AHMnews24

AHMnews24

You may also like

BM Eakub Islam Muhin
BM Eakub Islam Muhin

বস্তুনিষ্ঠ সংবাদের নির্ভরযোগ্য গণমাধ্যম 👇
সকল সংবাদ পেতে পেজে লাইক দিয়ে পাশেই থাকুন।

25/03/2024

সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মুহূর্তেই ড্রাইভার পুড়িয়ে কংকাল হয়ে গেল! চালক বের হওয়ার সুযোগ পর্যন্ত পায় নাই! বসা অবস্থায় সিএনজি মধ্যেই জীবন চলে গেল!! ছবিতে ড্রাইভার সিটে বসা দেখা যাচ্ছে৷
আসলে এই দুনিয়ার জীবনটা ক্ষনিকের জন্য।

ঘটনাটি ঘটেছে চন্দনাইশ গাছবাড়িয়া কলঘর এলাকায়৷ আল্লাহ সিএনজি চালককে জান্নাতুল ফেরদৌস নসীব করুন৷

- (সংগৃহীত ছবি)

25/03/2024

বগুড়ার রাজাবাজারে মুরগির ফিড দিয়ে তৈরি করা হচ্ছে হলুদ ও মরিচের গুড়া | AHMnews24

25/02/2024

সফলতার পিছনে কারো সাহায্যের দরকার নেই' আল্লাহ'র রহমত'ই
যথেষ্ট ❤️

21/02/2024

অমর ২১ শে ফ্রেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি!

10/02/2024

দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি
পরীক্ষার্থীদের বিদায়

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : শনিবার সকালে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল স্কুল হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফ্ফর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, অভিভাবক সদস্য মোজাম্মেল হক, কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, সাংবাদিক আখতারুজ্জামান তুহিন, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, মেজবাহ উদ্দিন বেগ, আশরাফুল আলম, মহসিনা আখতার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ইশরাত জাহান ঐশী, ৯ম শ্রেণির ছাত্রী জারিন হুমাইরা মাহি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরনবী সরদার। পরে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক নজরুল ইসলাম।

10/02/2024

সান্তাহারে স্বামীর হাতে স্ত্রী খুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে তরকারি কাটার ধারালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রী রাজিয়া সুলতানাকে (৩৭) হত্যা করেছে স্বামী আব্দুর রশিদ। শনিবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় ঘটনাটি ঘটে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার শ্রীকান্দ গ্রামের আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে চা বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে স্বামী—স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে শুক্রবার রাতে স্বামী আব্দুর রশিদ স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে তরকারি কাটা ধারালো বটি দিয়ে তার স্ত্রীর হাত—পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারিভাবে কোপাতে থাকেব। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর ও পরে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

01/02/2024

আপনি আল্লাহর উপর ভরসা করুন। কার্যনির্বাহীরূপে আল্লাহই যথেষ্ট।

সূরা আল আহযাব : ৩

31/12/2023

সবাইকে নতুন বছরের 'শুভেচ্ছা'
Happy New Year 2024 AHMnews24 💖

24/12/2023

আদমদীঘিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে রেহেল প্রদান করল 'বসুন্ধরা শুভসংঘ'

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে পবিত্র কোরআন পড়ার রেহেল প্রদান করা হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে হযরত দুর্লভ দেওয়ান রহ. দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে রেহেলগুলো তুলে দেওয়া হয়। মাদরাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে রেহেলগুলো তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও মাদরাসার প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবলু, কালের কণ্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, হাফেজ রায়হান, শফি, বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সহসভাপতি শাহীনা জোয়ারদার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনি সুলতানা, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার, কার্যকরী সদস্য শাকিল হোসেন, ছায়া, মামুন, মাইন ও স্থানীয় অভিভাবকরা।

15/12/2023

সবাইকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা, এবং সকল শহীদের প্রতি জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি।

🇧🇩

12/12/2023

বগুড়ায় পৌনে ৫ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন-এ ক্যাপসুল!

