মমিনুল স্যার - Mominul Sir

Mominul Islam is an English lecturer and expert in English Language Skills, Grammar, Academic Englis Fortunately got the opportunity to work with Google Inc.

More About Mominul Sir

Mominul Islam
Founder & Author

Mominul is a young Entrepreneur running this site as well as page from his living room. He is a certified Masters in English with a Degree in Information and Communication Technology (ICT) under the National University of Bangladesh. Currently, working as an English Lecturer and Founder and CEO of Web Hosting Bangladesh, a renowned

17/03/2023

Send a message to learn more

Fixed Price Job এ যেভাবে apply করবেন। যা কিছু অবশ্যই জানা প্রয়োজন। How to apply fixed Price Job 01/03/2023

বাংলাদেশে ফ্রিলেন্সিং কোর্স / প্রশিক্ষণের নামে অনলাইনে এখন তাবিজ বিক্রি শুরু হয়েছে।

সবাই সাবধান, এই তাবিজ কিনে কেউ দক্ষ্য ফ্রিলেন্সার হতে যাবেন না।
তবে দিক নির্দেশনা নিতে পারেন, আর তার কাছেই নিবেন, যে সত্যিই এ লাইনে পারদর্শী। অনেকে বলে তার প্রোফাইল এর লিঙ্ক শেয়ার করা যাবেনা, সমস্যা হয়, আরে ভাই, মার্কেটপ্লেসে একাউন্ট থাকলে সার্চ দিলে এমনিতেই পাওয়া যায়। এটা নিয়ে নয়ছয় করার কিছুই নাই।

অবশ্যই ভেরিফাইড ব্যাক্তির কাছে দিকনির্দেশনা নিবেন, অথবা ইউটিউব এ সার্চ দিন, অনেক ফ্রি এবং ভালো রিসোর্স আছে।

আমি শারীরিকভাবে অসুস্থ্য, সবার কাছে দোআর দরখাস্ত রইল, আমিন।

Fixed Price Job এ যেভাবে apply করবেন। যা কিছু অবশ্যই জানা প্রয়োজন। How to apply fixed Price Job Fixed Price Job এ যেভাবে apply করবেন। যা কিছু অবশ্যই জানা প্রয়োজন। How to apply fixed Price Job

খুব সহজে নিজেই ফেইসবুক এর পেজ /পোস্ট বুস্ট করুন|| Easily Boost your Facebook Page /Post yoorself 26/01/2023

সবার উপকার হবে আশা করি ।

খুব সহজে নিজেই ফেইসবুক এর পেজ /পোস্ট বুস্ট করুন|| Easily Boost your page /Post yoorself খুব সহজে নিজেই ফেইসবুক এর পেজ /পোস্ট বুস্ট করুন|| Easily Boost your page /Post yoorself

15/12/2022

ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা সুতরাং এ ভাষা শেখার সময় কিছু কথা মনে রাখতে হবে।

সেগুলো কি কি হতে পারে?

সর্ব প্রথম আপনাকে মনে রাখতে হবে ইংরেজি আমাদের দেশের ভাষা নয় এটাকে বলা হয় Queen of Languages! সুতরাং Ornamental way বা অলংকারিক ভাবে তা বলতে ও লিখতে হবে। অর্থাৎ উচ্চারণ ভঙ্গির
দিকে নজর দিতে হবে বা বিদেশীদের মত উচ্চারণ করতে হবে।

28/11/2022

Congratulations সকল SSC পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছ।।

যাদের ফলাফল আশানুরূপ ভালো হয়নি, হতাশ হবার কিছুই নাই। এইচ এস সি তে ভালো কিছু করো, আর এর মাঝে বেশ কিছু স্কিলস ডেভলপমেন্ট করে নাও, যেমন, ইংরেজি, কম্পিউটার, ইন্টারনেট, গ্রাফিক্স, মার্কেটিং, ইমেইল ইত্যাদি। দেখবে, ফলাফল কোনো বিষয় নয়, তোমার স্কিল তোমাকে নতুন ও ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ।

অনেকেই হয়তো পাশ করতে পারোনি, তবে সেটা তোমার ব্যর্থতার মূল কারণ নয়। ভেঙে না পরে ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এবার ভালো কিছু করবে এ প্রত্যাশাই করি।

তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা সবাই আলোকিত মানুষ হও।। নিজে আলোকিত হয়ে সবাইকে আলোকিত করো এই প্রার্থনাই করি।।

06/11/2022

করোণায় পরীক্ষা আক্রান্ত সকল এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য রইলো অগাধ স্নেহ, ভালোবাসা ও শুভ কামনা।

27/10/2022

ফ্রিল্যান্সিং সম্পর্কে ব্যাসিক ধারণা, যা সবার জানা থাকা জরুরি।

👉ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?
👉ফ্রিল্যান্সিং কি চাকুরী বা জব?
👉ট্রেনিং সেন্টার এ যেতে হবে কি?
👉মাসে ১০ হাজার থেকে লাখ টাকা ইনকাম করা কি সম্ভব?
👉👉সবকিছু এক ভিডিওতে সারসংক্ষেপ।👋👋

ইউটিউব ভিডিও লিংক: https://youtu.be/HzKIyyg_U5s

27/10/2022

আমার ছাত্রজীবনের ছাত্র, যখন আমি তার শিক্ষক।

রংপুরে আমার কনিষ্ঠ (একমাত্র সেই ছিল, যাকে আমি ৫ম শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত পড়িয়েছিলাম) ছাত্র, নাম মেহেদী হাসান মিতুল ( Mitul Hassan ), আমার অত্যন্ত স্নেহের এক ছাত্র। ধীর্ঘদিন ধরে যদিও সাক্ষাৎ হয়নি, শুধু ফোনেই কথা হতো, সেটাও বেশ কিছুদিন হয়নি। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র।

