Elite Mart CPL

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elite Mart CPL, Medical supply store, Asia Tower(5th & 6th Floor), Muradpur, Chittagong.

বাংলাদেশের জনপ্রিয় ব্রান্ড এলিট কর্পোরেশন নিয়ে এসেছে আপনাদের জন্য সকল ন্যাচারাল পণ্য। এলিট বাংলাদেশের একটি ব্র্যান্ডেড সংস্থা। এলিট গত ১২ বছরে সুনাম অর্জন করেছে। অভিজাতরা মানসম্পন্ন পণ্য উৎপাদনে সেরা। এটি একটি স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানকারী প্রতিষ্টান। আমা‌দের সকল পণ‌্য স্থা‌য়ী সমাধান যোগ‌্য, সকল পন‌্য সম্পন্ন ন‌্যাচারাল এবং আ‌মি‌রেক থে‌কে ইনপু‌ডেট শুধু তাই নয় লাভ ফরএভার বাংলাদেশ সাইন্স ল্যাব পারমিটেড একমাত্র পণ্য। কাজেই ১০০% পার্শপ্রতিক্রিয়া মুক্ত।

28/08/2021

নকল প্রমানে ১ লক্ষ টাকা পুরুষ্কার
গ‌্যারা‌ন্টি কার্ড না দে‌খে ক্রয় কর‌বেন না
01830048215

কা‌রো ভা‌লোবাসা হা‌রি‌য়ে যা‌বে তা তো আমরা হ‌তে দি‌তে পা‌রি না।
অ‌'নেক কিছু চেষ্ট ক‌রে‌ছেন ফলাফল শূন‌্য অন‌্য দি‌কে আপনার গি‌ন্নি হ‌চ্ছে বারবার না খুস ত‌বে এবার নিন স্পেশাল সা‌জেশন, এবার আপনার ভা‌লোবাসা ঠিক‌বে আ‌রো বে‌শি সময় নিয়ে স্থা‌য়ি ভা‌বে।

মানুষ অনলাইন থে‌বে নানান কিছু চেষ্ট ক‌রে বারবার ঠক‌চ্ছে কিন্তু আমা‌দের মূল লক্ষ‌্যই হ‌চ্ছে মানু‌ষের বিশ্বাসকে বজায় রাখা। দে‌রি না ক‌রে এখনই SMGঅপশ‌নে ক্লিক করুন।

ফেসবুব প‌লি‌সির জন‌্য বিস্তা‌রিক পোস্ট লিখা হয়‌নি ইনবক্স করুন, ইনবক্স এ নাম্বার দিন আমা‌দের প্রোডাক্ট স্পেশা‌লিস্ট আপনা‌কে কল দি‌বে অথবা সরাস‌রি কল করুন 01830048215

28/08/2021
28/08/2021

''টাক (ইংরেজি: ''Baldness) বলতে'' চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল।[১] মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা "পুরুষের টাক" নামে পরিচিত। এটি পরিণত মানুষ ও অন্যান্য প্রজাতিতে দেখা যায়। টাকের পরিমাণ ও বিস্তৃতি অনেক বেশি হতে পারে এবং এক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে ভিন্নতা দেখা যায়। মাথার কিছু অংশের চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া এরিয়াটা ও পুরো মাথার চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া টোটালিস বলে। চুল পড়ে যাওয়ার আরো একটি মারাত্মক প্রকাশ হচ্ছে অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস। এক্ষেত্রে মাথাসহ সমস্ত শরীরের লোম ঝরে যায়। অনেক সময় এই সমস্যা মানসিক চাপের জন্যও দায়ী।

