Shanta Ahmed
Brand promotor, Personal blog.
অভিশাপ মুখে দিতে হয় না,অন্তরের ব্যথা আর চোখের পানি ই অভিশাপ হয়ে যায়।
👉 মেয়েদের জন্য ছয়টি সাজ হারাম।👈
১। ঘন্টাযুক্ত নুপুর পরা হারাম।
ঘন্টি বাজা ঘুঙুর শয়তানের বাদ্যযন্ত্র।
(সহীহ মুসলিম -২১১৪)
২। কপালে টিপ পরা হারাম।
ইব্রাহিম (আঃ) এর সময়ে পতীতার মেয়েরা কপালে চিন্থ দিতো, যা এখন টিপ হিসেবে পরিচিত। আস্তাগফিরুল্লাহ্।
৩। পরচুল বা নকল চুল লাগানো।
(সহীহ বুখারী -৫৯৩৩)
৪। ভ্রু প্লাক করা হারাম।
রাসুলের অভিশাপ পায় ঐসব নারী যারা চোখের উপরের লোম উঠায়, চেঁছে সরু করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।
(বুখারী হাদিস -৪৮৮৬)
৫। শরীরে ট্যাটু করা হারাম।
আল্লাহর লানত ঐসকল নারী পুরুষদের উপর যারা শরীরে উল্কি আঁকে (ট্যাটু) এবং অন্যদের এঁকে দেয়।
(আবু দাউদ -৪১৭০)
৬। সুগন্ধি/পারফিউম ব্যবহার হারাম।
কোনো নারী যদি (কোন প্রকার) সুগন্ধি ব্যবহার করে (পুরুষের) মজলিসের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যাভিচারিণী। আস্তাগফিরুল্লাহ্।
(আবু দাউদ,তিরমিযী,নাসাঈ,সহীহুল জামে -৪৫৪০নং)
মহান আল্লাহ তায়ালা আমাদের ( নারীদের) এই সকল হারাম সাজ/কাজ থেকে দূরে রাখুন। আমিন
Cp
এইটা হলো মা❤️❤️❤️
সমাজের কিছু জানোয়ার আছে যারা মায়েদের সম্মান করতে শেখেনি।এদের আচরণ দেখে মনে হয় এরা কোন মায়ের গর্ভে জন্ম নেয় নি।এরা দুনিয়া একা ই এসেছে।
আমিন❤️
মানুষের মুখ পৃথিবীর একমাত্র জায়গা,যেখানে অমৃত আর বিষ এক সাথে বাস করে।
কি শুরু হইছে পৃথিবীতে 🙂
মানুষ মানুষকে খেয়ে ফেলে 🙂💔
📌এই ছেলেটাকে ৬/৭ জন মারমা ছেলে কিডন্যাপ করে মুক্তিপন দাবি করে ১৫ লাখ টাকা, পরে ২ লাখ টাকায় ছাড়তে রাজি হয় কিন্তু টাকা নেওয়ার পরেও ছাড়ে নাই ছেলেটাকে 🙂,,,
তারপর পুলিশ এর কাছে যায় পুলিশ তদন্ত করে ধরে আসামিকে, জিজ্ঞেস করলে পরে লাশের কাছে নিয়ে যায় , এই হাড়গোড় পাওয়া যায়, সত্যি খেয়ে ফেলছে।
Cp
কাফনের কাপড় কিনতে কয় টাকা লাগে???
মরার আগে সবার উচিৎ সেই টাকা টা জমা রেখে দেয়া।
নয়তো দেখবেন সেটা দিতে ও লাভ লস এর হিসাব করবে প্রিয় মানুষ রা।
আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭
ওর রান্নায় কোনদিন নূন কম হত তো কখনো মশলার গন্ধ করতো।
আম্মা অনেক চি'ল্লা'ইতো।
আম্মার কমন ডায়লোগ ছিলো -
এইডি কি রান্ধো?
খাওন যায় না।
আমি মই'রা গেলে আমার পোলার তো না খায়া ম/রা লাগবো।
ও যখন রেগে রেগে আমাকে জিজ্ঞাসা করতো
- কি রান্না কেমন হইসে? খাওন যায়?
