BU Days

প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল ও দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়।

This BU Days page is the fan page and the memory creative page of The University of Barishal.

22/09/2023

দুপুরে বঙ্গবন্ধু হল ক্যান্টিন
সাকিব! সাকিব!!
এ শাহিন ভাই, পার্সেল দেন।

27/07/2023

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়তন ও একাডেমি ভবন বৃদ্ধি করে যেসব বিভাগ ও ইন্সটিটিউট গুলো দরকারঃ-

১. ফলিত গণিত
২. ফলিত পদার্থবিদ্যা
৩. ফলিত রসায়ন
৪. প্রাণিবিদ্যা
৫.ফার্মাসি
৬. মাইক্রোবায়োলজি
৭.চারুকলা
৮.. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ( IER )
৯ ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রাশন ( IBA)

06/07/2023

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুঃখ তাহলে এই জনৈক মানবিক সুমন?

21/12/2022

দিন যত যায় বন্ধুবান্ধব তত কমে, সবাই যে যার মত ব্যস্ত। কেউ পরিবার নিয়ে,
কেউ চাকরি নিয়ে,
কেউ ক্যারিয়ার নিয়ে,
কেউ বা হতাশায়।
দিনশেষে বুঝলাম, সিনিয়র হলে সার্কেলটা ছোট হবেই। আগের মত আড্ডা হয়না,
চায়ের কাপে ঝড় হয় না,
গানের আসর হয়না,
রাতে পিকনিকও হয় না এখন।
হয়না ক্যাম্পাসের আম-লিচু-তাল পেরে খাওয়া।

মাঝে মাঝে ক্যাম্পাসে একাও হাটা লাগে। এত এত জুনিয়রের মধ্যে তখন নিজেকে বেমানান লাগে।
তখন ওদের উচ্ছ্বাস দেখে অবশ্য ভালোই লাগে।
কি বন্ধুত্ব!!
এখন সময় আমারও ছিলো, আমরাও এরকম সময় কাটাতাম, কতই না রঙিন দিন ছিলো সে সময়টায়।

দোকানে সিগারেট খেতে গেলে এখন আর বসা হয় না, আগুন ধরিয়ে নিয়ে চলে আসতে হয়। কারণ, টং দোকান ভর্তি তো স্বপ্নের মিলন মেলা চলে। চলে বন্ধুত্বের খুনসুটি।

ভালো কাটুক সবার ক্যাম্পাস লাইফ।

ইতি
অতন্দ্র প্রহরী
বরিশাল বিশ্ববিদ্যালয়

18/12/2022

ঐক্যজোটের জার্সি ! 😅

09/12/2022

বিজয় মিছিল....
বঙ্গবন্ধু হল, বরিশাল বিশ্ববিদ্যালয়

09/12/2022

আর্জেন্টিনার জয়ে 💥 (রাত ৪ঃ১০ মিঃ)
প্রধান গেইট, বরিশাল বিশ্ববিদ্যালয়

Photos from BU Days's post 19/11/2022

Leo Messi এর নির্দেশক্রমে
Argentina Supporters Association,Barisal University এর ৭০০+ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

16/11/2022

অভিনন্দন Sajib ভাই,
নবনিযুক্ত প্রভাষক, গণিত বিভাগ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সাবেক ছাত্র, গণিত বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
সাবেক লেকচারার, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।

15/11/2022

স্কুল টুর্নামেন্টে বড় ভাইরা বাইরের প্লেয়ার নিয়ে খেলাইতো আমাগো দিয়ে..... ..

আর সেই কাজ করছে আজ PSTU 🤣
ওদের যোগ্য খেলোয়াড় নাই তা বোঝা শেষ!!

বিস্তারিত কমেন্টে>>

15/11/2022

সালমান ও সাহিন ভাইকে টিএসসিতে আটকে রাখা হয়েছিলো।
ওরা মা*রার জন্য তৈরী হচ্ছিলো।
পরে পিছনের দরজা ভে*ঙ্গে ওরা কোনমতে পালিয়ে আসে।
এটা পবিপ্রবির কেমন ব্যবহার।
দুপুরে ম্যাচে দর্শকদের ধা*ওয়া দিলো,চট্টগ্রামের দলের সাপোর্ট দিয়ে মিছিল দিলো।
এখন প্লেয়ারদের মা*রার চেষ্টা

ব্যাপার টা কেমন????

