Dr. Khaza Amirul Islam - Haematologist

Dr. Khaza Amirul Islam - Haematologist

You may also like

Aysha Jannat
Aysha Jannat

ব্লাড ক্যান্সার(লিউকেমিয়া,লিম্ফোমা ও মাল্টিপল মায়েলোমা), রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া ও রক্তরোগ ব

19/03/2024
06/03/2024

অনেক ব্লাড ক্যান্সার চিকিৎসায় ভালো হয়।
ইন্ডিয়া বা ঢাকা নয়, বগুড়ায় সম্ভব।
পরামর্শ নিন, সুস্থ থাকুন।

04/03/2024

Rome was not built in a day...
It’s the first step
Step for a long way
please Keep me in your prayer
This center will definitely help everyone...

24/02/2024

শুধুমাত্র শরীরে রক্তভরাই থ্যালাসেমিয়ার চিকিৎসা নয়, এটা থ্যালাসেমিয়া চিকিৎসার একটি অংশ মাত্র।

আমার এই রোগীর বাসা ফেনিতে। Doc time app এর মাধ্যমে আমি উনাকে পরামর্শ দেই।আল্লাহর রহমতে এখন সাকিব ভালো আছে এবং চিকিৎসা শুরুর প্রায় ৬ মাস হতে চললো, ওর আর কোনো রক্ত লাগে নাই। একই অবস্থা ওর বোনেরও।
আপনারা সবাই ওদের জন্য দুয়া করবেন।
থ্যালাসেমিয়া চিকিৎসায় রক্তরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।

12/02/2024

আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত আমার সকল চেম্বার বন্ধ থাকবে।

02/01/2024

স্বপ্ন নিয়ে কাজ করছি।
দুয়া করবেন, দেশ ও জাতির উপকার হবে ইনশাআল্লাহ্।

TMSS বাংলাদেশের একটি অন্যতম শীর্ষ NGO, গতকাল ও আজ TMSS এর ২ দিন ব্যাপি AGM হলো।
আলহামদুলিল্লাহ , আমার গত একবছরের সার্ভিসে আমি TMSS স্বাস্থ্য বিভগ, স্পেসিফিক ভাবে বলতে গেলে DED-2 ডাব মতিউর স্যারকে হেমাটোলজির ফিউচার বুঝাতে সক্ষম হয়েছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাকে বরাবরই সুযোগ দিয়েছেন। আপনারা জানেন, কিছু দিন আগে আমি TMSS এ এভারকেয়ার হাস্পাতালের হেমাটোলজির চিফ কন্সাল্টেন্ট ও এভারকেয়ার বোনমেরো ট্রান্সপ্লান্ট সেন্টারের কোওর্ডিনেটর ডা: সালেহ স্যার ও টাটা মেমোরিয়াল সেন্টার,মুম্বাই এর ডা: সুমিত গুজরাল স্যারকে নিয়ে একটা সেমিনার করেছিলাম।এরপরে আমি TMSS এর সাথে লেগে ছিলাম BMT centre করা নিয়ে।আলহামদুলিল্লাহ , AGM এ BMT project proposal পাশ হয়েছে। এব্যাপারে এভারকেয়ার হাস্পাতালের হেমাটোলজির চিফ কন্সাল্টেন্ট ও এভারকেয়ার বোনমেরো ট্রান্সপ্লান্ট সেন্টারের কোওর্ডিনেটর ডা:সালেহ স্যারের সহোযোগিতার কথা অনস্বীকার্য। স্যারের সাপোর্ট ছাড়া আমি হয়তো সাহস করতে পারতাম না।
ইনশাআল্লাহ্ TMSS এ সকলের সাধ্যের মধ্য BMT নিয়ে আসার চেষ্টা করবো।

Photos from Dr. Khaza Amirul Islam - Haematologist's post 26/12/2023

সেজেগুজে চেম্বারে আসা আমার থ্যালাসেমিয়া বাচ্চা।
আলহামদুলিল্লাহ, ৬ মাস হলো ওর রক্ত লাগে না।

22/12/2023

আমার চেম্বারে এসেছেন চাচা।
চাচা বলা ভুল হবে,আসলে উনি দাদা!
বয়স কত হবে ধারণা করুন?