আমি খুব নরম স্বরেই বলতাম
- হুম যাবে না কেন?
ভ'য় পাইতাম কিনা জানিনা। কেন মিথ্যা বলতাম তাও জানিনা।
চাইলে বলতে পারতাম
- এমনে না ওমনে রান্না কইরো।
তাহলে ভালো হবে।
কোনদিন বলি নাই।
একদিন অফিসে খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ আসলো।
বিয়ের ৭ মাসে এই ঘ্রাণ আমি ওর রান্নায় পাই নাই।
সেদিন খাবার এত মজা হইসিলো যে আমাকে আরো ২ প্লেট খেতে দিলে খেয়ে ফেলতে পারতাম।
আবেগ ধরে রাখতে না পেরে ওকে ফোন করলাম। হয়ত বলা উচিৎ ছিলো
- আজ রান্না অনেক দারুন হইসে।
এমনে রান্না কইরো।
কিন্তু প্রশংসা করলাম না।
আমার কাছে জিনিসগুলা খুব বিব্র'তকর লাগতো।
স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস , সরি , প্রশংসা কেন করবে?
রান্নাটা তার ডিউটি। ভালো করলে প্রশংসা করাটা আমার ভালো লাগে না।
আমি ফোন করে বললাম
- কই আজকে না মার্কেটে যাইতে চাইসিলা?রেডি হয়ে আমার অফিসে ৫ টার সময় চলে আইসো।
বৌ ব্যাপক খুশি হয়ে গেলো।
আচ্ছা বলে ফোনটা রেখে দিলো।
আমি অফিস শেষ করে ঘড়ির কাটায় দেখলাম ৫.১০ বাজে।
ফোন দিলাম।
ফোন রিং বাজে কেউ ধরে না।
ফোন দিতেই থাকলাম।
ফোন বাজতেই থাকলো।
কোন খবর নাই।
আম্মা কে ফোন দিলাম পরে শুনলাম ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে।
৬ টা বেজে গেলো।
অস্থির লাগা শুরু করলো।
এদিক সেদিক খোঁজ করা শুরু করলাম।
হাতে ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন ফোন ধরলো।
দৌড়ে গেলাম আয়েশা মেমরিয়াল হাসপাতালে। মহাখালীর ফ্লাইওভার পার হওয়ার সময় বাসের চাপা খেয়েছে বৌ আমার।
পা দুইটা নাকি ঐখানেই ঝুলতেসিলো।
ফোন ধরলো এক সার্জেন্ট … সে ই বললো।
এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই।
তাই রিসিভ করতে পারে নাই।
যত দ্রুত সম্ভব গেলাম।
আমাকে দেখতে দেয় না ডাক্তাররা। বারবার অনুরোধ করলাম। দিলোনা। বলল
- এত মু'মূ'র্ষু অবস্থায় আপনি দেখতে পারবেন না।
৪ ঘন্টা পর তখন রাতের ১২.৩০ টা বেজে গেছে।
ঢাকায় যত আত্মীয় ছিলো সবাই চলে আসলো।
আমাকে ডাক্তার ডেকে বলল
- পা তো আমরা কে'টে ফেলেছি। র'ক্ত অনেক গিয়েছে। জ্ঞান নেই। আসলে আপনে দেখে আইসেন।
ভোর হয়ে গেলো। ঘুমাইতে পারলাম না। ঘুম আসলোও না। কারো সাথে কথা বলতে পারছিলাম না।
এরপর নার্স এসে বলল
- জ্ঞান এসেছে কিন্তু বেশি মানুষ যাবেন না। ১/২ জন যেতে পারেন।
আইসিউতে ঢুকে কলিজা কা'মড় দিয়ে উঠলো।
ওর দুইটা পা নাই। চেহারায় কোন মেকাপ নাই। কাঁ'টা ছেঁ'ড়া দা'গ। কিন্তু আজকে ওকে অনেক সুন্দর লাগছিলো।
সামনে গিয়ে কেন যেনো ঐদিন মুখ দিয়ে বের হয়ে গেলো - তোমাকে আজ সুন্দর লাগছে।
ওর মুখে অক্সিজেন মাক্স। হাতে প্লাস্টার। সম্ভবত হাত ধরতে চাচ্ছিলো আমার। ইশারা দিয়ে কি যেন বলসিলো।
