আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
Alor Sondhane Foundation is a Non-Profitable organization..
আলোর সন্ধানে ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন
বিজয় মানে আনন্দ, বিজয় মানে উচ্ছ্বাস। শত সহস্র কষ্টে অর্জিত আমাদের এই বিজয়। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর পরিবারের পক্ষ থেকে সকল মুসলিম শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💕
কুরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি:
কুরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»
অর্থ: ‘‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয় ’’ [বুখারী: ৫০২৭]।
ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষরূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে।
আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর পক্ষ থেকে সারেংগল মাদ্রাসাতুল মদিনায় হাফেজে কুরআনদেরকে পবিত্র কোরআনুল কারিম হাতে তুলে দিচ্ছেন আলোর সন্ধানে ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত-সভাপতি মোঃ রাসেল শেখ এবং আলোর সন্ধানে ফাউন্ডেশন এর ক্যাশিয়ার মোঃ নাজমুল হোসেন।
সকলের কাছে আমরা দোয়া চাই। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর ভালো কাজকে কবুল করো। এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যান দান করো এবং বেশি বেশি নেক এর কাজ এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করো।।
সারেংগল নূরানী তালীমুল কোরআন মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর পক্ষ থেকে সামান্য কিছু হাদিয়া হাতে তুলে দিচ্ছেন। আলোর সন্ধানে ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ হায়দার মোল্লা এবং আলোর সন্ধানে ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন।
সবাই আলোর সন্ধানে ফাউন্ডেশন এর সকল সদস্য বৃন্দদের জন্য দোয়া করবেন। যাতে করে আলোর সন্ধানে ফাউন্ডেশন আরো বেশি বেশি ইসলামের খেদমত করতে পারে।।।
হযরত মাওলানা মোঃ গোলাম হায়দার হযরত মাওলানা মোঃ গোলাম হায়দার 📌ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আপনার উৎসাহ অনুপ্রেরণাই আমাদের আগাম....
আলহামদুলিল্লাহ!!!
আলোর সন্ধানে ফাউন্ডেশন এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ই জুন রোজ বুধবার বাদ আছর সারেংগল বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী – আলোকিত প্রভাত নিজস্ব প্রতিবেদক। স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার স্বেচ্ছাসেবী সং...
আলহামদুলিল্লাহ!!!
আলোর সন্ধানে ফাউন্ডেশন এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ই জুন রোজ বুধবার বাদ আছর সারেংগল বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
#ঝালকাঠিতে_আলোর_সন্ধানে_ফাউন্ডেশনের_৪র্থ_প্রতিষ্ঠাবার্ষিকী_পালিত
ঝালকাঠি জেলায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৭ জুন বুধবার আছরবাদ ঝালকাঠির সারেংগল বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
আলোর সন্ধানে ফাউন্ডেশন (ASF) ঝালকাঠি জেলার সারেংগল গ্রামের সুপরিচিত একটি সামাজিক সংগঠন। যা বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও মানব কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১০ সালে যাত্রা শুরু করলেও ২০১৯ সালের ৭ জুন আলোর সন্ধানে ফাউন্ডেশন নামে সংগঠনটি আত্নপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ব্যতিক্রমধর্মী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। বিস্তারিত কমেন্টে.....|
আলহামদুলিল্লাহ্ !!!
