AMRAN SIR

AMRAN SIR

ইচ্ছা আর ধৈর্য্য, সফলতার মূল মন্ত্র।
নবম- দশম
একাদশ- দ্বাদশ
ডিগ্রি ও অনার্স পড়ানো হয়(ব্যবসায় শিক্ষা)

21/02/2024

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!

সংগৃহীত

19/02/2024

HSC-2025 শর্ট সিলেবাস এ অনুষ্ঠিত হবে।

Photos from AMRAN SIR's post 14/02/2024

মহান রাব্বুল আলামিন যেন এবার এসএসসি -২০২৪ পরীক্ষায় আমার প্রিয় স্টুডেন্টদের মনের আশা পূর্ণ করে।
সকলেই যেন তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারে।
নিজের উপর আত্নবিশ্বাস রাখতে হবে,কোন কিছুকেই ভয় পাওয়া যাবে না।পরীক্ষার সেন্টারে মন খুলে পরীক্ষা দিবে।
দোয়া রাখি তোমরা সবাই যেন এবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে পারো।আল্লাহ তোমাদের সহায় হোক 💝💝

শুভকামনায়
এমরানুল আলম
প্রভাষক(আলহাজ্ব এয়াকুব আলী গার্লস স্কুল এন্ড কলেজ)
পরীক্ষক ও নিরীক্ষক (চট্টগ্রাম বোর্ড)

12/02/2024

২০২৪ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OMR Sheet নিয়ে কিছু কথা:

১. OMR শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

২.OMR শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।

৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।

৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষককে বলবে।

৫.উত্তর পত্র বা OMR এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।

৬. OMR শিট কোনভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।

সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।

10/02/2024

নিজের চাইতে
কম যোগ্যতা বা বেশি যোগ্যতা কোনো ফ্যাক্ট না।
প্রতিটা মানুষই তার নিজস্ব অবস্থান থেকে কিছু না কিছুতে যোগ্যই! মানুষকে বরং মূল্যায়ন করা উচিত তার আচরণ অনুযায়ী!

21/01/2024

স্লিপিং পার্টনার 🤎🤎🤎

MBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাস পরে বিয়ে।

ফোনে, ম্যাসেঞ্জারে নিয়মিত কথা হয় তাদের। বিয়ের এক সপ্তাহ আগে কথা প্রসঙ্গে মেয়েটা কৌতূহলী হয়ে হবু বরকে জিজ্ঞাসা করল-

- “আচ্ছা, তোমার ফ্যামিলি তো মধ্যবিত্ত। তুমি এত অল্প বয়সে এই যে এতো বড় বিজনেস দাড় করালে, মূলধন কোথায় পেলে?”

- “শুনো তাহলে। তোমাকে বিয়ে যখন করবো, কিছুই গোপন করবো না। তোমাদের বাসায় তোমাকে দেখতে যাবার সময় আমাদের সাথে ফর্সা করে একটা মেয়ে ছিল। মনে আছে তোমার?”

- “হ্যাঁ, তোমার আপু নাকি উনি?”

- “আরেহ্ না, তার নাম সাদিয়া। ঢাকার এক শিল্পপতির মেয়ে। ছাত্র অবস্থায় একটা আন্তঃবিশ্ববিদ্যালয় কনফারেন্সে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়। আমার বিজনেস প্ল্যান ওর সাথে শেয়ার করার পর সে সন্তুষ্ট হয়। নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে আমার উপর আস্থা রেখে সে আমার স্লিপিং পার্টনার হয়ে যায়। এরপর আমার মূলধন নিয়ে আর ভাবা লাগেনি। আমার আরো তিনজন স্লিপিং পার্টনার আছে। তবে সাদিয়া সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে।”

- (রেগেমেগে) “শালা লুইচ্চা, জানোয়ার, ক্যারেক্টারলেস! আমার বেস্ট ফ্রেন্ড শাহেদের কাছে আগেই শুনেছি ভার্সিটির ছেলেরা এতো এতো মেয়ের সাথে ঘুমায়। আজ হাতেনাতে প্রমাণ পেলাম। থ্যাংকস গড। তোর মতো লুইচ্চার সাথে ফুলের মতো নিষ্পাপ এই আমার বিয়ে? না, কিছুতেই হতে পারে না। লুইচ্চা কোথাকার! ফোন রাখ!” (এই বলে মেয়েটা ফোন কেটে দিল)

🥰শিক্ষা:- যত বড় বিদ্বানই হন না কেন, অন্যের জ্ঞানের লেভেল না বুঝে তার কাছে ফর্মাল ওয়েতে সবকিছু প্রকাশ করতে যাবেন না। অবুঝ মানুষ ভালোভাবে না বুঝেই রিয়্যাক্ট করে থাকে।

☘️বি: দ্র:- স্লিপিং পার্টনার অর্থ ব্যবসায়ের নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। অর্থাৎ সে টাকা ইনভেস্ট করবে, কিন্তু আড়ালেই থেকে যাবে। কাজকর্ম যা করার আপনাকেই করতে হবে আর চুক্তি অনুযায়ী লাভের একটা নির্দিষ্ট অংশ তাকে দিতে হবে ©©

10/01/2024

আপনি যত বড় বিপদেই থাকুন না কেন এই পৃথিবীতে এমন কাউকে অবশ্যই পাবেন, যে আপনার চেয়ে বড় বিপদে আছে। যার উপর অর্পিত পরীক্ষাগুলো আপনার চেয়ে ভয়াবহ! যার দীর্ঘশ্বাসগুলো আপনার চেয়েও ভারী। এজন্য আমাদের প্রিয় নবীজি (সাঃ) সুখে থাকার একটা চমৎকার উপায় শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে সবসময় তোমার চেয়ে যারা নীচে আছে তাদের দিকে তাকাবে, তাদের সাথে নিজেকে তুলনা করবে। আর আখিরাতের ক্ষেত্রে যারা তোমার চেয়ে এগিয়ে আছে তাদের দিকে তাকাবে, তাদের সাথে নিজেকে তুলনা করবে।

চমৎকার একটি পদ্ধতি। এর ফলে দুনিয়ার কষ্ট নিয়ে আপনার কখনও মন খারাপ হবে না। যখন চারপাশের মানুষগুলোর দুনিয়ার সাথে নিজের দুনিয়াকে তুলনা করবেন, তখন দেখবেন অসংখ্য মানুষ আছে যাদের চেয়ে আপনি ভালো আছেন। নিজের এই ভালো থাকার জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা আসবে। আর আখিরাতের ক্ষেত্রে যখন আপনার চেয়ে আমলে এগিয়ে থাকা মানুষদের দিকে তাকাবেন, বুঝবেন আপনি কত পিছিয়ে আছেন। আরও উন্নতি করার, আরও আমলে মন দেওয়ার অনুপ্রেরণা পাবেন। নবীজি (সাঃ) এর এই মূলনীতিই মূলত সমস্ত সুখের মূল।

01/01/2024

🌟আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে কিছু বিশেষ নির্দেশনা।

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা!🎉♥️

28/12/2023

নিজের সৌন্দর্য নিয়ে কখনো হতাশ হবে না, তুমি যেমনি হও কালো, খাটো, মোটা, কুৎসিত, কিংবা চিকন সৃষ্টিকর্তার ইচ্ছাতেই তুমি সৃষ্টি হয়েছো, মানুষের জন্য না, কারো কাছে অসুন্দর হলে সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা, তোমার সৌন্দর্যের বর্ণনা করার যোগ্যতা এই জগতে কারোই হয়নি। তুমি কখনোই অসুন্দর হতে পারো না।

Definitely, you are pretty because the creator makes no mistakes.❣️❣️

10/12/2023

পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছো ?
মনে রেখো, পরিশ্রম কখনো বেঈমানি করে না 🙂
আজকের ক্লান্তি, অবসাদ আর মাত্র কয়েকটা মাস পরেই সাফল্যেই মুখ দেখবে, ইনশাআল্লাহ্‌ 🤲

04/12/2023

পারফরম্যান্স কি অদ্ভুত একটা জিনিস!
প্যাট কামিন্স জানতেন ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে বেশিক্ষণ ব্যাকফুটে থাকা যাবে না। কারণ ঐ জনসমুদ্রের গর্জনে হারিয়ে যেতে হবে। যে কারণে ম্যাচের আগেই ঘোষণা দেন ভারতের জনসমুদ্রের গর্জনকে সাইলেন্সে রুপ দেবেন। হলোও তাই। ম্যাচের প্রথম ৭/৮ ওভারে যে গর্জন ছিলো সে গর্জন নিমিষেই হারিয়ে গিয়েছিলো আর ফিরে নি। ফেরার সুযোগ দেননি। মাঠে খেললেন ১১ জন তাতেই ১ লাখ ৩২ হাজার দর্শক চুপ হয়ে গেলো! পুরো বিশ্বকাপ থেকে এই একটা জিনিস শিক্ষা হিসেবে নিতে পারেন। আপনার হাজারটা প্রতিপক্ষ? হাজারটা সমালোচক? জাস্ট পারফর্ম করে যান সবাই চুপ হয়ে যাবে! পারফরম্যান্সের চেয়ে ভয়ংকর কোন অস্ত্র পৃথিবীতে আর নাই।

Photos from AMRAN SIR's post 26/11/2023

আলহামদুলিল্লাহ ❣️❣️

মোট ছাত্রী সংখ্যা =২০ জন

৫ জন A+

১৫ জন A

সহ শতভাগ সাফল্য।আমার প্রিয় স্টুডেন্ট সবার সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনা করি। 💝💝

Photos from AMRAN SIR's post 25/11/2023

মহান রাব্বুল আলামিন যেন এবার এইচ এস সি- ২০২৩ পরীক্ষায় আমার প্রিয় স্টুডেন্টদের মনের আশা পূর্ণ করে।
সকলেই যেন তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারে।দোয়া রাখি তোমরা সবাই যেন এ বার এইচ এস সি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে পারো।আল্লাহ তোমাদের সহায় হোক। আমিন💝💝

শুভকামনায়
এমরানুল আলম
প্রভাষক(আলহাজ্ব এয়াকুব আলী গার্লস স্কুল এন্ড কলেজ)
পরীক্ষক ও নিরীক্ষক (চট্টগ্রাম বোর্ড)

🔥এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল সারাদেশে একযোগে প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর(রবিবার) সকাল ১১ঃ০০ টায়।
✔️ফলাফল জানা যাবে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে এবং SMS পাঠিয়ে।
◾এসএমএস এর মাধ্যমেঃ HSCBoard name (First 3 letter)Roll2023 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
Example: HSC CHA 123456 2023 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
🔹বোর্ড চ্যালেঞ্জ করা যাবে ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।

Photos from AMRAN SIR's post 22/11/2023

💥পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে,
কিন্তু ভবিষ্যৎ নয়!!!

👉তাই এখনিই সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ পরিশ্রম করুন। সফলতা আসবেই ইনশাআল্লাহ।
যত দ্রুত শুরু করবেন তত দ্রুত সফলতা আসবে।

15/11/2023

আমার সন্তানের ভাল- মন্দ আমি যতটা বুঝি, আমার সন্তান কখনোই ততটা বুঝবে না। ঠিক একইভাবে আমাদের ভাল-মন্দ ও আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের চেয়ে ভালো বুঝেন।

জীবন চলার পথে আমাদের চয়েজের চেয়ে আমাদের পালনকর্তার চয়েজ নিশ্চয় অনেক বেশি যথার্থ ও কল্যাণকর।

সুতরাং প্রত্যাশার বিপরীত কিছু ঘটলে হতাশ হবেন না। সুখে-দুঃখে সব সময় আস্থা রাখুন মহান রবের ওপর, যিনি উত্তম পরিকল্পনাকারী।❣️❣️

02/11/2023

দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়।
ঘড়ি বন্ধ করলে ঘড়ি দাঁড়িয়ে পরবে,সময় নয়।
মিথ্যা লুকালে মিথ্যা লুকিয়ে পরবে, সত্যি নয় ।

আমি মানছি পৃথিবী খারাপ। সব জায়গায় শুধু ধোঁকা। কিন্তু আপনি তো ভালো হন। আপনাকে কে আটকেছে?

যেখানে আপনি ৪/৫ টা লোকের সাথে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন। বিশ্বাস করুন,আপনি সেখান থেকে যাওয়ার সাথে সাথে আপনার জন্যও খারাপ বলা শুরু হয়ে যায়।

আপনি আপনার ভবিষ্যতকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার ভালো অভ্যাসগুলো নিশ্চিন্তে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে।
একটা স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর
নতুন একটা স্বপ্ন দেখার নামই হচ্ছে জীবন।❣️❣️

10/10/2023

আপনার নিজের জীবনটাকে কি তুচ্ছ মনে হয়?
কি চাইলাম আর কি পেলাম হিসাব করেন!
প্রচণ্ড হতাশা লাগে? অথচ আপনি কি জানেন,
আপনার পাওয়া জীবনটা কত মানুষের কাছে কাঙ্ক্ষিত?

উপরে না তাকিয়ে নিচের দিকে তাকান! সৃষ্টিকর্তার দেয়া প্রতিটা নেয়ামতকে অন্তর দিয়ে অনুভব করুন।

SAY ALHAMDULILLAH IN EVERY
STEPS IN YOUR LIFE.❣️❣️

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#যে বানানগুলো আমরা বারবার ভুল করি।
আগামী বছরের (২০২৪ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।
Admission Going SSC-2024& HSC 1ST YEAR
Class Party❣️❣️
Admission Going.....
Admission Going.......
HSC BATCH FAREWELL -2023
হিসাববিজ্ঞান

Category

Website

Address


Halishahar, Chattogram
Chittagong

Opening Hours

Monday 07:30 - 18:00
Tuesday 07:30 - 18:00
Wednesday 07:30 - 18:00
Thursday 07:30 - 18:00
Saturday 07:30 - 18:00
Sunday 07:30 - 18:00