তুহা নার্সারি Tuha Nursery
যে কোন ধরনের চারা গাছ এর জন্য যোগাযোগ করুন। 01730249631 #চারাগাছ #বিদেশিফল #ঢাকানার্সারি
🍒 চায়না 3 লিচু ( মুকুল সহ ও সবচেয়ে বড় জাতের)
কলমের গাছ ক্রয় করতে যোগাযোগ করুন।
☎️01730-249631(imo/WhatsApp)
🍎চায়না ৩ লিচু
🍎চায়না-৩, বোম্বে,বেদানা লিচু-
🍎শত ভাগ প্রোডাক্ট কোয়ালিটি নিশ্চয়তা
🍎ফ্রি রিপ্লেসমেন্ট
🍎ফাস্ট ডেলিভারি
🍎সার্বক্ষণিক কল সার্ভিস
🍎তুহা নাসারি 🍎
👉 ওডার করতে কল করুন
👉01730249631......................
আলহামদুলিল্লাহ আমাদের মা গাছে নাশপাতি ফল ধরেছে। আমরা মা গাছ থেকে চারা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি যোগাযোগ করুনঃ01730-249631(imo/bKash)
#পার্সিমন অত্যন্ত মিষ্টি,রসালো এবং সুস্বাদু ফল। সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয় এবং জাপানের জাতীয় ফল।
☎️01730-249631(imo/bKash)
🍎আমাদের কাছে ফুলসহ পার্সিমন ফলের গাছ রয়েছে।
🍎গাছটি মাটিতে এবং টবে রোপন করতে পারবেন।
🍎আমাদের কাছে সীডলেস (বীজ ছাড়া) ফুইয়ু জাতের
পার্সিমন গাছ রয়েছে।
🍎ফূইয়ু জাতের পার্সিমনে স্ত্রী এবং পুরুষ ফুল একই গাছে
হয়,সুতরাং একটি গাছ রোপনে নিশ্চিত ফলন।
🍎কলমের গাছে রোপনের ১-২ বছরের মাঝে ফল আসতে
শুরুকরে।
🍎আমরা সুন্দরবন কুরিয়ারে সারাদেশে যত্নসহকারে পাঠায়।
🍎গাছের অডার করতে কল করুন.....
☎️01730-249631(imo/bKash)
#এভোকাডো ☎️01730-249631
বিশ্বের সেরা ১০টি ফলের মধ্যে এভোকাডো
একটি। এতে প্রচুর পরিমানে ফাইবার,প্রোটিন, বিভিন্ন উপকারী ফাইটোকেমিক্যাল যেমন, বেটা সাইটোস্টেরল রয়েছে। যা আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস, রোগের হাত থেকে বাঁচায়।
🌱কলমের এভোকাডো গাছ রোপনের এক-দুই
বছরের মাঝে ফল দিতে সক্ষম,আমাদের কাছে
কলমের এভোকাডো ফল গাছ রয়েছে। গাছটি ছাদে হাফড্রামে এবং মাটিতে রোপণ করতে পারবেন। আমরা সারাদেশে কুরিয়ারে সর্ভিসে
সকল প্রকার ফলের গাছ সরবরাহ করি।
🌱গাছের অর্ডার করতে যোগাযোগ করুনঃ-
☎️01730-249631-- (imo/WhatsApp)
#পিছ_ফল
🍒ষড়ঋতুর দেশ বাংলাদেশ। যেকোনো ফল চাষের জন্য আবহাওয়া ও জলবায়ু এখানকার পরিবেশের অনুকূলে।
🍒বাংলাদেশের আবহাওয়া উপযোগী সকলপ্রকার দেশি-বিদেশি
🍒ফলের গাছ সুলভমূল্যে কিনতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
তুহা নাসারি.................
