Above all people are true
This page for funny...We are enjoy this page...
Many Many like comment & Share this page...
দয়াল তোমার প্রেমে পুড়তে পুড়তে যদি সরিষা পরিমান দেহের কিছু অংশ থাকে তাও যেনো তোমার নাম জপতে পারে এই টুকু তোমার কাছে আশা দয়াল
♥️♥️♥️♥️♥️জয়গুরু হযরত মুকুল আব্বা (রঃ)♥️♥️♥️♥️♥️
না জেনে সেই প্রেমের তত্ত্ব
আন্দাজী প্রেম করছে কত
মরণ ফাঁসি নিচ্ছে সে তো
পস্তাবে শেষে ।।
মহাত্মা ফকির লালন সাঁই
রুমি রুহঃ একদিন জিঙ্গাস করেন মিলন মেলা কি ""
শামস তাবরিজি রুহঃ বলেন --
প্রেম করো কারো সাথে এক দেহে বিলিন হইয়া'
যাও সেটা হতে হবে এক দেহে!!
হৃদয় মেলা প্রেম কথোপোকথন ♪♪
হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রুহঃ 🌹🙏🏼
জয়গুরু হযরত মুকুল আব্বা (র:)
"জীবনের আর অল্পই বাকি আছে। তোমার সামনে এক দীর্ঘ যাত্রা অপেক্ষা করছে। তোমার যত ইলম আর আমল, সবই তো লৌকিকতায় ভরপুর। এখনই যদি আখেরাতের প্রস্তুতি গ্রহণ না করো, তাহলে আর কবে করবে? এখনই যদি কুপ্রবৃত্তির সাথে সম্পর্ক ছিন্ন না করো, তাহলে আর কবে করবে?"
🖋️ইমাম গাজ্জালী রহঃ🌹
[আল-মুনক্বিযঃ ১৭৪]
"মুক্ত প্রাণে, মুক্ত বাতাসে যেদিন মুক্তির গান গাইতে পারবো, সেই দিন হবে আমার অভিযানের শেষ।"
♥️♥️♥️♥️♥️কাজী নজরুল ইসলাম ♥️♥️♥️♥️♥️
যদি সবথেকে বড় পীর মা বাবা হয়,
তাহলে কী দরকার আছে লক্ষ টাকা খরচ করে বক্তা এনে ওয়াজ করানোর?
বরং মা বাবার থেকেই জ্ঞান নেই।
আর কেনই বা স্কুল কলেজে ভর্তি হই?
মা বাবার কাছ থেকে শিক্ষা নিলেই তো পারি।
পীর অর্থ শিক্ষক। আর জীবনে শিক্ষকের দরকার অবশ্যই আছে। 🙏🙏🙏🙏🙏
ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক, ভয়ই অসাধুতা,
ভয়ই ভুল জীবন।
এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা-ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে।
_____স্বামী বিবেকানন্দ।
যাহারা যাহা জানেনা, যাহারা যাহা বুঝেনা, তাহারা যাহা ইচ্ছা বলুক, তাহাতে মনে দুঃখ নিওনা। মনকে মুর্শিদ প্রেম হইতে বিচ্ছিন্ন করিও না। মনে রাখিও-জগতে রসুলের (সাঃ) সন্তুষ্টিই আল্লাহ্র সন্তুষ্টি।
— সুফি আবদুল হামিদ খান ভাসানী (রহ.)
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো! যতদিন-ই বেঁচে থাকি,
তোমায় মনে রাখবো। যত কষ্ট
হোক সব মেনে নিবো,
তবুও চিরদিন তোমাকেই
ভালোবাসবো।
মাওলা শাহ মুকুল বাবা (রঃ)♥️♥️♥️♥️♥
১৮ মোকামের পরিচয়:
#১৮ মোকামের মধ্যে হইতে মায়ের দানকৃত ৪টি,পিতার দানকৃত ৪টি আর খোদা তায়ালার ১০টি।তাই প্রভুর এবাদাত যেমন ফরজ মাতা-পিতার সেবাও তেমন ফরজ।
*মায়ের দানকৃত মোকাম: *পিতার দানকৃত মোকাম:
১/ লোম। ১/ মনি।
২/ চামড়া। ২/ হাড়।
৩/ রক্ত। ৩/ রগ।
৪/ মাংস। ৪/ মগজ।
*আল্লাহ তায়ালার দানকৃত মোকাম:
১/ দৃষ্টিশক্তি। ২/ ইচ্ছাশক্তি।
৩/ শ্রবণশক্তি। ৪/ বিবেকশক্তি।
৫/ বাকশক্তি। ৬/ ধরণশক্তি।
৭/ ঘ্রাণশক্তি। ৮/ চলনশক্তি।
৯/ প্রাণশক্তি। ১০/ বুদ্ধি বিবেকশক্তি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Gossainbari
Bogra
5851
Puran Bogra, Rajshahi
Bogra
We are Super Çóòl.... Djuicepolapan always all in one... ;)