Trusty Food BD

Trusty Food BD

I will provide pure food, such as কাঠের ঘানির দেশি সরিষা ত?

27/03/2024

আলহামদুলিল্লাহ

10/03/2024

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন??
এটা কিসের মধু?

09/11/2023

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে এসেছে পাবনার গাওয়া ঘি, এর ঘ্রান এবং স্বাদ অসাধারণ। কেজি মাত্র ১৩০০/-, বরিশাল সিটিতে হোম ডেলিভারি দেওয়া যাবে, সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো যাবে।

Photos from Trusty Food BD's post 28/09/2023

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, বর্তমানে অধিকাংশ লোকজন মরিংগা পাউডার বা সজনে পাতার গুনাগুন সম্পর্কে জানেন, প্রতিদিন এক চা চামচ সজনে পাতার গুড়া খেলে যেসব উপকারিতা পাওয়া যায় সেগুলো সংখেপে জেনে নেই:
১/ ডায়বেটিস নিয়ন্ত্রণ করে।
২// গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।
৩/ কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪/ উচ্চ রক্তচাপ কমায়।
৫/ হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
৬/ হাড়ের ব্যাথা কমাতে সাহায্য করে।
৭/ ধিরে ধিরে চুল পরা কমায়।
৮/ তক ভাল রাখতে সাহায্য করে।
এরকম অনেক উপকারিতা রয়েছে সজনে পাতায়, আমরা অনেক কম দামে ভাল পণ্যটি দেওয়ার চেষ্টা করি, বরিশাল সিটিতে হোম ডেলিভারি দেওয়া হয়, এক কেজি মাত্র ৭৯০/-।
যোগাযোগ করুন : ০১৭৮৩৯০১৯৬৪

Photos from Trusty Food BD's post 16/09/2023
Photos from Trusty Food BD's post 16/09/2023

আলহামদুলিল্লাহ, Trusty Food BD আপনাদের জন্য এবার নিয়ে এলো ব্রাজিলিয়ান ফ্রেশ চিয়া সিড, একদম ধুলাবালি মুক্ত, চলুন চিয়া সিডের উপকারিতা সম্পর্কে জানা যাক
চিয়া বীজ বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে: পুষ্টিগুণ সমৃদ্ধ: চিয়া বীজ ফাইবার, প্রোটিন, ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজগুলির মতো পুষ্টিতে পরিপূর্ণ, যা এগুলিকে আপনার ডায়েটে একটি পুষ্টিকর সংযোজন করে তোলে। ওজন ব্যবস্থাপনা: তারা তাদের উচ্চ ফাইবার সামগ্রীর কারণে আপনাকে পূর্ণ এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করতে পারে, সম্ভাব্যভাবে অতিরিক্ত খাওয়া কমিয়ে ওজন কমাতে সহায়তা করে। হার্টের স্বাস্থ্য: চিয়া বীজ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে, হৃদরোগের ঝুঁকি কমায়, তাদের ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারকে ধন্যবাদ। রক্তে শর্করা নিয়ন্ত্রণ: চিয়া বীজের উচ্চ ফাইবার এবং প্রোটিন উপাদান রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। হাইড্রেশন: চিয়া বীজ তাদের ওজনের অনেক গুণ পানিতে শোষণ করতে পারে, আপনাকে হাইড্রেট রাখতে এবং ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। হজমের স্বাস্থ্য: চিয়া বীজের ফাইবার নিয়মিত মলত্যাগের প্রচার করে একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে সমর্থন করে। অ্যান্টিঅক্সিডেন্টস: চিয়া বীজে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার কোষকে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করতে পারে। হাড়ের স্বাস্থ্য: এগুলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের একটি ভাল উত্স, যা শক্তিশালী হাড় বজায় রাখার জন্য প্রয়োজনীয়। একত্রিত করা সহজ: চিয়া বীজ বিভিন্ন খাবারে যোগ করা যেতে পারে, যেমন স্মুদি, দই, ওটমিল এবং বেকড পণ্য, এটি একটি বহুমুখী উপাদান তৈরি করে। গ্লুটেন-মুক্ত: চিয়া বীজ প্রাকৃতিকভাবে গ্লুটেন-মুক্ত, এগুলিকে গ্লুটেন সংবেদনশীলতা বা সিলিয়াক রোগের জন্য উপযুক্ত করে তোলে। এই সুবিধাগুলি উপভোগ করার জন্য একটি সুষম খাদ্যের অংশ হিসাবে পরিমিতভাবে চিয়া বীজ খাওয়ার কথা মনে রাখবেন।

জীবন বাঁচানো খাবার স্যালাইন পরিণত হচ্ছে প্রাণঘাতকে, কীভাবে? | Effect of Saline | Medicine | JamunaTV 13/09/2023

জীবন বাঁচানো খাবার স্যালাইন পরিণত হচ্ছে প্রাণঘাতকে, কীভাবে? | Effect of Saline | Medicine | JamunaTV শুধু ব্যবহারের ভুলে প্রাণদায়ক খাবার স্যালাইন পরিণত হচ্ছে প্রাণঘাতকে। অল্প পানিতে স্যালাইন ....

Photos from Hat Bazar's post 15/04/2022

প্রাকৃতিক চাকের মধু এবং চাষের সরিষা ফুলের মধু আছে, যারা খাটি মধু খুজছেন তার যোগাযোগ করুন, নেওয়ার পরে যদি পছন্দ না হয় তাহলে মধু ফেরত নেওয়া হবে, ইনশাআল্লাহ আমার থেকে মধু একবার নিলে বারবার নিবেন।প্রাকৃতিক চাকের মধু আমি দিচ্ছি মাত্র ৯০০/- এবং সরিষা ফুলের মধু আমি দিচ্ছি মাত্র ৫০০/- বরিশাল সিটিতে হোম ডেলিভারি দেওয়া যাবে। বরিশালের বাহিরে কন্ডিশনে মধু দেওয়া যাবে। অর্ডার করুন, ০১৭৮৩৯০১৯৬৪

Photos from Hat Bazar's post 25/12/2021

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য নিয়ে এসেছি এ গ্রেড কালোজিরা ফুলের মধু, ইনশাআল্লাহ আমার কাছে খাটি মধু পাবেন, যদি কোনো প্রকার ভেজাল প্রমান করতে পারেন তাহলে মধু ফেরত নেওয়া হবে এবং টাকা ফেরত দেওয়া হবে।এক সাথে এক কেজি অর্ডার করলেই পাচ্ছেন মাত্র ৯০০/- টাকায়। যোগাযোগ করুনঃ 01783901964
01626728955

Photos from Hat Bazar's post 24/12/2021

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ, এবার আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিজনের সরিষা ফুলের মধু, অনেক কম দামের মধ্যে পাচ্ছেন এই নতুন সিজনের সরিষা ফুলের মধু, এক কেজি এক সাথে নিলেই পাচ্ছেন মাত্র ৪৫০/-।, বরিশাল সিটিতে হোম ডেলিভারি দেওয়া যাবে, কুরিয়ারের মাধ্যমেও মধু পাঠানো যাবে। আলহামদুলিল্লাহ আপনারা আমার কাছে ১০০% খাটি মধু পাবেন, মধুর গুনগত মান নিয়ে কোনো আপোষ নেই, ইনশাআল্লাহ আমার থেকে মধু একবার নিলে বার বার নিবেন। যোগাযোগ করুন ঃ ০১৭৮৩৯০১৯৬৪
০১৬২৬৭২৮৯৫৫

Photos from Hat Bazar's post 19/11/2021

ভালো মানের টাংগাইল শাড়ি আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন, একাধিক কালার আছে, দোকানের থেকে অনেক কম মূল্যে ক্রয় করুন।