৫ মিনিটও থাকতে পারলাম না।
নার্স বের করে দিলো।
কে জানতো ঐটা আমাদের শেষ দেখা হবে।
বিকেলেই শারিরীক অবস্থা খা'রাপ হতে লাগলো।
মাগরিবের পরপর জীবনের সাথে যু'দ্ধ করে চলেই গেলো।
৯ বছর হয়ে গেছে ও মা'রা গেছে।
আমি হোটেলে খেতে বসলেই বাবুর্চিকে খুঁজে বলি
- রান্না অনেক ভালো হইসে।
এমনেই রান্না কইরেন।
আমার কাছে মনে হয় আমার মুখে প্রথম আর শেষবারের মত প্রশংসা শুনতেই আল্লাহ তারে ঐ আধা বেলা বাঁচায়া রাখসিলো।
তাও আফসোস লাগে সেদিন ফোনে একবার বলা দরকার ছিলো
- রান্নাটা অনেক ভালো হয়েছে।
#সারমর্ম
(সময় থাকতে কদর যারা করে না, তাদের সাড়া জীবন ই আফসোস করতে হয়)
©
হে আল্লাহ আপনার মুমিন বান্দাদের অন্তরের সমস্ত ব্যথা আপনি মুছে দেন।যারা অন্যের অন্তর ব্যথা বানায় তাদের হেদায়েত করুন মাবু'দ।
কে কে শোনেন প্রতিদিন সুরা বাকারা?????
একটা পরীক্ষা করেই ফেলেন আজ অথবা যে কোনো দিন-
যারা ফজরের সময় ঘুম থেকে উঠতে আলস্য বোধ করেন এবং বিছানাকে খুবই আরামদায়ক অনুভব করেন, তারা ঠিক সেই সময় অস্ফুট স্বরে তিনবার পাঠ করেন -
'আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম '
বুঝতে পারবেন কেউ একজন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এবং আপনি ফজরের জন্য বিছানা ছেড়ে উঠতে পেরেছেন। ট্রাই করে দেখুন এবং বিস্মিত হোন।
কালেক্টেট
রাসূল (সা:) বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্হান হেফাজতের দায়িত্ব নিবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম ! (সহীহ বুখারী - ৬৪৭৪)
বিদ্র: আর আমাদের জিহবা চলে অনেক বেশি। শুধু বলতেই আমরা ভালবাসি।
যারা আজান- ইকামত এর মাঝে দোয়া করার বিষয় বুঝেন না, তারা এই বোনের দুআ কবুল হওয়ার গল্প পড়ুন মনোযোগ দিয়ে।
⭕⭕দু'আ কবুল হবেই ইনশাআল্লাহ⭕⭕
আমার একটা বেষ্ট ফ্রেন্ড আছে,ও কুয়ালালামপুরের স্থানীয়। একবার ওর বাসায় আমার দাওয়াত ছিল,ওর বাসায় যাওয়ার পর ওর রুমে আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি তাহলে ডিজিটাল নামাজের টাইম টেবিল। রুমের দেয়ালের সাথে বড় এক নামাজের জামাতের টাইম টেবিল সাজানো...
আমি কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলাম এই নামাজের টাইম টেবিল তো মসজিদে থাকে তোমার বাসায় কেন??
ও উত্তর দিলো এটা দেখে আমি আর আমার মা দোয়া করি!!কারন হাদিসে আছে আজান ইকামতের মাঝখানে দোয়া করলে তা ফেরত দেওয়া হয়না!! বাবা মসজিদ থেকে জামাতের টাইম দেখে এখানে চেইঞ্জ করে দেয়...আজান দিলেই আমি আর মা দোয়া করতে বসে যাই....
এতদিন যত দোয়া এই সময়ের মধ্যে করেছি তার অধিকাংশই কবুল হয়েছে....
আমি খুব ইন্সপায়ার হলাম, এরপর কুয়ালালামপুরের অনেক জায়গায় আমি নামাজের টাইম টেবিল খুঁজেছি কিন্তু পাইনি পরে কাগজে কম্পস করে নিয়েছিলাম
আমার ভার্সিটির ক্যাম্পাসের দক্ষিণ পাশে বড় এক মসজিদ আছে আর ওই মসজিদে মুয়াজ্জিনির সুমধুর কন্ঠর আজান যে কারো হৃদয়কে শান্ত করতে পারে। এখানে ছেলে মেয়ে সবার জন্য মসজিদ উন্মুক্ত আমি জেনে নিয়েছিলাম আযানের 15 মিনিট পরে এখানে জামাত হয় বিশ্বাস করবেন কিনা জানিনা এই 15 মিনিট আমার কাছে এখোনো মনে হয় কোটি টাকার চেয়েও দামি কারণ এই 15 মিনিট আমি যা দোয়া করতাম সবই কবুল হয়ে যেত।
একদিন আসরের আজান শেষ হওয়ার সাথে সাথে উদ্ভট এক দোয়া করে বসি!!
ওইদিনই আমাদের একটা পরীক্ষা ছিল,পরীক্ষাটা আমার মোটেই ভালো হয়নি,আমি মনে মনে দোয়া করলাম হে আল্লাহ পরীক্ষাটা যদি বাতিল হত!!(উদ্ভট একারনে বললাম কারন এর আগে কখনো শুনিনি এখানের কোন পরীক্ষা বাতিল হয়েছে)
পরদিন সকালেই নোটিশ বোর্ডে লেখা দেখলাম গতকালের পরীক্ষা অনিবার্য কারনে বাতিল করা হয়েছে!!
আজান -ইকামতের মাঝখানে একাগ্রচিত্তে আপনিও দোয়া করে দেখতে পারেন ..ইনশাআল্লাহ দেখবেন কবুল হয়ে গেছে।
#ইকামাত_কি_এবং_এর_সময়ঃ
:
দু'আ কবুলের অন্যতম সময় হলো আযান
এবং ইকামাতের মধ্যবর্তী সময়টুকু।
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের দু'আ ফিরিয়ে দেয়া হয়না।”
(আবু দাউদ ৫২১, তিরমিজি ২১২)
অনেক বোনের জিজ্ঞাসা "ইকামাত কী?
আমরা কীভাবে বুঝব কখন ইকামাত হচ্ছে?"
মাসজিদে আযান হওয়ার ১৫/৩০ মিনিট পর জামাতে নামায শুরু হয়।
জামাতে নামায শুরুর পূর্ব মুহূর্তে আযানের বাক্যগুলো দিয়ে মাসজিদে আবার আযান দেয়া হয়, যাতে সবাই জামাতে এসে শামিল হয়।
এটাকেই ইকামাত বলে।
এটি আযানের মত এত দীর্ঘ ও উচ্চ আওয়াজে (মাইকে) বলা হয় না, বরং একটু দ্রুত বলা হয়।
ইকামাত শেষ হওয়া মাত্রই জামাতের সাথে নামায শুরু হয়ে যায়।
আযানের কতক্ষণ পর ইকামাত শুরু হয়?
১। সাধারণত ফজরের আযানের ৩০ মিনিট পর ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়।
যেমনঃ বর্তমানে ভোর ৪:৩০-এ ফজরের আযান হয় ও ৫:০০-টায় ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়।
২। দেশের অধিকাংশ মাসজিদে ১টায় আযান হয় এবং দেড়টায় ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়।
অনেক স্থানে আবার সোয়া একটায়ও জামাত শুরু হয়।
৩। আসরের আযানের ১৫ মিনিট পর ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়।
৪। মাগরিবের আযানের পরপরই জামাত শুরু হয়।
সাধারণত ২ থেকে ৫ মিনিট পরই জামাত শুরু হয়।
৫। ইশার আযানের ১৫ মিনিট পর জামাত শুরু হয়।
সাধারণভাবে আযান থেকে ১৫ মিনিটের মধ্যে দু'আ করতে পারেন নিঃসংকোচে। কারণ ১৫ মিনিট আগে কোথাও ইকামাত শুরু হয় না (মাগরিব বাদে)।
এ সময় বেশি বেশি দু'আ করুন।
দুআর শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। সেটা হতে পারে সূরা ফাতিহার প্রথম আয়াত বা আয়াতুল কুরসির প্রথম লাইনটি (কিংবা পুরোটা)।
এরপর দুরুদে ইবরাহীম (যেটা নামাযের শেষ বৈঠকে পড়ি) পড়বেন।
এরপর নিজের মত করে দু'আ করবেন।
দু'আর মাঝে একটু পর-পর "ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূমু" পড়তে থাকবেন।
দু'আ ইউনুসও পড়বেন (লা ইলাহা ইল্লা আনতা... যোয়ালিমিন)।
দু'আ শেষ করবেন আগের মতই-- আল্লাহর প্রশংসা, অতপর দুরূদ এরপর "আমীন" বা "ইয়া যাল জালালি ওয়াল ইকরাম" বলে দু'আ শেষ করবেন।
অথবা আল্লাহর কোন গুণবাচক নাম দিয়ে ।
বিঃদ্রঃ উযু করে দু'আ করবেন। অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে দু'আ করবেন। এটাই উত্তম পদ্ধতি।
মহান রব সকলের নেক দু'আ সমূহ কবুল করুন। আমিন
জাযাকুমুল্লাহ খইরন।
(সংগৃহীত)
নারীর মস্তিষ্ককে গোপনে তৈরি হওয়া ঘৃনা,
পুরুষের ছলনার থেকে ভয়ংকর । 💔
দুনিয়ায় মা বেচে থাকতে যে সন্তান মায়ের কদর করেনা সেই মা অভাগি নাকি সন্তান অভাগা?????
বুদ্ধিমান রা কমেন্ট কমেন্টে উত্তর দেন।।
পৃথিবীতে কেউ সাথে থাকুক আর না থাকুক মোবাইলের সিম কোম্পানি গুলো ২৪ ঘন্টা এসএমএস এর মাধ্যমে সাথে থাকে।
সুতরাং আপনি একা হবেন না।
সমাধান🤫
স্বার্থপর মানুষ গুলো সব পরিস্থিতিতে শুধু নিজের কথা ই ভাবে।
অপর মানুষ টা কে বোঝার গুরুত্ব টা ই এরা জানে না।
দুনিয়ায় সবাই শুধু বলে বড় হতে চায়.....
অনিচ্ছায় জীবনের অনেক কিছু হজম করে যেতে হয়,
জোর করে অপছন্দ মেনে নিতে হয়।
আসলেই জীবন মানে অভিনয়।
অবশেষে এরা মিলে গেল❤️
ভাই এবং বোন দয়া করে এবার মিলে মিশে সংসার টা করুন।
আল্লাহ কে যে মানুষ ভয় পায় সবার আগে সে সৎ ও উত্তম ব্যবহারের অধিকারী হয়।কারণ ব্যবহার এর মাধ্যমে অন্যকে কষ্ট দেয়া মানুষকে আল্লাহ মাফ করেন না।যতক্ষণ না সেই ব্যক্তি মাফ করে।
মাত্রই ভূমিকম্প হলো তাও অনেক জোরে....
আল্লাহ মাফ করুন আমাদের সকলকে 😞
মা তোমার মুখ টা দেখি না ১৬ বছর 😥😥
কি দেখছেন? মরুভূমি তে জাহাজ পড়ে আছে?
ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।
আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।
সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।
collected
ইসলাম ধর্মকে " মহান ধর্ম"
হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।
আলহামদুলিল্লাহ ❤️
** কেমন হবে বিচার দিবস ?
১) সেদিন সকলে একত্রিত হবে।
(সূরা আন-আম ২২)
২) দুনিয়ার জমিন হবে রুটির ন্যয়।
(মিশকাত ৫২৯৮)
৩) মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।।
(বুখারী--মুসলিম)
৪) কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।
(মিশকাত ৫৩০২)
৫) প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।
(বুখারী ৪৭৪১)
৬) ঐ দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমন কি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে।
(বুখারী)
৭) সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।
(বুখারী--মুসলিম)
৮) দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ্ দিতে পারবে না।
(সূরা কালাম ৪২-৪৩)
৯) মুমিনদের হিসাব হবে মুখো মুখি।
(মিশকাত)
১০) যার হিসাব পুংখানুপুংখ যাচাই করা হবে সে ধ্বংস হবে।
(মিশকাত ৫৩১৫)
১১) ঐ দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।
(সূরা ইয়াসিন ৬৫)
১২) হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে
(সূরা নূর ২৪)
১৩) সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।
(মুসলিম--মিশকাত ১৭৭৩)
১৪) তবে ঐ দিন মুমিনদের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।
(বাইহাকি--মিশকাত ৫৫৬৩)
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক।
আমিন।
সংগৃহীত 🌿🌿সংগৃহীত 🌿🌿
ভর্তি চলছে 💥ভর্তি চলছে......
বিউটিফিকেশন ফুল কোর্স ট্রেনিং আগষ্ট -সেপ্টেম্বর ২০২৩
মেকআপ আর্টিস্ট এন্ড বিউটি এক্সপার্ট হতে আগ্রহী আপুদের জন্য প্রাকটিক্যাল সহ এক মাস /দুই মাস ব্যাপী বিউটিফিকেশন ফুল কোর্স ট্রেনিংয়ে ভর্তি চলছে।
বিউটিফিকেশনে একজন দক্ষ বিউটি এক্সপার্ট ও মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং আর্থিক স্বাবলম্বী হতে আগ্রহী এমন নারীদেরকে অল্প খরচে বিউটিফিকেশন ফুল কোর্স ট্রেনিং করানো হবে।
*১ মাস আগষ্ট ২০২৩
*২ মাস আগস্ট - সেপ্টেম্বর ২০২৩
স্টুডেন্টদের সুবিধা মত দিন/ সময় নির্ধারণ করা যাবে)
✅বিউটি সেলুনের যাবতীয় সার্ভিস গুলো হাতে কলমে এই কোর্সের শেখানো হবে ] ✅
🤩থাকবে কোর্স শেষে সাটিফিকেট,চাকরির জন্য ১০০% সহযোগীতা।
এই সেশনে মাত্র ৩ জন স্টুডেন্ট এই ক্লাসের সুযোগ পাবেন।
যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা খুব শীঘ্রই আমাদের স্যালুন টি ভিজিট করুন এবং সরাসরি রেজিষ্ট্রেশন করুন।
অথবা রেজিস্ট্রেশন কনফার্ম করতে সরাসরি ফোন করুন
০১৬৩৪৩২৪৯৩৪/০১৯৬৪০৯৪১৮৮
আসসালামুয়ালাইকুম ❤️
শুভ সকাল 🌼🌻
১ কাপ চা দিনের শুরু মেজাজ বদলে দেয়☕☕
facebook.com/dcanvas.bd
D Canvas D Canvas is your trusted partner in creating powerful and impactful advertising campaigns.
My New Page. Please like my page to help reach my Goal.
https://www.facebook.com/dcanvas.bd
My new page.
D Canvas D Canvas is your trusted partner in creating powerful and impactful advertising campaigns.
একান্ত নিজের কিছু সম্পদ থাকা উচিৎ।
সময় যে কোন দিন বদলে যেতে পারে।
তখন রাস্তায় ভিক্ষা বা বৃদ্ধাশ্রমে জায়গা।
- দোয়া কবুলের পরিক্ষিত আমল, ইসমে আজম 🌸
আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম 💕
৫ বার পড়ে আলহামদুলিল্লাহ! ❤
ব্রাইডাল মডেল হয়েছিলাম সেদিন ❤️❤️
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ সবাই কে মুমিন হয়ে মৃত্যুবরন করার তৌফিক দান করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Bhatara