Emamul Millat

Emamul Millat

Welcome to official page of "Emamul Millat".Stay tuned, We will sing the song of truth toge.

08/11/2023

বগুড়ার শেরপুরে বিএনপির মি*ছিলে পুলিশের বা*ধা।

06/11/2023

শেরপুরে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
০৬/১১/২০২৩ইং

02/11/2023

অব*রোধের ৩য় দিন। শেরপুরে পুলিশের বাধা অতিক্রম করে বিএনপির মিছিল

01/11/2023

অব*রো*ধের ২য় দিন। বগুড়ার শেরপুরে আওয়ামী যুবলীগের বি*ক্ষোভ মিছিল

31/10/2023

বাঙালি নদী থেকে
অবৈধভাবে ফের বালু উত্তোলন.................................................
মামলা ও জরিমানায় অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই একটু নিচু জায়গা ভরাট করার জন্য বালু তোলার কাজ নিয়েছি। আপনারা একটু সহযোগিতা করলে কাজটা সহজ হয়। আমি মাটি-বালুর ব্যবসা করি। এটিতো কোনো অবৈধ ব্যবসা নয়। তাই দোষের তো কিছুই দেখছি না বলে মন্তব্য করেন বালুদস্যু নজরুল।

ভ্রাম্যমাণ আদালত ও মামলায় খরচ হওয়া টাকা তুলতেই বিগত দুইদিন ধরে বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে বাঙালি নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অব্যাহতভাবে এই বালু তোলা হচ্ছে। এতে করে ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি ওই স্থানে বালু উত্তোলনকালে অভিযান চালান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথা শুনেই পালিয়ে যান বালু উত্তোলনকারীরা। ওই সময় বালু উত্তোলন বন্ধ করে দেওয়ার পাশাপাশি এই কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্লাস্টিকের পাইপ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অর্ধলাখ টাকা জরিমানাসহ মামলা দেওয়া হয়। সেই মামলায় জামিনে এসে নজরুল ও তার সহযোগীরা রবিবার সকাল থেকে আবারও বালু উত্তোলন শুরু করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাটি-বালুর ব্যবসা করেন। তাই বাঙ্গালী নদীর একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন। তিনি নিজেকে এতটাই ক্ষমতাধর মনে করেন যে স্থানীয় প্রশাসন তার অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালিয়েও থামাতে পারছেন না। এমনকি আরো বেপরোয়া হয়ে উঠেছেন। এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ওরা সবাইকে ম্যানেজ করেই সব কাজ করে থাকেন। তাই অবৈধভাবে বালু উত্তোলন করলেও তাদের কিছুই হয় না। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর আগেই জানতে পারেন। তাই অভিযানের খবর শুনেই বালু উত্তোলনের সব সরঞ্জাম সরিয়ে ফেলেন। ফলে অভিযানকালে ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায় না। কিন্তু অভিযানের দুই-একদিন পরই ফের বাঙালী নদীতে ড্রেজার বসিয়ে তারা বালু উত্তোলন শুরু করেন বলে দাবি করেন তারা।
বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, মামলা ও জরিমানায় অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই একটু নিচু জায়গা ভরাট করার জন্য বালু তোলার কাজ নিয়েছি। আপনারা একটু সহযোগিতা করলে কাজটা সহজ হয়। আমি মাটি-বালুর ব্যবসা করি। এটিতো কোনো অবৈধ ব্যবসা নয়অ। তাই দোষের তো কিছুই দেখছি না বলে মন্তব্য করেন তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা এ প্রসঙ্গে বলেন, বাঙালি নদী থেবে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

31/10/2023

শেরপুরে অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত ও আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা শহরজুড়ে..............................................................
বগুড়ার শেরপুরে অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে তাদের মধ্যে চরম উত্তেজনা তৈরী হয়। এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। তবে পুলিশের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিনে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এসব ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল নয়টার দিকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের নেতৃত্বে অবরোধের সমর্থনে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে উপজেলা ও পৌর আওয়ামীলীগের চলা শান্তি সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অবরোধবিরোধী শ্লোগান দেওয়া শুরু করেন। এসময় আ.লীগ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শাহজামাল সিরাজী, স.ম হাফিজুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদায়েত হোসেন নিহাল প্রমুখ বক্তব্য রাখেন। পরে একটি অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরআগে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নেতৃত্বেও অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে অবরোধের সমর্থনে শহরের ধুনটমোড় এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বলে জানা গেছে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের যান-মালের নিরাপত্তায় আইন শৃঙ্খলাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়া বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে যে কোনো ধ্বংসাত্মক কর্মকান্ড করতে দেওয়া হবে না। এজন্য পুুলিশ সর্তক অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি।

