Digital Freelancing Zone

Digital Freelancing Zone

We are ready to give you full computer skill development and freelancing service. Our team can give

31/05/2022

ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

এই সম্পর্কে আমাদের সকলের বিস্তারিত জানা উচিত।

13/08/2021

এফিলিয়েট মার্কেটিং কি ?
এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন?

ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে

খুব শীঘ্রই আমাদের সকলের প্রাণ প্রিয় স্যার ♥️ জনাব রোবায়েত উল করিম ♥️ স্যার অনলাইনে জুম অ্যাপস এর মাধ্যমে লাইভ সেশনে আসিতেছে আপনাদের কাছে।

Success Biz Family-র সকল এফিলিয়েটস মার্কেটারদের জন্য ব্যাতিক্রমী এই আয়জনের মাধ্যমে
ইনশাআল্লাহ সকলে হয়ে উঠবেন এফিলিয়েটস মার্কেটিং এর বস।

🤩 আশাকরি উক্ত প্রোগ্রামে থাকলে আপনি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত সকল বিষয় আপনার আয়ত্তে চলে আসবে।
কাজেই
👉👉 SBF- এর সকল কো-অর্ডিনেটর দের সাথে দ্রুত যোগাযোগ করে আজই রেজিষ্ট্রেশন করে আপনার সীটটি নিশ্চিত করুন অথবা কল করুন নিচের দেওয়া নাম্বারে -01911176858

So Don't Miss This Program

Happy Freelancing Life🤩🤩

06/08/2021

HOME WORK. KEYWORD ANALYSIS

02/08/2021

আত্মকর্মসংস্থান –
ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে ভূমিকা:

লেখাপড়া শেষ করার পর আমরা অনেকেই বিভিন্ন চাকরি-বাকরির চেষ্টা করে থাকি। নিজের পছন্দমত চাকরি না পেলে আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু দেশের সে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় দেশের বিপুল পরিমাণ শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়ে আছে। আজ আমরা আত্মকর্মসংস্থান – ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে ভূমিকা নিয়ে আলোচনা করবো;

দিনে দিনে মানুষেরমাঝে চাকুরির প্রতি নির্ভর না থাকার বিষয়টি উন্নতি ঘটছে। আমাদের দেশে শিক্ষিত তরুণরা এখন আর চাকরি বাকরির দিকে না তাকিয়ে নিজেরাই কোন কিছু করার চেষ্টা করছে।

উচ্চশিক্ষা শেষ করার পর অনেক তরুণ নিজের গ্রামের বাড়িতে গিয়ে বা নিজের আশেপাশে নিজের বিবেক বিবেচনা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে পর্যাপ্ত পরিমাণ আয় করে পরিবার ও নিজের ভরণপোষণ করছে।
এর মাধ্যমে অনেকেই উন্নতির উচ্চশিখরে আহরণ করেছে।

আত্মকর্মসংস্থান:

নিজের বিবেক বুদ্ধি বিচার-বিশ্লেষণ ও দক্ষতাকে কাজে লাগিয়ে আশপাশের বিভিন্ন উৎস ব্যবহার করে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে।

পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে আত্মকর্মসংস্থান একটি অত্যন্ত জনপ্রিয় পেশা।

দেশ বিদেশের অনেক শিক্ষিত বেকার এখন আর সরকারি বা বেসরকারি চাকরির দিকে না তাকিয়ে নিজেরাই নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উপার্জনের চেষ্টা করে থাকে।

আত্মকর্মসংস্থান এর মাধ্যমে অনেক বেশি উপার্জন করা সম্ভব এবং অন্যের দাসত্ব মেনে না নিয়ে নিজের মতো করে বাঁচা সম্ভব। ‌

একটি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য আত্মকর্মসংস্থানের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে:কর্মসংস্থান কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় –১. মজুরি বাবদ ভিত্তিক চাকরি,২. আত্মকর্মসংস্থান ও৩, ব্যবসায়কর্মসংস্থানের প্রধান উৎস সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না।অন্য পেশায় এর সম্ভাবনার সীমিত। কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথমদিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম।বর্তমানে আত্মকর্মসংস্থান এর আওতা অনেক বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমান আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থ সংস্থান করা ও অনেকটা সহজ।আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। আর এ ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সে তো আলাদা খরচ হয় না।আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণসমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে মজুরির পরিমাণ অনেক কম। আবার আমাদের দেশে মৌসুমী বেকারত্ব সমস্যা প্রকট: এসকল সমস্যার সমাধানে আত্ম-কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহর মুখে জলস্রোত নিয়ন্ত্রণের গ্রামীণ সমাজ এবং অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।আত্ম-কর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছাসেবক মূলক কাজে উৎসাহিত করে।আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয় এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষের দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে।

ব্যক্তিগত সমৃদ্ধি অর্জন এবং দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় একজন ব্যক্তির চাকুরীর আশায় না থেকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়া উচিত বলে আমি মনে করছি।

ফ্রল্যান্সিং এর যেকোন কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন সাহায্য করার চিষ্টা করবো ইনশাআল্লাহ।

Photos from Digital Freelancing Zone's post 01/08/2021

KEYWORD ANALYSIS OR RESEARCH.
MOMINUL ISLAM BAPPY
Sir has explained this very well
What is Keyword Analysis or Keyword Research? If you want to create a website, you first need to select a keyword, and get an idea of ​​how many people search for that term on Google. You need to analysis your website as soon as possible to find it, research the rest of the word, find out what Google's ranking is like, how people visit it, how people want to know about it and how much Google pays for it. Basically, if you don't know about the keyword analysis extra charge feature, then you can't work with SEO and your website can't run well on Google. There are also many more things to know about which are given in the picture below.

25/07/2021

দেশের বেকার সমস্যা ও সমাধান!!!

ছোট্ট স্বাধীন এই দেশের কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বেকারত্ব। সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এদেশ দ্বিতীয় স্থানে। ১০ বছর আগে এদেশে প্রায় ১২ লাখ মানুষ বেকার ছিল। কিন্তু বর্তমান দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখে। বেকারত্ব আমাদের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। চাকরিতে সীমিত পদের জন্য হাজার হাজার আবেদন পড়ে। এত আবেদনকারীর মাঝে নিজেকে অসহায় লাগে। এমন পরিস্থিতিতে চাকরি না পেয়ে দুশ্চিন্তায় কুরে কুরে খায় অগণিত যুবককে। আর যখন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত হয়ে বের হয় তার জন্য তো আরো বেদনাদায়ক। চিরায়ত প্রবাদ ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’ এটাকে এমনভাবে বলাই যেন মানানসই ‘লেখাপড়া করে যে, বেকার বেশে হয় সে।’ এটা থেকে কি বুঝা যায়, এরা কি যোগ্য নয়? আমাদের দেশে বেকারত্বের মূল কারণ অদক্ষ শিক্ষাব্যবস্থা, স্বজনপ্রীতি, মানসিকতা পরিবর্তনের অভাব, অতিরিক্ত আত্মসম্মানবোধ, পুঁজির অভাব।

কীভাবে এটার সমাধান হবে? এ সমস্যা কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন- এ দেশে কর্মমুখী শিক্ষার খুব অভাব। কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে। একজন যুবককে শুধু শিক্ষিত হলে হবে না। তাকে হাতে-কলমে কাজ শিখতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থান পদ অনুযায়ী ভর্তি করাতে হবে। কার্যকরী শিক্ষা দিতে হবে। চাকরির অপেক্ষা না করে যুবকদের স্বল্প পুঁজি নিয়ে হলেও উদ্যোক্তা হতে হবে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে হবে। মনোবল বা আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের উদ্যোগকে ছোট করে দেখা যাবে না। মনে রাখতে হবে ‘বিন্দু বিন্দু করেই মহাসিন্ধু’। পাছে লোকে উপহাস করবে তাতে কান দেয়া যাবে না। শিল্পনির্ভর কাজ করতে হবে। যুবকদের যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা বাড়াতে হবে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনভিত্তিক কাজ করার মাধ্যমেও কর্মসংস্থান করা যেতে পারে। পরিশেষে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কোনো কাজকে ছোট করে দেখলে হবে না। নিজের কাজের প্রতি যত্নবান, শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের দেশে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব।