গতকাল ২২/১০/২০২২, দীর্ঘদিন পরে আমার প্রাণের ক্যাম্পাস Carmichael College Rangpur এ যাচ্ছিলাম। হঠাৎ লালবাগে আমাকে দেখে হঠাৎ সালাম দিয়েই তার অভিযোগ। স্যার, আপনি তাহলে রংপুরে নিয়মিত আসেন, আমাদের এখানে আসেন না, আরো কত কি। আমি টোটালি সারপ্রাইজড। কারণ আমি তাকে এত বড় হয়ে আর মুখের এমন অবয়ব সরসরি কখনোই দেখিনি। তাই কনফার্ম হতে একটু সময় লেগেছিল। যদিও ওর আণ্টি ( Hyumayra Akhter Rina ) তাকে ইনস্ট্যান্ট চিনেছে (পোড়া কপাল আমার, আমি টা পারিনি)।

সেই আলিমে পড়ার সময় থেকেই আমার ইন্টার মিডিয়েট এর স্টুডেন্ট পড়ানো শুরু। রংপুরে পুরো ছাত্র জীবনে অনেক স্টুডেন্ট কে পড়িয়েছি। যার কারণে পড়ানোটা এক সময় নেশায় পরিণত হয়। আর এটিই ছিল আমার একসময়ের প্যাশন।

সেটি বড় কথা নয়, বড় কথা হলো আমার এক উপলব্ধি। ছাত্র শিক্ষকের সম্পর্কের সেকাল আর একাল। হয়তো তখনকার ছাত্র ও অভিভাবকের মাঝে শিক্ষকগণের যে এক আন্তরিকতা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল, তা আজ অনেকটাই বিলীন হয়ে গেছে। যখন ছাত্র হিসেবে শিক্ষক ছিলাম, অনেক টিউশনি ও কোচিং এর ছাত্রছাত্রী পড়াতাম, তখন ঘন্টার পর ঘন্টা পড়াতেও কখনোই অনীহা আসতনা। আর এখন প্রতিষ্ঠানে, বিশেষ করে কলেজে ছাত্র ছাত্রী ক্লাস করতে চায়না। প্রতিষ্ঠানের বাইরে সম্পর্কের কথা আর কিইবা বলবো। জনসম্মুখে ছাত্র শিক্ষককে দেখে এড়িয়ে যায়। একান্তই মুখের সামনে পড়লে সম্মান দেয়। আর অভিভাবকগণ অনেকটাই তাদের পক্ষেই, যা আমরা এর আগের অনেক ঘটনায় দেখেছি। ছাত্রছাত্রীদের শাসন করার কারণে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকের আন্দোলন, ফলাফলে শিক্ষকের সাসপেনশন অর্ডার, এমনও উদাহরণ আছে, স্ট্যাম্প দিয়ে পিটিয়েও হত্যা করার মতো ঘটনা।

তাই আবারও সেই দিনের অপেক্ষায় থাকলাম, ছাত্রজীবনের শিক্ষকের মর্যাদার অপেক্ষায় একজন শিক্ষক হিসেবে। আমি আশাবাদী, আমরা শিক্ষক, অভিভাবক যদি একটু আমাদের সন্তানদেরকে কেয়ার করি, তাহলে ঠিকই আমাদের সম্পর্কের উন্নয়ন হবেই ইনশাআল্লাহ্।

ভালোবাসি সকল প্রাণের ছাত্রছাত্রীদেরকে, তোমরা মানুষের মতো মানুষ হও। আমিন।

27/10/2022

শিক্ষকগণ জাতির প্রাণ। সমাজের অণুবীক্ষণ জন্য।

12/10/2022

Common mistake:
Inc: Stink to/ at
Corr: Stink of

Keep watching and learning.

05/10/2022

আজ বুধবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’।

শিক্ষক এবং শিক্ষার প্রতি যথেষ্ট সম্মান আজ জাতি দিতে পারেন না। তাইতো এখনও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বে- নন- নামক প্রিফিক্স নিয়ে চলতেছে। সেইসাথে মানসম্মত শিক্ষাব্যবস্থা ও ছাত্রছাত্রীদের অবাধ স্বাধীনতা কলুষিত করছে, সমাজ, দেশ ও জাতিকে।

একজন শিক্ষক এর ভুমিকা বাবা, মা, ভাই, বোন, বন্ধু, যে কথাটা আমি ক্লাসে প্রায় বলে থাকি একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হিসেবে। মোটকথা, "A teacher is like an actor who has to play several roles in a class or society among the students. He sometimes acts like a father/mother, sister, brother, friends with other roles like a singer, joker, storyteller, and so on, whichever role is perfect as per the circumstances."

তাই স্যার কে নিয়ে একটি গানের কথা না বললেই নয়।

মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে
তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না।
রূপকথারও বাইরে যে এক বিশাল জগত আছে
তার কাছে না শুনলে বোধ হয় শোনাই হতো না।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা
ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

আজকে আমি সবই বুঝি ভুল করেছি কত
তখনতো কেউ দেখেনিতো স্যারের বুকের ক্ষত।
দেখেছিলাম তার দু’চোখে স্নেহের মহাসাগর
যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মত।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা
ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

ভালো থাকুক সকল শিক্ষক, ভালো থাকুক ICU তে থাকা আমাদের সমাজ ব্যবস্থা।

23/09/2022

কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের কারণে স্থগিত হওয়া চারটি পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

23/09/2022

বিসিএস ব্যতীত সকল ধরনের সরকারি চাকুরিতে ৩৯ মাস ছাড় দেয়া হয়েছে কভিড ১৯ এর কারণে।

21/09/2022

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযোগে আটক ৩; দিনাজপুর বোর্ডের এসএসসির গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত

এসএসসির প্রশ্নফাঁস: মধ্যরাতে কুড়িগ্রামে কেন্দ্র সচিবসহ আটক ৩

ঘটনায় ইতোমধ্যেই একটি মামলাও করা হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনায় আটকরা হলেন- নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই কেন্দ্রের সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক যোবায়ের হোসেন ও রাসেল মিয়া।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই একটি মামলাও করা হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনায় আটকরা হলেন- নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই কেন্দ্রের সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক যোবায়ের হোসেন ও রাসেল মিয়া।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

প্রশ্নফাঁসের বিষয়টি জানাজানির পর সরেজমিনে ভূরুঙ্গামারীতে আসেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম।

এর আগে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে ওই রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে প্রশ্নফাঁসের ঘটনায় মূল অভিযুক্ত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার আদম মালিক চৌধুরীকে বাদ দিয়ে এই মামলা করা হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি বোর্ডের চেয়ারম্যানসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তবে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার ঢাকা মেইলকে মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষার শুরুর দিনে ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের জন্য প্যাকেট করা বাংলা প্রথম পত্রের প্রশ্নের প্যাকেটে ভরে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের সঙ্গে বিজ্ঞানের তিনটি বিষয়ের প্রশ্নপত্রও বের করে নেওয়া হয় থানার লকার থেকে। এসব প্রশ্ন পরীক্ষার আগে হাতে লিখে শিক্ষার্থীদের দিয়ে দিতেন অভিযুক্ত শিক্ষকরা। আর হাতে লেখা এসব প্রশ্নপত্র ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং মেইলেও শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করা হচ্ছিল।

এরমধ্যে বিষয়টি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনে প্রকাশ পেলে স্থানীয় প্রশাসন ও পরীক্ষা সংশ্লিষ্টরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে ইংরেজি পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়টি স্থানীয় অনেকেরই নজরে আসলে অনেকটা বাধ্য হয়েই থানায় অভিযোগ করেন কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা।

পরে এই অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এরপর নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান ছাড়াও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক যোবায়ের হোসেন ও রাসেল মিয়াকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এসবের মাঝে মঙ্গলবার রাত ৮টার দিকে সরেজমিনে ঘটনা পরিদর্শনে ভূরুঙ্গামারীতে আসেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। পরে ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। সেখান থেকে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান থানায় গিয়ে শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে আবারও ইউএনও কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন।

বৈঠকের সময় ইউএনও কার্যালয় ও থানা কার্যালয়ের মূল ফটক তালাবদ্ধ করে রাখা হয়। পরে চার ঘণ্টার বৈঠক শেষ রাত ১২টার পরে বের হন সবাই। এ সময় কার্যালয়ের সামনে অপেক্ষারত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন বৈঠককারী কর্মকর্তাগণ। একই সময় গণমাধ্যমকর্মীরাও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কোনো উত্তর না দিয়েই সটকে পড়েন সবাই।

পরে বিষয়টিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল আলম ঢাকা মেইলকে জানান, এ ব্যাপারে মামলাসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে মামলার তদন্ত চলমান। এখনই অনেক কিছু বলা যাচ্ছে না।

16/09/2022

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস হয়ে গেল 🤲🙏😭

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১৯৫তম, ডাটায় ১৩০

বাংলাদেশে ইন্টারনেটের দাম তুলনামূলকভাবে কম হলেও এর মান ও গতির অবস্থা ভালো নয় বলে জানিয়েছে ইন্টারনেটের দাম ও গতি নিয়ে পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান কেবলডটকোডটইউকে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ২২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯৫তম।

Photos from মমিনুল স্যার - Mominul Sir's post 15/09/2022

সব এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং শুভ কামনা রইল..... 🤲🤲🤲🎉🎉🎉

সুপ্রিয় পরীক্ষার্থী ! আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা। বাসা থেকে বের হওয়ার আগে আরেকবার দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। পরীক্ষার হলে দৃঢ় মনোবলে প্রবেশ করবে, কোনোরকম ঘাবড়াবে না। যেভাবে তোমরা স্কুলে পরীক্ষা দিয়েছো, ঠিক একইভাবে পরীক্ষার হলে যাবে। প্রশ্ন পেয়ে একবার ভালো করে পড়ে নেবে, যাতে তোমার জানা প্রশ্নগুলোর উত্তর সহজেই লিখতে পারো। মমিনুল স্যার - Mominul Sir - এর পক্ষ থেকে তোমাদের সবার প্রতি রইল দোয়া ও শুভ কামনা।

10/09/2022

বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক।

09/09/2022

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুণী এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ।

06/09/2022

এসএসসি ও সমমানের পরীক্ষার সময় এক ঘণ্টা কমলো

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে এবার পরীক্ষার সয়মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তিন ঘণ্টার বদলে দুই ঘণ্টায় নেওয়া হবে চলতি এসএসসি ও সমানের পরীক্ষা। সেই সঙ্গে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষার্থীদের হলে উপস্থিত থাকতে হবে ৩০ মিনিট আগে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে দুই ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত এক ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