28/08/2021

যদি আপনার বা আপনার পরিবারে কারো ডায়াবেটিস থাকে
আশা করি ১ মিনিট সময় দিয়ে আমার লেখাটি পড়বেন
বিস্তারিত জানতে- 01830048215 এই নাম্বারে কল করবেন।
ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রনে Dia Control এক নতুন আবিষ্কার।
১৫ দিনের মধ্যে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রনে।
Dia Control প্রতিদিন খাবারের আগে ২/৩ বার সেবন করলে ১৫ দিনের মধ্যে আপনি পাবেন চমৎকার রেজাল্ট।
অবশ্যই সেবনের পূর্বে আপনার সুগারের মাত্রা পরিক্ষা করে সেবন করবেন,তা হলে এর রেজাল্ট দ্রুত দেখতে পাবেন।
আপনার ডায়াবেটিস থাকবে সম্পূর্ন ভাবে নিয়ন্ত্রীত (১০০%গ্যারান্টি )
* দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভূগছেন ?
* কোন ভাবেই সুগার নিয়ন্ত্রনে আনতে পারছেন না ?
* ইনসুলিন নিয়ে ও সুগার নিয়ন্ত্রণ করতে পারছেন না ?
* দিন দিন বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে হতাশাগ্রস্ত ?

আপনি একটি ফাইল সেবন করে পরিক্ষা করে দেখুন।
১৫ দিনের মাঝেই আপনার সুগার নিয়ন্ত্রনে চলে আসবে।
Dia Control সেবনের পূর্বে অবশ্যই সুগার মেপে সেবন শুরু করুন। আর ১৫ দিন পর আবার পরিক্ষা করে দেখুন ইনসাআল্লাহ আপনার সুগার স্বাভাবিক মাত্রায় চলে আসবে।

আমাদের Dia Control আপনাকে এনে দিবে সচ্ছল জীবন ও সুস্থতায় প্রতিদিন।
Dia Control এটি কোনভাবেই আপনার রক্তের গ্লুকোজের মাত্রা বারাতে দেয়না তাই আপনি সবদিক থেকে থাকবেন নিরাপদ। একবার যাচাই করে দেখুন ইহার জাদুকরি গুনাগুন

28/08/2021

#সুখবর_সুখবর_সুখবর
১ মিনিট একটু দেখুন

#বর্তমান_করোনা_পরিস্থিতিতে_এমনিতেই_সবাই ক'ঠিন সময় পার করছি। এর পাশাপাশি ঋতু জ'নিত কারণে কম বেশি সবাই জ্বর, সর্দি, কাশি , মাথা ব্যথা, গলা ব্যথা নানান সমস্যায় ভুগছেন।
- আপনার এই সমস্যা গুলোর সেরা প্রাকৃতিক সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে।

#তুলসী_প্লাস_চা এবং #শরবত
- এই প্রথম আমরাই নিয়ে এসেছি তুলসী পাতা , বাসক পাতা , যষ্টি মধু , আমলকি , গোল মরিচ এবং আরো বিভিন্ন রকম মশলাসহ সর্বমোট ৩৫ টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরী তুলসী প্লাস চা এবং শরবত!!

-যাদের কিছু দিন পরপরই জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, ইত্যাদি সমস্যা হয় বা সমস্যা গুলো লেগেই থাকে, তারা এই সমস্যাগুলো দূর করতে পারেন বহু প্রাকৃতিক ভেষজ উপাদান ও ভেষজ গুণাগুণে সমৃদ্ধ তুলসী প্লাস চা বা শরবত খেয়ে।

#তুলসী_চা_তৈরি_প্রণালী:একদম সহজ। প্রতি ১কাপে আধা 'চা' চামচ হিসাবে তুলসী চা পাউডার গরম পানিতে ফুটিয়ে নিয়ে শুধু পরিমান মত চিনি মিক্স করে সেবন করবেন।
#একইভাবে তুলসী প্লাস শরবতও এক গ্লাস পরিমান পানিতে এক চা-চামচ এবং পরিমাণ মতো চিনি মিক্স করে মজা নিতে পারেন সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর শরবতের।
#সাথে_অতিরিক্ত_কোনো_মশলা_দেওয়ার_প্রয়োজন_নেই। কেননা এতে সব ধরনের মশলা দেওয়া বা মেশানো আছে।

"১ কোটা তুলসী প্লাস চা দিয়ে প্রায় ৭৫ কাপ চা হবে।"
"১ কোটা তুলসী প্লাস শরবতে আপনি ৫০ গ্লাস শরবত পান করতে পারবেন"

#অর্ডার_করতে_আপনার_নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার ইনবক্স এ মেসেজ করুন।
#বিস্তারিত_জানতে_কল_করুনঃ 01830048215 নাম্বারে অথবা নিচের Send Message অপশনে ক্লিক করুন।

#হেড_অফিসঃ এলিট কর্পোরেশন_জালাল প্লাজা ৪র্থ ও ৫ম তলা, মুরাদপুর, পাচলাইশ, চট্টগ্রাম।
#শাখা_অফিসঃ মা-বাবা মেডিকেল হল, নিচ তলায়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

#আমাদের_ওয়েবসাইটঃ WWW.BDELITES.COM

বিঃদ্রঃ ভেজাল বা কেমিক্যাল প্রমানে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে।

28/08/2021

এলার্জি, এ্যাজমা/হাপানি এবং শ্বাসকষ্ট এই বিষয়গুলি একে অপরের সাথে ঘনিষ্ঠ। দেখা যায় এলার্জির তীব্রতা বাড়লে এ্যাজমা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টও বেড়ে যায়। তাই যারা এ সমস্যায় ভুগছেন তাদের কিছুটা নিয়ন্ত্রিত জীবন যাপন করাই উচিত। ঔষুধ ছাড়া শুধুমাত্র নিয়ন্ত্রিত জীবন যাপন করলেও এ সমস্যার তীব্রতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই সংক্রান্ত রোগীদের চলাফেরা, ওঠাবসা, খাবার-দাবার এক কোথায় জীবনযাত্রার সকল বিষয়ে সচেতন থাকা জরুরি। নিচে তার জন্য কিছু করণীয় এবং বর্জনীয় টিপস উপস্থাপন করা হলো।

করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ
ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার করুন।
বাসা বাড়িতে কার্পেট ব্যবহার না করাই অতি উত্তম।
ঘরে ধূঁপ ব্যবহার করেবেন না ।
উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন।
যেকোন প্রকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলুন।
বাসায় বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী পোষা থেকে বিরত থাকুন।
ঘর ঝাড়ু দেওয়ার সময় মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
মশার কয়েলও শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে এর থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর।
যে কোনো উপায়ে ধূমপান পরিহার করা অপরিহার্য।
ঠান্ডা জল এবং শীতল খাবার গ্রহণ করা পরিহার করুন।
বাসা বাড়িতে ফ্রীজে রাখা খাবার ভালো করে গরম করে গ্রহন করুন।
পুরাতন বই পত্র এবং বিছানা বা কার্পেট ঝেড়ে নেওয়ার সময়ও মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
শীতকালে লেপ-তোষক ভাল করে রোদে শুকিয়ে ব্যবহার করুন।
শীতের সময় শীতবস্ত্র ধুঁয়ে ব্যবহার করুন ।
শীত থেকে বাচতে উলেন কাপড়ের পরিবর্তে সুতি অথবা জিন্সের কাপড় ব্যবহার করুন।
ছোট বা বড় ফুল ধরা গাছের নিচে বা তার আশেপাশে বসবেন না । ফুলের পাপড়ি আপনার শ্বাসকষ্ট বাড়াবে।
রান্না করার সময় মশলার ঝাঁঝাঁলো গন্ধ এড়াতে মাস্ক বা শুকনো কাপড় ব্যবহার করুন।
ঘরে যাতে তেলাপোকা এবং ছারপোকা বাসা বাধতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন।
লক্ষ্য রাখুন কি কি কারণে আপনার এলার্জি, এ্যাজমা ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন আরো কি কি করা দরকার।

28/08/2021

স্ত্রী যৌন হরমোনঃ –

স্ত্রী যৌন হরমোন বলতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কে বুঝায়। ডিম্বাশয়ের বর্ধিষ্ণু ফলিকলের গ্রানুলোসা কোষ থেকে ইস্টোজেন এবং কর্পাস লিউটরিয়াম থেকে প্রোজেস্টেরন নিঃসৃত হয়। প্রকৃত পক্ষে মস্তিষ্কের হাইপোথেলামাস থেকে নিঃসৃত গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের প্রভাবে পিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হলে এখান থেকে ফলিকল উদ্দীপক হরমোন ও লিউটিনাইজিং হরমোন নামক দুটি গোনাডোট্রপিক নিঃসৃত হয়। যা স্ত্রী গেনাড বা ডিম্বাশয় কে স্ত্রী যৌন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। পুরুষের ন্যায় স্ত্রীর তেও যৌন হরমোন সব সময় নিঃসৃত হয় না। বরং নির্দিষ্ট সময়ের ব্যাবধানে রজঃচক্রের ঘটনাবলির সাথে সমন্বয় সাধন করে নিঃসৃত হয়। প্রতি রজঃচক্রে সাধারনত একটি মাত্র ডিম্বানু তৈরি হয়। রজঃচক্রের প্রথম দিন থেকে একটি নতুন চক্রের শুরু হয়। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন অগ্র পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করলে ফলিকল উদ্দীপক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ডিম্বাশয়ের উপর ক্রিয়া করপ ফলিকলের বর্ধন ঘটায়।



এস্ট্রোজেন নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য সমূহঃ-
* ডিম্বাশয় ফেলোপিয়ান নালী, জরায়ু এবং যোনির আকার কয়েক গুন বৃদ্ধি।
*চর্বি সঞ্চিত করে mons p***s এবং Inbia major ও l***a minora এর বৃদ্ধি।
*স্তনের stromal tissue – এর বর্ধন।
*চর্বি সঞ্চয়ের মধ্যমে স্তনের বৃদ্ধি।
* প্রজননিক বরসে মেয়েদের osteoblastic সক্রিয়তা বৃদ্ধি
করপাস লিউটিয়াম ইস্টুোজেন ক্ষরণ শুরু করে। সাথে সাথে করপাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন নামক আরও একটি হরমোন নিঃসৃত হতে থাকে। ইস্ট্রোজেনের ন্যায় প্রোজেস্টেরন লক্ষ্য স্থল দুটি ক. জরায়ু
খ. অগ্রপিটুইটারি গ্রন্থি।
এ হরমোন জরায়ু প্রাচীরের বৃদ্ধিতে সাহায্য করে এবং এন্ডোমেট্রিয়ামের গ্রন্থি সমুহকে উদ্দীপিত করে। অগ্রপিটুইটারি গ্রন্থির উপর এ হরমোন প্রভাব বিস্তার করে লিউটিনাইজিং হরমোন নিঃসরন কে বাধা দেয়। এটাই নেগেটিভ ফিডব্যাক।

বিঃদ্রঃ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

28/08/2021

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।

মধুর উপাদান
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

মধুর উপকারিতা

শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে: বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে, এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো।

অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

যৌন দুর্বলতায়: পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন।

প্রশান্তিদায়ক পানীয়: হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।

মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়: মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে। দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালিকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।

পাকস্থলীর সুস্থতায়: মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

তাপ উৎপাদনে: শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। এক অথবা দুই চা–চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে।

পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

দৃষ্টিশক্তি বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

ওজন কমাতে: মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে।

হজমে সহায়তা: মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি। তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে।

গলার স্বর: গলার স্বর সুন্দর ও মধুর করে।

তারুণ্য বজায় রাখতে: তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টি–অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়।

হাড় ও দাঁত গঠনে: মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে।

রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে: এতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

আমাশয় ও পেটের পীড়া নিরাময়ে: পুরোনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে।

হাঁপানি রোধে: আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে।

উচ্চ রক্তচাপ কমায়: দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান। সকাল-সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।

রক্ত পরিষ্কারক: এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তা ছাড়া রক্তনালিগুলোও পরিষ্কার করে।

রক্ত উৎপাদনে সহায়তা: রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে (আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট) অধিক কার্যকর ও শক্তিশালী করে।

হৃদ্‌রোগে: এক চামচ মৌরি গুঁড়োর সঙ্গে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদ্‌রোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃৎপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে।

রোগ প্রতিরোধশক্তি বাড়ায়: মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যেকোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও জোগান দেয়। মধুতে আছে একধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

28/08/2021

কোন পা-র্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ও"'জন কমান সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। ☎️01830048215
অনেক চেষ্টার পরও যারা ও"'জন কমাতে পারেননি তাদের জন্য নিয়ে এলো ওয়ার্ল্ড ফেমাস ও'"য়েট ল"স প্রোডাক্ট। যা দেশি বিদেশি উপাদানের সমন্বয়ে তৈরি।

‌যারা ৩-৭ কে'জি ও'জন ক'মাতে চান তারা আমাদের হাফ কোর্স গ্রহণ করতে পারবেন আর যারা ১০ -১৫ কে'জি ও'"জন ক'মাতে চান তারা আমাদের ফুল কোর্স গ্রহণ করতে পারবেন। (বর্তমানে ডিসকাউন্ট চলছে)

আরও বিস্তারিত জানতে Sms অপশনে ক্লিক করুন।অথবা সরাসরি কথা বলুন

28/08/2021

''টাক (ইংরেজি: ''Baldness) বলতে'' চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল।[১] মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা "পুরুষের টাক" নামে পরিচিত। এটি পরিণত মানুষ ও অন্যান্য প্রজাতিতে দেখা যায়। টাকের পরিমাণ ও বিস্তৃতি অনেক বেশি হতে পারে এবং এক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে ভিন্নতা দেখা যায়। মাথার কিছু অংশের চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া এরিয়াটা ও পুরো মাথার চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া টোটালিস বলে। চুল পড়ে যাওয়ার আরো একটি মারাত্মক প্রকাশ হচ্ছে অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস। এক্ষেত্রে মাথাসহ সমস্ত শরীরের লোম ঝরে যায়। অনেক সময় এই সমস্যা মানসিক চাপের জন্যও দায়ী।[২]

Photos from Elite Mart CPL's post 28/08/2021
Want your business to be the top-listed Health & Beauty Business in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Asia Tower(5th & 6th Floor), Muradpur
Chittagong
4209

Other Medical Supplies in Chittagong (show all)
CU Delivery Service CU Delivery Service
Chittagong University
Chittagong

এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আন্তঃবিশ্ববিদ্যালয় ডেলিভারি সার্ভিস।

STS Medical Systems STS Medical Systems
CDA Avenue Muradpur
Chittagong, 4203

সারা বাংলাদেশে যে ধরনের মেডিকেল যন্ত্রপাতির সাপ্লাই ও মালামালের জন্য যোগাযোগ করতে পারেন

Elite care CPN Elite care CPN
Muradpur(Asia Tower-5th & 6th Floor)
Chittagong, 4209

A Alim Pharmacy A Alim Pharmacy
Chittagong

নতুন কিছু জানতে চাই আমাদের পেজ কে নিয়মিত ফলো করুন

Jawbon Shakti BD Jawbon Shakti BD
Chittagong

আমরা প্রাকৃতিক গুণাবলী সম্পন্ন ঔষধ বিক্রয় করে থাকি। যা আপনাকে করে পরিপূর্ণ শক্তিশালী।

E Diabetes Help Points E Diabetes Help Points
All Over
Chittagong

City Health Mart City Health Mart
KB Fazlul Kader Road
Chittagong, 4203

All types of Medicines & Health Equipments Supplier

Maa Pharmacy Maa Pharmacy
Rashid Building, Agrabad
Chittagong

এখন থেকে ঘরে বসেই সকল প্রকার ঔষধ পাবে?

CTG pharmacy CTG pharmacy
Chittagong, 4030

Medicine At Your Home

Elite Mart limited.com Elite Mart limited.com
Near Mirjaphole Muradpur CDA Avenue Chittagong
Chittagong, BANGLADESH

আমরা শারীরিক ও বিশেষ মুহূর্তের দুর্বলতার সমস্যার সমাধান দিয়ে থাকি। ইনশাআল্লাহ স্হায়ী সমাধান পাবেন।

Elite L.T.D  Unite 01 Elite L.T.D Unite 01
Chittagong, 4209

Elite is a branded company from Bangladesh. Elite has gained a reputation in the last 12 years. Elit

Energy Growth Energy Growth
Chittagong, 4210

We Sell weight related medicines which help people to loss overweight.