Mollah Garments and Cloth Store. Birampur, Dinajpur.

মিজান শপিংমল
ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।

28/09/2023

সকলকে শারদীয় শুভেচ্ছা
পুজায় ছেলেদের শার্টের নতুন কালেকশন। অর্ডার করতে ইনবক্সে নক দিন।

#বাংলাদেশ

09/05/2023

Women's Geometric Printed Georgette Saree with Blouse
Price Was: ̶2̶6̶0̶0̶ ̶t̶a̶k̶a̶
Sale Price: 1300 TK
Whatsapp or Inbox to make an order
Care Instructions: Machine Wash
Saree Fabric : Georgette || Saree Blouse Fabric : Georgette
Saree Length : 5.2 Mtr || Saree Blouse Size : 0.75 Mtr
Number of Items in Package: 1 Saree || 1 Blouse
Wash separately in cold water; do not bleach; dry in shade; medium to hot iron

18/08/2022

লার্জ রেডি হিজাব
লাগলে অর্ডার করুন।

Photos from Mollah Garments and Cloth Store. Birampur, Dinajpur.'s post 05/07/2022

বেচা কেনার যে অবস্থা
মুরুব্বি পেপার নিয়া বসছে পর্যাবেক্ষন করছেন।

Photos from Mollah Garments and Cloth Store. Birampur, Dinajpur.'s post 05/07/2022

Something is very special to our before Eid market. There are no customer. so we are waiting for customer.

26/05/2022
09/04/2022
Photos from Mollah Garments and Cloth Store.Birampur's post 30/01/2022
30/01/2022

New Arrival

02/05/2021

প্রত্যেক ব্যবসা শুরুর একটা চেক লিস্ট থাকে। ই-কমার্স এর ক্ষেত্রেও ব্যবসা ভেদে চেক লিস্ট ভিন্ন ভিন্ন ভাবে হতে পারে।

১. পণ্য বা সেবা নিয়ে বিস্তারিত জ্ঞান ( ধারণা দিয়ে কাজ চালানোর ধান্দা করা যাবে না )।

২. পণ্য বা সেবার স্থানীয় বা টার্গেট মার্কেট যাচাই ( বিদেশে চলছে এখানেও চলবে ভাবা যাবে না )।

৩. পণ্য বা সেবার আইনি কোন বাধা আছে কি না, তা যাচাই করতে হবে।

৪. ব্যবসায় প্রয়োজনীয় ডকুমেন্ট ও তাদের প্রদান প্রতিষ্ঠান ও গ্রহণের প্রসেস নিয়ে খোজ খবর নিয়ে নিশ্চিত হতে হবে।

৫. একটি মানসম্মত মার্কেটিং প্লান রেডি করতে হবে ( ব্রান্ডিং শুধু বুস্ট করলেই হয় না )।

৬. ডিস্ট্রিবিউশন বা সেবা প্রদানের একটি ফ্লোচার্ট রেডি করতে হবে ( এটা অনেকেই করেন না )।

৭. ইউজার ইন্টারফেস বা ওয়েব এর ফ্লোচার্ট রেডি করতে হবে।

৮. পণ্য সোর্সিং এর জন্য কয়েকটি ভেন্ডর বা ভালো উৎপাদন ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে সেবার ব্যাপারে আত্মতুষ্টি জরুরী।

৯. একটি বাজেট প্লান করতে হবে।

১০। একটি বর্ধিত বাজেট করতে হবে ( কোন কারণে প্রথম বাজেটে কাজ না হলে সর্বোচ্চ কত টাকা বেশি খরচ করবেন)।

১১. একটি এক্সিট প্লান করতে হবে।

১২. অফিস বা সেবা প্রদানের ঠিকানা নির্দিষ্ট করুন।

১৩. ট্রেড লাইসেন্স করে ফেলুন/ লিমিটেড হলে পেপার ঠিক করুন।

১৪. ব্রান্ডিং ডক্স রেডি করুন, প্রমোশনাল ডকও রেডি করুন।

১৫. ওয়েব সাইট রেডি করুন ( রেডি মানে রেডি, এমন তেমন নয় )।

১৬. ওয়েব যাচাই করান ও ক্লায়েন্ট ফিডব্যাক নিন।

১৭. সোর্সদের সাথে বা শ্রমিকদের সাথে একদিন বসুন এবং লক্ষ্য বর্ননা করুন।

১৮. পণ্য বা সেবার বর্ননা ( যথাযথ কন্টেন্ট) লিখে ফেলুন এবং ওয়েব ও ব্লগ এ প্রকাশ করুন।

১৯. সহায়ক সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে ফেলুন।

২০. একটি নিজেরা নিজেরা টেস্ট ড্রাইভ করুন ( ৩ থেকে ৫ দিন)।

২১. লঞ্চিং এর দিন প্রকাশ করুন ( চাইলে অফার দিতে পারেন )।

২২. যথা সময়ে লঞ্চ করুন।

২৩. মার্কেটিং প্লান এক্সিকিউট করুন ( ডানের বামের কথা শুনে বার বার রিফ্লেক্টেড হবেন না।

২৪. কল সেন্টার ও সাপোর্ট কে ফিডব্যাক অনুযায়ী ট্রেনিং করান।

২৫. কাস্টমার ফিডব্যাক নেবার ব্যবস্থা রাখুন।

২৬. বিভিন্ন কমিউনিটিতে নিজেদেরকে পরিচিত রাখুন।

২৭. অর্ডার আসা শুরু হলে বিসমিল্লাহ বলে সর্বোচ্চ সেবা ( পরিমিত লাভ করুন)। বিপদে ব্যবসা করার মানসিকতা পরিহার করুন।