নিউজ ডেস্ক :: বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার ২১১ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৫৬ হাজার ৬৭০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকআলম কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার প্রতিটি কেন্দ্রে খাওয়ানো হয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর ইউএনও ফিরোজা পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, সাবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার প্রমুখ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, জেলায় এবার ১০৯ টি ইউনিয়নের ৩২৭ টি ওয়ার্ডে ২ হাজার ৬১৬ টি অস্থায়ী কেন্দ্রে ও স্থায়ী ১১ টি কেন্দ্র, ৪ টি পৌরসভার ৩০ টি ওয়ার্ডের ২৪০ টি কেন্দ্রে ৪৮০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।

11/12/2023

দুপচাঁচিয়ায় নাশকতা মামলার
আসামি সহ গ্রেফতার ৬

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও চুরি মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, নাশকতা মামলায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে বিএনপি নেতা আওলাদ হোসেন তালুকদার (৫২), গুনাহারের পাকুরগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে জামায়াতকর্মী স্থানীয় ইউপি মেম্বার এসএম শাহীন আলম (৩৬) ও চুরি মামালায় বিশা গ্রামের জালাল মন্ডলের ছেলে শাকিল হোসেন (২১)। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে আটুইল গ্রামের মৃত মসলিম উদ্দীনের ছেলে রইচ উদ্দীন মন্ডল, পশ্চিম আলোহালী মধ্যপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ও পালকুড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবু প্রামানিক। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

10/12/2023

আদমদীঘি থানায় নতুন ওসির যোগদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন রাজেশ কুমার চক্রবর্তী। গত শুক্রবার রাতে তিনি আদমদীঘি থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ছিলেন তিনি। ওসি রাজেশ কুমার চক্রবর্তী মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাদ নির্মূল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

03/12/2023

বগুড়া-৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল।
১.অজয় ২. বাঁধন ৩.টুলু ৪.আফজাল ৫.জামিল ৬.ফেরদৌস স্বাধীন ৭.ক্যাপ্টেন জাকারিয়া ৮.গো:মোস্তফা (স্থগিত) করেছেন।

29/11/2023

নেতা-কর্মীদের ভালবাসায় শিক্ত এমপি হেলাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলালকে অভ্যর্থনা জানিয়েছেন সংসদীয় এলাকার হাজার হাজার নেতা-কর্মীরা।

এসময় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় শিক্ত হন তিনি। দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ফেরার খবরে কয়েক হাজার নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে বগুড়ার আদমদীঘিতে অবস্থান নেয়। এসময় গাড়ী থেকে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এর পর এমপি হেলালকে সাথে নিয়ে নিজ এলাকা রাণীনগরে ফেরেন নেতা-কর্মীরা। পরে রাণীনগর সদরে নিজ কার্যালয়ে পৌছে সাংবাদিকদের বলেন,গত উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে এই আসন উপহার দিয়েছি। এমপি নির্বাচিত হবার পর থেকে এলাকার লোকজনদের সার্বিক সহায়তা ও সেবা দিয়ে আসছি। সব সময় সুখে-দু:খে তাদের পাশে রয়েছি। এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। যে কারনে প্রধানমন্ত্রী আমাকে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাবার খবরে এলাকার হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমাকে অভ্যর্থনা জানাতে সমেবেত হয়েছেন। আমি এলাকার জনসাধারনের প্রতিকৃতজ্ঞ। আমি আরো বেশি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি । তিনি আমাকে আবারো মনোনয়ন দিয়ে এলাকার জনসেবা করার পথ সৃষ্টি করে দিয়েছেন। আসা করছি জনগনের অফুরান ভালবাসায় আবারো বিপুল ভোটে জয়লাভ করে এই আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো। তিনি দলমত নির্বিশেষে আওয়ামলীগের প্রতিক নৌকা মার্কাকে বিজয়ী করতে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবার সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। এসময় রাণীনগর উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি ফরিদা পারভিন,সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়,আত্রাই উপজেলা আওয়ামলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সহ-সভাপতি এবাদুর রহমান,সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিকসহ আওয়ামলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