মন্ত্রী বলেন, অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

তিনি বলেন, ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলো তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১১ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।

আগামী বছরের প্রথম দিন ৩৫ কোটি বই তুলে দেওয়া সম্ভব কি না এমন প্রশ্নে দীপু মনি বলেন, ২০২৩ সালের নতুন বছরে পাঠ্য বই ছাপানো শুরু হয়নি। যদিও বছরের ৯ মাস চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের হিসেবে ছাপার কাজ শুরু হতে সময় লাগবে অক্টোবর।

শিক্ষামন্ত্রী বলেন, যারা দেরিতে কিংবা মানহীন কাগজে বই ছাপছে তাদের কালো তালিকায় আনা হবে।

সোর্স কমেন্টে

05/09/2022

প্রযুক্তি নির্ভর যুগে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা অপরিসীম ও অপরিহার্য যা বলার অপেক্ষা রাখে না। একটি ওয়েবসাইট এর মাধ্যমে যে কোন ব্যবসার সার্ভিস বা প্রোডাক্ট খুব সহজেই কাস্টমারের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। আর এই ওয়েবসাইট ডেভলপমেন্ট এর দক্ষতা অর্জন করে বিশাল এই কর্মক্ষেত্রে কাজ করে ক্যারিয়ার ডেভেলপ করার অফুরন্ত সুযোগ রয়েছে! আর এ সুযোগকে কাজে লাগাতে দরকার কঠোর পরিশ্রম ও সঠিক দিক নির্দশনামূলক গাইডলাইন। তাই আমরা কি ভেবে দেখতে পারিনা, সহজে কিভাবে e বিষয়ে সম্যক ধারণা ও জ্ঞান অর্জন করতে পারি।
সবার মতামত দিবেন কমেন্ট।

30/08/2022

‘কোচিং খারাপ না, কিন্তু....’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোচিং খারাপ না, কিন্তু ক্লাসে শিক্ষক ঠিকভাবে না পড়িয়ে শিক্ষার্থীদের নিজের বাসায় প্রাইভেট বা কোচিং করতে বাধ্য করলেন এবং সেখানে কেউ পড়তে পারলো না বলে বা পড়লো না বলে তাকে কম নম্বর দেয়া বা ফেল করিয়ে দেয়ার জায়গাটা একেবারে অনৈতিক। এটা যেন কোথাও না হয়। সেজন্য আমরা শিক্ষা আইনে আমরা প্রস্তাব করেছি শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না। তা না হলে শিক্ষকদের ওই ক্ষমতাটা থেকে যায়।
সোমবার সকলে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সব শিক্ষার্থী ক্লাস রুমে সব কিছু শিখে ফেলবে সে অবস্থা নাও থাকতে পারে, কেউ ক্লাস মিস করতে পারে। সব শিক্ষার্থীদের সমানভাবে বোঝাতে শিক্ষকের সক্ষমতা নাও থাকতে পারে। শিক্ষার্থীরা বাড়িতে তার বাবা মা তাকে সে বিষয়টি শেখানোর সুযোগ বা সক্ষমতাও না থাকতে পারে। সেক্ষেত্রে বাইরের একটা সাপোর্ট তার দরকার হতে পারে। কোচিং সব দেশেই আছে। আমাদের এখন যেসব ইন্টারনেট স্কুল এটা সেটা আছে সেগুলোও কিন্তু কোচিং।

তিনি বলেন, শিক্ষা আইনের খসড়াটি শিগগিরই কেবিনেটে উঠছে। শিক্ষা আইন পাস হলে তা বাস্তবায়ন শুরু হবে।

ডা. দীপু মনি আরও বলেন, যদি এটা আইনে হয়, আর আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি সে ক্ষেত্রে এটা (শিক্ষকদের নিজ শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো) বন্ধ করতে পারি। আমাদের কাছে অনেক জায়গা থেকে তথ্য আসে। শিক্ষকদের প্রতিপক্ষরাও কিন্তু তখন এসব তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে দিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনায় অংশ নেন ইরাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক শিক্ষার রিপোর্টার রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক আমাদের বার্তার রিপোর্টার মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক ও দৈনিক আমাদের বার্তার এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ আবদুল হাই তুহিনসহ অন্যরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

29/08/2022

এস এস সি ২০২২ সালের পরীক্ষার রুটিন।
শুভ কামনা রইলো সকলের প্রতি।

Photos from English Zone's post 26/08/2022
Photos from মমিনুল স্যার - Mominul Sir's post 23/08/2022

শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ।

শনিবার ছাত্রছাত্রীরা বাড়িতে কি বিদ্যুৎ ছাড়া থাকবে? না, এখন একই সময়ে প্রতিটি ছাত্রছাত্রী নিজ নিজ রুমে লাইট ফ্যান ব্যবহার করবে, অথবা মোবাইলে আসক্তি বাড়বে, না হয় আড্ডা দিবে।
এর চেয়ে বরং খোলা থাকলেই এককভাবে বিদ্যুৎ ব্যবহার না করে একসাথে ক্লাসে কয়েকটা ফ্যান লাইট দিয়েই হয়ে যেত।