আলোর সন্ধানে ব্লাড ব্যাংক এর প্রিয় ছোট ভাই মোঃ জুবায়ের ৪র্থ বারের মতো O (+) পজেটিভ রক্তদান সম্পন্ন হলো। রক্ত শূন্যতা এক মা এর জন্য |
স্যালুট ছোট ভাই🤩
সকলে রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন।
সার্বিক সহযোগিতায়ঃ-------
মোঃনাজমুল হোসেন
আলোর সন্ধানে ফাউন্ডেশন।
===================
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’
মানবতার কল্যাণে,মানবতার পাশে- আলোর সন্ধানে ফাউন্ডেশন সব সময় সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আমাদের সবটুকু দিয়ে।
ছোট শিশু আরাফাত এর সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত
আমাদের সবার প্রিয় উজ্জ্বল মেম্বার এর ছেলে আরাফাত মাথায় গুরুতর আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে গেলেন আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর সভাপতি মোঃ হাফিজুর রহমান (হাফিজ) , সাধারণ সম্পাদক মোঃ রুহুল-আমীন , যুগ্ম সাধারণ সম্পাদক(২) মোঃ মোর্শেদ মোল্লা ও সদস্য বৃন্দগন।
আল্লাহ রাব্বুল আল আমিন আপনি ছোট আরাফাত কে তারাতারি সুস্থতা ও নেক হায়াত দান করুন।
অভিনন্দন
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক
বাংলাদেশ কৃষক লীগ -ঝালকাঠি ।
সারেংগলের কৃতি সন্তান, বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক ও ঝালকাঠি জজ কোর্টের সিনিয়ার আইনজীবী জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী খান।
আলোর সন্ধানে ফাউন্ডেশনের পক্ষ থেকে যানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নবী কারিম (সা.) বলেন, ‘কেয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব। ... আর তারমধ্যে একজন সে যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তার থেকে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্য দেয়নি।’ -সহিহ বোখারি : ২২২৭
সারেংগল স্কুল মাঠে ঈদুল- ফিতরের নামাজ আদায় শেষে "আলোর সন্ধানে ফাউন্ডেশন "পরিবার বিন্দু এবং ঝালকাঠি জেলার মানবাধিকার কমিশনের সভাপতি ও এলাকার মুরব্বি এবং সারেংগল গ্রামের সমাজসেবক দের সাথে কিছু সুন্দর মূহুর্ত ।
আলোর সন্ধানে ফাউন্ডেশনের প্রতিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ধন্যবাদ জানাই সারেংগল গ্রামের সর্বস্তরের মানুষদের ও সারেংগল যুব সমাজকে যারা “আলোর সন্ধানে ফাউন্ডেশন ”এর পাশ্বে থেকে এই সামাজিক কাজের সাহায্য সহযোগিতা করেছেন ।
গাছ কেটে সৌন্দর্য বর্ধন করেছি বিনিময়ে আজ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাচ্ছি।।
গাছ লাগান পরিবেশ বাঁচান।।।
নিউ মার্কেটের সেই শিশুকে কয়েক মাসের বেতন ও দুই ঈদের বোনাস তুলে দিলেন মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী।।।।
মানবতা আজও বেঁচে আছে।।
স্থান : ঢাকা নিউমার্কেট
হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা আপনাদের প্রতি-
আমরা এই মানবিক বাহিনী চাই -
আজ ১৭ রমজান। বদর দিবস! আল্লাহ তায়ালা এই দিনে সত্যকে বিজয়ী করেছেন।
বদরের যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামীন নিজেই ইয়াওমুল ফুরকান বা সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং (বিশ্বাস করো বিজয়ঘটিত) সে বিষয়টির প্রতি, যা ইয়াওমুল ফুরকানে একে অপরের মুখোমুখি হওয়ার দিন আমার বান্দার ওপর নাজিল করেছিলাম। (তাহলে তোমরা জেনে রেখো) আল্লাহ তায়ালা হচ্ছেন সব বিষয়ের ওপর একক ক্ষমতাবান।’ (সূরা আনফাল: ৪১)
সংখ্যা ও অস্ত্রশস্ত্রের অপ্রতুলতা থাকা সত্ত্বেও ঈমানের জোরে ও আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয়ী হয়েছেন। এই দিবসের বহু শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইকামাতে দ্বীন তথা ইসলামী হুকুমাত কায়েমের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেয়া ফরজ।
যারা হুকুমাত কায়েমের আগে আল্লাহর পথে আসবে এবং জিহাদ করবে তাদের মর্যাদা কস্মিনকালেও যারা হুকুমাত কায়েমের পর দ্বীনের পথে আসবে তাদের সমান হবে না।
আল্লাহ তায়ালা সূরা হাদিদের ১০ নং আয়াতে বলেন, তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে ও জিহাদ করবে তারা কখনো সেসব ভাগ্যবানের সমকক্ষ হতে পারবে না যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে। বিজয়ের পরে ব্যয়কারী ও জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা অনেক বেশী।
