স্পার্ক কম্পিউটার ট্রেনিং সে

স্পার্ক কম্পিউটার ট্রেনিং সে

You may also like

Smart point
Smart point

বিস্তারিতঃ 01714 833 233

07/11/2022

সৌজন্য সংখ্যা দেয়ার জন্য ধন্যবাদ
অদম্য প্রকাশ - odommo prokash
PRIME Publications

04/11/2022
04/09/2022

কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ,
বদলে দিবে আপনার জীবন।

30/08/2022

এস.এস.সি-২০২২ পরীক্ষার্থীরা
তোমাদের জন্য শুভ কামনা।
ভাল প্রস্তুতিই, ভাল ফলাফলের দাবীদার।
তোমাদের হাতে আর অল্প কয়েকদিন সময় আছে,
এ সময়টুকু পরীক্ষা এবং জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
তাই হেলায় হেলায় সময় নষ্ট না করে, সময়কে কাজে লাগান।

25/08/2022

শুক্র ও শনি স্কুল বন্ধের দিন আপনার সন্তানকে Computer Technology প্রশিক্ষণে বিনিয়োগ করুন।
Bangladesh Technical Education Board Dhaka (BTEB) অনুমোদিত স্পার্ক আইটি ইনস্টিটিউট (স্থাপিতঃ ২০১৬ইং, প্রতিষ্ঠান কোডঃ ৩৮০৯৬)। তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে Computer Technology প্রশিক্ষণ বাস্তবায়ন করে থাকে। এই Computer Technology প্রোগ্রামের মাধ্যমে প্রতিবছর প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে সুদক্ষ তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তাঁরা নিয়োজিত আছেন দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং অনেকেই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে দেশের জন্য নিয়ে আসছেন রেমিট্যান্স। প্রশিক্ষণ সম্পন্ন করা শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী IT Support Officer, Office Assistant, Web Developer, Software Developer, Database Developer, Visual ছাড়াও অন্যান্য আইটি পেশায় কর্মরত আছেন।
যোগ্যতা: আপনার সন্তানের বয়স ১০+ হয় তাহলে Computer Technology কোর্সটি সম্পন্ন করতে পারেন। স্পার্ক আইটি ইনস্টিটিউট
স্থাপিতঃ ২০১৬ইং, প্রতিষ্ঠান কোডঃ ৩৮০৯৬
#বরগুনা_অফিসঃ মজলিস ভিলা, বাসুকী, আমতলী, বরগুনা সদর।
#বরিশাল_অফিসঃ উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
মোবাইলঃ ০১৯১৯৬৯৩৩০০, ০১৭১৪৮৩৩২৩৩

18/08/2022

খুব ই কর্মঠ, কাজ পাগলা চাইনিজ রা শনি ও রবি সপ্তাহে দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়, পরিবেশ বানিয়ে দেয়।
কেন????
তারা কি বোঝে না যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে????
এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম; তিনি উওর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটয়ে তুমি শুধু গাধা পালবে; কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেন কে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রেস্ট দিতে পারবে ; ক্রিয়েটিভ আউটপুট পাবে।
তোমার কোম্পানির কাজ যদি গাধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিন ই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবে না তখন একটিকে বাদ দিয়ে আরেকটি কে নিয়ে নাও।
কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তাহলে তাকে দুইদিন ছুটি, দুপুরে ঘুম, পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।
(সংগৃহীত)

16/08/2022

🎯 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড জুলাই-ডিসেম্বর, ২০২২ইং সেশনের ভর্তি এবং রেজিষ্ট্রেশন চলছে।
কোর্সের নামঃ
→ ভূমি জরিপ / আমীনশীপ।
→ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন।
---------------------------------------

ভর্তি / রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
পরিচালক,
স্পার্ক আইটি ইনস্টিটিউট
#বরিশাল_অফিসঃ উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
#বরগুনা_অফিসঃ মজলিস ভিলা, বাসুকী, আমতলী, বরগুনা সদর।
মোবাইলঃ ০১৯১৯৬৯৩৩০০, ০১৭১৪৮৩৩২৩৩
=======================