বাচ্চারা মোবাইল / গেমস এ আসক্ত হবে অনেক বেশি। এক করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাত্রছাত্রীদের বাড়িতে থেকে পড়তে বলা হয়েছিলো, কেউ কি আদৌ বাড়িতে পড়ার পরিবেশে ছিল? না, সবাই প্রাইভেট, কোচিং, বাইরে আড্ডা, অনলাইন ক্লাসের নামে হাতে হাতে মোবাইল 🤳 ফোন ও গেমস e আসক্তি, অলস সময় পার করেছিল। এবার নতুন ফাঁদে, বিদ্যুৎ সাশ্রয়ের নামে ছাত্রছাত্রীদের কে কার্যত অকর্মণ্য করে তুলবে।

শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় নয়, এটি দেশের উন্নয়নে বিনিয়োগ। সেইসাথে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া শিক্ষক শিক্ষিকাগণের দরকার প্রকৃত মূল্যায়ন। একটি জাতিকে ধ্বংস করার জন্য কামানের চেয়ে শিক্ষায় পঙ্গুত্ব এনে দেয়াটা অনেক বেশি কার্যকরী।

22/08/2022

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিংগাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে।

গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার (২১ আগস্ট) অধিদপ্তরের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
করোনার শুরুর দিকে লকডাউনের সময় দুপুরবেলা করোনার আপডেট দিতেন তিনি। করোনা বুলেটিন নিয়ে হাজির হতেন টিভির পর্দায়।

20/08/2022

ডিমের দাম ৯ টাকা বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা
তিন প্রতিষ্ঠান‌কে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম আমানা সুপারসপ‌কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

কুমিল্লায় ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকায় বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপারসপ‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম এ জরিমানা করেন।

তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “অযৌক্তিক দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্স‌কে এক হাজার টাকা এবং মু‌মি‌নের সবজির দোকান‌কে ৫০০ টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ওইসব এলাকার অন্যান্য সুপারসপ, ডিম ও মুরগীর বাজা‌রে তদারকি কার্যক্রম চালা‌নো হয়।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: ঢাকা ট্রিবিউন

17/08/2022

শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না তথ্যটি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়

আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

আজ বুধবার (১৭ আগস্ট) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কতৃপক্ষের নজরে এসেছে।

এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য নিম্নরূপ- ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়; আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি; জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি; শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

17/08/2022

"শিক্ষকগণই" একমাত্র ব্যক্তি,যারা কিনা অন্যের সন্তানের সাফল্য দেখে নিজে গর্ববোধ করেন!❤️

তবে শিক্ষা কখনো মানুষ কে শিক্ষিত করে না, হোক সে ছাত্র বা শিক্ষক। নিজের ভিতরের অমানুষ টাকে শিক্ষিত করতে নৈতিক শিক্ষা প্রয়োজন। স্বাক্ষরজ্ঞান ও শিক্ষা দুটো ভিন্ন জিনিস।। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা স্বাক্ষরতা অর্জন করি, কিন্তু প্রকৃত শিক্ষা লাভ করি না।।
আপনার প্রতিষ্ঠান থেকে দিক-নির্দেশনা নিয়ে পড়ে বিসিএস ক্যাডার হওয়া শিক্ষিত লোকটিও একদিন একরকম সিস্টেমের কথা বলে দুর্নীতি করবে। আজকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা স্ট্যুডেন্টটিও কাল দুর্নীতি করবে। শিক্ষা গ্রহন করেও কেনো আমরা সৎ মানুষ হতে পারি না..!! তাই আসুন, আমরা আমাদের সন্তানকে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে তুলি।

আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন

14/08/2022
10/08/2022

Honours just lost its honour.
I think and feel, "I am GPA 5).

এখন থেকে সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গরে তুলি, এজন্যে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের শিক্ষকগনের উপরে থাকতে হবে অগাধ শ্রদ্ধা ও সম্মান। তবেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারবো এক সুন্দর পৃথিবী।

07/08/2022

পার্শ্ববর্তী দেশ ও আন্তর্জতিকভাবে তেলের দাম সমন্বয় রেখে তেলের দাম বৃদ্ধি অবশ্যই ভালো উদ্যোগ। তবে শুধু তেলের দামের তুলনা করে কি হবে, এবার সাধারণ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় রোজগার বাড়ানোর বিষয়টিও দেখা দরকার। হংকং, সিঙ্গাপুর, আমেরিকা, ভারত এর সাথে তুলনা করে।

আমাদের এখন সহ্য ক্ষমতা অনেক। এখন আর কেউ তেলের দাম, বিদ্যুতের দাম, গাড়ি ভাড়া বাড়ালে আন্দোলন করেনা। কারণ, এখন ফেইসবুকেই আন্দোলন সীমাবদ্ধ। আর আমাদের সরকার ফেইসবুকে কে কি বলে, তা মোটেও আমলে নেন না। কিছুদিন আগে মসজিদে এসি নিয়ে বিতর্কিত সিদ্ধান্তে এক সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, ফেইসবুকে কে কি বলল তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিবোনা।

কারণ তারা মনে করেন, ফেইসবুকের (বেশিরভাগ) সবাই বিরোধীদল।

মনে পড়ে সেই ৯০ দশকের কথা। এই দাম ও ভাড়া বাড়ার কারণে কত হরতাল, আন্দোলন দেখেছি। তাও বেড়েছিল ২-৪-৫ টাকা। আর ফেইসবুক এখন আমাদেরকে স্বার্থপর ও ঘরকুনে করে দিয়েছে। আর তাইতো আন্দোলনকেও ফেইসবুকেই সীমাবদ্ধ।

যাহোক, দিনাজপুর জেলার নতুন ভাড়ার তালিকা প্রকাশিত হওয়াও অন্তত গাড়িতে কথাকাটাকাটি কম হবে।

ভাবছেন ভাড়া বাড়ায় গাড়ির লোক খুশি? মোটেও না। তাদেরকেও সবকিছু উর্ধ দামে কিনতে হবে। তবে তারা তেলের দাম কমানোর আন্দোলন না করে ভাড়া বাড়ার আন্দোলন করেন, তাই নিজের ফাঁদে নিজেই পড়েন।

দিনাজপুর থেকে বিভিন্ন স্থানে যাবার মিনি বাস ভাড়ার নতুন তালিকা (০৭/০৮/২০২২ ) ।

27/07/2022

এভাবে মাথায় ও হাতে ব্যান্ডেজ বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়েছেন খুলনার গাজী মেডিকেল কলেজের প্রভাষক ডা. সমীর রায়।

তিনি খুলনা মেডিকেল কলেজের কে-২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাছুর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়জিদ খান প্রক্সি দিতে এসে আটক হয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতে তাদের এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

© রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

26/07/2022

এস এস সি পরীক্ষার নতুন রুটিন /২০২২
সকল পরীক্ষার্থীর জন্য রইলো শুভ কামনা 🤩🤩

16/07/2022

১০০টি গুরুত্বপূর্ণ Idioms & phrases (পর্ব-২)
✪ By the grace of Allah - আল্লাহর অনুগ্রহে
✪ By hook or by crook – যেভাবেই হোক।
✪ hush money – ঘুষ
✪ Bad blood - মনোমালিন্য
✪ Bosom friend - অন্তরঙ্গ বন্ধু
✪ chip of the old block – বাপকা বেটা
✪ crocodile tears – মায়া কান্না
✪ In time – ঠিক সময়ে
✪ c**k and bull story – গাজাঁখুরী গল্প
✪ have a bad time – দুঃসময়ে পড়া
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ dead of night – মধ্য রাত্রি
✪ By and large - মোটামুটি।
✪ By heart – মুখস্ত করা।
✪ By turns – পর্যায়ক্রমে।
✪ By mistake – ভুলক্রমে
✪ By the bye– বিদায়ের মাধ্যমে
✪ By fair means or foul – যে-কোন উপায়ে।
✪ By leaps and bounds – অতি দ্রুতগতিতে।
✪ By dint of – প্রভাবে।
✪ By rote – না বুঝে মুখস্ত করা।
✪ By far – অনেকাংশে।
✪ By contrast – তুলনায়।
✪ By all means – সর্বোতোভাবে।
✪ By stage – ধাপে ধাপে।
✪ By no means – কোনক্রমেই না।
✪ By fits and starts – অনিয়মিত।
✪ By this time – এতক্ষণে।
✪ By the by – কথা প্রসঙ্গে।
✪ A bed Of Roses - সুখ-স্বাচ্ছন্দপূর্ণ জীবন
✪ A bed of thorns - কন্টকময় জীবন
✪ A black sheep - কুলাঙ্গার
✪ A piece of cake - খুবই সহজ
✪ A rainy day - দুর্দিন
✪ ABC - প্রাথমিক জ্ঞান
✪ Above all - সর্বোপরি
✪ After all - সবকিছু সত্ত্বেও
✪ All on a sudden - হঠাৎ
✪ As if - যেন
✪ At all - আদৌ
✪ At all events - যাই ঘটুক সব ক্ষেত্রে
✪ At bay - কোনঠাসা
✪ At large - স্বাধীন
✪ At last - অবশেষে
✪ At once back and call - বাধ্য
✪ Bag and baggage - তল্পিতল্পাসহ
✪ Big gun - নেতৃস্থানীয় ব্যক্তি
✪ At random - বেপরোয়া
✪ Bad faith - বিশ্বাসঘাতকতা
✪ Bid fair - ভালো কিছু আশা করা
✪ As usual - যথারীতি
✪ At a stretch - একটানা
✪ At arm’s length - দূরে
✪ At least - অন্তত
✪ At one’s own sweet will - খুশিমতো
✪ At sixes and sevens - বিশৃংখলা অবস্থায়
✪ Beggar description - বর্ণনাতীত
✪ Big cheese - দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি
✪ Bring to book - শাস্তি দেয়া
✪ Build castle in the air - আকাশ-কুসুম চিন্তা করা
✪ Far and wide - সর্বত্র
✪ Bone of contention - বিবাদের বিষয়
✪ Bring to light - প্রকাশ করা
✪ By and by - শীঘ্র
✪ all but – প্রায়
✪ birds eye view – মোটামুটি ধারনা
✪ blue blood – অভিজাত বংশের রক্তবহনকারী
✪ call a spade a spade – অপ্রিয় সত্য কথা বলা
✪ come off with flying colours – জয়লাভ করা
✪ dead language – যে ভাষা এখন আর কথ্য নয়
✪ fish in a troubled water – এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া
✪ breathe out – নিঃশ্বাস ত্যাগ করা
✪ but me no buts – কিন্তু কিন্তু করো না
✪ catch red handed – হাতে নাতে ধরা
✪ clever hit – কথার মতো কথা
✪ come to light – প্রকাশিত হওয়া
✪ cut to the quick – মর্মাহত হওয়া
✪ end in smoke – ব্যর্থ হওয়া
✪ feather ones nest – কাজ গুছিয়ে নেওয়া
✪ fish out of water – অস্বস্তিকর ব্যাপার
✪ from a to z – প্রথম হতে শেষ অব্দি
✪ get rid of – মুক্তি পাওয়া
✪ cringing flatterer – খঁয়ের খা
✪ curry favour – তোষামদ করিয়ে প্রিয় হওয়া
✪ dead against – তীব্র বিরোধী
✪ die in harness – কর্মরত অবস্থায় মারা যাওয়া
✪ fall flat – ফলপ্রসূ না হওয়া
✪ fight shy – এড়িয়ে চলা
✪ flesh and blood – রক্তমাংশের শরীর
✪ from hand to mouth – দিনে আনে দিন খায়
✪ gift of the gab – বাককটুতা
✪ hard nut to crack – কঠিন সমস্যা
✪ head and ears – সমপূর্ণরপে
✪ hold good – প্রযুক্ত হওয়া
✪ household word – সকলের পরিচিত নাম
✪ in cold blood – ঠান্ডা মাথায়
✪ in full swing – পুরোদমে
✪ in the long run – পরিশেষে
✪ ins and outs – খুঁটিনাটি সবকিছু
✪ kith and kin – নিকট আত্মীয়
✪ maiden speech – প্রথম বক্তৃতা

