Farzana's Food 21

Bismillahir Rahmanir Rahim. "Farzana's Food 21" is a online based and 1-2 day pre -order confirmed Hellow and Assalamualykum to all visitors.

Welcome to our page.Hope all of you are fine.

�� Honourable viewers our goal is to serve home made fresh food and to reduce westage of food. That's why we take pre order of food 1 day before delivery and for more than 6 person you have to confirm order 1-2 day before delivery. ���Our menue price are very budget friendly.��More than 4 person you have to pre paid 50% bill of your ordered food .�

Photos from Farzana's Food 21's post 16/04/2023

#রোজার_ওয়েভ

's_befote_pre_ordered_food
#হোম_মেইড_১_২_দিন_আগে_প্রি_অর্ডার_করা_সাস্বস্থ্য_সম্মত_খাবার

Photos from Farzana's Food 21's post 15/04/2023

Pray For Dhaka NEW MARKET

আল্লাহ সবাইকে হেফাজত করুন।
এই আগুনের শেষ কোথায়! আল্লাহ সকলকে হেফাজত করো এটাই চাওয়া🤲

13/04/2023

আমাদের প্রিয় তনি আপুর হাজবেন্ড লাইফ সাপোর্টে আছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য!
দোয়া করছি।আল্লাহ রহম করুক।
মন থেকে দোয়া করছি।

" লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়ালিমিন"
এককথায় একজন নিপাট ভদ্রলোক, যিনি হাসি মুখে মানুষের এত অসভ্য কমেন্ট সহ্য করতেন!

একজন নারীর জন্য একজন উত্তম স্বামী আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। হোক তার বয়স বেশি কিন্তু সবসময় তিনি তার স্ত্রী পাশে ছায়ায় মতো ছিলেন।
আল্লাহ তুমি এই রমজান মাসে রহম করো।

Photos from Farzana's Food 21's post 13/04/2023

#এসো হে বৈশাখ, এসো এসো !তাপসনিঃশ্বাস বায়ে,মুমূর্ষুরে দাও উড়ায়ে ,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক!
এসো এসো| মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা

#🌹🌺শুভ নববর্ষ ১৪৩০🌺🌹

🌿 #হোম_মেইড_ফুড
িন_আগে_প্রি_অর্ডার_করা_তাজা_হোম_মেইড_ফুড
#ঘরে_তৈরী_স্বাস্থ্য_সম্মত_খাবার
#খেঁজির_বিভিন্ন_রকমের_বাদামের_হেলদি_বাইট্স
#খেঁজুর_বাদামের_নাড়ু
#নারকেলের_নাড়ু
#সিজনাল_ফল_ও_সবজির_আচার
#ফিরনি, #শাহী জর্দা ভাত, #পায়েস
#তালের_বিবিখানা_পিঠা
#বিরিয়ানী, #তেহারি, #পোলাউ, #খিঁচুড়ি
#হালিম
#গুড়া_মসলা
-testy_foods

Photos from Farzana's Food 21's post 12/04/2023

সময়টা ২০০৮ সাল। ৩মাস পরপর রক্ত দেবার অভ্যাসটা ছিলো ২০০৭ থেকেই। যার যখন দরকার ডাক দিতেন। যেহেতু খুব কমন ব্লাড গ্রুপ। ইউনিভার্সিটির এক বড় আপুর আব্বুর কিডনি ডায়ালাইসিস করতে হতো। আংকেলকে আমি কয়েকবার রক্ত দিয়েছিলাম। ধানমন্ডি Gonoshasthaya Dialysis Center এ যেতাম আপুর সাথে। একদিন ঘটনাক্রমে জানতে পারলাম এটা কাঁর প্রতিষ্ঠান এবং ডায়ালাইসিস ফি শুনে আমার তো চোখ কপালে! ডাক্তারের মেয়ে হওয়ায় এটা যে অনেক ব্যয়বহুল চিকিৎসা জানতাম। ৫০০০/১০,০০০ এর নীচে খরচের কথা শুনিনি ওর আগে! অথচ ওখানে গিয়ে শুনেছিলাম সম্ভবত তখন ৮০০ টাকা ছিলো! আবার নি:স্ব, অসহায় হলে ফ্রি!!! সময়ের বিবর্তনে ২০১৬/১৭ এর দিকেও শুনেছিলাম মাত্র ১১০০টাকা ছিলো!!

ডা: জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে প্রথম পড়েছিলাম শহীদ জননী জাহানারা ইমামের বই "একাত্তরের দিনগুলি" তে। এরপর আরও কিছু বই, পেপারে পড়েছিলাম। তিনি আমার কাছে হিরো ছিলেন, থাকবেন। আমাদের ঐ সময়ে ইন্টারনেট ছিলো ল্যাব বা সাইবার ক্যাফেতে। আমরা খবর, পেপার বা বই পড়ে জানতাম যে কাউকে। যে মানুষটা একাত্তরে ইংল্যান্ড এর আলোর ঝলকানি, বর্তমান যুগের ভাষায় Posh জীবন ছেড়ে দেশে এসে "মেলাঘরে" অস্থায়ী হাসপাতাল তৈরি করে মুক্তিযুদ্ধের সময়ে চিকিৎসা সেবা দিয়েছিলেন তিনি আমরন সেই সেবা মানুষকে দিয়ে গিয়েছেন... তিনি কিন্তু যুদ্ধ শেষেও যুদ্ধ বন্ধ করে দেন নি! জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে গিয়েছেন! বলে গিয়েছেন মানুষের কথা...জীবনের কথা...

Goodbye Dr. Zafrullah Chowdhury. We have lost one of the finest souls of the country. We are mourning...
Inna lillahi wa inna ilayhi raji'un

Rest in Peace, The GOOD DOCTOR!!

একদিন আমিও চলে যাবো
হটাৎ করে সবার মতো
একদিন আমিও চলে যাবো এই পৃথিবীর মায়া ছেড়ে...

Photos from Farzana's Food 21's post 11/04/2023

,Home_Made_Food
#ঘরে_স্বাস্থ্যসম্মতভাবে_রান্না_করা_খাবার
#মজার_মজার_হোম_মেইড_ফুড

Photos from Farzana's Food 21's post 09/04/2023

# Home_made_Food


# হোম_মেইড_ফুড
#বাসায়_তৈরী_খাবার
#প্রি_অর্ডার_করা_স্বাস্থ্য_সম্মত_ঘরে_তৈরী_খাবার

Photos from Farzana's Food 21's post 08/04/2023

শিক্ষামূলক ছোট গল্প।

এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে!
পাশ দিয়ে ছোট্ট একটি পিপীলিকা যাচ্ছিল!
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!
ভাবলো একটু মধু খেয়ে নেই!
তারপর না হয় সামনে যাবো!

এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!
আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!
ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?
আবার পিছনে ফিরলো!
পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!
এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!
বসে বসে আরামছে মধু খাচ্ছে!
খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!
ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!
তখনই হঠাৎ টনক নড়লো তার!
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!
কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!
অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!
নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!
অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!

এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!
যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!
আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!
তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!
ধ্বংস অনিবার্য!
তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!

হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায় অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন।

আমিন!!!

(সংগৃহীত)

Photos from Farzana's Food 21's post 06/04/2023

#রমজান মাসের ফজিলত।

06/04/2023

আহা রে! টাকার বান্ডিল!! পরম যত্নে কতোদিন, কতোবার, কতজন একে গুনেছে... অথচ কয়েক ঘন্টার ব্যবধানেই সে ছাই!! অতি মূল্যবান জিনিস, একদম মূল্যহীন!
জীবনটা ক্ষনিকের।

আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের পরীক্ষা করবে কিছু ভয়, ক্ষুধা ও জান মালের ক্ষতি দিয়ে..! অবশ্যই তোমরা পাবে যা তোমাদের থেকে চলে গিয়েছে তার থেকে উত্তম।

মহানবী সা: বলেছেন যে একমাত্র দোয়া ব্যতীত আর কোন কিছু তকদির পাল্টাতে পারে না..!

দোয়া এবং পরিশ্রম দ্বারাই তকদির পরিবর্তন হয়...

05/04/2023

চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন আজ পুড়ে ছাই। হাজার হাজার মানুষের কর্ম সংস্হান আজ এক নিমিষে শেষ। ঈদ বাজার ধরতে কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছিল। কিন্তু হাজার হাজার কোটি টাকার ক্ষতি ও ব্যবসায়ীদের আহাজারি! ভয়াবহ আগুনে জ্বলছে বঙ্গবাজারসহ আশে পাশের মার্কেট। 😢😢
বঙ্গবাজারে ভয়াবহ এই অগ্নিকান্ডে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারন করার তৌফিক দান করুন।🤲🤲আমিন।

Photos from Farzana's Food 21's post 05/04/2023

- স্ত্রী: বিয়ের আগে শুনছিলাম
তুমি বেশ পরহেজগার।
কিন্তু তুমি আজও আমার স্বপ্নগুলো পূরন করতে পারো নাই।।।

- স্বামী: তোমার স্বপ্ন গুলো আমাকে বলো
আমি আজীবন চেষ্টা করবো
সেগুলো পূরন করতে।।

- স্ত্রী: বারে,,আমায় খুব ভালোবাসো বুঝি?

- স্বামী: হ্যাঁ ভীষন,তুমি শুধু একবার বলো
তোমার স্বপ্নগুলো প্লিজ,,,,,

- স্ত্রী: আমি চাই তাদের দলে অন্তর্ভুক্ত হতে
যাদের
অনেক আলীশান বাড়ি আছে,
অনেক সম্পদ আছে,
অনেক বাগান আছে,
অনেক খাদেম আছে,,

- স্বামী: তুমি তো সবই জানো,
এত প্রাসাদ,এত বাগান আর
এত খাদেম আমি কি করে
তোমায় এনে দেবো??

- স্ত্রী: আমি রাস্তা দেখিয়ে দিলে
এগুলো আমায় এনে দিবে?

স্বামী: এটা কিভাবে সম্ভব?

- স্ত্রী: সবই সম্ভব,, তুমি রাজি কি না
তাই বলো।

স্বামী: আমি রাজি

- স্ত্রী: (১)আজ থেকে প্রতি দিন ১০ বার
সূরা ইখলাস পড়ে জান্নাতে একটি
প্রাসাদ তৈরি করবে।

(২) "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" বেশি বেশি পড়বে। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" হলো জান্নাতের গুপ্তধন।

(৩) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,,,,
বেশী বেশী পড়ে,,,
জান্নাতের বাগানে প্রচুর খেজুরগাছ রোপন
করবে।

(৪) আজ থেকে আল্লাহর নাম গুলো মুখস্ত করা শুরু করবে,,,,
যে ব্যাক্তি আল্লাহর নামগুলো মুখস্ত করবে সে জান্নাতি,, আর জান্নাতিদের তো অনেক খাদেম থাকবে।।

- স্বামী অবাক হয়ে বললেন এই জন্যই রাসূল(সা:)
বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো
নেককার স্ত্রী।।🥰❤️

Photos from Farzana's Food 21's post 31/03/2023

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন।একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তা'আলার কে জিজ্ঞেসা করেছিলেন-
''হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন''?
আল্লাহ সুবাহানাহু তা'আলা বললেন-''পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সাঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও অধিক নিকটবর্তী হবে।হে মূসা তুমি যখন আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না।কিন্তু ইফতারের সময় আমার আর আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দাও থাকবে না।(সুবহানাল্লাহ)হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি-ইফতারের সময় একজন রোজাদারের দোয়াও ফিরিয়ে দিবো না''।
-সুবহানাল্লাহ✨💝

Photos from Farzana's Food 21's post 27/03/2023

# my_story

মেয়ে তুমি সুন্দরী হলে, স্বামী সর্বদা সন্দেহের চোখে দেখবে তোমায়। কুৎসিত হলে অন্য মেয়ের সনে মাতবে পরকীয়ায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি উচ্চ শিক্ষিত হলে, স্বামী সর্বদা থাকে হীনমন্যতায়। অশিক্ষিত হলে সংসারে রাখবে অবহেলায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি গরীব বাবার সন্তান হলে স্বামী সর্বদা তাচ্ছিল্য, কথায় কথায় খোটা দিবে। ধনীর দুলালী হলে স্বামীর অধিকার খাটিয়ে রাখবে খুনঠাশায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি হাউজওয়াইফ হলে স্বামী সর্বদা বলবে তুমি সেকেলে। একটু মডার্ণ হতে চাইলে বলবে তুমি নষ্ট হয়ে গেছো আধুনিকতার ছোঁয়ায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি লক্ষী সতী বউয়ের মত একটু সংকীর্ণতায় ঘরের কোণে থাকলে স্বামী সর্বদা বলবে মেয়ে রা তো এমনই। সংকীর্ণতা কাটিয়ে খোলা আাকাশ দেখতে চাইলে আটকাবে সতীত্বের খোটায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।

আমার ফেসবুক পেইজ,🍓🍓 Farzana's Food 21♥️♥️
কাজ করছি,


🌿 হোম মেইড ফুড,
🌿খেঁজুর-নাট্স(সম্পূর্ণ চিনি মুক্ত)/তিল-নারকেল /তিল-বাদাম-গুড়ের/নারকেলের নাড়ু/চিক্কি,
🌿দুধ/গাজরের সন্দেশ,বিভিন্ন প্রকার হালুয়া,
🌿ফিরনি,
🌿শাহী জর্দা,
🌿তেহারি,হালিম,
🌿তালের বিবিখানা পিঠা,
🌿গুড়া মসলা
🌿বিভিন্ন প্রকার সিজনাল ফল ও সবজির কাস্টমাইজ্ড আচার,

এছাড়াও কাজ করছি,

,

🌿সুতি কাপড়ে কাঠের ব্লকের ডিজাইন করা থ্রি পিছ,
🌿দেশীও প্রিন্টের ডিজাইন করা থ্রি পিছ,
🌿সিল্ক বাটিক থ্রি পিছ ও শাড়ি,
🌿ভেজিটেবল বাটিক থ্রি পিছ ও শাড়ি,
🌿জামদানী শাড়ি নিয়ে,

আমার ফেসবুক পেইজ ঃ♥️ Farzana's Vogue n Fit-Out ♥️

Photos from Farzana's Food 21's post 26/03/2023

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু
আলাইকুম।
#রোজার_ওয়েভ


"স্বাধীনতা তুমি মহান"।২৬ মে মার্চ বাংলাদেশের ৫৩ তম স্বাধীনতা দিবস।মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানেরা বিলিয়ে দিয়েছিলো তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের সশ্রদ্ধ স্মরণে ও তাদের আত্মার জন্য মাগফেরাত কামনা করে সকলকে বাংলাদেশের ৫৩ তম স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি।

🌟আমার পরিচিতি,
আমি চট্টগ্রাম থেকে কাজ করছি,

# my_products

🌿🌹সুতি কাপড়ে কাঠের ব্লকের ডিজাইন করা থ্রি পিছ,
🌿🌹দেশীয় প্রিন্টের থ্রিপিস,
🌿🌹সিল্ক বাটিক থ্রি পিছ ও শাড়ি,
🌿🌹ভেজিটেবল বাটিক থ্রি পিছ ও শাড়ি,
🌿🌹জামদানী শাড়ি,

🌙🌙আমার ফেসবুক পেইজ ঃ

🍀🌹Farzana's Vogue n Fit-Out 🌹🌿

এছাড়াও কাজ করছি,

# my_products
🍀🌹খেজুর- নাট্স(সম্পূর্ণ চিনি মুক্ত)/তিল-নারকেল /তিল-নারকেল-বাদামের/নারকেলের /তিল-বাদাম-গুড়ের নাড়ু/চিক্কি,
🍀🌹তালের বিবিখানা পিঠা,
🍀🌹দুধ/গাজরের সন্দেশ, বিভিন্ন প্রকার হালুয়া,
🍀🌹ফিরনি,জর্দা ভাত,
🍀🌹সিজনাল ফল ও সবজির কাস্টমাইজ্ড আচার,
🍀🌹হোম মেইড ফুড,
🍀🌹তেহারি/হালিম
🍀🌹গুড়া মসলা ইত্যাদি নিয়ে,

আমার ফেসবুক পেইজ ঃ🌹🌹Farzana's Food 21🌹🌹

Photos from Farzana's Food 21's post 26/03/2023

# বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।
# 26 th _march_53 th_Independence_day_of_Bangladesh

হাজার মাসের সেরা মাহে রমজান।এ মাসে আল্লাহর দয়া অফুরান। আমরা এ মাসে অবশ্যই বেশি বেশি নফল ইবাদাত করার চেষ্টা করবো, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো।
#শরীর ও মন সুস্থ রাখতে সাস্থ্যসম্মত ও তাজা খাবারের বিকল্প নেই। তাই এই রমজান 🌿🍁Farzana's Food 21♥️🌿 সরবরাহ করছে,

🌿🌿চিনি মুক্ত খেজুর-নাট্স/তিল-নারকেল/নারকেলের/তিল-বাদাম গুড়ের নাড়ু /চিক্কি,
🌿🌿তালের বিবিখানা পিঠা,
🌿🌿বিভিন্ন প্রকার হালুয়া
🌿🌿ফিরনি,
🌿🌿চিকেন/ বিফ হালিম।

Photos from Farzana's Food 21's post 21/03/2023

#বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?

,
ব্যবসার সঠিক পরিকল্পনা কিভাবে করবে?
১)এমন একটি ব্যবসা বেছে নিন যেখানে আপনার পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতা আছে।
২)আপনার নিজস্ব উৎস থেকে মূলধন সংগ্রহ করুন,প্রয়োজনে ঋণ নিতে পারেন।
৩)আপনার মার্কেট ও ক্রেতা সম্পর্কে জানুন।
৪)আপনার টার্গেট ক্লায়েন্টদের জন্য উপযুক্ত সোস্যাল মিডিয়া বাছাই করুন এবং অন্যান্য চ্যানেল ব্যবহার করে আপনার ব্যবসার প্রচার করুন।
৫)একটব বাজেট তৈরী করুন।

আমার পরিচিতি,
আমার ফেসবুক পেইজ ঃ 🍁🌹Farzana's Food 21🍁🌹
,
🍀🍀হোম মেইড ফুড,
🍀🍀পিঠা,
🍀🍀কাস্টমাইজ্ড ফল ও সবজির আচার,
🍀🍀খেজুর/তিল-নারকেল/নারকেলের/তিল-বাদমের নাড়ু/চিক্কি,
🍀🍀দুধ/গাজরের সন্দেশ /বিভিন্ন প্রকার হালুয়া,
🍀🍀তালের বিবিখানা পিঠা,
🍀🌹শাহি জর্দা ভাত,
🍀🍁গুড়া মসলা,

Photos from Farzana's Food 21's post 21/03/2023

#🌿🍓বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।
#🌿🍓হোম মেইড, মজাদার ও ফ্রেশ ফুড এখন হতে ১-২ দিন আগে প্রি অর্ডার কর্নফার্ম করতে পারবেন #🌿🍓Farzana's Food 21🍁🌿এ।

Photos from Farzana's Food 21's post 17/03/2023

# My_Story
মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত।

• টম আর জেরিতো এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে।

•সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।

• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব

ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম


🍁🍁 আসসালা মুআলাইকুম।চট্টগ্রাম সিটি হতে কাজ করছি
:
🌿🌹হোম মেইড ফুড,
🌲🌹বিভিন্ন প্রকার ফল ও সবজির কাস্টমাইজ্ড আচার,
🍀🌹খেজুরের ডেট্স বাইট্স,
🌿🌹পিঠা,
🌲🌹হালুয়া,
🌿🌹গুড়া মসলা,
☘️🌹বেসন,
🌿🌹পেঁয়াজু প্রি মিক্স,
🌲🌹চালের গুড়া
page,

🏵️🏵️Farzana's Food 21🏵️🏵️
Link: https://www.facebook.com/profile.php?id=100086211524525

Photos from Farzana's Food 21's post 13/03/2023
Photos from Farzana's Food 21's post 13/03/2023

🌿শুভ সকাল🌿

Photos from Farzana's Food 21's post 05/03/2023

মূর্খ যখন বিত্তবান হয়!

একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে, কোন খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের টুকরো চুরি যাওয়ার কারণে রাজ-প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজা মশাই জ্যোতিষী কে ডেকে পাঠায়, জ্যোতিষী বলে হীরের টুকরো ইদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি, রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে।
একজন শিকারীকে খোঁজ করে, ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সংগে দলবেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে।
শিকারি তখন ওই ইঁদুরটাকে ধরে, আর তার পেট চিরে হীরে বের করে, রাজার হাতে সেটা তুলে দিলেন,

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন,
এবং তাকে জিজ্ঞেস করেন,
-হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে, ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে..?
শিকারি জবাবে বলে,

-খুবই সহজ ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়।

মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল।

বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরন পরিলক্ষিত হচ্ছে!!!

সংগৃহীত

গল্প টা দারুণ।

Photos from Farzana's Food 21's post 21/02/2023

ধ্বং*সস্তূ*পের নীচে 150 ঘন্টা আ,টকে থাকা এক সিরিয়ান যুবকের আশ্চর্য ঘটনা:
" চতুর্থ দিন, আমি আল্লাহর কাছে নিঃসংকোচ এবং নির্ভয়ে প্রার্থনা করলাম, হে আল্লাহ! আমি আর তৃষ্ণা সহ্য করতে পারছিনা। আপনি যদি আমার রুহ বের করে নেন তা আমার জন্য অধিক সন্তুষ্টির কারন হবে।আমি প্রার্থনা করার পরে অল্প কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি এমনভাবে জেগে উঠলাম, আল্লাহর কসম! যেন আমি পরিপূর্ণ তৃপ্ত হওয়া পর্যন্ত পৃথিবীর সমস্ত নদী থেকে পানি পান করেছি। অতঃপর আল্লাহ উ*দ্ধা*রকারীদের দৃষ্টি উদ্ভাসিত করলেন, তারা আমাকে খুঁজে পেল.. এটা এজন্য ঘটেছে যে, আমি আল্লাহকে অন্তর দিয়ে ডেকেছিলাম এবং বিভিন্ন দোয়া ও কুরআন থেকে যা মুখস্ত করেছি তা পড়েছিলাম।
আল্লাহ বলেন: "আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে: অবশ্যই আমি তো সবসময় কাছেই আছি। আমাকে যে ডাকে, আমি তার ডাকেই সাড়া দেই, যখনি সে ডাকে। তাহলে তারাও যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে, আমার উপর বিশ্বাস রাখে, যেন তারা সঠিক পথে চলতে পারে। [আল-বাক্বারাহ ১৮৬]

Photos from Farzana's Food 21's post 14/02/2023

পোস্ট নংঃ০৮,
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?

