Art tv আর্ট টিভি

Art tv আর্ট টিভি

You may also like

Green Online.com
Green Online.com

পেশায় আমি শ্রমজীবী নেশা আমার গান;
লক্ষ আমার দুষ্টের আঘাত শিষ্টের সম্মান।

21/07/2023

এক স্বপ্নদ্রষ্টা তথা, সফল উদ্যোক্তার গল্প-- আমাদের দেশে উদ্যোক্তার বড্ডই অভাব। সবাই আমরা ছুটে চলেছি চাকরির পেছনে। কারণ, উদ্যোক্তা হতে ভয় পাই। ঝুঁকি নিতে চাই না। তাই তো আমাদের দেশে দিন দিন বেকারত্ব জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

যে দেশে উদ্যোক্তা যত বেশি; সেই দেশে বেকারত্ব তত কম। এ বিষয়ে আমাদের শিক্ষিত তথা, সচেতন সমাজকেই এগিয়ে আসতে হবে।

Photos from Art tv আর্ট টিভি's post 19/06/2023

যাঁদের সাথে একটা দিন কথা না বললে, রাতের ঘুমটা ভালো হয় না। তাঁরা হলেন আমার প্রাণ প্রিয় 'বাবা-মা'। পেশাগত কারণে শত শত কিমি দুরে অবস্থান করলেও, মনটা সর্বদাই পড়ে থাকে 'মা-বাবা'র কাছে।

যাদু ঘরে যাক, পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম !
সন্তানের পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনে আগলে থাকুক পৃথিবীর প্রতিটি 'বাবা-মা'।

সকল বাবাদের প্রতি সহস্র শ্রদ্ধা নিবেদন করছি--

19/05/2023

বাংলাদেশ ঔষধ শিল্পে ৬ষ্ট ঔষধ কোম্পানি হিসেবে US FDA APPROVAL পেয়েছে- 'দি একমি ল্যাব লি:' এরই হাত ধরে মার্কিন রাষ্ট্রগুলোতে ঔষধ রপ্তানির জন্য দ্বার উন্মোচিত হলো।

এটি বাংলাদেশ ঔষধ শিল্পের জন্য বিশাল প্রাপ্তির, বিশাল গর্বের এবং আনন্দের ।।

28/04/2023

বাংলা সাহিত্যের অন্যতম তথা, ইসলামিক ধারার অন্যতম কবি গোলাম মোস্তফা। কবি'র স্মৃতি বিজোড়িত বসত ভিটা আজ খুবই অবহেলিত, জর্জরিত। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কবি'র বসত ঘর, ব্যবহৃত আসবাবপত্র বিলুপ্তির উপক্রম---

23/04/2023

কোন ধরণের জমি নেপিয়ার ঘাস চাষের জন্য উপযুক্ত--

03/03/2023

ভাষা দিবসে ফারিয়ার শ্রদ্ধাঞ্জলি-- উপস্থাপনা: এম.এ রাজ্জাক টুটুল

24/02/2023

আমাদের বাড়ির আঙিনার প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগিয়ে আমরা বাহারি সবজি চাষ করে একাধারে যেমন স্বাস্থ্য সম্মত খাদ্য নিশ্চিত করতে পারি। অপরদিকে, সমসাময়িক অর্থনৈতিক মন্দাতে আমরা অর্থ অপচয় (খরচ) রোধ করতে পারি।

প্রিয় বন্ধুগণ,
সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস---

21/01/2023

২০১৪ সনের ১৯ মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকে ঝড়ের কবলে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয় আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন লিমার। বাকি টা করুন ইতিহাস---

13/01/2023

'একমি পরিবারের মিলন মেলা'। কর্মব্যস্ত জীবনে প্রত্যেক মানুষেরই অবকাশ অপরিহার্য ! কেনো না, অবকাশ যাপন আমাদের কর্ম দক্ষতাকে নিঃসন্দেহে আরো বেগবান করে তোলে। তারই ধারাবাহিকতায় একমি ল্যাব. লি: আয়োজন করেছিল- 'একমি পরিবারের মিলন মেলা'।