২৮. অর্ডার না আসলে কর্মিদের ভবিষ্যৎ সম্পর্কে সাহস দিন –একেবারে না চললে ৩ থেকে ৫ মাস আগে থেকে কর্মিদের কর্ম রিপ্লেস করার সুযোগ দিন।

২৯. বাজেট অতিক্রান্ত হলে এক্সিট প্লান বাস্তবায়ন করুন।
৩০. ডোমেইন কেনার আগে ফেসবুক পেইজ তৈরী করবেন না।

ই-কমার্স ব্যবসার জন্য পড়াশোনা ও অভিজ্ঞতা শেয়ার করা থামাবেন না । মনে রাখবেন প্রতি ১০০ স্টার্টআপ এ ৫ জন হয়তো সফল হয়। সুতরাং সাবধানে এগোন।

আমরা আপনাকে যে বিষয়ে সরাসরি সহযোগিতা করতে পারবো---
০১. ডোমেইন/হোস্টিং ক্রয় (আপনার নামেই)
০২. লোগো ডিজাইন (অবশ্যই ক্রিয়েটিভ এবং ইউনিক)
০৩. কনটেন্ট ডেভলপমেন্ট
০৪. ওয়েবসাইট ডেভলপমেন্ট
০৫. গ্রাফিক্স ডিজাইন
০৬. ফেসবুক পেইজ ম্যানেজমেন্ট

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট www.monoputo.com ভিজিট করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969

14/12/2020
03/12/2020
Windy as forecasted 24/07/2020

দিনাজপুরের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালি আংশিক বৃষ্টি বলয় "স্পিড"।

এটি একটি সল্পস্থায়ী শক্তিশালি আংশিক বৃষ্টি বলয় যা সারাদেশে প্রভাববিস্তার করবে না। শক্তিশালি আংসিক বৃষ্টি বলয় স্পিড ২৭ থেকে ২৯ জুলাই পর্যায়ক্রমে দেশের কয়েকটি স্থানে।
স্পিড শুধুমাত্র দেশের কয়েকটি জেলায় তার প্রভাব বিস্তার করতেপারে।
দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাম্মনবাড়ীয়া, রাজশাহী, নেত্রকোনা, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট ও এর পার্শবর্তী এলাকায় আঘাত হানতে পারে।

বৃষ্টি বলয় স্পিড চলাকালিন সময়ে এই সকল জেলায় স্থানভেধে ১৯০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতেপারে।
বৃষ্টিবাহি মেঘের অভিমুখ পশ্চিম হতে পুর্ব দিকে থাকবে বেশিরভাগ সময়ে।
বৃষ্টি বলয় গতি চলাকালিন সময়ে উপরে নাম দেওয়া জেলা গুলো বাদে দেশের অন্য এলাকায় স্বাভাবিক বর্ষাকালিন বৃষ্টি হতে পারে, তবে প্রাকৃতিক কারনে দেশের কিছু এলাকায় ভারিবর্ষণ হতে পারে।
বৃষ্টি বলয় গতি সবচেয়ে ভয়াবহ হতেপারে উত্তর ওয়েস্ট বেঙ্গল ও বিহারে, ফলাফল দেশের উজানে বন্যার পানি পুনরায় বৃদ্ধি পেয়ে আবার দেশের নিন্মাঞ্চল প্লাবিত হতেপারে অনেক এলাকায়।
নোট : আগস্ট মাসের মাঝামাঝি থেকে এইবছর এর শেষ বৃষ্টি বলয় পর্যন্ত বাকি বৃষ্টি বলয়গুলো বরিশাল, খুলনা বিভাগের জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে ও কলকাতা উড়িস্যার জন্য ভয়াবহ ভারিবর্ষণ।
সূত্র : বেসরকারি আবহাওয়া সংস্থা
আপডেট : 24/07/2020 রাত ৮ টা বেজে ১২ মিনিটে।

Www.windy.com

Windy as forecasted Wind map and weather forecast

Photos from Mollah Garments and Cloth Store.Birampur's post 02/07/2020

জিন্সের প্যান্ট

BRAND: BOSS, D&G, LIVES

মূল্যঃ 520 টাকা।

হোম ডেলিভারির ব্যাবস্থা আছে, শুধু মাত্র দিনাজপুর জেলার বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়া ঘাট উপজেলার জন্য।

অরডারের জন্য যোগাযোগ করুনঃ +8801947848889.
বিশেষ দ্রষ্টব্যঃ গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য।

Photos from Mollah Garments and Cloth Store.Birampur's post 27/06/2020

Sublimation Mask llll
প্রতি পিছ মাত্র 50 টাকা।

অনলাইনে অরডার করতে কল করুনঃ
+88014065707645★

বিশেষ দ্রষ্টব্যঃ হোল সেল করা হয়।

Want your business to be the top-listed Clothing Store in Birampur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সকলকে শারদীয় শুভেচ্ছা পুজায় ছেলেদের শার্টের নতুন কালেকশন। অর্ডার করতে ইনবক্সে নক দিন।#বাংলাদেশ #shirt #mens #tshirt #men...

Telephone

Website

Address


Dhaka More, Bus Stand
Birampur
5266

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Other Clothing (Brands) in Birampur (show all)
Birampur Online Shop Birampur Online Shop
Birampur
Birampur

Ingilani Fashion House Ingilani Fashion House
Jotbani Bazar
Birampur, 5266

Welcome to our page

Rupali Fashion Rupali Fashion
Mijan Shopping Mall Dokab Nambar 37 38
Birampur

Gents Choice Gents Choice
Ratanpur
Birampur, 5266

Rabby Fashion House Rabby Fashion House
Birampur

Man's Fashion