পেটের ফোলাভাব/মেদভুঁড়ি কমানোর জন্য কিছু টিপ্সঃ

☘️পেট ফুলতে পারে এমন খাবার যথাসম্ভব কম খান,যেমন - মসুর ডাল,মটরশুঁটি,বাঁধা কপি,ফুলকপি।
☘️পেট যাতে ভালভাবে পরিষ্কার হয় তার জন্য প্রতিদিন এর খাবারে শাকসবজি, ইসুব গুল/তোকমা ভিজানো পানিয়/চিনি ছাড়া শরবত খেতে পারেন।
☘️নিয়মিত ৩০-৪০ মিনিট হাঁটুন /হালকা ব্যায়াম করুন।
☘️শরীরে যাতে অতিরিক্ত বাতাস ধুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন।চুইংগাম চাবানো,খুব দ্রুত খাবার খাওয়া, সোডা মিশ্রিত পানীয় ইত্যাদি এড়িয়ে চলুন।
☘️আপনি প্রতিদিন যতটা বাড়তি কার্বোহাইড্রেট জাতীয় (ভাত,রুটি,ব্রেড,ময়দা ইত্যাদি) খাবার খান তার পরিমাণ আপনার চাহিদা অনুযায়ী খান(বেশি কম/ বেশি বাড়তি পরিমাণে নয়)।
☘️নোনতা,চর্বি /বাটার / চিনি যুক্ত খাবার পরিমাণে যথাসম্ভব কম খান।
☘️আপনার ডায়েটে প্রোবায়োটিক্স যুক্ত খাবার যেমন-দই,বাটার মিল্ক,ইডলি( অল্প ঝাল ভাপা/চিতই /মেরা পিঠা/খোলাজা পিঠা),দোসা,সালাদ, বাদাম ভাজা,সবুজ চাটনি ইত্যাদি শামিল করুন।
আমার পরিচিতি ঃ
💖আমি ফারজানা চট্টগ্রামের পশ্চিম খুলশি আবাসিক এলাকা থেকে কাজ করছি, ☘️
☘️হোম মেইড ফুড,
☘️গুঁড়া মসলা,
☘️আমড়া,জলপাই, তেঁতুল,বড়ুই,আম+জাম্বুরার খোসার,চালতা,লেবুর আচার,
☘️সাদা ও বাদামি আটা,
☘️ভাল ঘ্রাণ ও টেস্টের সরিষার তেল, ☘️
☘️বেসন,পেঁয়াজু প্রি-মিক্স,
☘️পিঠা,মিষ্টি, দই(টক দই ও মিষ্টি দই),
☘️রেডি টু কুক চিকেন,
☘️সমুদ্রের ঘাট হতে তাজা ইলিশ ও রুপচাঁদা মাছ,
☘️হোম মেইড টমেটো সস ও টমেটো পিউরি ইত্যাদি নিয়ে,
💖💖💖আমার ফেসবুক পেইজ ☘️☘️"Farzana's Food 21"☘️☘️☘️

☘️☘️☘️এছাড়াও কাজ করছি দেশীয় ব্লক/ বাটিক /প্রিন্টের থ্রি পিছ ও বেড শিট ও শাড়ীর নিয়ে, 🧩🧩🧩

☘️☘️আমার ফেসবুক পেইজ " Farzana's Vogue n Fit-Out"☘️☘️☘️☘️

14/02/2023

“নিউ বেইলী রোডে একবার একটি মজার দৃশ্য দেখলাম। রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে একজন যুবক চা খাচ্ছে। তাকে ঘিরে একদল মানুষ, যারা খুব আগ্রহ নিয়ে যুবকটির চা খাওয়া দেখছে। আমি বিস্মিত হয়ে এগিয়ে গেলাম। দেখি হুমায়ূন ফরীদি। আমার ‘রজনী’ এই জননন্দিত অভিনেতার জন্যে।”

- হুমায়ূন আহমেদ [‘রজনী’(উৎসর্গ পত্র)]

চরিত্রকে ছাপিয়ে সবসময় নিজেকেই চরিত্ররূপে প্রতিষ্ঠা করা শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদির আজ প্রয়াণ দিবস। এগারো বছর আগে বসন্তের প্রথম দিনে এক বুক অভিমান নিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো মেধাদীপ্ত এই মানুষটার জন্য আজও হৃদয়ের গহীনে একটা টান অনুভব করি।

অন্তহীন যে জগতে আপনার বসবাস সেখানে ভালো থাকুন প্রিয় হুমায়ূন ফরীদি। প্রয়াণ আপনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আর অভিবাদন।

13/02/2023

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বার্ড নিয়ে এসেছিল গুগল, কিন্তু প্রথমেই ভুল উত্তরে ১০০ বিলিয়ন ডলার হারালো গুগল!

13/02/2023

মায়াবতী রূপবতী ভাটিয়ারী -চট্টগ্রাম 💚
PC: শাহরিয়ার নাদিম

Want your business to be the top-listed Business in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

❤️এই নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক ভালো ভালো নতুন সারপ্রাইজ ❤️❤️   🌟🌟যাতে আমাদের জীবন ভরে উঠুক সুখে ও আনন্দে...

Category

Telephone

Website

Address


Road 4, West Khulshi, Chattogram
Chittagong
4225

Other In-Home Services in Chittagong (show all)
KNOCK US KNOCK US
Chittagong

Jst Knock me for all brand of ci******es at reasonable prices.

JotoKichu.Com JotoKichu.Com
Chittagong, 4202

At JotoKichu.Com, we have Skilled & Qualified service providers for Shifting Home, Thai-Glass Servicing, E-commerce Delivery, Food For Office, Car For Travel, AC installation & uni...

Khana Bari Khana Bari
6 Mokbul Hossain Lane
Chittagong, 4000

Try to deliver delicious & healthy food

Weight gain shop Weight gain shop
Chittagong, CHITTAGONG

Amadr sokol product amdani/import kora hoi America theke.Amdar Company Onek Food Supplement provide kore Thake.Mainly ,Amader protiti product BSTI (Bangladesh science LAB tasting A...

Nusrat Homemade FOOD Nusrat Homemade FOOD
সবুজভাগ, হালিশহর, চট্রগ্রাম।
Chittagong, 4226

Hi.friends স্বাস্থ্য সম্মত ও মজাদার খাবার ন?

RK Sheba.xyz RK Sheba.xyz
All Chittagong
Chittagong

Bast Homd Development platform সততা সার্ভিস.xyz

Israt's cooking Israt's cooking
Chaktai
Chittagong, 4000

Welcome to the official page of Israt's Cooking. We are committed to serve the best home-made food

AB Home Made Food AB Home Made Food
Chowkbazar
Chittagong, 6

চট্টগ্রাম এ হোম ডেলিভারি দেওয়া হয়।

Apurba Pharmacy Apurba Pharmacy
Chittagong District
Chittagong, 4357

1 প্রাথমিক চিকিৎসা সেবা 2 online pharmacy সেবা এস

মদিনার পাগল আমি মদিনার পাগল আমি
Chittagong, 3461

ইসলামিক ভিডিও

Henna BrownArt by Tania Henna BrownArt by Tania
Chittagong

Assalamualikum Everyone ! Crafting colors is the passion of my life. I love to do henna arts. I try my best to provide beautiful & new designs.Its my official henna page. For book...

Cream n Suger Cream n Suger
Kanondara(R/A)
Chittagong

Welcome to Cream n Suger. All our cakes are homemade made with genuine ingredients.Sweets,cakes,theme cake,cup cake,mini cake etc especially hand decorated to your request. You wil...