30/10/2023

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নি*হত........................................................................................
বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মোমিন সেখ (৩৫) নামের এক শ্রমিক নি*হত হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বড়াইদহ এলাকাস্থ নারিশ ফিড কোম্পানির সামনে ওই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক জেলার শাজাহানপুর উপজেলার করশালিক গ্রামের আব্দুল কুদ্দুস (৩৩) ও তার সহকারি (হেলপার) একই গ্রামের পারভেজ ইসলামকে (১৭) গ্রে*প্তার করেছে পুলিশ। নিহত মোমিন সেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোদগাতি গ্রামের এশারত আলী সেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারিশ ফিড কোম্পানি থেকে মাছের খাদ্য নেওয়ার জন্য কার্ভাডভ্যানটি (ঢাকা মেট্টো ট-১৪-৩৬৬৭) নিয়ে আসা হয়। একপর্যায়ে প্রধান ফটকের সামনে কার্ভাডভ্যানটি ঘোরানোর সময় চাকায় পিষ্ট হয়ে শ্রমিক মোমিন সেখ গুরুতর আহত হন। পরে কোম্পানির অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতার নেওয়ার পথেই মারা যান তিনি।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চালক ও তার সহকারিকে গ্রে*প্তার করা হয়েছে। পাশাপাশি কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়েছে। এছাড়া উক্ত ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে গ্রেপ্তারকৃতদের সোমবার (৩০অক্টোবর) দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

26/10/2023

লিভারের চর্বি দূর হবে যে ৫ খাবারে
-------------------------------------
ফ্যাটি লিভার সমস্যাটি হলো লিভারে চর্বি জমে যাওয়া। মূলত ফ্যাটি লিভার দুই ধরনের হয়ে থাকে- অ্যালকোহলিক ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নিয়মিত জীবন যাপনে যারা অভ্যস্ত নন এই সমস্যাটি বেশিরভাগ সেই মানুষের মধ্যেই দেখা দেয়।

গবেষকদের তথ্য মতে, আমেরিকান প্রাপ্তবয়স্কদের প্রায় 1/3 অংশ ফ্যাটি লিভারে আক্রান্ত। অতিরিক্ত মেদের কারণে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণেও অনেক অল্প বয়সীদের লিভারে চর্বি জমতে শুরু করে।

লিভার বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার ডিজিজের অর্থ হলো: লিভারে খুব বেশি চর্বি জমা। লিভার শরীরের বিষাক্ত পদার্থগুলোর ছাঁকনি হিসেবে কাজ করে। যখন লিভারে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে; তখন লিভার তার কাজটি সুষ্ঠুভাবে করতে পারে না। এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।তাই ফ্যাটি লিভার ধরা পড়ার পরপরই খ্যাদ্যাভাসে পরিবর্তন আনা জরুরি। প্রচুর ফলমূল ও শাকসবজি খেতে হবে। পাশাপাশি ভিটামিন সি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে হবে। অন্যদিকে কম চর্বি, ক্যালরিজাতীয় খাবার খেলে ওজন কমবে, সেইসঙ্গে লিভার থেকে চর্বিও কমবে।

৫ খাবার নিয়মিত খেলে দ্রুত সারবে ফ্যাটি লিভারের সমস্যা:
• গবেষণায় দেখা গেছে, ফ্যাটি লিভারের সমস্যায় কফি পান করলে উপকার মেলে। যারা নিয়মিত কফি পান করেন; তাদের লিভার অন্যদের তুলনায় ভালো থাকে। লিভারের বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে লড়াই করে কফি। সেইসঙ্গে লিভারের স্বাস্থ্যকর এনজাইমের উৎপাদন বাড়িয়ে তোলে।
• ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের রোগীদের জন্য খুবই জরুরি। সামুদ্রিক বিভিন্ন মাছ যেমন- সালমন, সার্ডাইনস, টুনা এবং ট্রাউটের মতো ফ্যাটযুক্ত মাছে বেশি পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা লিভারে জমে থাকা চর্বি দূর করতে সাহায্য করে।
• লিভারের স্বাস্থ্য রক্ষা করে আখরোট। এই বাদামে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। গবেষণায় জানা যায়, আখরোট খেলে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের যকৃতের কার্যকারিতা বাড়ে।
• গ্রিন টি’র স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। ফ্যাটি লিভারের রোগীদের জন্য আদর্শ এক পানীয় হলো গ্রিন টি। এই চা যকৃতে জমা চর্বি হ্রাস করতে পারে। এ ছাড়াও গ্রিন টি কোলেস্টেরলের মাত্রাও কমায়।
• অতিরিক্ত ওজনের কারণেই বেশিরভাগ মানুষের লিভারে চর্বি জমে থাকে। তাই জলপাই তেল খাওয়ার অভ্যাস গড়ুন। এই তেল শরীরের জন্য খুবই উপকারী। পাশাপাশি ওজন কমায় দ্রুত। এই স্বাস্থ্যকর তেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে, মার্জারিন বা মাখন দিয়ে রান্নার চেয়ে অলিভ অয়েল ব্যবহার বেশি স্বাস্থ্যকর।