#কম্পিউটার #ভূমি #জরিপ #আমীনশীপ #স্পার্ক #ল্যান্ড #সার্ভে #ট্রেনিং #ইনস্টিটিউট #সেন্টার #বরিশাল #আমতলী #বরগুনা

06/08/2022

Basic Computer এর কাজ জানেন কিন্তু সরকারি সনদ নেই, এমন যে কেউ (BTEB)বোর্ড এক্সাম দিয়ে সরকারি সনদ নিতে যোগাযোগ করুন-01714833233

05/05/2022

কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
⤵️ বিস্তারিতঃ
কোর্স ফিঃ ৩,০০০/-
ভর্তি ফরমঃ ১০০/-
কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
আসন সংখ্যাঃ ৫০ জন
ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
⤵️ যোগাযোগ করুনঃ
স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার
মাতুব্বর ভিলা, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
📱 হ্যালোঃ 01714-833233, 01919-693300
📧 ই-মেইলঃ [email protected]
🌐ওয়েবসাইটঃ www.sparkit.com.bd

19/04/2022

৩/৬ মাস মেয়াদী
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!

⤵️ যোগাযোগ করুনঃ
স্পার্ক আইটি সেন্টার, রুপাতলী, বরিশাল সদর।
📌 হটলাইনঃ 01919693300, 01714833233
📌 ই-মেইলঃ [email protected]
📌ওয়েবসাইটঃ www.sparkit.com.bd
📌 ইউটিউবঃ https://bit.ly/sparkyoutube

