Chandidwar High School
Chandidwar High School, Kasba, Brahmanbaria.
অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যাথে জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা অনুযায়ী শিখন ঘাটতি পূরণের জন্য গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে আগামী ২৬/০৬/২০২৪ইং তারিখ রোজ বুধবার হতে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রমসহ সকল কার্যক্রম চলমান থাকবে।অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীগণ উক্ত তারিখে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হ'ল।
প্রধান শিক্ষক
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী সমাবেশ -২০২৪
চন্ডীদ্বার উচ্চ বিদ্যালয়
কসবা, ব্রাহ্মণবাড়িয়া
তারিখ : ০৬/০৬/২০২৪ইং
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।
উক্ত সমাবেশে চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় পরপর তিন বার উপজেলা পর্যায়ে জাতীয়ভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অর্জন করায় অভিভাবকদের পক্ষ হইতে সম্মানিত সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যগণ এবং প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তারিখ : ০৬/০৬/২০২৪ইং
কুইজ প্রতিযোগিতা - ২০২৪
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি
জনাব এডভোকেট মোঃ আসাদুজ্জামান সরকার টিটো,
উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন-
জনাব মোঃ রবিউল্লাহ,শাখা ব্যবস্থাপক, মিউচুয়াল ট্রাস্ট ব্যংক লি. ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
নির্বাচনী তফসিল
ম্যানেজিং কমিটি নির্বাচন -২০২৪
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়।
িক্ষাবর্ষের_ক্লাস_রুটিন.....
শিক্ষা বৃত্তির আবেদন...
🌹🌹অভিনন্দন ও ফুলেল শুভেচছা 🌹🌹
আলহামদুলিল্লাহ,"জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪" উপজেলা পর্যায়ে বরাবরের মতো তৃতীয় বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় এবং ২য় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন স্যার।
আমাদের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারের প্রতি রইলো প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচছা।
একই সাথে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকমন্ডলি কে ও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা, শ্রেষ্ঠত্ব অর্জনে বিদ্যালয়ের পরিচালনা ও শিক্ষার ক্ষেত্রে আন্তরিক ভাবে ভূমিকা পালন করার জন্য।
শুভেচ্ছান্তে : অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী।
🌹🌹এসএসসি পরীক্ষার ফলাফল🌹🌹
আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই এবারও চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি-২০২৪ পরীক্ষায় উপজেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করেছে।বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও সকল শিক্ষকবৃন্দের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
জিপিএ ৫(A+) - ৩৮ + ০৩= ৪১
#জেনারেল_শাখা -
# # # মোট পরীক্ষার্থী - ১৯১ জন।
# # # মোট পাশ - ১৮৫ - জন।
# # # পাশের হার - ৯৬.৮৬ %
# # # জিপিএ ৫ (A+) - ৩৮ জন।
#কারীগরি_শাখা -
# # # মোট পরীক্ষার্থী - ৬৬ জন।
# # # মোট পাশ - ৫৯ জন।
# # # পাশের হার - ৮৯.৩৯ %
# # # জিপিএ ৫ (A+) - ৩ জন।
আজকের পাঠ, পাঠ্যসূচী অনুযায়ী শিক্ষার্থীদের ডিসপ্লে করার সময় কিছু স্থির
শ্রেণি- ৭ম
শাখা - শাপলা
বিষয় : শিল্প ও সংস্কৃতি
তারিখ : ০৭/০৫/২০২৪ইং
আজকের পাঠ, পাঠ্যসূচী অনুযায়ী শিক্ষার্থীদের ডিসপ্লে করার সময়....
শ্রেণি- ৭ম
শাখা - শাপলা
বিষয় : শিল্প ও সংস্কৃতি
তারিখ : ০৭/০৫/২০২৪খ্রি.
ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় সংগীত শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী উপমা দেবনাথ কে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও সকল সদস্যদের সহযোগিতায় চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চার বিকাশের লক্ষ্যে সংগীত শিক্ষক হিসেবে নিয়োগ করা হ'ল।
ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় সংগীত শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী উপমা দেবনাথ কে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও সকল সদস্যদের সহযোগিতায় চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চার বিকাশের লক্ষ্যে সংগীত শিক্ষক হিসেবে নিয়োগ করা হ'ল।
♥♥ আলহামদুলিল্লাহ ♥♥
✌️✌️শ্রেষ্ঠ প্রতিষ্ঠান : চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২,২০২৩ ও ২০২৪ইং।
কসবা উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়।
অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব এডভোকেট আসাদুজ্জামান সরকার টিটো, সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।সকলের নিরলস প্রচেষ্টার কারনেই বরাবরের মতো এবারও অত্র বিদ্যালয় শ্রেষ্ঠত্ব গৌরব অর্জন করেন।
প্রতিষ্ঠানটি যেন উত্তরোত্তর সাফল্য অর্জন ধরে রাখতে পারে সকলের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করছি।
🌹🌹আলহামদুলিল্লাহ🌹🌹
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ইং, কসবা উপজেলার
👉"শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক পর্যায়ে)
জনাব মোঃ আলাউদ্দিন
প্রধান শিক্ষক
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়
👉" শ্রেষ্ঠ প্রতিষ্ঠান "
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়
উল্লেখ থাকে যে,গত ২০২২,২০২৩ইং সালেও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আমাদের চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় এবং ২০২৩ইং সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ছিলেন আমাদের অহংকার
জনাব মোঃ আলাউদ্দিন স্যার।
স্যারের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 👈
আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ ও বিদ্যালয়ের অভিভাবক, সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন স্যারের প্রতি। স্যারসহ সকল শিক্ষক মন্ডলি এবং সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যসহ সকল শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক ইচ্ছা ও বিরল সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য অর্জনে সকলের দোয়া কামনা করছি।✌️✌️✌️
আলহামদুলিল্লাহ, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে বরাবরের মত সাংস্কৃতিতে কৃতিত্ব ধরে রেখে শ্রেষ্ঠত্ব অর্জন করেন #চন্ডিদ্বার_উচ্চ_বিদ্যালয় এর শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি রইলো অভিনন্দন ও শুভেচ্ছা।
"ক" বিভাগ
# উচ্চাঙ্গ নৃত্য : মিমন বনিক - ৬ষ্ঠ শ্রেণি - ১ ম স্থান।
"খ" বিভাগ
# নজরুল সংগীত : পায়েল বনিক - ৯ম শ্রেনি- ১ম স্থান
# দেশাত্মবোধক গান: প্রিতম সূত্রধর - ৯ম ভোক - ১ম স্থান।
# লোকসংগীত : প্রিতম সূত্রধর - ৯ম ভোক- ১ম স্থান।
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৮ এপ্রিল ২০২৪, রোজ: রবিবার সরকারি সিদ্ধান্ত মোতাবেক যথারীতি সকাল ১০:০০ ঘটিকা হতে ক্লাস চলবে। যথা সময়ে সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষক/কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
ছাত্র/ছাত্রীদের করণীয়:
১। প্রত্যেক ছাত্র/ছাত্রী ছাতা ব্যবহার করে স্কুলে আসার চেষ্টা করবে;
২। প্রত্যেক ছাত্র /ছাত্রী সাথে পানির বোতল নিয়ে আসবে;
৩। প্রত্যেক ছাত্র /ছাত্রী বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে;
৪। প্রত্যেক ছাত্র /ছাত্রী স্কুলের নিয়ম শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে চলবে;
৫। প্রত্যেক ছাত্র /ছাত্রী প্রয়োজন ছাড়া ক্লাসের বাহিরে যাওয়া যাবে না।
নির্দেশক্রমে,
মোঃ আলাউদ্দিন
প্রধান শিক্ষক
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়
কসবা,ব্রাহ্মণবাড়িয়া।
আগামী ২৮/০৪/২০২৪ইং তারিখ হতে স্কুল খোলা।অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি পাঠদান ও সকল কার্যক্রমে অংশগ্রহণের জন্য বলা হ'ল।
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত অধ্যয়নরত ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৪সালের এসএসসি পরীক্ষার্থীসহ সকলের অবগতি ও কার্যাথে জানানো যাচ্ছে যে, উপবৃত্তি প্রাপ্ত যে সকল শিক্ষার্থী *বিকাশ/রকেট*এর মাধ্যমে একাউন্ট করে উপবৃত্তি পাওয়ার জন্য একাউন্ট নাম্বার জমা দিয়েছিলে, ঐসকল শিক্ষার্থী আগামী২৫/৪/২০২৪ইং তারিখের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী পুর্বের বিকাশ/রকেট একাউন্ট করা সীমে একটি *নগদ*একাউন্ট ওপেন করে বিদ্যালয়ের অফিসে একাউন্ট খোলার তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হ'ল।সময়সীমা অতিক্রম করিলে বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কোনো দায়ী থাকবেনা।
(পুর্বে যাদের নগদ বা বিভিন্ন ব্যাংক হিসাবে উপবৃত্তির টাকা আসতো, তাহাদের জন্য এই নোটিশ প্রযোজ্য নয়)
বি.দ্র.তাহা ছাড়া পুর্বে অন্য কোন ভুল বা যে যেকোনো সমস্যা জনিত কারণে উপবৃত্তিভুক্ত টাকা উত্তোলন করা যায়নি, সে সকল উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজ পত্র ও মোবাইল নম্বর সহ এই সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ নাম্বার : 01720562558
প্রধান শিক্ষক
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৭/০৪/২০২৪ইং তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। ২৮/০৪/২০২৪ইং তারিখ থেকে শ্রেণি পাঠদান সহ বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে।
প্রধান শিক্ষক
♥♥-♥♥-পুতুল নাচ-♥♥-♥♥
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য এখন চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় ও চন্ডিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পুতুল নাচ পরিবেশন।
ধন্যবাদ এসএসসি ব্যাচ-২০১৬ কর্তৃক সুন্দর একটি পুতুল নাচের আয়োজন করার জন্য।
নাচে সার্বিক সহযোগিতায়:
রিংকু সরকার রবিন
নৃত্য শিল্পী
শিল্প কলা একাডেমি, কসবা।
💐💐🍁💐💐🍁💐💐🍁💐💐🍁💐💐🍁
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৬ ব্যাচ কর্তৃক আয়োজিত পূনর্মিলনী অনুষ্ঠান, অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-কর্মচারীদের নিয়ে এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ২০১৬ ব্যাচ শিক্ষার্থীদের বিদ্যালয় এবং শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
তোমাদের সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
💐💐🍁💐💐🍁💐💐🍁💐💐🍁💐💐🍁
চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৬ ব্যাচ কর্তৃক আয়োজিত পূনর্মিলনী অনুষ্ঠান, অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক পরিবারকে নিয়ে এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ২০১৬ ব্যাচ শিক্ষার্থীদের বিদ্যালয় এবং শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
তোমাদের সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
আলহামদুলিল্লাহ, বরাবরের মতো এবারও অত্র বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সকল ছাত্রদের নিয়ে ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের সহযোগিতায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পুরো স্কুল জুড়ে হোস্টেলের মতো পড়া অবস্থায় কিছু স্থির চিত্র।
তাদের কষ্টের বিনিময়ে ভালো ফলাফল অর্জন করতে পারে সেই জন্য সকলের প্রতি দোয়ার দরখাস্ত রইলো।
এছাড়াও ছাত্রীদের স্কুল কর্তৃক পড়ার রুটিন অনুযায়ী পড়াশোনার গতিশীল রাখতে শিক্ষকদের মাধ্যমে হোম ভিজিট চলমান রয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Website
Address
Brahmanbaria
3462
Birashar Head Office Complex
Brahmanbaria, 3400
Rampur, Kasba
Brahmanbaria, 3462
রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর, বিষ্ণাউড়ি, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
Court Road, Nabinagar
Brahmanbaria
Nabinagar Ichchhamoyee Pilot Girls High School
Brahmanbaria, 3420
Lower secondary education- First stage of secondary education building on primary education, typically with a more subject-oriented curriculum. Students are generally around 12-15 ...
Chhatura Sharif, Akhaura
Brahmanbaria, 3452
This is the online school for Chhatura Chandpur School and collge students.
Arqambaag, West Medda (Opposite Of Police Line)
Brahmanbaria, 3400
The Pioneer of Islamic Education (Qawmi Stream) in Brahmanbaria, Bangladesh. Currently this page is
গ্রামঃ কাইতলা, উপজেলাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
Brahmanbaria
বর্ণনাঃ মাধ্যমিক বিদ্যালয় । জেএসসি ?
Brahmanbaria
Brahmanbaria, 3400
জ্ঞান, শৃঙ্খলা, সেচ্ছাসেবী 🤍 🖤 🤍