GUK Eye Hospital Bogura
GUK Eye Hospital provides const effective high quality eye care service to the mass people of Banglad
আজকের বিনামূল্যে চক্ষু ক্যাম্পের স্থির চিত্র.....
স্থানঃ- উল্কা খেলার মাঠ, সদর, বগুড়া।
#গাক_চক্ষু_হাসপাতাল_গাক_টাওয়ার_বনানী_বগুড়া
শীতের আগমনে বগুড়ার অটোরিকশা, অটো ভ্যান এবং সিএনজির ড্রাইভারদের #গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে গেঞ্জি বিতরণ করা হয়। পাশাপাশি চোখের চিকিৎসায় আস্থাশীল গাক চক্ষু হাসপাতালের স্টিকার লাগানো হয়।
গাক চক্ষু হাসপাতাল এর অংশগ্রহনে বিশ্ব এইডস দিবস - ২০২৩ উদযাপন
---------------------------------------------------
" কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ " প্রতিপাদ্যকে সামনে নিয়ে অদ্য পহেলা ডিসেম্বর ২০২৩ বগুড়া সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে গাক চক্ষু হাসপাতাল এর অংশগ্রহনে " বিশ্ব এইডস দিবস ২০২৩" উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুরে চোখের সেবা গ্রহন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যরা।
চোখের যত্ন এবং নিয়মিত চোখের স্ক্রিনিং(Screening) প্রক্রিয়া জন্মের পর থেকেই শুরু হয়। মেডিকেল সাইন্স মোতাবেক একটি শিশুর চক্ষু পরীক্ষার প্রস্তাবিত সময়সূচী প্রি-স্কুল বয়স থেকেই উপযোগী হয়।
উত্তরবঙ্গের স্বনামধন্য চক্ষু হাসপাতালে নিয়মিত বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার দিয়ে চোখ পরীক্ষা করতে চাইলে আজই চলে আসুন।
আমাদের ঠিকানাঃ
#গাক_চক্ষু_হাসপাতাল_গাক_টাওয়ার_বনানী_বগুড়া
প্রয়োজনে- ০১৭৩৩৩৬৮১৩৮
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া কর্তৃক আয়োজিত #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প অনুষ্ঠিত
------------------------------------------------
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে ২য় পর্যায়ের ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ ইফতেখার হাসান জিসু, সভাপতি, অত্র মার্কেট।
স্থানঃ রেলওয়ে ধোলাইখাল মার্কেট, বগুড়া।
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যােগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্প" এর আওতায় #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মেডিকেল অফিসার, গাক চক্ষু হাসপাতাল, বগুড়া, জনাব মোঃ সানু, সাধারণ সম্পাদক, অত্র মার্কেট, সহ প্রকল্পের অন্যন্য কর্মকর্তাগণ।
উক্ত ক্যাম্পে প্রায় একশত আশি জন কে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্বচ্ছ দৃষ্টি ফিরে পেতে চোখের ছানি অপারেশন করে লেন্স সংযোজনে জানা প্রয়োজন লেন্সের সঠিক পাওয়ার। তাই চোখের বায়োমেট্রি পরীক্ষায় আমাদের আছে জার্মানির বিশ্ব বিখ্যাত ZEISS কোম্পানির IOL master- 700 যার Ultrasonic laser এর মাধ্যমে সঠিক power নিশ্চিত করে।
ফ্যাকো অপারেশনে IOL master- 700 এর সেবা নিন
আপনার স্বচ্ছ দৃষ্টি নিশ্চিত করুন।
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোখের চিকিৎসা ও রোগ নির্ণয়ে আমাদের প্রচেষ্টা চলমান। আপনার চোখের রেটিনার সমস্যা জানতে আমাদের আছে জাপানের বিশ্ববিখ্যাত TOPCON কোম্পানির Colour Fundus Photograph Machine.