17/04/2022

বরিশাল বিভাগে রয়েছে ৬ টি জেলা, ৪২ টি উপজেলা আর ৩৫২ টি ইউনিয়ন। নিচে পুরাটাই দেয়া হল।
বরিশাল জেলায় মোট ১০ টি উপজেলা রয়েছে। বরিশালের ইউনিয়নের সংখ্যা ৮৫টি। এগুলো হলো :
উপজেলা : বরিশাল সদর, ইউনিয়ন সংখ্যা ১০ টি।
১. রায়পাশা-কড়াপুর
২. কাশিপুর
৩. চরবাড়িয়া
৪. শায়েস্তাবাদ
৫ চরমোনাই
৬. জাগুয়া
৭. চরকাউয়া
৮. চাদপুরা
৯. টুঙ্গীবাড়ীয়া
১০. চন্দ্রমোহন
উপজেলা : গৌরনদী, ইউনিয়ন সংখ্যা ৭ টি।
১. খাঞ্জাপুর
২. বার্থী
৩. চাদশী
৪. নলচিরা
৫. মাহিলারা
৬. বাটাজোর
৭. সরিকল
উপজেলা : মুলাদী, ইউনিয়ন সংখ্যা ৭ টি।
১. বাটামারা
২. নাজিরপুর
৩. সফিপুর
৪. গাছুয়া
৫. চরকালেখা
৬. মুলাদী
৭. কাজীরচর
উপজেলা : মেহেন্দিগঞ্জ, ইউনিয়ন সংখ্যা 13 টি।
১. আন্দারমানিক
২. লতা
৩. চরএক্করিয়া
৪. উলানিয়া
৫. মেহেন্দিগঞ্জ
৬. বিদ্যানন্দপুর
৭. ভাষানচর
৮. চরগোপালপুর
৯. জাঙ্গালিয়া
১০. আলিমাবাদ
১১. চানপুর
১২. দরিরচর-খাজুরিয়া
১৩. গোবিন্দপুর
উপজেলা : বাবুগঞ্জ, ইউনিয়ন সংখ্যা ৬ টি।
১. আগরপুর
২. কেদারপুর
৩. দেহেরগতি
৪. চাঁদপাশা
৫. রহমতপুর
6. মাধবপাশা
উপজেলা : হিজলা, ইউনিয়ন সংখ্যা ৬ টি।
১. বড়জালিয়া
২. গুয়াবাড়িয়া
৩. ধুলখোলা
৪. হিজলা-গৌরবদি
৫. মেমানিয়া
৬. হরিনাথপুর
উপজেলা : উজিরপুর, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. সাতলা
২. হারতা
৩. জল্লা
৪. ওটরা
৫. শোলক
৬. বড়াকোটা
৭. বামরাইল
৮. শিকারপুর-উজিরপুর
৯. গুঠিয়া
উপজেলা : বাকেরগঞ্জ, ইউনিয়ন সংখ্যা ১৪ টি।
১. চরামদ্দি
২. চরাদি
৩. দাড়িয়াল
৪. দুধল
৫. দূর্গাপাশা
৬. ফরিদপুর
৭. কবাই
৮. নলুয়া
৯. কলসকাঠী
১০. গারুরিয়া
১১. ভরপাশা
১২. রঙ্গশ্রী
১৩. পাদ্রিশিবপুর
১৪. নিয়ামতি
উপজেলা : আগৈলঝাড়া, ইউনিয়ন সংখ্যা ৫ টি।
১. রাজিহার
২. বাকাল
৩. বাগধা
৪. গৈলা
৫. রত্নপুর
উপজেলা : বানারীপাড়া, ইউনিয়ন সংখ্যা ৮ টি।
১. বিশারকান্দি
২. ইলুহার
৩. সৈয়দকাঠী
৪. চাখার
৫. সালিয়াবাকপুর
৬. বাইশারি
৭. বানারীপাড়া
৮. উদয়কাঠী
পিরোজপুর এর মোট উপজেলা : ৭, মোট ইউনিয়ন : ৫২
ভান্ডারিয়া উপজেলা, মোট ইউনিয়নঃ ৭টি
১। ভিটাবাড়িয়া
২। নদমুলা-শিয়ালকাঠী
৩। তেলিখালী
৪। ইকড়ী
৫। ধাওয়া
৬। ভান্ডারিয়া
৭। গৌরীপুর
কাউখালী উপজেলা, মোট ইউনিয়নঃ ৫টি
১। সয়নারঘুনাথপুর
২। আমরাঝুড়ি
৩। কাউখালী
৪। চিড়াপাড়া
৫। শিয়ালকাঠী
মঠবাড়িয়া উপজেলা, মোট ইউনিয়নঃ ১১টি
১।তুষখালী
২। ধানীসাফা
৩। মিরুখালী
৪। দাউদখালী
৫। মঠবাড়ীয়া
৬। টিকিকাটা
৭। বেতমোররাজপাড়া
৮। আমড়াগাছিয়া
৯। শাপলেজা
১০। হালতাগুলিশাখালী
১১। বাড়মাছুয়া
নাজিরপুর উপজেলা, মোট ইউনিয়নঃ ৯টি
১। মটিভাংগা
২। মালিখালী
৩। দেউলবাড়ী
৪। দীর্ঘা
৫। শাখারীকাঠী
৬। নাজিরপুর
৭। সেখমাটিয়া
৮। শ্রীরামকাটি
৯। কলারদোয়ানিয়া
পিরোজপুর সদর উপজেলা, মোট ইউনিয়নঃ ৭টি
১। সিকদার মল্লিক
২। কদমতলা
৩। দুর্গাপুর