©

11/11/2022

গ্যালাক্সির সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় আপন শক্তিতে এগিয়ে যাচ্ছে। আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ উপগ্রহ, বেদ-বেদান্ত কোরান-পুরান আগম নিগম করে আবিষ্কার করেছে কীভাবে আকাশের ছাদ ফুঁটো করে আরও আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।

* স্পেইস এক্সের মতো ছোট্ট পরিবহনে এত যাত্রী কুলায় না, তাই শিখছি টিনের ‘ট্রাঙ্ক শিক্ষানীতি’। ভুললে চলবে না, ট্রাম্প আর ট্রাঙ্ক এক নয়। যার মূল প্রতিপাদ্য, ‘যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়, সেখানে নিজেকেও সযত্নে রাখা যায়’।

* বিশেষ দিনে বিশেষ নামে, ৫০টাকা দামের গাছ লাগাতে ১০০ টাকার নামফলক সাঁটানো সবুজায়ন প্রকল্প। ‘বাচ্চারা সব অবুঝ, ববি হবে সবুজ' এই শ্লোগানে।

* এখানে আবাসিক হল কর্তৃপক্ষ পর্যন্ত জ্যোতিষী নিয়োগ দিয়েছে। আগাম দুর্ভিক্ষের খবরে তারা শঙ্কিত। তাই ‘কম খেয়ে অন্ন, হয়ে যান ধন্য’ এই নীতিমালা কার্যকর হয়েছে। মহাকাশে গেলে খাবারদাবার নিয়ে যাতে কেউ খুব আগ্রহে হামলে না পড়ে তাই সংযমের প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি অনেকে বাড়াবাড়ি করে, অতিরিক্ত দুই দানা বেশি খেতে চাইলে তার জন্য,

- বিশ্বস্ততার সঙ্গী হিসেবে আমরা আপনাদের সেবায় নিয়োজিত ও কুপ্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের সেবা সমুহ-

* যেকোনো মাছ ৫৫-৬০।
* সবজি হবে না, ১০ টাকার নিচে।
* ডিম ২০ টাকা।
* মেইন প্লেটে ভাতের পরিমাণ সাগরের মধ্যে ঢিল ছোড়া যেমন। প্রথম ধাক্কাতে এক কাপ ভাত দিলেও পরে শৈল্পিক কারুকাজে সজ্জিত করার জন্য প্লেইট চেকে ফেলে দেওয়া হয়।

* এক্সট্রা ভাত নিতে এক্সট্রা টাকা।

* সবজিগুলো হাঁটার পথে খোলামেলা মেঝেতে এবড়ে-তেবড়ে হয়ে পড়ে থাকে। সবজিগুলোর মলিন মুখ দেখে বুঝা যায়, পূর্ব জন্মে পাপের ফল হিসেবে তাদের ববির আবাসিক হলে (দোজগে) শাস্তিস্বরূপ পাঠানো হয়েছে।
* মাছ কোনোদিন ধুয়ে রান্না হয় না। এদিকটায় লাভের উপর ডাবল লাভ! একটা মাছ কিনতে গেলে একের পেটে অনেক মাছ পাওয়া যায়। সাথে নাড়িভুঁড়ি ফ্রি। আর কী চাই বলো, তোমাদের!

* এখানে রন্ধনশিল্পী হিসেবে আছেন, বিখ্যাত কেকা ফেরদৌসীর ম্যামের গুরুতুল্য সিনিয়র ইন্সট্রাক্টররা।

* জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। কিংবা, চাহিদা যখন আকাশ ছোঁয়া, যোগানটা তার অল্প। এধরণের মিথলজি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাপার-স্যাপার ও আছে, তাই দুপুরের খাবার দুপুর হওয়ার আগেই নাই হয়ে যায়। বাচ্চারা সকালে খেয়ে আরামসে দুপুরে ঘুম দেয়, সম্ভবত এটাকেই ভাতঘুম বলে।

