আমাদের ইশকুল
একটি অলাভজনক স্বেচ্ছাসেবামূলক সংগঠন।
স্কুল >> (আদি স্বরাগম) >> ইস্কুল >> (ব্যঞ্জনবিকৃতি) ইশকুল একটি অলাভজনক স্বেচ্ছাসেবামূলক সংগঠন।
বার্ষিক সাধারণ সভা ২০২৪
রেগুলার ওপেনিং
Congratulations Fortune Barishal🏆🏆🏆
শ্রীমন্তকাঠী বিংশ গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চলছে বই মেলা।
আয়োজনে - আমাদের ইশকুল
আমাদের ইশকুলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন🖤🤍🖤
নতুন বছরের প্রথম ওপেনিং
বছরের শেষ বৃত্তি প্রদান করছে শোভন খান।
নতুন বছরে চলছে পাঠাগার গুছানোর কাজ❤️❤️
আমাদের ইশকুল পাঠাগারের পাঠকদের জন্য সুখবর🤚🤚
ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে চলে এসেছে নতুন ১০০ বই। পাঠকরা এই লিস্ট দেখে তাদের পছন্দ মতো বই ধার নিতে পারবে সর্বোচ্চ ২১ দিনের জন্য।
-পাঠাগার বিভাগ।
প্রতি শুক্রবারের মতোই আমাদের ইশকুল পাঠাগার
খোলা হয়েছে। এংকরসহ উপস্থিত আছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
১৮-০৮-২০২৩
কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
=============================
সাতকাহন যখন প্রথম পড়েছিলাম বহুদিন একটা ঘোরলাগা অবস্থায় ছিলাম। তারপর গর্ভধারিণী, উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, মৌষলকাল একটা থেকে আরেকটাতে মুগ্ধতা ছড়িয়েছে। ডুয়ার্সের চা বাগান, আংগরভাসা নদী আমি কল্পনাতে বহুদিন দেখেছি। কখনও মনে হয়নি দীপাবলি, অনিমেষ, মাধবীলতা কোনো বইয়ের চরিত্র। আপনি থাকবেন চিরকাল আপনার কালজয়ী উপন্যাসের মাঝে।
-- তমা বড়াল( পাঠাগার উপ পরিচালক) এর স্ট্যাটাস থেকে।
পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সপ্তাহ থেকে প্রতি শুক্রবার আমাদের ইশকুল পাঠাগার
৩.৩০ এর পরিবর্তে বিকাল ৪.০০ টায় খোলা হবে।
ধন্যবাদ।।
-পাঠাগার বিভাগ।
আমাদের ইশকুল পাঠাগার
রেগুলার ওপেনিং
০৫-০৫-২০২৩
Notice from AI library
আমাদের ইশকুল পাঠাগারে প্রথম সায়েন্স কিট বিজ্ঞানবাক্স সংযোজন
=====================================
এই প্রথম আমাদের ইশকুল পাঠাগারে বই এর বাইরে প্রথম কোনো সায়েন্স কিট যুক্ত করা হল। পরীক্ষামূলকভাবে অন্যরকম গ্রুপের “আলোর ঝলক” বিজ্ঞানবাক্সটি যুক্ত করা হয় পাঠাগারে এবং এটি সফল হলে ধীরে ধীরে যুক্ত করা হবে আরও সায়েন্স কিট। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ( এপ্রিল ২০, ২০২৩ তারিখে) আমাদের ইশকুল পাঠাগারে বিজ্ঞানবাক্স সংযোজন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩:৩০ এ অনুষ্ঠিত এই সংযোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমন্তকাঠি বি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুষেন চন্দ্র বড়াল, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন বিজ্ঞান শিক্ষক জনাব অপুর্ব কুমার চক্রবর্তী, সংগঠনের নির্বাহী পরিচালক ড. নিয়াজুল ইসলাম খান, পরিচালক জনাম তৌহিদ হোসেন খান, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান ও পাঠাগারের উপ-পরিচালক তমা বড়াল সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সদস্য রঞ্জন হাওলাদার। উল্লেখ্য, প্রাথমিক অবস্থায় বিজ্ঞানবাক্সটি শিক্ষক ও সংগঠনের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে।
সংযোজন অনুষ্ঠানের প্রথমে নিয়াজুল ইসলাম খান উপস্থিত সবাইকে “আলোর ঝলক” বিজ্ঞান বিজ্ঞানবাক্সের ৮ টি আলো সংক্রান্ত এক্সপেরিমেন্ট এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় প্রতিটি যন্ত্রাংশ কিভাবে কাজ করে এবং কিভাবে সেগুলোর ব্যবহার করা উচিৎ তার উপর বর্ননা প্রদান করা হয়। এসময় উপস্থিত সবাই যন্ত্রাংশগুলো হাতে-কলমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। বিজ্ঞানবাক্সের উল্লেখিত ৮ টি এক্সপেরিমেন্ট হলঃ