৪। কলাখালী
৫। টোনা
৬। শরিকতলা
৭। শংকর পাশা
নেছারাবাদ উপজেলা (স্বরুপকাঠী), মোট ইউনিয়নঃ ১০টি
১। বলদিয়া
২। সোহাগদল
৩। স্বরুপকাঠী
৪। আটঘরকুড়িয়ানা
৫। জলাবাড়ী
৬। দৈহারি
৭। গুয়ারেখা
৮। সমুদয়কাঠী
৯। সুটিয়াকাঠী
১০। সারেংকাঠী
জিয়ানগর উপজেলা, মোট ইউনিয়নঃ ৩টি
১। পাড়েরহাট
২। পত্তাশী
৩। বালিপাড়া
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মোাট ৮ টি উপজেলা ও ৭২ টি ইউনিয়ন আছে। সেগুলো নিচে দেয়া হলঃ
পটুয়াখালী সদর উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১২ টি।
1. আউলিয়াপুর
2. বদরপুর
3. লাউকাঠি
4. কালিকাপুর
5. লোহালিয়া
6. ইটবাড়ীয়া
7. কমলাপুর
8. বড়বিঘাই
9. ছোট বিঘাই
10. জৈনকাঠী
11. মরিচবুনিয়া
12. মাদারবুনিয়া
মির্জাগঞ্জ উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৬ টি।
1. দেউলী সুবিদখালী
2. কাকড়াবুনিয়া
3. মির্জাগঞ্জ
4. মাধবখালী
5. মজিদবাড়ীয়া
6. আমড়াগাছিয়া
কলাপাড়া উপজেলা, ইউনিয়ন সংখ্যা 12 টি।
1. চাকামইয়া
2. টিয়াখালী
3. লালুয়া
4. মিঠাগঞ্জ
5. নীলগঞ্জ
6. খাপড়াভাঙ্গা
7. লতাচাপলী
8. ধানখালী
9. ধুলাসার
10 বালিয়াতলী
11 ডালবুগণ্জ
12 চম্পাপুর
দশমিনা উপজেলা, ইউনিয়ন সংখ্যা 6 টি।
1. রনগোপালদী
2 আলীপুরা
3 বেতাগী সানকিপুর
3 দশমিনা
5 বহরমপুর
6. বাঁশবাড়ীয়া
বাউফল উপজেলা, ইউনিয়ন সংখ্যা 14 টি।
1. কাছিপাড়া
2 কালিশুরী
3 ধুলিয়া
4 কেশবপুর
5 সূর্যমনি
6 কনকদিয়া
6 বগা
7 মদনপুরা
9 নাজিরপুর
10 কালাইয়া
11 দাসপাড়া
12 বাউফল
13 আদাবাড়ীয়া
14 নওমালা
গলাচিপা উপজেলা, ইউনিয়ন সংখ্যা 12 টি।
1. আমখোলা
2 গোলখালী
3 গলাচিপা
4 পানপট্টি
5 রতনদী তালতলী
6 ডাকুয়া
7 চিকনিকান্দি
8 বকুলবাড়িয়া
9 চরকাজল
10 চর বিশ্বাস
11 কলাগাছিয়া
12 গজালিয়া
রাঙ্গাবালী উপজেলা, ইউনিয়ন সংখ্যা 5 টি।
1. রাঙ্গাবালী
2. ছোট বাইশদিয়া
3. বড়বাইশদিয়া
4. চালিতাবুনিয়া
5 চর মোন্তাজ
দুমকি উপজেলা, ইউনিয়ন সংখ্যা 5 টি।
1. শ্রীরামপুর
2. পাংগাশিয়া
3. লেবুখালী
4. মুরাদিয়া
5. আংগারিয়া
বরিশাল বিভাগের ঝালকাঠী জেলায় মোট ৪ টি উপজেলা, আর ৩২ টি ইউনিয়ন আছে।
ঝালকাঠী সদর উপজেলা, ইউনিয়য়ন সংখ্যা ১০ টি
১ গাভা রামচন্দ্রপুর
২ বিনয়কাঠি
৩ নবগ্রাম
৪ কেওড়া
৫ কির্তিপাশা
৬ বাসন্ডা
৭ পোনাবালিয়া
৮ গাবখান ধানসিড়ি
৯ শেখেরহাট
১০ নাথুল্লাবাদ
কাঁঠালিয়া উপজেলা, ইউনিয়য়ন সংখ্যা ৬ টি
১ চেচরীরামপুর
২ পাটিখালঘাটা
৩ আমুয়া
৪ কাঁঠালিয়া
৫ শৌলজালিয়া
৬ আওরাবুনিয়া
নলছিটি উপজেলা , ইউনিয়য়ন সংখ্যা ১০ টি
১ ভৈরবপাশা
২ মগড়
৩ কুলকাঠি
৪ রানাপাশা
৫ সুবিদপুর
৬ কুষঙ্গল
৭ সিদ্ধকাঠি
৮ দপদপিয়া
৯ নাচনমহল
১০ মোল্লারহাট
রাজাপুর উপজেলা, ইউনিয়য়ন সংখ্যা ৬ টি
১ সাতুরিয়া
২ শুক্তাগড়
৩ রাজাপুর
৪ গালুয়া
৫ বড়ইয়া
৬ মঠবাড়ী
বরিশাল বিভাগের বরগুনা জেলায় আছে মোট ৬ টি উপজেলা আর ৪২ টি ইউনিয়ন।
