Nurul karim
ভালোবাসি দৌড়াতে ; দূরপাল্লার দৌড়ে আসক্ত... আর উস্কে দিতে পছন্দ করি মানুষের স্বপ্নগুলো
Tu aata hai seene mein......
পুরানো সে দিনের কথা..
পঞ্চপুকুর বাজারে....
রাত ১০ টায় নীলফামারী শহর কুয়াশার চাদরে আচ্ছন্ন.... শীতে কাপছে পুরো জেলা।
স্বপ্ন এসেছে নীলফামারী.....
নীলফামারীর সবুজের মাঝেই আমার আনন্দ....
তাদের বাঁশির সুরে প্লাবিত আমাদের ছাদ, প্রতিটা বিকেল......
কৃষকগণ আলু না, মাটির নিচের ডায়মন্ড তুলতেছেন..
আলুর দাম ভাল, কৃষকের মুখে এবার ফুটল হাসি..
১১/১২/২০২৩..
সকাল ৮.৩০
নীলফামারী বড় মাঠ.
কুয়াশার মধ্যে আজকের দৌড়াদৌড়ি... ❤️
যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে আপনি তাদের থেকে অনেক উত্তম ..!
শুভ সকাল নীলফামারী......
আর্জেন্টিনার জার্সি গায়ে ইমিলিয়ানো মার্টিনেজ তিনবারের পেনাল্টি শ্যুটআউটে মোট ১৪ টি শটের মুখোমুখি হয়েছেন, এর মধ্যে পেনাল্টি সেইভ করেছেন ৬টি, ১ টি বারপোস্টের বাইরে গিয়েছে । পেনাল্টি সেইভের সাকসেস রেইট ৪২.৮৫%।
অবিশ্বাস্য!!
গত দুইবছর আগে আজকের এইদিনে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দেন।
সকাল বেলা আমার দৌড়ের পার্টনার.....❤️
শুভ সকাল.... ❤️
নীলফামারী টু ডোমার রোডটা মোর দ্যান জোশ...
আমি তোমার জন্য শান্ত হবো; যেন তুমি অনুপস্থিত
যেন তুমি বহু দূর থেকে আমায় শোনো, আর
আমার কথা তোমার কানে ঢোকে না!
মনে হয়, তোমার চোখ দু'টি উড়ে পালিয়েছে
আর মনে হয়, কারুর চুম্বন তোমার
বাকরোধ করে দিয়েছে।
যেহেতু সর্ব বস্তুর মধ্যে আমার আত্মা ভরে আছে,তুমি সর্ব বস্তু থেকে বেরুচ্ছো,
কিন্তু তোমার ভেতরেই যে আত্মা আমার।
তুমিই আমার আত্মা, স্বপ্নের রঙের প্রজাপতি
আর তুমি সেই শব্দ যার নাম বিষাদ।
শুভ সকাল....... শুক্রবারের ১৫ কিলোমিটার দৌড় .. ❤️
শুভ সকাল... …...❤️
শুভ সকাল নীলফামারী....
ছবি: রামনগর, সদর, নীলফামারী
সুন্দর একটা সকাল...
রামনগর, সদর, নীলফামারী
সান্ধ্যকালীন ১২ কিলোমিটার দৌড়..
শুভ সকাল নীলফামারী
সুন্দর বিকেলে ১০ কিলোমিটার এর একটা সুন্দর দৌড়.
আমি তাঁর হেঁসেল দেখি আর ভাবি! বড়ো বড়ো তৈজসপত্র দেখি, দেখি নারী হিসেবে তাঁর আত্মত্যাগকে।একজন উন্নতশির রাজার এমন নিরীহ স্ত্রী কোথাও দেখা যায় না। তিনি নিজের হাতে রান্না করে দলীয় নেতা কর্মীদের খাওয়াতেন। অত্যন্ত ধৈর্য নিয়ে দিনের পর দিন হাজত খাটা স্বামীর ঘর নিষ্ঠার সঙ্গে করে যান শেষ অবধি।
এমন আত্মত্যাগ আধুনিক কোন নারী করতে পারেন?
তিনি কেবল একজন মহান নেতার স্ত্রী নন, প্রধানমন্ত্রীর মা নন, বঙ্গীয় নারীসমাজের আদর্শও।
জন্মদিনে তার শান্তি কামনা করছি।
শুভ জন্মদিন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে......
মীর্জা গালিব একদিন মসজিদে বসে মদ্যপান করছিলেন। মুসল্লীরা তাকে বাধা দিলো। তারা বললেন,মসজিদ খোদার ঘর, পানশালা নয়।
গালিব তাকালেন মুসল্লীদের দিকে। তারপর আরেক চুমুক খেয়ে আওড়ালেনঃ
আমাকে মদ খেতে দাও, মসজিদে বসেই। নাহয় এমন জায়গা দেখাও যেখানে আল্লাহ নেই।
মুসল্লীরা লা জবাব। কি জবাব দেবেন! খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বইকি!
