Md Rakibul Hasan
I am Rakibul Hasan, Motivational Video Creator
Please Follow me
আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ রাকিবুল হাসান। মোটিভেশনাল ভিডিও তৈরি করি এবং আর্থ সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। মানুষের কল্যানে নিবেদিত আমার প্রান। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে মানুষকে সঠিক জ্ঞান দান করা ও সহযোগিতা কার্যক্রম করে থাকি। সকলে আমার জন্য দোয়া করবেন।
কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে
তার কাছে, নিজেকে সস্তা করে ফেলোনা।
নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার। কারণ, সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না।
সবচেয়ে উত্তম সাদকা হলো, মানুষকে পানি পান করানো!
[আবু দাউদ:১৬৭৯]
ব্যক্তি জীবনে আমরা অনেক সুখী -
কাউকে হারিয়ে নয়তো কাউকে জিতিয়ে।
মিশুক হও,
তবে স'স্তা হইও না...
তুমি যদি কারো সাথে সারা জীবন থাকার ইচ্ছা পোষণ করো তাহলে তোমাকে তোমার সর্বোচ্চটা দিয়ে সম্পর্কের যত্ন করতে হবে! সম্পর্কে থাকা দুটি মানুষের ইচ্ছাশক্তিই পারে সম্পর্কের সুন্দর একটা পরিনতি দিতে! ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর জরুরী!❤️
©️
"একমাত্র দুঃখের জন্যই আমাদের অপেক্ষা করতে হয় না। সুখ আসুক না আসুক, দুঃখ এমনিতেই আসে"
লেখা : রুদ্র গোস্বামী।
৭১ এর ৫২
৫২ র ৭১
সাব্বাস ২০২৩ 🇧🇩
জীবন একটা স্বার্থের খেলাঘর
তাইতো
আপন মানুষও হেরে গেলে হয় পর॥
©️আদনীন কুয়াশা
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Muhammad Atikur Rahman, Md Khokon, Taimul Islam Tuhin
আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি! সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদ'তে দেখেছি!
প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিলে, ভালোবাসা হা'রিয়ে যায়।
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
(সূরা আদ দোহা - ৫)
জীবনকে যত সম্ভব উপভোগ করতে শিখুন, কারণ জীবন তো একটাই...
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahidul Islam, Taimul Islam Tuhin, Md Roman Roman
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahidul Islam, Taimul Islam Tuhin, Md Roman Roman, Kamal Hossain, Muhammad Atikur Rahman
স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশি ভালোবাসে।
লেখা: হুমায়ূন আহমেদ
প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান।
তাকে মন ও মননে বড়ো হতে শেখান।
তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।
তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন।
'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।
তাকে বলেন,যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।
নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।
তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে।
প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।
প্লিজ,বাচ্চাদের অভাব শিখাবেন না।
অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না।
এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে।
খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না।
টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না।
অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।
যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।
এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।
©️
বিজয়ের স্বাদ গ্রহণ করতে চাইলে
থাকতে হবে হেরে যাবার সাহস,
উন্নত হতে চাইলে জানতে হবে নত হবার ক্ষত!
অন্যের সুখে যদি পাও নিজের আনন্দ অনুভব
তবেই তোমার আছে মানুষ হবার মত মন যথাসম্ভব॥
আদনীন কুয়াশা
আজকাল মানুষ ভীষণ একাকীত্বে ভোগে।
মন খারাপের মেঘে ঢেকে রাখে জীবনটাকে।
সহজেই হেরে যায়, সহজেই হার মেনে নেয়!
অপরের ভালো থাকার সাথে নিজের খা'রাপ থাকার তুলনা করে, আর দুঃ'খী হয়ে যায়!
যতটা গুছিয়ে রাখার ক্ষ'মতা থাকে ততটাও গুছিয়ে রাখতে পারে না নিজেকে।
একটা সময় এতটাই অগোছালো করে ফেলে নিজেকে যে আবার করে গুছিয়ে ফেলার ই'চ্ছেটাই হা'রিয়ে ফেলে।
অথচ মানুষ চেষ্টা করলেই পারে নিজেকে নিজেই সুন্দর সাজানো গোছানো একটা জীবন দিতে।
হয়তো খুব বেশি চাকচিক্যময় না হলেও, অন্তত একটু খুশির আলোয় জীবনটা আলোকিত করতেই পারে।
ই'চ্ছে করলেই মানুষ বারবার হা'রার পরেও জি'ততে পারে।
জীবনের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারে।
শুধু ই'চ্ছেশ'ক্তি আর মনের জোর এই দুটো থাকলে মানুষ অনেক দুঃ'খ, অনেক বাঁ'ধা,অনেক ক'ষ্ট পেরিয়ে ঠিক নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে।
ভালো থাকতে আর ভালো রাখতেও পারে।
ইচ্ছে আর চেষ্টায় মানুষ সব পারে।
লেখা : ছন্দা সাঁতরা
ভালোবাসা তখন'ই সুন্দর হয়,
যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়।
I gained 41 followers, created 119 posts and received 2,999 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
আপনি তার কাছে তখন'ই ব্যক্তিত্বহী'ন, যখন আপনার গো'প'নী'য়তা পেশ করবেন।
একালে যা ঘটে......
টুরিস্ট বন্ধু, সাথে ২ বান্ধুপি।
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Taimul Islam Tuhin, Md Khokon, Mahidul Islam
অনাকাঙ্ক্ষিত কিছু মানুষ ও কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে, যেগুলি আমাদের মনের দিক দিয়ে ক্রমেই শ'ক্তিশালী করে গড়ে তোলে। একসময় আমরা বুঝতে পারি, আমাদের জীবনে ওসব ঝড় না এলে আমরা হয়তোবা মানুষের মতো মানুষ হতে পারতামই না!
লেখা : সুশান্ত পাল
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Taimul Islam Tuhin, Md Khokon, Mahidul Islam, মোহাম্মদ রুবেল হোসাইন, MD Asraful Islam
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Taimul Islam Tuhin, Md Khokon, Mahidul Islam, মোহাম্মদ রুবেল হোসাইন, MD Asraful Islam, Sraboni Mou, Muhammad Atikur Rahman, বিক্রয় কর্মি, Md Abdul Mannan, Abdullah AL Noman
গোটা ১৪০ কোটি মানুষের হৃদয় ভেঙে অজিদের বিশ্বকাপ জয়😭😭
২০০৩ সালের ফাইনালে ভারতের পক্ষে বোলিং ওপেন করেছিল জহির খান! নার্ভাস জহির কনসিড করেছিল ১৫ রান! অস্ট্রেলিয়া আর ব্যাক ডাউন করেনি! রিকি পন্টিং এর কালজয়ী ইনিংস সহ সব ডিপার্টমেন্টেই ভারতকে ডমিনেট করে শিরোপা জিতে নেয় অজিরা!
২০২৩ সালের ফাইনালে প্রথম ওভারে বুমরাহও কনসিড করল ঠিক ১৫! মাঝে খুব সামান্য সময়ের জন্য মনে হয়েছিল অস্ট্রেলিয়া পথ হারাচ্ছে, সেটা তো শেভাগের রুদ্রমূর্তি দেখে ২০০৩ সালেও মনে হয়েছিল কিছু সময়ের জন্য! রিকির জায়গায় আজ ট্রেভিস হেড, কালজয়ী এক ইনিংস! সব ডিপার্টমেন্টে আজও ইন্ডিয়া আউটপ্লেইড! বাকি আছে শুধুই আনুষ্ঠানিকতা!
গতকাল লিখেছিলাম ভারত হট ফেভারিট হয়ে সর্বশেষ আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছিল পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে! হিতে বিপরীত হয়েছিল! উড়ে গিয়েছিল স্রেফ!
ফাইনালের আগে প্রায় সকল ক্রিকেট এনালিস্ট ভারতকে হট ফেভারিট বলে দিয়েছিল! অথচ এরা ভুলে গেল এত বড় একটা টুর্নামেন্টে অন্য যে দলটি ফাইনালে এসেছে তারা হাডুডু খেলে আসেনি। দলটির নাম অস্ট্রেলিয়া! পাঁচবার ট্রফিতে চুমু খেয়েছে, চ্যাম্পিয়ন রক্ত! এরা মাঠে নামে শিকার করতে, ঠিক নেকড়ের প্যাকের মত! সবথেকে দূর্বলটাও রক্তের নেশায় কামড়াবে! আপনি সিংহ নাকি বাঘ, ভুলে যান, আপনি শুধুই শিকার! আফগানদের বিপক্ষেই রক্তের গন্ধ ওরা পেয়ে গেছে!
ইন্ডিয়া আউটপ্লেইড! না, ইন্ডিয়া থেকে কিছুই সরিয়ে নিচ্ছি না, গ্রেট টিম! কিন্তু অজিরা তাদেরকে বাধ্য করেছে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে! ফিল্ডিংয়ে ইনটেন্ট, বোলিংয়ে পারফেক্ট প্ল্যান, ইন্ডিভিজুয়াল ম্যাচ আপ, অজিরা গোটা ইন্ডিয়া টিমটাকে নিয়েই গবেষণা করে মাঠে নেমেছে! ওই যে সিরাজকে বাদ দিয়ে সামিকে দিয়ে নতুন বল করাতে হল, ওই যে টানা ১৬ ওভার বাউন্ডারি না মেরে গুটিয়ে থাকতে হল, ওই যে শিশিরে বল গ্রিপ করবে না জেনে ফাইনালে চেজ করতে চাইল, এগুলো জাস্ট এক্সিলেন্স! ইন্ডিয়া সেভাবেই খেলেছে, যেভাবে অস্ট্রেলিয়া চেয়েছে! ক্রিকেট শুধুই ফর্ম, দর্শক আর মাঠ নয়, ক্রিকেট এখন এনালাইসিস, প্ল্যান এন্ড এক্সিকিউশনের!
অভিনন্দন অস্ট্রেলিয়া! ক্রিকেট যে এখনও প্রেডিকশনের বাইরের একটা গেইম সেটা আরেকবার প্রমান করার জন্য!
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, দর্শক সাপোর্ট, পরিচিত কন্ডিশন সব কিছু থাকার পরও ইন্ডিয়া চ্যাম্পিয়ন নয়!
ক্রিকেট! এ গেইম উইথ হিজ ওউন মিস্ট্রি! ❤️
কপি : তন্নয় বোস এর ওয়াল থেকে।
সৌন্দর্য কোন যোগ্যতা নয় বরং যোগ্যতাই সৌন্দর্য!।
লেখা: Tasrif Khan
আমরা অনেকেই মিলিটারিদের লাইফস্টাইল নিয়ে অনেক বেশি কৌতূহলী এবং সবসময় তাঁদের লাইফস্টাইল আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কেমন হয় যদি আমরা তাঁদের ডেইলি লাইফে ব্যবহার করা কিছু কার্যকরী অভ্যাস সম্পর্কে জানি, যে অভ্যাসগুলো তাদের অনেক বেশি প্রোডাক্টিভ আর স্মার্ট করে তুলে।
১. সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। (Wake Up Early)
২. ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছানো। (Make Your Bed)
৩. ঠান্ডা পানিতে গোসল করা। (Cold Shower)
৪. কঠিন কাজগুলো করে ফেলা৷ (Do What Sucks)
৫. চেকলিস্ট বা টু-ডু-লিস্ট ইউজ করা। (To-Do-List)
৬. কখনো হাল না ছাড়া। (Never Give Up)
এইরকম ছোট ছোট অভ্যাসগুলোই আসলে মিলিটারিদের বিশ্বের সেরা নিয়মানুবর্তি ও শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলে।
কপি : আসাদুজ্জামান জয়।
একটা সুন্দর মোনাজাত!
ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।
ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!❤️
I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Barisal Sadar
Barisal
8200