সেগুলো নিচে দেয়া হলঃ
বরগুনা সদর উপজেলায় আছে ১০ টি ইউনিয়ন:
১. বদরখালী
২. গৌরিচন্না্
৩. ফুলঝুড়ি
৪. কেওড়াবুনিয়া
৫. আয়লাপাতাকাটা
৬. বুড়িরচর
৭. ঢলুয়া
৮. বরগুনাসদর
৯. এম বালিয়াতলী
১০. নলটোনা
আমতলী থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. গুলিসাখালী
২. কুকুয়া
৩. আঠারগাছিয়া
৪. হলদিয়া
৫. চাওড়া
৬. আমতলী
৭. আরপাঙ্গাশিয়া
তালতলী থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. পচাকোড়ালিয়া
২. কড়ইবাড়িয়া
৩. নিশানবাড়িয়া
৪. বড়বগী
৫. সোনাকাটা
৬. ছোটবগী
৭. শারিকখালী
পাথরঘাটা থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. রায়হানপুর
২. নাচনাপাড়া
৩. কালমেঘা
৪. কাকচিড়া
৫. কাঠালতলী
৬. পাথরঘাটা
৭. চরদুয়ানী
বামনা থানায় রয়েছে ৪ টি ইউনিয়ন।
১. বুকাবুনিয়া
২. বামনা
৩. রামনা
৪. ডৌয়াতলা
বেতাগী থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. বিবিচিনি
২. বেতাগী
৩. হোসনাবাদ
৪. মোকামিয়া
৫. বুড়ামজুমদার
৬. কাজীরাবাদ
৭. সড়িষামুড়ি
বরিশাল বিভাগের ভোলা জেলায় আছে ৭ উপজেলা ও ৬৮ ইউনিয়ন।
সেগুলো নিচে দেয়া হলঃ
ভোলা সদর উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১৩ টি।
১. রাজাপুর,
২. ইলিশা,
৩. পঃ ইলিশা,
৪. কাচিয়া,
৫. বাপ্তা,
৬. ধনিয়া,
৭. শিবপুর,
৮. আলীনগর,
৯. চরসামাইয়া,
১০. ভেলুমিয়া,
১১. ভেদুরিয়া,
১২. উত্তর দিঘলদী,
১৩. দক্ষিণ দিঘলদী।
বোরহান উদ্দিন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. গঙ্গাপুর,
২. সাঁচড়া,
৩. দেউলা
৪. কাচিয়া,
৫. হাসান নগর,
৬. টবগী ,
৭. পক্ষিয়া,
৮. বড়মানিকা,
৯. কুতুবা।
দৌলতখান উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. হাজীপুর,
২. মদনপুর,
৩. মেদুয়া,
৪. উত্তর জয়নগর,
৫. দক্ষিণ জয়নগর,
৬. চরখলিফা,
৭. সৈয়দপুর,
৮. ভবানীপুর,
৯. চরপাতা।
লালমোহন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. বদরপুর,
২. কালমা,
৩. চরভুতা,
৪. লালমোহন,
৫. ফরাজগঞ্জ,
৬. পশ্চিম চরউমেদ,
৭. রমাগঞ্জ,
৮. লডর্হার্ডিঞ্জ,
৯. ধলীগৌর নগর।
তজুমদ্দিন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৫ টি।
১. চাঁদপুর,
২. সোনাপুর,
৩. চাঁচড়া,
৪. শম্ভুপুর,
৫. বড়মলংচড়া।
চরফ্যাশন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১৯ টি।
১. ওসমানগঞ্জ,
২. আসলামপুর,
৩. চরমাদ্রাজ,
৪. জিন্নাগড়,
৫. নীলকমল,
৬. নুরাবাদ,
৭. চরকলমী,
৮. চরমানিকা,
৯. হাজারীগঞ্জ,
১০. রসুলপুর,
১১. কুকরীমুকরী,
১২. এওয়াজপুর,
১৩. আমিনাবাদ,
১৪. জাহানপুর,
১৫. আবু বকরপুর,
১৬. আব্দুল্লাপুর,
১৭. অধ্যক্ষ নজরুল নগর,
১৮. ঢালচর,
১৯. মুজিবনগর
মনপুরা উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৪ টি।
১. মনপুরা,
২. হাজিরহাট,
৩. উত্তর সাকুচিয়া ,
৪. দক্ষিণ সাকুচিয়া।

