BD Clean - Barishal University
We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind
"বিডি ক্লিন: পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"
নাম: পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।
ভিত্তি: স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।
প্রতিষ্ঠাতা: Farid Uddin (ফরিদ উদ্দিন)
শ্লোগান: "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"
প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যা: ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৩ পর্যন্ত) ৪৪ হাজারের অধিক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়াঁ স্যার কে পরিবেশের বন্ধু গাছ দিয়ে অভিনন্দন জানায় #বিডি_ক্লিন_বরিশাল_বিশ্ববিদ্যালয় টিমের একটি প্রতিনিধি দল।
আমরা বিশ্বাস করি পরিচ্ছন্ন বরিশাল বিশ্ববিদ্যালয় গড়তে আপনার ভূমিকা হবে অনুকরণীয় ও দৃষ্টান্ত। পরিচ্ছন্ন বরিশাল বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিন আপনার সাথে থাকবে সব সময়।
অভিনন্দন ও শুভকামনা রইলো।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস ও #জাতীয়_শহিদ_দিবস
মাতৃভাষা রক্ষায় রক্তদান আর আত্মত্যাগের ইতিহাস প্রাজ্জ্বল অমলিন। সেদিন বিশ্ববুকে অনন্য এই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। রক্তোজ্জ্বল ঐ পলাশ আর শিমুল ফোটা দিনেও বুকভরা কষ্ট চেপে আমাদের গাইতে হয় "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি"
শোক বিহ্বল আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালি জাতিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় যে দিন; আজ সেই অমর একুশে।
এগিয়ে চলার প্রত্যয় আর লাখো প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সাহস সঞ্চারের দিন আজ। আজকের দিনটি বাঙালি জাতির পাশাপাশি তাবৎ পৃথিবীর মানুষের জন্য ভাষাপ্রেমের চেতনায় শানিত হওয়ার দিন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
চলুন আজ থেকেই ভাষা প্রয়োগে সচেতন থাকতে প্রতিজ্ঞা করি। আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস থেকেই সবাই মিলে শপথ গ্রহন করি, েকে_এমন_কোনো_ভাষার_ব্যবহার_করবোনা_যা_আমাকে_আপনার_থেকে_দূরে_ঠেলে_দিবে।
আসুন এই একুশ থেকেই সবাই মিলে শপথ গ্রহন করি, #একদিনের_সম্মান_প্রদর্শন_নয়_বরং_শহিদ_মিনারের_ভাবগাম্ভীর্যপুর্ণ_মর্যাদা_রক্ষা_করি_বছরের_৩৬৫_দিন
#ভাষা_শহীদদের_আত্মত্যাগের_প্রতি_বিনম্র_শ্রদ্ধা
#শ্রদ্ধান্তে_অটুট_থাকুক_মর্যাদাবোধ_একই_সাথে_ভাষার_ব্যবহার_হোক_পরিচ্ছন্ন।
#ভাষা_শহীদ ুশে
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
#বিনম্র_শ্রদ্ধা #২১শে_ফেব্রুয়ারী২০২৪
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
৩ শতাধিক বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহনে পরিচ্ছন্ন হচ্ছে "নোয়াখালী খাল"।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
#নোয়াখালী #চৌমুহনী #বেগমগঞ্জ
পৃথিবীতে সর্বাধিকবার উচ্চরিত শব্দগুলোর মধ্যে অন্যতম একটি শব্দ ভালবাসা। ভালবাসার কোনো রং, বর্ন অথবা গন্ধ নেই। আছে শুধুই অনুভূতি। যার শক্তিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত জয় করা যায়। আজ সেই ভালবাসার দিন। বিশ্ব ভালবাসা দিবস।
হয়তো অনেকেই এই দিনটিকে সেলিব্রেট করতে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুড়ে বেড়াবেন বিভিন্ন পর্যটন কেন্দ্র, পার্ক, নদীর তীর অথবা শহর ছেড়ে দুড়ে কোথাও প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিলাসে মুগ্ধ হয়ে কাটাবেন স্বস্তির সময়।
কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে, অনেক ক্ষেত্রেই যত্রতত্র থুতু, বাদাম-কলার খোসা, চিপস-সিগারেটের খালি প্যাক, ওয়ান টাইম কাপ, পানের পিক, পলিথিন, খাবার অথবা নিজেদের ব্যবহৃত উচ্ছিষ্টাংশ ফেলে মন আনন্দে উপভোগ করা প্রকৃতির সেই অপার সৌন্দর্যকেও আমরা নোংরা করে রেখে আসবো নিজ অসচেতনতায়।
