ইলমে আত্মশুদ্ধিতে মারেফত

আমি বিজাত নই তোমারই জাত। আজ গুণ হারিয়ে গুরুত্বহীন-তুমি স্বাধীন আমি পরাধীন-অবশ্যয়ই একসাথে ছিলাম একদিন

04/04/2024
30/03/2024

ইয়া মওলা আলী আঃ🙏😭🙏

হে অকৃতজ্ঞ মুনাফিক মুসলিম জাতি
কেন তোরা ধংস হবি না,,,,
কেন আজকে মুসলিম জাতি নির্যাতিত
হবে না,,,,,,,

আজকে তো অবশ্যই মুসলিম জাতি
নির্যাতিত নিপীড়িত অবহেলিত
ধ্বংসিত হবেই,,,,,,

পৃথিবীতে কি এমন কোন জাতি আছে
জারা নিজের ধর্মের পথপ্রদর্শকে হত্যা
করে?? এমনকি তার বংশধরদের পর্যন্ত
হত্যা করে পৃথিবী থেকে মুছে ফেলার
চেষ্টা করে????

কিন্তু এই মুসলিম জাতি তা করে নিজেদের
ধ্বংস ডেকে নিয়ে এসেছে,,,,
এমনকি মুসলিম জাতির পথপ্রদর্শকে
সরিয়ে নিজে নিজে ক্ষমতায় মুসলিম জাতিকে
ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে,,,,

যেই মাওলা আলী আঃ এর ব্যাপারে নবী পাক
বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা
আরো বলেছেন আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢোকার দরজা হযরত আলী
সেই জ্ঞানের সম্রাট কে হত্যা করে,,,,,

মূর্খ জাহেলের হাতে এই ইসলাম ধর্ম পরিচালিত
হয়েছে, তাহলে আজক মুসলিমদের
এই করুন অবস্থা হবে না কেন ????

এই রকম মুনাফিক আজও পৃথিবীতে
শাসন করছে, এই পৃথিবীতে এখন ৭৩ ভাগ
মুসলিমের মধ্যে ৭২ ভাগ মুসলিম মুনাফিক,,,,

তাই হে মুমিন এই ৭২ দল মুনাফিকদের সঙ্গে
নিজেকে মিশিয়ে ফেলো না
নবীজি যেই আহলে বায়াতকে ধরে রাখতে
বলে গেছেন তাদের দ্বারে যাও ও তাদের শক্ত করে ধরে রাখো তাহলেই তুমি একদল জান্নাতির মধ্যে থাকতে পারবে,,,, 🙏😭🙏

নারায়ে হায়দারী ইয়া মাওলা আলী আঃ🙏😭🙏

29/03/2024

সুফী শব্দের উদ্ভব
আরবি সাফা শব্দ থেকে।

সাফা ( صَفَا ) অর্থ সাফ হওয়া,
নির্মল হওয়া, সচ্চ হওয়া।

সুফী কে?
সালাত ও জাকাতের মাধ্যমে আপন নফসের কতল কর্ম দ্বারা নিজেকে সাফ/
নির্মল তথা পরিশুদ্ধ করেছে তাকে সুফী বলে।
এক কথায় দেহমনে পরিশুদ্ধ ব্যক্তিই সুফী।

দেহমনে পরিশুদ্ধ হলেই কোরানের নুর অন্তরে প্রবেশ করে। কেননা পরিশুদ্ধ তথা পবিত্রতা ব্যতীত এই নুর স্পর্শ করা যায় না- (কোরান)।

তারা প্রত্যেকেই ইলমে লাদুন্না অর্থাৎ সিনার জ্ঞান তথা রহস্য জ্ঞানের অধিকারী ছিলেন।
রহস্য জ্ঞান সকল জ্ঞানের 'জননী'।
এদের নিকট বস্তু-অবস্তু সকল কিছুর ভিতর বাহিরের জ্ঞান একাকার।

তাই তাদের কোন কেতাবি এলেমবিদের নিকট গমন করতে হয়না বরং কেতাবি এলেমগণ তাদের নিকট গমন করে থাকে শিক্ষা নেয়ার জন্য।

উদাহরণ স্বরূপ: কট্টর শরীয়তী জ্ঞানের অধিকারী মুসা নবী খিজির এর নিকট গমন করেছিলেন ইলমে লাদুন্না অর্জনের উদ্দেশ্যে তাও শর্তসাপেক্ষে!!

