Md. Aminul Islam is a politician of Bangladesh Awami League.
He's a former Member of parliament 1991 of Dinajpur-1(Birganj & Kaharole), currently serving as Upazila Chairman of Birganj. বীরগঞ্জ-কাহারোলে একটি অমর নেতৃত্বের নাম এবং সকল সেক্টরে সত্তর দশক থেকে যার পদচারণা.....
***এক মেয়াদে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত দিনাজপুর-১ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য। তিন তিনবার বীরগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা'
র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলা শাখা।
* এলাকার শিক্ষা বিস্তারে আপ্রান চেষ্টা ও শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কৌশল অবলম্বনকারী।
* সভাপতি দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও সভাপতি আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।
***অসাম্প্রদায়িক চেতনার উদ্ভাবক, সম্প্রীতির বন্ধন, ভ্রাতৃপ্রেমী উদার মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, যার মাঝে বিরাজমান।
* দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সাথে যার সুদীর্ঘ সময়ের অগাত স্নেহ, মমতা, ভালবাসা আর বন্ধু সুলভ আচরণ।
* যার অক্লান্ত পরিশ্রম, মেধা, দক্ষতা ও সুপরিকল্পিত চিন্তা চেতনায় এলাকায় হয়েছে প্রতিটি সেক্টরে আশাতীত উন্নয়ন।
***একজন ক্রিড়ামোদি মানুষ হিসাবে যাকে সকল আয়োজনে অগ্র সারিতে আমরা দেখতে পাই।
***৬৭ বছর বয়সেও যিনি যুবকদের কাতারে দাড়িয়ে এবং দৌড়ে সমান তালে লম্বা রাস্তা অতিক্রম করে চলেছেন।
* একটি হাটা বাহিনী সাথে নিয়ে দৈনিক ঘন্টার অধিক সময় ব্যয়াম করেন। বীরগঞ্জ টু কাহারোল, বীরগঞ্জ টু খানসামা পদব্রজে ভ্রমণ করেন।
***যিনি চলতে ফিরতে হাসতে হাসতে সব সময় মানুষের সাথে কুশল বিনিময় করে থাকেন। অতি সাধারণ নারী পুরুষ সহজ সরল মানুষদের সাথে যার ভিষন সখ্যতা।
***একাধারে বিশিষ্ট ব্যবসায়ী, আদর্শ কৃষক, শিক্ষানুরাগী, সমাজসেবক, সংস্কৃতিমনা, রশিক মনের প্রিয় রাজনৈতিক জননেতা।
* যিনি একজন সৎ যোগ্য নিষ্ঠাবান, দায়িত্বশীল নেতা। বনাঢ্য রাজনৈতিক জীবনে তার কোন কলঙ্ক নাই, যিনি সততার পরীক্ষায় শতভাগ সফল মনে করেন আ'ম জনতা। সাম্প্রতিক কালে এসব পদে অধিষ্ঠিতদের দূর্নীতির সীমা নাই।
* যেহেতু দীর্ঘ মেয়াদি ক্ষমতার চেয়ারে থেকেও তাঁর আমল নামায় কোন প্রকার দূর্নীতি'র লেশমাত্র নাই।
* দল ছুট হয়ে অনেক দিন হযবরল পজিশনে ছিলেন কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে এসে আবার শক্ত হাতে দলে মনোনিবেশ করায় সবাই চাঙ্গা হয়েছে।
* যিনি অনেকের মত নন, সময় কে মূল্য দিয়ে থাকেন। সভা-সমাবেশে সঠিক টাইমে গিয়ে উপস্থিত হন। বিকাল ৩ টার প্রোগ্রাম কখনো রাত ১০/১২ টায় করেন না।
* যিনি স্পষ্ট কথা বলতে ভালবাসেন এবং কোন কাজ তার এখতিয়ার বহির্ভূত হলে সাথে সাথে ফিরিয়ে দেন। আচ্ছা বিষয়টি পরে দেখি কি করা যায়, ইত্যাদি আশ্বাস দিয়ে অহেতুক ঘুরানো এমন করেন না।
* যিনি জম্মসুত্রে মুসলিম, দিনাজপুর-১ আসন তথা বীরগঞ্জের একজন কৃতি সন্তান, বহুগুনের অধিকারী। নিয়মতান্ত্রিক চলাফেরা ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেন।
***যিনি সব বয়সী নর-নারীর সাথে সম্মানের সাথে কথোপকথনে অভ্যস্ত, হাস্যোজ্জল, চমৎকার কৌশলী, অতি কথন পছন্দ করেন না। কিন্তু প্রয়োজনীয় কথা শ্রবনে অধৈর্য হন না। স্পষ্ট ও বলিষ্ঠ কন্ঠে কথা বলেন।
* যিনি বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সহ ক্রিড়াঙ্গনে অসামান্য অবদান রেখে চলেছেন। দির্ঘদিনের বলিষ্ঠ ও সুপরিকল্পিত নেতৃত্বে অত্র এলাকা সকল ক্ষেত্রে তুলনা মূলক আশাতীত উন্নতি লাভ করেছে।
***নারীর ক্ষমতায়নে একনিষ্ঠ এক নেতা, যার নেতৃত্বে স্কুল কলেজের ছাত্রীরা এখন জাতীয় পর্যায়ে ফুটবল সহ বিভিন্ন খেলায় অংশ গ্রহন করছে এবং পুরস্কৃত হয়েছে। যিনি মেয়েদের কে খেলায় পারদর্শী করতে কোচার রেখে প্রশিক্ষণ দিয়ে থাকেন।
* যার উদ্যোগে ঢেপা নদীতে করা হয়েছে মৎস্য অভয়াশ্রম, স্লুইজগেট ও বিনোদন কেন্দ্র।
* দুই উপজেলায় ৪ টি কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্ররাসা ও ৫০টির অধিক প্রাথমিক বিদ্যালয় তৈরী করেছেন।
* অলরাউন্ডার এই নেতা কখনো খেলার মাঠে, কখনো ইসলাম ধর্মীয় মাহফিলে, কখনো হিন্দু ধর্ম আলোচনা সভা সহ বিভিন্ন সামাজিক আয়োজনে প্রধান অতিথি'র আসন অলংকৃত করে থাকেন।
***বর্তমানে তিনি দিনাজপুর-১ আসনে বিএনপি-জামায়াত দুষ্ট চক্রের নৈরাজ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে হাটে, ঘাটে, মাঠে, ময়দানে, সভা সমাবেশে কঠোর হুশিয়ারি দিচ্ছেন।
***বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের কল্পনাতীত উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরে "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে সহযোগিতার আহ্বান জানান।
ইনি হচ্ছেন সেই নেতা যিনি সকলের চেনা, বহুল পরিচিত মুখ বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ আমিনুল ইসলাম।
29/09/2024
একটি শোক সংবাদ
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ফিজার আজ রাত ৮ ঘটিকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করছি।
15/08/2024
15/08/2024
বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
22/05/2024
যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ৩২ হাজার ৪ শত ১৪ ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা....
20/05/2024
২১ তারিখ সারাদিন, ঘোড়া মার্কায় ভোট দিন...
12/05/2024
09/05/2024
গণসংযোগ...
28/04/2024
রবিবার (২৮ এপ্রিল) বিকেলে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের পশ্চিম সুজালপুর গ্রামের শাকলা হেমরম এর মেয়ে ভারতী হেমরম'র বিয়েতে....