20/07/2021
18/07/2021

ডিজিটাল মার্কেটিং কি??
পৃথিবীটা অত্যন্ত অল্প দিনের মধ্যে ডিজিটাল পৃথিবীতে পরিণত হতে চলেছে। মোবাইল ফোন, ল্যাপটপ, কর্মক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার এবং আরো অনেক ইলেক্ট্রনিক্স এর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ব্যাবহার মানুষের একটি দৈনিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই এখনো তাদের বিপণন কৌশলে এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারছেনা। সত্যিকার অর্থে ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর চেয়ে অনেক বেশি দ্রুত ,বহুমুখী বাস্তবসন্মমত। ডিজিটাল মার্কেটিং একই সাথে ভোক্তা এবং বিপননকারি উভয়েরই সমান উপকারে আসে। সরল ভাষায় বলতে গেলে, ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়া এক বা একাধিক ফর্ম মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার হয়। সাধারণত রিয়েল টাইমে- এটা চ্যানেল ও বিপণন প্রচারাভিযানের বিশ্লেষণ এবং কি কাজ করছে এবং কি না বুঝতে সক্ষম একটি প্রতিষ্ঠান যে পদ্ধতি ব্যবহার রয়েছে যে ডিজিটাল মার্কেটিং সনাতন বিপণন থেকে পৃথক। ডিজিটাল বিপণনকারী ইন্টারনেট, সম্ভবত, চ্যানেল সবচেয়ে ঘনিষ্ঠভাবে ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত হতে পারে না, কত ঘন ঘন এবং কতদিন, বিক্রয় রূপান্তরের জন্য, ইত্যাদি কি বিষয়বস্তুর কাজ এবং কাজ করে না দেখা হচ্ছে কি ভালো জিনিস নিরীক্ষণ, অন্যদের বেতার অন্তর্ভুক্ত টেক্সট মেসেজিং, মোবাইল ইনস্ট্যান্ট মেসেজিং, মোবাইল অ্যাপস, পডকাস্ট, ইলেকট্রনিক বিলবোর্ড, ডিজিটাল টেলিভিশন এবং রেডিও চ্যানেল ইত্যাদি

ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ??

একসময় ছিল যখন বাজারে নতুন কোন পণ্য আসলে তাদের কিছু কর্মী ঘরে ঘরে গিয়ে সেই পণ্য সম্পূর্ন সবাইকে জানিয়ে দিত এবং তাদেরকে কেনার আকৃষ্ট করত। বর্তমানে সেই প্রচারণা গুলো অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই করা যাচ্ছে। গ্রাহকের কাছে পণ্যের গুণাগুণ, প্রয়োজনীয়তা সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে।

এছাড়া বর্তমান সময়ে ৪০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে এবং এই ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার ব্যবসার বা পণ্যের মার্কেটিং টা যদি অনলাইনে করেন তাহলে কি পরিমান কাস্টমার আপনি পেতে পারেন। এজন্য প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে অনলাইন প্রচারণা গুরুত্বপূর্ণ।

ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন??

ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করার অনেক মেথড আছে। আপনার ব্যবসায়ের জন্য কোন মেথডটা বেশি কার্যকর, আপনার পণ্যটি কোন মেথডে সহজে গ্রাহকের কাছে পৌছাতে পারবেন তা আপনাকে খুজে বের করতে হবে। এরপর আপনাকে সেই মেথডেই মার্কেটিং করতে হবে।

সেরা কয়েকটি মেথড
Search Engine Optimization
Search Engine Merketing
Social Media Merketing
Affiliate Merketing
Content Merketing
Email Merketing
Display Advertising
Viral Merketing
এছারাও আনেক বিষয় আছে আমাদের সাথে থাকলে জান্তে পারবেন।

16/07/2021

আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আগ্রহী?

14/07/2021

পড়াশুনা বা চাকরির পাশাপাশি ঘরে বসে পার্টটাইম কাজ করে নিজের খরচ নিজেই চালান, হয়ে উঠুন আত্মনির্ভরশীল।
স্টুডেন্ট অবস্থায় কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া অনলাইনে "ফ্রিল্যান্সিং" শিখার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ প্রদান করে আমরাই দিচ্ছি (ঘরে বসে ২ ঘন্টা সময় ব্যয় করে) পার্টটাইম কাজের সুযোগ
কাজের ধরনঃ ১)- ক্লায়েন্টদের সাথে ফোনে কথা বলা। ২)- আমাদের সার্ভিস সম্পর্কে বলা ৩)- convince client
সাথে থাকছে স্পেশাল কিছু স্কিল ডেভেলপমেন্টঃ ১)- ডিজিটাল মার্কেটিং ২)- স্পোকেন ইংলিশ ৩)- কম্পিউটার ফান্ডামেন্টাল সহ গুরুত্বপূর্ণ কিছু সার্টিফাইড কোর্স।
তাহলে আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। বিস্তারিত জানতে ম্যাসেজ করুন আমাদের অফিশিয়াল পেইজে।

12/07/2021

আমি কি ফ্রিল্যান্সিং পারবো?🤔
আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব???💪
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন💪🌷
আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে☺️
আর টাকা নেই। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন💪। 🥰দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।🥰
👉তিনটি জিনিস ঠিক রেখে এগিয়ে যাবেন সফল হতে বেশি দিন লাগবে না।
১। কমিটমেন্ট।
২। কনফিডেন্স।
৩।বিলিভ।
👉ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন পরামর্শ বা দরকার পড়লে অবশ্যই ইনবক্স করবেন আমি আমার সর্বোচ্চ টা দিয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব 🌷🌷🌷

🌷🌷🌷🌷🌷🌷ধন্যবাদ 🌷🌷🌷🌷

12/07/2021

আমরা অনেকেই অনেক জায়গা ফ্রিল্যান্সিং,অনলাইন বিজনেস নিয়ে টুকটাক জেনেছি।কিন্তু আমাদের হয়তো এখনো অনলাইন ক্যারিয়ার নিয়ে স্পষ্ট ধারণা নেই।
তো চলুন আজকে এই বিষয়ে ধারণা নিয়ে নিই,,,,,,,,,,

প্রথমত ক্যারিয়ার কী??
ক্যারিয়ার বলতে আপনার ভবিষ্যৎ ভিত্তি বুঝায়।তাহলে অনলাইন ক্যারিয়ার কী??
অনলাইনের মাধ্যমে অনলাইন একটি ভিত্তি।

আজকে আমরা যে পরিস্থিতিতে আছি তার হিসেবে অনলাইন ক্যারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউন ঘোষণার পর দেশব্যাপী ব্যবসা-বাণিজ্যে ও শিল্প প্রতিষ্ঠানে চলছে স্থবিরতা। সঙ্কুচিত হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকান্ড। ফলে একদিকে কর্মীরা চাকরি হারাচ্ছেন, অপরদিকে পুঁজি হারাতে বসেছেন শত শত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। যদিও এর বিপরীত চিত্র অনলাইন ব্যবসায়। করোনাকালে ঘরে বসে পণ্য পেতে ক্রেতাদের যেমন অনলাইনেরর ওপর নির্ভরশীলতা বাড়ছে, তেমনি অনলাইনের ব্যবসায় তরুণদেরও বাড়ছে আগ্রহ। স্বল্প পুঁজিতে ব্যবসার সুযোগ থাকায় দেশজুড়ে বাড়ছে অনলাইন উদ্যোক্তা।

অনলাইনে ক্যারিয়ারের সম্ভাবনা ও ঘরে বসেই উপার্জন। সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলাদেশের প্রবেশ বেশি দিনের না হলেও তারুণ্যময় যুব সমাজ নিজেদের মেধা এবং পরিশ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ইতিমধ্যেই নিজেদের পরিণত করেছে যোগ্য ব্যক্তিরূপে।

