R.H RAC Solution

For any kinds of Refrigeration & Air conditioning working problem just Knock Me.

23/01/2024

কিছু মেকার ভাইয়েরা করে যায় আকামা আমাদের করতে হয় সুকাম ভিশন কোম্পানির ফ্রিজটা দীর্ঘদিন ধরে পড়েছিল প্রথম মেকার ভাইটি গ্যাস চার্জের সময় ডিসচার্জ লাইন ভালো করে ঝালাই না করার কারণে ডিসচার্জ লাইনে ব্লক থেকে যায় পরবর্তীতে সেখান থেকে সব তেল বের হয়ে যায়। ইনশাল্লাহ আমরা সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি।
ফ্রিজে যে কোন সমস্যা ইনশাল্লাহ আমাদের উপর বিশ্বাস করে রাখুন।

23/01/2024

এই স্যামসাং সুন্দরী বিদ্যুৎ(amp1.30)বেশি নিতো
আমরা এই সুন্দরীর অতিরিক্ত বিদ্যুৎ কম খাওয়াতে সক্ষম হয়েছি(amp1.0), এখন থেকে সে ডায়েটে থাকবে, আপনাদের বিদ্যুৎ বিল কম করতে আপনাদের ফ্রিজকে ডায়েটের আওতায় নিয়ে আসুন।

Photos from R.H RAC Solution's post 22/01/2024

আপনার কি মনে হচ্ছে আপনার ফ্রিজের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে তাহলে অতিরিক্ত বিদ্যুৎ বিল কমাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

19/01/2024

আর.এইচ. রেফ্রিজারেশন এন্ড এসি সলিউশন আপনার যে কোন ইলেকট্রনিক সমস্যায় যোগাযোগ করুন

13/01/2024

ফ্রিজ ভালো রাখার সহজ কৌশল জেনে রাখুন:
আমাদের আধুনিক জীবনে ফ্রিজ একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস। তবে ছোটখাটো কিছু ভুলের জন্যই ফ্রিজকে বেশি শক্তি ব্যয় করতে হয়। এতে ফ্রিজ নষ্ট হয়। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন কাজ করলে ফ্রিজের শক্তি কম ব্যয় হবে।
অকারণে দরজা না খোলা:
ফ্রিজের দরজা যত কম খুলবেন; ততই ফ্রিজের ভেতরের অবস্থা ভালো থাকবে। কিছু রাখার জন্য বারবার ফ্রিজ না খুলে একসাথে গুছিয়ে সব একবারে রাখুন বা বের করুন।
পেছনের দেওয়ালে মিশিয়ে না রাখা:
ফ্রিজের পেছনের দেওয়ালে কোনো কিছু ঠেসে রাখা ঠিক নয়। এটি ফ্রিজকে ক্ষতি করে। ফলে বেশি শক্তি ব্যয় করতে হয়। তা ছাড়া সবজি, মাছ, মাংসের জন্যও এটি ভালো নয়।
অতিরিক্ত গরম খাবার না রাখা :
সরাসরি গরম খাবার ফ্রিজে রাখা মোটেও ঠিক নয়। ওই খাবারকে ঠান্ডা করতে ফ্রিজকে বেশি শক্তি অপচয় করতে হয়। এ ছাড়াও গরম খাবার থেকে ফ্রিজে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে।
ফ্রিজের সঠিক টেম্পারেচার আসতে সময় দিন:
তাড়াতাড়ি খাবার ঠান্ডা করার জন্য ফ্রিজের মাত্রা বাড়ানো বোকামি হবে। এতে ফ্রিজের খুব বেশি শক্তি ব্যয় করতে হয়। যাতে ফ্রিজ নষ্টও হতে পারে। তার চেয়ে জিনিস ঠান্ডা করার জন্য পরিমিত সময় দিতে হবে।
দাহ্য পদার্থ থেকে দূরে রাখুন:
চুলা থেকে দূরে রাখুন,ফ্রিজকে অবশ্যই তাপ উৎপন্নকারী বস্তু থেকে দূরে রাখুন। বিশেষ করে চুলা, স্টোভ, ওয়াটার হিটার থেকে দূরে রাখা উচিত।
বাতাসের সংস্পর্শে রাখুন :
এমন জায়গায় ফ্রিজ রাখবেন না, যেখানে ঠিকমত বাতাস পৌঁছায় না। এতে ফ্রিজকে খুব বেশি শক্তি ব্যয় করতে হবে। ফলে খুব দ্রুতই ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে।

Photos from R.H RAC Solution's post 09/01/2024

Fridge Cleaning Tips And Tricks:ফ্রিজ যদি সময়ে সময়ে পরিষ্কার না করা হয়, তাহলে খাবারে সব ধরনের ব্যাকটেরিয়া বাড়তে শুরু করবে।তবে চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ পরিষ্কার করার সবচেয়ে ভাল এবং সহজ উপায়গুলি সম্পর্কে।
1. মেইন সুইচ বন্ধ করুন: ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজের মেইন সুইচ বন্ধ করে দিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এতে পরিষ্কার করার সময় ফ্রিজে কারেন্টের সংযোগ থাকবে না। ফলে আপনি ভালভাবে পরিষ্কার করতে পারবেন।
2.ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করুন:ফ্রিজ পরিষ্কার করতে যেকোনও ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। জলে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে তাতে একটি কাপড় ভিজিয়ে নিন। তারপর সেই কাপড়টি দিয়ে ফ্রিজের প্রতিটি কোণা ভালভাবে পরিষ্কার করুন। ফ্রিজের দাগগুলি সহজে পরিষ্কার হয় না। এক্ষেত্রে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
3.ফ্রিজের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়:অনেক সময় ফ্রিজে খাবার রাখতে রাখতে কিছুদিন পরে ফ্রিজে দুর্গন্ধ হয়। আর সেই গন্ধ খাবারেও ছড়িয়ে পরে। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবে তা হল- একটি পাত্রে বেকিং সোডা বা লেবুর রস মিশিয়ে নিন। তারপর একটি কাপড় তাতে ভিজিয়ে রেখে সেটি দিয়ে ফ্রিজের ভিতরের দেয়াল মুছে দিন।
4.ফ্রিজে আসা পোকা কীভাবে দূর করবেন: ফ্রিজ পরিষ্কার করতে হালকা গরম জল ব্যবহার করুন। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে লবণ দিন এবং কাপড়ের সাহায্যে ফ্রিজটির ভেতর ভালভাবে পরিষ্কার করুন। এতে ফ্রিজে আসা ছোট পোকাগুলি দূর হবে।

08/01/2024

Fridge Cooling Tips: কীভাবে ভাল রাখবেন আপনার ফ্রিজ?
বারবার ফ্রিজের দরজা খোলা ভাল না। বেশি বার ফ্রিজের দরজা খুললে ঠাণ্ডা কম হবে। অনেকেই খাবার গরম অবস্থায় ফ্রিজের ভিতরে রাখেন। এই ভাবে গরম খাবার ফ্রিজের ভিতর রাখলে, খারাপ হতে পারে ফ্রিজ। ফ্রিজ খালি রাখবেন না। ফ্রিজে বেশি করে খাবার রাখুন। ফ্রিজে বেশি খাবার থাকলে ফ্রিজ ভাল থাকবে।

06/01/2024

আপনার ফ্রিজ এবং এসি যে কোন সমস্যার পারফেক্ট সলিউশনের জন্য যোগাযোগ করুন:01887055006
স্বরূপকাঠি নেছারাবাদ, ইন্দেরহাট ,ইন্দুরকানি, বানারীপাড়া সমগ্র বরিশাল

Want your business to be the top-listed Contractor in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Barishal

Other Barishal contractors (show all)
RAC sale and servicing RAC sale and servicing
Barishal Sadar
Barishal