নিজেদের অজান্তেই চারপাশের পরিবেশ হয়ে উঠবে অপরিচ্ছন্ন। সৃষ্টি হবে দুর্গন্ধ, দুষিত হবে পরিবেশ, ছড়িয়ে পড়বে মারাত্মক সব রোগ জীবাণু।
বিমোহিত হয়ে এই আমরাই যেমন হারিয়ে যাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে, আবার তেমনি অবলীলায় নষ্ট করি প্রিয় মাতৃভূমির মনোমুগ্ধকর সৌন্দর্য।
আসুন, ভালবাসা দিবসে শুধুমাত্র প্রিয়জনকে ভাল না বেসে দেশকেও একটু ভালবাসি। চারপাশ পরিচ্ছন্ন রেখে দেশের প্রতি ভালবাসা প্রদর্শনে চলুন সবাই মিলে প্রমাণ করি "পরিচ্ছন্নতা শুরু হোক ভালবাসার সাথে"
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
এগিয়ে যাচ্ছে #বিডি_ক্লিন_বরিশাল_বিশ্ববিদ্যালয়
এগিয়ে যাবে, যতক্ষণ আছে এ দেহে প্রাণ।
এক ঝাঁক তারুণ্য, যারা অক্লান্ত পরিশ্রমী, প্রতিনিয়ত ভয়কে করছে জয়, মুখে হাঁসি বুক ভরা সাহস নিয়ে বিজয়ের নেশায় এগিয়ে যাচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশেরে স্বপ্ন সৈনিকেরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ( রুটিন দায়িত্ব) স্যার এর আমন্ত্রণে বিডি ক্লিন তারুণ্যেরা কাজ করে যাচ্ছে পরিচ্ছন্ন বরিশাল বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে।
বিডি ক্লিন যোদ্ধাদের অনুপ্রাণিত
করতে পরিছন্নতার শপথ বাক্য পাঠ করান :
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া স্যার
#মাননীয়_উপাচার্য_বরিশাল_বিশ্ববিদ্যালয় (রু.দা)।
উপস্থিত ছিলেন
ড. আব্দুল কাইউম স্যার
#প্রক্টর_বরিশাল_বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকগণ।
আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
#বিডিক্লিন
#বিডিক্লিনবরিশালবিশ্ববিদ্যালয়
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
অভিনন্দন #বোর্ড_অফ_বিডি_ক্লিন
আপনাদের বিনয়ী নেতৃত্ব আর বিচক্ষণ দিক নির্দেশনার কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করেই বিডি ক্লিন সদস্যগণ গড়ে তুলবে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ।
আমাদের বিশ্বাস, আপনাদের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতাপূর্ন মনোভাব, সুদুরপ্রসারি সৃষ্টিশীল চিন্তা এবং কঠিন কঠিন সব প্রতিবন্ধকতা অতিক্রমের অদম্য মনোবল বিডি ক্লিন কে তার লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে।
#জহিরুল_ইসলাম_রবি
প্রধান সমন্বয়ক, বিডি ক্লিন
#মাসুদুর_রহমান
উপ-প্রধান সমন্বয়ক, বিডি ক্লিন
#তামিম_হোসেন
হেড অফ আইটি এন্ড মিডিয়া, বিডি ক্লিন
#আব্দুল_আজিজ_রকি
হেড অফ লজিস্টিকস্, বিডি ক্লিন
#রায়হান_মাহমুদ
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - রাজশাহী
#আকারাম_হোসেন
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - রংপুর
#শাহাদাৎ_হোসেন_কায়েশ
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - ময়মনসিংহ
#সুদেব_বিশ্বাস
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - খুলনা
#মোহাম্মদ_ফরহাদ
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - চট্টগ্রাম
#মাসুদুর_রহমান
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - বরিশাল
#তারিকুজ্জামান_তোহা
আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন - সিলেট
অভিনন্দন ও শুভ কামনা আপনাদের জন্য
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
দেশ আমাদের একটাই, হোক পরিচ্ছন্ন পরিচয়
পরিচ্ছন্নতা হোক নতুন বছরের নতুন অঙ্গীকার
বিগত দিনের সকল সফল গল্পগুলোকে পেছনে রেখেই বরণ করে নিতে হবে নতুন বছর। নতুন বছরে নতুন করে সফলতার ঝুড়ি পূর্ণ করতে এগিয়ে যেতে হবে নতুন উদ্যমে।
নতুন বছরের নতুন অঙ্গীকারে নিজ নিজ অবস্থান থেকে প্রিয় বাংলাদেশের ১৬ কোটি মানুষের মননে গেথে দিব পরিচ্ছন্নতার বার্তা।।
‘‘নতুন বছরে জাগ্রত হোক পরিচ্ছন্নতার নতুন অধ্যায়
সুখে-দুঃখে যেভাবেই কাটুক আগামী, দেবোনাকো অপরিচ্ছন্নতাকে প্রশ্রয়’’।
#2024
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
বলুন তো!!
জায়গাটি কোথায়?