যোগাযোগ ☎️01730-249631(imo/bKash)
#ভিয়েতনাম_বারোমাসি_মাল্টা
#বিলিম্বি_ফল
🍒🍒🍒অনেকে ফলটিকে কামরাঙ্গার সাথে মিলিয়ে ফেলেন। স্বাদও অনেকটা কামরাঙ্গার মত। রসালো ও মুখোরোচক এ সবুজ ফলটি কামরাঙ্গা গোত্রের বলে জানা যায়। শুধু স্বাদ নয় প্রজাতি, বিন্যাস, পরিবার, গুণ সবকিছুতেই কামরাঙ্গার নিকটাত্মীয় এই ফলটি। টক স্বাদের ফলটি দেখতে ঠিক যেন পটলের মতো। নাম বিলিম্বি। বিলিম্বি অক্সিডেসি গোত্রের অর্ন্তগত উদ্ভিদ। এটি আকারে তিন থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ফলটি টক হলেও তেঁতুলের মত এতটা কড়া না। এর বৈজ্ঞানিক নাম Averrhoa bilimbi বিলুম্বু বা বেলেম্বু নামেও অনেকের কাছে পরিচিত।
বিলিম্বি মূলত উষ্ণ আবহাওয়ার উদ্ভিদ। ঔষধি ফল হিসেবে বিলিম্বির অনেক গুণ রয়েছে।
এ গাছ সাধারণত পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয়। নিয়মিত পাতা ছেটে ও ডালপলা পানি দিয়ে ভিজিয়ে রাখলে প্রায় সারা বছরই ফল পাওয়া যায়।
। সেখানে অনেক প্রজাতি গাছের মধ্যে বিলিম্বিও রয়েছে। এ গাছের গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটি ডালপালায় থোকায় থোকায় ঝুলে আছে টক স্বাদের ফলগুলো। কিছু ফল কাঁচা আবার কিছু পাকা। দেখলেই জিবে পানি আসে। তবে এ ফলটি কাঁচাই খাওয়া য়ায়। রসালো ও মুখরোচক বলে এ ফলটি সবার কাছে প্রিয়।
অনেক মানুষেরই ধারণা রসালো ও মুখোরোচক এ সবুজ ফলটি পৃথিবীতে আসতে বিলম্ব করায় এর নাম বিলম্বি হয়েছে। নামে কি আসে যায় অপ্রচলিত এ ফলের স্বাদ ও পুষ্টিগুণ নিয়ে তেমন একটা মতপার্থক্য দেখা যায় না। শীতকালে গাছের পাতা ঝরে গিয়ে বসন্তের আগমণে আবার নতুন সবুজ পাতা গজায়। গাছের ডাল ও গা ঘিরে থোকায় থোকায় দেখা মিলছে ফলের। হালকা সবুজ রঙের ফলটি চৈত্রের প্রচণ্ড গরমে পিপাসা নিবারক হিসাবেও ভালো কাজ করে।
বিলিম্বি ফল কাঁচা খাওয়া যায়। টক জাতীয় ফলের মতোই এটি মরিচ-লবণ দিয়ে খেতে ভালো লাগে। এছাড়া ছোট মাছ ও ডালের সাথে বিলিম্বির টক খেতেও ভালো লাগে। অনেকে আবার টক স্বাদের এই ফলটি আচার বা চাটনিও তৈরি করেন।
হর্টিকালচারের কৃষি কর্মকর্তারা জানান, পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটিতে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ, ভিটামিন, ক্যারোটিন, ক্যালোরি রয়েছে। ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম রয়েছে। বিলিম্বি রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া জন্ডিস ও চর্মরোগের ঔষধ হিসাবে এটা ব্যবহার করা হয়।
🍎চারার জন্য যোগাযোগ করুনঃ
