VDS Network

একটি ইসলামি আদর্শিক মডেল মাদ্রাসা

Photos from VDS Network's post 22/03/2023

সেরা একটা নোট।
ধন্যবাদ যিনি নোটটা তৈরি করেছেন!!

20/03/2023

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের নিম্নে উল্লিখিত রোলের শিক্ষার্থীরা উপবৃত্তির ফর্মের সমস্যা নিরসনের উদ্দেশ্যে আগামীকাল (২১/০৩/২৩) বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মাদ আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করবে।
2008, 2009, 2024,

2028, 2049, 2052,

2054, 2066, 2070,

2072, 2074, 2081,

2087, 2086, 2095,

2097, 2098, 2106,

2110, 2114, 2129,

2123, 2151, 2157,

2163, 2168, 2218,

2219, 2221, 2224,

2234, 2235, 2237,

2242, 2244, 2245,

2250, 2258, 2269,

2274, 2292, 2305,

2308, 2318, 2319,

Photos from VDS Network's post 20/03/2023

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আগামী ২১/০৩/২০২৩ তারিখ, মঙ্গলবার, সকাল ১০টায় বকুলতলা আলোকায়ন মঞ্চে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ৭ মার্চ ও ১৭ মার্চ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সবাই যথাসময়ে উপস্থিত থাকবে।
প্রভাস কুমার মন্ডল
সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ

20/03/2023

বরিশাল মহিলা কলেজের ভিতরে কি আছে?

Photos from VDS Network's post 20/03/2023

ইংলিশ ডিপার্টমেন্টের বিদায় অনুষ্ঠান ২০২৩

18/02/2023

শুধুমাত্র দুনিয়াবি উচ্চশিক্ষা অর্জন করে ব্যক্তিত্ব, চারিত্রিক কিংবা মানসিকতার উন্নতি হওয়া প্রায় অসম্ভব।

বিয়ের পরে স্ত্রীকে শুধুমাত্র এই তথাকথিত জ্ঞাণপাপী বানানোর শিক্ষায় শিক্ষিত করলে অদূর ভবিষ্যতে সমস্যায় নিজেকে ও আশেপাশের মানুষকেই পড়তে হবে। তাই সময় থাকতেই স্বামীর সচেতন হওয়া চাই। দুনিয়াবি পড়ালেখা (যেসব ক্ষেত্রে বিজ্ঞ আলেমরা মত দেন) যদি করাতেই হয় তবে, একইসাথে স্ত্রীর দ্বীনি তরবিয়্যাতের ব্যাপারে আরও অধিক গুরুত্ব দেওয়া জরুরি নতুবা ভবিষ্যতে ফলাফল ভয়াবহ হতে পারে...

আত্মীয়স্বজনের যেসব কথায় সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে সেসব কথার থেকে সাংসারিক শান্তি বজায় রাখা স্বামী-স্ত্রী উভয়ের জন্যে উত্তম।

দুইজনের সংসারে তৃতীয়জনের অনুপ্রবেশই সকল সমস্যার মূল কারণ। স্বামী কিংবা স্ত্রীর পরিবারের যেসব আত্মীয়-স্বজনের নৈতিক মূল্যবোধে সমস্যা আছে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যায় কিন্তু তাদের কথাকে কখনোই গুরুত্ব দেওয়া চলবেনা। সংসারের শান্তি মূল প্রায়োরিটি...

নিজ যোগ্যতায় কোথাও যাওয়া আর অসদুপায় অবলম্বন করে কিছু হাসিল করা দুইয়ের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে।

সংসারে আল্লাহর রহমত, বরকত এগুলো উঠে যায় এসব অনৈতিক উপায়ে উপার্জনের জন্যে। কোন কোন কাজে আমার ইনকাম হারাম কিংবা হালাল হবে, এসব ব্যাপারে চাকুরিতে যাওয়ার পূর্বেই বিজ্ঞ হক্কানী আলেমদের থেকে জেনে নেওয়া জরুরি...

