Path of Iman
দ্বীনের পথে অবিচল থাকুন��
আরিফ আজাদ ভাই🖤।
ইন শা আল্লাহ।
😭
মাঝেমধ্যে কতগুলো পরিস্থিতি নিজেকে অবাক করে।
নিজের ঈমান কে যাচাই করার সুযোগ করে দে।
যোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলাম। তখন পাশ থেকে একজন ভাই, সালাম দিয়ে ওঠে। মাঝেমধ্যে সালাম দেওয়া হয় নেওয়া হয়। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময় খেয়াল ছিল নিচের দিকে। হঠাৎ ওই ভাইটার দিকে থাকাতে, মুচকি হাসি দে। সামনে এগিয়ে গেলাম। মুসাফার জন্য ওই ভাইটা হাত বাড়িয়ে দে। আরো অবাক হলাম।
একটু ভালো করে তার দিকে থাকালে দেখতে মুখে বড় দাড়িঁঁ আর মলিন চেহারা। সামনে যেতেই তার পকেট থেকে বের করে দে আতর। আর বলল, দেন হুজুর, সুন্নাত। অন্তরে খুব একটা নাড়া দিল। পরে বুঝতে পারি ভাইটা রিকসা চালক। আরো, অবাক হলাম একজন রিকসা চালক ভাই যদি সুন্নাহ নিয়ে জীবন কে পরিচালিত করতে পারে, আর আমরা কী?
বর্তমান সমাজের পরিস্থিতি অনুযায়ী তার চিন্তা আর টেনশন রিযিক নিয়ে পেরেশানি থাকার কথা। কিন্তু না সেই আরো অনেক বেশি খুশি, বরে উপর তাওয়াক্কুলে আর সুন্নাহ এর মধ্যে।
বরের উপর তাওয়াক্কুল, আগে সালাম, হাসি মুখে কথা, মুসাফা, আতর বাড়িয়ে দেয়া, অতপর হালাল ইনকাম। নিজেকে একবার যাচাই করার সুযোগ হয়েছিল।
দো'আ করি,
আল্লাহ্ সকল কে ভালো রাখুক। রবের তাওয়াক্কুল আর সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তাওফিক দিক।
লিখা গোছালো না। তারপরেও ওই দিনের অবস্থা টা শেয়ার করলাম।
সৌদি সরকারের উন্মুক্ত করা ভার্চ্যুয়াল সিস্টেমে এখন থেকে আপনি চাইলে অনলাইনেই মসজিদে নববি ঘুরে দেখতে পারবেন।
লিংকঃ https://vr.qurancomplex.gov.sa/msq/
Ilm BD
Vitual_Tour_in_Al_Masjid_Al_Nabawi Virtual tour in the Prophet's Mosque
সংগৃহীত ভিডিও।
মাঝেমধ্যে কতগুলো পরিস্থিতি নিজেকে অবাক করে।
নিজের ঈমান কে যাচাই করার সুযোগ করে দে।
যোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলাম। তখন পাশ থেকে একজন ভাই, সালাম দিয়ে ওঠে। মাঝেমধ্যে সালাম দেওয়া হয় নেওয়া হয়। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময় খেয়াল ছিল নিচের দিকে। হঠাৎ ওই ভাইটার দিকে থাকাতে, মুচকি হাসি দে। সামনে এগিয়ে গেলাম। মুসাফার জন্য ওই ভাইটা হাত বাড়িয়ে দে। আরো অবাক হলাম।
একটু ভালো করে তার দিকে থাকালে দেখতে পাই মুখে বড় দাড়িঁঁ আর মলিন চেহারা। সামনে যেতেই তার পকেট থেকে বের করে দে আতর। আর বলল, দেন হুজুর, সুন্নাত।
অন্তরে খুব একটা নাড়া দিল।
পরে বুঝতে পারি ভাইটা রিকসা চালক। আরো, অবাক হলাম একজন রিকসা চালক ভাই যদি সুন্নাহ নিয়ে জীবন কে পরিচালিত করতে পারে, আর আমরা কী?
