𝐇𝐢𝐣𝐚𝐦𝐚 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐥
Nearby health & beauty businesses
8200
Bakutheya
8200
Dhaka, Mirpur
Hatem Ali College Coumatha, Barisal
Barisal, Barisal
নথুল্লাবাদ, Barisal
Barisal
8200
Bogura Road
dhaka, Dhaka
Kathpotti Road
Borisal
8200
Home service �
দীর্ঘদিনের ব্যাক পেইনের জন্য হিজামা একটি অতি কার্যকরী চিকিৎসা, এতে শরীরের ভিতরে শান্তি অনুভূত আসে আলহামদুলিল্লাহ।
#হিজামা #চিকিৎসা
১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১০৮০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১০৮ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১০৮ = ২৪০.৭৪ টাকা
অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ২৪০.৭৪ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।
স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে।
কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১০৮টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না। এমনকি তার চাচার কোলেও না।
২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।
৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।
৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।
১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।
১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।
১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
হিজামা বরিশাল এখন থেকে আপনারা আবারো নিয়মিত হিজামা নিতে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের এখানে মহিলা, পুরুষ হিজামা থেরাপিস্ট থাকছেন ইনশাআল্লাহ।
Today Best Photo Challenge 🥰❤️🌹
রাসূল (সাঃ) বলেছেন,
তোমরা কুরআন তেলাওয়াত করো কেননা কিয়ামতের দিন সে তার তেলাওয়াত কারীদের জন্য সুপারীশ কারী হবে।
(আল-হাদিস-মুসলিম -১৯১০)
আসসালামু আলাইকুম, অনেক দিন পরে পেইজে আসলাম, আপনারা সবাই কেমন আছেন?
হিজামা সম্পর্কে শায়খ আহমুদুল্লাহ সাহেবের বক্তব্য...
🩸হিজামা বিষয়ে ফুল বিস্তারিত জানতে পার্ট বাই পার্ট পড়ুন।
__🌳_আসসালামু আলাইকুম_🌳__
🩺 আসুন জেনে নেই হিজামা সুন্নাহ কাপিং থেরাপি চিকিৎসা কি?
☘️তার আগে নিচের এই হাদিস টি পড়ে নিন।
🔰___হযরত আনাস রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছিলাম, তাদের সবাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে হিজামার নির্দেশ করুন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর : ২০৫৩
🔰___হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে শরীরের সব টক্সিন, ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে অসংখ্য নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। নাইট্রিক অক্সাইড, হাইপারমিয়া বা হেমস্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক অনেক রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
🌳শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে?
__হ্যা, করানো যাবে।
১). এতে সুন্নাহ পালন হবে,
২). নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে।
৩). স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৪). অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না।
৫). রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষমতা হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
৬). এটি বছরে ৩/৪ বার সুন্নাহ পয়েন্ট অনুযায়ী হিজামা নিলে এই সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাওয়া জায় এবং শরীর থাকে ভালো, আরাম ফিল করা যায়।
(১)🩸হিজামা হাদিস সংক্রান্ত কিছু তথ্য জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342859244258557/
(২)🩸হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয় জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342870064257475/
(৩)🩸মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হলঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342871097590705/
(৪)🩸 হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে? জানতে ভিজিট করুনঃ
https://www.facebook.com/101153938429090/posts/352690923275389/
(৪)🩸হিজামা করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342863957591419/
(৫)🩸কেন হিজামা করাবেন জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342864430924705/
(৬)🩸হিজামা করার পদ্ধতি জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342860827591732/
(৭)🩸হিজামায় কি কোন সাইড ইফেক্ট আছে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342865420924606/
(৮)🩸শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866667591148/
(৯)🩸হিজামা ও কিছু জিজ্ঞাসা বা কিছু প্রশ্ন উত্তর দেখতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342867504257731/
(১০)🩸ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342869474257534/
(১১)🩸হিজামা কাপিং থেরাপি কি শুধু বাংলাদেশেই নাকি এটি অন্য অন্য দেশে আরো বেশি জনপ্রিয়?⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866147591200/
🌱___আপনি যদি চান একবারে সব পড়বেন তাহলে নিচের দেওয়া লিংককে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342355984308883/
অথবা পেইজে মেসেজ দিয়ে রাখুন নতুবা নিচের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন।
📳WhatsApp: 01791-333150
📳Imo: 01791-333150
📳Phone: 01791-333150
অথবাঃ 01937-971338
নাম্বারে যোগাযোগ করুন।
🙋♀️ ফিমেলদের জন্য অভিজ্ঞ ফিমেল থেরাপিস্ট রয়েছেন।
🙋♂️ মেলদের জন্য অভিজ্ঞ মেল থেরাপিস্ট রয়েছেন।
যারা নতুন উমরায় যেতে চান তারা নিচের লেখা থেকে উপকৃত হবেন , ইনশা আল্লাহ্
★ প্রথম পরামর্শ:
উমরার যাওয়ার সময় সবচেয়ে প্রথম খেয়াল রাখতে হবে আপনার সাথে যে মুয়াল্লিম হিসেবে যাচ্ছেন তিনি কেমন ! দরকার হয় তার সাথে আগে যারা হজ করতে গিয়েছে বা ওমরা করতে গিয়েছে তাদের কাছ থেকে জেনে নিন। বেশিরভাগ ক্ষেত্রেই এদের বাংলাদেশে চেহারা একরকম কিন্তু সৌদি তে যাওয়ার পরে চেহারা ভিন্ন রকম হয়ে যায়।
কিছু মুয়াল্লিম যাদের উদ্দেশ্য থাকে ব্যবসা , তারা মূলত সৌদিতে যায় ব্যবসা করার জন্য । এদের উদ্দেশ্য থাকে হাজীদের সহায়তা করার চেয়ে নিজের আখের গোছানো।
একদম নতুন একটা দেশ , নতুন একটা পরিবেশে ভাল মোয়াল্লেম না হলে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যেতে হয়।
★ দ্বিতীয় পরামর্শ:
মাসলা মাসায়েল জেনে যাওয়া । যে এবাদত আমরা করবো সেই এবাদত করার জন্য পর্যাপ্ত মাসলা-মাসায়েল জানা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঠিক মাসলা-মাসায়েল এর অভাবে এবাদত নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে উত্তম কাজে যাচ্ছেন সে কাজের জন্য আপনার উচিত এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা মুয়াল্লিমের উপরে নির্ভরশীল হয়ে থাকি। একটা গ্রুপে অনেক মানুষ থাকার কারণে একজন মুয়াল্লিম সবাই কে পর্যাপ্ত সময় দিতে পারেনা । আর যদি ধান্দাবাজ কিসিমের মুয়াল্লিম হয় , তাহলে দেখা যাবে কোন ফাঁকে আপনার ওয়াজিব ছুটে গেছে আপনি নিজেই টের পাবেন না। যদি আপনার সঠিক মাসলা-মাসায়েল জানা না থাকে।
এক্ষেত্রে আমি দুইটি বইয়ের সহায়তা নিয়েছিলাম
১) উমরা কিভাবে করবেন
লেখক: অধ্যাপক মোঃ নুরুল ইসলাম মক্কী
২) উমরাহ মদিনা জিয়ারত ও দোয়া
লেখক: ড: আবুবকর মুহাম্মদ যাকারিয়া
★ তৃতীয় পরামর্শ:
সৌদি তে যাওয়ার আগে অবশ্যই মক্কা এবং মদিনায় যে স্থানগুলো ওমরার সাথে সম্পৃক্ত ও আপনি জিয়ারত করতে চাচ্ছেন এবং দর্শনীয় সেই স্থান গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে নিন । আগে থেকেই এ বিষয়ে পড়ালেখা করে নিলে আপনার জন্য অনুভব করা সহজ হবে। মক্কা-মদিনা ছাড়াও আরো অনেকগুলো বরকতময় স্থান আছে , এগুলো লিস্ট করুন এবং অবশ্যই এখানে জিয়ারত করুন । এক্ষেত্রে আমাকে একটা বই খুব সাহায্য করেছে , আপনারাও দেখতে পারেন
১) পবিত্র মক্কা মদিনা শরীফের ইতিহাস
সম্পাদনাঃ শায়েখ শফিউর রহমান মোবারকপুরী
প্রকাশক: মীনা বুক হাউস