১০৬ বছর 😮😮😮

Photos from Dr. Khaza Amirul Islam - Haematologist's post 12/12/2023

একজন থ্যালাসেমিয়ার বাচ্চা।
এই অবস্থায় আমার কাছে এসেছে।
আমি এখন এর কি করবো?
রোগীর বাবাকে জিজ্ঞাসা করলাম, এতো দিন চিকিৎসা নেন নাই কেনো?
উত্তর,নিয়েছি তো।
কোথায়?
বগুড়ার সবচেয়ে বড় ডায়াগনস্টিক সেন্টারের নাম বললো।
কার কাছে?

বললেন একজনের কথা,যিনি রক্তরোগ বিশেষজ্ঞ নয়। অথচ ওই সেন্টারেই ২ জন রক্তরাগ বিশেষজ্ঞ চেম্বার করেন।😥😥😥

থ্যালাসেমিয়া চিকিৎসায় শুধু রক্ত ভরাই চিকিৎসা নয়।
থ্যালাসেমিয়া চিকিৎসায় রক্তরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন, কোনো সেন্টারের নয়।

11/12/2023

ক্যান্সারের চিকিৎসা মানে শুধু কয়েকটি ওষুধ শরীরে পুশ করা নয়। আপডেটেড প্রোটকলে পরিচ্ছন্ন পরিবেশে সঠিক মাত্রার ওষুধ ক্যান্সার চিকিৎসার ফলাফল উন্নত করে।
আজকে TMSS Cancer Center এর হেমাটোলজি ওয়ার্ডে ২ টা Acute Lymphoblastic Leukemia
১ টা Chronic Myeloid Leukemia - blastic phase, ১ টা Acute promyelocytic leukemia , ১ টা Multiple Myeloma ভর্তি আছে।
সর্বোচ্চ মানের চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।আমার রোগীদের জন্য আপনারা দুয়া করবেন।

07/12/2023

প্রফেসর পল টেল্ফার,বিখ্যাত থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ ,কুইন মেরি ইউনিভার্সিটি, লন্ডন।
থ্যালাসেমিয়া চিকিৎসা নিয়ে আপডেট চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সাথে দীর্ঘক্ষণ কথা হয়।
মেডিকেল সাইন্স প্রতিদিন আপডেট হচ্ছে, সাথে আপডেট হতে হয় আমাদের চিকিৎসকদেরকেও।

"Advancing Hematology Excellence: Symposium Highlights and Collaborative Initiatives at TMSS Medical College" | TMSS 26/11/2023

https://www.facebook.com/share/cp3cC5s3LRpzxYYQ/?mibextid=WC7FNe

"Advancing Hematology Excellence: Symposium Highlights and Collaborative Initiatives at TMSS Medical College" | TMSS The symposium unfolded within the distinguished confines of the Professor Dr. AKM Masudur Rahman Hall at TMC and RCH.....

09/11/2023

৮ নভেম্বর বুধবারে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টারে ব্লাড ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা প্রদান ও বোন মেরো ট্র‍্যান্সপ্লান্ট সেন্টার স্থাপনের লক্ষে পরিদর্শন ,সাইন্টিফিক সেমিনার ও ক্যান্সার রোগীদের সাথে কথা বলেন ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সুমিত গুজরাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং সমন্বয়কারী (হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্লান্ট) আবু জাফর ডা. মোহাম্মদ সালেহ এবং টিএমএসএস ক্যান্সার সেন্টারের হেমাটোলজি ইউনিটের অনারারী কন্সাল্টেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা.খাজা আমিরুল ইসলাম।

02/11/2023

আমার রোগীগুলো এত্ত কিউট কেনো!!!
বাবুটার ব্লাড ক্যান্সার (ALL),
আল্লাহর রহমতে ভালোই আছে।
সবাই ওর জন্য দুয়া করবেন।

31/10/2023

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স ও কনফারেন্স পরবর্তী ওয়ার্কশপে অংশগ্রহণ জনিত ব্যাস্ততার কারণে আগামী ৩রা নভেম্বর থেকে ৯ই নভেম্বর আমার চেম্বার বন্ধ থাকবে।
সিরিয়াল ও অনলাইন কন্সাল্টেন্সির জন্য ০১৭৬২-৯৯৯৯৯৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ রইলো।
সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী।

29/10/2023

বেবী টা আমার ITP এর রোগী।
ও শুধু হাসে😁😁😁
এতো সুন্দর হাসি, তাই আমিও ওর সাথী হলাম।
ও এখন সুস্থ ,আলহামদুলিল্লাহ।

16/10/2023

সকল প্রকার ব্লাড ক্যান্সারের চিকিৎসা নিয়ে এখন টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ,আমি আছি আপনাদের জন্য।

05/10/2023

শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকের প্রতি জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা। যাদের দোয়ায় আজ আমি রক্তরোগ বিশেষজ্ঞ।

Photos from Dr. Khaza Amirul Islam - Haematologist's post 28/09/2023

আলহামদুলিল্লাহ্‌।
বাল্যবন্ধু ডাঃ Iqbal Hossain এর ভিশন ক্লিনিক, শেরপুরে থ্যালাসেমিয়া সহ অন্যান্য রক্তরোগীদের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সফল ভাবে সম্পন্ন করলাম।
ভালো থাকুক আমার রোগীরা।

26/09/2023

আফিয়া, এক ক্যান্সার যোদ্ধা।
এক ক্যান্সার যোদ্ধার যাত্রাপথ,কখনোই সহজ নয়।পথটা আরও কঠিন হয়,যখন আপনি ভুল পথে হাটবেন।
আপনি যখন বিভ্রান্ত হয়ে ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি,আয়ুর্বেদী, হারবাল,ভেষজ...ইত্যাদি ভুল পথে হাটবেন, তখন যুদ্ধ জয় আরও কঠিন হবে।
ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়েলোমা) চিকিৎসায় রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্ট এর পরামর্শ নিবেন।

Photos from Dr. Khaza Amirul Islam - Haematologist's post 25/09/2023

প্লাটিলেট কমে যাওয়ার রোগ ITP সম্পর্কে জানুন।

22/09/2023

"আজ, একসাথে, আগের চেয়েও বেশি।
সিএমএল মুক্ত জীবনের জন্য।"

২২শে সেপ্টেম্বর World CML Day ( chronic myeloid leukemia day). ২০১১ সাল থেকে CML রোগী ও এর চিকিৎসা ও গবেষনার সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলো দিনটি পালন করে আসছে। অসংখ্য উপলক্ষ আর দিবসের ভিড়ে এটি মনে হতে পারে স্রেফ আর একটা 'দিবস'। তবে এই দিনে CML দিবস পালন করার বিশেষ একটা তাৎপর্য আছে। আজকের তারিখটি দেখুন, এটা ২২/৯, আর CML নামক রোগটি হয়ে থাকে ক্রোমোজম নম্বর ৯ এবং ২২ এর জ্বীনগত পরিবর্তনের ফলে। এখান থেকেই ২২/৯ তারিখটিকে World CML day পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রসংগে CML সম্মন্ধে কিছুটা জেনে নেয়া যাক-

সিএমএল হলো রক্তের একধরণের ক্যান্সার বা এক প্রকারের লিউকেমিয়া। এর পুরো নাম ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া।

লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হলেও এটা অন্যসব লিউকেমিয়ার তুলনায় অনেকটাই ভাল। কারণ এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য। ক্ষেত্র বিশেষে নিরাময় যোগ্যও বটে।

যদিও আগেই বলা হয়েছে তারপরেও আবার বলি ক্রোমোজম নম্বর ৯ এবং ২২ এর জ্বীনগত পরিবর্তনের ফলে CML হয়ে থাকে। ৯ নং ক্রোমজোমে এ থাকে ABL1 জিন। ২২ শে থাকে BCR জিন। ABL1 একটি ক্যান্সার উদ্দীপক জিন। কিন্তু সে স্বাভাবিক অবস্থায় সুপ্ত থাকে। BCR এর সান্নিধ্যে এলে ABL1 সক্রিয় হয়ে উঠে। ৯ নং ক্রমোজোমের লম্বা বাহুর একটি অংশ কোনভাবে ভেঙে গিয়ে ২২ নং ক্রমোজোমের লম্বা বাহুর একটি নির্দিষ্ট স্থানে যেয়ে জুড়ে বসে। ফলে একত্রিত হয়ে রক্তের শ্বেতকনিকার বিভাজনকে উদ্দীপিত করে। ফলে শুরু হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন।

CML এর স্বাভাবিক গতিপ্রকৃতিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এর তিনটি পর্যায়-
,
এবং
. পরবর্তী ২ পর্যায়কে সম্মিলিতভাবে advanced phase ও বলে। পর্যায় ভেদে এর চিকিৎসা পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে।

রোগটি জটিল পর্যায়ে না গেলে এবং রোগ নির্ণয়ের প্রথম থেকেই একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে মাত্র একটি মুখে খাওয়ার ওষুধেই CML রোগ নিয়ন্ত্রণে থাকতে পারে এবং রোগী সুস্থ মানু্ষের মত সাধারণ জীবনযাপন করতে পারে।

সিএমএল এর চিকিৎসা আবিষ্কার ক্যান্সার চিকিৎসার জন্য একটি যুগান্তকারী ঘটনা। মানুষ যে একদিন ক্যান্সার রোগটিকে মামুলি ব্যাপার বানিয়ে ফেলতে পারে তার একটি নমুনা দেখা যায় এই সিএমএল এর চিকিৎসা আবিষ্কারের ঘটনার ভেতর দিয়ে। BCR-ABL ফিউশন জিনকে নিষ্ক্রিয় করে রাখতে পারে এমন বেশ কিছু ঔষধ এখন আবিষ্কার হয়েছে। বিশেষ জিনকে লক্ষ্য করে এরা কাজ করতে পারে বলে একে বলা হয় টারগেটেড থেরাপি। বাংলা করলে দাঁড়ায় লক্ষ্যভেদী চিকিৎসা। একসময় সিএমএল এর চিকিৎসায় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ছিল মূল চিকিৎসা। টারগেটেড থেরাপি আসার পর সিএমএল এর চিকিৎসায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন প্রায় নির্বাসিত হয়েছে।

ঔষধ আবিষ্কারের প্রথম দিকে চিকিৎসা প্রচন্ড ব্যয় বহুল থাকলেও এখন দৈনিক ২০০-৩০০ টাকার মধ্যেই এই রোগের চিকিৎসা করা যায়।

তবে দুঃখের কথা হলো এই রোগের সুনির্দিষ্ট সুচিকিৎসা থাকা সত্ত্বেও আমাদের দেশের রোগীরা যখন জানতে পারে তার সিএমএল হয়েছে তখন তারা দিশেহারা হয়ে উঠে। পুরো চিকিৎসা প্রক্রিয়া বুঝিয়ে বলার পরও আরো ভাল কিছু পাবার আশায় রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন বা বিদেশে পাড়ি দেন। সমস্যা হয় তাদের ক্ষেত্রে যারা সামর্থের হিসাবটা করতে পারেননা। বিদেশ টিদেশ ঘুরে আসার পর যখন দেখেন তাদেরকে টারগেটেড থেরাপি মানে দৈনিক একটি ওষুধ খাবার পরামর্শ দেওয়া হয়েছে তারা তখন সেই ওষুধটিও কিনবার সামর্থটি হারায়।

তবে আমরা আশাবাদী। দিনবদলের স্বপ্ন দেখি। আশায় বুকবাধি সবাই সচেতন হবেন, সুচিকিৎসা গ্রহণ করবেন।