এজন্য বদরি সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে আকাশ সমান।
সূরা মূলক এর শক্তি। ❤️
মনে করুন আপনি মারা গেছেন। আপনার জানাজা নামাজ শেষ। আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসছে না কেন?? । এদিকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা। প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়লো- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো সুযোগ নাই। অতঃপর রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন "আলহামদুলিল্লাহ।"
||তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে||
বাংলাদেশের এই বেদনাময় মুহূর্তে অত্যন্ত আনন্দের সুসংবাদ, আলহামদুলিল্লাহ।
দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
তাঁকে ও তাঁর উস্তাদবৃন্দ এবং তাঁর পরিবারের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা । জাযাহুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিহিম।
এরাই আমাদের দেশের গর্ব ও মুসলিম উম্মাহর সম্পদ।
স্ত্রীর গয়না বিক্রি করে ঈদের জন্য মাল তুলছিলো কলিম চাচা। নতুন গয়না কিনে দেয়ার প্রতিশ্রুতি ছিলো লাভের টাকায়।
সে মালের বস্তাটা এখনো খুলেনও নাই। দোকানে স্তুপ করে রাখা ছিলো একপাশে। সেটাই পুড়ছে দাওদাও করে।
আর তিনি ফুটপাতে লুটিয়ে কাঁদছেন।
"কি বলতাম তাঁরে? কি করে ঘরে ফিরতাম? কি করে সংসার চালাইতাম?
আপনাদের জন্য তো জঞ্জাল, আমাদের জন্য তো জীবন ছিলো এই ঘিঞ্জি দোকানগুলো"
বড় দালানের মাঝে এই ছোট্ট জায়গাটায় হাজার মানুষের রিজিক হইতো। আমরা কি পারি না তাঁদেরকে পুঁজির সন্ধান দিতে?
[ছবি - অনলাইন থেকে সংগৃহীত]
চলতি বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাহে রমজানের ডাক।।।
রমজান মাসের রেডিও সুরে হিফজুল কুরআন পদ্বতিতে সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন ।হাফেজ মুস্তাফিজু রমজান মাসের রেডিও সুরে হিফজুল কুরআন পদ্বতিতে সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন । হাফেজ মুস্তাফিজুর রহমান। ...
রোজার আরবি নিয়ত
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলা উচ্চারণ: ‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।’
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের আরবি দোয়া
بِسْمِ اللهِ - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
বাংলা উচ্চারণ: 'বিসমিল্লাহি - আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু
অর্থ: 'আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।
আলহামদুলিল্লাহ!!! পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
March 22, 2023.
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোর সন্ধানে ফাউন্ডেশনের পক্ষ থেকে সারেংগল গ্রামের দরিদ্র, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
যারা এই ফাউন্ডেশনে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন- পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে মহান রাব্বুল আলামীন সবার দানকে কবুল করুন এবং বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন... বিঃদ্রঃ (আলোর সন্ধানে ফাউন্ডেশন একটি অলাভজনক সংগঠন)
সারেংগল বায়তুন নূর জামে মসজিদ মক্তবে বিনা মূল্যে ২৫ জন ছাত্র / ছাত্রীর হাতে পবিত্র কোরআনুল কারিম তুলে দিচ্ছেন আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
আর এ অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করছেন হযরত মাওলানা হাফেজ আল- আলিন।
খতিব : সারেংগল বাজার জামে মসজিদ
মধুর সুরে কোরআন তেলাওয়াত !!! হযরত মাওঃ হাফেজ আল-আমিন মধুর সুরে কোরআন তেলাওয়াত !!! হযরত মাওঃ হাফেজ আল-আমিন 25 জন ছাত্র/ছাত্রীদের হাতে বিনা মূল্যে কোরআনুল কারিম হাতে তুলে ....
সারেংগল বায়তুন নূর জামে মসজিদ মক্তবে বিনা মূল্যে ২৫ জন ছাত্র / ছাত্রীর হাতে পবিত্র কোরআনুল কারিম তুলে দিচ্ছেন আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
আর এ অনুষ্ঠানে নাতে রাসুল সা: পরিবেশন করছেন হাফেজ আশরাফুল ইসলাম।
Ogo Kamli Wala Tumi Madina Wala ওগো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা !!! হাফেজ আশরাফুল ইসলাম। Ogo Kamli Wala Tumi Madina Wala ওগো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা !!! হাফেজ আশরাফুল ইসলাম। পবিত্র কোরআনুল কারিম এর ছবক ও দোয়া অনুষ্ঠান...