★ চতুর্থ পরামর্শ:
জামা কাপড় কেনা , স্বর্ণ কেনা এসব মার্কেট করার চিন্তা বাদ দিন , যাচ্ছেন ইবাদত করার জন্য , এখানকার প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান।
একজন হাজী সাহেবের জন্য একেক বিমানে একএক ওয়েট এর মাল বহন করা যায় । যেমন বাংলাদেশ বিমানে একটা পাসপোর্টধারীদের জন্য 25 কেজির ওজনের বক্স এর 2 টি বক্স , অর্থাৎ মোট 50 কেজি ওজনের মাল বহন করা যাবে। এয়ারপোর্ট এর নির্দিষ্ট স্থানে পাসপোর্ট দেখালে ৮.৫ রিয়াল এর বিনিময় একটা পাঁচ লিটার ওজনের জমজমের পানি দিয়ে দিবে। তাহলে জমজমের পানি সহ আপনার ওজন যদি 55 কেজি হয় আপনাকে কিন্তু পানি আনতে দেবে না, এয়ারপোর্ট থেকে রেখে দেবে। তাই আপনি যে প্যাকেট করবেন সেই প্যাকেট যেন দুইটি বক্স মিলিয়ে 45 কেজির বেশি না হয়।
সাধারণত আমরা খেজুর এবং জমজমের পানি নিয়ে আসি , এগুলো বরকত ময় জিনিস। অন্য কোন মার্কেট না করে পর্যাপ্ত পরিমাণ খেজুর কিনতে পারেন আত্মীয়দের মেহমানদারী করার জন্য , সাথে নির্দিষ্ট পরিমাণ জমজমের পানি পাবেন।
এজন্য আগেই জেনে নিন খেজুরের পাইকারি মার্কেট সম্পর্কে।
★পঞ্চম পরামর্শ:
মক্কা এবং মদিনায় তাহাজ্জুদ নামাজের জন্য আযান হয় , সৌদি তে গিয়ে প্রথম যেখানে যাবেন মক্কা অথবা মদিনায় ওখানকার নামাজের সময় জেনে নিন। সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা খেজুর খাবেন সাথে জমজমের পানি পান করুন। সকালের নাস্তা হয়ে গেছে ।
এবার তাহাজ্জুদএর আযান দেওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান , তাহাজ্জুদ নামায , ফজরের নামাজ ও জোহরের নামাজের পরে বাসায় আসুন , দুপুরের খাবার খেয়ে আছরের আজানের আগ পর্যন্ত ঘুমিয়ে , নামাজের জন্য বেরিয়ে যান , এরপরে আসরের নামাজ ,মাগরিবের নামাজ ও এশার নামাজ পড়ে বাসায় আসুন । মক্কার কাবা চত্বরে ও মসজিদে নববীতে প্রবেশের সাথে সাথে এতেকাফের নিয়ত করে নিন। আমি এই রুটিন ফলো করেছিলাম। এতে সময় নষ্ট কম হয় ।
★ ষষ্ঠ পরামর্শ :
যাওয়ার সময় সাথে করে কিছু জিনিস অবশ্যই নিয়ে যাবেন , এগুলো হ্যান্ড ব্যাগে রাখবেন না , বুকিং এ দিয়ে দেবেন।
১) একটা প্লাস্টিক অথবা মেলামাইনের প্লেট , ঢেকে রাখা যায় এমন । আমি আর এফ এল এর রুটির বক্স নিয়েছিলাম। গোল রুটি রাখা যায় এমন বক্স একদম ঢাকনাসহ এটা দিয়েই প্লেটের কাজ করেছি ।
২) একটা প্লাস্টিকের মগ (500 এমএল পরিমাণের নেবেন , যদি কখনো স্যালাইন খাওয়ার প্রয়োজন হয় যেন মাপামাপির ঝামেলা না লাগে সেজন্য )
৩)কিছু ওষুধ , যেমন এক পাতা নাপা , ফ্লাজিল , ডমপেরিডন , লোসেকটিল , কয়েক পাতা স্যালাইন ইত্যাদি ।
আর যারা ডায়াবেটিস বা প্রেসারের ওষুধ খাচ্ছেন তা তো অবশ্যই সাথে এগুলো নিয়ে যাবেন।
৪) সব সময় হাটা যায় এমন নরম প্লাস্টিকের /রাবারের সেন্ডেল
৫) এক বক্স মাস্ক , মাস্ক ছাড়া বাইরে হাটা কোন উপায় নেই।
৬) একটা এন্ড্রয়েড ফোন , বর্তমানে সৌদি সরকারের Tawakkalna নামক অ্যাপস ইউজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে , বাসায় যোগাযোগের জন্য ইমু ব্যবহার করা যাবে , অনেক হোটেলে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে । কোন সিম না কিনলেও চলে যাবে। তবে সেলফি তোলার রোগ থাকলে , আগে থেকেই এ বিষয়ে সংযত হয়ে যাবেন।
৭) এখানে মক্কা এবং মদীনা হেরেম শরীফে পানির ব্যবস্থা আছে। এখান থেকে শুধু 500ml এর একটা পানির পট সাথে করে নিয়ে গেলেই হবে। প্রয়োজনে বোতলে পানি ভরে নিয়ে আসতে পারবেন । আর আপনি যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ ওইখানে পানির ব্যবস্থা থাকবে।
৮) ব্রাশ, পেস্ট ,সাবান, শ্যাম্পু , ভ্যাসলিন/ পেট্রোলিয়াম জেলি, সরিষার তেল যা প্রয়োজন সাথে করে নিয়ে যাবেন। তবে আমি ওইখানে একটা ছোট ভিমবারের অভাব খুব অনুভব করেছি । খাবার পর প্লেট পরিষ্কার করার জন্য।
৯) মুয়াল্লিম এর সাথে পরামর্শ করে এহরাম এর কাপড় , সার্বক্ষণিক ব্যবহার করার জন্য সাইট ব্যাগ , জুতা রাখার জন্য ছোট ব্যাগ ইত্যাদি নিয়ে যাবেন ।
(এসব সৌদি থেকে কিনবেন এই চিন্তা বাদ দেন , এতে সময় নষ্ট হবে এবং অনেক বেশি টাকা খরচ হবে )
চলবে ........
(ভয়েস টাইপিং সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এ জন্য বানান ভুল হতে পারে সহানুভূতি কাম্য )
Md. Faijul Huq ভাই
জাতীয় ক্রিকেটর মুস্তাফিজুর রহমান হিজামা নিয়েছেন এক ভাইয়ের থেকে, আল্লাহ তায়ালা এভাবেই হারিয়ে জাওয়া সুন্নাহকে আবার জীবিত করুন। এছাড়াও বিভিন্ন খেলোয়াড় নিয়মিত হিজামা গ্রহন করেন, কারন এটার উপকারিতা অনেক, বলতে গেলে এর সাথে অনেক গুলো রোগের এবং সুস্থতার জন্য কাজ করে যেটা আমরা দেখতে না পারলেও ১০০% নাইট্রিক অক্সাইড তৈরী হয়, যেটা ইমিউনিটি রোগপ্রতিরোধ এর বড় একটি অংশ হিসেবে কাজ করে।
🩸হিজামা বিষয়ে ফুল বিস্তারিত জানতে পার্ট বাই পার্ট পড়ুন।
__🌳_আসসালামু আলাইকুম_🌳__
🩺 আসুন জেনে নেই হিজামা সুন্নাহ কাপিং থেরাপি চিকিৎসা কি?
☘️তার আগে নিচের এই হাদিস টি পড়ে নিন।
🔰___হযরত আনাস রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছিলাম, তাদের সবাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে হিজামার নির্দেশ করুন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর : ২০৫৩
🔰___হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে শরীরের সব টক্সিন, ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে অসংখ্য নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। নাইট্রিক অক্সাইড, হাইপারমিয়া বা হেমস্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক অনেক রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
🌳শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে?
__হ্যা, করানো যাবে।
১). এতে সুন্নাহ পালন হবে,
২). নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে।
৩). স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৪). অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না।
৫). রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষমতা হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
৬). এটি বছরে ৩/৪ বার সুন্নাহ পয়েন্ট অনুযায়ী হিজামা নিলে এই সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাওয়া জায় এবং শরীর থাকে ভালো, আরাম ফিল করা যায়।
(১)🩸হিজামা হাদিস সংক্রান্ত কিছু তথ্য জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342859244258557/
(২)🩸হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয় জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342870064257475/
(৩)🩸মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হলঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342871097590705/
(৪)🩸 হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে? জানতে ভিজিট করুনঃ
https://www.facebook.com/101153938429090/posts/352690923275389/
(৪)🩸হিজামা করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342863957591419/
(৫)🩸কেন হিজামা করাবেন জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342864430924705/
(৬)🩸হিজামা করার পদ্ধতি জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342860827591732/
(৭)🩸হিজামায় কি কোন সাইড ইফেক্ট আছে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342865420924606/
(৮)🩸শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866667591148/
(৯)🩸হিজামা ও কিছু জিজ্ঞাসা বা কিছু প্রশ্ন উত্তর দেখতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342867504257731/
(১০)🩸ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342869474257534/
(১১)🩸হিজামা কাপিং থেরাপি কি শুধু বাংলাদেশেই নাকি এটি অন্য অন্য দেশে আরো বেশি জনপ্রিয়?⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866147591200/
🌱___আপনি যদি চান একবারে সব পড়বেন তাহলে নিচের দেওয়া লিংককে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342355984308883/
অথবা পেইজে মেসেজ দিয়ে রাখুন নতুবা নিচের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন।
📳WhatsApp: 01791-333150
📳Imo: 01791-333150
📳Phone: 01791-333150
অথবাঃ 01937-971338
নাম্বারে যোগাযোগ করুন।
🙋♀️ ফিমেলদের জন্য অভিজ্ঞ ফিমেল থেরাপিস্ট রয়েছেন।
🙋♂️ মেলদের জন্য অভিজ্ঞ মেল থেরাপিস্ট রয়েছেন।
𝐇𝐢𝐣𝐚𝐦𝐚 𝐒𝐮𝐧𝐧𝐚𝐡 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐥 𝐏𝐚𝐠𝐞 𝐃𝐨 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰⬇️
https://www.facebook.com/HijamahClinicBarisal/
আলহামদুলিল্লাহ, হিজামার এমন রিভিউ আসলে কারনা ভালো লাগে, কিছুদিন আগে একই ফেমিলির ৩ সদস্য বরগুনা থেকে বরিশাল এসে হিজামা নিয়েছেন, গত কালকে জানালের তাদের অনুভুতি, আপনারাই তার রিভিউটি দেখে নিন।
১) অরিজিনাল পোস্ট
__🌳_আসসালামু আলাইকুম_🌳__
🩺 আসুন জেনে নেই হিজামা সুন্নাহ কাপিং থেরাপি চিকিৎসা কি?