* এবার গল্প বলা যাক, সেদিন হল থেকে পার্সেল নিয়ে আসতেছিলাম। যেহেতু হলে থাকি না, বাসার পাশে বলে হলে খাই। কিন্তু ওইটকু দূরত্বে আসার পথে প্রস্রাবের চাপে ঠনঠনে অবস্থা, তাই খাবারটা রেখে শান্তি পেতে আড়ালে গেলাম। পেছনে দেখি। এক মোটাতাজা কুকুর, দেখতেও ভয়ংকর। এসে হামলে পড়েছে খাবারে। ভয়ে তাড়াতে যাইনি, কারণ সময়টা ভাদ্র মাস ( যা তা ঘটে যেতে পারে)।

অবাক কাণ্ড! পলিথিন ছিড়লো। হারামী কুকুর খাবারটা খেলই না, বরং গন্ধ শুঁকে পরাজিতের মতো চলে যাচ্ছে, আমার দিকে মিনমিন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে নিশ্চিত কুকুরটি গালি টাইপের কিছু দিচ্ছে।
ভাবখানা এমন ‘আমরা কুকুর-কাকেরা উচ্ছিষ্ট খাই, কিন্তু তোমাদের মতো যেটা রান্নার আগেই উচ্ছিষ্ট, তা খাই না, বাপু। হলের খাবারে পেট খারাপ হয়। তাই ইন্দ্রীয়যন্ত্রে পরীক্ষা করেই খাই, হুম।’

-© জালাল ভাই

08/11/2022

শোক সংবাদ:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী "ইসমাইল ইমন" ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাস এক্সিডেন্টে আহত হয়ে ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন।

ঘটনা
★★তিনি গত শনিবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তিনি আহত হন।

এসময় তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে তাকে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় ৷ ★★

02/11/2022

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন.....
চোখ রাখুন....

বিস্তারিতঃ কমেন্টে

02/11/2022

বোঝা কাম শেষ!

বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্ণামেন্টটা ভালো ভাবে আয়োজন হত, তাও আর হবে না।

02/11/2022

হৈ হৈ রই রই
অমুক তোরা গেলি কই?
🤣

02/11/2022

চলিতেছে সার্কাস....😃

Photos from BU Days's post 30/10/2022

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট -২০২২
শুভ উদ্বোধনীতে ছিলেন মাননীয় উপাচার্য, মাননীয় ট্রেজারার এবং সম্মানিত শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।
© BU-RADIO

Photos from BU Days's post 29/10/2022

প্রস্তুত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ।আগামীকাল ৩০/১০/২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট - ২০২২

29/10/2022

আগামী ৭ই নভেম্বর প্রকাশিত হতে পারে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্ট।
© Daily Campus

Photos from BU Days's post 17/10/2022

অভিনন্দন, Aslam Hossain ভাই❤️
নবনিযুক্ত প্রভাষক, গণিত বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

#বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আসলাম হোসাইন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ এয়ারফোর্স (বিএফ) শাহীন কলেজের লেকচারার ছিলেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী। এছাড়া তিনি গণিত অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে ৩য় স্থান অধিকার করেছিলেন। স্নাতকে তার সিজিপিএ ৩.৯৪।

Photos from BU Days's post 16/10/2022

GST ভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত......
⭕সময়সীমা: ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর
⭕আবেদন ফি ৫০০ টাকা
⭕এবারও জিপিএ এর উপর কোনো মার্কস থাকছে না।
⭕আবেদন করার ওয়েবসাইট :

12/10/2022

সৃষ্টি | বরিশাল বিশ্ববিদ্যালয়

BU Days

29/09/2022

বরিশাল বিশ্ববিদ্যালয়

ফটো কার্টেসিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদ

Photos from BU Days's post 01/09/2022

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলার বাইরে ফ্লোরের নিচে সাপের উপস্থিতি লক্ষ্য করে হলের কর্তৃপক্ষ এবং একজন দক্ষ লোক দীর্ঘ সময় চেষ্টাকরে ফ্লোর ভেঙে একটি বিষধর সাপ (আনুমানিক সাড়ে ৫ ফুট লম্বা) এবং প্রায় দুই ডজন সাপের ডিম উদ্ধার করে।