Photos from Dr. Khaza Amirul Islam - Haematologist's post 20/09/2023

বগুড়া শেরপুর ও আশপাশের রোগীদের জন্য সুখবর।

18/09/2023

আমার হজকিন লিম্ফোমার(এক ধরনের ব্লাড ক্যান্সার) রোগী।
আলহামদুলিল্লাহ্‌, ৬ সাইকেল কেমো শেষ করে,৪ মাস পরে ফলোআপে এসেছিলো।
আল্লাহর রহমতে সকল রিপোর্ট নরমাল এসেছে।
#দীর্ঘমেয়াদি_জ্বর
#শরীরের_ওজন_কমে_যাওয়া
#রাতে_ঘুমের_মাঝে_শরীর_ঘেমে_ভিজে_যাওয়া
#শরীরের_বিভিন্ন_জায়গায়_গুটির_মত(লিম্ফনোড)_ফুলে_যাওয়া
#লিম্ফোমা রোগের প্রধান লক্ষণা।
বগুড়া ও আশপাশ এলাকার লিউকেমায়া, লিম্ফোমা ও মাল্টিপল মায়েলোমাসহ যেকোনো ব্লাড ক্যান্সার রোগীর সেবার জন্য আমি আছি আপনাদের পাশে। আপনাদের সকলের দুয়া প্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন।আমিন।

13/09/2023

ডেঙ্গুর নিরব মহামারি চলছে।
সচেতন হোন,নিরাপদে থাকুন।

11/09/2023

হজকিন বা নন হজকিন,
লিম্ফোমা চিকিৎসায় হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Photos from Dr. Khaza Amirul Islam - Haematologist's post 09/09/2023

ইমার্জেন্সিতে শুধু ১ ব্যাগ রক্ত দিয়েছিলাম।
৬ সপ্তাহ পরে হিমোগ্লোবিন ৪.৯ থেকে ১১.৫!
শুধু রক্ত ভরাই রক্তশূন্যতার চিকিৎসা নয়, বরং উহা একটা অপচিকিৎসা।

16/04/2023

হিমোফিলিয়া – একটি রাজকীয় অসুখ!

কথাটি অবাক হওয়ার মতো মনে হলেও এর পিছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে। ইউরোপের রাজপরিবারগুলোর মধ্যে ১৯ ও ২০ শতকে এই হিমোফিলিয়া নামক রোগটি লক্ষ্য করা যায়। ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া ও তার কন্যা প্রিন্সেস এলিস ও প্রিন্সেস বিয়েট্রিস এর মাধ্যমে এই রোগটি স্পেন, জার্মানি ও রাশিয়ার রাজপরিবারের মধ্যেও ছড়িয়ে পড়ে।
ধারণা করা হয় যে, রাণী ভিক্টোরিয়া ছিলেন হিমোফিলিয়া বি রোগের বাহক এবং তার সন্তানদের মধ্যে প্রিন্স লিওপল্ড আক্রান্ত হন এবং প্রিন্সেস এলিস ও প্রিন্সেস বিয়েট্রিস হন এই রোগের বাহক।

প্রিন্সেস এলিস এর কন্যা আইরিন এর বিয়ে হয় জার্মান রাজপরিবারের প্রিন্স হেনরির সাথে এবং তার আরেক কন্যা এলিক্স এর বিয়ে হয় রাশিয়ান রাজপরিবারের জার নিকোলাস ২ এর সাথে।
আর প্রিন্সেস বিয়েট্রিস এর কন্যা ভিক্টোরিয়া ইউজেনি রাজা আলফনসো ১৩ কে বিয়ের মাধ্যমে এ রোগটি নিয়ে যায় স্পেনের রাজপরিবারের মধ্যে।
এজন্যই হিমোফিলিয়া রোগটি রাজকীয় অসুখ নামে খ্যাতি লাভ করে।

22/03/2023

আলহামদুলিল্লাহ্‌।
রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ‘হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের’ নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৫ সেশনের জন্য নতুন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে শপথ গ্রহন করলাম।।

Want your public figure to be the top-listed Public Figure in Bogura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

অনেক ব্লাড ক্যান্সার চিকিৎসায় ভালো হয়। ইন্ডিয়া বা ঢাকা নয়, বগুড়ায় সম্ভব।পরামর্শ নিন, সুস্থ থাকুন।
শুধুমাত্র শরীরে রক্তভরাই থ্যালাসেমিয়ার চিকিৎসা নয়, এটা থ্যালাসেমিয়া চিকিৎসার একটি অংশ মাত্র।আমার এই রোগীর বাসা ফেনিতে। D...
স্বপ্ন নিয়ে কাজ করছি।দুয়া করবেন, দেশ ও জাতির উপকার হবে ইনশাআল্লাহ্।TMSS  বাংলাদেশের একটি অন্যতম শীর্ষ  NGO, গতকাল ও আজ T...
আফিয়া, এক ক্যান্সার যোদ্ধা।এক ক্যান্সার যোদ্ধার যাত্রাপথ,কখনোই সহজ নয়।পথটা আরও কঠিন হয়,যখন আপনি ভুল পথে হাটবেন।আপনি যখন ...
সমসাময়িক,ভাইরাস জ্বর নিয়ে কিছু কথা।
থ্যালাসেমিয়া নিয়ে সহজ ভাষায় জনসচেতনতা সৃষ্টির চেষ্টা।
জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া চিকিৎসার এক অপরিহার্য অংশ।
রক্তশূন্যতা বা রক্তস্বল্পতা, যাই বলুন না কেনো, রক্তপরিসঞ্চালন সমাধান নয়।রোগীর বাবা ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা। বাকিটা ওন...
মৃতপ্রায় বাচ্চার সুস্থতার হাসি মায়ের মুখে ফিরে আসছে।প্লিহা বড় হয়ে পেট ভরে গিয়েছিলো।সকল রক্তকনিকা কমে গিয়েছিলো। মাত্র ৪০ ...
রক্তদানে উৎসাহিত করতে ভারতীয় প্রচারণা। আসলে একজন থ্যালাসেমিয়া রোগী বা তার পরিবারই জানে এক ব্যাগ রক্ত কতো মূল্যবান! টাকা ...

Telephone

Website

Address

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
Bogura

Other Bogura public figures (show all)
I LOVE U TO MUCH I LOVE U TO MUCH
Subujbag
Bogura

I ♥ BOGRA I ♥ BOGRA
Bogura, 5800

Bogra is a town, and one of the oldest towns in northern Bangladesh. It is a center of commerce and

Albira• Albira•
Bogura

Mubin_Ahmed Mubin_Ahmed
Bogura, 5800

PLEASE FORGIVE ME IF I HURT YOU AND LET ME KNOW IF I'M WRONG.

Royel juniyor Royel juniyor
Bogura

Mohammad Abdur Rouf Hossain Mohammad Abdur Rouf Hossain
Dupchanchia
Bogura, 5880

ব্যাকরণবিদ,লেখক,শিক্ষক,সমাজ সচেতন ব্?

TAMIM  IQBAL  Jr. TAMIM IQBAL Jr.
Bogura

Visit my page . And like on my page.

MD FAZLA RABBI MD FAZLA RABBI
Sonatola
Bogura, 5826

I'm a Professional Freelancer, Graphic Designer and Web Designer.

No EmtiazPie No EmtiazPie
Razdani Murail, Kahalo
Bogura

If people say you are not perfect. � then do something that people see you as a legend���The

Nusrat Jahan Nusrat Jahan
Bogura Sadar
Bogura, 5800

I am a Best Fashion Designer

Shahin Best Group Ltd Shahin Best Group Ltd
Delta Tower Bogura 6 Floor
Bogura, 5800

SHAHIN BEST GROUP DOES NOT WANT TO GROW ALONE; IT WISHES TO GROW TOGETHER

BG420 BG420
Buriganj Bazar, Shibganj
Bogura, 5810

this is my Entertainment video creator সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখানো ঘোরাঘুরি খাইদাই ইত্যাদি।