তবে জবাব দিলেন আল্লামা ইকবাল। বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা আর বেঁচে নেই।
হে গালিব, মসজিদ খোদার ঘর পানশালা নয়। কাফেরের দিলে যাও সেখানে খোদা নাই।
আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রতিউত্তর লিখলেন৷
কাফিরের মনে উঁকি দিয়ে এসেছি দেখে। সেখানেও আল্লাহ আছেন, কিন্তু সে কাফির তা জানে না।
তার জবাবে কবি ওয়াসি লিখলেন,
খোদা তো দুনিয়ার সবখানেই উপস্থিত আছে। তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে বাধা নেই।
এরপর সাকি লিখলেন,
আমিতো পান করি দুনিয়াতে দুঃখ ভুলে থাকতে। কিন্তু জান্নাতে কিসের দুঃখ? তাই ওখানে মদ খেয়ে মজা নেই।
"পিতাপুত্র পরম্পরা
যারা সিলেট হয়ে মেঘালয় বেড়াতে যান তারা ডাউকি সেতু পার হন। যারা জাফলং জিরো পয়েন্ট ঘুরতে যান, তারা সেখানে ভারতের একটি ঝুলন্ত সেতু দেখতে পান। এই সেতুটি নির্মিত হয়েছিল ১৯৩২ সালে। সেতু নির্মাণে প্রধান প্রকৌশলী ছিলেন সিলেটের সন্তান আবিদ রেজা চৌধুরী।
সেতুটি নির্মাণের ইতিহাসও বেশ চমকপ্রদ। ১৯১৯ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিলং বেড়াতে এসেছিলেন। এটা শুনে তৎকালীন শ্রীহট্টে (বর্তমান সিলেট) কবিকে নিয়ে আসার তোড়জোর শুরু হয়। কিন্তু বিপত্তি দেখা দেয় যাত্রাপথ। তখন উমগট নদীর উপর কোন সেতু ছিল না, গাড়ি চলার পথও সেভাবে ছিল না। মানুষ পার হতো মানুষের পীঠে চড়ে! রবীন্দ্রনাথ মানুষের পীঠে চড়ে এভাবে আসতে রাজী হননি। অনেকটা ঘুরে তাই ট্রেনে করে তিনি সিলেটে আসেন গৌহাটি-বদরপুর-লাতু (বড়লেখার শাহবাজপুর)-কুলাউড়া পথ দিয়ে।
এরপরই সিলেট-শিলং সরাসরি সড়ক পথটি নির্মাণের আলোচনা জোরালো হয়। তখনকার প্রভাবশালী কংগ্রেস নেতা ও মন্ত্রী সিলেটের বুরঙ্গা গ্রামের বসন্ত কুমার দাস বিষয়টি নিয়ে উদ্যোগী হন। তার চেষ্টায় বাজেট বরাদ্দও হয়ে যায়। কিন্তু উমগট নদীতে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়কে যুক্ত করতে কঠিন একটি সেতু নির্মাণের দরকার পড়ে। তখন আবিদ রেজা চৌধুরী প্রকৌশলী হিসেবে শিলংয়ে চাকরি করছিলেন। আবিদ রেজার বাড়ি ছিল তৎকালীন সিলেটের করিমগঞ্জে, পরে তার পরিবার বড়লেখার শাহবাজপুরে থিতু হয়েছিল। তার উপরই পড়ে সেতুর নকশার ভার। ১৯৩০ সালে আবিদ রেজার নকশা, নির্দেশনায় তৈরি হতে থাকে এই সেতু।
ব্রিটিশ ভারতে আসাম প্রদেশের রাজধানী ছিল শিলং। আর সিলেট ছিল আসামের একটি জেলা শহর। দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে ৯০ বছর আগে তৈরি হয় সরাসরি যোগাযোগের পথ। যা আজও চলামান।
গল্পটি এই সময়ে প্রাসঙ্গিক কারণ আবিদ রেজার পুত্র অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীও আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ সেতুতে ইতিহাসে নাম উঠালেন। প্রয়াত জামিলুর রেজা ছিলেন পদ্মা সেতুর প্রধান পরামর্শক। মানুষের চলাচলের ব্যবস্থাকে সহজ করে দেওয়া দুই কীর্তিমানকে শ্রদ্ধা।
আবিদ রেজা চৌধুরী
প্রধান প্রকৌশলী
ডাউকি সেতু, উমগট্ নদী ১৯৩২ খ্রিস্টাব্দ
পশ্চিম জয়ন্তিয়া জেলা, মেঘালয়, ব্রিটিশ ভারত
জামিলুর রেজা চৌধুরী
প্রধান পরামর্শক
পদ্মা সেতু, পদ্মা নদী ২০২২ খ্রিস্টাব্দ
মুন্সিগঞ্জ-শরীয়তপুর জেলা, বাংলাদেশ
(তথ্যসূত্র: মিলু কাশেম, ছবি- সংগ্রহ)"
Courtesy: Ekush Tapader
গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ এ কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজ এ কর্মবিরতি ও মানববন্ধন....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Website
Address
Barishal, 8333,LALMOHON
To distribute education, knowledge and pleasure is my mission.
P943+4M9, Bhanga-Barisal Highway, বরিশাল
Barishal, 8200
কারিগরি শিক্ষা আত্মনির্ভরশীলতার চাবিকাঠি
Barishal
University of Global Village (UGV), the first private university in southern part of Bangladesh (Bar
143, Birshrestha Captain Mohiuddin Jahangir Sorok
Barishal, 8200
Learn Today, Lead Tomorrow - BZSDC
Barishal
Success Point একাডেমিতে আপনাকে স্বাগতম Success Point সম্পর্কে জানতে কল করুন 01710871078 এই নাম্বারে।
Taltali
Barishal
Dear, HSC candidate 🍒🐰 Wishing you all the best 💙💌 __সবার মনের আসা যেন পূরণ হয় 💝🙂