মহতি এই আয়োজনটি ছিল- একমি পরিবারের সকলের কাছেই অতি স্মরণীয়। ২০২১ সালের ২৫-শে ডিসেম্বরের সেই আনন্দঘন মুহূর্তগুলোকে ধরে রাখতেই আজকের প্রয়াস।

07/01/2023

অনেকেই আছেন, জন্মদাতা পিতা-মাতাকে ভাত-কাপড় দেন না। এমন কি খোজ-খবর পর্যন্ত নেন না। অথচ, পীরের মাজারে বাজার করে বেড়ান--
তাদেরকে নিয়েই আমার এই ছোট্ট নিবেদন।

'আমার গান: প্রথম অন্তরা'--
রচনা কাল: ২০১৭

18/12/2022

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা পরস্পর সম্পর্কে কি ধারণা পোষণ করেন ? জানতে হলে পুরো ভিডিও টি দেখুন।

সম্মানিত মানুষকে সম্মান না করা দোষের কিছু নয়। কিন্তু, তাঁদেরকে অসম্মান করা জঘন্য অপরাধ। হীন ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ।

আসুন মানুষ কে সম্মান করতে শিখি। ভালো মানুষ গুলোকে ভালো বাসতে শিখি।

মহান আল্লাহ পাক আমাদের সকলের সহায়ক হোন।

12/12/2022

'আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন গোষ্ঠীর গরম খবর'- ভিডিও টি নেহাত মজার ছলেই তৈরি করেছি। মূলত, বিনোদনের প্রয়াস থেকেই । প্রিয় বন্ধুগণ, ভিডিও টি ভালো লাগলে শেয়ার কিংবা, কমেন্ট করবেন।

মহান আল্লাহ পাক সর্বদাই আপনাদের সহায়ক হোন।

14/10/2022

চিকিৎসা সেবার সিংহভাগ প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন, পল্লী চিকিৎসকগন। তাঁদের সম্মানে একমি কর্তৃক আয়োজন করে থাকে পিসি কনফারেন্স। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন--

27/08/2022

উদীয়মান কিশোর কুমার ক্ষুদে শিল্পী- সাম্য। ওর কণ্ঠে অসাধারণ দরদ আছে। আছে, চমৎকার রোমান্টিকতা ফুলঝুরি। ওর রক্তে আছে প্রবাহমান সুর ধ্বনির গীতমালা। যতবার শুনি, ততই যেনো ওর কঁচি কণ্ঠের মায়াজালে আটকে যাই। উত্তরোত্তর সাম্যের সাফল্য কামনা করছি---

22/07/2022

গ্রামীণ শিক্ষাঙ্গনে মেয়েদের বহুল জনপ্রিয় একটি খেলা হলো 'দড়ি লাফ' । সেই খেলার অবয়বে ছোট্ট সোনামণিদের চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ফুটে উঠেছে আজকের ভিডিও টির মধ্যদিয়েই। দেখার অনুরোধ রইল।

15/07/2022

পেশাগত কারণে যান্ত্রিক শহরে পড়ে আছি বটে; কিন্ত, মন পড়ে থাকে সেই অজপাড়াগাঁয়। প্রকৃতির নেশায়। তাইতো, গ্রামে যাওয়ার সুযোগ হলেই মেতে উঠি চিরাচরিত সেই দূরন্তপনায়--

07/05/2022

সাবেক এমপি, বর্তমান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, কলেজের অধ্যক্ষ; স্বপরিবারে ট্রেনের লোকাল বগিতে কেনো ? বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন।

দর্শনা (চুয়াডাঙ্গা) থেকে স্বপরিবারে ট্রেনে উঠলাম ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে। কিছু দুর আসার পর চোখ পড়লো সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ভাইয়ের দিকে। ট্রেনের লোকাল বগিতে তিনিও স্বপরিবারে! রীতিমতো খুবই অবাক হলাম! আমার মনের ভিতর অন্যরকম অনুভূতি তাড়না দিতে লাগলো।

