Regan sarwar
1 year
অহংকারী একদমই নই আমি !
শুধু নিজের আত্মসম্মানটা
বজায় রাখার চেষ্টা করছি😏
আমি কাউকে
ইগনোর বা এভোয়েট করি না! শুধু
স্বার্থপর সম্পর্কগুলো আর ফেক মানুষদের
থেকে একটু দূরে থাকি😁
সংগৃহীত
প্রেম শান্তিরূপেও আসবে অশান্তিরূপেও আসবে, সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে–সে যে-কোনো বেশেই আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি , বন্ধু তোমাকে চিনেছি ।
-রবীন্দ্রনাথ ঠাকুর
শৈশবে যে-দিন আমার শখের ঘুড়িটার সু্ঁতো ছিঁড়ে আসমানের মহাশূন্যে হারিয়ে গেল— সেদিন থেকে আমি জেনেছি, কাঁদলেই ভালোবাসার জিনিস ফেরত আসে না😏
লেখা: আরিফ হুসাইন
যদি এক দেহেতে দুইজনারী' দিত বিধি দম
যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম
তবে তোমায় ভালবাসি তাম...
ও-জনম_জনম সঙ্গে রাখিতাম।
বাগান বিলাশ শুভ্রা তে একটা প্ল্যালাস 🥰
মায়ায় জড়িয়ে,বুকে টেনে
কলিজায় আঘাত দিয়ে
দূরে সরিয়ে
দেওয়া মানুষ গুলোই হলো শখের মানুষ 😏
অতৃপ্ত এই পৃথিবীতে
আজ যত আয়োজন
অর্ধেক তার মিথ্যা মায়া
বাকি অর্ধেক প্রয়োজন...😏
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা
তবে বুঝে নিয়ো চাঁদের আলো কতো অসহায় ,,,,
বুঝলে প্রিয়
উপন্যাসের পাতায় নয় তোমার পাশেই থাকতে চাই বাকী জীবন 🫶
যাকে অতি আপন ভেবে সব বিলিয়ে দিবে,
সেই একদিন তোমাকে নির্লজ্জ বানিয়ে, তোমার দুর্বল জায়গায় আঘাত করবে😏
তুমি অন্য রকম প্রিয়
আমাকে ছেড়ে যাবে না,তবে আজ কেন আমার সাথে এমন করলে?মাঝপথে কেন আমাকে একা ছেড়ে গেলে?
আচ্ছা এত সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যে বলতে?
তুমি জানো?
এত মিথ্যের আড়ালে তুমি যে তোমার তুমি টাকে হারিয়ে ফেলেছ তা কি তুমি বুঝতে পেরেছো? মিথ্যে বলে যতটা তুমি আমাকে ঠকাতে চেয়েছ তার চেয়ে বেশি তুমি ঠকে গিয়েছে।
লেখা- তাসনিম এমি
-বেহায়া প্রাক্তন
আমরা যাদের বিশ্বাস ও
ভরসা করি,
তাদের থেকেই অপ্রত্যাশিত এমন কিছু পাই যা আমাদের ভালো থাকা কেড়ে নেয়😏
-বেহায়া প্রাক্তন
বিচ্ছে'দ শব্দটি ছোট হলেও এর ভিতর লুকিয়ে থাকে হাজার গুণ যন্ত্রণা😏
আমি হাত দিয়ে যা ছুঁই, তা দুঃখ হয়ে যায়, সেই হাতে কি বলো তোমায় ছোঁয়া যায়, বলো তোমায় ছোঁয়া যায় .....
সুন্দর এই জবা গাছটি উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শখের মানুষ 🙏
প্রেম, তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ, শুধু নেই তুমি
বলো কোথায় আছো, অভিমানী
- তাহসান
হ্যাপি প্রপোজ ডে শখের মানুষ 💕
আমি কাঠগোলাপ
আমি মরুগোলাপ
আমি জলগোলাপ
হ্যাঁ, তোমরা সবাই গোলাপ আমি শুধু জবা😜
√তোমার সাথে কাটানো প্রতিটি
মুহূর্ত মনে রাখবো
সেই গোলাপের স্মৃতি হয়ে
হ্যাপি রোজ ডে শখের মানুষ 🌹
PC
কি এক অসুস্থ জেনারেশানে জন্মেছি,খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে
বিরক্ত হয়ে যায়!
– সংগৃহীত
যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়! কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন। পূর্বের টা ব্যাথা দেয়। কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে।
উপন্যাস - চরিত্রহীন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলনকথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে--
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি--
সকল কালের সকল কবির গীতি।
রবীন্দ্রনাথ ঠাকুর -অনন্ত প্রেম
কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায়,
চিরদিন ভালো থাকা যায় না।
জীবন যুদ্ধে একটা সময়,
তারাও ধূলিসাৎ হয়ে যায়।
-বেহায়া প্রাক্তন
লেখা-মাহবুব সরদার সবুজ
জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো♥️
হয়তো অবৈধ,নয়তো নিষিদ্ধ❌
হয়তো দামি,নয়তো অন্যকারোর😪
Adya papry অবশেষে আমি পেয়ে গেলাম দেশি মুরগীর ডিম 😁
অসংখ্য ধন্যবাদ তামান্না ভাবি🙏
অনেক অনেক শুভকামনা আপনার জন্য 🥰
জলে নামিবো সাঁতার কাটিবো চুল ভিজায় বো নাহ্ দেখিবো শুনিবো সবই জানিবো কিছুই মানিবো না 😏
শখের মানুষ 🥀
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না
রবীন্দ্রনাথ ঠাকুর
শখের মানুষ 🥀
ভোলা যায় না স্মৃতি
বাঁধা যায় না সময়
জানা যায় না ভবিষ্যৎ
চেনা যায় না মানুষ
চেনা যায় না মন
ফিরে পাওয়া যায় না অতীত
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে❗
নাদের আলি, আমি আর কত বড় হবো❓
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে❓
"কেউ কথা রাখেনি "
সুনীল গঙ্গোপাধ্যায়
#মুক্ত_পোস্ট
Sultana Akhter আপার অফিস কাম বাসা থেকে ঘুরে আসলাম।
ফোন দিয়ে জরুরি তলব,অসাধারণ এক কাপ চা খেতে খেতে অনেক গল্প হলো।
আপার একের ভিতর অনেক গুণ,সে লেখিকা, সাংবাদিক, নারী উদ্যোক্তা, সমাজসেবী,
বাগানি বেশ অনেক গুণ তার।
যাইহোক সে বাগানি ভাই-বোনদের নিয়ে একটা মেলা করার ইচ্ছা এবং আবদার করেছেন😊
মেলাতে থাকবে-
বই,গাছ,সার-কীটনাশক,
পিঠা,চটপটি ফুচকা এবং খেজুরের গুড়ের চা☕
ব্যক্তিগত উদ্যোগে মেলা করার চিন্তা করছি।
এখন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি 🙏
দিন,তারিখ ঠিক করা হয়নি এখনো।এডমিন প্যানেল এবং আপনাদের সবার সাথে আলাপ করেই সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ
👉আপনাদের মন্তব্য আশা করছি
ভরা থাক, ভরা থাক স্মৃতিসুধায়
বিদায়ের পাত্রখানি...🫶
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Bogura