Uzzala's Corner, Barisal Videos

Videos by Uzzala's Corner in Barisal. কুমিল্লার খাদি কাপড়, কুমিল্লার বাটিক, জামদানি শাড়ি, মনিপুর শাড়ি, ইন্ডিয়ান শাড়ি।

ও আকাশ সামনে থেকে একটু সরে দাঁড়াও কতদিন দেখিনা মাকে---

Click to enable sound Next

Other Uzzala's Corner videos

ও আকাশ সামনে থেকে একটু সরে দাঁড়াও কতদিন দেখিনা মাকে---

আমি আবার ক্লান্ত পথচারী ---

এলো সময় রাজার মতো

কেন শুধু ছুটে ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। মায়ের করা ভিডিও কক্সবাজারের।

এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

আমার মায়ের ঠাকুর ঘর। আমার মা সব সময় বলতো আমি অফিসে থাকি ঠিক কিন্তু আমি সব দেখি তোরা তিনজন কি কি করছ। তখন বলতাম মা কিভাবে?! মা বলতো, আমার আরেকটা চোখ বাসায় আছে! আমি না বললেও তুমি আমাকে কি দারুন বুঝতে। আসলেই তোমার তৃতীয় চোখ আছে। আমাদের মঙ্গলের জন্য কত কিছু করতে।😭

আমার কাজের মাঝে মাঝে কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে। আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে তুমি যাও যে সরে-- বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক ওগো দুখজাগানিয়া ॥

জানো মা আজ কালী পূজা। এই প্রদীপ গুলো আমার মায়ের জ্বালানো প্রদীপ গতবছর কালীপুজায়। এখন কোন পূজা পার্বণ, উৎসব, কোলাহল ভালো লাগে না। পৃথিবীটাকেই পর পর মনে হয় 😭

লুকোচুরি লুকোচুরি গল্প

ও তোতা পাখিরে শিকল খুলে উড়িয়ে দিব মাকে যদি এনে দাও!

মা

আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো-- ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥

"আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার" ভীষণ অসহায় লাগে মা আমার!😭 স্থান : রামঠাকুরের আশ্রম, কুমিল্লা। রাসপূর্ণির সময়।

আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ

মা নামক ঈশ্বরটির অনুপস্থিতি কতটুকু হৃদয় ক্ষরণ হয় তা মা যদি অনুভব করতে পারতো তবে আমাদের এই কষ্টটা পেতে দিতো না!😭 পূজা মন্ডপের দিকে তাকালে নিজের খুব ছন্নছাড়া মনে হয়!

কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন! তোমার পঞ্চমীর এই লেখাটা দেখে মনে হয়েছিলো পূজাটা শুরু হয়ে গেছে কিন্তু আমি এখনও যেতে পারছি না! কবে যাবো সেই আগ্রহ বেড়ে গিয়েছিলো। আজ শুভ পঞ্চমী মা! খালি মনে হচ্ছে আমি আসলে কোথায় যাবো! কোথায় গেলে তোমারে পাবো! তুমি কি আসলেই নেই!😭 আর পারছি না মনে হয়!

মা

মা -কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম! সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম!

চরণ ধরিতে দিয়ো গো আমারে ০৯/১০/২০২২ মা তুমি দরজার চৌকাঠে দাড়িয়ে, আমি তোমারে চোখে জল নিয়ে নমস্কার দিয়ে লিফটে উঠলাম। তোমার চোখেও জল। লিফটে উঠতেই অপুদা আমার সামনে দাঁড়ানো সেই জন্য দেখতে পারছিলে না। উঁকি দিয়ে আমাকে আবার দেখলে। জানো মা তোমাকে ছেড়ে যাওয়া কোন বার আমার ভালো লাগতো না। বুকটা ফেটে যেতো। আবার কত মাস পর দেখা হবে জানি না এটা ভেবে বুকটা ফেটে যেতো। তোমার পা ছুঁয়ে শেষ নমস্কার এটা জানতাম না! তোমার সাথে এটাই শেষ দেখা আমি জানতাম না! আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গো মা! আগে কানতাম বছরে একবার, বড় জোড় হলে আত্মীয় কেউ মারা গেলে অনুষ্ঠান হলে দুইবার দেখা হতো! তাই কষ্ট পেতাম তুমি আমি দুইজনেই! এখন --- আমি কি করবো বলো! আমি বেশি দেখা তোমার সাথে করতে চাই না! বছরে একবার দেখা হলেই হবে মা 😭

মা

কাঁদিছে চাতক কার তরে সুখ যে জীবন নাহি স্মরণে ২০ শে সেপ্টেম্বর, ২০২২!

I want my Maa … I miss your voice. I miss your smile. I miss how much you loved me. I miss you so much. 😭