Homeo Heaven
সঠিক নিয়মে হোমিওপ্যাথি শিখুন
প্রকৃত চিকিৎসক বাছুন
সুস্থতার সাথে জীবন পরিচালনা করুন
হোমিওপ্যাথির উন্নয়নে ডা. তাহমিনার অঙ্গিকার | #Homeo_Heaven বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের ২০২৩-২৪ বছরের সভাপতি পদে দাড়িয়েছেন ডা. তাহামিনা আক্তার জয়া।
বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী হুজুরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জীবনের ভূল ত্রুটি মাফ করে দিক এবং তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি।
Homeo Heaven
আমার হুংকার
তৌহিদুল ইসলাম নয়ন
আমি ডাক্তার আমি ডাক্তার
তুমি যতই করো মামলা হামলা
থামাবো না তবু হুংকার
আমি ডাক্তার আমি ডাক্তার
আমায় সাড়ে চার সালে দেওনিতো কিছু
দেওনি সঠিক শিক্ষা
তবু মহৎ পেশায় মহাগুরু ধারে
নিয়েছিতো মহাদীক্ষা
আমায় দেওনি তুমি কর্ম
তবু খুজে নিয়েছি সম্মান
আজ আমার সম্মানে হাত দিয়ে তুমি
কোন সাহসে করো বদনাম
তুমি কসাই তুমি ডাকাত
তুমি দানব হয়েছো ডাক্তার,
আর আমার মাথায় বসিয়েছো তুমি
রত্ন নামক বদকার
আমি ডাক্তার আমি ডাক্তার
তুমি যতই আমার গলা চেপে ধরো
থামাবো না তবু হুংকার।
আমি হয়েছি স্বপ্রতিষ্ঠিত
আমি গড়েছিতো নিজ চেম্বার
আমার চেম্বারেতে তালা দিবে তুমি
হয়েছো কোথার মেম্বার!
আমি গবেষক আমি সেবক
আমার সেবা পায় শত রোগীরা
আমার রোগীকে লুটপাট করে
তোমার মতো ভোগীরা
তুমি চোর তুমি বাটপার
তুমি খুনি হয়ে গেছো ডাক্তার
তুমি নিজের আইনকে ব্যবহার করে
আমায় করেছো সৎকার
আমি ডাক্তার আমি ডাক্তার
তুমি যতই আমায় জেল জরিমানা করো
থামাবো না তবু হুংকার।
আমি ডাক্তার আমি ডাক্তার।
আমার সম্মান ফিরে পেতে আমি
বারবার করবো চিৎকার।
দ্বিতীয় হ্যানিম্যান | এ্যালেন কিনোটস | বাকস্ নোসোড | Homeo Heaven
দ্বিতীয় হ্যানিম্যান | এ্যালেন কিনোটস | বাকস্ নোসোডস | Homeo Heaven ডা. এল্যানের কিনোটস এর বাংলা অনুবাদে অনুবাদ বি কে সরকার কিনোটস এর সাথে কিছু নোসোড মেডিসিন যুক্ত করেন। আর তার কারন .....
একজন ক্লাসিকাল ও একজন ননক্লাসিকালের কথোপকথন
Dr. Touhidul Islam Nayan
ক্লাসিকালঃ ভাই, প্যাটেন টনিক কেনো ব্যবহার করেন? ক্লাসিকাল চিকিৎসাই তো হোমিওপ্যাথির মূল ভিত্তি।
ননক্লাসিকালঃ ভাই মুখে ক্লাসিকাল বলা সোজা, বাস্তবতা ভিন্ন।
ক্লাসিকালঃ বাস্তবতা কোথায়? দেশ বিদেশের নামকরা বড় হোমিওপ্যাথ সকলেই ক্লাসিকাল।
ননক্লাসিকালঃ কি বলেন, আমিতো দেখি না।
ক্লাসিকালঃ কেন ভাই, আশরাফুল হক, শাহীন মাহমুদ, শাখওয়াত হোসেন, ফারুক এলাহী, আহমেদর ফারুকী এরা সবাইতো ক্লাসিকাল এবং বেশ নামকরা ও জনপ্রিয় চিকিৎসক।
ননক্লাসিকালঃ আরে ভাই। একজনের নাম বলে কি হবে। দেশের ৯০% চিকিৎসকই প্যাটেন বিক্রি করে।
ক্লাসিকালঃ ভাই, পৃথিবীতে এতো মানুষ। আপনার ধর্মের ২০% আছে। বাকি ৮০% অন্যান্য ধর্মের। আপনার ধর্মমতে শুধু আপনারা জান্নাতে যাবেন। তাহলে কারা সফল হলো ২০% নাকি ৮০%।
ননক্লাসিকালঃ ভাই এমন যুক্তি দেওয়া সহজ। কিন্তু কজন ক্লাসিকাল চিকিৎসকদের চেম্বারে রোগী থাকে? কিন্তু প্যাটেন চেম্বারে দেখেন রোগীর কত ভির!
ক্লাসিকালঃ ভাই, ক্লাসিকাল ডাক্তারের চেম্বারে শুধু রোগীরা যায়, আর প্যাটেন ডাক্তারের চেম্বারে রোগীর সাথে সাথে ঔষধ ক্রেতা, বোতল ক্রেতা, ঔষধ ও বোতল বিক্রেতা, কম্পানির রিপ্রেজেন্টিভ এদের ভিড় থাকে।
ননক্লাসিকালঃ ভাই, প্যাটেন না দিলে, রোগীরা পানি মনে করে আর থাকে না।
ক্লাসিকালঃ এটাতো আপনার ব্যর্থতা। আপনি যদি সঠিক ভাবে পড়াশুনা করতেন, আর সঠিক ঔষধ সিলেকশন করতে পারতেন তাহলে পানি খেয়েও রোগীরা আপনার কাছে সুস্থ হতে বার বার আসতো।
ননক্লাসিকালঃ ভাই রোগীদের উপশম দেওয়ারও দরকার আছে।
ক্লাসিকালঃ উপশম দেওয়াট জন্য অবৈধ পন্থা ব্যবহার করবেন! জানেন, এই প্যাটেন টনিকের জন্য বিশ্বব্যপি হোমিওপ্যাথি নিষিদ্ধ হয়েছিলো?
ননক্লাসিকালঃ প্যাটেনতো হোমিওপ্যাথিক কম্পানি বানায়, এগুলোর কি দোষ?
ক্লাসিকালঃ ভাই, প্যাটেন কে প্রুভিং করছে?
ননক্লাসিকালঃ জানি, কিন্তু এগুলোতো একই উপাদান দিয়ে বানায়!
ক্লাসিকালঃ কোনো ঔষধজ পদার্থের রূপ পরিবর্তন করলে তা পুনরায় প্রুভিং করা লাগে। আর ননপ্রুভিংকৃত ঔষধ ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ও বেআইনি। দেশে কড়া আইন হলে এই প্যাটেন ব্যবসা ধ্বসে পড়বে।
ননক্লাসিকালঃ ভাই, প্যাটেন বিক্রি না করলে রোগীদের কাছ থেকে টাকা ইনকাম কিভাবে করবো?
ক্লাসিকালঃ কেনো ভাই, ভিজিট নিবেন!
ননক্লাসিকালঃ কি বলেন, ভিজিট কেনো নিবো? ঔষধ দিয়ে ঔষধের দাম রাখবো!
ক্লাসিকালঃ ভাই, আপনি ডাক্তার। ফার্মেসিয়ান না। আপনি পড়াশুনা করে, ইন্টার্নি শেষ করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হয়েছেন। আপনি কেনো ভিজিট নিবেন না। এমবিবিএস চিকিৎসকরা তো ভিজিট নেয়। আপনিও নিবেন।
ননক্লাসিকালঃ ভাই, কোথায় এমবিবিএস আর কোথায় আমরা।
ক্লাসিকালঃ ছি। আপনার চিকিৎসক না হয়ে, রিকশা চালক হওয়া ভালো ছিলো।
ননক্লাসিকালঃ ভাই, ওদের মেধা যোগ্যতার সাথে আমাদের তুলনা হয়!