১। 3d চশমা
২। গ্রেটিং চশমা
৩। থমাট্রপ
৪। এইমস জানালা
৫। ক্যালাইডোস্কোপ
৬। পেরিস্কোপ
৭। বেনহামডিক্স ও
৮। নিউটনের বর্নচাকতি
বিজ্ঞানবাক্সটি নিয়ে নিয়াজুল ইসলাম খানের বর্ননার রেকর্ড পাওয়া যাবে আমাদের ইশকুল এন্ড্রয়েড এপের “আমাদের ইশকুল পাঠাগার” বিভাগের “Library of things” ফোল্ডারে। লিঙ্কঃ https://drive.google.com/drive/u/2/folders/1jonIFvzwLmsWtNMjUZ3LwTQ-tHjmtfwD
বিজ্ঞানবাক্স পরিচয়পর্ব শেষে উপস্থিত শিক্ষকগণ বিজ্ঞানবাক্সের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তৃতায় জনাব সুষেন বড়াল বিজ্ঞান বাক্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং হাতে কলমে “আলোর ঝলক” বিজ্ঞান বাক্স এর বিভিন্ন যন্ত্রাংসের কার্যক্রম দেখে আনন্দ প্রকাশ করেন। এছাড়াও তিনি এই উদ্যোগের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের ও পাঠকদের বিজ্ঞান এর প্রতি আগ্রহ বাড়বে বলে জানান। এছাড়া জনাব অপুর্ব কুমার চক্রবর্তী তার বক্তৃতায় হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার উপর জোর দেন।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের পরিচালক জনাব তৌহিদ হোসেন খান ও পাঠাগারের উপ-পরিচালক তমা বড়াল। বক্তৃতায় তৌহিদ হাসান বলেন যে বিজ্ঞানবাক্সটির সফলতা নির্ভর করে এর ব্যবহারের উপর। তাই, তিনি সাবধানে বিজ্ঞানবাক্সটি ব্যবহারে সবাইকে আহবান জানান।
বক্তব্য শেষে তমা বড়াল ও তার পাঠাগার টি্মের কাছে বিজ্ঞান বাক্সটি হস্তান্তর করা হয়। আর এর মধ্য দিয়ে শেষ হয় আমাদের ইশকুল পাঠাগারের প্রথম সায়েন্স কিট অন্যরমক বিজ্ঞানবাক্স “আলোর ঝলক” এর সংযোজন অনুষ্ঠান।
প্রতিবেদনঃ রঞ্জন হাওলাদার (সম্পাদিত)
তথ্য ও প্রচার সম্পাদক, আমাদের ইশকুল
Comgratulations to our new executive team members.
**** ইদ মোবারক ****
আগামীকাল পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে আমাদের ইশকুল পাঠাগার রেগুলার ওপেনিং বন্ধ থাকবে। পরবর্তী সপ্তাহ থেকে যথারীতি পাঠাগার খোলা থাকবে।
-পাঠাগার বিভাগ
সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে:
আগামীকাল রোজ শুক্রবার সকাল ৯ঃ০০ ঘটিকায় প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক সাধারণ সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে শুরু হতে যাচ্ছে।
তাই এলাকায় অবস্থানরত সকল সদস্য স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সকল কে যথা সময়ে শ্রীমন্তকাঠি বি,এস মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
২০২৩ সালে আমাদের ইশকুল বইমেলা উপলক্ষে আমাদের পাঠাগারে যুক্ত হল আরও ১৪ টি বই। বইগুলো ধার নেয়ার জন্য পাঠাগারে যোগাযোগ করুন। আমাদের পাঠাগারের সকল বই এর তালিকা দেখুন এই লিঙ্কেঃ https://docs.google.com/spreadsheets/d/1Zh5ws-KZ0yb9Dv9awkAvjtHIsEHa2bbCETbU9Z2ukKc/edit =0
অনুষ্ঠিত হল আমাদের ইশকুল পাঠাগারের প্রথম পাঠচক্র
==================================
গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ রোজ শুক্রবার শ্রীমন্তকাঠি সি এন্ড বি বাজার সংলগ্ন আমাদের ইশকুল পাঠাগারে পাঠাগারের প্রথম পাঠচক্রের আয়োজন করা হয়। বিকাল ৩:৩০ টায় অনুষ্ঠিত এই পাঠচক্রে এলাকায় অবস্থানরত সদস্য, স্বেচ্ছাসেবক ও পাঠকদের উপস্থিতিতে ২ টি বই নিয়ে আলোচনা করে আমাদের ইশকুলের প্রতিষ্ঠাতা জনাব নিয়াজুল ইসলাম খান। পাঠচক্রটি উপস্থাপন করেন সংগঠনের সদস্য রঞ্জন হাওলাদার। উপস্থিত ছিলেন পাঠাগার বিভাগের উপ-পরিচালক তমা বড়াল।
