আতিকুর রহমান

আতিকুর রহমান

You may also like

Obaydur Rahman Rakib
Obaydur Rahman Rakib

সদস্য সচিব,
গনঅধিকার পরিষদ।
ভোলা জেলা। রাজনীতি নিজের জন্য করি না দেশের জন্য ও দেশের জনগণের জন্য করি।

21/06/2024

এই ছবিটা Beijing University of Science and Technology এর গ্রাজুয়েশন অনুষ্ঠানের।

এখানে একজন ছাত্রী শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে বক্তব্য দিচ্ছেন কমেন্টসমেন্টে ।

হঠাৎ সামান্য করে বৃষ্টি শুরু হলে একজন অধ্যাপক এবং শিক্ষক নেতা ছাতা ধরেন ছাত্রীর মাথার উপরএবং পুরো বক্তব্যের সময়টাতে তিনি ছাতা ধরে ছিলেন।

শিক্ষকদের মন হতে হয় আকাশ সমান উদার।

একজন ভাল শিক্ষক হাজার হাজার ভাল এবং দক্ষ মানুষ তৈরি করতে পারেন।

চীনে পড়াশোনা করার কারণে অনেক Professor এর এমন আচরণ দেখেছিলাম মাঝে মধ্যে চিন্তা করতাম এরা এতো High Profile হওয়ার পরেও এদের মধ্যে বিন্দু মাত্র ইগো নেই।

কপি পোস্ট

16/06/2024

মুসলিম জাহানে ঈদের আনন্দ, গা*জায় বেঁচে থাকার লড়াই

13/06/2024

মনে রাখবেন-
কর্মফল খুব ভয়ানক জিনিস, আজ আপনি যা করবেন কাল তা'ই ফিরে পাবেন" আতিক রহমান

03/06/2024

কম হাসা.....কম খাওয়া।
কম কথা বলা।
ইবাদতের সমতুল্য।
হযরত মুহাম্মাদ (সঃ)

27/05/2024

১৫ লক্ষ অটোরিকশা নিষিদ্ধ করার আগে ২৬ লক্ষ ভারতীয় চাকুরীজীবীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে,,,,, শুধু শেয়ার হবে।

25/05/2024

প্রথমে পাট, তারপর চামড়া তারপর চা। পরবর্তীতে হবে তৈরি পোশাক। এভাবেই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলে আসছে।আর আমাদেরকে দেখাবে চারিদিকে উন্নয়ন।

Photos from আতিকুর রহমান's post 24/05/2024

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গণঅধিকার পরিষদ এর শোক প্রকাশ।
এসময় গণঅধিকার পরিষদের পক্ষ শোক বইয়ে স্বাক্ষর করেন গণঅধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর। উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এসময় গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে স্বাগত জানান ইরানি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মানসুর চাভুশি, সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক শাখা) জাভেদ আশকারি এবং কনস্যুলার & ইকোনমিক এফেয়ার্সের কর্মকর্তা মাহমুদ খোশরাভি।

12/05/2024

ভয় পেয়ো না আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে..... আতিক রহমান

13/04/2024

এইটা বাংলাদেশ 😯 অসাধারণ সুন্দর ☺️🌼
📌মঙ্গল সিকদার, লালমোহন, ভোলা।

29/03/2024

'একাকীত্ব' আর 'নি:সঙ্গতা' কিন্তু এক কথা নয়!
যেমনটি এক নয় 'দূরে থাকা' আর 'দূরে দূরে থাকা'!!

27/03/2024

হয়তো কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা বা আদরের সন্তান, কারো ভাই বা কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায় নিতে হয়, মন রাখতে হয়। শ্যাম-কূল দু'টো রাখতে গিয়ে কখনযে ধুসর রঙে নিপতিত হয়ে যেতে হয় নিজেও জানে না। ভাল থাক পুরুষ নামের বটবৃক্ষরা। আতিক রহমান

23/03/2024

আজ আমার বাবার দ্বাদশ মৃত্যুবার্ষিকী। ২৩-০৩-২০১২ তারিখে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায়।
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেনো আমার বাবাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন। 🤲🥲

21/03/2024

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।
♦♦সংগৃহীত♦♦

19/03/2024

বাংলাদেশের জমিনে এমন হাজার হাজার লাখ লাখ আলেম দরকার....