Keep in touch to get more...

15/07/2022

আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে No sooner পরে শুধু had নাকি অন্যান্য auxiliaryও বসে?

অতীত কালের ঘটনা past tense বুঝালে No sooner had এবং No sooner দুটোই ব্যবহৃত হয়।
No sooner had + Subject + past participle
No sooner did + Subject + base form বসে।
তবে বর্তমান কালের ঘটনা বুঝালে বা present tense এ
No sooner do/does + Subject + base form ব্যবহৃত হয়।
Past tense:
Assertive:
As soon as the thief saw the police, he ran away.
(যেই মাত্র চোরটি পুলিশ দেখল, সেই মাত্র সে পালিয়ে গেল)
Negative :
No sooner had the thief seen the police than he ran away.
Or, No sooner did the thief see the police than he ran away.
(পুলিশ দেখতে না দেখতেই চোরটি পালিয়ে গেল।)

Present Tense
Assertive
As soon as the teacher enters the classroom, the students stand up. [১৪তম শিক্ষক নিবন্ধন ২০১৭]
(যেই মাত্র শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করে, সেই মাত্র ছাত্ররা উঠে দাঁড়ায়)
Negative
No sooner does the teacher enter the class room than the students stand up.
(শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়ায়)

[Collected]

Photos from মমিনুল স্যার - Mominul Sir's post 14/07/2022

ডলারের বিপরীতে আবারও ৫০ পয়সা কমলো টাকার মান

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ডলার-টাকার এই নতুন বিনিময় হারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। নতুন দামে ডলার বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, ৫০ পয়সা বাড়িয়ে নতুন দামে ব্যাংকগুলোর কাছে ৭ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

গত তিন মাসে টাকার মান কমে অর্থা’ ডলারের দাম বেড়ে কয়েক দফা বেড়ে ৮৬ টাকা থেকে বেড়ে ৯৩ টাকা ৯৫ পয়সায় উঠেছে।

এর আগে গত ২৮ জুন সর্বশেষ টাকার মান কমায় বাংলাদেশ ব্যাংক। সেবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়। এতে প্রতি ডলারের দাম ৯২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৯৩ টাকা ৪৫ পয়সা হয়। আজ আরও ৫০ পয়সা বেড়ে ডলারের দাম দাঁড়াল ৯৩ টাকা ৯৫ পয়সা।

13/07/2022

আজ আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে?
এরা পাবলিক পরীক্ষায় পাশ করে কিন্তু ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পাশ মার্ক তুলতে পারেনা। এদেরকে নাকি আবার পাশ করে দিতে হবে। দেখেন Umbrella কিভাবে বানান করে😢😢😢
এ লজ্জা কার?

13/07/2022

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মনিটরিং জোরদার হচ্ছে - সন্ত্রাসবাদী দমনের জন্যে এক অসাধারণ সিদ্ধান্ত 😊

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক ব্যবহারে মনিটরিং জোরদার করছে সরকার। ফেসবুকে পেজ ও গ্রুপ তৈরি করে যারা অ্যাডমিন হয়েছেন, তাদেরও নজরদারিতে আনা হবে। গুজব সৃষ্টি, অপপ্রচার ও সরকারবিরোধী প্রচারণা বন্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত চিঠি দেবে প্রতিষ্ঠান প্রধানদের।

এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক বা কোনও কর্মকর্তা-কর্মচারী যাতে কোনও ধরনের অপ্রচার, সরকারবিরোধী প্রচারণা কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে, সে জন্য এই নির্দেশনা দেওয়া হবে। শিক্ষক-কর্মচারীদের সচেতন করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক শিক্ষক ফেসবুকে বিভিন্ন নামে গ্রুপ বা পেজ খুলে বুঝে বা না বুঝে অন্যদের অপপ্রচার চালাতে সহযোগিতা করছে। তারা যেন সচেতন হয়, সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হবে। প্রথমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার, গুজব তৈরি ও দায়িত্ব পালনে অবহেলা ঠেকাতে এর আগেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়। কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। ইতোমধ্যে বেশ কিছু প্রাথমিক শিক্ষককে সময়িক বরখাস্তও করা হয়েছে।

গত বছর ফেসবুকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় দুই শিক্ষককের সেপ্টেম্বর মাসের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। গত বছর জুলাই মাসের মাঝামাঝি সময় শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে একটি মামলাও দায়ের করা হয়।

এতকিছুর পরও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে ধর্মান্ধগোষ্ঠীকে অপ্রপ্রচার চালানোর সুযোগ করে দেয় বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক মতামতসহ নানা ধরনের শৃঙ্খলাবিরোধী ও সরকারবিরোধী বক্তব্য, কমেন্ট দেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ তুলে শিক্ষকে জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে।

এদিকে রজমান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা পোস্ট দিয়েছেন। প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব বিষয়ে নজরদারি করা অব্যাহত রাখা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এসব পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে নির্দেশনা দেওয়া হবে। নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের

Want your public figure to be the top-listed Public Figure in Birganj?
Click here to claim your Sponsored Listing.