কেওড়া ইউনিয়নের সারেংগল গ্রামে অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহর জিকির। এমন দৃশ্য পথিকের সবার নজর কেড়েছে।
পোস্টারগুলো বৃষ্টি থেকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং।
ফেস্টুনে লেখা রয়েছে আলহাদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহসহ আল্লাহ তাআলার গুণবাচক নাম।
আলোর সন্ধানে ফাউন্ডেশন এর পক্ষ থেকে
(নিজ অর্থায়নে) এ উদ্যোগ গ্রহণ করেন আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর ভারপ্রাপ্ত-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
চলার পথে মানুষ যেন আল্লাহর নাম ভুলে না যায়, তাই এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নামগুলোর অনেক ফজিলত রয়েছে।
ধন্যবাদ আলোর সন্ধানে ফাউন্ডেশন এর সকল সদস্য ও গ্রামের সবাইকে, এবং
মোঃ রুহুল আমিন কে যিনি নিজস্ব অর্থায়নে কাজটা করেছেন তার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।।
আলহামদুলিল্লাহ!!!!
পবিত্র কোরআনুল কারিম এর ছবক ও দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্থান : সারেংগল বায়তুন নূর জামে মসজিদ মাঠ।
সময় : ১৬/১২/২২ ১০ ঘটিকা
সারেংগল বায়তুন নূর জামে মসজিদ মক্তবের ২৫ জন ছাত্র / ছাত্রীদের মাঝে পবিত্র কোরআনুল করিম বিনা মূল্যে হাতে তুলে দিয়েছেন আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
গ্রামের অসহায় মানুষদের জন্য ২টি ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার টেস্টের উপরে ৩০% ছাড় এর ব্যবস্থা করা হয়েছে।
ঝালকাঠি ডায়াগনস্টিক ল্যাব এন্ড ক্লিনিক
এবং
এ ওয়ান মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার
আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation এর পক্ষ থেকে।
এতো সুন্দর একটি অনুষ্ঠানে আয়োজন করার জন্য
আলোর সন্ধানে ফাউন্ডেশন এর সকল সদস্য বিন্দুদেরকে জানাই মোবারক বাদ।।।
আয়োজনে : আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation।
সূরা আল বুরুজ (البروج) - অসম্ভব সুন্দর তেলাওয়াত !!! হাফেজ মুস্তাফিজুর রহমান এর কন্ঠে । সূরা আল বুরুজ (البروج) - অসম্ভব সুন্দর তেলাওয়াত !!! হাফেজ মুস্তাফিজুর রহমান এর কন্ঠে । 📌ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্...
সরাসরি মদিনা শরীফ থেকে উর্দু নাত-এ রাসুল (ﷺ) ও মেরা নবী মেরা নবী - Wo Mera Nabi Mera Nabi। সরাসরি মদিনা শরীফ থেকে উর্দু নাত-এ রাসুল (ﷺ) ও মেরা নবী মেরা নবী - Wo Mera Nabi Mera Nabi। হাফেজ মুস্তাফিজুর রহমান এর কন্ঠে । 📌ভিডি...
আল্লাহ আপনি বন্যা কবলিত সকল জেলার মানুষদেরকে হেফাজত করুন ।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি !!!
ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল পার হওয়ার সময় ঝালকাঠিসহ উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিক জোয়ার থেকে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। উক্ত ঘূর্ণিঝড়ের কারণে ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। সকলকে অবিলম্বে নিকটতম নিরাপদ স্থানে থাকার অনুরোধ করছি। প্রবীণ ব্যাক্তি, প্রতিবন্ধী, গর্ভবতী মা, নারী ও শিশুদের সবার আগে নিরাপদ স্থানে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
আলোর সন্ধানে ফাউন্ডেশন ।
কিয়ামতের দিন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে !!! মোঃ নাজমুল ইসলাম । কিয়ামতের দিন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে !!! এ সর্ম্পকে আলোচনা করছেন মোঃ নাজমুল ইসলাম । প্...
