Ahnaf Abdullah - আহনাফ আব্দুল্লাহ
Nearby media companies
Charsadda 24500
Al Ajman
Sunel
New York 10100
New York
Rajshahi Division
Thakurgaon
dhaka, Dhaka
Titlagarh
Badgam
Rajshahi Division
Kumamoto-shi
You may also like
আহনাফ আব্দুল্লাহ
জুমাবার আসলে এভাবে তিনি সূরা কাহাফ তেলাওয়াত করতেন, আজও জুমাবার খুব বেশি মনে পড়ছে শায়খুল ইসলাম রহঃ 'কে, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুন আমিন।
#শায়খুল_ইসলাম।
ী।
#শফী_হুজুর।
আহনাফ আব্দুল্লাহ
Ahnaf Abdullah
"হেলিকপ্টার আমার জন্য রিকশার মতো" — বিনয়ের বার্তা ছড়িয়ে দেয়া সেই ঐতিহাসিক বাণীতো তাঁরই!
#রহিমাহুমুল্লাহ!
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহঃ এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী হাফিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন দেশের বৃহৎ ইসলাহে নফস ও আত্মশুদ্ধির সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের-এর আমীর জানশীনে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী।
তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতা কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে সকলকে মানবতার কল্যাণে কাজ করা উচিত।
শুক্রবার (২১ এপ্রিল ) বিশেষ সফরে আরব আমিরাতে অবস্থানকালে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে আল্লামা আনাস মাদানী দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। তিনি সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়িরটানে বাড়িফেরা গ্রামমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত দেশের আইন শৃঙ্খলা বাহিনীসহ সড়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রাজধানীসহ শহরে বসবাসরত অধিকাংশ মানুষ গ্রামমুখি। তাই বিভিন্ন উৎসব উপলক্ষে তারা গ্রামে ফিরে থাকেন। দেশে ঈদ উপলক্ষে ভাড়া দ্বিগুন, চাঁদাবাজ-মাস্তানদের দৌরাত্ম, পরিবহন সমস্যা, টিকেট কালোবাজারী ইত্যাদি সমস্যার যাত্রীরা হয়রানির শিকার হন। এ ঈদে যেন এধরণের কোন সমস্যা না হয় সেদিকে সরকারের সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রতি কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।
তিনি আরো বলেন, মহান রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। তিনি আমাদের সবাইকে সকল বিপদাপদ থেকে হেফাজত করুন এবং আমার প্রিয় দেশবাসীর প্রতি তার অনুগ্রহ অবারিত ধারায় বর্ষণ করুন। আমাদের সমাজ থেকে সকল প্রকার জুলুম ও অশান্তি দূর করে শান্তির সমাজ কায়েমের ব্যবস্থা করে দিন- মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ দোয়াই করি।
সেই সাথে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের সর্বস্তরের দায়িত্বশীলসহ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর সকল খুলাফা, মুহিব্বীন, মরীদান ও মুতাআল্লিকীন সবার প্রতি আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”
আল্লামা মুফতি নুর আহমদ সাহেবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাওলানা আনাস মাদানি
দারুল উলূম হাটহাজারীর প্রধান মুফতি, আল্লামা মুফতি নুর আহমদ সাহেব রহঃ আজ রাত ৩.৩০ এর দিকে রফিকে আ'লার ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন।
আজ (৩১ মার্চ ২০২৩) শুক্রবার ওমরা শেষ করে ব্যাক্তিগত সফরে দুবাই অবস্থানকালে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানি বলেন মুফতি নুর আহমদ সাহেব খুব বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি দারুল উলূম হাটহাজারীতে আব্বাজান শাইখুল ইসলাম রহঃ এর নির্দেশনায় সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে জামিয়ার দারুল ইফতার উল্লেখযোগ্য প্রভাব পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, মুফতি নুর আহমদ সাহেব রহঃ আমার সরাসরি উস্তাদ ছিলেন, আমি হযরতের কাছে দরসে নেজামীর উল্লেখযোগ্য কিতাব অধ্যায়ন করেছি তার মধ্যে হতে কানযুদ দাকায়েক, আকিদাতুত তহাবী, দারুল ইফতাতে ফতোয়ায়ে শামী,ইত্যাদি। হযরতের কাছথেকে আমি ব্যাক্তিগতভাবে অনেক ইস্তেফাদা করেছি। তিনি আরো বলেন, মুফতি নুর আহমদ সাহেব রহঃ দীর্ঘদিন যাবত জামিয়ার দারুল ইফতা প্রধানের দ্বায়িত্ব সুচারুভাবে পরিচালনা করেছেন, সাথে সাথে দেশের একাধিক দ্বীনি সংগঠনের সাথে জড়িয়ে দাওয়াতী কাজে সহযোগিতা করেছেন। বাংলার আকাশে এই চমকপ্রদ নক্ষত্র এত তাড়াতাড়ি নিবে যাবে কখনো কল্পনা করিনি।
তিনি আরো বলেন, ইলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।
দেশব্যাপী মুফতি নুর আহমদ সাহেব রহঃ এর অসংখ্য রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, আজ ৩১ মার্চ ২০২৩ রোজ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মুফতি নুর আহমদ সাহেব রহঃ ইন্তেকাল করেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের বাগান করে দিন। (আমিন)
পুরো উম্মত এক হলেও
একবিন্দু ক্ষতি করতে পারবে না।
আনাস মাদানি বিন শায়খুল ইসলাম আহমদ শফি রাহিঃ
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহি।
হে আল্লাহ্ মুসলিম উম্মাহ কে হেফাজত করুন,
নতুন বছরের নামে বেহায়াপনা নোংরামি ও গুনাহে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।
থার্টি ফার্স্ট নাইট।
তুমি আমার জন্য না। 🙏
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহঃ
এর জিবনের শেষ দাবি ছিল কাদিয়ানীদের কাফের ঘোষণা করা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong
Chittagong
Chittagong
Chittagong, RAJSHAHI
- অতিরিক্ত চিন্তা বাদ দাও তাকদিরে যা আছে তাই হবে - - মুচকি হেসে বলে দাও আলহামদুলিল্লাহ.!!😊❤️
Chittagong, 4100
__ Welcome Everyone...🥀 আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে সামাজিক কিছু কথা শেয়ার করছি । দোয়া করবেন সবাই 🤲
Chittagong
Chittagong
I`m Full Stack Digital Marketer . I Can Help You. 🔰 Social Media Promote ✅ Grow Your Business. ✅ Promote Your Music. ✅ Increase Followers. ✅ YouTube Monetization. I work very meti...
South Kattali, Pran Horidan Road. Phartoli Kastom Academy, Chattagong
Chittagong, 4219
Alamgir Hossain
Chittagong
Is the page create a special you will find the latest videos give and ice on this page