Md Milon Mridha
আমার সংবিধানে অসম্ভব বলতে কোন শব্দ নেই
যা আছে সবই আমার চেষ্টা.......
আমার টাকায় আমার সেতু স্বপ্নের পদ্মা সেতু🌠🇧🇩
শুভ উদ্বোধন🎉, ২৫ জুন ২০২২✨🎆
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ।
"বাঙালির আত্মনির্ভরশীলতার স্বপ্ন
পূরণ করলে তুমি দেশরত্ন "
২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন
আমাদের স্বপ্নের পদ্মা সেতু❤️
আমাদের টাকায়
আমাদের সেতু🥰
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ।
সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও দুর্যোগ দুর্বিপাকে, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের পাশে ৭৩ বছর।
প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হোক।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন, সিলেট জেলা সার্কিট হাউজে, সিলেট বিভাগের সম্প্রসারিত বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভাশেষে সিলেট জেলার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এবং ত্রানসামগ্রী বিতরণ শেষে হযরত শাহ জালাল (রাঃ) ও হযরত শাহ পরান (রাঃ) এর মাজার জিয়ারত এবং বন্যা কবলিত এলাকার জনগণের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া ও মোনাজাত করেন।
সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা……,,,
ঝড়, বৃষ্টি কিংবা রোদে সবসময়ই একটি অদৃশ্য ছাতা থাকে মাথার উপর। আর এই অদৃশ্য ছাতাটি হল বাবা। কারণ বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে অন্ধকারের আলোকরেখা, বাবা মানে নির্ভরতা, বাবা মানে পথপ্রদর্শক। যিনি সারাজীবন সন্তানকে পরমযত্নে আগলে রাখেন তার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস এই বিশেষ দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা।
অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা কে।❤️
৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন মন্ত্রসভায়।
আপনার হাত ধরে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
৭ জুন
ঐতিহাসিক ছয় দফা দিবস
"ছয় দফার প্রশ্নে কোন আপোষ নাই "
বঙ্গবন্ধুর দেওয়া ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
বাংলাদেশে বর্তমানে সর্বমোট বিভাগ ১০টি। আগের ৮টিঃ- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ এবং নতুন ২টিঃ- পদ্মা ও মেঘনা।
পদ্মা বিভাগঃ- ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা নিয়ে গঠিত।
মেঘনা বিভাগঃ- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা নিয়ে গঠিত।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতেও আসিনি।
আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম-
সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।''
—কাজী নজরুল ইসলাম
বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
প্রথম আলোসহ বিভিন্ন মিডিয়ার ভাষ্যমতে ছাত্রলীগের হাতে অস্ত্র ছিলো আর ক্যাম্পাসে ফুল হাতে এসেছিলো ছাত্রদল !
ছবিতে রজনীগন্ধার স্টিক হাতে ছাত্রদলের মিছিল 🙄....
ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি।
২, ৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কি।
কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে পদ্মাসেতু কি।
সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতু কি।
প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খুজে না পাওয়া বাবা মা জানে পদ্মা সেতু কি।
পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাড় করানো হয়েছে।
"শেখ হাসিনা, জনগণমননন্দিত নেত্রী
আমাদের শাশ্বত ফিনিক্স পাখি তুমি
অগ্নিস্নানে শুচি হয়ে বারবার আসো
তুমি ভূমি কন্যা- তুমি প্রিয় মাতৃভূমি।"
আলহামদুলিল্লাহ
ধন্যবাদ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
ঈদ মোবারক ❤️
প্রিয় জন্মভূমি বাংলাদেশের ছোট বড় সকল ভাই-বোন এবং বন্ধুদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা❤️
হাজারো প্রতিকূলতার মাঝে-ও ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমতা, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে ঈদ হোক অহিংস, আধুনিক, কল্যাণধর্মী ও স্বপ্নময় বিশ্ব গড়ার প্রেরণা। আবারও সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
শুভ জন্মদিন ...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল।
যেমন ছিল প্রানের উচ্ছ্বাস.... ঠিক তেমন ছিল স্মৃতিতে শৈশব ও কৈশোরের দীপ্তিময় পদচারণা... ❤️
নালার নোংরা পানি থেকে টেনিস বল উঠিয়ে ৩টা বাউঞ্চ দিয়ে জীবাণু মুক্ত করে খেলা করা আমি সেই জেনারেশন 🙂
সেই দিন চলে এসেছে যখন আমরা ছোটো ছিলাম ঝড়ের রাতে পরের দিন ভোর বেলায় আম কুড়োতে যেতাম
যোগ্যতা থাকলে একদিন পদ-পদবী পাবো।
ইনশাআল্লাহ্
নেতা অনেকই হয়, নেতৃত্ব অনেকেই দেয়
কিন্তু কর্মিদের জন্য ভূমিকা সবাই রাখতে পারেনা।
সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপোষহীন বাংলাদেশ ছাত্রলীগ..✌️✌️✌️
প্রিয় Al-Nahean Khan Joy ভাই❤️
আপনার সুনিপুণ নেত্রীত্বগুন দেখে যেমনি পুরো দেশবাসী বিমোহিত হয়েছে,তেমনি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা হয়েছি গর্বিত✌️✌️✌️
বড়াকোঠা ইউনিয়ন ছাত্রলীগের ৯ টি ওয়ার্ডের সম্মেলন।
#১,২,৩ নং ওয়ার্ড, ২৭/০৩/২০২২
স্হানঃ বি.কে মাধ্যমিক বিদ্যালয়।
সময় বিকেল ৩ ঘটিকায়।
# ৪,৫,৬ নং ওয়ার্ড, ২৯/০৩/২০২২
স্হানঃ বড়াকোঠা ইউনিয়ন হলরুম
সময় বিকেল ৩ ঘটিকায়।
#৭,৮,৯ নং ওয়ার্ড ৩০/০৩/২০২২
স্হানঃ চথলবাড়ি হাই স্কুল।
সময় বিকেল ৩ ঘটিকায়
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Barishal
Thank you for your kind-hearted donation.💖 Your support means the world us and will go a long way🤲
Barisal Sadar
Barishal, 8200
সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব