S M Internet Network
BTRC অনুমোদিত প্রতিষ্ঠান S M Internet Network। আমরা দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকি।
S.M Internet Network এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার প্রস্তুত ছুটে চলবে আগামীকাল তাদের আপন গন্তব্য। 😊😊
ISPAB নির্বাচনে চাঁদপুর থেকে
S.M Internet Network এর অংশগ্রহন এবং স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করায় আমরা আনন্দিত।
পবিত্র মাহে রমজান-2024 উপলক্ষে
এস.এম.ইন্টারনেট নেটওয়ার্ক পরিবারের পক্ষ থেকে ৫০ টি পরিবারের মধ্যে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রি।
এ সামান্য আয়োজনে প্রতিটি পরিবারের জন্য পেকেজে যা যা থাকছে------
১/ চাল ৫,১০,২০ কেজি।
২/ সয়াবিন তেল ১কেজি।
৩/ ভেসন- ১কেজি।
৪/ চিড়া- ১কেজি।
৫/ চিনি- ১কেজি।
৬/ মুড়ি- ১কেজি।
৭/ খেজুর- ০.৫ কেজি।
৮/ ছনাবুট- ১ কেজি।
আলহামদুলিল্লাহ,
ISPAB এর চুড়ান্ত ভোটার তালিকায় চাদঁপুর জেলায় এস এম ইন্টারনেট সহ ৪টি প্রতিস্ঠান স্থান লাভ করায় আমরা আনন্দিত। আপনাদের সহযোগিতায় ই আমাদের এই অর্জন। এস এম ইন্টারনেট নেটওয়ার্ক এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
সাবধান!
ইন্টারনেট ব্যাবসায়িরা।
২৪তম SATRC সম্মেলন
অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান
অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে বিদেশ যাওয়ার আকর্ষণীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হবেন না । মানব পাচারকারী হতে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন। বিদেশে গমনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদিত সংস্থার মাধ্যমে তথ্য সমূহ যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করুন।
অবৈধ নেটওয়ার্ক রিপিটার/বুস্টার এবং ওয়াকিটকি এর বিরুদ্ধে বিটিআরসির নিয়মিত অভিযান পরিচালনা।
ঢাকা, ০৮ আগস্ট, ২০২৩ মঙ্গলবার ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম ও পল্টন মডেল থানার যৌথ অভিযানে ০৮/০৮/২০২৩ ইং তারিখে রাজধানীর পল্টন এবং তার আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন নেটওয়ার্ক রিপিটার/বুস্টার এবং ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
উক্ত অভিযানে ০২টি ওয়াকিটকি, ১০টি রিপিটার/বুস্টার, ২৮টি আউটডোর এন্টেনা, ১৬ টি ইনডোর এন্টেনা এবং ১ লট ক্যাবল জব্দ করা হয়।
অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসি'র অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় কঠোর পদক্ষেপ গৃহীত হবে।
চাদঁপুর জেলার বৃহত্তর ইন্টারনেট কম্পানিতে চাকরির সুযোগ থাকছে আপনার জন্য, আজই লুপে নিন এই সুযোগ।
S.M Internet Network কম্পানিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য ৫ জন লোক/স্টাফ প্রয়োজন।
বাড়িতে বেকার বসে না থেকে আজই যোগ দিন আপনার নিকটস্ত ও বিশ্বস্ত কম্পানিতে।
দক্ষতা থাকলে মূল্যায়িত হবেন তাই দক্ষতা নেওয়াই হোক আপনার উদ্দেশ্য।
যোগাযোগ- 01883452030.
বেতন - আলোচনা সাপেক্ষে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭দিন ব্যাপী বিশেষ অফারে ইন্টারনেট সংযোগের দেওয়া হচ্ছে। যোগাযোগ করুন 01818-20-11-62
🕌সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,...ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ.... সবাইকে ঈদ মোবারক।
➤পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন
➤রমজান জুড়ে নতুন সংযোগে পাঁচ প্রকারের আকর্ষনীয় উপহার জিতুন।
☞এস.এম ইন্টারনেট নেটওয়ার্ক এর এ স্লোগানে স্লোগানে মানুষের মন জিতে হচ্ছে নতুন লাইন, গ্রাহক পাচ্ছে উপহার।
✔অভিনন্দন এস.এম ইন্টারনেট পরিবারের সাথে যুক্ত হবার জন্য।
⇨আজই রমজান জুড়ে নতুন লাইন নিন উপহার জিতুন।
✆যোগাযোগ- 01883452030,01818201162.
অনেক রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
ওয়াইফাই দিয়ে কতজন ব্যবহার করতে পারবে?
আপনার জানা দরকার, 250 MBPS মানে কিন্তু ব্যান্ডউইথ না। ওটা মানে হচ্ছে আপনার ব্রডব্যান্ড কোম্পানি যদি আপনি এত ডাটা দেয় পার সেকেন্ড, আপনার রাউটার সেটা ডেলিভার করতে পারবে। কিন্তু আপনি যদি 2MBPS ব্যান্ডউইথ কিনেন তাহলে পার সেকেন্ড আপনি ২এমবি ডাউনলোড করতে পারবেন ওয়াইফাই দিয়ে। তো আপনি সিদ্ধান্ত নিবেন আপনার কত স্পিড দরকার। ১০জনও চালাতে পারেন, এতে আপনার ২এমবি ১০ভাগ হয়ে যাবে। ১ এমবি চালালে ১০০কেবি প্রত্যেকে পাবেন যদি একই সাথে কানেকশান থাকেন, মানে একইসাথে ব্যবহার করলে। তখন সবার ব্রাউজার বাফার করতে থাকবে, মানে কিছু দেখতে চাইলে মাঝখানে বারবার আটকে পড়ে লোড হচ্ছা দেখাবে।
ইউজার কম হওয়া উচিত...
রমজানুল মোবারক, মাহে রমজানে এস এম ইন্টারনেট নেটওয়ার্ক দিচ্ছে নতুন সংযোগে ৫ প্রকারের আকর্ষনীয় উপহার তাই আজই আপনার সংযোগের জন্য যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৮১৮২০১১৬২, ০১৮৮৩৪৫২০৩০
ওয়েবসাইটঃ www.sminternetnetwork.com
ফেইজঃ S M Internet Network
ইমেইলঃ [email protected]
ফেব্রুয়ারী-২০২৩ইং এর ড্র অনুষ্ঠানের তৃতীয় পুরষ্কার বিজয়ী মো:হযরত আলী বকাউলের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন SM Internet Network এর বিশ্বস্ত হাত মো:তন্ময় আহমেদ সুজন এবং অতিথী মো: আনোয়ার বকাউল।
৩য় পুরষ্কার ১মাস ইন্টারনেট বিল ফ্রি।
আপনিও Apps এ বিল পে করে হতে পারেন আগামিদিনের বিজয়ী।
ফেব্রুয়ারী -২০২৩ এর ড্র অনুষ্ঠানের দ্বিতীয় পুরষ্কার বিজয়ী জনাব মো:সিদ্দিক গাজী আঙ্কেলের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন SM Internet network এর আমন্ত্রিত অতিথি মো:আরিফ তালুকদার।
২য় পুরষ্কার ২মাস ইন্টারনেট বিল ফ্রি।
আপনিও Apps এ বিল পে করে হতে পারেন আগামিদিনের বিজয়ী।
জানুয়ারি -২০২৩ ইং
২য় পুরুষ্কার বিজয়ী মো:টিপু সুলতান এর হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন-
মো: মহিন উদ্দিন এবং মো:দেলোয়ার হোসেন।
২য় পুরষ্কার ২মাস ইন্টারনেট বিল ফ্রি।
আপনিও Apps এ বিল পে করে হতে পারেন আগামিদিনের বিজয়ী।
#ইন্টারনেটের_জনক_কে?
ইন্টারনেট(Internet) কোন ব্যক্তি একা আবিষ্কার করতে পারেনি।
১৯৬০এর দশকে আমেরিকান সামরিক বাহিনীর গবেষণা সংস্থা “অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি” প্রথমে কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করে, যা তখন আর্পানেট নামে পরিচিত ছিল।
১৯৮৯ সালের পরের দিকে একটি আইএসপি দ্বারা উন্মুক্ত করে দেয়া হয় এবং পশ্চিমা বিশ্বে তখন ব্যাপক ব্যবহার শুরু হয় ইন্টারনেটের ।
শুরুর দিকে ইন্টারনেটের ব্যবহার সারাবিশ্বে ছড়িয়ে পড়তে পারেনি।
#ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ
১৪২টি দেশের মোবাইল ইন্টারনেট গতি হিসাব করে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালাইসিস কোম্পানি ওকলার।
তাদের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১৩ দশমিক ৯৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৯ দশমিক ২০ এমবিপিএস। ব্রডব্যান্ডে ডাউনলোড স্পিড ৩৪ দশমিক ৮৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস।
#রাউটার ক্রয় করার সময় যা মাথায় রাখবেন?
সিঙ্গেল, ডুয়েল এবং ট্রাই ব্যান্ড রাউটার হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে যে কয়েকটি ব্যান্ড থাকে রাউটারে ওই সংখ্যক নেটওয়ার্ক পাওয়া যাবে। সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর ব্যবহার বেশি। এতে ২.৪ গিগাহার্টজের একটি নেটওয়ার্ক থাকে। ডুয়েল ব্যান্ডে ২.৪ গিগাহার্টজের পাশাপাশি ৫ গিগাহার্টজের আরও একটি নেটওয়ার্ক থাকে। ৫ গিগাহার্টজের নেটওয়ার্ক উচ্চগতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। কিন্তু এই উচ্চগতির কারণেই দেয়াল বা বড় কিছু অতিক্রম করে সিগন্যাল পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়।
ট্রাই-ব্যান্ডের রাউটারে একটি ২.৪ গিগাহার্টজের এবং দুটি ৫ গিগাহার্টজের নেটওয়ার্ক থাকে। একাধিক নেটওয়ার্ক থাকার উদ্দেশ্য হলো উচ্চগতির যন্ত্র এবং তুলনামূলক কম গতির যন্ত্রগুলো যেন কোনো ধরনের সমস্যা ছাড়া তথ্য আদান-প্রদান করতে পারে।
আপনি যদি ওয়্যারলেস নেটওয়ার্কের গতি নিয়ে ভাবনায় থাকেন এবং একই সঙ্গে রাউটার থেকে ১০টির বেশি যন্ত্রে ব্যবহার করতে চান, তবেই কেবল ট্রাই-ব্যান্ড রাউটার কিনতে পারেন। বাসা বা ছোট অফিসের সাধারণ কাজে ব্যবহারের জন্য ২.৪ গিগাহার্টজের রাউটারই যথেষ্ট।
আসুন, সবাই মিলে সাইবার অপরাধ রোধ করি..
ডিজিটাল অপরাধ বিষয়ে ডিএমপি ডিবি’র পেইজ:https://www.facebook.com/cybercrimedb ও নাম্বার-০১৩২০০৪৬২২১-২২,-২৪০১৩২০০৪৬২৩৪-৩৬ এ অভিযোগ জানাতে পারবেন-ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Bakra, Master Bazar, Matlab South
Chandpur
3600
Opening Hours
Monday | 09:30 - 21:00 |
Tuesday | 09:30 - 21:00 |
Wednesday | 09:30 - 21:00 |
Thursday | 09:30 - 21:00 |
Friday | 09:30 - 21:00 |
Saturday | 09:30 - 21:00 |
Sunday | 09:30 - 21:00 |