বাংলাদেশের পরিপেক্ষিতে কর্মক্ষেত্রে পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা বেশি থাকার সম্ভবনা থাকা সত্বেও অনেকের পক্ষেই পছন্দনীয় চাকরি লাভ করা অনেকক্ষেত্রেই সম্ভব হয়ে উঠে না। অনলাইনভিত্তিক কাজের মাধ্যমে সুযোগ রয়েছে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে অর্থ লাভ করার।

তথ্যপ্রযুক্তির সুফল ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গঠনের নানাবিধ দিকসমূহ এখন আমরা দেখবো। (অনলাইনে ক্যারিয়ারের সম্ভাবনা ও ঘরে বসেই উপার্জন।) উন্নত বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনের তুলনায় দক্ষ জনগোষ্ঠির স্বল্পতার কারণে তারা তাদের প্রয়োজনীয় কাজসমূহ বিশ্বের বিভিন্ন দেশ হতে স্বল্প খরচে করে থাকে। এই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের অনেক দেশই অন্য দেশের কাজসমূহ অনলাইনের মাধ্যমে করে থাকে।

মূলত উচ্চপারিশ্রমিকের কারণে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের কাজসমূহ স্বল্প আয়ের দেশসমূহ হতে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আউটসোর্সিভিত্তিক বিভিন্ন কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এ খাতে বিপুল সংখ্যক তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের করিয়ার গঠনের সুযোগ তৈরি হয়েছে
অনলাইন ক্যারিয়ারের আরো কয়েকটি সুবিধা নীচে দেওয়া হল:
* নিজের ইচ্ছামতো সমায়ে কাজ করার স্বাধীনতা আপনি কেবল অনলাইনে পাবেন।
* কোথায় বসে কাজ করবেন, কখন কাজ করবেন কতক্ষন কাজ করবেন এসব নিধারন করার ক্ষমতা আপনার হাতেই থাকবে।
* কোন কাজ করবেন কিভাবে করবেন সম্পন আপনার হাতে থাকে।
* একই প্রতিষ্ঠানের হয়ে কাজ না করে অধিক প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন।
সকল কিছু আপনার হাতে থাকবে নিয়ন্ত্রন।
ধন্যবাদ।

10/07/2021

💥 ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং কি ?
★ডিজিটাল মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য সেবার তথ্য অনলাইনের মাধ্যমে অল্প সময়ে , অল্প খরচে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া ।
★ডিজিটাল মার্কেটিং দিয়ে কিভাবে আয় করা যায়?
১. অনলাইন উদ্যোক্তা
২.ফ্রিল্যান্সিং
৩. ইন্টারন্যাশনাল মার্কেট কাজ করার সুযোগ
৪. লোকাল মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ।
৫. আইটি জব নিয়ে কাজ করার সুযোগ।
★ এছাড়া ডিজিটাল মার্কেটিং এর কিছু জনপ্রিয় সেক্টর হলো :
★ Social Media Marketing (SMM)
★Search Engine Optimisation (SEO)
★Search Engine Marketing (SEM)
★Email Marketing
★Lead Generation
★Contant Marketing
★Affiliated Marketing
★CPA Marketing
★Dropshipping, etc.
এছাড়া আমাদের ইনস্টিটিউশনে প্রজেক্ট মেম্বার হয়ে লোকাল মার্কেটপ্লেস থেকে প্রথম মাস থেকে ইনকাম এর সুযোগ রয়েছে।
So Lest Go🕺🕺🕺
inbox for joining আরদেরি নাকরে।

Photos from Digital Freelancing Zone's post 09/07/2021

মাকেটিং শব্দটি সবার কাছে পরিচিতো। কম বেশি সবাই এ শব্দটি শুনেছে। তবে অনেকে আছে যারা এ শব্দটি আসল মানে জানে না। তারা মনপ করে মাকেটিং মানেপন্য কেনা বেচা করা।

মাকেটিং কি?

আথাৎ মাকেটিং হলো এমন এক বিজনেস প্রসেস যেখানে গ্রাহকে বা তাদের চাওয়া গুলো খুজে প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে তাদের সন্তুষ্টি করা। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন প্রোডাক্ট বা সারভিসের প্রতি গ্রাহকদের অগ্রহি করে তোলা।

Digital Marketing কি?

বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত

ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

এর জবাব হতে পারে এমন- খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পন্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন। আপনার পণ্য টি যে সকল কাস্টমারের কাছে ব্যপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে।

কি ভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?

প্রথমত আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। পণ্যের ধরণ ও চাহিদানুযায়ী আপনাকে কনটেন্ট সাজাতে হবে। আপনি কোন ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে মার্কেটিং শুরু করবেন তা ঠিক করতে হবে এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার?

কনটেন্ট মার্কেটিং

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন মার্কেটিং

সোসাল মিডিয়া মার্কেটিং

ইমেইল মার্কেটিং

ওয়েব এনালাইটিক্স

এছাড়া আনেক বিষয় আছে সব গুলো জানতে হবে শিখতে হবে বতমান হলো ডিজিটাল মাকেটিং এর যুগ।

07/07/2021

আমি সরদার আল মারজান। ডিজিটাল মার্কের্টিং নিয়ে নতুন কাজ করছি। আমার এ পেজে ডিজিটাল মার্কেটিং বিষয়ে নতুন নতুন পোস্ট করা হবে। আশা করি সবাই লাইক ও ফলো করে সাথে থাকবেন।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


VIP Tower, 3rd Floor, Kazir Dewri
Chittagong
4000

Other Computer Training in Chittagong (show all)
Creative Expert Creative Expert
Lake Valley Residential Area, Nuria Madrasa Goli, Foy's Lake
Chittagong, 4225

Creative Expert- A unit of Creative Corporation. We provide Software, SEO, Digital Marketing, Websit

Srestho It Srestho It
Chittagong, 4335

We provide IT managed services for all your business processes. Best Computer Training Center & all computer accessories sells & service.

IT_King Institute IT_King Institute
Brahmanbaria, Chittagong Division
Chittagong, 3400

IT King Institute. Dream Big. Do Right.

Success Biz Family Success Biz Family
Kajir Dewri
Chittagong, 4000

Success Biz Family is ready to give you full computer skill development and freelancing Service.

Bakhtiar Society Computer Training center Bakhtiar Society Computer Training center
Chattogram, Anowara, Bakhtiar Para
Chittagong, 4376

Bakhtiar Society Computer Training Center is a completely free program of Bakthtia Para for the purpose of interacting with and integrating with the current world information tech...

B I M Y O U B I M Y O U
Chittagong, 4100

সিএসই ডিপার্টমেন্ট এর সকল সাব্জেক্ট এর সার্ভিস দেওয়া হয়। ★DBMS★Software Development ★AI★Project★ML

বারইয়ারহাট ই-সেন্টার বারইয়ারহাট ই-সেন্টার
Chittagong, 4326

কম্পিউটার প্রশিক্ষণ ও অনলাইন সেবা দা?

Freelancing Learn & Earn Page Freelancing Learn & Earn Page
Kazir Dewri , VIP Tower
Chittagong, 4000

Freelancing Learn & Earn be ready to give you full computer skill development & freelancing service.

CodoHov CodoHov
75 Chandmari Road, Chattogram
Chittagong, 3500

Skills Training Platform

FAB-3 It Home FAB-3 It Home
Katirhat, Hathazari
Chittagong, 4333

At FAB-3 IT Home, We believe there is opportunity everywhere, you just need a little bit of guidance

Powerpoint Skill Creating Powerpoint Skill Creating
Monsurabad, Wapda Colony
Chittagong, 4224

Hi Dear, This the Serivce of powerpoint video animation, picture editing and intro making and how to creating perfect official and school presentation parts also.

Digital Climax Digital Climax
125 No, Vip Tower (2ndFloor), Kajir Dewri, Kotowali
Chittagong, 4000

Digital climax is ready to give you full computer skill development and freelancing service.You will