BRAC Bank Young Leaders’ Program 2021 Preparation.

A page with a full package of job notification services of all govt. and private jobs. You will get all job circulars and relevant information regularly.

You will also be benefited from this page on your job preparation module.

20/05/2022

আজকে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জন্মভূমির প্রকৃতি (খ) গাছের ছায়া (গ) জন্মভূমির আশ্রয় (ঘ) মায়ের কোল
উত্তরঃ (গ) জন্মভূমির আশ্রয়
২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-
(ক) Birds cry at dawn (খ) Birds sing at dawn
(গ) Birds twitter at dawn (ঘ) Birds shout at dawn
উত্তরঃ (গ) Birds twitter at dawn
৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
(ক) ৯ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৮
উত্তরঃ (গ) ৬
৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
(ক) ১২ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১১
উত্তরঃ (ঘ) ১১
৫। What does CV stand for?
(ক) Curriculum Vitae (খ) Current Value
গ) Curriculam Vitae (ঘ) Curriculum Vites
উত্তরঃ (ক) Curriculum Vitae
৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
(ক) উত্তরা গণভবন (খ) উত্তরবঙ্গ সংসদ ভবন
(গ) গণভবন (ঘ) বঙ্গভবন
উত্তরঃ (ক) উত্তরা গণভবন
৭। A state where all religions are respected_____
(ক) Good state (খ) Secular (গ) Holy country (ঘ) Reactor
উত্তরঃ (খ) Secular
৮। যদি a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?
(ক) 1 (খ) 3abc (গ) abc (ঘ) 0
উত্তরঃ (খ) 3abc
৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
(ক) ৯০ (খ) ৮০ (গ) ৮৫ (ঘ) ৯৫
উ. ঘ
১০। ধ্বনি হলো –
(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ (খ) অর্থবোধক শব্দসমষ্টি
(গ) ভাষার লিখিত রূপ (ঘ) দুটি
উ. ক
২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
(ক) ২০০৯ (খ) ২০১২ (গ) ২০১০ (ঘ) ২০১১
উ. গ
২১। ‘Syntax’ means —.
(ক) Supplementary text (খ) Synchronizing act
(গ) Manner of speech (ঘ) Sentence building
উ.ঘ
২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?
(ক) ১২ (খ) ৮
(গ) ৯ (ঘ) ১০
উ. গ
২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।
(ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন (খ) উদ্ভাবন ও বিজ্ঞান
(গ) ব্যবস্থাপনা ও উন্নয়ন (ঘ) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
উ.ক
২৪। Which of the following is in plural form?
(ক) datum (খ) radius (গ) analysis (ঘ) media
উ.ঘ
২৫। ‘আমরা হিন্দু বা ‍মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-
(ক) কাজী নজরুল ইসলাম (খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উ. গ
২৬। ‘Brain child’ means-
(ক) autistic child (খ) special child
(গ) intelligent person (ঘ) a person’s idea
উ. গ
২৭। A sentence is a group of words that expresses a complete —.
(ক) thought (খ) paragraph
(গ) predicate (ঘ) fragment উ. ক
২৮। To everyone’s surprise he got — the examination.
(ক) over (খ) passed
(গ) through (ঘ) failed
উ.খ
২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
(ক) ২০১৫ (খ) ২০০৮ (গ) ২০১১ (ঘ) ২০১৪
উ. গ
৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
(ক) ৩০ (খ) ১০ (গ) ২০ (ঘ) ২৫
উ. ক
৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
(ক) বনজ সম্পদ (খ) খনিজ সম্পদ
(গ) মৎস্য সম্পদ (ঘ) সমুদ্র সম্পদ
উ. ঘ
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
(ক) ভাওয়াইয়া (খ) বাউল (গ) মুর্শিদি (ঘ) ভাটিয়ালি
উ.খ
৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
(ক) ১৩ (খ) ১৪ (গ) ১৫ (ঘ) ১৬
উ. গ
৪৯। I need to install an …….. Fan in the kichen.
ক) adjust খ) exhaust
গ) exsost ঘ) egzost
উ.খ
৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ইংরেজি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) জার্মানী
উ. ঘ
৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?
(ক) ৮৯ (খ) ৮৮ (গ) ৮৬ (ঘ) ৯২
উ. (ক) ৮৯
৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
(ক) ২৫-৩৫ (খ) ১০-২০ (গ) ২০-৩০ (ঘ) ৩০-৪০
উ. (ঘ) ৩০-৪০
৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
(ক) দিব্যি দেওয়া (খ) আস্কারা পাওয়া
(গ) জ্ঞান দেয়া (ঘ) অঙ্গ বিশেষ
উ. ক
৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে কারকে ৭মী বিভক্তি
(খ) কর্মকারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৫মী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উ. (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৫৫। Man did not know that the earth moves round the sun until it was ………
ক) Invented খ) demonstrated গ) discovered ঘ) experimented
উ. গ) discovered
৫৬। কোন বানানটি শুদ্ধ?
(ক) আধ্যক্ষর (খ) আদ্যাক্ষর
(গ) আদ্যোক্ষ (ঘ) আদ্যক্ষর
উ. (ঘ) আদ্যক্ষর
৫৭। Can you tell me where……………?
(ক) Rahim lives (খ) Rahim does live
(গ) lives Rahim (ঘ) does Rahim live
উ. (ক) Rahim lives
৫৮। The minister told his officials to ………… a press conference.
(ক) prepare (খ) speak (গ) announce (ঘ) arrange
উ. (ঘ) arrange
৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
(ক) ৬ (খ) ৭ (গ) ৪
৭১। ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
(ক) Poland (খ) Sweden (গ) Finland (ঘ) Denmart
উ. (গ) Finland
৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) ক্রিয়া ও অব্যয় (খ) অব্যয় ও ক্রিয়া।
(গ) সর্বনাম ও বিশেষ্য (ঘ) ক্রিয়া ও সর্বনাম
উ. ঘ
৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
(ক) ৫৮ (খ) ৫৩ (গ) ৫৫ (ঘ) ৫৬
উ. ঘ
৭৪। BMI এর পূর্ণরূপ-
ক) Best Medicine of Integration খ) Ballistic Missile Intivate
গ) Body Mass Index ঘ) Bill Measurement Index
উ. গ
৭৫। ‘উইকিপিডিয়া’ কী?
(ক) মুক্ত বিশ্বকোষ (খ) স্মাট ফোন
(গ) উন্মুক্ত সফটওয়্যার (ঘ) ডেটাবেইজ
উ. ক
৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –
(ক) ২০২১-২০২৫ (খ) ২০২৫-২০৩০
(গ) ২০২১-২০৪১ (ঘ) ২০২০-২০২৫
উ. গ
৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
(ক) ৬০ (খ) ৪০ (গ) ৪৮ (ঘ) ৫০
উ. ক
৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?
(ক) ৯৯৯ (খ) ৩৩৩১
(গ) ১০৯০ (ঘ) ১০৯৮
উ. ঘ
৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) ১০ (খ) ১৫
(গ) ১২ (ঘ) ১১
উ.ক
//
সমাধান দিয়েছেন > Md Amran Hossain, সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়