☘️তার আগে নিচের এই হাদিস টি পড়ে নিন।
🔰___হযরত আনাস রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছিলাম, তাদের সবাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে হিজামার নির্দেশ করুন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর : ২০৫৩
🔰___হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে শরীরের সব টক্সিন, ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে অসংখ্য নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। নাইট্রিক অক্সাইড, হাইপারমিয়া বা হেমস্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক অনেক রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
🌳শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে?
__হ্যা, করানো যাবে।
১). এতে সুন্নাহ পালন হবে,
২). নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে।
৩). স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৪). অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না।
৫). রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষমতা হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
৬). এটি বছরে ৩/৪ বার সুন্নাহ পয়েন্ট অনুযায়ী হিজামা নিলে এই সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাওয়া জায় এবং শরীর থাকে ভালো, আরাম ফিল করা যায়।
(১)🩸হিজামা হাদিস সংক্রান্ত কিছু তথ্য জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342859244258557/
(২)🩸হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয় জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342870064257475/
(৩)🩸মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হলঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342871097590705/
(৪)🩸 হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে? জানতে ভিজিট করুনঃ
https://www.facebook.com/101153938429090/posts/352690923275389/
(৪)🩸হিজামা করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342863957591419/
(৫)🩸কেন হিজামা করাবেন জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342864430924705/
(৬)🩸হিজামা করার পদ্ধতি জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342860827591732/
(৭)🩸হিজামায় কি কোন সাইড ইফেক্ট আছে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342865420924606/
(৮)🩸শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866667591148/
(৯)🩸হিজামা ও কিছু জিজ্ঞাসা বা কিছু প্রশ্ন উত্তর দেখতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342867504257731/
(১০)🩸ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342869474257534/
(১১)🩸হিজামা কাপিং থেরাপি কি শুধু বাংলাদেশেই নাকি এটি অন্য অন্য দেশে আরো বেশি জনপ্রিয়?⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866147591200/
🌱___আপনি যদি চান একবারে সব পড়বেন তাহলে নিচের দেওয়া লিংককে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342355984308883/
অথবা পেইজে মেসেজ দিয়ে রাখুন নতুবা নিচের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন।
📳WhatsApp: 01791-333150
📳Imo: 01791-333150
📳Phone: 01791-333150
অথবাঃ 01937-971338
নাম্বারে যোগাযোগ করুন।
🙋♀️ ফিমেলদের জন্য অভিজ্ঞ ফিমেল থেরাপিস্ট রয়েছেন।
🙋♂️ মেলদের জন্য অভিজ্ঞ মেল থেরাপিস্ট রয়েছেন।
𝐇𝐢𝐣𝐚𝐦𝐚 𝐒𝐮𝐧𝐧𝐚𝐡 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐥 𝐏𝐚𝐠𝐞 𝐃𝐨 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰⬇️
https://www.facebook.com/HijamahClinicBarisal/
আজকে বরগুনা থেকে এক শিক্ষক এবং তার মেয়ে সাথে চাচাতো বোন বরিশালে এসে বিভিন্ন সমস্যা জন্য হিজামা নিয়েছেন।
#তার বাবার যে সমস্যার জন্য হিজামা নিয়েছেনঃ ১/ কোমরে ব্যথা, ২/ দুই হাটু ব্যথা, ৩/ হাইপ্রেশার ৪/ ডায়াবেটিস এর জন্য হিজামা নিয়েছেন, এবং তার মেয়ে আর চাচাতো বোন সুন্নাহ হিসেবে হিজামা নিয়েছেন, হিজামা নিলে শরীরের রক্তচলাচল বারে, সুস্থতার জন্য যেটা বেশি হিজামায় অবদান তা হলো নাইট্রিক অক্সাইড তৈরী করে, শরীরের অসুস্থতার বাঁধাগুলো ভেঙে জায়, এতে আস্তে আস্তে সাভাবিক হতে থাকে, তবে তার রোগ, উপশম ও সেশন অনুযায়ী, আমরা দোয়া করি আল্লাহ তায়ালা তাদের সুস্থতা দান করুন এবং এটা সারা পৃথিবীতে খুব তাড়াতাড়ি বিস্তার করুক।
১) অরিজিনাল পোস্ট
__🌳_আসসালামু আলাইকুম_🌳__
🩺 আসুন জেনে নেই হিজামা সুন্নাহ কাপিং থেরাপি চিকিৎসা কি?