ক্লাসিকালঃ ভাই, কোনো ক্লাসের ফার্স্টবয় এমবিবিএস করলে তারা মেধাবী আর সে বিএইচএমএস করলে সে অমেধাবী!
ননক্লাসিকালঃ ভাই, ফার্স্টবয়রা হোমিওপ্যাথি পড়ে না।
ক্লাসিকালঃ এটাতো রাষ্ট্রিয় সমস্যা। রাষ্ট্র যদি হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থার উন্নত করতো তাহলে হাজার হাজর ফার্স্ট বয় হোমিওপ্যাথি পড়তে আসতো। কারন এটা সর্বোত্তম ও একমাত্র আরোগ্য বিধান। হোমিওপ্যাথির আবিষ্কারকরা এমবিবিএস এর বাপ ছিলো।
ননক্লাসিকালঃ ভাই, সেটা ভিন্ন বিষয়। বর্তমানে যারা আছে তারা এমবিবিএস ডাক্তারদের মতো যোগ্য না। আমরা ভিজিট নিতে পারি না।
ক্লাসিকালঃ এলোপ্যাথরা যে রোগে অপচিকিৎসা করে নানান রকম টেস্ট দিয়ে হাজার হাজার টাকা কামিয়ে নেয়, আপনি একই রোগ সারিয়ে দিবেন কয়েক ডোজ পানির সাহায্যে তাহলে আপনার যোগ্যতা কম কিসে? আপনি কেনো ভিজিট নিবেন না!
ননক্লাসিকালঃ ভাই, কেউ সামান্য জ্বর নিয়ে ভিজিট দিয়ে ঔষধ খেতে আসবে না।
ক্লাসিকালঃ যার চিকিৎসা প্রয়োজন সে জ্বর নিয়ে হলেও আপনার কাছে আসবে। কারন সে নাপা প্যারাসিটামল খেয়ে জ্বর কমাতে পারে নি। সে এলোপ্যাথি দেখাইলেও ভিজিট দিয়েই দেখাবে। আপনাকে দেখাইলে কেনো ভিজিট নিবেন না!
ননক্লাসিকালঃ ভাই, আপনি যতযাই বলেন। বাস্তবতা ভিন্ন।
ক্লাসিকালঃ জি ভাই, প্যাটেন বেচে আজীবন পেট চালাইতে পারবেন। কিন্তু রোগী চিকিৎসায় সফলতা কখনো দেখতে পাবেন না।
ননক্লাসিকালঃ যান, আগে গিয়ে কম্পানি বন্ধ করেন।
ক্লাসিকালঃ নিজে দরজা খোলা রেখে ঘুমিয়ে চোরের দোষ দিচ্ছেন?
ননক্লাসিকালঃ জি ভাই, আপনি ঠিক। যান, আপনার মতো পানি বেচেন গিয়া।
ক্লাসিকালঃ যে জেগে জেগে ঘুমায়, তাকে কখনো জাগানো যায় না।
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস | হোমিওপ্যাথির নিয়মনীতি | বুক রিডিং | ১ম পর্ব | The principal of Homeopathy
https://youtu.be/IWTCWDSQlpg
কেন্ট লেকচারের সকল ঔষধ ক্রমান্বয়ে পড়ে শুনাবো ইনশাআল্লাহ। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
এব্রোটেনাম | Abrotanum | কেন্ট লেকচার অন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা | বুক রিডিং | হোমিওপ্যাথিক ঔষধ
❝ ৬ই নভেম্বর ডাঃ ই বি ন্যাশের মৃত্যু বার্ষিকী ❞
হোমিওপ্যাথির সমালোচকরা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকরা রোগীদের রোগ ও কষ্টের কথা শুনেন বলে এটা প্লাসিবো হিসেবে কাজ করে আর রোগীরা ঔষধের কার্যকারিতা ছাড়াই এমনি এমনি ভালো হয়ে যায়।
তাহলে তাদের কাছে প্রশ্ন হলো, হোমিওপ্যাথি কিভাবে অবুঝ শিশু ও পশুপাখির দেহে কাজ করে?