#স্পার্ক #কম্পিউটার

17/04/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode
😎 OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

11/04/2022

#রেজিঃ_সময়_বৃদ্ধি
জানুয়ারী টু মার্চ ২০২২ খ্রিঃ ০৩ মাস মেয়াদি
জানুয়ারী টু জুন ২০২২ খ্রিঃ ০৬ মাস মেয়াদি

10/04/2022

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের জানুয়ারি-জুন/২২ সেশনের রেজিষ্ট্রেশন এর সময় বৃদ্ধি করা হয়েছে। শেষ সময় ২০/০৪/২২ইং।

10/04/2022

Spark IT

31/03/2022

জুলাই-ডিসেম্বর/২০২১ ইং সেশনের বোর্ড ফাইনাল পরীক্ষা আগামী ০৮ এপ্রিল বোর্ড নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

09/03/2022

০৩/০৬ মাস মেয়াদী-
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
⤵️ বিস্তারিতঃ
🔹 ভর্তি ফরম- ২০০/-
🔹 কোর্স ফিঃ ৩,০০০/-
🔹 কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
🔹 ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
🏣 যোগাযোগের ঠিকানাঃ-
স্পার্ক আইটি, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
📱 মোবাইলঃ 01714-833233, 01919-693300
📧 ই-মেইলঃ [email protected]
🌐ওয়েবসাইটঃ www.sparkit.com.bd

09/03/2022

এতদ্বারা সকল কম্পিউটার ট্রেড কোর্স ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই টু ডিসেম্বর-২০২১ইং সেশনের BTEB বোর্ড পরীক্ষা আগামী ০৮.০৪.২০২২ ইং তারিখে রোজ-শুক্রবার সকাল ৯.৩০মিনিটে বোর্ড কর্তৃক নিধারিত কেন্দ্রে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

উক্ত সেশনের সকল পরীক্ষার্থীদের স্পার্ক আইটি ইনস্টিটিউট- এর অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

পরিচালক,
স্পার্ক আইটি ইনস্টিটিউট
মোবাঃ 01714 833 233

08/03/2022

কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে
ছাত্রছাত্রী ভর্তি এবং রেজিষ্ট্রেশন চলছে।
বিস্তারিতঃ 01714833233

02/03/2022

#নোটিশ-

01/03/2022

জানুয়ারি-জুন/2022 ইং সেশনে
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে
ছাত্র/ছাত্রী ভর্তি এবং রেজিষ্ট্রেশন চলছে।
বিস্তারিতঃ 01714833233

স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার বিস্তারিতঃ 01714 833 233

01/03/2022

জানুয়ারি-জুন/2022 ইং সেশনে
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে
ছাত্র/ছাত্রী ভর্তি এবং রেজিষ্ট্রেশন চলছে।
বিস্তারিতঃ 01714833233

01/03/2022

মাত্র ৩০০০ টাকায় !!!
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!!!
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
⤵️ বিস্তারিতঃ
🔹 কোর্স ফিঃ ৩,০০০/-
🔹 কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
🔹 ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
🏣 যোগাযোগের ঠিকানাঃ-
স্পার্ক আইটি, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
📱 মোবাইলঃ 01714-833233, 01919-693300
📧 ই-মেইলঃ [email protected]
🌐ওয়েবসাইটঃ www.sparkit.com.bd