10/10/2021

আপনাদের জন্য অনেক কষ্ট করে খাটি মধু সংগ্রহ করেছি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন। ০১৭৮৩৯০১৯৬৪
কেজি ৯০০/- সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

Photos from Hat Bazar's post 05/08/2021

রান্নায় সরিষার তেল ব্যবহারে ৭ রোগের ঝুঁকি কমে:::
সরিষার তেল সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভর্তা তৈরিতে ও সর্দি-কাশি ভালো করতে গায়ে মেঘে থাকি। তবে আমরা অনেকেই জানি না যে, রান্না ও চিকিৎসায় সরিষার তেল ব্যবহার করা হয়।

এ তেলের সুগন্ধ রান্নার স্বাদ বাড়ায়।এ ছাড়া সরিষার তেল স্বাস্থ্যকর ফ্যাট শরীরের নানা উপকার করে। আয়ুর্বেদ চিকিসকেরা বলে থাকেন, রান্নায় নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।
আসুন জেনে নেই রান্নায় সরিষার তেল ব্যবহারে যে সব রোগের ঝুঁকি কমে-

১. হৃদরোগজনিত জটিলতায় কারণে বিশ্বে প্রতিবছর অনেক মানুষ মারা যায়। গবেষণায় দেখা গেছে, সরিষার তেলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমায় ও হৃদরোগের ঝুঁকি কমায়।

২. গবেষণায় দেখা গেছে, সরিষার তেলে থাকা ওমেগা থ্রি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।

৩. এই তেল রান্নায় ব্যবহারে করলে শতকরা ৫০ ভাগ টিউমারের আশঙ্কা কমে যায়।

৪. সরিষার তেলে থাকা অ্যালিল আইসোথিয়োকানেট উপাদান মূত্রাশয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৩৪ ভাগ কমায়।

৫. সরিষার তেলে থাকা অ্যান্টিবমাইক্রোবিয়াল উপাদান হজমশক্তি উন্নত করে ও দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।

৬. প্রদাহজনিত সমস্যা কমাতে সরিষার তেলের খুব ভালো কাজ করে।

৭. সরিষার তেলে কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় ওজন কমায়।

-খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।
-কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়।বরিশাল সিটিতে হোম ডেলিভারি করা হয়
প্রত্যেক লিটার মাএ = ২২০/ টাকা

#শরিষারতেল
#খাঁটিসরিষারতেলকোথায়পাওয়াযায়
#খাঁটিসরিষারতেলদাম
#খাঁটিসরিষারতেলচেনারউপায়
#খাঁটিসরিষারতেলেরউপকারিতা
#সরিষারতেলেরউপকারিতাওঅপকারিতা
#খাঁটিসরিষারতেলছবি
#সরিষারতেলখাওয়ারউপকারিতাওঅপকারিতা
#ঘানিভাঙাসরিষারতেলকোথায়পাওয়াযায়
#কাঠের_ঘানিতে_ভাঙ্গা_খাঁটি_সরিষার_তেল_Pure_mustard_oil
#

Photos from Hat Bazar's post 16/07/2021

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।

১/ প্রাকৃতিক চাকের মধু
মূল্য :- ৯০০/- কেজি।

২/ চাষের কালিজিরার ফুলের মধু
মূল্য :- ১১০০/- কেজি।

৩/ সুন্দরবনের খলিশা মধু
মূল্য :- ১১০০/- কেজি।

৪/ প্রাকৃতিক চাকের কালিজিরা ফুলের মধু
মূল্য :- ১১০০/- কেজি।

#খাটিমধু #দেশিমধু #সুন্দরবনেরমধু #প্রাকৃতিকচাকেরমধু #কালিজিরাফুলেরমধু #সুন্দরবনেরখলিশামধু #প্রাকৃতিকমধু
#খাটিমধু১০০%

Want your business to be the top-listed Clothing Store in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#honey

Telephone

Website

Address


Barishal
8042