18/02/2023

ফাগুনের রঙে রাঙিয়েছি নিজেকে, বাসন্তী শাড়ি, গলায় আর মাথায় ফুলের মালা... নিজেকে এক হলুদ পরীর মত মনে হত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বিশাল মাঠটায় সেদিন ফটোগ্রাফার পিয়ারূদা পারমিশন পেতেন ভেতরে আসার, হলুদ পরীরা সেদিন মাঠে লাইন ধরে দাঁড়াত ছবি তোলার জন্য।
পয়লা বৈশাখে লাল সাদা রঙে রাঙাত, পয়লা ফাগুনে আগুন হলুদ রঙে... আরো কত দিবস এ কত রঙিন উদযাপন সে করত!
এখনো কত দিবস আসে, কত রঙে মানুষ সাজে, কিন্তু মেয়েটা আর সেসব রঙে নিজেকে সাজায় না। কারণ সে তার চেয়েও উত্তম রঙ খুঁজে পায়।
যাঁকে সে ভালোবেসে ফিরে এসেছে, তাঁর রঙে রাঙানোর চেয়ে উত্তম সে আর কোথাও খুঁজে পায় না....
❝...আমরা আল্লাহর রঙ গ্রহণ করেছি। আল্লাহর রঙ এর চাইতে উত্তম রঙ আর কার হতে পারে? আর আমরা তারই ইবাদত করি...❞
— [সুরা বাকারাঃ ১৩৮]

23/01/2023

৩০ থেকে ৫০ বছরের একজন পুরুষের চাইতে ১২ থেকে ১৬ বছরের ছেলেরা বেশি বিপদজনক মেয়েদের জন্য।

অনেকেই তাদের'কে ছোটোমানুষ বা বাচ্চা বলে ইগনোর করে যায় কিন্তু সেই ছোটোমানুষ বা বাচ্চা'টার মনে কত ভয়ানক ফ্যান্টাসি কাজ করে মেয়েদের নিয়ে সেটা অনেকের ধারনাতেও থাকেনা।
ইন্টারনেট আর স্মার্টফোনের সহজলভ্যতার এই সময়ে বাচ্চারা এখন আর বাচ্চা নাই।আপনি মানেন বা না মানেন। আমার একজন পরিচিত বড়ভাই অনলাইনে মেডিসিন বিজনেস করেন। যেহেতু নতুন ব্যাবসা তাই অর্ডার নিয়ে তিনি নিজেই সেগুলো ডেলিভারি করতে যান কাষ্টমারদের।
উনি খেয়াল করে দেখলেন ১৩-১৪ বছরের বাচ্চা একটা ছেলে প্রায় প্রতিসপ্তাহেই কন্ডম অর্ডার করে!নবম-দশম শ্রেনীর স্টুডেন্ট যৌন উত্তেজক ঔষধ অর্ডার করে।যেহেতু অনলাইনে অর্ডার করা নিরাপদ কারন তাদেরকে কোথাও যেতে হচ্ছেনা। কি ভয়ানক ব্যাপার এটা ভাবতে পারেন? তারা কি করছে এসব দিয়ে?
গত করোনায় কলবাগানে বন্ধুর বাসায় গিয়ে যে মেয়েটা অসুস্থ হয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে মারা গেলো,পোস্টমর্টেম রিপোর্টে উঠে এলো সেক্স টয় ইউজ করায় অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। অথচ,তাদের বয়সই কত ছিলো!?
কলকাতার গায়ক কবীর সুমন'কে একবার একটা সাক্ষাতকারে জিজ্ঞেস করা হয়েছিলো,সে তার ভার্জিনিটি প্রথম কবে হারিয়েছিলেন। তিনি অকপটে উত্তর দিয়েছিলেন যখন তার বয়স ১২ তখন আপন মাসীর সাথে তিনি তার ভার্জিনিটি হারান। সেই গায়কের বয়স এখন প্রায় ৭৫ বছর।তার মানে আরো ৬৩ বছর আগে ইন্টারনেট,স্মার্টফোন,ফেসবুক,কিছুই যখন ছিলোনা তখনই সে সেক্স করে ফেলেছে তাও মাত্র ১২ বছর বয়সে।ভাবতে পারেন আপনি? আরো ৬৩ বছর আগের ঘটনা এটা তাহলে এখনকার বাচ্চাদের কি অবস্থা?
এখন তো সবকিছু হাতের নাগালে। তাহলে একটা ১২ বছরের ছেলেকে আপনি কিভাবে বাচ্চা ভাবছেন।অনেকেই তাদের ছোটো ভেবে তাদের সামনে কাপড় চেঞ্জ করেন,রাতে একসাথে ঘুমাইতে দেন বয়সে বড় কাজিন,ফুপু,খালা,মামীদের সাথে।তাদের সামনে অনেকেই নিজের কাপড়ের প্রতি খেয়াল রাখেন না।
আমি এই বয়সের বাচ্চাদের ভিলেন বানাতে চাচ্ছিনা।আমি চাচ্ছি তাদের ছোটোমানুষ বা বাচ্চা মানুষ ভাবাটা বন্ধ করুন প্লিজ। ক্লাস ফাইভ পড়ুয়া বাচ্চার গার্লফ্রেন্ড আছে এখন,ফেসবুকে তাদের নিজের আইডি আছে,ইন্সটাগ্রাম চালায় তারা। তাহলে আপনি কিভাবে ভাবেন যে তারা কিছু বুঝেনা বা বুঝার বয়স হয় নাই?
এই বয়সে তাদের ভেতরে যে ফ্যান্টাসি কাজ করে সেখানে খালা-মামী-চাচী বা কোনো সম্পর্ক ম্যাটার করেনা।সম্পর্কের বাধা-নিষেধ বুঝার মতো জ্ঞ্যান তাদের হয়ে উঠেনি।তারা তাদের পাশের মানুষ'টাকে নিয়েই ভাবতে থাকে,মানুষ'টা সম্পর্কে কি হয় সেটা তার জ্ঞ্যানের ভেতরে থাকেনা।তাছাড়া এই বয়সের অনেক বাচ্চাই নিয়মিত পর্ন দেখে। সেখানে দেখানো হয় আপন বোনের সাথেও সেক্স করা যায়। এটা যে ম্যাকি ভিডিও কিংবা স্ক্রিপ্টেড এগুলা বুঝার মতো বয়স বা জ্ঞ্যান তার হয় নাই।সে ধরেই নেয় সবার সাথেই এটা করা যায়।
দয়া করে ভূল বুঝবেন না।আমি আবারো বলছি আমি বাচ্চাদের ভিলেন বানাতে চাইনা কিন্তু ১২-১৬ বছরের এখনকার বাচ্চা'রা মোটেই আর বাচ্চা নাই।তাদের মোবাইল ফোনের সার্চ লিষ্ট কই কই ঘুরে সেই সম্পর্কে কোনো আইডিয়াই নেই।আমি কাউকে দোষারোপ করছিনা।শুধু সচেতন হবার কথা বলছি।বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।
আপনি যাকে ছোটো ভেবে তার সামনেই খোলাবুকে ঘুরছেন, সে হয়ত আপনাকে নিয়ে ফ্যান্টাসি'তে ভুগছে। আশা করি বুঝবেন বিষয়'টা সবাই।
ধন্যবাদ,ধন্যবাদ সবাই'কে।
- সংগৃহীত

11/01/2023

একটু গর্ব করে - এই জানিস.!
আমার সাথে অমুক ইসলামী (?) সেলেব্রিটি লেখকের কথা হয়।
আমাকে নিয়মিত রিপ্লাই ও দেয়।

- তো বান্ধবী, তোরা কে কার মাহরাম?
না সে দ্বীনি, না তুই দ্বীনি।

- 🤐

আশা করছি, এই অল্প লিখায় গভীর মেসেজ দিতে পেরেছি। আল্লাহ তায়ালা আমাদেরকে এসব শ-য়-তা-নি থেকে মুক্ত রাখুন।

08/01/2023
08/01/2023

সাহায্য করুন, তা যদি না পারেন
আল্লাহর দরবারে দোয়া করুন...

08/01/2023

এগারোটি ধোঁকা!

বিশিষ্ট আরবি সাহিত্যিক মুস্তফা আস-সিবায়ি রাহিমাহুল্লাহ শয়তান মানুষের সামনে গুনাহকে সুসজ্জিত করার এগারোটি পদ্ধতি তুলে ধরেছেন। তিনি শয়তান সম্পর্কে বলেছেন,

১. শয়তান আপনাকে দুনিয়ার পটপরিবর্তন সম্পর্কে জানার জন্য দুনিয়া অর্জনে ধোঁকা দেবে!

২. খারাপ লোকদেরকে হিদায়াতের পথে আনার মিথ্যা আশায় শয়তান আপনাকে খারাপ সঙ্গগ্রহণে ধোঁকা দেবে!

৩. শোধরানোর উদ্দেশ্যে জালিমদের সঙ্গে নিফাকির ব্যাপারে আপনাকে ধোঁকা দেবে!

৪. সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার হলে শয়তান আপনাকে প্রসিদ্ধির ধোঁকা দেবে!

৫. সত্য উন্মোচনের ছলে শয়তান আপনাকে মুসলিমদের ঐক্য বিনষ্ট করার ওপর ধোঁকা দেবে!

৬. নিজের সংশোধন আগে দরকার। এটি বলে শয়তান আপনাকে মানুষের সংশোধন ত্যাগের ব্যাপারে ধোঁকা দেবে!

৭. তাকদির এবং আল্লাহর ফায়সালার কথা বলে শয়তান আপনাকে আমল থেকে বিরত থাকার ধোঁকা দেবে!

৮. ইবাদতে ব্যস্ত থাকার ছলে শয়তান আপনাকে ইলম অর্জন ত্যাগের ব্যাপারে ধোঁকা দেবে!

৯. নেককারদের অনুসরণের নামে শয়তান আপনাকে সুন্নত পরিত্যাগে ধোঁকা দেবে!

১০. জবাবদিহি তো আল্লাহর সামনে, এমন কথা বলে শয়তান আপনাকে স্বেচ্ছাচারিতার ব্যাপারে ধোঁকা দেবে!

১১. নির্যাতিতদের ওপর দয়া ও অনুগ্রহ করার নামে শয়তান আপনাকে অন্যের ওপর জুলুমের ব্যাপারে ধোঁকা দেবে!

[ কিতাব : শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ; ড.খালিদ আবু শাদি ]

08/01/2023

শীতকাল এলেই কিছু তরুণ ভাইয়েরা বিয়ে-বউ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গতা—ইত্যাদি নিয়ে এসব রসিকতাপূর্ণ কথাবার্তা পোস্ট করেন।

এদের প্রোফাইল ঘেটে দেখলাম ম্যাক্সিমামই মোটামুটি দ্বীনের সাথে কানেক্টেড। সেই হিসেবেই এটাই অন্তত ভালো বিষয় যে তারা গার্লফ্রেন্ডের চিন্তা না করে বউয়ের চিন্তা করেন৷

কিন্তু সেই সাথে তাদের যদি এই দ্বীনি গায়রতটুকুও থাকতো যে, একটা গাইরতসম্পন্ন দ্বীনদার ছেলের সাথে এটা কখনোই মানানসই নয় যে সে এসব বিষয় নিয়ে ফেসবুকে এসে রসিকতাপূর্ণ হাহাকার প্রদর্শন করবে।

প্রিয় ভাই, তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো। আল্লাহর নিয়ামাতের উষ্ণতা নাও। কোনো নিষেধ নেই। বরং উৎসাহিত। কিন্তু ফেসবুকে এসব করে আসলে তুমি কি নিজেকেই বেগায়রত হিসেবে উপস্থাপন করছো না?

আর সামর্থ্য না থাকলে, সবর করো। সুন্নাহ মেনে প্রস্তুতি নাও। আর হ্যাঁ, একজন মুমিনের শীতকাল শুধুই বিয়ে, বউ, অন্তরঙ্গতার জন্যই সেরা মৌসুম নয়। সালাফরা বলতেন,
الشتاء ربيع المؤمن .

শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।

কারণ, এর দিন ছোট তাই সিয়াম রাখা সহজ। এর রাত লম্বা তাই পর্যাপ্ত ঘুমিয়েও কিয়াম (তাহাজ্জুদ) করা সহজ। হ্যাঁ যদিও শীতের প্রকোপ আছে, তাই সালাত কষ্টকর। তবে এর বিনিময়ও অনেক বেশি। অধিক ইবাদাত করতে না পারলেও, অধিক গুনাহ থেকে শীত তোমাকে বাঁচিয়ে রাখবে। তাই এটা অন্তত খেয়াল রাখো।

বিয়ে, বউ, অন্তরঙ্গতা এসবকে জীবনের মাকসাদ বানিয়ো না। ধ্যান-জ্ঞান বানিয়ে ফেলো না। জীবন আরও অনেক বড়ো কিছু। আরও অনেক বেশি কিছু। একটু চিন্তা করো, অনেক কিছু করার আছে তোমার। ছোট্ট এই জীবনেই অনেক কিছুর ব্যস্ততা আছে তোমার।

06/01/2023

মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে।
চোখকে ক্যামরার লেন্সের সাথে তুলনা করলে মনকে ক্যামরার ফিল্মের সাথে তুলনা করা যায়।
ক্যামরা যা দেখে তা-ই ভেতরের ফিল্মে ছবি হয়ে যায়।
তেমনি চোখের লেন্স দিয়ে যা দেখা হয় তা-ই মনের ফিল্মে ছবি হয়ে ফুটে ওঠে।

তাই মনকে পবিত্র রাখতে হলে অপবিত্র দৃশ্য দেখা থেকে চোখকে ফিরিয়ে রাখতে হবে।
রাস্তাঘাটে, ফোনে বা পত্রপত্রিকায়,নৈতিকতার দৃষ্টিতে আপত্তিকর যত দৃশ্য চোখে পড়ে তার প্রতি ঘৃণা জন্মাতে হবে এবং সেসব থেকে সযত্নে চোখকে বাঁচিয়ে চলতে হবে।তাহলেই মনকে পবিত্র রাখা যাবে।

06/01/2023

পরিবারের জরুরী খরচ এবং ভরনপোষন ও দেখভালের নূন্যতম ব্যবস্থা না করে এভাবে দীর্ঘ সময়ের জন্য চিল্লায় বের হওয়া জায়েজ নেই। কোন স্বামী পরিবার রেখে সফরে বের হতে চাইলে, তার অনুপস্থিতির সময়ের জন্য পরিবারের নিরাপত্তা ও নূন্যতম খরচ তথা মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করা ওয়াজিব।

ইসলামী আইনে হজ্বের মতো ফরজ বিধান যেখানে স্থগিত থাকে পরিবারের ভরনপোষনের ব্যবস্থা না করতে পারলে, সেখানে তাবলীগের চিল্লার জন্য (যেটা ফরজ ওয়াজিব মুস্তাহাব কোনটাই না) পরিবারকে কপর্দকশূন্য ও সহায়হীন অবস্থার ভেতর দিয়ে যেতে বাধ্য করা নিঃসন্দেহে জুলুম।

উল্লেখ্য, কোন কোন সাথী শরীয়ত না বুঝে আবেগের বশে অতিরঞ্জিত সব কাজ করেন। এর দায় কখনোই মূল তাবলীগী উসূলের না।
আল্লাহ তাআলা তাবলীগের নামে এসব অতিরঞ্জন থেকে সবাইকে হেফাযত করুন।

Want your university to be the top-listed University in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সুন্দর কুরআন তেলাওয়াত।
ছাত্রীদের চমৎকার ডিসপ্লে।
বরিশাল মহিলা কলেজের ভিতরে কি আছে?
কলেজের মেয়ের নাচ। পার্ট ১।https://www.youtube.com/@bgw.college
ইংলিশ ডিপার্টমেন্ট এর বিদায় অনুষ্ঠান ২০২৩
Alhamdulillah....
সাহায্য করুন, তা যদি না পারেনআল্লাহর দরবারে দোয়া করুন...
বিদায় 2022

Telephone

Address


Barishal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Barishal universities (show all)
Department of EEE, UGV Department of EEE, UGV
Barishal

University of Global Village (UGV), the first private university in southern part of Bangladesh (Bar

AB puducation AB puducation
Barishal, 01753962565

YouTuber

Sarsina Darussunnat Kamil Madrasha-ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা। Sarsina Darussunnat Kamil Madrasha-ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা।
Nesarabad
Barishal

সুন্নতে নববীর পূর্ণ আদর্শে ছাত্রদেরক

Abdul mumin Abdul mumin
Barishal

𝙄𝙨𝙡𝙖𝙢  𝙍𝙞𝙮𝙖𝙙 𝙄𝙨𝙡𝙖𝙢 𝙍𝙞𝙮𝙖𝙙
𝑷𝒉𝒐𝒕𝒐 𝑲𝒉𝒂𝒍𝒊
Barishal

Mehrab Rifat Mehrab Rifat
Barishal

University of SEO University of SEO
Barishal, 8200

The world is gonna be an age of technology. People are growing their business on an online platform. Businessmen are now fond of SEO experts due to compete. SEO Freelancer page wil...

Sofol Uddokta Sofol Uddokta
Sajid IT, Cowmatha Lake, C&B Road, Barisal City
Barishal, 8200

আসুন সুদ ঘুষ কে না বলি, হালাল পথে ব্যাবসা করি। পুজি ছাড়া ব্যাবসা শিখতে লাইক দিয়ে সাথেই থাকুন।

BGWC Version BGWC Version
Barishal

It's not official college page. This page is created by Barishal Govt. Women's College students.

Rumantic love story Rumantic love story
Barishal, 8210

https://m.youtube.com/channel/UCiarLRv1xfOFsuY8vXNcXoQ/videos

Govt. Sher E Bangla Degree Collage, Shikarpur, Uzirpur, Barisal. Govt. Sher E Bangla Degree Collage, Shikarpur, Uzirpur, Barisal.
Shikarpur, Uzirpur
Barishal, GOVT.SHEREBANGLADEGREECOLLEGE,SHIKARPU,UZIRPU,BARISA. SHIKARPURRD HTTPS://MAPS.A

placed on 1970

Hatem Ali College Short Stories Hatem Ali College Short Stories
Barishal, 8200

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের অপ্রকাশিত ছোট গল্প শেয়ারের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম