𝐹𝑎𝑡𝑖𝑚𝑎𝑡𝑡𝑜𝑧 𝑧𝑎𝒉𝑎𝑟𝑎 𝑚𝑢𝑘𝑡𝑖

𝐹𝑎𝑡𝑖𝑚𝑎𝑡𝑡𝑜𝑧
𝑧𝑎𝒉𝑎𝑟𝑎 𝑚𝑢𝑘𝑡𝑖

� Islam is a religion of peace �

13/04/2023

#শুভ_নববর্ষ_১৪৩০

‘‘ধমনীতে অবারিত বাংলা, চিত্তে মম জননী
মননে পরণে বাজুক, পরিচ্ছন্নতার ধ্বনি’’

#পরিচ্ছন্নতার_অঙ্গীকারে_শুরু_হোক_নতুন_বছর

বৈশাখের আগমন মানেই বাঙালীর প্রাণে প্রাণে আনন্দ আর বাধভাঙ্গা উল্লাসের হাতছানি। চারিদিকে রঙ বেরঙের বাহারি আনন্দ যেন পুরাতন সকল গ্লানিকে মুছে দিয়ে নতুন উদ্যমে কর্মচঞ্চলতা শুরু করার এক নতুন আহ্বান।

পুরনোকে পেছনে ফেলে নতুন একটি বছরকে বরণ করে নিতে কমবেশি সবাই মিলে মেতে উঠি বর্ষবরণের উল্লাসে। আনন্দ আর উল্লাসের পাশাপাশি নতুন বছরকে ঘিরে সবারই থাকে নতুন নতুন অঙ্গীকার। হাজারো সেই অঙ্গীকারের ভীড়ে অন্ততঃ পরিচ্ছন্নতার অঙ্গীকার হোক সবার জন্য।

পরিচ্ছন্নতার অঙ্গীকারেই শুরু হোক আমার ও আপনার নতুন বছর।

#বিডি_ক্লিন

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

26/03/2023

রক্ত দিয়ে যারা আমাদের, দিয়েছে স্বাধীন দেশ
শুধিতে সেই রক্তের ঋণ, গড়ে দিবো পরিচ্ছন্ন বাংলাদেশ

২৬ মার্চ, ১৯৭১। একটি দৃঢ় ঘোষণা "আজ থেকে বাংলাদেশ স্বাধীন"। সেদিন থেকে বিশ্বের বুকে নাম লেখা হয় একটি নতুন দেশের। বাংলাদেশ। সেদিন থেকেই আমরা স্বাধীনতা পেয়েছি, পেয়েছি প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তবে এই স্বাধীনতা অর্জনে রয়েছে লাখো প্রাণের আত্মহুতি।

শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। যারা আমাদের উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ।

ভালবাসি বাংলাদেশ, ভালবাসি অনেক বেশি। ভালবাসার সর্বস্ব দিয়ে হলেও প্রাণের এই বাংলাদেশকে পরিচ্ছন্ন করে গড়ে তুলতে চাই।

#বিডি_ক্লিন

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

Photos from 𝐹𝑎𝑡𝑖𝑚𝑎𝑡𝑡𝑜𝑧
𝑧𝑎𝒉𝑎𝑟𝑎 𝑚𝑢𝑘𝑡𝑖's post 18/03/2023

আজ ১৭ মার্চ সফলভাবে সম্পন্ন হল বিডি ক্লিন বরগুনার পরিচ্ছন্নতা অভিযান।

আমরা সামাজিক জীব। প্রত্যেক সামাজের নির্দিষ্ট রীতিনীতি আছে। তবে প্রত্যেক সমাজে একটি রীতি একই।সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। রীতি বললেও ভুল হবে। এটি অপরিহার্য।

আমাদের সমাজে এখনও অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেন না। অধিকাংশ মানুষ মনে করেন নিজের বাড়ি এবং পোশাক পরিষ্কার রাখাই যথেষ্ট।কিন্তু তারা ভুলে যান।যে দেশটাও আমাদের সকলের।

এই সম্পর্কে সচেনতা বৃদ্ধি এবং সুন্দর পরিবেশ,সুন্দর এবং পরিচ্ছন্ন দেশ গঠনই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি আমরা।

আমরা কারা,আমারা বিডি ক্লিন বরগুনা। একদল যুবক,তরুণ-তরুণীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা সফল হবেই ইনশাআল্লাহ। এ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বিডি ক্লিন।

#বিডি_ক্লিন

#বিডি_ক্লিন_বরগুনা

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

17/03/2023

১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বিনম্র শ্রদ্ধা।

13/03/2023

সো - অফ এ বিশ্বাসী না কাজে বিশ্বাসী
আমি সমাজের পরিবর্তন চাই বলে আজ অনেকের কাছে দৃষ্টিকটু কিন্তু সত্যিকার অর্থে আমি একজন #ময়লার_ফেরিওয়ালা হতে চাই।

#আমার_লক্ষ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন

#আমি_গর্বিত BD Clean এর গর্বিত সদস্য হতে পেরে।

📸 K.M. Evan

10/03/2023

তুমি গর্জে ছিলে তাই পেয়েছি স্বাধীন স্বদেশ
তোমাতেই উদ্বুদ্ধ মোরা, গড়ে দিবো পরিচ্ছন্ন বাংলাদেশ

ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন -

‘‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ’’

‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’’

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্রনিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাক্সিক্ষত মুক্তির লক্ষ্যে।

#বিডি_ক্লিন

#পরিচ্ছন্নতা_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

Photos from 𝐹𝑎𝑡𝑖𝑚𝑎𝑡𝑡𝑜𝑧
𝑧𝑎𝒉𝑎𝑟𝑎 𝑚𝑢𝑘𝑡𝑖's post 10/03/2023

আজ #বিডি_ক্লিন_বরগুনা এর উদ্যোগে পরিচ্ছন্ন হলো বরগুনা নাথ পট্টি লেকের পশ্চিম মাথা থেকে ডক্টরস কেয়ার ক্লিনিক পর্যন্ত।

যুদ্ধের ময়দানে সৈনিক কখনো রণে ভঙ্গ দেয় না, পিছু হটে না প্রকৃত বীরেরাও। লক্ষ্যে অটুট রেখে শত সহস্র বাধা পেরিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।
বিডি ক্লিন সৈনিকরাও তেমনি লক্ষ্যে অটুট থেকে ঝাড়ু বেলচা হাতে ময়লা এবং অসচেতনতার বিরুদ্ধে যুদ্ধ করে চলছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। যেভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের দেশকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করেছিল। সেভাবেই আমাদের ময়লা এবং সবার মানসিকতার সাথে যুদ্ধ করে আমাদের এই দেশকে আবার স্বাধীন দেশে রুপান্তরিত করতে হবে।

আমাদের পরিচ্ছন্ন মানসিকতাই আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আজ থেকেই তৈরী হোক নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস।

#আসুন_আজ_থেকে_শপথ_করি_আর_একটি_ময়লাও_যত্রতত্র_নয়_নির্দিষ্ট_স্থানে_ময়লা_ফেলি_পরিচ্ছন্ন_দেশ_গড়ি।

#বিডি_ক্লিন

#বিডি_ক্লিন_বরগুনা

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

Photos from 𝐹𝑎𝑡𝑖𝑚𝑎𝑡𝑡𝑜𝑧
𝑧𝑎𝒉𝑎𝑟𝑎 𝑚𝑢𝑘𝑡𝑖's post 10/03/2023

বরগুনা লোক উৎসব উদযাপন পরিষদ ও নাঈম খান ডান্স কোম্পানির উদ্যোগে বরগুনায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো "মাটির টানে বিষখালির পানে" বরগুনা লোক উৎসব ২০২৩।

বাঙালি সংস্কৃতির হারিয়ে যাওয়া নানা অনুষঙ্গ নিয়ে সাজানো হয়েছিলো তিনদিনব্যাপী এই লোক উৎসব।

উৎসবে শৃঙ্খলা টিম হিসেবে বিশেষ দায়িত্ব পালন করে বিডি_ক্লিন_বরগুনা।পরিচ্ছন্নতার বার্তা প্রত্যেকের কাছে পৌছে দিতে গ্রাম বাংলার আবহে নির্মান করা হয় সবুজ স্টল।

"প্লাস্টিক বোতল জমা দিন—উপহার নিন" এই কথাটির যথার্থ ব্যবহার করতে গিয়ে ব্যতিক্রমধর্মী একটি উদ্যােগ নেয় বিডি ক্লিন বরগুনা।একইসাথে উৎসবের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ ডাস্টবিনের ব্যবস্থা করা হয় উৎসব প্রাঙ্গনে। ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস মানুষের মাঝে গড়ে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ।

পরিবেশও বাঙালি সংস্কৃতির অংশ হতে পারে।যদি আমরা তা চাই।পরিবেশকে আগের জায়গায় ফিরিতে নিতে আমাদের আরো কার্যকরী ভূমিকা নিতে হবে।তবেই আমরা আমাদের পূর্ব পুরুষদের স্মৃতির সাথে বসবাস করতে পারবো।

তাই আসুন গ্রাম বাংলার পরিচ্ছন্ন ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসি।পৃথিবীকে আগের রুপে বাঁচতে দেই।তবেই বাঙালির মুক্তি হবে।এ দেশের মুক্তি হবে তখনি।


#লোক_উৎসব_২০২৩
#বিডি_ক্লিন

#বিডি_ক্লিন_বরগুনা

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

09/03/2023

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি লাল সবুজ সোসাইটির শ্রদ্ধা ও শুভকামনা। নারী দিবসের শুভেচ্ছা জানাই আমার সেইসব মায়েদের, যারা জানেই না আজ নারী দিবস!
শুভেচ্ছা জানাই আমার সেইসব মায়েদের, এওয়ার্ড মিলবে না জেনেও যারা হয়ে উঠেছেন নিজের পরিবারের সেরা নারী, যারা আড়ালে আবডালে থেকেও গড়ে তুলেছেন পরিবার নামক ভালোবাসার কারখানা কিংবা যারা হাজারো ত্যাগের মধ্যে দিয়ে প্রতিনিয়ত অন্যকে ভালো রেখে যাচ্ছেন, শুভেচ্ছা জানাই সেইসব মায়েদের!
নারী দিবসের শুভেচ্ছা জানাই আমার সেইসব বোনেদের, যারা ,মানিয়ে নিতে জানেন!
শুভেচ্ছা জানাই আমার সেইসব বোনেদের, যারা সামর্থ্যের কথা মাথায় রেখে নিজের চাহিদা সাজিয়ে রাখেন, যারা কথা দিয়ে আমৃত্যু কথা রাখতে জানেন কিংবা যারা সবটা উজার করে কাছের মানুষদেরকে ভালোবাসতে জানেন, শুভেচ্ছা জানাই সেইসব বোনেদের!
শুভেচ্ছা জানাই সেইসব নারীদের, যুগে যুগে যারা হয়ে উঠেছেন একজন বিশ্বস্ত মা, একজন বিশ্বস্ত বোন, একজন বিশ্বস্ত স্ত্রী কিংবা একজন বিশ্বস্ত প্রেমিকা।
আজকের দিবসটা আপনাদের জন্য 🙂
২০২৩ ইং

Want your organization to be the top-listed Non Profit Organization in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Barishal

Other Charity Organizations in Barishal (show all)
BD Clean - Barishal University BD Clean - Barishal University
Barishal

We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind

Lillah Fund - লিল্লাহ ফান্ড Lillah Fund - লিল্লাহ ফান্ড
Kangshi, Dhamura, Wazirpur
Barishal

Isse Puron Foundation-ইচ্ছে পুরন ফাউন্ডেশন Isse Puron Foundation-ইচ্ছে পুরন ফাউন্ডেশন
Fakir Bari Road
Barishal, 8200

��� Let humanity evolve���

সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী কল্যাণ সমিতি, বরিশাল। সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী কল্যাণ সমিতি, বরিশাল।
New Sadar Ghat Road, Hathkhola
Barishal, 8200

বরিশাল জেলার সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ?

Fullasree FAKIR BARI Foundation Fullasree FAKIR BARI Foundation
Fullashree Fakirbari Road Agailjhara
Barishal, 8241

Tasen Foundation Tasen Foundation
Kazlakathi, Darial, Bakergonj
Barishal

Tasenuddin Talukder Foundation (TTF) is a not-for-profit charity organization.

OneAid Bangladesh OneAid Bangladesh
Barishal

Let's share our hardship and happiness together!

People's help . Foundation People's help . Foundation
Band Road Barishal
Barishal, 8200

Do not feel ashamed if the amount of charity you give is small because to refuse the needy is an act

An Nur Charity Society An Nur Charity Society
Babuganj
Barishal, 8210

কিসে তোমাদের জাহান্নামে নিয়ে আসলো? قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ তারা বলবে ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।

Dinesh Chandra Welfare Foundation Dinesh Chandra Welfare Foundation
Biswas Bhaban , 88 Bazar Road , Barguna
Barishal, 8700

দীনেশ চন্দ্র বিশ্বাস অন্ধকার জনপদে জ্বেলেছেন শিক্ষার আলো।

ইচ্ছে পূরণ ফাউন্ডেশন-Icche Puron Fundation- ইচ্ছে পূরণ ফাউন্ডেশন-Icche Puron Fundation-
Barisal, Barisal Sader
Barishal, 8200

It’s a Charity Fundation.We love to help poor and needy people so their happiness is our desire.