☎️01730-249631 (imo/bKash)
🚛🚛🚛আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি🚛🚛🚛
বারোমাসি মাল্টা
চারা গাছ এর জন্য যোগাযোগ করুন।
01730-249631
#বারোমাসি_থাই_সবেদা (ফলসহ)
🌱 গাছে প্রয় ১০০+ ফল আছে
🍒যারা ফলসহ থাই সবেদা গাছ খুজছেন তাদের জন্য সংগ্রহ করলাম।
🌴চারা গাছ এর জন্য যোগাযোগ করুন
📞 01730-249631
#লাল_কলা_চারা।
👉ওডার করতে কল করুন
📞01730-249631
♦️কলার_জাতসমূহঃ-
১.G-9 ট্যিসু কালচার কলা 🌴
২.অগ্নিশর / #লাল_কলা 🌴
🌴চারা গাছ এর জন্য যোগাযোগ করুন
📞 01730-249631
🌴এখন তো ড্রামের ভেতর ছাদেও কলা গাছ দেখা যায়,বিশেষ করে টিস্যুকালচার কলা লাল কলা ম্যাক্সিমাম বাগানিদের বাগানে শোভা পাচ্ছে। যদি আমার ইন্সট্রাকশন কেউ ফলো করতে পারেন কথা দিচ্ছি প্রফেশনাল কলা চাষীর কলা বাগানের কলাও আপনার বাগানের কলার সাইজ, গঠন, গাছের সৌন্দর্য গ্রথ সব কিছুর সাথে হেরে যাবে ইনশাআল্লাহ।
🚛 আমরা সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে সকল ধরনের দেশি বিদেশি চারা পাঠিয়ে থাকি। অডার করতে কল করুনঃ-
📞 01730-249631
বারোমাসি #থাই_সবেদা
চারা গাছ এর জন্য যোগাযোগ করুন
📞01730-249631
#গোল_মরিচ
🌴চারাগাছ এর জন্য যোগাযোগ করুন
📞 01730-249631
🌴প্রচুর পরিমান ভিটামিন কে , বি-১২ ,বিটা ক্যরটিন, আয়রন , ম্যাঙ্গানিজ এবং সল্প মাত্রার প্রোটিন, ডায়েট্রি ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ এই গোল মরিচ মসলার আদি উৎপত্তি দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়া ।সাদা , কালো ,লাল ,গোলাপি ও সবুজ রং ভেদে কয়েক জাতের গোল মরিচ পাওয়া যায়।বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এর চাষ হলেও ব্রাজিল ,ইন্দোনেশিয়া মালয়েশিয়া , ভিয়েতনাম ও ভারতের অন্যতম অর্থকরী ফসল গোল মরিচ ।সারা পৃথিবীর মোট উৎপাদনের প্রায় অর্ধেক উৎপাদিত হয় ভিয়েতনাম এবং ভারতের কেরালায়।বাংলাদেশের আবহাওয়া গোল মরিচ চাষের জন্য খুবই অনুকুল ।
#লোকাট (Loquat) 🍊
অন্যান্য নাম : লকেট/ লকাট/ লৌকাট/ লোকেট
লোকাট ফল বেশ সুস্বাদু অম্ল-মধুর স্বাদের, ঘ্রান অনেকটা কাউফল (Garcinia Cowa Roxb) ও ডেউয়ার (Artrocarpus Lacucha) কাছাকাছি বেশ বৈশিষ্ট্যপূর্ন সুঘ্রান। এর আদিনিবাস জাপান ও চীন তবে অষ্ট্রেলিয়ার আবহাওয়ায় প্রচুর ফলে, বছরে ২-৩ ফলন দেয়, তবে মৌসুম ভেদে এর স্বাদে তারতম্য দেখা যায়, অতি বর্ষায় রসাল হলেও পানশেটে হয়, শীতে বেশ সুমিষ্ট হয়। জুস হিসেবে এই ফলের বেশ কদর রয়েছে।
বৈজ্ঞানিক নাম: Eriobotrya japonica (Thunb.) Lindl.
ইংরেজি নাম: Japanese Medlar, Loquat Tree, Japanese Plum
সংস্কৃত নাম: Lottaka
পরিবার: Rosaceae
ফলের সময় সেপ্টেম্বর থেকে এপ্রিল
যোগাযোগঃ01730-249631
#আনার_ফল
🌴 চারা গাছ এর জন্য যোগাযোগ করুন
📞 01730-249631
✅এখন যে আনার গুলো গাছে সেট হবে ওগুলো শীতে পরিপক্ক হবে এবং ভিতর বাহিরের কালার হবে অসাধারণ, যেহেতু শীতকালই আনারের মূল সিজন।
✅ গুরুত্বপূর্ণ বিষয় হল: এখন থেকে গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে।
🍀প্রত্যেক মাসে একবার টবের সাইজ অনুযায়ী জৈব সার বা বার্মি কম্পোস্ট ব্যবহার করুন।
***একটি কথা মনে রাখবেন!! আবহাওয়া আদ্র থাকলে কখনোই খৈল ভেজানো পানি ব্যবহার করবেন না! এতে আপনার গাছের ক্ষতি হতে পারে।
🍀 ফুল ফোটার আগে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করুন, এক্ষেত্রে কার্বনডাজিম বা ম্যানকোজেব গ্রুপের যেকোন ছত্রাক নাশক ব্যবহার করতে পারেন,
এবং ইমিডাক্লোরোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোন কীটনাশক সঙ্গে ব্যবহার করতে পারেন।
🍀 গাছের অধিকাংশ ফুল ফোটার পর কীটনাশক ব্যবহার করবেন না, এতে পরাগায়নে সমস্যা হতে পারে, ফল সেট হওয়ার পর আবার নিয়মিত ব্যবহার করবেন।
🍀 বিকালে কীটনাশক স্প্রে করবেন, রোদে কীটনাশক ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে।
🍀 ফল সেট হওয়ার সময়টি খুবই গুরুত্বপূর্ণ:
নিয়মিত গাছের প্রতি খেয়াল রাখবেন, যাতে গাছ পানি শূন্যতায় না ভোগে! এ সময় গাছের মাটিতে পানি শূন্যতা হলে ফুলগুলো ঝরে যাবে।
**এ সময় মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়, যে বৃষ্টিতে শুধুমাত্র গাছের পাতা ভিজে কিন্তু গাছের মাটি ভিজেনা, সুতরাং বৃষ্টির উপর নির্ভরশীল হয়ে গাছে পানি দেওয়া বন্ধ করবেন না!
এতে আপনার গাছ পানি শূন্যতায় ভুগতে পারে।
🌿 এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ।
ধন্যবাদ সবাইকে 💚💚
🍌🍌🍌 #জি 9 কলা🍌🍌🍌
🍌 এই জাতের কলা উৎপাদনে রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন নেই এবং কলা গাছ থেকে সংগ্রহের ১-১.৫ মাস পর অব্দি কলা ভালো থাকে ফলে এই কলা বিদেশে রপ্তানিতে উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করা যেতে পারে। 🍌🍌🍌🍌
খুব স্বল্পপরিসরে হলে ও বাংলাদেশে এই কলা চাষ করা হচ্ছে।
🍌 রাসায়নিক ছাড়াই চাষ করা সম্ভব বলে রাসায়নিক মুক্ত সুস্বাদু এই কলা অত্যন্ত সুস্বাস্থ্যকর।
🌴এছাড়াও 🍌 #অগ্নিশ্বর_লাল কলা #সাগর_কলা #জি_৯_কলা সহ যেকোনো ধরনের দেশি-বিদেশি চারার জন্য যোগাযোগ করুন
📞 01730-249631 🍌🍌🍌🍌
#সাগর_কলা
#লাল কলা
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Mahastan Bogura
Bogura
5800
Adamdighi
Bogura, 5890
BEDGE তে আপনাকে স্বাগতম। আপনার পছন্দের অনেক গাছ পেয়ে যাবেন এখানেই, কম দামে।
গ্রাম: কামার পাড়া(মধ্য পাড়া)
Bogura, 5826
i am an Expert on wordpress development and elementor plugin.
Mohishbathan Road, Shekherkola
Bogura, 5800
Buy Plants Online in BD: Shop all plants include flowering plant, live green plants & Gardening Tools.
Vill: Mohishbathan, PO: Shekhercola, Upazila: Bogra Sadar, Dist: Bogra
Bogura, 5800
Kasful.com is an online Nursery. We offer thousands of Plants at a reasonable price.