☘️তার আগে নিচের এই হাদিস টি পড়ে নিন।
🔰___হযরত আনাস রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছিলাম, তাদের সবাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে হিজামার নির্দেশ করুন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর : ২০৫৩
🔰___হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে শরীরের সব টক্সিন, ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে অসংখ্য নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। নাইট্রিক অক্সাইড, হাইপারমিয়া বা হেমস্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক অনেক রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
🌳শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে?
__হ্যা, করানো যাবে।
১). এতে সুন্নাহ পালন হবে,
২). নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে।
৩). স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৪). অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না।
৫). রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষমতা হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
৬). এটি বছরে ৩/৪ বার সুন্নাহ পয়েন্ট অনুযায়ী হিজামা নিলে এই সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাওয়া জায় এবং শরীর থাকে ভালো, আরাম ফিল করা যায়।
(১)🩸হিজামা হাদিস সংক্রান্ত কিছু তথ্য জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342859244258557/
(২)🩸হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয় জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342870064257475/
(৩)🩸মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হলঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342871097590705/
(৪)🩸 হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে? জানতে ভিজিট করুনঃ
https://www.facebook.com/101153938429090/posts/352690923275389/
(৪)🩸হিজামা করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342863957591419/
(৫)🩸কেন হিজামা করাবেন জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342864430924705/
(৬)🩸হিজামা করার পদ্ধতি জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342860827591732/
(৭)🩸হিজামায় কি কোন সাইড ইফেক্ট আছে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342865420924606/
(৮)🩸শরীরে কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো জাবে? জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866667591148/
(৯)🩸হিজামা ও কিছু জিজ্ঞাসা বা কিছু প্রশ্ন উত্তর দেখতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342867504257731/
(১০)🩸ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা জানতে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342869474257534/
(১১)🩸হিজামা কাপিং থেরাপি কি শুধু বাংলাদেশেই নাকি এটি অন্য অন্য দেশে আরো বেশি জনপ্রিয়?⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342866147591200/
🌱___আপনি যদি চান একবারে সব পড়বেন তাহলে নিচের দেওয়া লিংককে ভিজিট করুনঃ⬇️
https://www.facebook.com/101153938429090/posts/342355984308883/
অথবা পেইজে মেসেজ দিয়ে রাখুন নতুবা নিচের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন।
Dhaka Therapy Center Number:
📳Phone: 01620-799440
Barisal Therapy Center Number:
📳WhatsApp: 01791-333150
📳Imo: 01791-333150
📳Phone: 01791-333150
অথবাঃ 01937-971338
📳 Female therapist Number:
Phone: 01706-883069
নাম্বারে যোগাযোগ করুন।
🙋♀️ ফিমেলদের জন্য অভিজ্ঞ ফিমেল থেরাপিস্ট রয়েছেন।
🙋♂️ মেলদের জন্য অভিজ্ঞ মেল থেরাপিস্ট রয়েছেন।
𝐇𝐢𝐣𝐚𝐦𝐚 𝐒𝐮𝐧𝐧𝐚𝐡 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐥 𝐏𝐚𝐠𝐞 𝐃𝐨 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰⬇️
https://www.facebook.com/HijamahClinicBarisal/
হিজামা রাসূল (সাঃ) এর নির্দেশিত এক উন্নত আধুনিক ও ইসলামী চিকিৎসা পদ্ধতি।
✅ভূমিকাঃ
হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকেল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবহানাল্লাহ)। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।
✅হিজামা কিঃ
হিজামা হলো আল্লাহর রাসূল সাঃ এর একটি বলে যাওয়া চিকিৎসা পদ্ধতি যেটি বিশ্বব্যাপী কাপিং থেরাপি বা হিজামা নামে পরিচিত। কাপিং থেরাপি বা হিজামা হলো এমন প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক সুস্থতা বিদ্যমান।
✅পৃথবীতে হিজামা চিকিৎসার উৎপত্তিঃ