পাঠচক্রে আলোচিত বই দুটি হলঃ যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক রউফুল আলমের “একটি দেশ যেভাবে দাঁড়ায়” এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের “শিক্ষার্থী ও শিক্ষাদাতাদের জয় হোক”।
পাঠচক্রের আলোচনায় প্রথম বইটি ছিল লেখক রউফুল আলমের "একটি দেশ যেভাবে দাঁড়ায়।"। শিক্ষাই যে একটি দেশের উন্নয়নের মেইন চাবিকাঠি—সে কথাই বারবার মনে করিয়ে দেয়া হয়েছে। এবং সেই আলোকে কিভাবে একটি দেশ আরেকটি দেশের উন্নয়ন ব্যবস্থাপনার সাথে পাল্লা দিয়ে চলে ও চিন্তা চেতনাকে জাগ্রত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, তা নিয়ে আলোচনা করা হয়। বইটিতে অনেকগুলো শিক্ষা বিষয়ক প্রবন্ধ থাকলেও ২/৩ টি প্রবন্ধ নিয়ে আলোচনা করা হয়।
পাঠচক্রে আলোচিত ২য় বইটি হল বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের "শিক্ষার্থী ও শিক্ষাদাতাদের জয় হোক"। এই বইটিতেও বিচারপতি হাবিবুর রহমানের বাংলাদেশ শিক্ষাবিষয়ক বেশ কয়েকটি প্রবন্ধের মধ্যে "ছাত্ররা কি সমাজের ত্যাজ্যপুত্র হবে " এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করা হয়। আগের দিনগুলোতে ছাত্র সমাজ বৃটিশদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি। কিন্তু এখনকার ছাত্র সমাজ এর ছেলেমেয়ে রা সেরকম নেতৃত্ব মুলক উন্নয়ন এর কাজ থেকে দুরে চলে যাচ্ছে যার ফলে সমাজ ও মানুষের কাছ থেকে ভালোবাসা হারিয়ে ফেলছে ।
আলোচনা শেষে বিকাল প্রায় ৪:৩০ টায় শেষ হয় আমাদের ইশকুলের প্রথম এই পাঠচক্র যা নিশ্চয়ই রুচিশীল জীবন ও উন্নত মন গড়তে সহায়তা করবে। তাইতো আমাদের ইশকুল পাঠাগারের শ্লোগান “বই পড়ায় বাড়ে জ্ঞান, গড়ে রুচিশীল জীবন ও উন্নত মন।”
প্রতিবেদনঃ রঞ্জন হাওলাদার (সম্পাদিত)
প্রচারেঃ পাঠাগার বিভাগ, আমাদের ইশকুল
****বিশেষ বিজ্ঞপ্তি****
১৪ই এপ্রিল (today) বিকাল ৩.৩০ মিনিটে আমাদের ইশকুল পাঠাগারে এক পাঠচক্রের আয়োজন করা হয়েছে।
পাঠচক্রে উপস্থিত থাকবেন আমাদের ইশকুলের প্রতিষ্ঠাতা নিয়াজুল ইসলাম খান।
সকল সদস্য, স্বেচ্ছাসেবক, এবং বিশেষ করে পাঠকদের উক্ত পাঠচক্রেঅংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
-পাঠাগার বিভাগ।
****বিশেষ বিজ্ঞপ্তি****
আগামীকাল রোজ শুক্রবার, ১৪ই এপ্রিল বিকাল ৩.৩০ মিনিটে আমাদের ইশকুল পাঠাগারে এক পাঠচক্রের আয়োজন করা হয়েছে।
পাঠচক্রে উপস্থিত থাকবেন আমাদের ইশকুলের প্রতিষ্ঠাতা নিয়াজুল ইসলাম খান।
সকল সদস্য, স্বেচ্ছাসেবক, এবং বিশেষ করে পাঠকদের উক্ত পাঠচক্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
-পাঠাগার বিভাগ।
০৬ এপ্রিল, ২০২৩ (শুক্রবার) পাঠাগারের রেগুলার ওপেনিং। এসময়ে পাঠচক্র আয়োজন নিয়ে আলোচনা হয় এবং উপস্থিত সদস্য ও এঙ্করদের কে পাঠচক্র আয়োজন এর উপর একটি ট্রেনিং প্রদান করা হয়। ট্রেনিং প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক নিয়াজুল ইসলাম খান।
০৪ এপ্রিল, ২০২৩ (মঙ্গলবারে) আমাদের ইশকুল পাঠাগারের স্পেশ্যাল ওপেনিং।
Click here to claim your Sponsored Listing.
Our Story
একটি অলাভজনক স্বেচ্ছাসেবামূলক সংগঠন।
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
আমাদের ইশকুল, শ্রীমন্তকাঠি স্কুল বাজার, শ্রীমন্তকাঠি, ঝালকাঠি সদর, ঝালকাঠি
Barishal
8404
Talerbazar , Goila, Agailjhara
Barishal, 8241
We are the best book seller in Online . This business page is for test work.
Babugonj
Barishal, 8217
Largest Online Bangla Library.Place To Get All kind Of bangla EBook.
Karnakathi
Barishal
A trusted book sharing platform for BU Islamic Readers!
Govt. BM College
Barishal
A trusted book sharing platform for BM College Islamic book readers!