Sarour Alam Arfat

Sarour Alam Arfat

সহ্ সম্পাদকঃ ইসলামি কলেজ ছাত্রলীগ 🤟

( ইসলামিয়া কলেজের সরওয়ার )

11/05/2023

যে শহরে তোমার কোনো বন্ধু নেই,
সে শহরের চেয়ে ভয়ংকর নরক
আর কি হতে পারে!

01/05/2023

আমি মানুষটা একটু অন্যরকম! আমি কি চাই,কেন চাই তা কাউকে বুঝাতে পারিনা। কাছের মানুষদের উপর অনেক বেশিই প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে ; আমার সকল ইচ্ছের মূল্য দিবে! কিন্তু এসবের কিছুই হয়না। পরবর্তীতে এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই.🌸

01/05/2023

শ্রমিক দিবসের স্টেটাস আর পোস্ট দেখার জন্য শ্রমিক অপেক্ষা করে না।

বাস ভাড়া ৫টাকা কমানোর জন্য গায়ে হাত তুলা, বাবার বয়সী রিকশাওয়ালা দের তুই তুকারি করা, পরিচ্ছন্নকর্মী দের দেখে নাক সিটকানো এই সব কাজ থেকে আসুন নিজেকে বিরত রাখি।

সমাজের প্রতিটা পেশাই সমান ভাবে গুরুত্বপূর্ণ ।
ভালো থাকুক সকল খেটে খাওয়া মানুষ।❤️

25/04/2023

Family ❤️

20/04/2023

প্রয়োজন ছাড়া
কেউ কাউকে মনে
রাখে না..

18/04/2023

মেয়ে গরিব হলে তাকে ছেলেরা বিয়ে করে।
কিন্তু ছেলে গরীব, কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজী হয়না🥲

18/04/2023

বিভিন্ন প্রয়োজনে যেভাবে ছাত্রলীগকে খোঁজেন,ঈদের আগেও এইভাবে খোঁজ নিয়েন।।

24/03/2023

"তুমি আমি আর চন্দ্রবিন্দু!"🖤🥺

-Yeasana's printing.

19/03/2023

বাংলাদেশে টাকা রোজগারের জন্য পড়াশোনায় বিনিয়োগ করা সবচেয়ে অনিশ্চিত ও দুর্বল বিনিয়োগ।
অনার্স-মাষ্টার্স করে ছেলেমেয়েরা ১০-১৫ হাজার বেতন পায়, অথচ রিক্সাচালকও এর বেশী বেশী ইনকাম করে।

06/03/2023

আলহামদুলিল্লাহ
আগামী ৭ই মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে-বরাত!

Photos from Sarour Alam Arfat's post 04/03/2023

💚❤️🖤

13/02/2023

◾ 19 February (Shabe Meraj)
◾ 8 March (Shabe barat)
◾ 24 March (Ramadan Mubarak)
◾ 22 April (Eidul Fitr)

Alhamdulillah. ❤️

18/11/2022

মাঝেমাঝে নিজের জন্য খুব মায়া হয়। নিজের কিছু ভুলের জন্য। কিছু মিথ্যা আশায় অপেক্ষা করার জন্য। কিছু ভুল জায়গায় সেক্রিফাইজ করার জন্য। খুব করে চাওয়া কিছু অপ্রাপ্তির জন্য। কিছু মানুষের কাছ থেকে পাওয়া দুঃখের জন্য।
আহারে কি যে মায়া লাগে আমার নিজের জন্য!

18/11/2022

প্রিয় মানুষটার সাথে সারাদিন যত যা'ই ঝামেলা হোক না কেন রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটাও আপনার মতই ভেতর ভেতর ছটফট করছে, কান্না কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এক্ষুণি একটা টেক্সট দিন, হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনদিন ফিরেই পেলেন না!

13/11/2022

এক চোখে ক্যারিয়ার✨
অন্য চোখে পরিবার 🖤
তৃতীয় কোনো চক্ষু নেই নিজেকে দেখিবার 😔

12/11/2022

আর্জেন্টিনা ফ্যান মেয়েদের স্থান ফ্রেন্ডলিস্টে নয়, হৃদয়ে! 🫶🏻🇦🇷💙

11/11/2022

পুরুষ মাত্রই প্রতিষ্ঠিত হতে হবে!

রিক্ত-শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না, কিন্তু ভেংগে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না

10/11/2022

কবিতা আর ফুলের পুক্কি মা * রা সারা :)

08/11/2022

একজন সুস্থ মানুষের দুটি কিডনি প্রতিদিনই প্রায় দেড় হাজার লিটার রক্ত পরিশোধনের কাজ করে।

- সুবহানাল্লাহ -

05/11/2022

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সকল এইচ.এস.সি, আলিম ও সমমানের পরীক্ষার্থী ছোট ভাই বোনদের জন্য দোয়া ও
শুভ কামনা রইল।

05/11/2022

তাবলিগীরা টংগীতে আখেরি মুনাজাত করে-মানে জিবনের শেষ মুনাজাত ,মারা না গেলে আবার আখেরি মুনাজাত।কোন দলিল আছেকি,এদের কাজ সবই মনগড়া

30/10/2022

বড় একটা বিপদে আছি।
আপনাদের হাতে সময় থাকলে ১০বার করে দোয়া ইউনূস পরে দিয়েন😔

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন......

29/10/2022

কেয়ামত কি তাহলে চলেই আসলো? 😰
আগে সবসময় শুনতাম কেয়ামত চলে আসলো বলে, আজকে এই ছবিটা দেখে আরো বেশি বিশ্বাস হলো৷

হ্যালোয়িন মুখোশ পরে সৌদি রিয়াদে অনুষ্ঠিত হলো হ্যালোয়িন উৎসব৷ চিন্তা করেন একবার! আমাদের নবীর পছন্দের ড্রেসের সাথে শ*তা*নের মুখোশ পরে এরা উৎসব করছে৷ তাও কিনা সৌদির মতন দেশে যেখানে আমাদের প্রিয় নবী শুয়ে আছেন 😰

হে আল্লাহ! তুমি আমাদের হেফাজত করো 😔

21/10/2022

প্রেমের টানে মিশরের মেয়ে এখন নোয়াখালীতে!🙂

20/10/2022

The good day is Alhamdulillah🤍
The bad day is also Alhamdulillah.❤️

20/10/2022

রোহিঙ্গারা ফিরে যাবে নিজ দেশে
রাজি মিয়ানমারের জান্তা সরকার

জয়তু শেখ হাসিনা ❤️

16/10/2022

যেই আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করে মিজানুর রহমান আজহারী ফতোয়া দেয় মিলাদ কিয়াম বেদাত, ঈদে মিলাদুন্নবী (দুরুদ) বেদাত,😡

সেই আজহার বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দুরুদ) উদযাপন উপলক্ষে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে🥰

11/10/2022

আলহামদুলিল্লাহ 🥰
আন্তর্জাতিক ও জাতীয় পত্রিকায় বিশ্ববিখ্যাত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(ﷺ)এর সংবাদ প্রকাশিত😍

10/10/2022

ডায়াবেটিস শায়েখ মালয়েশিয়া গিয়েছে "মিলাদে রাসূল" মাহফিলের দাওয়াতে। লাইভ সম্প্রচার নিষেধ করা হয়েছিল। দুষ্ট ছেলেরা তারপরও ছবি তুলে! বেচারা বাঁচার উপায় না পেয়ে লজ্জায় মুখ ঢেকে রেখেছে 😀

10/10/2022

বাংলাদেশে মিলাদ মুস্তফা (সাঃ) পালন করা বিদাঁত,,
🥴🙄😎
মালেশিয়া গিয়ে পালন করলে দাঁত,,ইয়ে কিয়া বাত.??🥺😔🤭🥴🙄😎

10/10/2022

রগকাটা জামাত-শিবিরের কর্মীদের অহিংস হওয়ার জন্য তাদের শায়েখ মিজানুর রহমান আজহারী'র উদাত্ত আহবান।

10/10/2022

১০০ বছর / ৫০ বছর / ২০ বছর আগেও যারা নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলে পরিচয় দিত না তারা আজকাল নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামায়াত দাবি করে। ৫০ বছর আগের ১ টা ভিডিও দেন আপনারা নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলে পরিচয় দিয়েছেন।
গতকাল ও মিলাদ উপলক্ষে মাহফিল করা বিদ'আত
আর আজ মালেশিয়া মিলাদে রাসূল উপলক্ষে মাহফিল করে কিসের ইঙ্গিত।

গতকাল ও মিলাদ মাহফিলের বিরিয়ানি হারাম আজকে দেখলাম মালেশিয়া মিলাদে রাসূল মাহফিল করলেন এবং বিরিয়ানি খেলেন

10/10/2022

ওরে বাটপার,,,,এত ধরনের কথা কেমনে বলে এই বাটোয়ার,,,২বাটপার একসাথে পালন করেছে যাক আল্লাহ তাদের সবাইকে হেদায়ত করুক।

Photos from Sarour Alam Arfat's post 10/10/2022

মালেশিয়ার রিংগিট, সৌদী রিয়াল ও পেট্রো-ডলার পেলে এদের কাছে সব জায়েজ হয়ে যায়।

এখন আপনারা বলেন এদের শায়েখ বলবো নাকি ষায়েখ বলবো?

09/10/2022

মাশআল্লাহ! মূর্শিদ কিবলার নূরানী চেহারা 🧡🧡

Photos from Sarour Alam Arfat's post 09/10/2022

লাখো নবী ভক্তের পদচারনায় মুখর চট্টগ্রাম।

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

যেই আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করে মিজানুর রহমান আজহারী ফতোয়া দেয় মিলাদ কিয়াম বেদাত, ঈদে মিলাদুন্নবী (দুর...
বাংলাদেশে মিলাদ মুস্তফা (সাঃ) পালন করা বিদাঁত,,🥴🙄😎মালেশিয়া গিয়ে পালন করলে দাঁত,,ইয়ে কিয়া বাত.??🥺😔🤭🥴🙄😎
~ছবছে আওলা ও আ’লা হামারা নবী~                                   ~ছবছে বালা ও ওয়ালা হামারা নবী~শুধু মাত্র এই নাঁতটি অন্তর...
" ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!! "
ছেলেরা পর্দা কর এখনও সময় আছে,পর্দা না করার এই ফল। 😄
এএএএএ হাওয়া 😃
Life is beautiful, when I spend every moment with you ♡
এক বিন্দু ও ছাড় নয় খেলা হবে হই স্প্রিডে
It’s heaven 🥀❤️
Comilla magic paradise
আহ্ হৃদয় জুড়ানো একটি কালাম। আল্লাহ্ তা'য়ালা যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন,আমিন।
এই উর্দু কাওয়ালী টা শুনলে শরীর একটা ভাব আসে আমার

Category

Telephone

Website

Address


Chittagong