29/11/2023

মাগুরাবাসীর গণসংবর্ধনা পেলেন সাকিব

নিউজ ডেস্ক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ক্রিকেটের বিশ্ব সেরা অলরাউন্ডার টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। সেই সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক থেকে হতে চলেছেন রাজনৈতিক অভিভাবক। গত ২৬ নভেম্বর বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। এর পর থেকেই মাগুরাতে ভক্ত-সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

নিজ নির্বাচনী এলাকায় সাকিবকে পেয়ে সেই বাধভাঙ্গা উচ্ছাস পরিনত হয়েছে জনসমুদ্রে। আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মাগুরায় তার নির্বাচন এলাকায় প্রথম নির্বাচনী প্রচারণার জন্য ঢাকা থেকে মাগুরা কামারখালী ব্রিজ এলাকায় পৌঁছালে মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজাসহ সকল কাউন্সিলররা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় হাজার হাজার ভক্ত, সমর্থক ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার শোভাযাত্রা করে মাগুরা শহরে প্রবেশ করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরবর্তীতে কামারখালী ব্রিজ থেকে মাগুরা জেলা আওয়ামী লীগের শহরের জামরুল তলার অফিসে যান সাকিব। এ সময় মানুষের ভিড় ঠেলে ১৩ কিলোমিটার পথ আসতে সময় লাগে প্রায় সোয়া দুই ঘণ্টা। পতিমধ্যে রাস্তার দুই পাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ ফুল দিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান।

শহরে প্রবেশের পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌছালে মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, মাগুরা দুই আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী বীরেন শিকদারসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। সেখান থেকে মাগুরা পৌর গোরস্তানে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান এর কবর যিয়ারত করেন। এরপর মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে নেতাকর্মীদের গণসংবর্ধনা গ্রহণ করেন সাকিব।

19/11/2023

শহীদ জিয়া শিশু পার্ক | AHMnews24

রাজশাহী শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র। রাজশাহী জেলা সদরের নওদাপাড়া বড় বনগ্রামে এই শিশু পার্কটি অবস্থিত। 💙

04/11/2023

জয়পুরহাটে আসছেন | Ayman Sadiq 💖

31/10/2023

সান্তাহারে ট্রেনযাত্রীর ব্যাগ থেকে ২৫৬ বোতল ফেনন্সিডিল উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিনা টিকিটের ট্রেন যাত্রীর কাছে থাকা ট্রলি ব্যাগ ও কাগজের কার্টুন তল্লাশী চালিয়ে ২৫৬ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারি যাত্রীর নাম মাসুদুর রহমান (৩৫)। তিনি যশোর কোতয়ালী থানার রায়পাড়া চাচড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ‘খ’ বগির আট নম্বর কেবিনের ২৩নম্বর সিটের যাত্রী মাসুদুর রহমান কৌশলে কাগজের কার্টুন ও ট্রলি ব্যাগে মাদক নিয়ে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। সোমবার রাত ১২টার দিকে ওই ট্রেনটি সান্তাহার স্টেশনের নিরাপত্তা বাহিনী অফিসের পশ্চিম পার্শ্বে তিন নম্বর প্লাটফরমের দুই নম্বর লাইনে দাঁড়ায়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটের যাত্রী মাসুদুরকে গ্রেপ্তার করা হয়। এরপর তার কাছে থাকা ট্রলি ব্যাগ, কাগজের কার্টুন ও স্কুলব্যাগ খুলতেই বেড়িয়ে আসে ২৫৬ বোতল ফেনন্সিডিল। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

26/10/2023

সান্তাহারে ট্রেনের বগিতে যাত্রীর চাপ
কালোবাজারে বিক্রি হচ্ছে টিকিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ২৮ অক্টোবর (শনিবার) রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষণার পর থেকে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন দিয়ে ঢাকাগামী যাত্রীদের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সান্তাহার জংশন স্টেশনে গিয়ে দেখাযায়, ‘ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগির মধ্যে পা ফেলানোর জায়গা নেই। ঢাকাগামী এসব যাত্রীদের মধ্যে অধিকাংশয় বিএনপি নেতাকর্মী ছিলেন বলে একটি সূত্র জানিয়েছেন’।