যে খাবার পরিহার করা জরুরী:

• ফ্যাটি লিভার ডিজিজের পাশাপাশি অন্যান্য লিভারের অসুস্থতার একটি বড় কারণ হলো অ্যালকোহল।
• তেলে ভাজা খাবার পরিহার করুন। এসব খাবারে ফ্যাট এবং ক্যালোরি বেশি থাকে।
• বেশি পরিমাণে লবণ খেলে আপনার শরীর অতিরিক্ত জল ধরে রাখতে পারে। সোডিয়াম প্রতিদিন ১৫০০ মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ করুন।
• গরুর মাংসে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। তাই ফ্যালি লিভারে ভুগলে গরুর মাংস একেবারেই খাওয়া যাবে না।
• মিষ্টিজাতীয় খাবার যেমন- ক্যান্ডি, কুকিজ, সোডাস এবং ফলের রস থেকে দূরে থাকুন। হাই ব্লাড সুগার লিভারে চর্বির পরিমাণ বাড়িয়ে তোলে।
• সাদা রুটি, ভাত এবং পাস্তা এগুলো হলো প্রক্রিয়াজাতকরণ খাবার। এসবে ফাইবার কম থাকে। এ ছাড়াও এসব খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

24/10/2023

শেরপুরে কলেজ ছাত্রের ঝুল*ন্ত লা*শ উদ্ধার
---------------------------------------------
বগুড়া শেরপুরে নয়ন মিয়া (২২) নামের এক কলেজ ছাত্রের ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার ২৪ অক্টোবর দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার লা*শটি উদ্ধার করা হয়।নিহত নয়ন ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় নয়ন ঢাকা মহানগর নার্সিং ইনস্টিটিউটে লেখাপড়া করে।তিনি সোমবার ঢাকা থেকে বাড়িতে আসে।রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে।পরের দিন মঙ্গলবার সকালে ঘুম থেকে না উঠায় তার ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করা হয় কিন্তু তার কোন সারাশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে তার মা জানালার ফাক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে একই চিত্র দেখে থানায় সংবাদ দেন।এরপর পুলিশ এসে লা*শটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই)শাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সম্ভবত তার মায়ের ওপর অভিমান করে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আ*ত্মহ*ত্যা করে থাকতে পারে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলেই কেবল মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে।

এদিকে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পড়াশুনা এবং কলেজের অনুপস্থিতি থাকা নিয়ে সোমবার রাতে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়।এক পর্যায়ে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে।পরবর্তিতে রাগ ক্ষোভে গলায় গামছা পেচিয়ে আ*ত্ম*হ*ত্যা করেছে ওই কলেজ শিক্ষার্থী।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘঠনায় থানায় একটি অপ*মৃ*ত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

22/10/2023

প্রিয় মাতৃভূমি♥️

22/10/2023

বগুড়ার শেরপুরে রোপা-আমন মৌসুমের আগামজাতের ধান কাটা শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। সেই সাথে ফসল গোলায় ভরতে শুরু করেছেন কৃষকরা। ফলে চোখে মুখে যেন তৃপ্তির হাসি ফুটে উঠেছে কৃষকের। চলতি মৌসুমের ধান কাটা নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। পাশাপাশি কৃষাণীরাও বসে নেই। তারাও ধান মাড়াই ও বস্তায় ভরাতে বাড়ির উঠোনে দিনরাত কাজ করে চলেছেন।

21/10/2023

বগুড়ার শেরপুর, ভাটরা গ্রামে ওয়াজ করলেন তাহেরী হুজুর।

18/10/2023

দুনিয়া ঘনিয়ে আসছে আমাদের দিকে,
ধরিত্রী ঠেসে ধরছে একেবারে শেষ কোনাটায়।
শেষ প্রান্তে ঠেকে গেলে যাবোটা কোথায়?
শেষ আসমানে ঠেকে গেলে পাখিগুলো উড়বে কোথায়?
#কবি_মাহমুদ_দারবিশ