পরিচ্ছন্নতার আনন্দে ভরে উঠুক আপনার বড় দিন।
২৫ ডিসেম্বর মহামানব যিশু খ্রিষ্টের জন্মদিন। সকল ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় যিশু খ্রিষ্টের।
মহামানব যিশু খ্রিষ্টের জন্মদিন বা খ্রিষ্টমাস, যা খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আদিযুগীয় খ্রিষ্টানদের বিশ্বাস, খ্রিষ্টমাসের এই পবিত্র তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু।
পৌরাণিক এই দিনে আপনার হৃদয় ভরে উঠুক পরিচ্ছন্নতার আনন্দে, উল্লাসে।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন পুরণে দেশ পরিচ্ছন্নতায় অগ্রগামী স্বপ্নবাজ তারুণ্যকে অনুপ্রাণিত করতে হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড, #চিরকুট
বিডি ক্লিন পরিবার এর পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে নিরলস শ্রমের মাধ্যমে সকল নাগরিকের যত্রতত্র ময়লা ফেলার মানসিকতা পরিহার করিয়ে বিশ্ব মানচিত্রে #পরিচ্ছন্ন দেশ হিসেবে একে দিব #বাংলাদেশ এর নাম।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
শুভ জন্মদিন
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
নিয়েছি শপথ গড়বো দেশ
পরিচ্ছন্ন রাখবো বাংলাদেশ।
এ মহান বিজয়ের সাথে মিশে আছে লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগ৷ এ আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, আমাদের চলার পথ, আমাদের চেতনা৷
১৯৭১ যেনো বারবার মনে করিয়ে দেয় আমরা বাঙ্গালী জাতি, নিজের দেশের জন্য সবই করতে পারি। তাই তো লাখো শহীদের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড।
কিন্তু কথায় বলে নিজের কষ্টে অর্জিত না হলে আমরা তার মর্ম বুঝিনা তাইতো স্বাধীন এই ভূখণ্ডকে দিনের পর দিন নোংরা করে চলছি।
আমরা কি পারিনা আমাদের এই দেশটি সুন্দর করে সাজিয়ে রাখতে?
চলুন না ‘‘ আজ থেকে আর একটি ময়লাও যত্রতত্র নয়"।
যারা আমাদের শিখিয়েছেন দেশপ্রেম, সে সকল মানুষের প্রতি সম্মান রেখে প্রিয় বাংলাদেশকে সাজাই নতুন এক রূপে।
#মহানবিজয়দিবস
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
মহান বিজয়ের ৫৩ বছরে ৫৩ টি পরিচ্ছন্ন বাগান
জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি
বিডি ক্লিন এর বিনম্র শ্রদ্ধা, বিনয়ী সম্মান।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
আজ ১৪ ডিসেম্বর ‘‘শহীদ বুদ্ধিজীবী দিবস’’
"জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা"
১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কতৃক আলবদর-রাজাকারদের ষড়যন্ত্রের মাধ্যমে প্রিয় মাতৃভুমি বাংলাকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বাঙালি জাতির মেধাবী নেতৃত্ব, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশের সকল গুনীজন ও বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।
এ দিনেই আমরা হারিয়েছি আমাদের দেশবরেণ্য সকল মেধাবী সন্তান কে।
আমরা বিডি ক্লিন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ স্বশ্রদ্ধচিত্তে স্মরন করছি।
#শহীদবুদ্ধিজীবীদিবস
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
#বিডি_ক্লিন_৭ম_জাতীয়_সমন্বয়ক_সম্মেলন_২০২৩
ও
#বিডি_ক্লিন_দ্বিতীয়_জাতীয়_নির্বাচন_২০২৩
এক, দুই, তিন করে ইতিমধ্যেই বিডি ক্লিন অতিবাহিত করেছে ৭ বছর। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজন "বিডি ক্লিন ৭ম জাতীয় সমন্বয়ক সম্মেলন ও জাতীয় নির্বাচন"। আগামী ১৫ ডিসেম্বর দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকাস্থ তেজগাঁওয়ের আলোকী অডিটোরিয়ামে। সারাদেশের সকল বিডি ক্লিন সমন্বয়কগণ এই সম্মেলনে অংশগ্রহন করবেন।
সম্মেলনের পাশাপাশি এবারের মূল আকর্ষণ #বিডি_ক্লিন_দ্বিতীয়_জাতীয়_নির্বাচন_২০২৩। ৭ম সমন্বয়ক সম্মেলনে অংশগ্রহনকৃত বিডি ক্লিন উপজেলা, জেলা ও বিভাগীয় সমন্বয়কগণের প্রত্যক্ষ ভোটেই আগামী ২ বছরের জন্য নির্বাচিত হবে বিডি ক্লিন এর #প্রধান_সমন্বয়ক #হেড_অফ_আইটি_এন্ড_মিডিয়া ও #হেড_অফ_লজিস্টিকস।
#বিডিক্লিন৭মজাতীয়সমন্বয়কসম্মেলন২০২৩
#বিডিক্লিনদ্বিতীয়জাতীয়নির্বাচন২০২৩
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Fakir Bari Road
Barishal, 8200
��� Let humanity evolve���
New Sadar Ghat Road, Hathkhola
Barishal, 8200
বরিশাল জেলার সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ?
Kazlakathi, Darial, Bakergonj
Barishal
Tasenuddin Talukder Foundation (TTF) is a not-for-profit charity organization.
Barisal, Barisal Sader
Barishal, 8200
It’s a Charity Fundation.We love to help poor and needy people so their happiness is our desire.
Barguna
Barishal, 8700
সুবিধা বঞ্চিত এতিম শিশু ও প্রতিবন্ধীদের জন্য ডোনেট করুন। নিবন্ধন নং 382/05 বিস্তারিত rupsa.net/donate