27/02/2022

🌎 ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন?আপনার বাজেট এর মধ্যে কোম্পানি , পোর্টফলিও বা ইকমার্স ওয়েবসাইট 🌎
☎️ হ্যালোঃ 01714 833 233, 01919 693300
👉 স্পার্ক আইটি বিগত ৬ বছর এর বেশি সময় ধরে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে।
🌎 আমাদের কাছে পাচ্ছেনঃ
✽ কর্পোরেট ওয়েবসাইট।
✽ ই-কমার্স ওয়েবসাইট।
✽ অনলাইন নিউজ পোর্টাল।
✽ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ওয়েবসাইট।
✽ ট্যুর এবং ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট।
✽ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট।
✽ এফিলিয়েট ওয়েবসাইট।
✽ কনস্ট্রাকশন ওয়েবসাইট।
🔹কাস্টমাইজ সফটওয়্যার।
🔹দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার।
🔹ডেলিভারি মেঞ্জমেন্ট সফটওয়্যার।
🔹ইকমার্স অটোমেশন সফটওয়্যার।
🔹একাউন্টিং সফটওয়্যার।
🔹সেলস ও ইনভেন্টরি সফটওয়্যার।
🎯 আমাদের সাপোর্ট সমুহঃ🎯
==================
✽ ফ্রি সাপোর্ট ও আপডেট সুবিধা।
✽ অফিস ও কল সাপোট ও মেইল সাপোর্ট।
🏪স্পার্ক আইটি, মাতুব্বর ভিলা, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
☎️ হ্যালোঃ 01714 833 233, 01919 693300

27/02/2022

জানুয়ারি –জুন-2022ইং সেশনের রেজিস্ট্রেশন চলছে
-
যোগাযোগঃ-
পরিচালক,
স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার
মাতুব্বর ভিলা, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
মোবাইলঃ 01714 833 233, 01919 693300

26/02/2022

বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি,জুলাই টু ডিসেম্বর ২১ ইং সেশনের পরীক্ষা অতি দ্রুত নেওয়া হোক।

26/02/2022

-ঃবিজ্ঞপ্তিঃ-
🍂 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশনের তারিখ ঘোষনা করেছেঃ 02-03-2022 থেকে 22-03-2022ইং তারখি পর্যন্ত।
-
🍂 জানুয়ারি –জুন এবং এপ্রিল - জুন ২০২২ সেশনে অল্প সংখ্যক আসনে রেজিস্ট্রেশন চলছে। তাই খুব দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন ।
🍂 একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজের "টেকনিক্যাল স্কিল" বাড়িয়ে এগিয়ে চলুন ভবিষ্যৎ সফলতার দিকে🎉
🔯 কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত
সার্টিফিকেট প্রদান করা হয়।

-ঃকোর্স সমূহঃ-
🔯 Computer office Application 3 Months
🔯 Computer office Application 6 Months
.
🔯 বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডর সেশন সমূহঃ
-----------------------
🔯 ৩ মাস মেয়াদি-
জানুয়ারি - মার্চ. এপ্রিল - জুন
জুলাই - সেপ্টেম্বর. অক্টোবর - ডিসেম্বর
🔯 ৬ মাস মেয়াদি
জানুয়ারি - জুন, জুলাই - ডিসেম্বর
🔯 যোগাযোগঃ স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার
মাতুব্বর ভিলা, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
মোবাইলঃ 01714 833 233, 01919 693300

25/02/2022

ভর্তি চলছে!...ভর্তি চলছে!!...ভর্তি চলছে!!!
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
⤵️ বিস্তারিতঃ
🔹 কোর্স ফিঃ ৩,০০০/-
🔹 কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
🔹 ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
🏣 যোগাযোগের ঠিকানাঃ-
স্পার্ক আইটি, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
📱 মোবাইলঃ 01714-833233, 01919-693300
📧 ই-মেইলঃ [email protected]
🌐ওয়েবসাইটঃ www.sparkit.com.bd

25/02/2022

ভর্তি চলছে!...ভর্তি চলছে!!...ভর্তি চলছে!!!
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
⤵️ বিস্তারিতঃ
🔹 কোর্স ফিঃ ৩,০০০/-
🔹 কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
🔹 ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
🏣 যোগাযোগের ঠিকানাঃ-
স্পার্ক আইটি, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।

📱 মোবাইলঃ 01714-833233, 01919-693300
📧 ই-মেইলঃ [email protected]
🌐ওয়েবসাইটঃ www.sparkit.com.bd

15/02/2022

🔥কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
⤵️ বিস্তারিতঃ
কোর্স ফিঃ ৩,০০০/-
ভর্তি ফরমঃ ১০০/-
কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
আসন সংখ্যাঃ ৫০ জন
ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
⤵️ যোগাযোগ করুনঃ
স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার
মাতুব্বর ভিলা, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
হ্যালোঃ 01714833233, 01919693300

12/02/2022

যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী। এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে? সবার দিনই তো ২৪ ঘণ্টায়।

02/02/2022

স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার

01/02/2022

🔥কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।
প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
------------
⤵️ বিস্তারিতঃ
কোর্স ফিঃ ৪,০০০/-
ভর্তি ফরমঃ ১০০/-
কোর্সের মেয়াদঃ ০৩ মাস।
আসন সংখ্যাঃ ৫০ জন
ব্যাচঃ প্রতি মাসে নতুন ব্যাচ
------------
⤵️ আমাদের বৈশিষ্ট্যঃ
🔹 অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
🔹 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
🔹 সকাল / বিকাল / নৈশকালীন ক্লাস
🔹 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান
--------------
⤵️ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

পরিচালক,
স্পার্ক কম্পিউটার ট্রেনিং সেন্টার
মাতুব্বর ভিলা, উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
মোবাইলঃ 01714833233, 01919693300

Want your business to be the top-listed Computer & Electronics Service in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Address


উকিলবাড়ী সড়ক, রুপাতলী, বরিশাল।
Barisal
8200

Other Computer Training in Barisal (show all)
Bijon007 Bijon007
Patuakhali
Barisal, 8877

জয় শিব শংকর 🙏🙏

Tipsology Tipsology
Barisal, 8221

Hay Tis is Tipsology . iam From Youtube &Facebook . Iam an android master . You can Ask me the problems of android and i will fix all problem like friendly . if you

Learn with Renesa_Sajib Learn with Renesa_Sajib
Renesa IT, Nalchity, Jhalokati
Barisal, 8420

Kind of IT Support

Britania Institute of Business & Technology - BIBT Britania Institute of Business & Technology - BIBT
Torki, Gouronodi
Barisal

Join the biggest community of FREELANCERS, Learn Skills and Start a New Career. Follow your heart and do what you love.

Reflex IT Reflex IT
Reflex IT
Barisal, 8200

Freelancing Training Institute.

Genius  Academy Genius Academy
Barisal, 8500

আমরা শুধুমাত্র কম্পিউটার প্রশিক্ষণ দ

Remedy It computer Institute Remedy It computer Institute
Ground Floor, Of Sonali Bank, G. M Khan Market, Merchants School Road, Nalchiti
Barisal, 8420

Remedy IT Institute of Computer Training Centre & Provide tech-related customer services at Nalchity

Paradise Computer Jhalakathi Paradise Computer Jhalakathi
Jhalakathi Sadar
Barisal, 8400

Digital Pioneer BD Digital Pioneer BD
Rupatoli, Barishal
Barisal, 8207

The fast service

𝐑𝐨𝐛𝐛𝐢 𝐙𝐢𝐝𝐧𝐢 𝐈𝐥𝐦𝐚 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 𝐑𝐨𝐛𝐛𝐢 𝐙𝐢𝐝𝐧𝐢 𝐈𝐥𝐦𝐚 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫
৭ নং ঢলুয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড গ্রামঃ খাজুরা, উপজেলা ও জেলাঃ বরগুনা সদর, বরগুনা।
Barisal, ৮৭০০

রব্বি জিদনি ইলমা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম।

Kivabe Shikhbo? Kivabe Shikhbo?
Kivabe Shikhbo?, Harta, Wazirpur
Barisal, 8222

আসসালামু আলাইকুম। একবিংশ শতাব্দিতে এ

Daberkul computer Training Center Daberkul computer Training Center
Daberkul Computer Training Center
Barisal, 8220

OFFICE MANAGEMENT Microsoft word , Microsoft Excel , Microsoft Power Point , Internet Browsing