25/08/2022

আপডেট বাস সিডিউল

25/08/2022

🌿

20/08/2022

টু ডে

01/08/2022

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
বরিশাল বিশ্ববিদ্যালয়

Photos from BU Days's post 29/07/2022

সিট প্লান

19/07/2022

খুব জরুরী একটা কাজ

07/07/2022

দক্ষিণের বাতিঘর
বরিশাল বিশ্ববিদ্যালয়

02/07/2022

গ্রামীণফোনের কাছে (অডিট আপত্তির) সরকারের বকেয়া টাকার পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। এর মধ্যে পরিশোধ করেছে ২ হাজার কোটি টাকা। বর্তমানে বকেয়ার পরিমাণ ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা।

30/06/2022

বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন সেবা চালু হয়েছে।

ভোলা রোড থেকে গাড়ি ছাড়বে/উঠা যাবে।

28/06/2022

সাকুরা পরিবহনের সায়দাবাদ থেকে চলাচল কৃত এসি / ননএসি বাসের সময়সূচিঃ

৫ঃ৩০ সকাল || কোচ নং - ১০০
সায়দাবাদ - বরিশাল

৬ঃ৩০ সকাল || কোচ নং - ১০১
সায়দাবাদ - বরিশাল

৭ঃ৩০ সকাল || কোচ নং - ১০২
সায়দাবাদ - বরিশাল - বাকেরগঞ্জ - বরগুনা

৮ঃ০০ সকাল || কোচ নং - ৭০১ (এসি/AC)
সায়দাবাদ - বরিশাল

৮ঃ৩০ সকাল || কোচ নং - ৩০১
গাজীপুর - আব্দুল্লাহপুর - সায়দাবাদ - পটুয়াখালী – কুয়াকাটা
(পদ্মাসেতু)

৯ঃ১৫ সকাল || কোচ নং - ১০৩
সায়দাবাদ - বরিশাল

১০ঃ০০ সকাল || কোচ নং - ১০৪
সায়দাবাদ - বরিশাল

১০ঃ৩০ সকাল || কোচ নং - ৭০২ (এসি/AC)
সায়দাবাদ - বরিশাল

১১ঃ১৫ সকাল || কোচ নং - ১০৫
সায়দাবাদ - বরিশাল

১২ঃ১৫ দুপুর || কোচ নং - ১০৬
সায়দাবাদ - বরিশাল

০৩ঃ১৫ দুপুর || কোচ নং - ১০৭
সায়দাবাদ - বরিশাল

০৪ঃ৩০ বিকেল || কোচ নং - ১০৮
সায়দাবাদ - বরিশাল

৫ঃ০০ বিকেল || কোচ নং - ৩০০
গাজীপুর - সায়দাবাদ - বরিশাল
(পদ্মাসেতু)

৫ঃ৩০ বিকেল || কোচ নং - ৭০৩ (এসি / AC)
সায়দাবাদ - বরিশাল

৬ঃ৩০ বিকেল || কোচ নং - ১০৯
সায়দাবাদ - বরিশাল

৭ঃ৩০ সন্ধ্যা || কোচ নং - ২০২
সায়দাবাদ - বরিশাল - বাকেরগঞ্জ - বরগুনা

৮ঃ১৫ রাত || কোচ নং - ২০১
সায়দাবাদ - বরিশাল - খেপুপাড়া

৯ঃ১৫ রাত || কোচ নং - ২০৪
সায়দাবাদ - বরিশাল

১০ঃ০০ রাত || কোচ নং - ২০৩
সায়দাবাদ - বরিশাল ***

১১ঃ৩০ রাত || কোচ নং ৭৭০ (এসি / AC)
গাবতলি - টেকনিক্যাল - সায়দাবাদ - বরিশাল - পটুয়াখালী - কুয়াকাটা
( পদ্মাসেতু)

১১ঃ৪০ রাত || কোচ নং - ৩৯
গাবতলী - টেকনিক্যাল - সায়দাবাদ - বরিশাল - পটুয়াখালী – তালতলী
( পদ্মাসেতু)