আলহামদুলিল্লাহ্ !!!
আলোর সন্ধানে ব্লাড ব্যাংক এর সবার প্রিয় ছোট ভাই মোঃ মারুফ ফকির ২য় বারের মতো B (+) পজেটিভ রক্তদান সম্পন্ন হলো।
স্যালুট ছোট ভাই তোমাকে 😍🥰
সকলে রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন।
সার্বিক সহযোগিতায়ঃ-------
আলোর সন্ধানে ফাউন্ডেশন।
====================================
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’
মানবতার কল্যাণে,মানবতার পাশে- আলোর সন্ধানে ফাউন্ডেশন সব সময় সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আমাদের সবটুকু দিয়ে।
⭕ #যে ব্যক্তি দৈনিক সকাল-সন্ধ্যায় ১০০ বার করে سُبْحَانَ اللهِ (সুবহাানাল্লাহ্) পড়বে সে একশত নফল হজ্জের সওয়াব পাবে।
(তিরমিযী, হাদীস: ৩৪৭১)
⭕ যে ব্যক্তি দৈনিক সকাল-সন্ধ্যায় ১০০ বার করে اَلْحَمْدُ لِلّٰهِ (আলহামদুলিল্লাহ্) পড়বে সে জিহাদের উদ্দেশ্যে ১০০ ঘোড়া দান করার সওয়াব পাবে।
(তিরমিযী, হাদীস: ৩৪৭১)
⭕যে ব্যক্তি দৈনিক সকাল-সন্ধ্যায় ১০০ বার করে لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ (লাা ইলাাহা ইল্লাল্লাহ্) পড়বে সে হযরত ইসমাঈল আ. এর বংশের ১০০ গোলাম আযাদ করার সওয়াব পাবে। (তিরমিযী, হাদীস: ৩৪৭১)
⭕যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ (লা ইলাহা ইল্লাল্লাহ্) পড়বে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। (কানযুল উম্মাল, হাদীস: ১৮০৫)
⭕যে ব্যক্তি দৈনিক সকাল-সন্ধ্যায় ১০০ বার করে اللهُ اَكْبَرُ (আল্লাহু আকবার) পড়বে, সে ঐ দিন এত পরিমাণ নেকী অর্জন করবে যা অন্য কেউ অর্জন করতে পারবে না। তবে যে তার মত এই আমল বা এর চেয়েও বেশি আমল করবে।
(তিরমিযী, হাদীস: ৩৪৭১)
©
বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ দের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন !!!হাফেজ সালেহ আহমাদ তাকরিম বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ দের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন !!!হাফেজ সালেহ আহমাদ তাকরিমসৌদির বাদশাহ আবদুল ...
অভিনন্দন!!!
বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
সৌদি আরবের অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপ (১-১৫ পারা)-এ অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ সালেহ আহমদ তাকরীম।
মহান আল্লাহ তাঁকে কবুল করুন। হাফেজ সালেহ আহমাদ তাকরিম এবং তাঁর পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।
চলো কাবার পানে ওহে মুহাজির...! ꧁AKRAM HOSSAIN ꧂ চলো কাবার পানে ওহে মুহাজির...! ꧁AKRAM HOSSAIN ꧂
আলহামদুলিল্লাহ!!!
I’m from Bangladesh 🇧🇩 & I stand for Palestine 🇵🇸
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Address
Jhalokathi
Barisal
8400
University Of Barishal
Barisal, 8200
Barishal University Marketing Association-BUMA is central Students Association of Department of Marketing, University of Barishal.
Barisal, 8200
Hult Prize On Campus gives you an opportunity to host a local Hult Prize event at your university.
Taltali Upazila
Barisal, 8710
তালতলী যুব উন্নয়ন ক্লাব সামাজিক ও অরাজনৈতিক একটি সংগঠন।
Ramna, Bamna, Barguna
Barisal
একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন প্রচেষ্টা
Barisal, 8200
Global Youth Society for Humanity (GYSH) is a non-profit organisation.
Nalcity, Jhalakati
Barisal
We want to help the Helpless women, Widow, Lame women, Orphans women, Disabled women, Divorced wome
Barisal, 8200
A dream to make a better Bangladesh enforces to build a platform where every people can engage thems