❝ মানুষ যখন হোমিওপ্যাথিতে প্রত্যক্ষ ফল পাচ্ছে, তখন একে বৈজ্ঞানিক সত্য বলে মানতেই হবে। ❞
- স্যার জগদীশ চন্দ্র বসু
❝ হোমিওপ্যাথি হচ্ছে স্বল্প ব্যয়ে ও মৃদুভাবে রোগী চিকিৎসার সর্বশেষ ও বিশুদ্ধ পদ্ধতি। ❞
- মহাত্মা গান্ধী
❝ ১৮৪৯ সালের আজকের এই দিনে অস্ট্রিয়ান সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন, হোমিওপ্যাথির ইতিহাসের অন্যতম পথিকৃৎ, বোরিক এন্ড ট্যাফেল (B&T) কম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা, পকেট মেটেরিয়া মেডিকার লেখক, অর্গাননের ষষ্ঠ সংস্করণের ইংরেজী অনুবাদক ডাঃ উইলিয়াম বোরিক।
তার বাবার নাম ফ্রান্জ অসকার বোরিক। ❞
ম্যাগ কার্ব | ম্যাগনেশিয়া কার্বনিকা | প্রুভার, উৎস, রাসায়নিক সংকেত, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়া ম্যাগ কার্বের মৌলিক তথ্য
❝ সূক্ষ্মতে যদি রাখো ঈমান (বিশ্বাস) তবে
ক’টা বড়ি দেখো খেয়ে,
হারবে না কভু হোমিও ঔষধ
কাজ করিবেই দেহে। ❞
(ডাঃ তৌহিদুল ইসলাম নয়ন)
❝হোমিওপ্যাথির সপ্ত স্তম্ভ❞
❝হোমিওপ্যাথিতে নোবেল প্রাইজ❞
ক্লাসিকাল হোমিওপ্যাথির শিক্ষা ও প্রতিষ্ঠায় সীমাহীন অবদানের জন্য ১৯৯৬ সালে গ্রিসের বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথ ডা. জর্জ ভিথৌলকাসকে "বিকল্প নোবেল পুরস্কার" প্রদান করা হয়েছে।
-প্রিন্সিপল অব হোমিওপ্যাথি
https://youtu.be/ZJqc5Svmqp4
হোমিওপ্যাথি কি? হোমিওসাথী বুক রিডিং। ১ম খন্ড।
হোমিওপ্যাথি কি? | হোমিও সাথী বুক রিডিং | খন্ড- ১ | এস পি দে | প্রকৃত হোমিওপ্যাথি চার্চার হোমিও সাথী বইটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বইটির বুক রিডিং নিয়ে আসলাম।
https://youtu.be/5NU7tYTTdbI
নাক্স ভমিকা। প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল।
নাক্স ভমিকা | প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল | নাক্স ভমিকার মৌলিক তথ্য নাক্স ভমিকার মৌলিক তথ্য
https://youtu.be/_OjX83LR2Uk
পডোফাইলাম। প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল।
পডোফাইলাম | প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল | পডোফাইলামের মৌলিক তথ্য পডোফাইলামের মৌলিক তথ্য
https://youtu.be/FX5kMHmh0bA
রাস টক্স। প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান ও ক্রিয়াস্থল।
রাস টক্স | রাস টক্সিকোডেন্ড্রন | প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল | রাসটক্স মৌলিক ত রাস টক্সিকোডেন্ড্রনের মৌলিক তথ্য
https://youtu.be/gmU7HJzz-O0
ইগ্নেশিয়া। ইগ্নেশিয়ার প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল।
ইগ্নেশিয়া | ইগ্নেশিয়া আমারা | প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল | ইগ্নেশিয়ার মৌলিক ইগ্নেশিয়া আমারার মৌলিক তথ্য
https://youtu.be/eccan77sxN4
ইপিকাক বা ইপিকাকুয়ানহার প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান ও ক্রিয়াস্থল।