১১ঃ৪৫ রাত || কোচ নং - ৩৬
গাবতলী - টেকনিক্যাল - সায়দাবাদ - বরিশাল
(পদ্মাসেতু)

১২ঃ৩০ রাত || কোচ নং ৭৭২ (এসি / AC)
গাবতলি - টেকনিক্যাল - সায়দাবাদ - বরিশাল

১২ঃ৩৫ || কোচ নং - ৪০
গাবতলি - টেকনিক্যাল - সায়দাবাদ - বরিশাল
(পদ্মাসেতু)

১২ঃ৪৫ রাত || কোচ নং - ৪১৪
গাজীপুর - আব্দুল্লাহপুর - সায়দাবাদ - বরিশাল
(পদ্মাসেতু)
তথ্যঃ সাকুরা অফিশিয়াল ফেসবুক পেইজ

Photos from BU Days's post 25/06/2022

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকের প্রোগ্রাম.......

25/06/2022

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা......
পদ্মা সেতু
-২৫.০৬.২০২২
-দুপুর ১২ টা

25/06/2022

BNCC, University of Barishal.

25/06/2022

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা......

-২৫.০৬.২০২২

25/06/2022
Want your university to be the top-listed University in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পদ্মা সেতুর উদ্বোধন  উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা......-২৫.০৬.২০২২
বৃষ্টি ও ক্যাম্পাস
খ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ,,,,বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি,,
আগামীকালের কর্মসূচি ও আজকের বিক্ষোভ নিয়ে......
লড়াই করো, লড়াই করো লড়াই, যতদিন না বিজয়ী হও। একবার হারো বারবার লড়ো,বারবার লড়ো যতদিন না বিজয়ী হও।#BU
Livestream for Barishal University issue. Today's Night.
৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে.....আজকের মশাল মিছিল ও দাবি সমুহ।আন্দোলন চলছে, চলবে।
৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে.....আজকের মশাল মিছিল ও দাবি সমুহ।আন্দোলন চলছে, চলবে।
অন্যায়ের কালো হাত,গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও।

Telephone

Address


Barishal/Patuakhali Highway
Barisal
8200

Other Colleges & Universities in Barisal (show all)
Ses Ovinoy Ses Ovinoy
Barisal

��I Love My Life�� ��I Am King Of My Life��

Nizam Uddin Degree College Nizam Uddin Degree College
Hosnabad
Barisal, 8215

Know Thyself

Ķāūnīa Emdadiâ Hīgħ $chøøl  Betagi  Bargūnā Ķāūnīa Emdadiâ Hīgħ $chøøl Betagi Bargūnā
Barguna
Barisal, 1234

welcome to our page ,please shear and like

SM SAJIB AHMED SM SAJIB AHMED
Barisal

COLLEGE OF EDUCATION - B. ED. BARISAL COLLEGE OF EDUCATION - B. ED. BARISAL
UTTAR AMANATGANJ, BARISAL, BARISAL SADAR/
Barisal, 8200

Official page of College of Education (B. ED.) Barisal [College code-1139]. UTTAR AMANATGAN

BIPI OC BIPI OC
Rupatoly
Barisal

College online class & notice.

Sagardi Islamia Kamil Madrasha, Barishal, Bangladesh Sagardi Islamia Kamil Madrasha, Barishal, Bangladesh
Sagardi Barisal Sadar (kotwali) Rupatali HousingBarisals
Barisal, 128

Sagardi Islamia Kamil Madrasa It is a non-government madrasha . This institute's EIIN number is 1008

Shakil Emon Shakil Emon
Barisal

��

Rifatuzzaman Official page. Rifatuzzaman Official page.
Barisal

Music, Drowing,

Session 2021-22, Govt. Syed Hatem Ali College Session 2021-22, Govt. Syed Hatem Ali College
Nobogram Road
Barisal

It is a prominent educational institution in the South Bengal. It has started its journey way back 1966.

UMAR FARUQ IBNE RASEL UMAR FARUQ IBNE RASEL
Barisal, 8330

গ্রাম, দক্ষিণ সাতানি 3 নং ওয়ার্ড, পোস্ট, ফরাসগঞ্জ, থানা লালমোহন, জেলা,ভোলা বিভাগ, বরিশাল