Blood Bank Chittagong

রক্তদান মানি
মানবতার বন্ধন

18/05/2023

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন।
হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের একটি কবর দেখে।মুখ থেকে বেরিয়ে গেলো_

"আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর"
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের দখলে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো।

প্রায় ২০/৩০ বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলো।

আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি।অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।

আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।

#আমিনা

09/11/2021

পিরি’য়ড চলাকালীন সময়ে নিচের চারটি কাজ অবশ্যই ব’র্জন করুন ? ( লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে )

১। পি’রিয়ড চলা’কালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।

২। এইসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ পি’রিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে।শ্যাম্পু ব্যবহার এসময় অত্যন্ত ঝুঁ’কিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথাব্যথার কারণ হতে পারে।

৩। এইসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকারস পি’রিয়ডের রক্ত’কে জ’রায়ু প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৪। এছাড়াও লক্ষ্য রাখবেন, পি’রিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জ’রায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘা’তেই মা/ qরা’ত্মক ক্ষ’তিগ্রস্থ হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জ’রায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।

গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জ’মাট বাঁধতে পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জ’রায়ু টিউ’মার বা ক্যা’ন্সারের আকার ধারণ করতে পারে। তাই কুসুম কুসুম গরম জল খাবেন।

দয়াকরে এই তথ্যটুকু আপনার স্ত্রী, , বোন, কন্যা সকলের কাছে পৌঁছে দিন যেকোন কিংবা কারো মাধ্যমে। আপনার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয় সেটাও পরম পাওয়া।

30/03/2021

চট্টগ্রামের বি পজেটিভ রক্তদাতা এগিয়ে আসুন🗣️
💁রোগীর সমস্যা:- ডায়ালাইসিস রোগী
🔴রক্তের গ্রুপ:- বি পজেটিভ
💉রক্তের পরিমাণ:- ১ব্যাগ
📆রক্তদানের তারিখ:- ৩০/০৩/২০২১
⌚রক্তদানের সময়:-যত তারাতাড়ি, ডোনার মিসিং
🏥রক্তদানের স্থান:- আগ্রাবাদ মা ও শিশু হসপিটাল
☎যোগাযোগ:-+8801936992318
👬রেফারেন্স:- Mohammad Emon

19/02/2021

“56 girls died because of using whisper, stayfree, ETC."

Don't used one single pad for the whole day. The chemical used in Ultra Napkins which converts liquid into gel, it causes cancer in bladder & uterus.

So please try to use cotton made pads and if you are using ultra pads. Please change that with in 5 hours, per day, at least.

If the time is prolonged the blood becomes green & the fungus formed gets inside the uterus & body.

Please don't feel shy to forward this message to all girls and even boys so that they can share with their wives and friends, whom they care.

Awareness is important.
Stay safe, healthy and blessed.

05/02/2021

রক্তদান করা যে কি আনন্দের,আপনি না করলে বুঝতে পারবেন না।❤️🥀
BLOOD BANK CHITTAGONG

Photos from Blood Bank Chittagong's post 24/01/2021

#আলহামদুলিল্লাহ💉💝

প্রিয় বোন Taz Nin আপুর ১ম বারের মত বি+ লাল ভালোবাসা দান 💉❤️🥀

BLOOD BANK CHITTAGONG
এর পক্ষ থেকে প্রিয় বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা 🖤🥀

12/12/2020

সুখবর! সুখবর! সুখবর!

কাট্টলী বাসীর জন্য সুখবর। BLOOD BANK CHITTAGONG পরিবার আসছে আপনাদের এলাকায়।

মহান বিজয় দিবস
উপলক্ষে 🇧🇩

কাট্টলী ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে- BLOOD BANK CHITTAGONG পরিবারের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী নিয়ে আমরা আসছি কাট্টলী বাসীর কাছে।

বর্তমানে নিজের রক্তের গ্রুপ যেনে রাখা খুবই জরুরী, তাই যারা নিজেদের রক্তের গ্রুপ জানেন না বিনামূল্যে মূল্যবান রক্তের গ্রুপ জেনে নিতে চলে আসুন কাট্টলী ব্লাড ডোনার্স ক্লাব এর ফ্রী রক্ত পরীক্ষার কর্মসূচিতে।

আয়োজনেঃকাট্টলী ব্লাড ডোনার্স ক্লাব
একটি সেচ্ছাসেবী সংগঠন।

সহযোগীতায়ঃ BLOOD BANK CHITTAGONG
একটি সেচ্ছাসেবী সংগঠন।

স্থানঃ কাট্টলী কমিউনিটি সেন্টার মোড়

তারিখঃ১৬-১২-২০ ইং
সকাল ১০ টা থেকে।
সার্বিক যোগাযোগ +8801833291717

03/09/2020

প্রতিটি পরিবার থেকে,,,রক্তদাতা গড়ে উঠুক।
শতভাগ রক্তের চাহিদা পূরন হোক☺☺

BLOOD BANK CHITTAGONG 🌺❤

18/08/2020

ব্লাড দিয়েছে ভালকথা,ফেসবুকে ছবি দিয়ে লোক দেখানো হচ্ছে কেন?

এই লোক দেখানো কাজটা দেখেই অনেকেই রক্তদানে উৎসাহিত হবে। লোক দেখানো থেকে না হয় শুরু হোক রক্তদান! চলুন গর্বের সাথে সবাই নিয়মিত এই লোক দেখানো কাজটা করি। লোক দেখানো কাজটা থেকেই যদি বেঁচে যেতে পারে একটি প্রাণ,তাহলে লোক দেখানো কাজটিই ভালো..

যদি প্রশ্ন করি আচ্ছা আপনি প্রতিনিয়ত খাওয়ার ছবি, ঘুরার ছবি ফেসবুকে আপলোড দিচ্ছেন কেন! এগুলার কাজ কি, কি লাভ হয় এর মাধ্যমে।সে উত্তর দেওয়ার কেউ নেই। রক্তদাতার ছবি নিয়েই যতো চুলকানি।

আমার রক্তে বাঁচুক প্রাণ💝নিরাপদ হোক রক্তদান💗
𝙂𝙞𝙫𝙚 𝘽𝙡𝙤𝙤𝙙 𝙎𝙖𝙫𝙚 𝙇𝙞𝙛𝙚💉❤

16/08/2020

বোনদের দৃষ্টি আকর্ষণ করছি,,,,

১) পিরিয়ড চলাকালীন এবং কমপ্লিট হবার ৭ দিনের মধ্যে রক্তদান করা যাবে না।

২) সন্তান গর্ভে থাকা অবস্থায় রক্তদান করা যাবে না।

৩) সন্তানের বয়স ২ বছর হওয়ার অাগ পর্যন্ত রক্তদান করা যাবে না।

৪) ছেলেদের তুলনায় মেয়েদের হিমোগ্লোবিন কম থাকে ; সুতরাং প্রতিবার মহিলাদের উচিত হিমোগ্লোবিন টেষ্ট করে রক্তদান করা। হিমোগ্লোবিন ১২.০০ এর নিচে হলে রক্তদান করা যাবে না।

৫) ডায়বেটিস এবং হাই প্রেসার / লো প্রেসার যাদের অাছে রক্তদান করা যাবে না। ড

৬) অতিরিক্ত এলার্জি যাদের অাছে উনারা রক্তদান করতে পারবেন না।

৭) অনিয়মিত পিরিয়ড হলে ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তদান করা উচিৎ।

---
বিঃদ্রঃ বোনদের অনুরোধ - স্বেচ্ছায় রক্তদান নিঃসন্দেহে মহৎ কাজ। তাই, অাপনারা অন্তত নিয়ম মেনে রক্তদান করুন। এতে নিজেরই ভালো হবে + যে রোগীকে দিচ্ছেন - উনার ও উপকার হবে 😊

জনসার্থে :- 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐁𝐚𝐧𝐤 𝐂𝐡𝐢𝐭𝐭𝐚𝐠𝐨𝐧𝐠(𝐁𝐁𝐂)

08/08/2020

ভালোবাসার পরিবার ❤❤❤❤❤
কৃতজ্ঞতা ও ভালোবাসা❤❤
✌✌✌

Photos from Blood Bank Chittagong's post 07/08/2020

BLOOD BANK CHITTAGONG পরিবারের এডমিন Md Iftakharul Islam Masum, সাক্ষাৎকার দিলেন #চ্যানেল_24
সাংবাদিক ভাইয়া বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন,
যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছে আমাদের এডমিন, আপনারা চ্যানেল 24 এর পর্দায় চোখ রাখলে, দেখতে পাবেন
ইনশাআল্লাহ❤❤❤

13/07/2020

একজন ১৮ বছর সম্পূর্ণ এবং ৫০কেজি ওজনের মানুষের জন্যঃ
______________________________________________________

আপনি কি জানেন আপনার শরীরে রয়েছে
প্রয়োজনের তুলনায় ১৩০০ মিলি অতিরিক্ত রক্ত ???
আর এই অবশিষ্ট ১৩০০ মিলি রক্ত থেকে মাত্র ৪৫০
মিলি রক্ত বাঁচাতে পারে একটি মানুষের জীবন এবং
একটি পরিবারের মুখে হাসি ফোঁটতে।

১৩০০-৪৫০ = ৮৫০ মিলি রক্ত অবশিষ্ট রয়ে যায় আপনার শরীরে, সুতরাং রক্তদান করলে শরীরের রক্ত
কমে যাবে বা দুর্বল হয়ে যাবেন এসব ভ্রান্ত ধারণা গুলো পরিবর্তন করুন।

রক্তদানে আপনার কোন ক্ষতি হচ্ছে না, বরং আপনার
রক্তদানে হার্ট এ্যটাকের ঝুঁকিও কমে যাচ্ছে,
পাশাপাশি আপনি সুস্থ আছেন কি না বিনামূল্যে যাচাই
করে নিতে পারছেন ...
সুস্থ আছেন কিনা নিশ্চিত করুণ
চারমাস পরপর রক্তদান করুণ

আসুন,
স্বেচ্ছায় রক্তদান করি
অন্যদের উৎসাহিত করি ....

Photos from Blood Bank Chittagong's post 24/05/2020

ঈদ মোবারক

26/02/2020

"প্রতিবার রক্ত দিতে গিয়ে-একজন রক্তদাতা,
বিনা খরচে যাচাই করতে পারে-সার্বিক সুস্থতা”

#সুস্থ_থাকলে_করুন_রক্তদান,
#হার্ট_এ্যাটাকের_ঝুকি_কমান”

💜আলহামদুলিল্লাহ 💜

প্রিয় কলিজার সাহেদ ভাইয়া ১২তম ও+ পজিটিভ লাল ভালোবাসা দান করলেন😍
দোয়া ও ভালোবাসা রইলো তোর জন্য ভাইয়া❤❤❤

#শুভ কামনা ভাইয়া♥

তোর দানকৃত এক ব্যাগ রক্তে একটি মানুষের উপকার হবে এবং একটি পরিবারের মুখে হাসি ফোঁটবে😊

#বিঃদ্রঃ কাউকে শো অফ করার জন্য এই পোষ্টটি নয় ; রক্তদান এর মতো মহৎ কাজে যেন সকলেই এগিয়ে অাসে - এজন্য এই পোষ্টটি করা।

#হ্যাপি_ব্লাড_ডোনেটিং ♥

প্রিয় ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন❤❤❤❤❤❤

26/02/2020

"প্রতিবার রক্ত দিতে গিয়ে-একজন রক্তদাতা,
বিনা খরচে যাচাই করতে পারে-সার্বিক সুস্থতা”

#সুস্থ_থাকলে_করুন_রক্তদান,
#হার্ট_এ্যাটাকের_ঝুকি_কমান”

💜আলহামদুলিল্লাহ💜

❤❤❤((শুভাকাঙ্ক্ষী সদস্য))❤❤❤

প্রিয় বোন Bk Nishe অভিষেক বি+ পজিটিভ লাল ভালোবাসা দান করলেন

Blood Bank Chittagong (BBC) পরিবারের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো তোর জন্য ❤❤❤

#শুভ_কামনা_রইলো_বন্ধু♥

তোর দানকৃত এক ব্যাগ রক্তে একটি মানুষের উপকার হবে এবং একটি পরিবারের মুখে হাসি ফোঁটবে। 😊

#বিঃদ্রঃ কাউকে শো অফ করার জন্য এই পোষ্টটি নয় ; রক্তদান এর মতো মহৎ কাজে যেন সকলেই এগিয়ে অাসে - এজন্য এই পোষ্টটি করা।

#হ্যাপি_ব্লাড_ডোনেটিং ♥

প্রিয় বোন রক্ত দেওয়ার আগেও, আমাকে কল দিয়েছিল,, ভালোবাসা অবিরাম বোন❤❤❤

প্রিয় বোনের জন্য সবাই দোয়া করবেন❤❤❤❤❤❤

09/02/2020

মানবতার সেবায় এগিয়ে আসুন

💁রোগীর সমস্যা:- ক্যান্সারের রোগী
🔴রক্তের গ্রুপ:- AB + পজিটিভ
💉রক্তের পরিমাণ:- ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ:- ৯/০২/২০
⌚রক্তদানের সময়:- ডোনার যখন পায় তখন নিবে
🏥রক্তদানের স্থান:- চট্টগ্রাম মেডিকেল
☎যোগাযোগ:-+8801888650241রোগীর ভাগিনা
👬রেফারেন্স :zoxemon khan

Photos from Blood Bank Chittagong's post 05/02/2020

আলহামদুলিল্লাহ, ❤❤❤

মোঃ আব্দুস ছমদ ভাইয়ের ১ম এ+ রক্তদান

05/02/2020

#সচেতনমূলক পোস্ট

লজ্জা নয় জানতে হবে।
ইসলাম কি বলে চলুন শুনি।
তরুণ প্রজন্মের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

বিয়ের আগে না জানার কারণে,ছেলে/মেয়ে এক বদ
অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/ কলেজগুলোতে
সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে।
তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে /
মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে
calculation করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত
ছেলেদের মধ্য হতে ৮৫% আর মেয়েদের মধ্য হতে ৬৫%
এই বদ অভ্যাসে জড়িত।
যেটাকে আরবীতে বলা হয় নিকাহ বিল ইয়াদী
অর্থাৎ( হাতের সাথে বিবাহ করা) ইংরেজীতে বলা
হয় Ma********on আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন।
যেটাকে নবীজি (সাঃ) হারাম বলেছেন। আর এই
কাজের শাস্তি অত্যন্ত ভয়ানক এটা করার কারণে,
কিয়ামতের দিন আঙ্গুলের পেটগুলো থেকে বাচ্চা
অর্ধেক বের হয়ে থাকবে। বাকিটা ফেরেশতারা টেনে
বের করবেন।
অন্য আরেক জাগায় বলা হয়, এটা করার কারণে যে
sparm বাহির হয়, কোন কোন ডাক্তার বলে থাকেন,
একবারের sparm এ ২০লক্ষ শুক্রাণু থাকে। সেই
শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাণুতে গিয়ে বাচ্চার
জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তায়ালা
কিয়ামতের দিন বলবেন যে, এই শুক্রাণুগুলোর জীবন
দাও!
যখন দিতে পারবে না। তখন তাকে কঠিন শাস্তি
দেওয়া হবে।
এটা তো গেল মৃত্যুর পরের কথা। কিন্তু যদি কেউ এটা
ছাড়তে না পারে, তাহলে তাকে দুনিয়াতে অনেক
পস্তাতে হবে।
এটা করার কারণে ছেলেরা যেই সমস্যার সম্মুখীন
হবে, সেটা হল
বিয়ে করতে পারবে না।
বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না।
sparm এ যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে। যার
ফলে সন্তানের বাবা হতে পারবে না।
panis অস্বাভাবিক মোটা/চিকন হয়ে যাবে।
panis আর দাঁড়াবে না।
sparm একেবারে পাতলা হয়ে যাবে। যার ফলে
প্রস্রাব করতে গেলে আগে/পরে sparm বের হবে।
panis লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেও প্রস্রাব
বেরিয়ে আসবে।
আর অতিরিক্ত করার কারণে, সর্বশেষ যেটা হবে,
প্রস্রাব করতে গেলে আর প্রস্রাব আসবে না বরং রক্ত
বের হবে।
মেয়েরা যেই সমস্যার সম্মুখীন হবে
বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে, বিয়ের আগে
কোন পুরুষের সাথে রাত কাটিয়েছে। কেননা এর
দ্বারা virgin নষ্ট হয়ে যায়।
period অস্বাভাবিক হয়ে যাবে।
বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
g***s পথ লুজ হয়ে যাবে। যার ফলে স্বামীকে তৃপ্ত
করতে পারবে না।
আর ছেলে/মেয়ে উভয়ের যেই সমস্যাগুলা হবে
হাটু,হাত,পায়ের গিড়ায় গিড়ায় ব্যথা করবে।
মাথা, কোমড়ে ব্যথা করবে।
অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে।
হাটুতে ভর করে দাঁড়াতে কষ্ট হবে।
চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
রক্ত উৎপাদনের যেই মেশিন রয়েছে তা দূর্বল হয়ে
যাবে। ফলে রক্ত উৎপাদন কমে যাবে।
কিডনি দূর্বল হয়ে যাবে, ফলে প্রস্রাবে সমস্যা হবে
মোট কথা শরীরের প্রত্যেকটা অঙ্গ দূর্বল হয়ে
যাবে।
Absence of s*x power (যৌন দূর্বলতা)এই রোগে ভুগতে
হবে।
এই গুনাহ থেকে বাঁচার উপায়ঃ-
কোন পর্ণগ্রাফি/ব্লুফিল্ম না দেখা।
সবসময় নিজেকে কোন না কাজে ব্যস্ত রাখা।
একা এক রুমে না থাকা।
কোন খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া।
সবসময় অজু অবস্থায় থাকা।
খারাপ কোন চিন্তা আসলে সাথে সাথে
ইস্তেগফার পড়া।
টয়লেটে বেশীক্ষণ না থাকা।
যখন বেশী উত্তেজনা সৃষ্টি হয়, দু'রাকাত নামাজ
পড়ে আল্লাহর কাছে দোয়া করা।
আর যারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য উচিত
ডাক্তারের শরণাপন্ন হওয়া।
বিঃদ্রঃ-আমার ভাই/বোনেরা এর ক্ষতি থেকে বেঁচে যায় এটার জন্য সবার কাছে বিশেষভাবে দোয়া চাই।
আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে
এই গুনাহ থেকে হেফাজত করেন। আমিন
আমি সবাইকে অনুরোধ করবো যেন এটা শেয়ার করে
অন্যদের পড়ার সুযোগ করে দেয়।
Collected
#জনসচেতনায় BLOOD BANK CHITTAGONG

Photos from Blood Bank Chittagong's post 04/02/2020

#রক্ত দানে নাহি ভয়
#মানবতার করবো জয়

#আলহামদুলিল্লাহ
মানবতার ফেরিওয়ালা

প্রিয় বোন সায়মা সুলতানা ২য় তম এ পজেটিভ
লাল ভালোবাসা সম্পন্ন 😍

ব্লাড ব্যাংক চিটাগং
BANK CHITTAGONG পরিবারের পক্ষ থেকে প্রিয় আপুর জন্য রইল রক্তিম শুভেচ্ছা ও শুভ কামনা।
োক_মানবতার,
#রক্তদানে_উৎসাহিত_হোক_সবাই।

বিঃদ্রঃ লোক দেখানোর জন্য ছবি দেওয়া হয়নি, রক্তদানে যেন সবাই সচেতন হয় এই জন্য পোষ্ট।

04/02/2020

থ্যালাসেমিয়া রোগীদের জন্য সহজে
রক্তের ব্যবস্থা করার উপায়ঃ

১ জন থ্যালাসেমিয়া রোগীর প্রতিমাসে রক্তের প্রয়োজন হয়। প্রতি মাসে নতুন রক্তদাতার মাধ্যমে রক্ত ব্যবস্থা করাটা কষ্ট।
-
-
ধরে নিন, রক্তের গ্রুপ (এ+)/(ও+)বা (এবি-)
সমাধান কি???
-
-
-
এক্ষেত্রে চারজন কনর্ফাম ডোনার অবশ্যই প্রয়োজন। থ্যালাসেমিয়া রোগীকে (ক)ডোনেট করলেন জানুয়ারিতে, (খ)দিবেন ফেব্রুয়ারিতে,(গ) দিবেন মার্চে এবং (ঘ)দিবেন এপ্রিল মাসে । এরপর মে মাসে (ক) অাবার রক্ত দিতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে চলবে। তাহলে থ্যালাসেমিয়া রোগীদের নতুন করে রক্তদাতা খুঁজতে হবে না :)

বাস্তব প্রেক্ষাপট :
প্রতি মাসে পর্যায়ক্রমে তারা রক্তদান করছে।
বাচ্চার মা বাবাকে নতুন রক্তদাতা খুঁজতে হচ্ছে না।

অনেক থ্যালাসেমিয়া রোগীর মাসে ২ ব্যাগ রক্ত প্রয়োজন। এক্ষেত্রে ৪★২ = ৮ জন রক্তদাতা ফিক্সড করলেই ব্লাডের প্রয়োজনে খুঁজে নিতে কষ্ট হবে না।

শুভ হোক রক্তদান ♥

Photos from Blood Bank Chittagong's post 04/02/2020

সিলেটের মাটিতে শুটিং চলাকালীন সময়ে জনপ্রিয় #অভিনেত্রী #মৌসুমী_হামিদ আপুর ২য় রক্তদান।।

এই যে আপু আপনাকে বলছি?আপনিও এগিয়ে আসুন রক্তদানে৷

#রক্তদিন জীবন বাচান

04/02/2020

আলহামদুলিল্লাহ্‌♥

প্রিয় বড় ভাইয়ের ৪তম AB+ পজেটিভ লাল ভালোবাসা দান♥

আপনি সাহসী,আপনি করেছেন এক মহান দান।
যে দানে বেঁচে গিয়েছে একটি প্রাণ।

রক্তদান করে বিশ্ব জয় হয়তো করা যায় না, কিন্তু মানবতার পরিচয় মেলে। আজ ভাইকে রক্ত দিতে বলতে শত বস্ততার মাঝেও নিজের মূল্যবান সময় ব্যয় করে রক্তদান করলেন এক মুমূর্ষু রোগীকে..

অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো ভাইয়ার জন্য।।

BLOOD BANK CHITTAGONG এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ♥

Photos from Blood Bank Chittagong's post 03/02/2020

আলহামদুলিল্লাহ
আমার কলিজার ২ ভাই এক সাথে একি টাইমে ক্যান্সার রোগীর জন্য ব্লাড দিলো

সামির ও পজিটিভ ১১ তম
আনোয়ার ও পজিটিভ ৫তম

Photos from Blood Bank Chittagong's post 02/02/2020

#রক্ত দানে নাহি ভয়
#মানবতার করবো জয়

#আলহামদুলিল্লাহ
মানবতার ফেরিওয়ালা

প্রিয় Nila Islam Layla আপুর
2র্থ বারের মত (বি+)

লাল ভালোবাসা সম্পন্ন 😍

BANK CHITTAGONG পরিবারের পক্ষ থেকে প্রিয় আপুর জন্য রইল রক্তিম শুভেচ্ছা ও শুভ কামনা।
োক_মানবতার,
#রক্তদানে_উৎসাহিত_হোক_সবাই।

বিঃদ্রঃ লোক দেখানোর জন্য ছবি দেওয়া হয়নি, রক্তদানে যেন সবাই সচেতন হয় এই জন্য পোষ্ট।

01/02/2020

#চট্টগ্রামে_ও_পজিটিভ রক্ত দাতারা এগিয়ে আসুন
রোগীর সমস্যা:-কেন্সার
রক্তের গ্রুপ:-(ও+)
রক্তের পরিমাণঃ ১ ব‍্যাগ
রক্তদানের তারিখ: ০২/০২/২০২০
রক্তদানের সময়:- সকাল ১০ টা মধ্যে
রক্তদানের স্থান:-চট্টগ্রাম মেডিকেল
যোগাযোগঃ০১৭৭৫৮১৫৯৬১(রোগীর আত্নীয়)
রেফারেন্স :- Md Sahed

01/02/2020

সবাই দেখার অনুরোধ রইলো

💁রোগীর সমস্যা:- ক্যান্সার, ছোট বাচ্চা ৯ নাম্বার ওয়ার্ড
🔴রক্তের গ্রুপ:- ও পজিটিভ
💉রক্তের পরিমাণ:- ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ:- ১/০২/২০
⌚রক্তদানের সময়:- সন্ধ্যা ৬ টা
🏥রক্তদানের স্থান:- চট্টগ্রাম মেডিকেল
☎যোগাযোগ:-+8801821513940

👬রেফারেন্স :zoxemon khan

Want your practice to be the top-listed Clinic in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chittagong
Chittagong
CHITTAGONG

Other Blood Banks in Chittagong (show all)
Shes Bindu Shes Bindu
Chittagong, 4000

…”রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্ব?

Y Blood Bank Y Blood Bank
Chittagong, 4000

"সেবাই ধর্ম" Y Blood Bank হল - মানব সেবাই নিবেদ?

Chattagram CEPZ Blood Donation Chattagram CEPZ Blood Donation
Chittagong

🖤রক্তদানে সবার পাশে থাকার চেষ্টা করি 🖤

Blood Donate For Saving Life Blood Donate For Saving Life
Chittagong, 4000

welcome to bd online shop

Protiva Blood Bank Association - PBBA Protiva Blood Bank Association - PBBA
Chittagong

“সেবা-ই মানবতার ধর্ম ”

রক্তদান সংঘ রক্তদান সংঘ
Chittagong

আসসালামু আলাইকুম। “রক্তদান সংঘ” একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

Lakshmipur Government College Blood Mission Lakshmipur Government College Blood Mission
Raipur
Chittagong, ১২৩৪

https://facebook.com/groups/694536544917381/ লিংক এ ক্লিক করে গুরুপ এ এ্যাড হোন

জুনিয়র ব্লাড ফাউন্ডেশন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন
Chittagong

(একটি স্বেচ্ছাসেবী সংগঠন) নতুনত্বের জয়গান,আমরা করিব রক্তদান।

জয় বাংলা ব্লাড ব্যাংক - joy bangla blood bank জয় বাংলা ব্লাড ব্যাংক - joy bangla blood bank
GEC SHOPPING 3RD FLOOR SHOP NO #20
Chittagong, 4000

আমরা মানুষের জন্য কাজ করি। বিপদে (অসুস্থতায়) ও জরুরী রক্তের প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে।

রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন-Reza Manob Kollayan Foundation রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন-Reza Manob Kollayan Foundation
Chittagong

রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন

রক্তের সন্ধানে রক্তের সন্ধানে
Chittagong

একটি অরাজনৈতিক সমাজসেবা ও স্বেচ্ছাসে