Chan Sikderhat Ansaria Madrasah
This is a Qowmi Madrasah and Atimkhana in Barishal, Bangladesh. Founder : Hazi Master Ansar Uddin Rh.
https://goo.gl/maps/QEyBRJCm6h6vK5hc8
Chan Sikderhat Ansaria Madrasah · Bangladesh ★★★★★ · Educational institution
আলহামদুলিল্লাহ মরহুম আলহাজ্ব মাস্টার আনসার উদ্দিন হাওলাদার রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত চাঁন শিকদার হাট আনসারিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার হেফজ খানার ভবন কাজ চলছে।
সকলের দোয়া ও সহযোগিতা চাই !
হাজী মাস্টার আনছার উদ্দিন হাওলাদার রহ. এর জন্য পরিবারের পক্ষ থেকে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাদরাসায়।
সবাই মরহুমের জন্য দোয়া করবেন যেন তার দেখানো পথে চলতে ও তার সপ্নগুলো বাস্তবায়ন করতে পারি আমরা।
ঈদুল আযহা নামাজ পড়ার নিয়ম...🖤
চাঁন শিকদারহাট আনছারিয়া হাফিজিয়া মাদরাসায় পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে৷ ইনশাল্লাহ।
চাঁন শিকদারহাট আনছারিয়া হাফিজিয়া মাদরাসা-এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা৷ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন৷ ঈদ মোবারক 💙
মাদরাসা ঈদগা মাঠে ঈদের জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে৷ ইনশাল্লাহ।
আলহাজ্ব মাস্টার আনসার উদ্দিন হাওলাদার রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত চান শিকদার হাট আনসারিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ছাত্রদের সাথে তাঁর বড় ছেলে হা. মা. আনোয়ার হোসেন জুয়েল ও তাঁর জামাতা মাওলানা শহিদুল্লাহ।
১৩/০৫/২০২৩
আলহামদুলিল্লাহ ছাত্রদের জন্য অযু, গোসল ও টয়লেটের ব্যাবস্হার সাপেক্ষে কাজ অনেকটা এগিয়েছে। বাকি কাজগুলো সম্পন্নকরণে প্রায় এক লক্ষ টাকার প্রয়োজন। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
চাঁন শিকদারহাট আনছারিয়া মাদরাসায় ছাত্রদের জন্য বাথরুম ওজু খানার কাজ চলছে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
আবু মুসা আশয়ারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
‘যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ’
- (বুখারি ও মুসলিম)
আজ ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদরসায় মাহফিল হচ্ছে। আমার বাবা, হাজী মাস্টার আনছার উদ্দিন হাওলাদার রহ. এ মাদরাসায় জীবনের ৩৬টি বছর খেদমত করেছেন। গতবছর এ মাহফিলে ছিলেন। আজ এ মাহফিলে বাবাকে খুব মনে পড়ছে। আল্লাহ বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমীন।
হা. মা. আনোয়ার হোসেন জুয়েল
যে ব্যক্তি ফজরের নামায না পড়ে ঘুমিয়ে থাকে, শয়তান তার কানে পেশাব করে দেয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন।
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقِيلَ: مَا زَالَ نَائِمًا حَتَّى أَصْبَحَ، مَا قَامَ إِلَى الصَّلاَةِ، فَقَالَ: «بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ»
[সহিহ বুখারি, হাদিস : ১১৪৪]
মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী"!
এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন।
সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে,
"মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়?
ওরা তো বেশরম- বেলাজ।
👉প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো
"আপা, আপনি কি করেন?
তিনি বললেনঃ এই স্কুলে শিক্ষকতা করি।
👉প্রথম মহিলা বললো , কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "
ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন।
বললেন তার মানে..?👉প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা।
কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব।
সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।
👉আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে??
👉 #পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই
চেষ্টা করে।
👉লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে,এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না...!
চাঁন শিকদারহাট আনছারিয়া হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানা'র উদ্যোগে ২ দিন ব্যাপী ২৬ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ ২য় দিনের মাহফিল সরাসরি সম্প্রচার হচ্ছে।
১২ তারিখ মাহফিলের একাংশ। আল্লাহ এই তাফসীরুল কোরান মাহফিলকে কবুল করুক। আমিন।
মরহুম আলহাজ্ব মাস্টার আনছার উদ্দিন হাওলাদার রহ. এর প্রতিষ্ঠিত,
চাঁন শিকদারহাট আনছারিয়া হাফিজিয়া কওমী মাদরাসায় ১২ ও ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. রোজ সোম ও মঙ্গলবার ২৬ তম বার্ষিক মাহফিল হচ্ছে। মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত।
ঠিকানা : চাঁনশিকদারহাট, সফিপুর ইউনিয়ন, মুলাদী, বরিশাল
মরহুম আলহাজ্ব মাস্টার আনছার উদ্দিন হাওলাদার রহ. এর প্রতিষ্ঠিত,
চাঁন শিকদার হাট আনছারিয়া হাফিজিয়া কওমী মাদরাসায় আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি.
রোজ সোম ও মঙ্গলবার ২৬ তম বার্ষিক মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত।
____
হা. মা. মোঃ আনোয়ার হোসেন জুয়েল
সভাপতি, অত্র মাদরাসা
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the university
Telephone
Address
Charpadma, Muladi
Barisal
8250
Barguna
Barisal, 1234
welcome to our page ,please shear and like
UTTAR AMANATGANJ, BARISAL, BARISAL SADAR/
Barisal, 8200
Official page of College of Education (B. ED.) Barisal [College code-1139]. UTTAR AMANATGAN
Sagardi Barisal Sadar (kotwali) Rupatali HousingBarisals
Barisal, 128
Sagardi Islamia Kamil Madrasa It is a non-government madrasha . This institute's EIIN number is 1008
Nobogram Road
Barisal
It is a prominent educational institution in the South Bengal. It has started its journey way back 1966.
Barisal, 8330
গ্রাম, দক্ষিণ সাতানি 3 নং ওয়ার্ড, পোস্ট, ফরাসগঞ্জ, থানা লালমোহন, জেলা,ভোলা বিভাগ, বরিশাল