রক্তদান সংঘ
আসসালামু আলাইকুম।
“রক্তদান সংঘ” একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
স্বেচ্ছায় রক্তদানের এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের “রক্তদান সংঘ”-এর যাত্রা শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে শুধু হাজেরা-তজু ডিগ্রি কলেজভিত্তিক কার্যক্রম চললেও ধীরে ধীরে সব কলেজে এ সংঘের কার্যক্রম চালু করা হবে এবং এটিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বেচ্ছাসেবামূলক সংঘে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
আমাদের প্রতিপাদ্য —
“আমার উসিলায় যদি বাঁচে কারো প্রাণ,
কেন আমি করব না তবে রক্তদান??”
চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার আক্রান্ত একটি শিশুর O (+ve) রক্তের প্রয়োজন। রক্ত আজকে দুপুরের মধ্যে প্রয়োজন। কোনো সহৃদয়বান ব্যক্তি রক্ত দিতে আগ্রহী হলে 01873034324 এ নম্বরে যোগাযোগ করুন।
আজ থেকে হিজরী নতুন বর্ষের সূচনা হল। সেই সাথে মুসলিম উম্মাহ ১৪৪৫ হিজরী সনে প্রবেশ করল। হিজরী সনের হিসেব রাখা এবং আরবী মাসের চাঁদ দেখা ইসলামের একটি নির্দেশনা। হিজরী সনের গণনা ও হিসেবে রাখা মুসলিম উম্মাহর ঐতিহ্য। খেলাফতে রাশেদার যুগ থেকে মুসলিম বিশ্বে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সনের মাধ্যমেই মুসলিমদের কার্যক্রম পরিচালিত হত। এই সনের হিসেবে থাকত প্রত্যেক মুসলিমের মুখস্ত।
কিন্তু দূর্ভাগ্যবশত মুসলিমরা আজ তাদের এই ঐতিহ্য ও ইসলামের নির্দেশনা হারিয়ে বসেছে। রমজান, ঈদ আর বিশেষ কিছু দিন ছাড়া সারা বছর তাদের কাছে হিজরী সনের খবরই থাকে না। তারা হিজরী সনের হিসেব জানে না, আরবী মাসের চাঁদ দেখে না। মুসলিমদের ভিতর হিজরী সনের ব্যাপারে সচেতনা সৃষ্টি করা জরুরী। এটা তাদের আত্মপরিচয়েরই এক উপাদান।
আমরা আজ নতুন হিজরী সনের আগমন উপলক্ষ্যে প্রচলিত নববর্ষ টাইপের কোন দিবস পালনের পক্ষে না। সেটা আমরা করছিও না। কিন্তু আমরা এই উপলক্ষ্যে মুসলিমদের মাঝে হিজরী সনের ব্যাপারে সচেতন তৈরি এবং সারা বছর এর হিসেব রাখার বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছি।
Credit: Iftekhar Sifat
National Hospital, চট্টগ্রামে ৪ ব্যাগ O (+ve) রক্তের প্রয়োজন।
• রক্ত প্রয়োজনের সময়: 18/07/2023; 01:18 PM
• রোগীর সমস্যা: ডেঙ্গু
• বিস্তারিত: https://bloodbag.app/d/89
যুক্ত হোন আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে: https://m.me/j/Aba9FL1Ut5DpeOhR
Thanks BloodBag
রক্তদান সংঘ যুক্ত হয়েছে BloodBag এর সাথে! 🤝🏻
www.bloodbag.app এর মাধ্যমে ফেনী ও চট্টগ্রাম এর যেকোনো স্থান থেকে আসা আবেদনসমূহের রক্ত সন্ধানে সহযোগী হিসেবে কাজ করবে উক্ত সংগঠনটি। ⚡
👉🏻 রক্তদান সংঘ ফেইসবুক পেইজ: https://www.facebook.com/bloodonationassociation
👉🏻 রক্তদান সংঘ ফেইসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/1501927083562535/
🩸 রক্তের প্রয়োজন হলে ভিজিট করুন: www.bloodbag.app/form
🦸♂️ একজন ডোনার হয়ে থাকলে যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে: https://t.me/bloodbagTG
🤝🏻 মহৎ এই উদ্দেশ্যের সাথে আপনার রক্তদান সংস্থাকে যুক্ত করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনার সংস্থার নাম এবং মোবাইল নাম্বারটি আমাদের ইনবক্সে প্রদান করুন। আমাদের একজন প্রতিনিধি শীগ্রই আপনার সাথে যোগাযোগ করবেন। অথবা ই-মেইল করতে পারেন [email protected] ঠিকানায়।
#রক্তদান_সংঘ
রক্তদান একটি মহৎ গুণ। কারো রক্তের প্রয়োজন হলে, নিজে রক্তদান করতে সক্ষম না হলেও, অন্যের কাছে বার্তা পৌঁছে দেওয়াও নিঃসন্দেহে একটি ভালো গুণ।
• যোগ দিন Bangladesh All Blood Donors টেলিগ্রাম চ্যানেলে- https://t.me/bloogbagTG
সবসময় সকল ডোনারের কাছে পার্সোনালি মেসেজ পৌঁছানো সম্ভব হয় না। অন্যদিকে বিভিন্ন পাবলিক গ্রুপে পোষ্ট করার ফলস্বরূপ পেশেন্টের সাথে যোগাযোগের নাম্বার ছড়িয়ে পরে বিভিন্ন স্থানে, যার বিভিন্ন নেতিবাচক দিক রয়েছে। আবার কিছুক্ষণ পর পর সব জায়গায় বর্তমান আপডেট প্রদান করাও বেশ কষ্টকর কাজ।
ব্লাড ডোনারদের সুবিধা, অর্গানাইজেশনসমূহের জন্য একটি সহজ পদ্ধতি এবং রোগীর তথ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি আমাদের পাইলট প্রজেক্ট bloodbag.app ।
www.bloodbag.app এর মাধ্যমে রক্তের আবেদন করার পর স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে All Donors Telegram Channel সহ আমাদের সাথে যুক্ত অজস্র টেলিগ্রাম চ্যানেলে। তাই, আজই একজন ব্লাড ডোনার হিসেবে যোগ দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং বলুন- "যুক্ত হই টেলিগ্রামে, জীবন বাঁচাই রক্তদানে"
• All Donors Telegram Channel: https://t.me/bloodbagTG
• রক্তের প্রয়োজন হলে আবেদন করুন: www.bloodbag.app/form
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
সবাইকে জানাই ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ।
ঈদ মুবারক।
ত্যাগের মহিমায় ভাস্বর হোক আমাদের কুরবানি; উদ্ভাসিত হোক আমাদের জীবন!!!
আলহামদুলিল্লাহ, আমাদের রক্তদান সংঘ এর মাধ্যমে ১১তম রক্তদান সম্পন্ন।
আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন, আমীন।
রক্তদাতা : Md Minhaz Uddin
জয়েন করুন আমাদের গ্রুপ রক্তদান সংঘ এ।
একটি মানবিক আবেদন।
রোগীর সমস্যা: পা ভাঙ্গায় অপারেশন করতে হচ্ছে
🔴রক্তের গ্রুপ: A (+ve) এ পজেটিভ
💉রক্তের পরিমাণ: ২ ব্যাগ
📆রক্তদানের তারিখ: ২৪/৬/২৩
⌚রক্তদানের সময় : এখন থেকে যত দ্রুত সম্ভব
🏥রক্তদানের স্থানঃ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল
☎যোগাযোগ:০১৮৫৫-৫০০৩৭৪
রেফারেন্স: Ra Sel
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। এছাড়া দিবসটির সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনারের নাম। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘A, B, O, AB’। তাই তার জন্মদিনেই রক্তদাতা দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য হলো “Give Blood, Give Plasma, Share Life, Share Often.”
Credit: উন্মেষ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ বিরতির পর আমাদের সংঘের মাধ্যমে ১০ম রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ছুম্মা আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
আগামীকাল দুপুরের মধ্যে ১ ব্যাগ O (+ve) রক্ত প্রয়োজন।
রোগীর সমস্যাঃ রক্তশূন্যতা
🩸রক্তের গ্রুপঃ O (+ve)
💉রক্তের পরিমাণঃ 1 Bag
🗓️ রক্তদানের তারিখঃ ২২/০৩/২০২৩
🕛 রক্তদানের সময়ঃ দুপুর
🏫 রক্তদানের স্থানঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম।
ধন্যবাদ।
আবারো চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণ। এখন পর্যন্ত নিহত ৫, গুরুতর আহত ৩০+। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বিশেষ বিজ্ঞপ্তি:—
_________ রোভার ও গার্ল-ইন রোভার ভর্তি বিজ্ঞপ্তি_________
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলার আওতাধীন হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২০-০২-২০২৩ ইং থেকে ২৮-০২-২০২৩ ইং হাজেরা তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপে কিছু সংখ্যক রোভার ও গার্ল-ইন রোভার ভর্তির সুযোগ পাবে। আগ্রহী সকল ছাত্র/ছাত্রীদের আগামী ২৮/০২/২০২৩ ইং তারিখের মধ্যে ফরম পূরণ করার মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ রইলো।
ভর্তি আবেদন ফরম লিংক : https://forms.gle/2JgaKDuHQjSHY5DL7
যোগ্যতা সমূহঃ
⚜️ প্রার্থীকে অবশ্যই শারীরিক ভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
⚜️ প্রার্থীকে প্রতি সপ্তাহে ক্রু মিটিংয়ে অংশগ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
⚜️ সাংস্কৃতিক বিষয়ে (গান, নাচ, আবৃত্তি, অভিনয়) দক্ষ, বাদ্যযন্ত্র, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং এর কাজে পারদর্শী এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
⚜️ যাদের পূর্বে স্কাউটিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তাদের বিশেষ সুযোগ দেওয়া হবে।
বি.দ্রঃ– নির্ধারিত সময়ের মধ্যে ফরম সাবমিট করতে হবে।
যোগাযোগ :
01729954235 ( RSL গিয়াস উদ্দিন স্যার )
01893131076( রোভার জাহেদ মিয়া )
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
শেষ খবর পাওয়া পর্যন্ত, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সর্বমোট ৩৭০০+ জন নিহত হয়েছে, ১৫০০০+ জন আহত হয়েছে এবং প্রায় ৫০০০+ ভবন ধসে পড়েছে।
ইয়া রহমানুর রহীম– আপনি আমাদের উপর, আপনার বান্দাদের উপর রহম করুন; যারা মারা গিয়েছে, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদের দ্রুত শিফা দান করুন। আমাদেরকে এমন বড় বড় বিপর্যয় হতে হিফাজাত করুন।
চট্টগ্রামের B (+ve) রক্তদাতারা এগিয়ে আসুন।
রোগীর সমস্যা👉:- ডেলিভারি (সিজার)।
🔴রক্তের গ্রুপ👉 B (+ve)
💉রক্তের পরিমাণ👉:- ৩ ব্যাগ।
📆রক্তদানের তারিখ👉:- ০৪/০২/২০২৩।
⌚রক্তদানের সময়👉:- বিকাল ৫:০০ খুব বেশি ইমার্জেন্সি
🏥রক্তদানের স্থান👉:- চট্টগ্রাম মেডিকেল কলেজ।
☎যোগাযোগ👉:- +8801638304502
+880 1843-775073 (রোগীর আত্মীয় )
দৈনিক Kaler Kantho
লিখা: T H Mahir
স্বেচ্ছায় রক্তদানে শরীক হতে যুক্ত হোন: রক্তদান সংঘ
Blood is required for my father.Eligible Interested person plz help / Contact with us :-
Arafat: 01631115838
হানিফ মোহাম্মদ ফরহাদ : 01829985764
Nasir Uddin : 01580318863
Blood group: (A+)positive
Location : Chittagong medical College hospital.
Date: 05 Jan 2023
Day: Thursday (বৃহস্পতিবার)
Time: Within (10am-5pm)Hrs
TIA ❤️❤️
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
জরুরী রক্তের প্রয়োজনে নিম্নোক্ত তথ্যাদি পূরণ করে ও ছবিটি ব্যবহার করে পোস্ট দিন।
যা যা অবশ্যই উল্লেখ করতে হবেঃ—
১. BLOOD GROUP:
২. রোগীর সমস্যা: (অপারেশন, থ্যালাসেমিয়া,
লিউকেমিয়া, প্রসবকালীন জটিলতা, রক্তশূন্যতা
ইত্যাদি)
৩. তারিখ:
৪. সময়: (যখন লাগবে)
৫. হিমোগ্লোবিন: (যদি জানা থাকে)
৬. স্থান: (হাসপাতাল বা রক্তদানের ক্লিনিক)
৭. মোবাইল নং: (রোগীর নিজের বা স্বজনের)
যা যা ইচ্ছে করলে উল্লেখ করতে পারেনঃ—
১. পরিমাণ: (যত ইউনিট বা ব্যাগ লাগবে)
২. রেফারেন্স: (যার মাধ্যমে তথ্য পাওয়া যাবে)
নিজে পোস্ট করতে না পারলে রক্তদান সংঘ পেইজে মেসেজ দিন। আপনার পক্ষ থেকে পোস্ট করা হবে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর আমাদের ‘রক্তদান সংঘের’ নবযাত্রা শুরু হয়েছে।
আল্লাহর রহমতে, আজ আমাদের সংঘের মাধ্যমে ৯ম রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে। ছুম্মা আলহামদুলিল্লাহ।
হার্ট অপারেশনের জন্য (এ নেগেটিভ) রক্তদাতা এগিয়ে আসুন প্লিজ...
🔴 রক্তের গ্রুপঃ- ( A -ve)
💉 রক্তের পরিমাণঃ- 2 ব্যাগ
🏥 রক্তদানের স্থানঃ Evercare Hospital
রক্তের প্রয়োজনঃ- সকাল ৮টায় (বুধবার ১৪/১২/২২)
📲 যোগাযোগঃ 01788521769 (রোগীর নাম্বার)
#নিখোঁজ_সংবাদ
হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি-২০২২ পরীক্ষার্থী অনুভব মল্লিক তুর্য, শ্রেণি রোল-৪৯৯, দুইদিন ধরে নিখোঁজ। জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, চকবাজারে একটি কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে অনুভব মল্লিক তুর্য বাকলিয়া থানার শান্তিনগর ব্যাংক কলোনির বাসা থেকে ল্যাপটপ ও ৬ হাজার টাকা সঙ্গে নিয়ে বের হয়। পরে বিকেলে বাসায় না আসায় কোচিংয়ে খবর নিলে তাঁরা জানান সে কোচিংয়ে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ পাওয়া যায়নি।
অত্র কলেজের তার সহপাঠী, বন্ধু-বান্ধব কেউ তার খবর পেলে বা তার সম্পর্কে কোন তথ্য জানতে পারলে কলেজ অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।
কলেজের যোগাযোগ নম্বর: ০১৫৩৫৪৫৪৮৩৬, ০১৩০৯১০৪২৩৭।
তার বড় ভাইয়ের নম্বর: ০১৮৯০৩০৬৫৯১
#রক্তদানসংঘ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
রক্ত মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সবাই আমরা জানি। রোগজনিত, অস্ত্রোপচার বা দুর্ঘটনাবশত কোনো মানুষের দেহে রক্তের পরিমাণ কমে গেলে ডাক্তাররা বাইরে থেকে রক্ত সরবরাহের পরামর্শ দিয়ে থাকেন। রক্তের বিকল্প কেবল রক্তই; অন্য কোনো কিছু না। এ রক্ত আবার দোকান-পাটে কিনতে পাওয়া যায় না। তাহলে উপায়?? একটাই— কেবল এক মানবদেহ থেকেই অন্য মানবদেহে রক্ত সরবরাহ করা যায়। এক্ষেত্রে, কিছু নির্দিষ্ট শর্ত অনুসরণ করা লাগে।
তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৮-১০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। সে তুলনায় রক্তদাতার পরিমাণ খুবই অপ্রতুল। এছাড়া, একটা দাতা একবার দান করার ৪ মাসের মধ্যে আবার দান করতে পারে না। কিন্তু এমনও গ্রহীতা আছে যাদেরকে ২ মাস অন্তর অন্তর রক্ত দিতে হয়(থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা রোগী)। অর্থাৎ, এ ধরণের একজন রোগীর জন্যই অনেক দাতা প্রয়োজন।
রক্তদানে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে, রক্তদানের ব্যবস্থা করে দিতে, দাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে আমাদের “রক্তদান সংঘ”-এর। যাত্রা শুরুর মাত্র ১ মাসের মাথায় আমাদের সংঘের মাধ্যমে ৮ম রক্তদান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ।
সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আপনি আমাদের কার্যক্রমে অংশ নিতে চান, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান, তবে আমাদের সাথে নিম্নোক্ত উপায়ে যুক্ত হোন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের, সব বর্ষের, সব বিভাগের সবাই যুক্ত হতে পারবেন, ইনশাআল্লাহ।
আর আপনার বন্ধু-বান্ধবদের সাথে আমাদেরকে Share ও Invite করতে ভুলবেন না, ইনশাআল্লাহ।
আমাদের Page: রক্তদান সংঘ
আমাদের Group: রক্তদান সংঘ
রক্ত দিতে পারেন বা না পারেন, কারো জন্য রক্তের প্রয়োজন তো হবে! সেজন্য হলেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।
রক্তের অভাবে যেন আর কোনো প্রাণ না ঝরে, কোনো ব্যক্তি যেন প্রিয়জনহারা না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য।
Together We Will Build A Sustainable Bangladesh, InshaALLAH.
#রক্ত দিন, জীবন বাঁচান।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আলহামদুলিল্লাহ ‘রক্তদান সংঘ’ কার্যক্রম শুরু করার মাত্র এক মাসের মধ্যে আমাদের সংঘের মাধ্যমে সর্বমোট আটটি (০৮) রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি; ছুম্মা আলহামদুলিল্লাহ।
আশা করছি, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায় সামনের দিনগুলোতে আমরা আরও এগিয়ে যাব এবং আমাদের কার্যক্রমকে ব্যাপক বিস্তৃত করবো, ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
আজকের দিনের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে এক ব্যাগ ও পজেটিভ রক্তের প্রয়োজন। উপযুক্ত কেউ থাকলে সাড়া দিন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের সংঘের মাধ্যমে ৭ম রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে।
সবাই দ্রুত পূরণ করে ফেলুন।
https://forms.gle/azppxdnyYBsnHQA4A
রক্তদান সম্পর্কিত তথ্য সংগ্রহ একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন
একটি মানবিক আবেদন
রোগীর সমস্যা: থ্যালাসেমিয়া রোগী
🔴রক্তের গ্রুপ: বি পজেটিভ
💉রক্তের পরিমাণ: দুই ব্যাগ
👉হিমোগ্লোবিন :জানা নেই
📆রক্তদানের তারিখ:-
16 & 17-08-2022
⌚রক্তদানের সময়ঃ
আজকে দুপুরে, কালকে সকালে
🏥রক্তদানের স্থান:চট্টগ্রাম মেডিকেল।
☎যোগাযোগ:+8801824347561
সবাই একটু এগিয়ে আসেন; সবার সহযোগিতা আশা করছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের সংঘের মাধ্যমে ৬ষ্ঠ রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে।
একটি মানবিক আবেদন:–
রোগীর সমস্যা: Kidney রোগী (Dialysis)
🔴রক্তের গ্রুপ: (A +ve)
💉রক্তের পরিমাণ: এক ব্যাগ
👉হিমোগ্লোবিন : জানা নেই
📆রক্তদানের তারিখ:-15-08-2022
⌚রক্তদানের সময়ঃ দুপুর ২টা
🏥রক্তদানের স্থান: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
☎যোগাযোগ:+8801906658454
(A +ve)রক্তদাতারা এগিয়ে আসেন; সবার সহযোগিতা আশা করছি।
জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন:—
রোগীর সমস্যাঃ- ডেলিভারি কেস
রক্তের গ্রুপঃ- ( A +ve )
রক্তের পরিমাণঃ- ২ ব্যাগ
রক্তদানের সময়ঃ- যত তাড়াতাড়ি সম্ভব
রক্তদানের তারিখঃ ১৪/০৮/২২
রক্তদানের স্থানঃ- পাঁচলাইশ পলি হাসপাতাল
যোগাযোগঃ- 01873817300
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের সংঘের মাধ্যমে ৫ম রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমাদের প্রতিপাদ্যঃ—
“আমার উসিলায় যদি বাঁচে কারো প্রাণ,
কেন আমি করব না তবে রক্তদান??”
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
একজন অসহায় ভাইয়ের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহঃ—
ছবির ভাইটি গত বছর এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। অর্থাভাবে সুচিকিৎসা নিতে না পারায় তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি অসুস্থ থাকায় তার পরিবার মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। তার ৭ মাস বয়সী কন্যাশিশুটিও অপুষ্টিতে ভুগছে। তাদের গত ৪ মাসের বাসাভাড়াও আটকে আছে, দিতে পারছেন না। সংসারের দৈনন্দিন খরচ চালাতে উনার পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।
অতএব, উনার চিকিৎসা খরচ যোগাতে ও উনার পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আপনার সাধ্যমত আর্থিক সহায়তা করুন।
বিকাশঃ 01814958135
নগদঃ 01894345794
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমাদের রক্তদান সংঘকে শিক্ষার্থীদের নিকট পরিচিত ও এর কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে শুধু হাজেরা-তজু ডিগ্রি কলেজ থেকে শাখাভিত্তিক কিছু প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদেরকে নিম্নোক্ত ফরম পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Link: https://tinyurl.com/SectionLeader22
শাখাভিত্তিক প্রতিনিধি নিয়োগ আসসালামু আলাইকুম। “রক্তদান সংঘ” একটি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন। আমাদের পেইজঃ https://www.f...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Address
Raipur
Chittagong, ১২৩৪
https://facebook.com/groups/694536544917381/ লিংক এ ক্লিক করে গুরুপ এ এ্যাড হোন
GEC SHOPPING 3RD FLOOR SHOP NO #20
Chittagong, 4000
আমরা মানুষের জন্য কাজ করি। বিপদে (অসুস্থতায়) ও জরুরী রক্তের প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে।