AHM Corner
বিভিন্ন তথ্য উপাত্ত।
ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য সকল বিষয়ের নির্ধারিত অংশ-২০২৪.
সচিব এনসিটিবি।
আইপিএল ২০২৪-এর পুরস্কার তালিকা:-
১. চ্যাম্পিয়ন- কলকাতা নাইট রাইডার্স (ট্রফি ও ২০ কোটি টাকা)।
২. রানার্স- সানরাইজার্স হায়দরাবাদ (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।
৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- বিরাট কোহলি (৭৪১ রান) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।
৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- হার্ষাল প্যাটেল (২৪টি উইকেট) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।
৫. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।
৬. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ১ লক্ষ টাকা)।
৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।
৮. ফাইনালে সব থেকে বেশি চার- রহমানউল্লাহ গুরবাজ (ট্রফি ও ১ লক্ষ টাকা)।
৯. ফাইনালে সব থেকে বেশি ডট বল- হর্ষিত রানা (স্মারক ও ১ লক্ষ টাকা)।
১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।
১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- নীতীশ রেড্ডি (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১২. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৩. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৪. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- অভিষেক শর্মা (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৫. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ট্র্যাভিস হেড (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৬. টুর্নামেন্টের সেরা ক্যাচ- রমনদীপ সিং (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দরাবাদ (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।
১৯. সেরা মাঠ ও পিচ- হায়দরাবাদ (ট্রফি ও ৫০ লক্ষ টাকা)
ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" আগামী ১৫-২১ মে ২০২৪ খ্রি. এবং "কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" আগামী ২৩-২৯ মে ২০২৪ খ্রি. পালিত হবে।
২০২৪ শিক্ষা বর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী প্রেরণ।
তীব্র তাপদাহের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
এসএসসি পরীক্ষা-২০২৪ এর রুটিন।
নতুন কারিকুলামের শিক্ষার্থীদের পারদর্শীতার স্তর নির্ধারণ।
নতুন শিক্ষা কারিকুলাম
০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
বি. জি. ইউনিয়ন একাডেমি, বাহাদুরপুর কর্তৃক আয়োজিত
শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।
স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে।
৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৩ খ্রি:
২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Barishal City
Barishal
8200
P943+4M9, Bhanga-Barisal Highway, বরিশাল
Barishal, 8200
কারিগরি শিক্ষা আত্মনির্ভরশীলতার চাবিকাঠি
Bogra Road Barisal, 8200
Barishal
Oxford Mission High School Is a Leading School in Barisal, It Was Established in 1900. The "Epiphany
Barishal
yes i can. we are discussion all students primary method educate. it’s online class
Moshang
Barishal, 8222
“Education breeds confidence. Confidence breeds hope. Hope breeds peace.”