Md Sahab Uddin HP

Md Sahab Uddin HP

You may also like

Kanzulimaan.com
Kanzulimaan.com

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Sahab Uddin HP, Education, Chittagong.

02/11/2023

সাতকানিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য......

সাতকানিয়া চট্টগ্রাম জেলা শহর থেকে প্রায় ৬১ কি.মি. দক্ষিণে অবস্থিত। নামকরণ ও ইতিহাসঃ
ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক ও
বিচার কাজের স্বার্থে এই এলাকায়
আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা
দেখা দিলে বর্তমানে অবস্থিত আদালত
ভবনের নামে ৭ কানি (২৮০ শতক) ভূমি
জনৈক জনাব পেঠান নামক একজন জমিদার
সরকারের অনুকূলে হস্তান্তর/দান করেন।
তখন হতে এ উপজেলার নামকরণ
সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে।

উল্লেখ্য ঐ সময় হতে বাঁশখালী,
লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা
নিয়ে "সাতকানিয়া সার্কেল" নামে
পরিচিত ছিল। সার্কেলকে আপগ্রেড করে
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে
পৃথক পৃথক উপজেলা সৃজনের মাধ্যমে
আজকের সাতকানিয়া একটি স্বতন্ত্র
উপজেলায় পরিগণিত হয় ১৯৮৩ সালে।

অবস্থান ও আয়তনঃ
সাতকানিয়া উপজেলার আয়তন ২৮২.৪০ বর্গ কিলোমিটার। ২২°০১´ থেকে ২২°১৩´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৭´ থেকে ৯২°১০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান।
সাতকানিয়া উপজেলার উত্তরে চন্দনাইশ উপজেলা, উত্তর-পশ্চিমে আনোয়ারা উপজেলা , পশ্চিমে বাঁশখালী উপজেলা, দক্ষিণে লোহাগাড়া উপজেলা এবং পূর্বে বান্দরবান জেলা ।সমতল ভূমি, পাহাড় ও সাঙ্গু নদী ও ডলু নদী দ্বারা বেষ্টিত ।

প্রশাসনিক এলাকাঃ
সাতকানিয়া থানা গঠিত হয় ১৯১৭ সালে
এবং থানাকে উপজেলায় রূপান্তর করা
হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে।

পৌরসভাঃ সাতকানিয়া পৌরসভা ।

সাতকানিয়া ইউনিয়নসমূহঃ
১নং চরতী,
২নং খাগরিয়া,
৩নং নলুয়া,
৪নং কাঞ্চনা,
৫নং আমিলাইশ,
৬নং এওচিয়া,
৭নং মাদার্শা,
৮নং ঢেমশা,
৯নং পশ্চিম ঢেমশা,
১০নং কেঁওচিয়া,
১১নং কালিয়াইশ,
১২নং ধর্মপুর,
১৩নং বাজালিয়া,
১৪নং পুরাণগড়,
১৫নং ছদাহা,
১৬নং সাতকানিয়া ও
১৭নং সোনাকানিয়া।

জনসংখ্যাঃ
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী
সাতকানিয়া উপজেলার লোকসংখ্যা
৩,৮৪,৮০৬ জন। এর মধ্যে পুরুষ ১,৯০,৯৪১ জন এবংমহিলা ১,৯৩,৮৬৫ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
মোট জনসংখ্যার ৮৯% মুসলিম, ১০% হিন্দু এবং১% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।

শিক্ষা ব্যবস্থাঃ
সাতকানিয়া উপজেলার শিক্ষিতের হার ৬৭%।
এ উপজেলায় ৬টি কলেজ
১টি সাতকানিয়া সরকারী কলেজ সহ
১টি মহিলা কলেজ
১টি কামিল মাদ্রাসা,
৪টি ফাজিল মাদ্রাসা,
৫টি আলিম মাদ্রাসা,
২১টি দাখিল মাদ্রাসা,
৩৮টি মাধ্যমিক বিদ্যালয়
(৫টি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ),
২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,
১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
১৫টি রেজিস্টার্ড প্রাঃবিদ্যালয়,
১৭টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়,
২৪টি কওমী মাদ্রাসা ও
১৬টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে ।

স্বাস্থ্যঃ
সাতকানিয়া উপজেলায় ৩১ শয্যাবিশিষ্ট
১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র,
১৩টি পরিবার পরিকল্পনা কেন্দ্র,
৬টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র,
১টি দাতব্য চিকিৎসালয় ও
১০টি বেসরকারি হাসপাতাল রয়েছে।

অর্থনীতিঃ
প্রধান কৃষি ফসল- ধান, আলু, মরিচ, বেগুন ও টমেটো।

শিল্পঃ
২৬টি আইস ফ্যাক্টরী,
১টি কাঠ শিল্প,
১৯০টি চাল কল,
২০টি আটা কল,
৩৫টি কল ঢালা,

কুটিরশিল্পঃ
বাঁশের ১৭৬৪টি,
সেলাই ৫০০টি,
পাট কাজ ৩০০টি,
কাঠের কাজ ২৫৩টি,
স্বর্ণকার ১৮০টি,
কুমার ১৭৭টি,
কামার ১৪৫টি,
বয়ন ১৩১টি,
কারচুপি কাজ ২৫টি,
উলের কাজ ২০টি,
থ্রেড ৩০টি,
নকশীকাঁথা ও মাছ ধরার জাল বুনন ইত্যাদি ।

যোগাযোগ ব্যবস্থাঃ
সাতকানিয়া উপজেলায় যোগাযোগের
প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়ক ।এছাড়া এ উপজেলায়
১১০ কি.মি. পাকা রাস্তা,
১৩৪ কি.মি. আধা পাকা রাস্তা,
৪৫৩ কি.মি. কাঁচা রাস্তা ও
৩৯ নটিক্যাল মাইল নৌপথ রয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানঃ
সাতকানিয়া উপজেলায়
১০২৫টি মসজিদ,
৭১টি মন্দির ও
৮টি বিহার রয়েছে।

নদ-নদীঃ
সাতকানিয়া উপজেলার উত্তর সীমান্ত
দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী।
এছাড়া রয়েছে ডলু নদী সহ আরো
৮টি ছোট-বড় খাল।

দর্শনীয় স্থানঃ
গারাংগীয়া বড় হুজুর ও ছোট হুজুর
কেবলার মাদাসা ও কবর
বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার,
হলুদিয়া প্রান্তিক লেক,
আলিশা ডেসটিনি প্রজেক্ট,
কেওচিয়া বন গবেষণা প্রকল্প,
চরতী বৈলগাঁও চা বাগান,
ভোয়ালিয়া পাড়া মাঝের মসজিদ,
সাঙ্গু নদীর পাড়,
বৈতরণী-শীলঘাটার পাহাড়ী এলাকা,
আমিলাইশ বিল,
চরাঞ্চল মাহালিয়া জলাশয়,
সত্যপীরের দরগাহ,
ন্যাচারাল পার্ক,
দারোগা মসজিদ ও ঠাকুর দীঘি,
ডলু খাল,
আনিস বাড়ী জামে মসজিদ,
তালতল নলুয়া রোড,
মির্জাখীল দরবার শরীফ,
সোনাকানিয়া মঞ্জিলের দরগাহ,
মক্কার বলি খেলার মাঠ,
কাজীর জামে মসজিদ ও
এওচিয়ার চূড়ামণির সুউচ্চ পাহাড় ।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদঃ
দারোগা মসজিদ, সাতকানিয়া
(পঞ্চদশ শতাব্দী) ।
ডেপুটি মসজিদ, সোনাকানিয়া
(পঞ্চদশ শতাব্দী) ।
মূর্তি সম্বলিত মুদ্রা ও ঠাকুর দীঘি,
সাতকানিয়া (ত্রয়োদশ শতাব্দী)।
কোতওয়াল দীঘি, সোনাকানিয়া
(ত্রয়োদশ শতাব্দী)।
শিবমন্দির (ঢেমশা) ।
বোমাং হাট গির্জা (বাজালিয়া)।
হিন্দুপাড়া মন্দির (কাঞ্চনা) ।
আকবরবাড়ী জামে মসজিদ(১৬৮০সালে) ।

কৃতী ব্যক্তিত্বঃ
*শাহজাদা মৌলানা আহমদ ছগির- বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাবেক এম.এন.এ ।
*এম ছিদ্দিক- সাবেক এম.এন.এ ও প্রাক্তন
সংসদ সদস্য ।
*আবুল ফজল- শিক্ষাবিদ, সাহিত্যিক ও
সাবেক ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
*ডাঃ বি এম ফয়েজুর রহমান- বীর
মুক্তিযোদ্ধা ।
*যতীন্দ্র মোহন সেনগুপ্ত- রাজনীতিবিদ,
প্রতিষ্ঠাতা সভাপতি- নিখিল ভারত কংগ্রেস।
*রায় সাহেব কামিনী কুমার ঘোষ-
শিক্ষাবিদ, প্রতিষ্ঠাতা- এ কে বি সি ঘোষ
ইনস্টিটিউট (কাঞ্চনা হাই স্কুল- ১৮৮৮)।
*আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন-
শিক্ষাবিদ ও সাবেক ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
*মৌলানা এএসএম আবদুল গণি- প্রখ্যাত
আলেম ও প্রবীণ শিক্ষাবিদ ।
*ডাঃ হোসনে আরা বেগম-
প্রথম মহিলা পরিচালক, চট্টগ্রাম
মেডিকেল কলেজ।
*আনোয়ারুল আজিম আরিফ- শিক্ষাবিদ ও
ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
*মোহাম্মদ আলী চৌধুরী-
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ড,চট্টগ্রাম ।
*কবি সুফিয়া কামাল
*সুলতানা কামাল
আইনজীবী ও সু সমাজ
*মোহাম্মদ আলী আহমেদ-
প্রাক্তন সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড।
*অধ্যাপক ড. আহসানুল আলম পারভেজ-
বিনিয়োগ বিশেষজ্ঞ ।
*শ্যামল দত্ত- সাংবাদিক ও
সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ।
*আবদুন নুর তুষার; মিডিয়া ব্যক্তিত্ব ।
*মোহাম্মদ আবু সুফিয়ান-
সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব।

জনপ্রতিনিধিঃ
সংসদীয় আসন- ২৯২, বাংলাদেশ জাতীয় সংসদ,(চট্টগ্রাম-১৫) সাতকানিয়া-লোহাগড়া ।
(সাংসদ- জনাব আবু রেজা মোঃ নেজাম উদ্দিন নদভী) ।

উপজেলা পরিষদঃ
চেয়ারম্যান- মোঃ জসিম উদ্দীন ।
ভাইস চেয়ারম্যান- মোঃ ইব্রাহীম চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান- দুরদানা ইয়াছমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোহাম্মদ উল্লাহ l

এই ছিল আমার জানা তথ্য আপনাদের কাছে আরো তথ্য জানা থাকলে সহযোগীতা করার অনুরোধ রহিল.

05/08/2023

কেমন টা লাগে।

15/07/2023

পুরুষ

15/07/2023

নারি

29/06/2023
11/05/2023

বাঙালিদের জন্য বিদেশেও শান্তি নাই.. 🤦🤦🤭🤣

15/04/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

11/04/2023

চিটাগাং এর মেয়ে বলে কথা।

02/04/2023

বাজারে গেছিলাম মাংস কিনতে! কিন্তু এভাবে এগুলা বেধে রাখছে কেন? বুঝলাম না 🤔

19/08/2022

সৌদিয়া আরব জেদ্দা

13/08/2022

টাকা

Photos from Md Sahab Uddin HP's post 05/08/2022

বুলেটের গুল্লি মিস হয় মাগার
যে থাবা কখনো মিস হয়না 😍🥰

31/07/2022

আহারে

29/07/2022

কাজ যে কষ্ট জেই করে সেই বুঝে।

15/07/2022

মাশাআল্লাহ

14/06/2022

মায়ে সব খবর রাখে।কিন্তুু কিছু বলে না সময় মত বলে ।

20/05/2022

RIGHT

20/05/2022

right

28/04/2022

Wow

28/04/2022

Right

18/04/2022

বহদ্দারহাট, চট্টগ্রাম।
ছবিটি তুলেছেন চিত্রনায়ক

13/04/2022
12/04/2022

💞💞💞

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

হায়রে বলদ #
পুরুষ
নারি
Dubai
হা হা হা
বিমান

Category

Website

Address

Chittagong

Other Education in Chittagong (show all)
Noubahini School & College, Chattogram Noubahini School & College, Chattogram
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong

Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?

CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209

ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....

BASE - Your BASE Lies Here BASE - Your BASE Lies Here
Chittagong, 4000

127 Momin Road, Opposite Kadam Mobarok

Innovative Learning Innovative Learning
Jamal Khan
Chittagong

Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.

Bandarban University Computer Science & Engineering Club Bandarban University Computer Science & Engineering Club
Chittagong

This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.

National University of Bangladesh Chattogram Gov College National University of Bangladesh Chattogram Gov College
Chittagong, 1990

জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।

Bangla &BD.Studies care. Bangla &BD.Studies care.
Panchlish
Chittagong

A Coaching For O'Level & SSC Bangla & BD.Studies/BGS

Khan Safety Academy Khan Safety Academy
Chittagong

“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.

Accounting Information Points Accounting Information Points
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong

A Complete information Point for Business Studies Students

Target School Target School
Chittagong

Hi,Am here to show you just enlighteing way to be unique in your life.

EDU ECON Acumen Society EDU ECON Acumen Society
EAST DELTA UNIVERSITY
Chittagong, 4209

Providing students with a platform to develop their understanding of economic and business issues

Way To Jannah Academy Way To Jannah Academy
East Rampur, Halishahar
Chittagong

Way To Jannah Academy is an online educational institution. Our ultimate goal is to enter Jannah.