এটি একটি নববী বা হজরত মুহাম্মদ (সাঃ) নির্দেশিত চিকিৎসা পদ্ধতি। একটি আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে, যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
তাছাড়া হিজামা অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। এ থেরাপি তিন হাজার বছরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। আঠারো শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।
♦️হিজামার আধুনিক ভার্সনঃ
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এটিকে কাপিং থেরাপি (Cupping therapy)বলা হয়। আমাদের দেশে সাধারণ অর্থে একে ‘শিঙ্গা লাগানো’ বলা হয়। এটি আকুপাংচার নামে ও পরিচিত।এই প্রক্রিয়ায় সুচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত (Toxin) বের করে আনা হয়। এতে শরীরের মাংসপেশিগুলোর রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়।
✅♻️হিজামা নিয়ে রাসূল (সাঃ) এর বাণী ও নির্দেশনাঃ
হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে রাসূল (সাঃ) বলেছেন-
” নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।”
– সহীহ মুসলিম, ২২০৫।
রাসূল (সাঃ) আরও বলেছেন-
” জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্বোত্তম। ”
-আল-হাকিম, ৭৪৭০।
এটি দূষিত রক্ত টেনে বের করে আনে। এর ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়। মহানবী (সা:) বলেছেন, ‘হিজামা গ্রহণকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’ (তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
হিজামা নিয়ে রাসূল (সাঃ) এর নির্দেশনাঃ
মহানবী (সা:) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’ (তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
উচ্চ রক্তচাপ রোধে হিজামা বা শিঙ্গা পদ্ধতি খুবই কার্যকর। মহানবী (সা:) বলেছেন, ‘গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৮২)
মহানবী (সা:)-এর যুগে আধুনিক চিকিৎসাব্যবস্থা ছিল না। সে সময়ের মানুষেরও অসুখ হতো। তারা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা গ্রহণ করত। প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে মহানবী (সা:) বলেছেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো—শিঙ্গা লাগানো, মধু পান করা ও আগুন দিয়ে গরম সেঁক দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬৮১)
✅বর্তমানে হিজামার জনপ্রিয়তাঃ
কাপিং থেরাপি বিশ্বে অনেক আগে থেকে প্রচলিত থাকলেও এটি বর্তমানে আরো জনপ্রিয় হয়েছে।
🌏রিও অলিম্পিকে বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস সহ অনেক অ্যাথলেটদের ব্যথা উপশমা গেছে।
🌍 বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদী ও নিয়মিত হিজামা করেন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবি পোস্ট করেন।
🇧🇩বাংলাদেশে ও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
🔴 বাংলাদেশের জনপ্রিয় নায়ক ওমর সানি-মৌসুমি ও তার পরিবারের সকল সদস্যরা হিজামা করেছেন।
🇧🇩 জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার তাসকিন ভাই হিজামা থ্রাপি নিয়েছেন।
🇧🇩 জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তো হিজামা থ্রাপি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
সবাইকে এই বিজ্ঞান সম্মত সুন্নাহ চিকিৎসা হিজামা নেওয়ার অনুরোধ করছি।
Cupping therapy world wide verified একটা treatment process. এটিতে কোন ধরনের ঔষধের প্রয়োজন হয় না বিধায় এটি সম্পূর্ণ নিরাপদ।
হিজামা কিভাবে কাজ করে/ হিজামার কার্যপ্রণালীঃ
বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবানু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। যা শরীর থেকে রোগের জন্য দায়ী জীবানু সরিয়ে ফেলে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও রক্ত পরিষ্কার রাখে, শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
☑️যে সকল রোগ নিরাময়ে উপকারীতা পাওয়া যায়ঃ
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia )
৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson's disease)
৬। অস্থি সন্ধির ব্যাথা / গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাত / মুখের / জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses) ২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোড়া - পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস (Diabetes)
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স / হারনিয়েশান
৩০। চুল পড়া ( Hair fall )
৩১। মানসিক সমস্যা ( Psycological disorder)
৩২। মহিলাদের মাসিক সমস্যা
৩৩। পুরুষ ও মহিলাদের যেকোনো যৌন সমস্যা।
৩৪। বিনা অপারেশনে স্তন-জরায়ু টিউমার চিস্ট নাটকের পলিপ ও পাইলসের চিকিৎসা।
৩৫। জাদুটোনা, কালো যাদু (বান), ব্লাক ম্যাজিক.......