13/10/2023

প্রবল বর্ষণে বগুড়ার শেরপুর উপজেলায় ফসল ও মাছের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এরমধ্যে চলতি মৌসুমের উঠতি ফসল ৭৫০হেক্টর ক্ষেতের আমন ধান ক্ষতির মুখে পড়েছে। সেইসঙ্গে শীতকালিন আগাম সবজি ৬৯ হেক্টর, ২৭ হেক্টর মাসকালাই ও ২১ হেক্টর মরিচ ক্ষেতও সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়া পানিতে ভেসে গেছে ২৩২টি জলাশয়। এসব জলাশয়ের আয়তন ৫শ’ ৯৩ বিঘা। সবমিলিয়ে কৃষি ও মৎস্য খাতে মোট সাড়ে ১৬ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে সরকারি এই হিসাবের চেয়ে ক্ষয়-ক্ষতির পরিমান আরো বেশি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত তিনদিনের প্রবল বর্ষণে উপজেলার দশটি ইউনিয়নেই কমবেশি আমন ক্ষেত পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় তৈরী হয় জলাবদ্ধতা। ফলে কৃষকের চোখের সামনেই তাদের স্বপ্ন আধা পাকা ও কাঁচা ধান পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতি হয় সাড়ে ৯ কোটি টাকা। পাশাপাশি রকমারি সবজি ক্ষেতেও পানি জমে নষ্ট হয়ে যাওয়ায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এছাড়া রেকর্ড বৃষ্টিতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে ৬টি, ভবানীপুর ইউনিয়নে ২০টি, সুঘাট ইউনিয়নে ৮টি, কুসুম্বী ইউনিয়নে ৫০টি, খানপুর ইউনিয়নে ৮টি, খামারকান্দি ইউনিয়নে ৩০টি, মির্জাপুর ইউনিয়নে ১০টি, সীমাবাড়ী ইউনিয়নে ২০টি, বিশালপুর ইউনিয়নে ৪০টি ও গাড়ীদহ ইউনিয়নে ৪০টি জলাশয় ভেসে যাওয়ায় ৬ কোটি ১৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সূত্রগুলো জানায়।
শুক্রবার (১৩ অক্টোবর) সরেজমিনে গেলে কথা হয় উপজেলার কুসুম্বী ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামের কৃষক মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, তাদের ফসলি মাঠে সবচেয়ে বেশি আলু চাষ হয়। তাই অনেকটা আগেভাগেই নিজস্ব নয় বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলেন। যাতে ধান কাটা-মাড়াই শেষেই আলু লাগাতে পারেন। কিন্তু তিনদিনের টানা ভারী বৃষ্টিতে পাকা ও আধা পাকা ধান ক্ষেত সম্পূর্ণ পানিতে ডুবে যায়। কয়েকদিন পানিতে হাবু-ডুবু খাওয়ার পর অবশেষে পচে নষ্ট হয়ে গেছে। এক-মুঠো ধানও ঘরে তোলা সম্ভব নয়। এতে চোখে-মুখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতে পথে বসার উপক্রম হয়েছে-বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। একই চিত্র উপজেলার সাধুবাড়ী, মামুরশাহী, খামারকান্দি, গাড়ীদহ ও বিশালপুর এলাকার ফসলি মাঠে। এসব এলাকার সিংহভাগ কৃষকই অনুরুপ মন্তব্য করেন।
এদিকে প্রবল #বর্ষণে জলাশয় ভেসে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন #মাছ চাষীরা। সরকারি সহযোগিতা ছাড়া তাদেও পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী আকরাম হোসাইন বলেন, তিনি ৬টি জলাশয়ে রকমারি মাছ চাষ করেন। এরমধ্যে তিনটি জলাশয় আংশিক আর তিনটি জলাশয় সম্পূর্ণ ডুবে যায়। এতে অনুমান ২৫-৩০ লাখ টাকার মতো মাছ পানিতে ভেসে গেছে। একইভাবে চাষি লিটন মিয়া, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আফছার আলীর শতশত বিঘা জলাশয় পানিতে ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে বলেও মন্তব্য করেন।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, অতি বৃষ্টিতে ২৩২ টি জলাশয় ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। এতে মাছ ভেসে যাওয়ায় চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তার দপ্তরে মাঠ পর্যায়ের জনবল কম থাকায় প্রকৃত সংখ্যা এখনো বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন চাষির দেওয়া তথ্য অনুযায়ী ৫শ’ ৯৩ বিঘা জলাশয় ডুবে ৬ কোটি ১৫ লাখ ক্ষয়-ক্ষতি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার এ প্রসঙ্গে বলেন, প্রবল বর্ষণে চলতি মৌসুমের আমন ও সবজি ফসলের ক্ষতি হয়েছে। যা নির্ধারণে তার দপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তবে দশ কোটি টাকার মতো ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

03/10/2023

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা.
#ভিসা ছাড়াই সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলা‌দে‌শি নাগ‌রিকরা।মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ওমরাহ কর‌তে যা‌বেন, তা‌দের সাউদিয়া এয়ারলাইন্স বা সৌ‌দির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।আল-দুহাইলান ব‌লেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালনে এ সুবিধা পাওয়া যাবে। এছাড়া কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।

29/08/2023

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর পৌর বিএনপির কর্মসূচি ঘোষণা

12/07/2023

বগুড়ার শেরপুরে শাহ তুরকান রহ: এর দরগাহ।

11/07/2023

আজিজুল হক কলেজে ছাত্রলীগের মহড়া

16/06/2023

গ্রাম বাংলার ঐতিহ্য। মানুষগুলো এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে।।

02/06/2023

কেল্লাপোশী মেলার কিছু আলোকচিত্র। মহা ধুমধামে শেষ হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা।

29/05/2023

প্রায় ৪৫০ বছরের ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। দেওয়ালের গাঁথুনি গুলো অসম্ভব নান্দনিক।

24/05/2023

ঐতিহ্যবাহী মাদার মেলার লাঠিবারি খেলা
২৪মে (বুধবার) বগুড়ার শেরপুর জয়লাজুয়ান ডিগ্রী কলেজের পাশে।

23/05/2023

বগুড়ার ভবানীপুর মন্দির

12/05/2023

মহাস্থানের সন্ন্যাসী মেলা। লোকে বলে ‘গাঁজার মেলা’

13/02/2023

বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

07/02/2023

আমার বগুড়া 24' র পক্ষ থেকে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ।
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের সেবা ও মান বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন পরিষদের চেয়ারম্যান মরিরুজ্জামান জিন্নাহ।

12/01/2023

শেরপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

03/01/2023

গাড়িটার পিছনের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ।
বগুড়ার শেরপুরে হাওয়াখানা ( ঢাকা - বগুড়া ) মহাসড়কে করা ভিডিও।

31/12/2022

উদাস দুপুর কখন গেছে? এখন বিকেল যায়!

07/12/2022

প্রতিটি মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার পেছনে
একটা স্বপ্ন থাকতে হয়

26/10/2022

ঘূর্ণিঝড়ে রেহাই পায়নি পাখিরাও 😥

24/10/2022

কেও কারও মত হতে পারে না।
সবাই হয় তার নিজের মত।

Photos from Emamul Millat's post 28/09/2022

শেরপুরে আওয়ামী লীগ নেতা খুন

বিস্তারিত কমেন্টে👇

Photos from Emamul Millat's post 20/09/2022
18/09/2022

নাগরিক হিসাবে আপনার মতামত কি হতে পারে

Photos from Emamul Millat's post 16/09/2022

ধন্যবাদ😍😍 বাংলাদেশ পুলিশ

16/09/2022

তুমি সেই কবিতা !
যা প্রতি দিনই ভাবি..
লিখতে পারিনা

Want your public figure to be the top-listed Public Figure in Bogura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বগুড়ার শেরপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল#reels#newsfeed
বগুড়ার শেরপুরে বিএনপির মি*ছিলে পুলিশের বা*ধা।
শেরপুরে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ০৬/১১/২০২৩ইং
অব*রোধের ৩য় দিন। শেরপুরে পুলিশের বাধা অতিক্রম করে বিএনপির মিছিল
অব*রো*ধের ২য় দিন। বগুড়ার শেরপুরে আওয়ামী যুবলীগের বি*ক্ষোভ মিছিল
বাঙালি নদী থেকেঅবৈধভাবে ফের বালু উত্তোলন..................................................মামলা ও জরিমানায় অনেক টাকা খরচ...
প্রিয় মাতৃভূমি♥️
বগুড়ার শেরপুরে শাহ তুরকান রহ: এর দরগাহ
মনোরম পরিবেশে মন ভরে যায়
#shorts ঐতিহ্যবাহী ঢেঁকি ❤️
মাদার মেলা
কেল্লাপোশী মেলার কিছু  আলোকচিত্র। মহা ধুমধামে শেষ হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা।

Telephone

Address


Bogura
5840