বর্তমান সমাজের পরিস্থিতি অনুযায়ী তার চিন্তা শুধু টেনশন আর টেনশন নিয়ে পথ চলার কথা। কিন্তু না সেই আরো অনেক বেশি খুশি, রবের উপর তাওয়াক্কুলে আর সুন্নাহ এর মধ্যে।
রবের উপর তাওয়াক্কুল, আগে সালাম, হাসি মুখে কথা, মুসাফা, আতর বাড়িয়ে দেয়া, অতপর হালাল ইনকাম। নিজেকে একবার যাচাই করার সুযোগ হয়েছিল।
দো'আ করি,
আল্লাহ্ সকল কে ভালো রাখুক। বরের তাওয়াক্কুল আর সুন্নাহ ভিত্তিক। জীবনযাপন করার তাওফিক দিক।
২৩_১১_২০২২
শীতকাল।
আধুনিক যন্ত্র নিয়ে চুল কাটা।
একটু সর্তক হই।
ওয়েলপেপার রাখা যায়।
ক্ষণিকের এই পৃথিবীতে
#বিকাল
মনে রাখুন।
[৩:১৮৯] আল ইমরান
وَلِلَّهِ مُلكُ السَّماواتِ وَالأَرضِ وَاللَّهُ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ
আর আল্লাহর জন্যই আসমান ও যমীনের রাজত্ব। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
সাবটাইটেল 😥
টিক আছে 🥴
🖤
❣️!
আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সোনা-রূপার খনির ন্যায় মানবজাতিও খনিবিশেষ। যারা জাহিলিয়্যাতের (অন্ধকারের) যুগে উত্তম ছিল, দ্বীনের জ্ঞান লাভ করার কারণে তারা ইসলামের যুগেও উত্তম। [১]
ফুটনোটঃ
[১] সহীহ : বুখারী ৩৩৮৩, মুসলিম ২৬৩৮; হাদীসের শব্দ মুসলিমের।
হাদিসের মান: সহিহ হাদিস
আসলেই 😪
কুরআন হাদিসে প্রেমকে কোথায় হারাম করেছে যদি রেফারেন্স সহ পেতে চান কমেন্টে বলবেন প্লিজ।
সালমান ফারসী (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলছেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দু’ জন লোকের মাঝে ফাঁক না করে, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুত্বা দেয়ার সময় চুপ থাকে, তা হলে তার সে জুমু’আ হতে আরেক জুমু’আ পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়।
সহিহ বুখারী, হাদিস নং ৮৮৩
হাদিসের মান: সহিহ হাদিস
প্রতিদিন আপনার কাছে একটা হাদিস পৌঁছে দেওয়া চেষ্টা করব ইনশাআল্লাহ।
যারা হাদিস পেতে চান পেইজে ফলো দিয়ে রাখতে পারেন।
ধন্যবাদ।
--মিজানুর রহমান
কিসের দ্বীনি ভাই, দ্বীনি বোন পর পুরুষ/মানুষের সাথে কথা বলা হারাম।
পুরা শুনেন প্রিয় শায়খ আহমুল্লাহর থেকে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Chittagong
KATALGONG 1,2,34 - NO.ROAD
Chittagong, 4200
We are belongs to Friends only- No political views. We each equals to 1k. So think before doing or posting anything. Be our friend not enemy �
Chittagong
Professor Dr. A.F.M. Khalid Hossain, a celebrated Islamic Scholar with his all pervading excellency and quintessentially gifted voice has been remarkably contributing in the arena ...
Halishahar
Chittagong, 4000
Bahrul ULUM Hazrat Shah Qutub Uddin RH. PEER Shaheb Baitush Shararf.
C. D. A Market
Chittagong
আমার এ জীবনে যা যা কাহিনী হয়েছিল তারা এই পেজে তুলে ধরা হয়েছে .!