ইপিকাক | ইপিকাকুয়ানহা | প্রুভার, উৎস, সমনাম, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থল | ইপিকাকের মৌলিক তথ্য ইপিকাকের মৌলিক বিষয়টি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
হ্যানিম্যান আসলেন | Reaction Video | হ্যানিম্যানের গান | Hahnemann Song | Homeodigest | এককথায় অসাধারণ গান। গানটির মূল লিংক-https://youtu.be/UAK2hXZaQmQ
গুগোল মিটিং এর নাম কিভাবে সেট করবো? | হোমিওপ্যাথদের মিটিং করতে সহায়ক | গুগোল মিট মিটিং টিউটোরিয়া হোমিওপ্যাথদের আধুনিকায়নে ভিডিওটি সহায়ক হবে বলে আশা করি।
ভালো হোমিও চিকিৎসক চেনার উপায় | হোমিও চিকিৎসক ভন্ড কিনা যেভাবে বুঝবেন | আপনাকে ঠকানো হচ্ছে নাতো! হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা শিক্ষার সহজলভ্যতার কারনে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হোমিওপ্যাথির নামে চল....
হ্যানিম্যানের মৃত্যু | যেভাবে মারা গেলেন হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান | Death of Hahnemann পৃথিবীতে কেউ অমর না। প্রত্যেক প্রানীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। কিভাবে মারা গিয়েছেন স্যামুয়েল হ্যানিম্যা...
সোরাইসিসের চিকিৎসা | ডা. ইয়াসিন আরাফাত আরিফ | অ্যালোপ্যাথি ফেরত রোগী হোমিওপ্যাথিতে সুস্থ | Psora ডা. ইয়াসিন আরাফাত আরিফ স্যার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন প্রফেসর। তার চিকিৎসা সফলতা গুলো ...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Opening Hours
Tuesday | 09:00 - 13:00 |
17:00 - 21:00 | |
Wednesday | 09:00 - 13:00 |
17:00 - 21:00 | |
Thursday | 09:00 - 13:00 |
17:00 - 21:00 | |
Friday | 17:00 - 21:00 |
Saturday | 09:00 - 13:00 |
17:00 - 21:00 | |
Sunday | 09:00 - 13:00 |
17:00 - 21:00 |
Barisal
Diploma in Homeopathic Medicine & Surgery (DHMS)
BM College Road Barishal
Barisal, 8200
প্রচলিত কুফরি শিরকি তদবিরের বিপরীতে শরীয়ত সম্মত উপায়ে বদনজর জিন যাদু ও ওয়াসওয়াসার চিকিৎসা
Gorosthan Road
Barisal, 8207
Life is about striking a balance between certain fundamental parts of life. Health is one of these a
Behind The Sraboni Medicine Pharmacy , 241, Station Road, Jhalokati
Barisal, 8400
Jhalokati branch of the largest hijama cupping clinic of Bangladesh- Hijama Planet.
নিয়ামুল কটেজ (নীচতলা), আবহাওয়া অফিস বাজার সংলগ্ন, লাকুটিয়া সড়ক
Barisal, 8200
শরয়ী বিভিন্ন মাসআলার সমাধানের পাশাপাশি জ্বীন, যাদু, ও বদনজর ইত্যাদি সমস্যার রুকইয়াহ পরামর্শ দেয়া হয় ।
Doctor's Point, 120, Station Road, Jhalakati
Barisal, 8400
Barisal hijama and ruqyah center, a branch of HIJAMA PLANET.