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া কর্তৃক আয়োজিত #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প অনুষ্ঠিত
------------------------------------------------
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে ২য় পর্যায়ের ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক, এসইপি, গাক
স্থানঃ রেলওয়ে মার্কেট, সদর, বগুড়া।
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যােগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্প" এর আওতায় #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মেডিকেল অফিসার, গাক চক্ষু হাসপাতাল, বগুড়া, মোঃ আব্দুল মাজেদ, স্বত্বাধিকারী পারভীন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোঃ শাখাওয়াত হোসেন সহ প্রকল্পের অন্যন্য কর্মকর্তাগণ।
উক্ত ক্যাম্পে প্রায় একশত নব্বই জন কে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
আমাদের হাসপাতালে জার্মানির বিখ্যাত ZEISS কোম্পানির ND.YAG LASER Capsulatomy মেশিন দ্বারা চোখের লেজার করা হচ্ছে।
অপারেশন পরবর্তী রোগী হাসি মুখে বিদায়.......
গত ০৪ই নভেম্বর চক্ষু ক্যাম্প থেকে আগত রোগীদের অপারেশন করেন ডাঃ মোঃ রেজাউন্নবী মন্ডল, ডাইরেক্টর (মেডিকেল) গাক চক্ষু হাসপাতাল।
আলহামদুলিল্লাহ অপারেশন পরবর্তী সকল রোগী খুবই ভাল দেখেন এবং বাড়ি ফেরার পথে আমাদের হসপিটালের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে ডিরেক্টর স্যারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
গাক চক্ষু হাসপাতাল এর অংশগ্রহনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস উদযাপন
---------------------------------------------------
রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি" প্রতিপাদ্যকে সামনে নিয়ে অদ্য ২ নভেম্বর ২০২৩ বগুড়া জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে গাক চক্ষু হাসপাতাল এর অংশগ্রহনে "জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস" উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
✅ বগুড়ায় অবস্থিত #গাক_চক্ষু_হাসপাতাল ১০০ টাকায় দিচ্ছে দেশের সবচাইতে সেরা চক্ষু প্যাকেজ সার্ভিস!
🟥 গাক চক্ষু হাসপাতালে #মাত্র_১০০_টাকায় রোগীরা যে সকল সেবা পাচ্ছেন....
১/ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ।
২/ রিফ্রাকশন(চোখের পাওয়ার) পরীক্ষা।
৩/ ভিশন পরীক্ষা।
৪/ বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তারের পরামর্শ(প্রয়োজনে)।
৫/ চোখের অবস্থা ও ডাক্তারের প্রেসক্রিপশন সম্পর্কে বিশেষজ্ঞ কাউন্সিলরের সুপরামর্শ।
♻️ এছাড়াও আছে বিশ্বের সর্বাধুনিক #ফ্যাকো মেশিনের সাহায্যে দেশের সবচাইতে সুলভমূল্যে বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের দ্বারা #চোখের_ছানি ও অন্যান্য অপারেশনের সুব্যাবস্থা।
🟩 চোখের যেকোন সমস্যায় সেবা গ্রহণ করতে যোগাযোগ করুনঃ ০১৭৩৩৩৬৮১৩৮ (01733368138)
গাক টাওয়ার, বনানী, বগুড়া।
✅ গুগল ম্যাপে ঠিকানাঃ https://maps.app.goo.gl/AZuDz2xPEULf6bur6
আপনার চোখের যত্ন নিন।
নিরাপদে থাকুক আপনার চোখ।
ভিডিও সৌজন্যেঃ চ্যানেল আই
A Successful Leader. As a Mentor, As a Dynamic & Visionary Leader. Best Wishes Always Dear Sir. May Allah Bless You.
Dr.Khandaker Alamgir Hossain
Executive Director
আলহামদুলিল্লাহ
উত্তরবঙ্গের স্বনামধন্য #গাক_চক্ষু_হাসপাতালে সেবার মান ১০০% নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা চলমান......
আসুন, আমাদের সেবা নিন, সুস্থ্য থাকুন, সুন্দর ভাবে জীবন যাপন করুন....
#গাক_চক্ষু_হাসপাতাল_গাক_টাওয়ার_বনানী_বগুড়া
গাক'র পক্ষ থেকে পিকেএসএফ এর চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন
-----------------------------
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন অদ্য ২৫ অক্টোবর ২০২৩ তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)'র নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন মহোদয়কে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. এম সাইদুজ্জামান, ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুভেচ্ছা বিনিময়কালে তিনি সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সর্ম্পকে পিকেএসএফ'র চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন।
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া কর্তৃক আয়োজিত #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প অনুষ্ঠিত
------------------------------------------------
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আলমগীর হোসেন মিলু, আহ্বায়ক, পীরগাছা হাট বনিক সমিতি, গাবতলী,বগুড়া।
স্থানঃ পীরগাছা হাট বনিক সমিতি, সিএনজি স্ট্যান্ড,পীরগাছা,বগুড়া
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যােগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্প" এর আওতায় #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসইপি প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মেডিকেল অফিসার, গাক চক্ষু হাসপাতাল, বগুড়া, মোঃ সুমন সরকার, মোঃ আব্দুল মালেক, রবিউল ইসলাম সহ প্রকল্পের অন্যন্য কর্মকর্তাগণ।
উক্ত ক্যাম্পে প্রায় দুইশত জন কে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
অপারেশন শেষে বাড়ি ফেরার পূর্বমুহূর্ত....
আলহামদুলিল্লাহ
গতকাল একলিমুর আম্বিয়া ট্রাষ্ট কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু ক্যাম্প শেষে.....
আলহামদুলিল্লাহ। আজকের একটি সফল ক্যাম্প।
স্থানঃ গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বগুড়া।
বগুড়া জেলা মাননীয় সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম কর্তৃক গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন
----------------------------------------------
গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বগুড়া জেলা মাননীয় সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম। তিনি সমগ্র হাসপাতাল এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের মানসম্মত সেবা, সুসজ্জিত ওয়ার্ড, আধুনিক কেবিন, অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দেখে মুগ্ধ হন। এছাড়াও তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে মতবিনিময় করেন এবং সেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। বিশ্ব দৃষ্টি দিবস ১২ অক্টোবর ২০২৩ তারিখে গাক চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ হাসান শহীদ মোঃ রেজাউন্নবী এর নেতৃত্বে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাক'র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং পরিচালক (প্রশাসন ও অভ্যান্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ।
কর্মক্ষেত্রে আপনার চোখের যত্ন নিন, এই স্লোগান কে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষ্যে আজকের র্যালী ও আলোচনা সভায় মাননীয় সিভিল সার্জন ডাক্তার শফিউল স্যারের সভাপতিত্বে বক্তব্য রাখেন #গাক_চক্ষু_হাসপাতালের মাননীয় পরিচালক (মেডিকেল)
ডাঃ রেজাউন্নবী মন্ডল,
সিনিয়র কনসালটেন্ট, গ্লুকোমা এবং ফ্যাকো সার্জন
গাক চক্ষু হাসপাতাল, বগুড়া।
স্থানঃ সিভিল সার্জন কার্যালয়, বগুড়া
বিশ্ব দৃষ্টি দিবস - ২০২৩ ইং
কর্মক্ষেত্রে আপনার চোখের যত্ন নিন...
#গাক_চক্ষু_হাসপাতাল_বগুড়া
সমঝোতা স্বারক সই করলেন একলিমুর-আম্বিয়া ট্রাষ্ট (লন্ডন, যুক্তরাজ্যে) এবং গাক চক্ষু হাসপাতাল কতৃপক্ষ।
বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে পারবেন অসহায় দরিদ্র রোগীরা।
আমাদের সেবার মানের উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি একলিমুর-আম্বিয়া ট্রাষ্ট (লন্ডন, যুক্তরাজ্যে) কে।
উত্তরবঙ্গে আমরাই সর্ব প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত সেবা প্রদানে দৃঢ় প্রতিশ্রুতি বদ্ধ....
"কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যােগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্প" এর আওতায় #ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্প এর শুভ উদ্ভোদন করেনঃ-
জনাব মোঃ মোবারক হোসেন তালুকদার, পরামর্শক,গাক
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসইপি প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম , রবিউল ইসলাম সহ প্রকল্পের অন্যন্য কর্মকর্তাগণ।
উক্ত ক্যাম্পে প্রায় দুইশত জন কে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
অদ্যই ০৩ ই অক্টোবর ২০২৩ ইং তারিখে #গাক চক্ষু হাসপাতাল বগুড়ায় পোস্ট অপারেটিভ রোগীর ফিডব্যাক ও যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন গাক'র মাননীয় নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন স্যার।
এসময় উপস্থিত ছিলেন গাক'র সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, উপপরিচালক মোঃ আরমান হোসেন সহ অনেকেই।
গত ৩০/০৯/২০২৩ ইং তারিখে #গাক'র মাননীয় নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন স্যার গাক চক্ষু হাসপাতাল, বগুড়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নিজেই চক্ষু পরীক্ষা করেন এবং হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে পরিচালক মেডিকেল ডাঃ রেজাউন্নবী স্যারের সঙ্গে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গাক'র মাননীয় সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, ডাঃ বদিউজ্জামান, উপ- পরিচালক মোঃ আরমান হোসেন সহ অনেকেই।
রোগীদের ১০০% সেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা চলমান.....
অন্ধত্ব দূরীকরণে আমাদের প্রচেষ্টা চলমান......
#গাক_চক্ষু_হাসপাতাল_বনানী_বগুড়া
আমাদের টিম ............................
প্রস্তুত আছে আপনার সেবায়..........
গাক'র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর মাতা মরহুমা রেজিয়া খাতুন এর স্মরণে #দিনাজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প......
গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে রোজ রবিবার #গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প শুভ উদ্বোধন করেন....
🔵শেখ মোঃ জিন্নাহ আল মামুন
অতিরিক্ত পুলিশ সুপার
সদর সার্কেল, দিনাজপুর।
স্থানঃ মালদহপট্টি, দিনাজপুর
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মেরাজ মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
🟤জনাব মোঃ হুমায়ন খালেদ, পরিচালক, প্রশাসন
গ্রাম উন্নয়ন কর্ম (গাক)
ডাঃ মোছাঃ লাকী আক্তার, কনসালটেন্ট, গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর।
🟠রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম
সভাপতি, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সাধারণ সম্পাদক, স্টেশন ক্লাব দিনাজপুর।
উক্ত ক্যাম্প থেকে আগত সকল রোগীর অপারেশন করেন উত্তরবঙ্গের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা ও ফ্যাকো সার্জন ডাক্তার এইস,এস,এম রেজাউন্নবী মন্ডল স্যার, মাননীয় ডাইরেক্টর (মেডিকেল), গাক চক্ষু হাসপাতাল।
বাবার তৃপ্তির হাসিতে গর্বিত সন্তান .........
মাননীয় সিনিয়র সহকারী জজ, মোঃ সোয়েবুর রহমান স্যার তাঁর বাবার চোখের ছানি (ফ্যাকো) অপারেশন করালেন গাক চক্ষু হাসপাতালে। অপারেশনের পরে বাবা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। বাবা ও ছেলে ভীষণ খুশি। তাঁরা ভীষণভাবে কৃতজ্ঞ ডাঃ এইচ,এস,এম রেজাউন্নবী মন্ডল, সিনিয়র কনসালটেন্ট, গ্লূকোমা ও ফ্যাকো সার্জন এবং ডাইরেক্টর (মেডিকেল) স্যারের নিকট যিনি তাঁর বাবার অপারেশন করেছেন।
গত ১০/০৯/২৩ ইং তারিখে প্রফেসর মতিন আইকেয়ার (বিএনএসবি সিরাজগঞ্জ) চক্ষু হাসপাতালের মাননীয় জয়েন সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ একটি ম্যানেজমেন্ট টিম নিয়ে গাক চক্ষু হাসপাতাল,বগুড়া পরিদর্শন করেন এসময় ডাঃ রেজাউন্নবী মন্ডল(ডাইরেক্টর মেডিকেল) এবং মোঃ শাখাওয়াত হোসেন,ব্যবস্থাপক- এর সঙ্গে আলাপচারিতায় গাক হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে স্বল্পমুল্যে মানসম্পন্ন সেবা প্রদানের জন্য অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
দক্ষ কর্মী প্রতিষ্ঠানের সম্পদ। কর্মীর দক্ষতা উন্নয়নে আমাদের প্রচেষ্টা চলমান।
আজকের ট্রেইনিং সেশন..........
#গাক_চক্ষু_হাসপাতাল_বনানী_বগুড়া
পরিকল্পিত সেবার মান নিয়ে আমাদের আছে জবাবদিহিতা......
আজকের টিম ওয়ার্ক....
অদ্যই ০২ই সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে গাক চক্ষু হাসপাতাল, বনানী, বগুড়ার পক্ষ থেকে বিন্যামুল্যে চক্ষু ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন জনাব মোঃ মহসিন আলী, সিনিয়র অফিসার, গ্রামীন ব্যাংক।
স্থানঃ মুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুরইল, আদমদিঘী, বগুড়া।
অদ্যই ৩১ই আগস্ট ২০২৩ ইং তারিখে "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ -প্রকল্প " এর আওতায়
#ফ্রি_স্বাস্থ্য_সুরক্ষা_সেবা_ক্যাম্পের শুভ উদ্ভোদন করেনঃ--
ড.মাহবুব আলম
#মাননীয়_সিনিয়র_পরিচালক_গাক
স্থানঃ করতোয়া নগর, বেইলী ব্রিজ, মাটিডালী, #বগুড়া
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরদার জিয়া উদ্দীন, সহকারী পরিচালক #গাক,
#ডাক্তার এ,এন,এম নাজিব মোর্শেদ নাঈম, মেডিকেল অফিসার, ডাক্তার তানভীর, ডিসেন্ট প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনী জোনায়েদ আহমেদ সহ অনেকেই।
উক্ত ক্যাম্পে প্রায় দুইশত রোগীকে বিনামুল্যে #চক্ষু_স্বাস্থ্য এবং চোখের সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়।
পোস্ট অপারেটিভ রোগীর সঙ্গে কথা বলছেন গাক'র উপ পরিচালক মোঃ আরমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন
অদ্যই ২৮ আগস্ট ২০২৩ ইং ৭ নং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ, বগুড়া সদর , বগুড়ায় #গাক চক্ষু হাসপাতাল, বনানী, বগুড়া কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন #চেয়ারম্যান প্যানেল-১ জনাব মির্জা হাকিম মন্ডল।
এছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
GUK Tower, Banani
Bogura
5800
Bogura, 5800
Welcome to Aloka Nursing Home & Oncology Center, where your health and well-being are our top priorities. At Aloka Nursing Home & Oncology Center, we are dedicated to delivering ex...
Khandar Tin Matha Mor
Bogura, 5800
Treatment of any type of Dental problem like GI filling, Composite filling, Root canal, Crown, Extra
Dhupchachia
Bogura, 5880
Pink Lung Area offers you quality and safe respiretory related products.stay with pink lung area.
Sherpur Road, Coloni, Bogura. (শেরপুর রোড, কলোনী, বগুড়া)
Bogura, 5800
বিশ্বমানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের পাশে... - রেইনবো কমিউনিটি হাসপাতাল
PTI Moor, Sherpur Road
Bogura
সবার জন্য আধুনিক মানসম্মত সর্বোচ্চ আন্তরিক সেবাই আমাদের উদ্দেশ্য
Jobeda Shopping Centre(2nd Floor), Dupchachia
Bogura
We treat our patient with care and every aspect of your care is coordinated and teams of experts wor
মাটিডালি বিমান মোড়, ২য় বাইপাস, ব্রিজ সংলগ্ন, বগুড়া
Bogura, 5800
এখানে সকল প্রকার রোগের চিকিৎসা এবং অত?
Sherpur
Bogura, 5840
The hospital is providing cardiology services by 2 modern cath-lab and round-the-clock