05/02/2022

BYLP তে শেষ ধাপে গিয়ে ছাঁটাই হওয়ার কষ্ট প্রথম প্রেমে ব্রেকআপ হওয়ার কষ্ট থেকেও বেশি।

Photos from BRAC Bank Young Leaders’ Program 2021 Preparation.'s post 05/02/2022

Ongoing Private Bank Job Circular

1- DBBL - MTO
2- BCBL - PO
3- AL ARAFAH - MTO
4- DSE - MTO

26/12/2021
17/12/2021

Believe it or not❤️

09/11/2021

পর্বত থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
নোট - প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা

❖ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি- আন্দিজ পর্বতমালা।
❖ আল্পস পর্বতমালা অবস্থিত- পশ্চিম ইউরােপে।
❖ আল্পস পর্বতমালা যে মহাদেশে অবস্থিত- ইউরােপ।
❖ আন্দিজ পর্বতমালা পৃথিবীর যে মহাদেশে অবস্থিত- দক্ষিণ আমেরিকা।
❖ হিন্দুকুশ দেশে অবস্থিত- আফগানিস্তান।
❖ যে দেশকে হিমালয় কন্যা বলা হয়- নেপাল।
❖ মাউন্ট কিলিমানজারাে অবস্থিত- আফ্রিকা।
❖ ‘গডউইন অস্টিন’ পর্বতশৃঙ্গটি যে পর্বতমালার- কারাকোরাম।
❖ ‘ধবলগিরি’ পর্বত যে দেশে অবস্থিত- নেপাল।
❖ যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে- বেননেভিস।
❖ মাউন্ট ফুজিয়ামা অবস্থিত- জাপান।
❖ Adam's Peak তীর্থস্থানটি অবস্থিত- শ্রীলংকা।
❖ ‘Mount Kinabalu’ যে দেশের পর্বতমালা- মালয়েশিয়া।
❖ মাউন্ট এভারেস্ট অবস্থিত- নেপাল।
❖ সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা- ২৯০৩১.৬৯ ফুট।
❖ এভারেস্ট শৃঙ্গের উচ্চতা- ৮,৮৪৮.৮৬ মিটার।
❖ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়- ১৯৫৩ সালে।
❖ এভারেস্ট শৃঙ্গে আরহণকারী প্রথম ব্যক্তি- এডমন্ড হিলারি।
❖ প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন- জুনকো তাবেঈ।
❖ প্রথম যে ভারতীয় এভারেস্ট শৃঙ্গে আরােহণ করেন- অবতার সিং।
❖ এভারেস্ট জয়ী প্রথম বাঙালি- সত্যব্রত দাম।
❖ বাংলাদেশের যে ব্যক্তি সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন- মুসা ইব্রাহিম।
❖ মুসা ইব্রাহিম খ্যাতি লাভ করে- এভারেস্ট আরোহণে।
❖ বাংলাদেশের মুসা ইব্রাহীম যে তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন- ২৩ মে, ২০১০।
❖ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী- নিশাত মজুমদার।
❖ নিশাত মজুমদার যে তারিখে এভারেস্টের চূড়ায় পা রাখেন- ১৯ মে, ২০১২।
❖ এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশি- এম. এ. মুহিত।
❖ ওয়াসফিয়া নাজরীন যে তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন- ২৬ মে, ২০১২।
❖ ‘টাইগার হিল’ অবস্থিত- দার্জিলিংয়ে।

09/11/2021

# Copied



[updated on Nov -2021]

RATES
* Bank Rate 4.00%
* Repo Rate 4.75%
* Reverse Repo Rate 4.00%
* Special Repo Rate 7.75%

RATIOS

*Cash Reserve Ratio *
* Traditional Banking 4.00%
* Islamic Banking 4.00%
* Deposit Taker NBFI 1.50%
* Non-deposit Taker NBFI - x

*Statutory Liquidity Ratio *
* Traditional Banking 13.00%
* Islamic Banking 5.50%
* Deposit Taker NBFI 5.00%
* Non-deposit Taker NBFI 2.50%


* FY2016-17 : 5.44%
* FY2017-18 : 5.78%
* FY2018-19 : 5.48%
* FY2019-20 : 5.65%
* FY2020-21 : 5.40% - Budgeted Target
*FY 202-22:5.36%

*FY 2021-2022 Actual [point to point basis]:*

* August:5.54%

# GDP-GNI

*GDP Growth Rates:*
* FY2016-17 : 7.28%
* FY2017-18 : 7.86%
* FY2018-19 : 8.15%
* FY2019-20 : 5.24% (provisional)
* FY2020-21 : 7.4% (target, revised)
*FY2021-2022:7.2%(Targeted)

*Sectoral Contribution to GDP [FY 2021-22]

* Agriculture : 13.47%
* Industry : 34.99%
* Service : 51.53%

EXCHANGE RESERVE

As on Sep, 2021 : US$ 46.19 billion. (changes everyday)

-BANK WEIGHTED AVG. CALL-MONEY RATE

As on 04 Nov, 2021 : 2.33% (changes everyday)

-BANK BDT-USD EXCHANGE RATE

As on 07 Nov : 85.75 (changes everyday)

REMITTANCES RECEIVED

*Monthly Remittance Inflows: *
* Oct, 2021:1646.76 million US dollar

*Last Four Years' Statistics:*
----------------------
*FY2020-21:US 24.77 Billion.
* FY 2019-20 : US$ 18.21 billion
* FY 2018-19 : US$ 16.42 billion
* FY 2017-18 : US$ 14.98 billion
* FY 2016-17 : US$ 12.77 billion

Latest Bank: CITIZENS BANK PLC (15/12/2020)

Latest NBFI: Strategic Finance and Investments Limited (19/03/2020)

`SOURCES: WEBSITES OF BB AND BBS`

- MD MUTAHAR
[JANATA BANK LTD. SO]

1.bp.blogspot.com 06/11/2021

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (বাংলাদেশ) তে জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি- ২০/১১
Deadline: 20 Nov 2021



https://1.bp.blogspot.com/-2gz24c8JJnY/YYanKD_QovI/AAAAAAABOFc/51Rxaqau944d3YZ1376gwxAc-FGo4Dd0gCLcBGAsYHQ/s2093/State%2BBank%2Bof%2BIndia.png

Download Circular


Apply Online: https://hotjobs.bdjobs.com/jobs/sbi/sbi5.html

1.bp.blogspot.com

06/11/2021

ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO) পদে পদ্মা ব্যাংক লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি
Deadline: 30 Nov 2021

04/11/2021

♦♦♦'দ্য প্রমিস' উপন্যাসের জন্য ২০২১ সালের বুকার পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার লেখক ড্যামন গ্যালগাট।


✔এর আগে ২০০৩ ও ২০১০ সালে বুকারের জন্য মনোনয়ন পেয়েছিলেন গ্যালগেট। কিন্তু, এবারই প্রথম তিনি পেলেন সম্মানজনক এই পুরষ্কার।
'দ্য প্রমিস' উপন্যাসের কাহিনী শুরু হয় ১৯৮৬ সালে। বইয়ে এক শ্বেতাঙ্গ কৃষক পরিবারের ৪ দশকের কাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে।

04/11/2021

♦♦♦সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

✔নেদারল্যান্ডসের দ্য হেগে ফ্রি প্রেস আনলিমিটেড সেরা অদম্য সাংবাদিক বা 'মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট' শ্রেণিতে রোজিনাকে এই পুরস্কার প্রদান করে।
রোজিনা ইসলাম ছাড়াও ভারতীয় সাংবাদিক ভাট বুরহান বছরের সেরা নবাগত সাংবাদিক হিসেবে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন।
নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা 'ফ্রি প্রেস আনলিমিটেড' এই পুরস্কারটি প্রদান করে।

05/10/2021

Give your answer 👇

✅ Fact: Standard Bank psychometric test.

04/10/2021

আইএফআইসি ব্যাংক লিমিটেড–এ 'ট্রানজেকশন সার্ভিস অফিসার' পদে নিয়োগ চলছে।
আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২১।
আবেদন করতে ক্লিক করুন : https://career.ificbankbd.com/
নিয়োগ সম্পর্কিত যেকোনো প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে
যোগাযোগ করুন – [email protected]

Search jobs- also govt., newspaper job, post resume & apply online 02/10/2021

প্রাণ গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ট্রেইনি ইঞ্জিনিয়ার/ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন

পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার/ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই/মেকানিক্যাল/আইপিই, ফুড, কেমিক্যাল
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২২-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২১

Search jobs- also govt., newspaper job, post resume & apply online Search jobs - admin,government jobs,teacher,bank,engineer,mechanical,civil,part time jobs, secretary,programmer,accounting,marketing & sales,newspaper jobs.

28/09/2021

Notice for Print/Download Admit card and Schedule of MCQ Test for the post of 'Senior Officer(General)' (Year-2019) of Probashi Kallayan Bank

Admit: https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

27/09/2021

♦♦♦ইউরোপের প্রথম দেশ হিসেবে পার্লামেন্টে পুরুষের চেয়ে বেশি নারী এমপি নির্বাচিত হয়েছে আইসল্যান্ডে।
২৭ সেপ্টেম্বর ২০২১

✔দেশটির পার্লামেন্টের ৬৩টি আসনের মধ্যে ৩৩টি আসনে নারী এমপি নির্বাচিত হয়েছেন।
✔এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে ২৪ জন নারী এমপি নির্বাচিত হয়েছিলেন।
✔মার্চ মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী গত ১২ বছর ধরে বিশ্বে লিঙ্গ সমতার শীর্ষ দেশ আইসল্যান্ড।

27/09/2021

♦♦♦জাপানের নিকন আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের দুই ছবি - শাহরিয়ার আমিন ও শাহেদুল ইসলাম
২৭ সেপ্টেম্বর ২০২১

✔জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান নিকন করপোরেশন আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশি দুই তরুণের তোলা ছবি বিজয়ী হয়েছে।
✪শাহরিয়ার আমিনের ছবিটির শিরোনাম ‘কারওয়ান বাজার’।
✪বিশেষ উৎসাহ পাওয়া শাহেদুল ইসলামের ছবির শিরোনাম ‘চাইল্ড জকি’। মূলত ঘোড়দৌড়ের একটি দৃশ্য।

25/09/2021

ব্র্যাকের সাইকোমেট্রিক টেস্টের জন্য যারা সিলেক্ট হয়েছেন সবাইকে অভিনন্দন। কয়েকজন সাইকোমেট্রিক টেস্ট সম্পর্কে জানতে চেয়েছেন দেখলাম। যদিও আমি ব্র্যাকের সাইকোমেট্রিক টেস্ট দেই নি কখনও তবুও কয়েকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর ট্রাস্ট ব্যাংকের সাইকোমেট্রিক টেস্ট এর আলোকে কিছু অভিজ্ঞতা তুলে ধরতে চাচ্ছি। হয়তো কারও কাজে লেগে গেলেও লাগতে পারে।
১। সাইকোমেট্রিক টেস্টটা দিয়ে আসলে একজন মানুষের সাইকোলজি কেমন মানে কোন পরিস্থতিতে তার আচরন কেমন হয়, কোন বিপদবস্থা বা প্রতিকুলতা তিনি কিভাবে সামলে নেন, তার মেজাজ কেমন, অন্যদের সাথে পরিস্থিতি অনুযায়ী আচরন কেমন, কত দ্রুত তিনি কোন ডিসিশন নিতে পারেন, কত দ্রুত তিনি ম্যাথ/এনালিটিক্যাল এবিলিটি সলভ করতে পারেন, তার সফলতা বা গুন কি কি, সীমাবদ্ধতা কি কি, তিনি নিজেকে কতটুকু জানেন বা বুঝেন ইত্যাদি পরিমাপ করা হয়। আমরা অনেক সময় বিভিন্ন সাইকোলজিক্যাল প্রশ্নমালার উত্তর দিয়ে মোট পয়েন্ট কত হয় তা দিয়ে নিজেদের আচরন (শান্ত/ মধ্যম/ রাগী) নির্নয় করে থাকি। এখানেও ব্যাপারটা আসলে এমনই। ব্যাংক ম্যানেজম্যান্ট দেখতে চায় তারা যে এমপ্লয়িদের নিয়োগ দিবেন তাদের আচরন আসলে কেমন বা তাদের ব্যাংকিং কালচারের সাথে ক্যান্ডিডেটদের আচরনে সামঞ্জস্য আছে কিনা।
২। মূলত কিছু বছর আগেও শুধু মেধার ভিত্তিতে প্রাইভেট ব্যাংকগুলো নিয়োগ নিত। কিন্তু প্রায় বেশ কিছু সময় দেখা গেল প্রচন্ড মেধাবী হয়েও বদমেজাজের কারনে ব্যাংকগুলোর ম্যানেজম্যান্টকে কিছু কিছু এমপ্লয়িদের নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। প্রমোশন নিয়ে/ কলিগদের আচরন নিয়ে/ অফিসের বসের সিদ্ধান্ত নিয়ে/ জটিল পরিস্থিতিতে আচরন নিয়ে বেশ সমস্যা অহরহই পোহাতে হয় প্রাইভেট ব্যাংকের এইচআর এবং ম্যানেজম্যান্টকে। এই ধরনের জটিলতা যাতে কমে আসে সেই জন্যই এখনকার চালু করা এই সাইকোমেট্রিক টেস্ট। এবং সারাবিশ্বেই প্রতিষ্ঠানের সংস্কৃতি অক্ষুন্ন রাখতে এই টেস্টের সফলতাও অনেক।
৩। একটি সাধারন ব্যাংক আসলে চায় তার এমপ্লয়ি প্রচন্ড সৎ হোক, স্মার্ট হোক, যে কোন বিষয়ে দ্রুত ডিসিশন নিতে পারুক, খুব ঠান্ডা মেজাজ এর হোক, কলিগদের সাথে আচরন সৌহার্দপূর্ণ রাখুক, বসদের যে কোন ডিসিশন সম্মান করুক, প্রতিষ্ঠানের কল্যানে যে কোন পরিস্থতিকে নিজেকে মানিয়ে নিতে পারুক, অনেক গুলো কাজ একসাথে করতে পারুক এবং এমপ্লয়ির মস্তিষ্ক যাতে পুরোপুরিভাবে সক্ষম হোক। এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে সাইকোমেট্রিক টেস্টে আন্সার করতে হয়।
৪। সাধারনত সাইকোমেট্রিক টেস্ট ধাপে ধাপে হয়ে থাকে। এই ধাপগুলো হতে পারে নিম্নরূপ -
abstract reasoning
verbal reasoning
numerical reasoning
situational judgment
error checking
color coding

৫। ট্রাস্ট ব্যাংকের সাইকোমেট্রিক টেস্টের অভিজ্ঞতা থেকে বলছি -
এখানে আমাদের পরপর ৬ টি বা ৭ টি টেস্ট নেওয়া হয়েছিল। প্রথম পাঁচটি টেস্ট ছিল ২০ মার্ক এর এবং সময় ছিল ২০ মিনিট কর। শুধু শেষের দুটি টেস্টের জন্য ৩০-৪০ মিনিট দেওয়া হয়েছিল আর মার্কিং টাও যতদূর মনে পড়ে ৩০ করে ছিল। একটি টেস্ট শেষ হওয়ার পর আরেকটি টেস্টের প্রশ্ন দেওয়া হত।
১ম টেস্টটি ছিল ৪০ টি প্রশ্নের। প্রত্যেকটি প্রশ্নে ৩টি অথবা ৪টি অপশন ছিল। এখানে কোন সঠিক উত্তর ছিল না। সবগুলোই সঠিক, যে যেটা সিলেক্ট করে। যেমন - আপনি খুব আনন্দিত হলে - চিৎকার দিয়ে উঠেন/উচ্চ স্বরে হাসেন/ মুচকি হাসেন/মনে মনেই রাখেন, অথবা, কোন ক্লায়েন্ট খুব বিরক্ত করলে আপনি কি করেন - ধমক দেন/ ক্লায়েন্টকে পরে আসতে বলেন/ বিরক্তি নিয়ে সার্ভিস দেন/ হাসি মুখে সার্ভিস দিয়ে ক্লায়েন্টকে বিদায় করেন ইত্যাদি। এখানে মূলত রক্ষনশীল উত্তরগুলো সিলেক্ট করাই উচিত যাতে আপনার শান্তমেজাজের, ভদ্র, সৎ, স্বাভাবিক আচরন ফুটে উঠে।
২য়, ৩য়, ৪র্থ, ৫ম টেস্ট ছিল ম্যাথমেটিক্স, ইংলিশ, এনালিটিক্যাল এবিলিটি, গ্রাফিক্যাল/ভিজুয়াল এবিলিটি এর উপরে। এগুলো এমসিকিউ আকারের ছিল। প্রত্যেকটি প্রশ্নে ৪ টি অপশন ছিল যার মধ্যে একটি মাত্রই সঠিক উত্তর ছিল। নরমাল যে প্রিলি এক্সামের মতোই ছিল। তবে টাইম খুব কম থাকায় প্রেশার ছিল অনেক বেশী।
৬ষ্ঠ টেস্ট ছিল বাংলায় আর ৭ম টেস্ট ছিল ইংলিশে কিছু সিচুয়েশন বেজড প্রশ্ন। এখানে কোন অপশন ছিল না মানে লিখিত ছিল। প্রশ্নগুলো ছিল এমন - আপনার জীবনে একটি সফলতার ঘটনা বলুন, আপনার গুনগুলো কি কি, আপনার সীমাবদ্ধতা কি কি, এমন একটি ঘটনা বলুন যেটা আপনার জীবনের সবচেয়ে কষ্টের বা দুঃখের এবং কিভাবে আপনি এই কষ্ট কাটিয়ে উঠেছেন, আপনার জীবনের সবচাইতে স্ট্রাগলের সময়টার কথা লিখুন, ইসলাম ধর্মে যে সুদ হারাম আপনি এটাকে কিভাবে দেখেন, কর্মক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহন মূল্যায়ন করুন, ধরুন আপনার প্রমোশন হওয়ার সময় কোন একজন কলিগের অভিযোগে প্রমোশন পিছিয়ে গেলে আ[পনি কি করবেন, ধরুন আপনার হাতে অনেক কাজ থাকার সময়ে একজন কলিগ তার কাজটি জরুরি ভিত্তিতে করে দিতে বললে কি করবেন, ধরুন আপনার মা অসুস্থবস্থায় হাসপাতালে নেওয়ার সময় অফিসের জরুরই কাজে ডাক পড়লে কি করবেন ইত্যাদি ইত্যাদি। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য খুব কম স্পেস দেওয়া ছিল এবং দু তিন লাইনেই আন্সার করা ছাড়া উপায় ছিল না।
৬। এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাইকোমেট্রিক টেস্টে - একটা বড় চিত্র হতে কি কি দেখতে পাই তা লিখতে বলা হয়েছিল, একটা ঝাপসা ছবির মূল ফোকাস পয়েন্ট লিখতে বলা হয়েছিল, টাইপিং স্পিড নেওয়া হয়েছিল, কালার কোডিং করতে দেওয়া হয়েছিল।
৭। সবশেষে সাইকোমেট্রিক টেস্ট আসলে খুব কম সময়ে কতটা বিচক্ষনতার সাথে আন্সার করা যায় সেরকমই একটা পরীক্ষা। অনেকটা আইকিও টেস্ট ও বলা চলে। ইউটিউবে ও ওয়েবেও সাইকোমেট্রিক টেস্টের অনেক এক্সাম্পল আছে। আশা করি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে গেলে সহজেই ভাল করা যাবে। সকলের জন্য শুভকামনা।

Credit: Farian Tahrim Viki

21/09/2021

https://www.facebook.com/108587598222124/posts/115389850875232/

স্নাতক পাসে ব্যাংক এশিয়ায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

স্নাতক পাসে ব্যাংক এশিয়ায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ব্যাংক এশিয়া সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- ব্যাংক এশিয়া লিমিটেড

পদের নাম- ম্যানেজমেন্ট ট্রেইনি

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদন যোগ্যতা

১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।

২। সিজিপিএ ৪ এর মধ্যে ৩ পয়েন্ট ও সিজিপিএ ৫ এর মধ্যে ৪ পয়েন্ট থাকতে হবে।

৩। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

৪। কাজের প্রতি একাগ্রতা থাকতে হবে।

৫। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৬। দেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

৭। বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে

আগ্রহীরা https://www.bankasia-bd.com/about/career এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন আলোচনা সাপেক্ষে

২। ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদনের শেষ তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২১

Courtesy: https://www.facebook.com/groups/996552257832189/?ref=share

20/09/2021

Google CEO Sundar Pichai
(He gave a speech in only 60 seconds) He said:

Imagine life is a game of 5 balls that you manipulate in the air trying not to fall these balls. One of them is rubber, and the rest is glass.

The five balls are:
Work, family, health, friends, soul.

It will not be long before you realize that (work) is a rubber ball. Whenever you fall, you will jump again, while the other balls are made of glass. If one of them falls, it will not return to its previous form.

It will either be damaged, bruised, cracked or even scattered.

You have to be aware of that and strive for it.

Manage your work efficiently during working hours, take the time to be assured of your sincerity, give the necessary time to your family and friends, take appropriate rest, and take care of your health. If you are gone, it isn't easy to return as it was.

20/09/2021

যে সাত কারণে ইভ্যালি ধ্বংসের মুখে
শওকত হোসেন, ঢাকা
চার্লস পঞ্জির পুরো নাম পিয়েত্রো জিওভানি গুজলিয়েলমো তেবালদো পঞ্জি। ‘ফিন্যান্সিয়াল জিনিয়াস’ এই চার্লস পঞ্জিকে ধন্যবাদ দিতেই হয়। বিশেষ করে লোভ দেখিয়ে আর্থিক জালিয়াতির যেকোনো ঘটনাকেই এখন অনায়াসে পঞ্জি বা পুঞ্জি স্কিম নাম দেওয়া যায়।
চার্লস পঞ্জির জন্ম ১৮৮২ সালের ৩ মার্চ, ইতালির লুগোতে। মাত্র আড়াই ডলার পকেটে নিয়ে চার্লস পঞ্জি ১৯০৩ সালের ১৫ নভেম্বর বোস্টনে এসেছিলেন। কিন্তু ভাগ্য পরিবর্তন করতে না পেরে কানাডায় চলে গিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছিলেন ১৯১১ সালে। শুরুতে অবৈধ ইতালিয়ানদের সীমান্ত পার করার কাজ করতেন। এ জন্য দুই মাসের জেলও খাটেন। এরপরই আর্থিক খাতে নতুন ইতিহাসের জন্ম দেন চার্লস পঞ্জি। মূলত ইন্টারন্যাশনাল রিপ্লাই কুপন (আইআরসি) বা একধরনের ডাক মাশুল দিয়েই তার প্রলোভনের ব্যবসা শুরু হয়েছিল। ঘোষণা দেন যে কেউ তাঁর ব্যবসায় বিনিয়োগ করলে ৯০ দিনের মধ্যে মূলধন দ্বিগুণ হারে ফেরত দেওয়া হবে। একপর্যায়ে তিনি ‘সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানি’ নামে একটি কোম্পানিও খুলেছিলেন। এ জন্য তিনি অসংখ্য এজেন্ট নিয়োগ দেন। এজেন্টরা বিনিয়োগ আনতে পারলে প্রতি ডলারে আকর্ষণীয় কমিশন দেওয়া হতো। এ সময় মানুষজন সর্বস্ব বিনিয়োগ করেন, এমনকি মুনাফা না তুলে পুনর্বিনিয়োগও করেন।
পঞ্জির এই ব্যবসা আসলে লাভজনক ছিল না। যেহেতু অর্থ আসছিল, তাই কেউ কেউ অর্থ ফেরত পাচ্ছিলেন। ১০ জনের কাছ থেকে অর্থ নিয়ে একজনকে ফেরত দেওয়ার এই পদ্ধতির মাধ্যমে রাজার হালেই দিন কাটাচ্ছিলেন চার্লস পঞ্জি। তবে কিছু মানুষের মধ্যে সন্দেহ ঢুকে পড়ে। বোস্টন পোস্ট পত্রিকা শুরুতে পক্ষে থাকলেও তারাই আবার পঞ্জির ব্যবসার ধরন নিয়ে প্রশ্ন তোলে। সরকারও তদন্ত চালায়। এরপরই শুরু হয় পঞ্জির ব্যবসায় ধস। চার্লস পঞ্জি নিজেই পুলিশের কাছে ধরা দেন। কিন্তু শেষ জীবনটি তাঁর ভালো যায়নি। অর্থকষ্ট তো ছিলই, একসময় অন্ধও হয়ে যান। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় ১৯৪৯ সালের ১৮ জানুয়ারি মারা যান তিনি।
বাংলাদেশে পঞ্জি ব্যবসা
সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) ও ইসলামিক ট্রেড অ্যান্ড কমার্স লিমিটেড (আইটিসিএল) ছিল নব্বইয়ের দশকের পঞ্জি ব্যবসা। শুরু হয়েছিল টাঙ্গাইলের থেকে। মূলত উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতিষ্ঠান দুটি গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছিল। ১৯৯৬ সাল থেকে আইটিসিএল অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালালেও বাংলাদেশ ব্যাংক তাদের নিষিদ্ধ করে ২০০২ সালে এসে। তত দিনে সর্বস্বান্ত হাজার হাজার গ্রাহক। এর প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন সিরাজী তখন থেকে পলাতক থাকলেও ধরা পড়েছিলেন ২০১৭ সালে।
আইটিসিএলের পরেই যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) উত্থান। যুবকের নিবন্ধনও নেওয়া হয় ১৯৯৬ সালে। তারাও নানা প্রলোভন দেখিয়ে জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে ২০০৬ সাল পর্যন্ত। ২০০৬ সালেই বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র। এরপর যুবক বিষয়ে ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে একটি কমিশন (প্রথম কমিশন) গঠন করেও তেমন লাভ হয়নি। অর্থ ফেরত পাননি এর গ্রাহকেরা। সর্বশেষ হিসাবে যুবকের ৩ লাখ ৩ হাজার ৭৩৯ ক্ষতিগ্রস্ত গ্রাহকের পাওনা ছিল ২ হাজার ৫৮৮ কোটি ১১ লাখ টাকা।
যুবক যেতে না যেতেই আবির্ভাব ডেসটিনিটির, আরেক পঞ্জি স্কিম। তারা নানা প্রলোভন দেখিয়ে সংগ্রহ করে প্রায় চার হাজার কোটি টাকা। তাদের কার্যক্রম অবাধে চলে ২০১২ সাল পর্যন্ত। এর গ্রাহক ছিল প্রায় ৪০ লাখ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও অর্থ কেউ ফেরত পাননি। বড় বড় এ রকম কিছু নামের বাইরেও ইউনিপের মতো আরও কিছু প্রতিষ্ঠানের নামও জড়িয়ে আছে পঞ্জি স্কিমের সঙ্গে। এরা সবাই মূলত বহু স্তরের বিপণন বা মাল্টি লেবেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি। পৃথিবীর বহু দেশেই এমএলএম কোম্পানি নিষিদ্ধ।
ইভ্যালি কি পঞ্জি স্কিম ?
ডেসটিনির বিরুদ্ধে একধরনের আইনি ব্যবস্থা নেওয়ার পর দেশে পঞ্জি স্কিম বন্ধ হয়ে গেছে, তা বলা যাবে না। এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে ছোট–বড় নানা ধরনের কোম্পানি গড়ে উঠেছে, প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে ভেগেও গেছে। এর মধ্যে পরিবর্তনও ঘটে গেছে অনেক কিছুর। স্মার্টফোন, ইন্টারনেট ও ফেসবুকের প্রসার মানুষের অনেক পুরোনো অভ্যাস বদলে দিয়েছে। অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হতে শুরু করেছে। আর এ সময়েই ইভ্যালির আবির্ভাব।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শুরু ২০১৮ সালের ১৬ ডিসেম্বর। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ডায়াপার ব্যবসা শুরু করেছিলেন। তারপর শুরু করেন ইভ্যালি। আর দুই বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি দেশের সবচেয়ে ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়। ইভ্যালির সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ই-কমার্সকে শহরের বাইরে গ্রামগঞ্জে নিয়ে যাওয়া।
অতি দ্রুত ইভ্যালির গ্রাহকসংখ্যা বৃদ্ধির রহস্য কী? মূলত ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি করার কাজটিই করেছে ইভ্যালি। এতে মাঝপথের খরচটা কমিয়ে আনা সম্ভব হয়, কম দামেও পণ্য দেওয়া যায়। গ্রাহক বাড়াতে অবশ্য অকিরিক্ত কম দামেই পণ্য বিক্রি করেছে ইভ্যালি। আর এই ‘ডিসকাউন্ট’-এর প্রলোভনই ছিল বিপুলসংখ্যক গ্রাহক তৈরির মূল সূত্র ।
আসলে ইভ্যালির ব্যবসা মডেলটি ছিলো ‘মানুষের লোভ’। আর এখানেই ইভ্যালির মিল অন্যান্য পঞ্জি স্কিমের সঙ্গে। প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে অর্থ নিয়ে অল্প কয়েকজনকে দেওয়ার ব্যবসা আদতে পঞ্জি স্কিমের বেশি কিছু নয়।
যে কারণে ধ্বংসের পথে ইভ্যালি
১. মো. রাসেল শুরু থেকেই ব্যবসা মডেল হিসেবে বিশ্বের দুই প্রধান ই–কমার্স প্রতিষ্ঠান আমাজন ও আলিবাবার কথা বলে আসছিলেন। কিন্তু আদতে তিনি অনুসরণ করেছেন চীনের কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানকে। এর মধ্যে অন্যতম হচ্ছে পিনডুয়োডুয়ো। পিনডুয়োডুয়ো মূলত সোশ্যাল কমার্স। সামাজিক মাধ্যমে গ্রুপ তৈরি করে পণ্য বিক্রির মডেলটা তাদেরই।
মো. রাসেল পিনডুয়োডুয়োকে অনুসরণ করেছেন ঠিকই, তবে সেবার মান বৃদ্ধি বা গ্রাহক সন্তুষ্টির দিকে কোনো নজর ছিল না। বরং পুরো আগ্রহ ছিল যেনতেনভাবে গ্রাহকসংখ্যা বাড়ানোর দিকে। এ জন্য ‘ডিসকাউন্ট’–এর নামে নানা প্রলোভন দেখান তিনি। এতে বিপুলসংখ্যক গ্রাহক পেলেও তাদের সামলানোর রীতি তিনি কখনোই চর্চা করেননি। আদতে মো. রাসেলের ইভ্যালি ছিল এমএলএম পদ্ধতিরই আরেক রূপ, ঠিক যেন যুবক-ডেসটিনির ‘ই-কমার্স সংস্করণ’।
২. চীনের উদ্যোক্তা কলিন হুয়াং পিনডুয়োডুয়ো প্রতিষ্ঠার আগে তথ্য প্রযুক্তি, সামাজিক মাধ্যম ও ই-কমার্স বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করে তারপরই এ ব্যবসায় এসেছিলেন। পিনডুয়োডুয়ো প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর আগে চার সিরিজের বিনিয়োগ পায় প্রতিষ্ঠানটি। পরপর চার সিরিজ বিনিয়োগ পাওয়ার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার কাজটি সহজ নয়। পিনডুয়োডুয়োর পক্ষে কাজটি সহজ হয়েছে। কারণ, তাদের হিসাবপত্রে কোনো গোঁজামিল ছিল না, হিসাব পদ্ধতি ছিল সহজ ও স্বচ্ছে এবং ব্যবসায়িক মডেল আকর্ষণীয়।
প্রতিষ্ঠিত দেশি বা বিদেশি বিনিয়োগ পেতে হলে ব্যবসায়িক কাঠামো, হিসাবপত্রের স্বচ্ছতা এবং গুডউইল বা সুনাম খুব জরুরি। ঠিক এখানেই ঘাটতি ইভ্যালির। এ কারণেই ৫০ লাখ গ্রাহক, বিপুল অর্ডার, প্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পণ্য বিক্রির চুক্তি থাকলেও কোনো বিনিয়োগকারী খুঁজে পায়নি ইভ্যালি। সুতরাং মো. রাসেলের আক্রমণাত্মক ব্যবসায়িক পদ্ধতির পেছনে বিনিয়োগ আকৃষ্ট করাকে প্রধান কারণ বলে যাঁরা মনে করেন, তাঁদের যুক্তি বেশ দুর্বল। এই পথে কখনোই কোনো ভালো বিনিয়োগকারী এগিয়ে আসবেন না। এমনকি সঠিক নিরীক্ষা না থাকায় বিনিয়োগ সিদ্ধান্ত থেকে সরে গেছে যমুনার মতো গ্রুপও।
৩. ২০১৮ সালের ১৬ ডিসেম্বরে কাজ শুরুর পরের প্রায় দুই বছর নির্বিঘ্নে ব্যবসা সম্প্রসারণ করেছে ইভ্যালি। তবে এর মধ্যেই গ্রাহক অসন্তোষও পাল্লা দিয়ে বাড়ছিল। মো. রাসেল নিয়মিত ফেসবুক লাইভে আসতেন। সে সময় পণ্য না পাওয়ার অসংখ্য মন্তব্য আসতো। অবিশ্বাস্য কম দামে পণ্য বিক্রি নিয়েও সন্দেহ বাড়ছিল বিভিন্ন মহলে। আবার নাটক, সিনেমা, খেলাসহ এমন কোনো অনুষ্ঠান ছিল না, যেখানে ইভ্যালির আর্থিক পৃষ্ঠপোষকতা ছিল না। এ সময় ইভ্যালির ব্যবসায়িক পদ্ধতির দুর্বলতা নিয়ে গণমাধ্যমেও আলোচনা শুরু হয়। তবে নানা অনুষ্ঠান পৃষ্ঠপোষক হয়ে কিছু ব্যক্তিকে খুশী রাখার এই পদ্ধতিও আরেক পুঞ্জি কোম্পানি ডেসটিনির কাছ থেকেই শেখা।
২০২০ সালের ২৪ আগস্ট প্রথম আলোয় ছাপা হওয়া সংবাদের শিরোনাম ছিল ‘ডিজিটাল ব্যবসার নতুন ফাঁদ ইভ্যালি’। এরপরই যুগ্ম সচিব আবদুছ সামাদ আল আজাদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে (আরজেএসসি) চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর ২৭ আগস্ট ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের ব্যাংক হিসাব এক মাসের জন্য স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
কিন্তু তখনও ইভ্যালি সতর্ক না হয়ে উল্টো রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কাছে ধরনা দেয়। তাতে প্রাথমিকভাবে সফলও হয়। এর এক মাস পরে বিএফআইইউ ইভ্যালির জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেয়। ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) ইভ্যালি নিয়ে জানতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করলেও তাদের দেওয়া প্রতিবেদনও আড়ালে চলে যায়। এসময় মো. রাসেল কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন। অথচ তখন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না নিয়ে ব্যবসা ঠিকঠাক চালানোর দিকে নজর দিলে বর্তমান পরিস্থিতি হয়তো এড়াতে পারত ইভ্যালি।
৪. ব্যবসা বাড়াতে সুনাম বাড়ানো বা ধরে রাখা একটি অপরিহার্য উপাদান। গ্রাহক অসন্তোষ সবসময়ই সুনাম নষ্ট করে দেয়। ইভ্যালি সুনাম উদ্ধারে এসময় ভিন্ন পথ অবলম্বন করে। তাহসান ও মিথিলার মতো তারকাদের ‘ফেস অব ইভ্যালি’ হিসেবে ঘোষণা দেওয়া হয়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তৈরি সিনেমায় আর্থিক সহায়তা করে, বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়, সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও টাকা ঢালতে থাকে। ইক্যাবের নানা অনুষ্ঠানেরও পৃষ্ঠপোষক হয় তারা। মন্ত্রীদের নিয়েও বিভিন্ন অনুষ্ঠান করে ইভ্যালি। সব মিলিয়ে গ্রাহক ছাড়া অন্য সব মহলকে খুশি রাখার এসব কর্মকাণ্ডে অনেক বেশি অর্থ খরচ করেছে তারা। এতে আরও গ্রাহক এসেছে ঠিকই, তাতে বিপদও বেড়েছে। কেননা, আয় বা মুনাফা থেকে এই অর্থ ব্যয় করা হয়নি। গ্রাহকেরা পণ্য কিনতে অর্থ দিয়েছেন, আর সেই অর্থই ব্যয় হয়েছে ভিন্ন ভিন্ন পথে।
৫. দায় আছে সংশ্লিষ্ট সবব সরকারি সংস্থারও। ২০২০ সালের আগস্টে একাধিক কমিটি গঠন করেও ধীরে চলো নীতি গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আবার এক মাসের মধ্যে জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়ার বার্তাটিও ছিল পরিষ্কার। ছাড় না দিয়ে তখন নিয়মতান্ত্রিক পথে ইভ্যালিকে নিয়ে যেতে পারলে সব মহলই উপকৃত হতো। মাত্র এক কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি যখন গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা নেয়, তখন এর বিপজ্জনক দিকটি আগেই কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসা উচিত ছিল।
২০২০ সালের ২৪ আগস্ট প্রথম আলোতে ছাপা হওয়া সংবাদে কোম্পানি আইন নিয়ে কাজ করা আইনজীবী তানজীব-উল-আলম বলেছিলেন, ‘ইভ্যালির কার্যক্রমের ধরন অনেকটা এমএলএম কোম্পানির মতো। এমএলএম কোম্পানিগুলোর প্রতারণার চিত্র দেখার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ইভ্যালিও তা–ই করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এখানে মানি লন্ডারিং হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দেখতে পারে।’ এই উপদেশটি শুনলে তখনই অনেক সমস্যার সমাধান করা যেত।
৬. যেকোনো ব্যবসা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নগদ অর্থপ্রবাহের। ক্যাশ ফ্লো বা নগদ অর্থপ্রবাহে টান পড়লে সেই কোম্পানি আর এগিয়ে যেতে পারে না। ইভ্যালির সমস্যা এখানেই। গ্রাহকদের অর্থ ভিন্ন খাতে ব্যয় করার কারণেই মো. রাসেলের হাতে তেমন অর্থ নেই। এতে গ্রাহকদের পণ্য সরবরাহ করতে পারছিল না ইভ্যালি। এ কারণেই হয়তো মো. রাসেল শেষ দিকে বারবার নতুন বিনিয়োগ পাওয়ার কথা বলতেন। কিন্তু তখন অনেক কিছুই আয়ত্বের বাইরে চলে গিয়েছিল।
৭. ইভ্যালি অনেকের জন্য পথপ্রদর্শক। তাদের ব্যবসায়িক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জশপ-এর মতো নানা প্রতিষ্ঠান। প্রলোভনে পড়া গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার মডেলটি শিখেছে তারা ইভ্যালির কাছ থেকেই। প্রলোভনের এই ব্যবসা ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে।এতে ইভ্যালির প্রতি নজর চলে যায় সব মহলের। ই-কমার্সের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেওয়ার দায় ইভ্যালিরই।
শেষ কথা
প্রশ্ন হচ্ছে ইভ্যালি কি ধ্বংস হয়ে গেছে? প্রতিষ্ঠানটিকে কি বাঁচানো সম্ভব? এ জন্য কি মো. রাসেল অপরিহার্য? আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি চালু রাখা কি সম্ভব? অর্থ কি ফেরত পাবে গ্রাহকেরা?
সন্দেহ নেই ইভ্যালি টিকিয়ে রাখতে বিশেষ উদ্যোগ লাগবে। আর এ জন্য নতুন বিনিয়োগের বিকল্প নেই। প্রশ্ন হচ্ছে, সেই বিনিয়োগ কে করবে। বিনিয়োগের জন্য সবার আগে প্রয়োজন ইভ্যালির সঠিক নিরীক্ষা বা অডিট। এর প্রকৃত দায়দেনা কত তার ওপরই নির্ভর করছে সবকিছু। দায় বেশি হলে বিনিয়োগকারী পাওয়া কঠিন হবে। দায়দেনা অনেক বেশি হলে ধরে নেওয়া যাবে টাকার অপব্যবহার হয়েছে অনেক বেশি। সেই অর্থ কোথায় কোথায় গেছে সেটি জানাও জরুরি। সুতরাং সঠিকভাবে নিরীক্ষার পরই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তারপরেই বলা সম্ভব ইভ্যালির ভবিষ্যৎ। তবে বলাই যায় যে অতীত অভিজ্ঞতা মোটেই ইভ্যালির গ্রাহকদের পক্ষে নয়।

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Halima Mansion, Baraipara, Bhaddarhat, Chattogram
Chittagong

Other Educational Consultants in Chittagong (show all)
Indoor Coaching Center Indoor Coaching Center
Near Halishahar Ahmed Mia City Corporation Girls' High School, Salt-Gola Crossing Road, 38no. Ward, South-Middle Halishahar, Bandar
Chittagong

A place for enlightening yourselves

Nexon Academic Care Nexon Academic Care
Chowmoni, Agrabad
Chittagong

An investment in knowledge pays the best interest. – ...

CreDit University Admission Coaching CreDit University Admission Coaching
বি. কে টাওয়ার (নিচ তলা), লালচাঁন্দ রোড, গুলজার মোড়, চট্টগ্রাম
Chittagong, 4203

A University Admission Coaching.

Easy Study With Sabuj Easy Study With Sabuj
Chittagong, 4000

Math,Physics, Biology, Chemistry, Bangla,English, GK,IQ •SSC •HSC •Admission

Southern Global Education Southern Global Education
ROAD NO-07, O. R. NIZAM ROAD. GEC. Circle. CHITTAGONG
Chittagong

STUDY IN -UK.AUSTRALIA.CANADA.EUROPE.ASIA. ALL-UNIVERSITY ADMISSION.

Social work  Nhmgdc Social work Nhmgdc
Nangolkot
Chittagong

Academic update information

BBA 1st year managment Govt Commerce college,ctg BBA 1st year managment Govt Commerce college,ctg
Agrabad, Chittagong
Chittagong

Dexterous  Freelancer Academy Dexterous Freelancer Academy
Chittagong, 4200

This page is to serve you with 1.Digital Marketing Course. 2.Basic Computer. 3.Spoken English. 4.Graphics Designing Build a freelancing career with us with confidence and trust.

CADET CARE Chittagong Branch.g CADET CARE Chittagong Branch.g
Road 02, House 01, Block H, Halishahar Housing Estate
Chittagong, 4216

সুপ্ত মেধার বিকাশ ঘটাতে ক্যাডেট ভর্তির সর্ববৃহৎ Coaching Center "Cadet Care Bangladesh"halishar Br.

ইছাপুর ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা Isapur Madrasah ইছাপুর ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা Isapur Madrasah
Hathazari
Chittagong, 4330

ইছাপুর ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা Isapur Madrasah

Eduseek Eduseek
National Hospital, Mehedibag
Chittagong, 4000

Team Eduseek is willing to create a digital international education hub of choice and help students in achieving their dream of studying in their desired educational institute and ...

Biology school Biology school
Chittagong, 4202

THIS page is providing Biology class for SSC and HSC students.