খোঁজ নিয়ে জানাগেছে, সান্তাহার জংশন স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ২০ জোড়া ট্রেন চলাচল করে। বিএনপির সমাবেশ ঘোষণার পর থেকে বগুড়ার আদমদীঘিসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ট্রেনযোগে সমাবেশে যোগ দিতে এই স্টেশনে ভিড় করছেন। একারনে আগের তুলনায় টিকিটের চাহিদা প্রচুর বেড়েছে। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছেন টিকিট কালোবাজারি চক্র। তারা প্রতি টিকিট প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন। ফলে বেকায়দায় পড়ছেন সাধারন যাত্রীরা।

ট্রেনযাত্রী জলি গুপ্তা জানান, পূজার ছুটি শেষে নিজ কর্মস্থল ঢাকায় ফেরার জন্য সান্তাহার স্টেশনে আসেন। তিনদিন আগে কাউন্টারে এসে টিকিট না পেয়ে পাশের একটি ফটোকপির দোকান থেকে তিনি টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে ২০০টাকা অতিরিক্ত দামে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর’ ট্রেনের দুইটি টিকিট কেনেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০মিনিটে ওই ট্রেনে উঠে দেখেন বগিতে পা ফেলার জায়গা নেই।

এদিকে আদমদীঘি উপজেলা থেকে পুলিশী ঝামেলা এড়াতে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড ভাবে বিভিন্ন ট্রেনে ঢাকা যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানিয়েছন, তিনি বুধবার রাতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ৮জন কর্মীকে নিয়ে ঢাকায় পৌঁছেন। আবাসিক হোটেলে তল্লাশী হতে পারে এজন্য তিনি নিকটআত্মীয়ের বাসায় উঠেছেন।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাবীবুর রহমান হাবীব জানান, পূজার ছুটিতে আসা লোকজন কর্মস্থলে ফিরছে। এজন্য স্টেশনে ভিড় বেড়েছে। ট্রেনের বগিতে শতকরা বিশজন দাড়িয়ে যেতে পারেন। কিন্তু তারা স্ট্যান্ডিং টিকিট নিচ্ছেন। টিকিট কালোবাজারি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, কাউন্টার থেকে টিকিট কালোবাজারির সুযোগ নেই। অনলাইন থেকে যেসব টিকিট বিক্রি হয় ওই সব টিকিট কালোবাজারে বিক্রি হতে পারে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশ ও নিরাপত্তা বাহিনী দেখেন।

‘সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ইতিপূর্বে টিকিট কালোবাজারের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এরকম সংবাদ বা অভিযোগ পেলে আবারো অভিযান চালানো হবে।’

25/10/2023

আদমদীঘি থেকে চুরি যাওয়া ট্রাক্টর মান্দা থেকে উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : থানায় অভিযোগের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বগুড়ার আদমদীঘি থেকে চুরি যাওয়া ট্রাক্টরটি নওগাঁর মান্দা থেকে উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- পিকআপ চালক রংপুরের সদ্যপুস্করাণী গ্রামের মৃত ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন (২৫), হেলপার নওগাঁর দুবলহাটির গোলাম রাব্বানীর ছেলে শাকিল হোসেন (২৫) ও নওগাঁ সদররের গোয়ালী উত্তরপাড়ার মৃত কফিল উদ্দীন মোল্লার ছেলে মোয়াজ্জিম হোসেন মোল্লা (৩৭)। বুধবার দুপুরে পিকআপটি জব্দ ও গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার দুপচাঁচিয়ার কাশিয়াকুড়ি গ্রামের ছাদেক আলীর ছেলে মিলন হোসেন তার ট্রাক্টরটি চালানোর জন্য আদমদীঘির ইসবপুর গ্রামের সাদ্দাম হোসেনকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত তিন বছর ধরে সাদ্দাম ওই ট্রাক্টর দিয়ে ইট ভাটায় ভাড়ার কাজ শেষে তার বাড়ির সামনে পাকা রাস্তার পার্শ্বে রাখতেন। সে অনুযায়ী গত রবিবার দুপুর ৩টায় ওইস্থানে ট্রাক্টরটি রেখে চলে যান। পরের দিন সোমবার রাত ৩টায় ঘটনাস্থলে এসে সাদ্দাম ট্রাক্টরটি দেখতে না পেয়ে মিলন হোসেনকে বিষয়টি জানান। ট্রাক্টর মালিক মিলন মঙ্গলবার থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে আদমদীঘি থানা পুলিশের একটি টিম বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর মান্দা উপজেলার দাউইল গ্রাম এবং গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, পিকআপে রাখা ট্রাক্টরের ইঞ্জিন এবং ট্রাক্টরের ইঞ্জিনের খন্ড খন্ড করে কিছু ভাঙা অংশ কয়েকটি ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়। এসময় চোরাই মালবহনকারি পিকআপটি জব্দসহ আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

17/10/2023

আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে দুই লাখ
টাকার মাছ নিধনের অভিযোগ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করে দুই লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় গোলাম রাব্বানীর মাছ চাষ করা পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় নিমাইদীঘিগ্রামের গোলাম রাব্বানী পল্টু তার ওষুধের দোকানের পাশে একই গ্রামের পলাশ নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক বিঘা জলাশয়ের একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। রবিবার দিবাগত রাতে ওই পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে।
সোমবার সকালে স্থানীয়রা পুকুরের মাছ মরে ভাসতে দেখে পল্টুকে খবর দেন। এতে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর শাখার কমিটি ঘোষণা 14/10/2023

সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর শাখার কমিটি ঘোষণা

বিস্তারিত পড়ুন নিচের লিংকে ক্লিক করে।

সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর শাখার কমিটি ঘোষণা  শেরপুর (বগুড়া) প্রতিনিধি :: সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) বগুড়ার শেরপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা ...

28/09/2023

আদমদীঘিতে জিপিএ-৫ পাওয়া দুই কৃতী শিক্ষার্থীকে এমপির সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত গ্রামের গরিব ও অসহায় পরিবার থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় প্রদান করেছেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামে কৃতী শিক্ষার্থী খাতিজা আক্তার ও শারমিন সুলতানাকে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুল সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম সাহিদ, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই লুলু ও ইউপি সদস্য মহসিন আলী প্রমুখ।

আলোচনা শেষে দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধণা ও সহায়তার ৪০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন অন্তাহার গ্রামের মৃত সাজুর মেয়ে শারমিন সুলতানা ও দিনমজুর খায়রুল ইসলামের মেয়ে খাতিজা আক্তার।

27/09/2023

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হোক আমাদের সবার জীবন, শান্তি বর্ষিত হোক আমাদের হৃদয়ে। AHMnews24

26/09/2023

চুমুর দৃশ্য নিয়ে আলোচনায় জয়া আহসান!

বিনোদন ডেস্ক :: দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান প্রায়শ: সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন। এক্ষেত্রে বেশির ভাগ সময়ই তিনি হট লুকের সাহসী ছবি পোস্ট করেন। আর আগুন ধরানো জয়া'র সেইসব ছবি নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। আসন্ন শারদীয় দুর্গোৎসব এবার জয়া আহসানের হতে যাচ্ছে। মুক্তি প্রতীক্ষিত জয়া অভিনীত এই ছবির নাম ‘দশম অবতার’। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেল জয়াকে। এই ছবিতে রহস্যময়ী এক চরিত্রে দুর্দান্ত দেখা গেলো জয়াকে। ব্যস, আবারও এই ছবি দিনভর আলোচনায় দুই বাংলার জনপ্রিয় এই তারকা।

গতকাল প্রকাশিত দশম অবতার ছবির ট্রেলারে দেখা গেলো - কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। একসঙ্গে মিশনে নামলেও তাদের মতের অনেক অমিল।

চলতি মাসেই এই ছবির চরিত্রের লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অন্য চরিত্রগুলোর ধরন প্রকাশ করলেও রহস্যে ঢাকা ছিল জয়ার চরিত্রটি। সেই রহস্য রয়ে গেলো ট্রেলারেও। দুই পুলিশ কর্মকর্তা যখন হন্যে হয়ে খুনিকে খুঁজছে, তখন জয়া এসে বলছেন, তিনি সিরিয়াল কিলারকে চেনেন। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারের একটি দৃশ্যে চুমু খেতে দেখা গেল অনির্বাণ ও জয়াকে। ছবিতে আরেকটি রহস্যময় চরিত্রে দেখা গেছে যিশু সেনগুপ্তকে।

ট্রেলারে যীশুর মুখে মুখে শোনা যায় - আমি এই পৃথিবীতে এসেছি কয়েক দিনের জন্য। কিছু জঞ্জাল সাফ করে আবার চলে যাবো। তার মুখে এমন সংলাপ শোনার পর অনেকেই ভাবছেন যীশুই বুঝি সিরিয়াল কিলার। তবে প্রকৃত কিলার কে ? কীইবা তার উদ্দেশ্য - এসব জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষে ওই দিন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। দশম অবতারের ট্রেলার প্রকাশের পর থেকেই জয়ার চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। অনেকে জয়ার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমন সমালোচনাও করছেন অনেকে। তবে প্রশংসাই বেশি হচ্ছে।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, দশম অবতার তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ ছবির মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত। এরপর এই ফ্র্যাঞ্চাইজির আরও দুটি ছবি বানাবেন বলেও নিশ্চিত করেছেন তিনি। আর এই ছবি দিয়ে পাঁচ বছর পর আবারও সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করলেন জয়া। ছবিটি নিয়ে দারুন আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি - দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার ছবি মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।

20/09/2023

মানুষের অভিশাপ হতে বেঁচে থাকুন। এই অভিশাপ আপনাকে ধ্বংস করে ফেলবে।
🤍

20/09/2023

সান্তাহার জংশন স্টেশনে অসুস্থ মানুষের সেবা করছেন গরিবের রাজা |

17/09/2023

তারুণ্যের রোড মার্চ | AHMnews24

15/09/2023

প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় এ বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

Want your business to be the top-listed Media Company in Bogura?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Bogra
Bogura
5861

Other Media/News Companies in Bogura (show all)
Rabiul media Rabiul media
বগুড়া
Bogura

সত্যের পথে চলি।

BBC BOGRA BBC BOGRA
Bogura, 5830

Like This Page & Join With Me,,,Thank You

Mir Alomgir Mir Alomgir
Bogura
Bogura, 5800

Video Journalist The Daily Karatoa.

Jihad khan media Jihad khan media
Bogura

আমার এই চ্যালেনে প্রতিদিন নতুন নতুন শ?

P B C News বাংলা P B C News বাংলা
Bogura, 5800

ABCBANGLANEWS24.COM Is the most read newspaper in Bangladesh. The online portal of ABCBANGLANEWS24.C

News Click News Click
Bogra
Bogura, 5840

সব সময় নিউজ পেতে আমাদের পেজটিকে ফলো করুন

Uttor Bongo News উত্তরবঙ্গ নিউজ Uttor Bongo News উত্তরবঙ্গ নিউজ
বাংলাদেশ ব্যাংকের সামনে, বগুড়া
Bogura, 5800

উত্তরবঙ্গসহ দেশ বিদেশের সর্বশেষ তাজা খবর জানতে পেজে লাইক দিন

Zbarta10 Zbarta10
Shajahanpur
Bogura

Shajahanpur, Bogura.

Bogra pichi boy Bogra pichi boy
Bogura
Bogura, 5800

Media News, Music video, Cartoon, funny video & Gameing.

Bogra-Post Bogra-Post
Bogra
Bogura, 5840

বগুড়া জেলার সকল নিউজ সবার আগে পেতে আমাদের পেজটিকে ফলো করুন

Quraner Dawyat Quraner Dawyat
B. R. T. C Shoping Complex, 3rd Floor, Station Road, Sathmatha
Bogura, 5800

Sarvices-Waz Recoding & Editing

Media issue Media issue
North Katnar Para , Hotumia Lean
Bogura, 5800

সম্পূর্ণ পৃথিবীর বিনোদন জগতের সকল আপডেট ভিডিও প্রকাশ করি। আমাদের সকল কনটেন্ট ইন্টারনেট থেকে সংরক্ষিত