Md Abubkkar Siddik

ALLAH...
আমাকে.. সিঙ্গেল.. রাখ..##
সমস্যা নাই.. ♥♦
♠কিন্তুু ♣
তাকেও ♥সিঙ্গেল রাখিও ➤✆
♣যার স

19/02/2024

I don't know if I was praying for someone....😔
However, I am praying for my mother every day...🤲🥰

Alhamdulillah

Photos from Md Abubkkar Siddik's post 12/02/2024

ফুলটাইম: 🇦🇷 আর্জেন্টিনা ১-০ ব্রাজিল 🇧🇷

ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা 🙂
আর্জেন্টিনা U23 আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে! 🇦🇷🔥

30/01/2024
03/10/2023

জমিয়াতুল ফালাহ ময়দানে ডিবেটের চ্যালেঞ্জ গ্রহণ

Ali Hasan Osama
জাহাঙ্গীর হুজুর যখন কাপুরুষতার সর্বোচ্চ উদাহরণ হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে বসার সৎসাহস দেখাচ্ছে না, আবার মুখোশ খুলে যাওয়ার ভয়ে অনলাইনের মতো নিরাপদ প্ল্যাটফর্মেও বিতর্ক করার আগ্রহ দেখাচ্ছে না, তখন আমরা বাধ্য হয়ে তার পছন্দনীয় স্থান জমিয়াতুল ফালাহর ময়দানেই ডিবেটের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বিতর্কের আহ্বান জানিয়েছিলেন তিনি একা, তাও ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে। কিন্তু হঠাৎ করে এক থেকে পাঁচ সদস্যে চলে গেলেন কেন, এটা বোধগম্য নয়। এটা কি নিজের ইমেজ ও ধর্মব্যবসা রক্ষার অনন্য কৌশল?

জাহাঙ্গীর হুজুর, আপনি প্রথমে বিদআতের উচ্ছিষ্টখোর বিতার্কিক বক্তাদের নাম প্রকাশ করুন। অপরিচিত কাউকে আনবেন না এ ইস্যুতে। কারণ, আপনিই বলেছেন মাঠে-ময়দানের বক্তা হতে হবে, যারা গোটা সমাজের প্রতিনিধিত্ব করে। অখ্যাত অজ্ঞাত ব্যক্তিরা যে প্রতিনিধিত্ব করে না, এটা তো বলাই বাহুল্য। এমন পাঁচজনের নামই প্রকাশ করবেন, যাদের জয় গোটা সমাজের জয় বলে বিবেচিত হবে আর যাদের পরাজয় গোটা সমাজের পরাজয় বলে বিবেচিত হবে। আর এটা তখনই সম্ভব হবে, যখন প্রত্যেক বিতার্কিকের লাখ লাখ ফলোয়ার থাকবে। আমরাও ইনশাআল্লাহ আমাদের ঘরানার পাবলিক ফিগার সেলিব্রিটি বক্তাদের মধ্য থেকেই পাঁচজনকে বসাব আপনাদের সাথে। বি. দ্র. পাঁচজনকে বসিয়ে আবার নিজে গায়েব হয়ে যাবেন না কিন্তু। আপনাকে আমাদের চাই-ই চাই। কারণ, এটা তো শুধু বিতর্কের প্রশ্ন নয়; আরও অনেক কিছুর প্রশ্ন। নতুনভাবে যোগ করছি, আমাদের হারিয়ে আপনারা জয়ী হতে পারলে আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্রত্যেক বিতার্কিককে এক বৈঠকে ২০ কেজি করে মোট আড়াই মন জিলাপি স্বহস্তে খাওয়াব ইনশাআল্লাহ।

আপনি প্রশাসন থেকে লিখিত অনুমতি নিন। সংবাদ সম্মেলন করে তারিখ ঘোষণা করুন। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করুন। বিতর্ক চলাকালে এবং তার পূর্বাপরে কোনো পক্ষের সাধারণ অনুসারীরা সেখানে উপস্থিত থাকতে পারবে না। থাকবে শুধু প্রশাসন, সাংবাদিক ও উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারিত সুনির্দিষ্ট কিছু মিডিয়া; যারা পুরো অনুষ্ঠান লাইভ ব্রডকাস্ট করবে এবং পরবর্তীতে কোনো কাটপিছ না করে পূর্ণাঙ্গ আলোচনা অনলাইনে আপলোড করবে।

বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন তিনজন নিরপেক্ষ সরকারি ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে বিচারক হিসেবে থাকবেন কওমি অঙ্গনের স্বীকৃত পাঁচজন আকাবির এবং আপনাদের অঙ্গনে বরি

10/08/2023

স্বাগতম।
ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় আগমনে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী সহ মাদ্রাসা শিক্ষা পরিবারের সকল কর্মকর্তাবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
তারিখ :১২/০৮/২০২৩ ইং,রোজ:শনিবার।

12/06/2023

ছেলে শোধ করতে চায় বাবা'র ঋণ!
ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?

আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?

বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো।

আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।

★বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?

ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।

তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।

- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।

ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!

- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

সংগৃহীত

11/06/2023

আপনার সন্তান যখন চেষ্টা করেও ব্যর্থ হয়:

তখন সন্তানকে বলুন - ''রোল নাম্বার ১,২,৩ হওয়া বা পড়ালেখায় ভালো স্টুডেন্ট হওয়া গুরুত্বপূর্ণ; কিন্তু তার চেয়েও হাজারগুণ বেশি গুরুত্বপূর্ণ জীবনকে সঠিক পদ্ধতিতে উপভোগ করতে শেখা। নিজেকে ও নিজের আশেপাশের মানুষদেরকে সুখী করার উপায় শেখা, অন্যের জন্য প্রেরণা বা ঊদাহরণ হয়ে উঠতে পারা, ব্যর্থতার পর সাফল্যের জন্য মরিয়া হয়ে উঠা, আত্মবিশ্বাস অর্জন করতে শেখা এবং তা ধরে রাখতে শেখা, দায়িত্বের প্রতি আন্তরিক ও সৎ হওয়া -এসব লেখাপড়ায় ভালো হওয়া বা ভালো রেজাল্ট করার চেয়েও জীবনের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ।"

সন্তানের সাফল্যে প্রশংসা করুন, পারলে পুরস্কৃত করুন আর ব্যর্থতায় পাশে থাকুন, সাহস দিন। তার সামর্থ্য বুঝার চেষ্টা করুন। তার চেষ্টাকে এপ্রিশিয়েইট করুন।

বলুন - এবার হই নাই তো কী হইছে, তুমি তো প্রাণপণে চেষ্টা করেছো, পরের বার হবে, ইন শা আল্লাহ্। আমরা তোমার পাশে আছি, তুমি আবার চেষ্টা করো।

*
আর যারা চেষ্টার মতো চেষ্টা করে না, পরিশ্রমের মতো পরিশ্রম করে না, লেখাপড়ায় হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক - যারা ভালো কিছুর স্বপ্নই দেখে না, মা-বাবা ও ওস্তাদের কথার গুরুত্ব দেয় না, ব্যর্থ হবার ভয় যাদের পেয়ে বসে না, তাদেরকে সঠিক পদ্ধতিতে শাসন করাটাও মা-বাবার দায়িত্ব। ওস্তাদেরও দায়িত্ব। ঐ শাসনের কারণে যদি কেউ আত্মহত্যা করে বা ভুল পথ বেছে নেয়, এটা তাহলে ঐ সন্তান বা ঐ স্টুডেন্টেরই চূড়ান্ত তকদীর, ওটা কেউ খন্ডাতে পারবে না।

সে আসলে তখন কোনো মা-বাবার সন্তান হবার বা কোনো ওস্তাদের স্টুডেন্ট হবার যোগ্যতা হারিয়ে ফেলেছে। জীবন তাকে তখন সেই অযোগ্য হবার উপযুক্ত শিক্ষা দেবেই, এটা থেকে সে পালাতে পারবে না।

*
নয়|ছয়|তেইশ
রাত- সাড়ে নয়টা।

20/05/2023

সুখে থাক তারা🌻🌻🌻🌻🏵️🏵️🏵️🏵️

যারা কখনও ছেড়ে যাবে না
বলেও ছেড়ে গেছে !!!

11/12/2022

৩ রাজার মধ্য ,বাকি থাকলো শুধু এক রাজা

Best of luck Leo Messi ❤️❤️

30/11/2022

আজ গভীর রাতে রেফারির শেষ বাঁশির শব্দে যদি পোলান্ড উল্লাসে মেতে ওঠে তাহলে ভেবে নিবেন আপনি ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্রকে আর আকাশী-নীল জার্সিতে দেখতে পাবেন না।

হতে পারে আজ রাতটা আমাদের জন্য স্বস্তির নিশ্বাস নয়তো এক সমুদ্র হতাশ।

আর্জেন্টিনা বিদায় নিলে লিও মেসি বুট জোড়া তুলে রাখবেন তাই মেসির জন্য জিততেই হবে৷ আর্জেন্টিনা তো আরও বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিন্তু লিও মেসির ড্রিবলিং দেখার সৌভাগ্য আর হবে না।

খুব ভালো লাগে যখন ৫ ফুট ৭ ইঞ্চির মানুষটা নিশ্চুপ হয়ে মাঠে হেটে বেড়ায় বল পাওয়া মাত্রই নিয়ে দৌড় দেয় ডি-বক্সের ভিতরে, প্রতিপক্ষের জালে গোল জড়িয়ে দুই হাত আকাশের দিকে উচু করে বিশ্বকে জানিয়ে দেয় "আমি ফুটবলে রাজত্ব করছি"

রাইভাল হিসেবে আপনি তাকে ঘৃণা করতে পারেন কিন্তু আপনার মন ভালো করার জন্য লিওর একটা ড্রিবলিং যথেষ্ট।তার নিঘুত পাস, ফ্রি কিক, প্লে মেকিং, এবং চোখ ধাধানো গোল সবকিছুর মধ্যে একটা রাজকীয় ভাব আছে।

সে রাজার বেশে এসেছে রাজত্ব করেছে এখন বিদায়ের পথে।শুধু তাকে আরও বেশিদিন আকাশী-নীল জার্সিতে দেখার আকাঙ্খা আমাদের!

Leo Messi We Love 🤍💙✊️

Photos from Md Abubkkar Siddik's post 26/11/2022

আজ রাত ১টায়
প্রিয় দল শুভকামনা রইল
আর্জেন্টিনা বনাম মেস্ক্রিকো
🇦🇷🇦🇷🇦🇷🇦🇷❤️🇲🇽🇲🇽🇲🇽

23/10/2022

(১) কাবা ঘরের ভেতরে কোনো ইলেকট্রিক লাইট নাই।
(২) এ ঘরের মেঝে এবং ওয়াল মার্বেল পাথর দ্বারা নির্মিত।
(৩) এ ঘরের কোনো জানালা নাই।
(৪) কাবা ঘরের ১টি মাত্র দরজা।

কাবা ঘরের ছাদে ১২৭ সে.মি লম্বা ও ১০৪ সে.মি. প্রস্থের একটি ভেন্টিলেটার আছে যেটি দিয়ে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। এটি একটি কাচ দিয়ে ঢাকা থাকে। যখন কাবা ঘরের ভেতর পরিস্কার করা হয় তখন এই কাচটি খোলা হয়। কাবা শরীফের দুটি সিলিং রয়েছে। এর ভেতরের দেয়ালগুলি সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। এই পর্দাগুলি প্রতি তিন বছর পর পর পরিবর্তন করা হয়। এর সিলিংকে তিনটি কাঠের পিলার ধরে রেখেছে। প্রতিটি পিলারের ব্যাস ৪৪ সে.মি.।

পবিত্র কাবা শরীফ পরিস্কার করার জন্যে এর দরজা বছরে দুইবার খোলা হয়। রমজান এর ১৫ দিন আগে এবং হজ্জ এর ১৫ দিন আগে। পরিস্কারের পরে মেঝে এবং দেয়াল সাদা কাপড় ও টিসু দিয়ে মোছা হয়। এরপর দেয়ালগুলি পারফিউম দিয়ে সুগন্ধযুক্ত করা হয়। কাবা শরীফের কালো কাপড়ের আবরনটি (কিশওয়া)
প্রতি বছর ৯ই জিলহজ্জ পরিবর্তন করা হয়। কাবা শরীফের দরজার চাবি বনী সায়বা নামক এক গোত্রের কাছে থাকে। মহানবী মুহাম্মদ (সাঃ) এই চাবি এই গোত্রের কাছে দিয়েছিলেন,
যা কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছেই থাকবে। তারা কাবা শরীফ পরিস্কার করার কাজের জন্য বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, কুটনীতিক ও গন্যমান্য ব্যক্তিদেরদের অভিবাদন জানান। মক্কা শহরের গভর্নর তাদের কাবা শরীফের ভিতরে নিয়ে যান এবং তারা জমজম কুপের পানি এবং গোলাপ জল দিয়ে কাবা শরীফের ভিতর পরিস্কার করেন!

হে-আল্লাহ্‌ আমাদের সবাইকে তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করুন।
"আমীন"!

05/10/2022

💔 🤲ভিক্ষা 🤲💔
😭😭😭চেয়েছিলাম তার কাছে 💔💔💔.🔚🔴. . 🔚তার পরেও🔚🔚🔚🟣 .. ... .. 💔💔. তার মনে 😭😭💔
🔴❤️💔😭আমি পাই নি 😭😭💔💔✝️
. . . . 💔💔💔💔 এতটুকু ঠাই💔💔..... 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️অবুঝ মন বলে কেন?🙆‍♂️💔
🧕💔🧕সে তো তোকে বলেছিলো🧕😭🧕

😍🥰অনেক ভালোবাসে🥀🥀🥰💔😭
😭😭💔💔 বেহায়া মনকে 💔💔🔚🔚. 💔💔💔আজো বুঝতে পারলাম না😭😭😭
💔💔🧕🧕🧕সে মানুষ টা 😭😭😭😭😭😭 ..... . . 💔💔😭😭আর আমার নাই 🧕🧕🧕💔💔🔚🔚🔚

10/09/2022
Want your organization to be the top-listed Government Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সবাই শেয়ার করুন

Website

Address


Chittagong

Other Government Organizations in Chittagong (show all)
CUFL অনুভূতি CUFL অনুভূতি
Anowara
Chittagong, 4000

সি.ইউ.এফ.এল (CUFL) এর সর্বশেষ খবর গুলো জানত?

Rakib Billah Rakib Billah
Hathazari
Chittagong

RAKIB BILLAH is a Musical Artist. He was born on 08 JAN 2000 in Chittagong, Bangladesh. RAKIB BILLAH

Cmp Kotwali Beat No 01 Kajir Dewri Cmp Kotwali Beat No 01 Kajir Dewri
Kotwali Thana, CMP, Ctg
Chittagong

বিট নং-০১ এ অপরাধীদের তথ্য দিয়ে বিট এল?

Thana Election Office, Kotwali, Chattogram Thana Election Office, Kotwali, Chattogram
517/A, Jubilee Road
Chittagong, 4000

Thana Election Office, kotwali, Chattogram carries out public services related to registration of voters, provide NID card to citizens, manage and conduct national and local govern...

Chittagong Development Authority Chittagong Development Authority
Chittagong Development Authority, Husayn Shaheed Suhrawardy Road
Chittagong, 1200

This is my personal Page. I Worked this Organisation, reason for that I create this Page.

Govt. City College,Chattogram Govt. City College,Chattogram
Ice Factory Road, Ctg
Chittagong, 4000

(কলেজ প্রশাসন পরিচালিত)

Anwar Hossain -আনোয়ার হোসাইন Anwar Hossain -আনোয়ার হোসাইন
Chittagong, 4100

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি,৩৮ নং ওয়ার্ড,বন্দর,চট্টগ্রাম।

Cyber Tribunal, Chattogram Cyber Tribunal, Chattogram
Room No 512, Chief Judicial Magistrate Court Building
Chittagong

Cyber Tribunal, Chattogram has conducting trials of cybercrimes-related cases, including cases filed under the Digital Security Act, 2018. The Ministry of Law issued a gazette no...

Registrar of Joint Stock Companies & Firms, Divisional office,Chattogram. Registrar of Joint Stock Companies & Firms, Divisional office,Chattogram.
Kotowali
Chittagong, 4000

RJSC is the sole authority which facilitates formation of companies etc.; and keeps track of all owne

নগর ডিজিটাল সেন্টার ৩১নং আলকরণ ওয়ার্ড নগর ডিজিটাল সেন্টার ৩১নং আলকরণ ওয়ার্ড
সদরঘাট রাজ হোটেল মোড়
Chittagong, 4000

জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে

Institutional Quality Assurance Cell-IQAC, NSTU Institutional Quality Assurance Cell-IQAC, NSTU
Noakhali Science And Technology University
Chittagong, 3814

To ensure quality in every sector of Noakhali Science and Technology University.

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনোয়ারা,  চট্টগ্রাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনোয়ারা, চট্টগ্রাম।
Chittagong-Anowara-Barkal Road
Chittagong

Anwara Upazila Health Complex is a primary level government hospital situated at Anwara upazila of Chattogram District of Bangladesh.