সুতরাং যারা ইলমে লাদুন্না তথা সিনার জ্ঞানে জ্ঞানী তারাই প্রকৃত আলেম, ওয়ারেসুল আম্বিয়া।

তারা নয়;
যারা কিতাবের জ্ঞানে জ্ঞানী!
রসুলুল্লাহ্(আ.) বলেছেন-
'আল-ইলমুল হিজাবুল আকবর'
অর্থাৎ কিতাবের জ্ঞান সিনার জ্ঞানের অন্তরায়!!

26/03/2024

১৫ই রমজান ইমাম হাসান ইবনে আলী আল-,মুজতবা আলাইহি ওয়াসাল্লাম এর মহা শুভ বেলাদত দিবস।" হে মহান, মহানের সন্তান আপনার তরে জানাচ্ছি অসংখ্য দরুদ ও সালাম,"সাথে আহলে বাইতের সকল আশেকানদেরর জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক।

ইমাম হাসান (আঃ)'র অসংখ্য মোজেজার মধ্যে ছোট একটি ঘটনাঃ
একদা ইমাম হাসান (আঃ )’র সাথে কোনো এক সফরে হযরত যুবাইর (রা.) তার এক পুত্র সঙ্গে ছিল। তাঁরা কোন এক খেজুর বাগানের নিকটে গিয়ে বসেন খেজুর বৃক্ষটি শুকিয়ে গিয়েছিল ইবনে যুবাইর বললেন এ খেজুর বৃক্ষটি যদি জীবিত থাকতো আমরা তা থেকে খেজুর খেতে পারতাম। হযরত ইমাম হাসান (আঃ ) বললেন, তুমি কি তাজা খেজুর খেতে ইচ্ছে করছো? ইবনে যুবাইর বললো হ্যাঁ, হযরত ইমাম হাসান দু হাত তুলে দুআ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর বৃক্ষটি সবুজ হয়ে যায় তাতে খেজুরও দেখা যায়। লোকেরা গাছে উঠে খেজুর ছিড়ে নিল, সবাই পেটভরে খেয়ে নিল। (শাওয়াহেদুন নবুওয়াত, পৃ: ৩০২, কারামাতে আহলে বায়তে আতহার।

আল্লাহুমা সাল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ।

24/03/2024

''একবার তোমার ভেতরের ক্রীতদাস অদৃশ্য হয়ে যাক,

তারপর তুমি সম্রাটেরও সম্রাট হয়ে যাবে.

____ রুমী 💞

20/03/2024

হৃদয় যখন ক্ষত বিক্ষত হয়,

তখন ভেবে নিও জীবন ও আলোকিত হবে।

— মাওলানা রুমি (রহঃ)।

19/03/2024

যদি তুমি অন্যের কষ্ট অনুভব করতে চাও,

তবে তোমার নিজের আগে সেই কষ্ট অনুভব করতে হবে।

-শায়খ ইবনুল আরাবি (রহঃ)।

22/01/2024

মোহের শিকলে বন্দী হৃদয় কিভাবে স্রষ্টার নিকট পৌছাবে?

— শায়খুল আকবর মহিউদ্দিন ইবনুল আরাবি (রহঃ)।

14/01/2024

যে ব্যাক্তি জ্ঞানের চূড়ান্ত সীমায় পৌঁছেছে,
সে চুপ হয়ে গেছে।

কেননা সে খোদার অনিন্দ্য রুপ নয়ন ভরে দেখে নয়নের স্বাধ মিটায়।

- সূফি আল্লামা ইকবাল রহঃ।

22/12/2023

এখন তো অস্থির হয়ে বলি মরেই যাবো
মরেও শান্তি না পেলে তবে কোথায় যাবো?’

-মির্জা গালিব।

21/11/2023

"যদি দীর্ঘ জীবন লাভ করতে চাও!
তবে ভালোবাসা হল প্রধান উপকরণ।"

—মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)

13/11/2023

আমি আমার দুই চোখকে “বিরত” রেখেছি এই পৃথিবী আর আখিরাতের অভিলাষ থেকে যা আমি মুহাম্মদ থেকে শিখেছি।”

- রুমি।

04/11/2023

কৃতজ্ঞতা আত্মার মদ, তাই মাতাল হও।

-মাওলানা জালালুদ্দিন রুমি।

27/10/2023

পবিত্র ফাতেহা এ ইয়াজদাহুম অনুষ্ঠিত হয়েছে৷।

পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী পীর মীর মহিউদ্দিন, আওলাদে রাসুল,

শাহেনশাহে বাগদাদ, গাউসুল আজম বড়পীর হযরত সৈয়দ আবদুল কাদের জীলানী (র) এর পবিত্র রওজা শরীফ। ... বাগদাদ, ইরাক।

বাবাজান হুজুরে পাক কেবলা (র) কে যে ভালোবেসেছে সে ধন্য হয়েছে৷।

যে ব্যাক্তির আত্মশুদ্ধি পরিপূর্ণ তিনিই বেশি উপলব্ধি করতে পারবেন৷ 💌।

25/10/2023

তুমি স্রষ্টাকে ভালোবাসো আর যদি দেখ যে তিনি তোমাকে বিপদ আর অসুবিধা দিচ্ছেন।

তবে ভেবে নিও যে তার ইচ্ছায় তিনি তোমাকে পরিশুদ্ধ করবে।

— ইমাম গাজ্জালী (রহঃ)।

10/10/2023

🌹"তারা চেষ্টা করেছিলো আমাকে মাটিতে
🌹 পুঁতে ফেলতে কিন্তু তারা জানতো না যে,আমি বীজ।"

🌹-জালালউদ্দিন রুমি (রহঃ)

01/10/2023

❣️হাসান-হোসাইন হেসে হেসে❣️
নাচতো মোর বক্ষে এসে,,,
চোখে আমার নদী বইতো, পেয়ে সে নেয়ামত !

আমি যদি আরব হতাম,মদিনারই পথ!
যেপথ দিয়ে হেঁটে যেতেন মোর নুর নবী হযরত.!

সুফি,কবি- কাজী নজরুল ইসলাম....

Want your school to be the top-listed School/college in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

😭😭😭

Telephone

Website

Address


Barishal

Opening Hours

10:00 - 10:00

Other Educational Research in Barishal (show all)
নেছার মহল দারুস সুন্নাত এতিমখানা। Nesar Mahol Darussunnat Eatimkhana নেছার মহল দারুস সুন্নাত এতিমখানা। Nesar Mahol Darussunnat Eatimkhana
South Narangol, Kalaskhati, Bakergonj
Barishal, 8242

নেছার মহল দারুস সুন্নাত এতিমখানা ও লি

EMU -Private Program For Academic & Admission EMU -Private Program For Academic & Admission
Mallik Road, Barishal
Barishal, 8200

Admission & Academic Program

Current Info. of History Department, BMC. Current Info. of History Department, BMC.
College Road
Barishal, 8200

If you need any information from the History Department of Government Brojomohun College, this page is for you.

Jhenaidah Students Welfare Association, University of Barishal Jhenaidah Students Welfare Association, University of Barishal
Barisal-Kuakata Highway
Barishal, 8200

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠে এক টুকরো ঝিনাইদহ পরিবার।

Give of Islamic knowledge Give of Islamic knowledge
Barishal
Barishal, 8224

ALOHA Bangladesh, Barishal Branch ALOHA Bangladesh, Barishal Branch
Coast Castle (Grand Floor), Holding No. 843, (Front Of Paresh Sagor Playground) , North Alekanda, Bottola
Barishal, 8200

Abacus Learning Of Higher Arithmetic (ALOHA)a complete Brain 🧠Developing Program for4-13years child

আমাদের প্রিয়  স্বরূপকাঠী আমাদের প্রিয় স্বরূপকাঠী
Pirojpur, Sawrupkathi, Baldia, Adarsha Boya
Barishal, 8521

یہ باریسل کے مدرسوں میں سے ایک ہے۔ یہ مفتی فیض اللہ رحمۃ اللہ علیہ کی رہنمائی میں چلایا جاتا ہے۔ یہاں اللہ والا بنایا جاتا ہے

MD: Harun or Rashid MD: Harun or Rashid
Barishal

The Educational Research Center page is where all kinds of educational topics and my personal achievements are posted

Student Society of Betagi-SSB Student Society of Betagi-SSB
Betagi
Barishal, 8740

An Educational Platform for the students of Betagi.

BEC- Research & Innovation Club BEC- Research & Innovation Club
Barishal Engineering College
Barishal, 8200

Explore new frontiers with the BEC Research & Innovation Club! Join our community of curious minds, inspiring innovation.