZM
পাবলিক বিশ্ববিদ্যালয় চাঞ্চ পেতে চান কে কে ?
বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা ২০২৩ এ থাকছে
Raj Group of Industries .
উক্ত মেলায় ৩৯ নাম্বার স্টলে আপনি আমন্ত্রিত ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হচ্ছে। আবেদন বাতিল হোক না চাইলে নিচের নিয়মগুলো সঠিকভাবে মেনে আবেদন করুন...
১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনে অবশ্যই সাম্প্রতিক অর্থাৎ ৩ মাসের ভিতর তোলা ছবি দিবেন৷ ভালো হয় নতুন দিলে। [ কলেজের বা পুরাতন ছবি দিলে পরীক্ষার হলে এডমিটের সাথে ছবি না মিললে প্রক্সির দায়ে ফেঁসে যেতে পারেন ]
২) ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। আকাশী বা নীল না দেওয়াই ভালো। কারণ এই ছবি যে এডমিট কার্ডে বসবে সেটা সাদা থাকবে।
৩) ছেলে এবং মেয়ে উভয়ই কান ভাসিয়ে ছবি দিতে হবে। মেয়েরা ছবিরে কান এবং মুখ খোলা রেখে ছবি দিতে হবে। [ মুখ-কান ডেকে হিজাব পরে ছবি দিলে সেটা ঠিক করতে পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে ]
৪) গ্রামীণ সিম ছাড়া অন্য যেকোনো সিম দিয়ে আবেদন করলে ফিরতি মেসেজে SIF কোড বা পাসওয়ার্ড আসবে। [গ্রামীণফোনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন চুক্তি নেই ]
৫) SIF কোড বা পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। কেননা এডমিট ডাউনলোডের সময় এগুলোর প্রয়োজন হবে।
৬) তাড়াহুড়ো না করে সকল তথ্য একবারে নিয়ে বসে ঠান্ডা মাথায় আবেদন করবেন৷ কারণ কোন কিছু ভুল হলে সেটা সংশোধনের জন্য আলাদা জরিমানা লাগবে।
সকলের প্রতি শুভকামনা রইল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন গন বিজ্ঞপ্তি প্রকাশিত।
সমাজকর্ম বিষয়ে ভর্তির জন্য প্রকাশ করা হয়েছে এই গনবিজ্ঞপ্তি। যাদের নাম্বার ৪৫/৪৫+ ( তিনটি ইউনিটের জন্যই প্রযোজ্য) তারা সবাই অনলাইনে রিপোর্টিং করতে পারবে উক্ত বিষয়ের জন্য। শুধুমাত্র মানবিক এর শিক্ষার্থীদের অনলাইনে রিপোর্টিং এর সাথে সাথে ১লা মার্চ সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হতে হবে।
সমাজকর্ম বিষয়ের আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগের জন্য---> ৪টি
মানবিক বিভাগের জন্য----> ২৩ টি
বানিজ্য বিভাগের জন্য------> ৩টি
আশা করা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের শতভাগ আসন পূরন হওয়া না পর্যন্ত মেরিট লিস্ট ও বিজ্ঞপ্তি প্রকাশ করে যাবে।💖
৪৫/৪৫+ প্রাপ্ত এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা💖
Collected by
Md Raju Sheikh Raj
Management Studies
University of Barishal
#ব্রেকিং_নিউজ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ম মেধাতালিকা ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
©️মেধাতালিকা থেকে আগামী ৩০ তারিখে স্ব শরীরে উপস্থিত হয়ে নিশ্চিত করলে চান্স হবে।
Collected by
Md Raju Sheikh Raj.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
University Of Barisal, Karnakati
Barisal
8200