এ ছাড়া আরও অনেক রোগ ।
✅চিকিৎসা করানোর উপযুক্ত সময়ঃ
১. স্বাভাবিক অবস্থায়-
স্বাভাবিক অবস্থায় যেভাবে করবেনঃ
ক. আরবী মাসের ১৭, ১৯ ও ২১ তারিখের কোন একটি নির্বাচন করবেণ।
খ. সোম, মঙ্গল ও বৃহস্পতিবারের কোনটিকে নির্বাচন করবেন।
উল্লেখ্য, তারিখ ও দিনের মধ্যে বিরোধ হলে তারিখকে অগ্রাধিকার দিবেন।
গ. খালি পেটেই হিজামা করবেন। সকালে খালি পেটে হিজামা করা উত্তম।
ঘ. ফজরের পর হতে দুপুর ১২টার মধ্যে করা ভাল।
ঙ. হিজামার আগের ও পরের দিন সঙ্গম না করা উত্তম।
২. দুই. জরুরী অবস্থায় যেভাবে করবেনঃ
এতে মাস ও দিনের কোনো ধর্তব্য নেই। যখনই সমস্যা তখনই করা যেতে পারে। একসময় রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঘোড়া থেকে পড়ে পায়ে আঘাত পাওয়ায় হিজামা করেছিলেন।
⭕হিজামা নিয়ে কিছু ভুল ধারণার অবসান হওয়া উচিত⭕
ইউটিউব ফেসবুকের কিছু ভিডিও দেখে অনেকের মনেই এই ধারণা যে হিজামা করলে বোধহয়:-
❌শরীর থেকে "প্রচুর রক্ত বের হয়",
❌শরীর দূর্বল হয়ে যায়,
❌বেশি কেটে যায়,
❌কাটার সময় অনেক ব্যথা পাওয়া যায়,
❌শুকাতে অনেক সময় লাগে।
❌দাগ পড়ে যায় ইত্যাদি।
✅সবগুলোই ভুল ধারণা।
অধিকাংশ ক্ষেত্রে:
✅ অল্প রক্ত বের হয়
✅চামড়ার স্তরের উপরের অংশ কাটা হয়, এতে খুব বেশি ক্ষত সৃষ্টি হয় না, খুব বেশি ব্যথাও লাগে না।
✅কোন রকমের দুর্বলতা অনুভব হয় না, বরং অধিকাংশ সময় হিজামা করানোর পরে রোগী আরো সতেজতা অনুভব করে।
✅ কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যায়
✅৩-৪ দিনের মধ্যেই দাগ চলে যায়।
#হিজামা #সুন্নাহ #শেফা 🍀
#হিজামা করুন #সুস্থ থাকুন🍀
#হিজামা #মহিলা থেরাপিস্ট #মহিলাদের জন্য🍀
#পেইজে মেসেজ দিয়ে রাখুন নতুবা নিচের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন।
📳WhatsApp: 01791-333150
📳Imo: 01791-333150
📳Phone: 01791-333150
অথবাঃ 01937-971338
নাম্বারে যোগাযোগ করুন।
🙋♀️ ফিমেলদের জন্য অভিজ্ঞ ফিমেল থেরাপিস্ট রয়েছেন।
🙋♂️ মেলদের জন্য অভিজ্ঞ মেল থেরাপিস্ট রয়েছেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Barishal
Madhobpasha Bazar, Airport Thana
Barishal, 8213
হোমিওপ্যাথি, হিজামা, আকুপ্রেসার/পাংচার সহ আরও কিছু পদ্ধতির কার্যকর সমন্বয় ও কম্পিউটারের সফল ব্যবহার।
BM College Road Barishal
Barishal, 8200
প্রচলিত কুফরি শিরকি তদবিরের বিপরীতে শরীয়ত সম্মত উপায়ে বদনজর জিন যাদু ও ওয়াসওয়াসার চিকিৎসা
Gorosthan Road
Barishal, 8207
Life is about striking a balance between certain fundamental parts of life. Health is one of these aspects. We value health in the same way that we value time once we have lost it....
Barishal
ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে পলিপাস ও পাইলসের চিকিৎসা করা হয়। 01715 304 904
Behind The Sraboni Medicine Pharmacy , 241, Station Road, Jhalokati
Barishal, 8400
Jhalokati branch of the largest hijama cupping clinic of Bangladesh- Hijama Planet.
দরবেশ গেট এর পূর্ব ভবন (২য় তলা), স্বরুপকাঠী রোড, বানারীপাড়া, বরিশাল।
Barishal, 8530
কনসাল্টেন্ট অফ রুক্বইয়াহ হিজামা এন্ড পলিপাস স্পেশালিস্ট ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট