Natural Beauty of Barishal
ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করে সবার মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। https://youtube.com/channel/UCN75I-pP9y83YJbzWVA6g_A
কুমারপাড়া,কলসকাঠি,বাকেরগন্জ।
ছবিঃ মোঃ জাকারিয়া জুবায়ের ❤️
বাংলা ভাষার যে কয়টি উপভাষা ছিল তার ভিতর বরিশাইল্লা উপভাষা একটি।
আজ কাল অনেকেই এই ভাষাকে বিকৃত ভাষা ভাবে৷ এই ভাষায় কথা বলাকে খ্যাত ভাবে। এই ভাষা সন্তানকে শিক্ষাতে চায় না। এটা কোন বিকৃত ভাষা না সতন্ত্র ভাষা।
বরিশাইল্লা ভাষা খ্যাত ভাষা না এই ভাষা দরদী ভাষা। আমাদের ভিতর মাটির টান আঞ্চলিকতা প্রভাব আছে বলেই অন্য অঞ্চলের মানুষ এই ভাষা শুনলে হাসে। মাটির টান গর্বের বিষয়। যা অন্য অঞ্চলে কম।।
বরিশাইল্লা উপভাষার পাশাপাশি অন্য ভাষা শিখলে বললে লিখলে দোষের কিছু নেই।।কিন্ত হারিয়ে যেন না যায় মধুর এই উপভাষা।
ঐতিহ্যবাহী ধানের হাট ❤️
কালাইয়া, বাউফল, পটুয়াখালী।
ছবিঃ মোঃ ইব্রাহিম খান 😊
বাউফলের লোকজন থাকলে সাড়া দেওয়ার জন্য অনুরোধ রইলো 🙏
অক্সফোর্ড মিশন চার্চ বরিশাল
কুমারী মারিয়া গির্জা, বাকেরগঞ্জ
ব্যাপিস্ট মিশন চার্চ বরিশাল
এতো মনোমুগ্ধকর প্রকৃতি থাকতে মানুষ বিষন্নতায় ভোগতে পারে কেমনে ভাই?
Location: বেতুয়া ঘাট, চরফ্যাশন, ভোলা।
ষাট পাকিয়া ফেরী ঘাট,নলছিটি,ঝালকাঠি।
দুই বছর আগে আজকের এই দিনে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে সুগন্ধা নদীর মাঝে রাত তিনটার দিকে ভয়াবহ আগুন লেগেছিল।
এ ঘটনায় ৩৬ জনের মৃতদেহ এবং শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত সকল যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহতালা সকলকে হেফাজত করুন।
আমিন।
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -২
ঢাকা বরিশাল মহাসড়কের শিকারপুর মুন্ডপাশা, বরিশাল থেকে ছেরে যাওয়া ভোর সারে পাঁচটার সাকুরা পরিবহন ও নসিমন সংঘর্ষে নসিমন চালক রুবেলও হেলপার সোহরাব নিহত হয়। কুয়াশা থাকায় এই দুর্ঘটনা হয়েছে বলে এলাকাবাসীর ধারনা।
জুডিশিয়াল কোর্ট, ভোলা।
পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক আমতলীর সামান্য কিছু জায়গা আগে আজ আনুমানিক দুপুর ২:১৫ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা 😓
কলেজ খেয়াঘাট, ঝালকাঠি।
এমন দৃশ্য চোখে প্রশান্তি আনে 🥰
ছবিঃ মোঃ নয়ন
🖼️ কার সাথে ঘুরতে যেতে চান এখানে ?
ছবি - Arfan Click- আরফান ক্লিক
লোকেশন - পটুয়াখালী কাশ্মীর রোড
স্বপ্ন বাস্তবে রূপ নিতে আরো কিছুটা পথ বাকি
📌গোমা ব্রিজ, বাকেরগঞ্জ, বরিশাল📌
তেজগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন,
৪ জনের মরদেহ উদ্ধার। হতাহত আরও বাড়তে পারে।
কোথাও কেউ নেই,,,,,,,
লাহারহাট, বরিশাল 😊
শীতে পিঠার প্রস্তুতি
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স,বরিশাল।
এরকম একটা শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায় ❤️
ধন্যবাদ 🙏
১৬ই ডিসেম্বরের রঙ্গিন সাজে বরিশালের শিশুদের প্রথম বিনোদন কেন্দ্র।
প্লানেট পার্ক, বরিশাল।
ছবিঃ রুবেল আহমেদ শুভ
সন্ধ্যার পর বা দুপুরে বারোমাসি পেয়ারা, আমড়া বা তালের বিচির শাসের পিঠা হলে সেই জমে যায়।
#ঢাপরকাঠি, বাকেরগঞ্জ
কেন্দ্রীয় জামে মসজিদ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতাল,বরিশাল।
মিনি সিঙ্গাপুর, পটুয়াখালী।
আজ মহান বিজয় দিবস। বরিশাল বিভাগের সাহসী সস্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর( বাবুগঞ্জ,বরিশাল) এবং সিপাহি মোস্তফা কামাল( ভোলা) সহ বাংলার সুর্যসন্তানদের স্মরণ করছি শ্রদ্ধাভরে।
তাহের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের সাহস ও ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা।।
কোনো এক সাঁঝের বেলায় লোকারণ্যে মুখরিত বেকুটিয়া সেতু, পিরোজপুর।
অনেকেই শীতের এই সময় ছুটি নিয়ে কমপক্ষে একবার বরিশাল গ্রামের বাড়ি যাবেই। যাবার পিছনে কিছু ভালোবাসা ভালো লাগা আছে যেমন
হাসের মাংস চালের রুটি, দেশি মাছ, শীতে বাজারে পাওয়া সাগরের মাছ, স্থানীয় হাটের রসগোল্লা, নতুন ধানের শীতের পিঠা পায়েস ইত্যাদি।
ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা 😢😢 গতকাল রাতে😭
সুরভী-৮ ⭕ টিপু-১৪
নিহত ১
বহু হতাহত😢
আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন 🤲
গ্রামের শীতকাল 😇
ছবি - Arfan Click- আরফান ক্লিক
লোকেশন - পটুয়াখালী শ্রীরামপুর
ইন্না-লিল্লাহ।
ডাউন মোহনগঞ্জ এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়েছে।এক জন নিহত বহু মানুষ আহত। দুর্বৃত্ত রেইল লাইনের পাত কেটে নেয়ায় এই দুর্ঘটনা ।
আল্লাহ হেফাজত করুক।।
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই 🇧🇩
তুলাতলী পর্যটন কেন্দ্র, ভোলা সদর ❤️
আজ সারা দেশে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।
তাই আপনাদের ৬মাস থেকে ৫ বছর বয়সের সকল শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।
ঘন কুঁয়াশার কারনে ভোলা থেকে ঢাকা গামী সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে মারাত্মক সংঘর্ষ। সোহেল নামে এক যাত্রী নিহত।
বরিশাল বিভাগের দর্শনীয় স্থান ভ্রমনে আপনার স্কোর
১. কুয়াকাটা-১০
২.চরকুকরি মুকরি-১০
৩.মনপুরা-১০
৪. ভাসমান পেয়ারা বাজার ও বাগান -১০
৫. গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ -১০
৬. দুর্গাসাগর -৫
৭. কীর্ত্তিপাশা জমিদার বাড়ি-৫
৮. হরিনঘাটা ইকোপার্ক, পাথরঘাটা -৫
৯. সোনারচর, পটুয়াখালী -৫
১০. সাতলা লাল শাপলার বিল-৫
১১. লাকুটিয়া জমিদার বাড়ি-৫
১২. পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৫
১৩. লেবুখালী পায়রা সেতু-৫
১৪. বিবিচিনি শাহী মসজিদ,বেতাগি -৫
১৫. গাবখান ব্রীজ -৫
পাস স্কোর-৪০
ইদানীং ছোট পর্দায় নাটকে জনপ্রিয় হয়ে উঠছে ভোলার মেয়ে ইমু শিকদার
নেছারাবাদ কমপ্লেক্স,ঝালকাঠি।
ইতিহাসে বরিশাল সাহসী জনপদ ছিল। তার প্রমান ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর বানী।
যেকোনো আন্দলোনে সংগ্রামে বরিশালের মানুষ বরাবর ছিল এগিয়ে।।
মোগল শাসন বা ব্রিটিশ শাসন বরিশাল অঞ্চল সম্পুর্ন পরাধীন কখনো ছিল না। আধা স্বায়ত্তশাসিত এলাকা ছিল।
কলিজা ওলা পোলা মোরা
বাড়ি বরিশাল।
বরিশাল নামে বাংলাদেশে একটি ইউনিয়ন পরিষদ আছে।।বিভাগের নামে এটাই প্রথম ইউনিয়ন পরিষদ।
--বরিশাল ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।
প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পটুয়াখালী জেলার ভাইরাল একটি রাস্তা সেলফি রোড
ছবি - Arfan Click- আরফান ক্লিক
রসগোল্লা আবিষ্কারক হিসেবে কলকাতায় যে নবীন চন্দ্রের কথা বলা হয়, তিনি বরিশাল( পটুয়াখালী) অঞ্চলের লোক।
বরিশাল অঞ্চলে অনেক জনপ্রিয় রসগোল্লা আছে। যে মিষ্টি দেশ বিদেশে যায়।
- দ্বীপ সাহা মিষ্টান্ন ভান্ডার খাসেরহাট, মুলাদি
-- জগার( জগদীশ মিষ্টি/ জগবন্ধু মিষ্টি ), কলাপাড়া
-- শশী মিষ্টি, বরিশাল
-- নিতাই মিষ্টি, বরিশাল
--হক মিষ্টান্ন ভান্ডার, বরিশাল
-- সুবর্ণা মিষ্টি পটুয়াখালী
- মিজান মিষ্টি, বদরপুর, পটুয়াখালী
-- হুজুরের মিষ্টি ও দুলালের মিষ্টি পিরোজপুর
- ওয়েলকাম মিষ্টান্ন, ভোলা
-- গুইংগার হাট( শংকর দত্ত) ভোলা
-নিরালা মিষ্টি, চরফ্যাশন ইত্যাদি
তাছাড়াও ভোলার মহিষের দই,গুটিয়ার সন্দেশ, গৌরনদীর দধি ও মিষ্টির কথাও বলতে হয়।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Address
Barishal
Barisal
8280
Barisal
Now a days there is pollution everywhere. We're trying to make a group or community of people who wi
Ulania, Galachipa
Barisal, 8640
Ulania is a beautiful village in Barisal division. This area live more people. This village have mor
Rupatali, Barisal Sadar
Barisal
প্রকৃতি একটা চেইন আর সেই চেইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে সম্পুর্ণ চেইনটাই নষ্ট হয়ে যাবে।
Barisal
To make your favourite moment memorable.you should been take every moment in your life.