18/03/2024

ঘুমানো আগে মহান আল্লাহর কাছ ক্ষমা চেয়ে নিও, হতে পারে
এটাই তোমার জীবনের
শেষ ঘুম ।
-হযরত মুহাম্মাদ (সাঃ)

22/02/2024

•—জীবন খুবই সংক্ষিপ্ত'___♡!!- আতিক রহমান

21/02/2024

২১ বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে ।
- প্রতিটি নিশ্বাসের জন্য
নেকি লেখা হয়।
- সুবাহানাল্লাহ্

21/02/2024

ঐ হাত দুটি বেশি দামি ।
- যে হাত আল্লাহর
কাছে ক্ষমা প্রার্থনা করে।

20/02/2024

আল্লাহ চাইলে আমাকে
আরো খারাপ রাখতে পারতো।
- আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

19/02/2024

জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে ,
বোকা ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে ।

19/02/2024

বিপদ যতই বড় হোক না কেন ।
- আল্লাহর রহমত
তার চেয়ে অনেক বড়।

18/02/2024

“আমার তো ভিসার মেয়াদ শেষ। মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে”

গত রমযানের বক্তব্য😢

17/02/2024

পানি পান করার শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলা প্রিয় নবীজির সুন্নাত।

13/02/2024

শক্তিশালী সে,
যে রাগের সময় নিজেকে
নিয়ন্ত্রণে রাখতে পারে ।

12/02/2024

ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান ,
যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে ,আর সে ব্যক্তিই নির্বোধ,যে সর্বদাই নিজেকে বড় ভাবে।

09/02/2024

অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। আতিক রহমান

08/02/2024

আজ পবিত্র শবে মেরাজ।

08/02/2024

"শোক সংবাদ"
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে লালমোহন সাবরেজিস্টার অফিসের প্রাক্তন দলিল লেখক । মৌলবী মোঃ আমির হোসেন পাটওয়ারী তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

06/02/2024

বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক🌷

Want your public figure to be the top-listed Public Figure in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বাংলাদেশের জমিনে এমন হাজার হাজার লাখ লাখ আলেম দরকার....
“আমার তো ভিসার মেয়াদ শেষ। মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে”গত রমযানের বক্তব্য😢
জাতীয় পার্টি পুরুষরা করে নাকি মহিলারা করে জানি না, কোন বিবেকবোধ সম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না-নুরুল হক নুর#GOP...
আল্লামা তারেক মনোয়ার সাহেব, গজারিয়া লালমোহন ভোলা
খালেদা জিয়ার বয়স ও অসুস্থতা নিয়ে কথা বলছেন  ভিপি নুরুল হক নুর।
আহ কি জীবন, বাচ্চা ছেলেটা জানে না যে তার বাবা আর নেই।
বিশ্বজয়ী কোরআনে হাফেজের সাথে , পু'লি'শে'র এরকম আচরণ দুঃখজনক।
মনা, শ্রীলঙ্কা তো আমাদেরকে আজকে ফুউউউউল না/গি/ন না/গি/ন করে চুনায়ায়ায়া লাগাই দিছে 🐸🏏
বুঝলে বুজ পাতা না বুঝলে তেজপাতা।অটো পাশের ছাত্রী।
কর্নেল এম এ হক এর বিশ্লেষণে নুরুল হক নুর।

Category

Telephone

Website

Address

Bhola Sadar
Barishal
8300

Other Politicians in Barishal (show all)
Ser-E-Bangla A.K. Fazlul Hoque Ser-E-Bangla A.K. Fazlul Hoque
Chakhar
Barishal, 8220

Huq, AK Fazlul (1873-1962) statesman, public leader and holder of many high political posts includi

Md Milon Mridha Md Milon Mridha
Barishal

আমার সংবিধানে অসম্ভব বলতে কোন শব্দ নেই যা আছে সবই আমার চেষ্টা.......

Imran Ahmed Jcd Imran Ahmed Jcd
Barishal

যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখা।।

Sheikh Ferdaus Sheikh Ferdaus
Bamna
Barishal

Assalamu Alaikum 🫡 Welcome to my Official page Follow Me. Thank you❤️

Pankaj Nath MP/Barisal-4 Pankaj Nath MP/Barisal-4
বরিশাল
Barishal, বরিশালজেলা

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Tanvir Ahsan Jovan Tanvir Ahsan Jovan
Barishal

Thank you for your kind-hearted donation.💖 Your support means the world us and will go a long way🤲

S M Zakir Hossain S M Zakir Hossain
Barisal Sadar
Barishal, 8200

সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব

MD Nirob Bapary MD Nirob Bapary
Barishal

President Bangladesh Student League Mehendigonj upoZila

Atikur Rohoman Dipu Atikur Rohoman Dipu
Barishal, 8200

Nuruddin Maruf Nuruddin Maruf
Barishal

নিমপাতার মত জীবন পারলে কারো উপকারে আসি না পারলে কারো ক্ষতি করিনা,,,,,😊

Shuvo Ahmed Shuvo Ahmed
Mehendigonj Barishal
Barishal, SHUVO2002

Muhammad Maruf Muhammad Maruf
Barishal