বিশেষ দায়িত্ববোধ থেকেই এই কথপোকথন--

19/04/2022

ট্রেনের টিকিটের জন্য 'অনলাইনে রেজিস্টেশন' সম্পর্কে জানতে চান- অনেক পরিচিত জন কিংবা, বন্ধু-বান্ধব। সর্বোচ্চ চেষ্টা করি তাদের পাশে থাকবার জন্য। তার-ই ধারাবাহিকতায় আজকের প্রয়াস।

eticket.railway.gov.bd
আপনার আগামীর যাত্রা শুভ হোক।
অসংখ্য ধন্যবাদ।

18/04/2022

আমের ডালে আছে ঝুলে টক-মিঠা আম
মধুর মাসে যদি পাশে তোমাকে পেতাম !!

16/04/2022
25/03/2022

বাংলাদেশ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ বা ওজিএসবি। বিশেষজ্ঞ পেশাজীবী চিকিৎসকদের এটিই দেশের সবচেয়ে বড় সংগঠন। দেশের মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে এই সংগঠন বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের ১৭ তম এজিএম এবং সায়েন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম রেডিসন ব্লু-র মেজবান হল্এ।

20/11/2021

ভালো মনের মানুষগুলো সর্বদা ভালো কিছু করতে পারুক, এমন প্রত্যাশা বরাবরই। আর, সেই ভালো মনের মানুষগুলোর জন্য কিছু একটা করতে পারাটা ঢেরানন্দের।

যুগে যুগে সেই সকল ভালো মননের মানুষেরা জিতে যাক; জিতে যাবে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা তথা, রাষ্ট্র। সেই প্রত্যাশা অনবরত----

09/11/2021

প্রতিটি মানুষেরই দায়বদ্ধতা থাকা উচিৎ রাষ্ট্র, সমাজ এবং সমাজের মানুষ তথা, ভালো মানুষগুলোর প্রতি। ভালো মানুষের বিজয় মানে-ই সমাজ এবং রাষ্ট্রের বিজয়।

সেই শ্রণির মানুষগুলোর বিজয়ের মধ্যদিয়েই দেশ ও জাতির কল্যাণে তাঁরা এগিয়ে আসুক; সতত এই প্রত্যাশাই রইলো।

02/11/2021

বন্ধুবর মামুন ভাইয়ের সাথে যতই মিশেছি, ততোই যেনো তাঁর বহুমূখী প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি। তিনি একাধারে চিত্র শিল্পী (আর্ট), যন্ত্র শিল্পী(অক্টোপ্যাড বাদক), অভিনয় শিল্পী, এবং কবি। নিজেকে আবার নতুন করে প্রকাশ করলেন, একজন উদীয়মান সঙ্গীত শিল্পী হিসেবে। তাও আবার, বাংলা আধুনিক গানের যুবরাজ খ্যাত আসিফ এর আদলে।
জানিনা, অদূর ভবিষ্যতে নতুন করে কোন্ ধরণের চমক নিয়ে আমাদের সম্মুখে হাজির হন।

বহুমূখী গুণী এই মানুষটির প্রতি রইলো- অগাধ ভালোবাসা এবং আকাশসম শুভকামনা---

29/10/2021

প্রতিটি মানুষেরই দায়বদ্ধতা থাকা উচিৎ রাষ্ট্র, সমাজ এবং সমাজের মানুষ তথা, ভালো মানুষগুলোর প্রতি। ভালো মানুষের বিজয় মানে-ই সমাজ এবং রাষ্ট্রের বিজয়।

সেই শ্রণির মানুষগুলোর বিজয়ের মধ্যদিয়েই দেশ ও জাতির কল্যাণে তাঁরা এগিয়ে আসুক; সতত এই প্রত্যাশাই রইলো।

01/10/2021

মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম উপাদান হলোঃ চিকিৎসা সেবা। সেই চিকিৎসা সেবার সিংহভাগই দিয়ে থাকেন পল্লী চিকিৎসকগণ।

একমি ল্যাব. লিঃ পল্লী চিকিৎসকদের বিশেষ সম্মানে বিভিন্ন সময়ে আয়োজন করে থাকে, পিসি কনফারেন্স। তার-ই ধারাবাহিকতায় আজকের আয়োজন।

09/09/2021
20/08/2021

ভ্রমণ বিলাসী মানুষদের জন্য অতি লোভনীয় পর্যটন কেন্দ্র হলো- বাংলার এভারেস্ট খ্যাত সীতাকুণ্ড / 'চন্দ্রনাথ পাহাড়'। যার, পরতে পরতে আছে নৈসর্গিক অনুভূতির আস্বাদন।

তারই ধারাবাহিকতায়, দীপ্তিময় ভয়ংকর সৌন্দর্যের কিছু তথ্য চিত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম।

বন্ধুগণ,
ত্রুটি-বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এরই সাথে, আপনাদের সুচিন্তিত পরামর্শ ও মুল্যবান মন্তব্য প্রত্যাশা করছি।

আরেকটি কথা,সম্ভব হলে আমার এই 'পেইজটিতে লাইক' দিয়েন।

19/08/2021

প্রিয় বন্ধুগণ, সীতাকুণ্ড পাহাড় বা চন্দ্রনাথ পাহাড় বিজয়ের আদ্যোপান্ত নিয়ে হাজির হচ্ছি, আগামীকাল শুক্রবার বিকেল ৫টায়। লোমহর্ষকপূর্ণ তথ্যচিত্রটি উপভোগের জন্য বিনীত অনুরোধ রইলো।

ভালো থাকুন সর্বদা, সেই কামনাই রইলো।

15/08/2021

চন্দ্রনাথ পাহাড় কিংবা, সীতাকুণ্ড পাহাড়; যার উচ্চতা ১৪০০ ফুট (১২০তলা বিল্ডিং এর সমান)। সেই পাহাড় বিজয়ের লোমহর্ষক গল্প নিয়ে হাজির হচ্ছি- খুব শীঘ্রই
ইনশাআল্লাহ !!

06/08/2021

পাহাড়ি শহর রাঙ্গামাটি। আঁকাবাকা পাহাড়ি রাস্তার অপরূপ মায়াবী সৌন্দর্যে আমরা আবিভূত। সেই অনাবিল সৌন্দর্যের অংশ বিশেষ (সারমর্ম) আপনাদের সম্মুখে উপস্থাপন করবার চেষ্টা করেছি মাত্র।

14/07/2021

কবিতাঃ আত্মবিলাপ। সমসাময়িক ভয়াল পরিস্হিতির মধ্যে মধ্যবিত্ত পরিবারের প্রধানকর্তার আয়-উপার্জনহীন হয়ে পড়া, দুর্বিষহ জীবন যাপনের বাস্তবতাকে আমি কাব্যিকাকারে প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।

সুপ্রিয় বন্ধুগণ,
আত্মবিলাপ কবিতাটি একটি মধ্যবিত্ত পরিবারের আত্ম আর্তনাদই নয়; কাঁদিয়েছে আমাকেও বারংবার----

19/05/2021

#চট্টগ্রাম থেকে #ঝিনাইদাহ্ মোটরসাইকেল অভিযাত্রার আদ্যোপান্ত- (ঈদপূর্ব)🛵🏍🛵

06/05/2021

"বিশ্ব এ্যাজমা দিবস" উপলক্ষে একমি কর্তৃক জনসচেতনতা--

09/04/2021

"বন্ধুরে তোর মন আজো পাইলাম না"। বাসগৃহে #গানে_গানে_নৈশ_আড্ডা। শিল্পীঃ চাষী রমজান,তবলায়ঃ মাহফুজুর রহমান। ক্যামেরার পেছনেঃ এম,এ রাজ্জাক টুটুল।

18/01/2021

কবিতা: #প্রথম_প্রণয়। রচনা ও পরিবেশনায়: এম.এ. রাজ্জাক টুটুল। সুপ্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষী, কবিতা আবৃত্তি করার মত দুঃসাহস আমার খুবই ক্ষীণ। কেনোনা, ইহা একটি কঠিন ও নিক্ষুততম শিল্পকর্ম। 'প্রথম প্রণয়' কবিতাটি আমি আমার মতো করিয়া পাঠ করিয়াছি মাত্র। ভালো কিংবা, মন্দের ভার আমি আপনাদের হস্তে অর্পণ করিলাম।

সবাই ভালো ও সুস্হ থাকিবেন; মহান সৃষ্টিকর্তার অনুকূলে সহস্র সেই প্রার্থনাই রহিলো----

27/12/2020

'মনে যদি তারুণ্য থাকে,বয়স কোনো বাধা নয়।' তারই বহিঃপ্রকাশ ঘটেছিলো সহকর্মীদের #গোবিন্দ_ড্যান্স পরিবেশনের মধ্যদিয়ে। পরিবার চিরতারুণ্যে সর্বদা অবিচল(৪র্থ পর্ব)। 'ফয়েজলেক সিওয়াল্ড' চট্টগ্রাম।

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সফল ড্রাগন চাষী- এম.এ রাজ্জাক টুটুল
US FDA অনুমোদন পেয়েছে 'দি একমি ল্যাব লি:'- এম.এ রাজ্জাক টুটুল
কবি গোলাম মোস্তফা'র বসত ভিটা-- এম এ রাজ্জাক টুটুল
নেপিয়ার ঘাস চাষ- এম.এ রাজ্জাক টুটুল

Category

Telephone

Website

Address


Noapara , Raujan, Chattagram
Chittagong

Other Musicians in Chittagong (show all)
Ahsan Dream music Ahsan Dream music
Chakaria, Cox Bazar
Chittagong

Yahoo Yahoo
Dubair Char
Chittagong

Debashis's Singing Debashis's Singing
Chittagong

Debashis's Singing is a page founded by bengali YouTuber Debashis Bhattacharjee.

Ashik Ashik
Chittagong

Trying to catch the scale of rain ⚡

Sorry Tamanna Sorry Tamanna
Chittagong, 4370

আসসালামু আলাইকুম।

Ama Md mamun Ama Md mamun
Chittagong

hi, this is md.mamunur, i Have a musician song please follow me to get my audio videos everytime.

Md.Sohag Md.Sohag
Chittagong, 4100

সাফল্যের ৩টি শর্তঃ – অন্যের থেকে বেশী জানুন! – অন্যের থেকে বেশী কাজ করুন! – অন্যের থেকে কম আশা করুন!

A***n Khan Lucky 02 A***n Khan Lucky 02
চট্টগ্রাম
Chittagong, 146086

◆❃◆🎲◆❃◆ 🗼⛞🗼 🗼⛞🗼 ●❯───────❮● #A***n Khan Lucky 🔥 ●❯───────❮● 🗼☸🗼 🗼☸🗼 ◇◆◇◇◆◇ ◇◆◇◇◆◇ ☸

Arko Official Arko Official
East Nasirabad, Chattogram
Chittagong, 4200

“A creative artist works on his next composition because he was not satisfied with his previous one.”

Roster Sandeep Roster Sandeep
Chittagong

খারাপের জগতে মোহা রাজা ♔। নারীতে নয় সিগারেটে অশক্ত😊 আমার শহর খুব খারাপ! যানতে এসো না কেঁদে পেলবা

Jayasre devi Jayasre devi
যশোদাময়ী স্কুল রোড ঘোষপাড়া ফান্দাউক নাসিরনগর ব্রাহ্মণবাড়ীয়া
Chittagong

আমি একজন সংগীত প্রিয় মানুষ। আমি আমার গানের সুরে মানুষের মনের আনন্দের অনুভূতিকে সদাজাগ্রত রাখতে চাই।

OVI OVI
Alekhar Char
Chittagong

🥰🥰M💖❤️