About Mominul Sir
Founder & Author of BOSS Solution and Web Hosting Bangladesh

Mominul Islam
Founder & Author
Mominul is a young Entrepreneur running this site as well as page from his living room. He is a certified Masters in English with a Degree on Information and Communication Technology (ICT) under National University of Bangladesh. Currently working as an English Lecturer and Founder and CEO of Web Hosting Bangladesh, a renowned web hosting and domain registration service provider. In January 2012, Mominul Launched his first blog on Tech Tuner Online (Currently BOSS Solution) which is now a serving tons of quality articles daily to a much broader audience. When got much responses from the audience / visitor, he launches his Online Business organization Web Hosting Bangladesh.

Mominul began blogging after his completion of his MA in English and he gradually got involved earning online through the largest marketplace Odesk (Currently Upwork) on February. 2010 as a Virtual Assistant. Fortunately got opportunity to work with google Inc. as a Judgment Contributor and later as a DEC and QAC which made a great changes in his life. After a few days, his life was changing dramatically and became interested making a blog to share the experience with the people who are also interested earning online. He started taking interest in tweaking Blogger Templates by thoroughly reading articles online. His thirst for learning and understanding latest web technologist like HTML, CMS (WordPress, Joomla, Opencart, Magento, Ecommerce, Woocommerce), CSS#, PHP and JavaScript equipped him with an excellent art of web designing. He is now a web designer and web developer by all rights having taken any professional training.

The purpose of publishing this blog was to provide high quality Blogging tips, web designing tutorials, practical SEO tips and way of online earning through various marketplace.Each post is published with a hope of filling up the thirst of the readers skillfully and make a happy living online.

When some one intends to do something innovative in life, people will tell him that he can not do it, but when he prove that you can do, the same people would ask him how he did it? So to the new bloggers, Mominul’s advice is not to give up and keep blogging humbly. to establish a blog successfully, it requires a little hard work but a lot of patience.

Videos (show all)

ফ্রিল্যান্সিং সম্পর্কে ব্যাসিক ধারণা, যা সবার জানা থাকা জরুরি।👉ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?👉ফ্রিল্যান্সিং কি চাকুরী বা...
শিক্ষকগণ জাতির প্রাণ। সমাজের অণুবীক্ষণ জন্য।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব  আকবর আলি খান মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু...
আজ আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে?এরা পাবলিক পরীক্ষায় পাশ করে কিন্তু ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পাশ মার্ক তুলতে ...
পুরুষ মানুষের জীবন নিয়ে আবুল হায়াতের বিশেষ নাট্যাংশ  👍 লক্ষী ট্যাড়া👍✨  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আ...
শিক্ষকের হাত থেকে শাসনের ছড়ি কেড়ে নেওয়ার ফল।
Contagion movie
মেনে চলার উদাত্ত আহ্বান
যেভাবে করো হাটতে হাটতে ছড়ায়।

Category

Telephone

Address


BOSS Solution, Bazar Road, Shantibag More
Birganj
5220

Other Birganj public figures (show all)
Ajker birganj - আজকের বীরগঞ্জ Ajker birganj - আজকের বীরগঞ্জ
Birganj, ৫২২০

বীরগঞ্জ উপজেলা দিনাজপুর

Praj kumar prokeras Praj kumar prokeras
Vandary, Birgonj, Dinajpur
Birganj, 201103

নৃত্যের প্রেমিক বাংলার হাস্যরসের অভি

Jeet's world Jeet's world
Birganj
Birganj, DINAJPUR

নমস্কার...আমি বাড়িতে কৃষি কাজ করি এবং একাই ইংলিশ শিখে নিজে নিজে ইংলিশ বলার চেস্টা করতেছি ।

Ovik Gannguli Ovik Gannguli
Dinajpur
Birganj

জীবন কারো জন্য থেমে থাকে না,

Ahnaf Tahmid Ahnaf Tahmid
Birganj

Tha best approach to human sarvice.

SELIM Computer SELIM Computer
Birganj Dinajpur
Birganj

Assalamu alaikum You are welcome

Jibon barman Jibon barman
Dograi Khatia Dige
Birganj, 5200

HI I am jibon barman .I am a portfolio expert. Blogger Coding layout edit Html expert.

Joking boy Joking boy
Palashbari
Birganj, DINAJPUR

business

স্বপ্ন ছোঁয়া স্বপ্ন ছোঁয়া
Birganj Dinajpur High Way
Birganj, 5200

স্বপ্ন পুরনের পথে

গ্রামীণ জীবন। গ্রামীণ জীবন।
Birganj

সুজলা, সুফলা, শস্য, শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের গ্রামীণ জীবনের স্বাদ পায়নি এমন লোক কম আছে